দাড়ি কাটা হারাম কি?

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024

КОМЕНТАРІ • 356

  • @ShahadatHossain-fy5bo
    @ShahadatHossain-fy5bo 8 місяців тому +7

    আল্লাহর রাসুল (স:) কে সবচেয়ে কাছ থেকে দেখেছেন সাহাবায়ে কেরাম (রা:)।সুতরাং সাহাবায়ে কেরামে দাড়ি যেমন ভাবে রেখেছেন (যেমন হযরত ওমর রা:) আমরা সেভাবে দাড়ি রাখতে পারি। হাদীসের ব্যাখ্যা এবং তা নিজেদের মধ্যে বাস্তবে পরিপূণ ভাবে পরিণত করেছেন একমাত্র সাহাবায়ে কেরাম।

  • @nayemislam2787
    @nayemislam2787 3 роки тому +9

    ধন‍্যবাদ ভাই

  • @azammahmood3951
    @azammahmood3951 Рік тому +19

    Dr. Manzur Elahi is a very knowledgeable Islamic Scholar.

    • @TheKauddin
      @TheKauddin 8 місяців тому

      He needs to read Quran

    • @ScientificMind71
      @ScientificMind71 7 місяців тому

      Muslims learn about the Prophet's views on facial hair not from the Koran, but through hadith - or sayings - attributed to Muhammad.

    • @ARIFULISLAMfhd
      @ARIFULISLAMfhd 7 місяців тому

      @@TheKauddin 🤣🤣🤣

  • @mokammalhossain225
    @mokammalhossain225 6 місяців тому +3

    শাইখের জন্য জাযাকাল্লাহু খাইরান

  • @MdSalim-nj8bw
    @MdSalim-nj8bw 2 роки тому +16

    যার নির্দেশ আল্লাহ দেন নি তা নিয়ে বাড়াবাড়ি করলে বিভ্রান্তি তো আসবেই।
    এনাদের আলাদা না বসিয়ে একসঙ্গে বসিয়ে দিলে তুমুল ঝগড়া উপভোগ করা যাবে।

    • @billalmedia6496
      @billalmedia6496 Рік тому +8

      সবাই কি তোমার মত পাগল

    • @MdSalim-nj8bw
      @MdSalim-nj8bw Рік тому

      @@billalmedia6496 একদম। তা নাহলে সাধু সন্যাসিদের আর যিশুর দাড়ি এমন বিখ্যাত হয়ে যায় !

    • @kamrulhasanshuvo3097
      @kamrulhasanshuvo3097 Рік тому

      ​@@billalmedia6496
      ঠিক

    • @nurmuhammad6607
      @nurmuhammad6607 11 місяців тому +3

      পাগলের মত কথা

    • @MdSalim-nj8bw
      @MdSalim-nj8bw 11 місяців тому

      @@nurmuhammad6607 নবীজীর মতো হওয়ার চেষ্টা করুন। উনি ডান হতে খেতেন বলে সকলের প্রিয় হয়ে যান নি। উনি লাউ, খেজুর খেতে ভালোবাসতেন বলে সকলে অবাক হয়ে যান নি। উনার লম্বা দাড়ি ছিল বলে উনি বিশ্বে বিখ্যাত হন নি।

  • @rakibmiazi5756
    @rakibmiazi5756 8 місяців тому +3

    সুন্দর উপস্থাপন ❤

  • @Md.MahfuzulHaque-bn4wi
    @Md.MahfuzulHaque-bn4wi 7 місяців тому +2

    Ameen ya rabbil al Ameen

  • @sykhaled3764
    @sykhaled3764 2 роки тому +4

    during the period of Rasulallah (swas), 100% men irrespective of religious belief were bearded.
    even sill today, Christians, Jews, Hindus keep beard.

  • @juweljuwelrana7249
    @juweljuwelrana7249 8 місяців тому +1

    Ta Ha ২০:৯৪
    قَالَ يَبْنَؤُمَّ لَا تَاْخُذْ بِلِحْيَتِيْ وَلَا بِرَاْسِيْ ۚ اِنِّيْ خَشِيْتُ اَنْ تَقُوْلَ فَرَّقْتَ بَيْنَ بَنِيْۤ اِسْرَآءِيْلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِيْ
    Bangla - Bayaan Foundation
    সে বলল, ‘হে আমার সহোদর! আমার দাড়িও ধরো না, মাথার চুলও ধরো না। আমি আশংকা করেছিলাম যে, তুমি বলবে, তুমি বনী ইসরাঈলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা রক্ষা করনি’।
    Bangla - Taisirul Quran
    হারূন বলল, ‘হে আমার মায়ের পুত্র! আমার দাড়ি ধরে টেন না, আর আমার (মাথার) চুল ধরেও টেন না, আমি ভয় করেছিলাম তুমি বলবে যে, বানী ইসরাঈলের মাঝে তুমি বিভেদ সৃষ্টি করেছ আর তুমি আমার কথা পালন করনি।’
    Bangla - Tafsir Ahsanul Bayaan
    হারূন বলল, ‘হে আমার সহোদর! আপনি আমার দাড়ি ও মাথা (চুল) ধরবেন না। আসলে আমি আশঙ্কা করলাম যে, আপনি বলবেন, তুমি বানী ইস্রাঈলদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছ[১] এবং তুমি আমার কথার অপেক্ষা করনি।’[২]

  • @md.yeasinkaji01
    @md.yeasinkaji01 5 місяців тому

    ‎بَاب تَقْلِيمِ الأَظْفَارِ
    حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ خَالِفُوا الْمُشْرِكِينَ، وَفِّرُوا اللِّحَى، وَأَحْفُوا الشَّوَارِبَ ‏"‏‏.‏ وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ، فَمَا فَضَلَ أَخَذَهُ‏.‏
    ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ
    ইবনু ‘উমার (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত। তিনি বলেছেন, তোমরা মুশরিকদের উল্টো করবেঃ দাড়ি লম্বা রাখবে, গোঁফ ছোট করবে।
    ইবনু ‘উমার (রাঃ) যখন হাজ্জ বা ‘উমরাহ করতেন, তখন তিনি তাঁর দাড়ি মুষ্টি করে ধরতেন এবং মুষ্টির বাইরে যতটুকু বেশী থাকত, তা কেটে ফেলতেন। [৫৮৯৩; মুসলিম ২/১৬, হাঃ ২৫৯, আহমাদ ৪৬৫৪] আধুনিক প্রকাশনী- ৫৪৬৪, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৬০)
    সহিহ বুখারী, হাদিস নং ৫৮৯২
    হাদিসের মান: সহিহ হাদিস
    সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

  • @user-hd4hv5dd6w
    @user-hd4hv5dd6w Місяць тому

    পবিত্র কোরআনে দাড়ি নিয়ে কিছু বলা হয়েছে কিনা? দয়া করে জানালে উপকৃত হই।

  • @rumanaakter5525
    @rumanaakter5525 2 роки тому +4

    আলহামদুলিল্লাহ আমিন

  • @mdjakirhussain-ik7qy
    @mdjakirhussain-ik7qy 27 днів тому

    আমার হাজব্যান্ড এর দাড়ি অনেক দিন হয়েগেছে তবে শর্ট লম্বা না এখন কাটলে কি গুনাহ হবে?

  • @L.L.A.F
    @L.L.A.F 2 місяці тому

    A neat and clean bearded man looks nice and pretty.How looks Robi Tagore.

  • @mdiqbal412
    @mdiqbal412 8 місяців тому +1

    Assalamu alaikum. Allah subhanatala jei nirdesh beshi beshi important r ta Quran er maiddhome absolutely Janie diechen r tai Dari eto beshi important hoile directly diknirdeshona diten. So please Allah subhanatala theke beshi bujha uchit noy. Emon ki rasulullah sallallahu alaihi wasallam porjonto Kono bishoy eto barabari koren ni. Amra rasulullah sallallahu alaihi wasallam er nam e bivinno kotha bole bole barabari korsi. Mone rakha uchit je Quran absolutely ekta guideline jar Vitor Kono shondeho nei kintu hadis nie shondeho Kore korei Muslim jatir Vitor shoto shoto bivokti.

  • @md.aliasgar5407
    @md.aliasgar5407 7 місяців тому +3

    দাড়ি রাখা ফরজ না... তাহলে কেউ কাটল রাখল তাতে কি আসে যায়।

    • @raficjb1376
      @raficjb1376 7 місяців тому

      হ‍্যা আলি আজগর ভাই আপনি এভাবেই হাদীস বর্ণনা করেন, ধন্যবাদ। তবে হ‍্যা রাসুল সাঃ বলেছেন তোমরা দাড়ি ছেড়ে দেও আর মোচ ছোট করো, এটা আমার নির্দেশ। সহি আল বুখারী, পোষাক অধ‍্যায়, রাবি ওমার (রাঃ) ও আয়েশা (রাঃ) হাদীস নং ৫৮৮৮. ৫৮৮৯. ৫৮৯০. ৫৮৯১. ৫৮৯২. কি বুঝলেন? আপনার নিজের তৈরী হাদীসের সাথে নবীর হাদীস মিলছে না। নবী বলে এটা আমার হুকুম। যে ব‍্যাক্তি নভীর হুকুম মানে না সে নভীর উম্মত হয় কি করে? যে ব‍্যাক্ষি নবীর উম্মত নয় সে মুসলিম হয় কি করে বুঝে
      আসে না। এবার দেখা যাক অন্য গ্রন্থে কি বলছে। সহি আল মুসলিম, পবিত্রতা অধ‍্যায়, হাদীস নং ৪৮৮. ৪৮৯. ৪৯০. ৪৯১. হাদীসের রাবি ওমার রাঃ ও আয়েশা রাঃ রাসুল সাঃ নির্দেশ দিয়েছেন তোমরা দাড়ি ছেড়ে দেও আর মোচ ছোট করো। আজগর ভাই সমস্যা হলো সোনার বাংলার প্রত‍্যেক টা মানুষ মাওলানা। এরা সবাই কোরান হাদীসের বিশেষজ্ঞ। রাসুল সাঃ বলেছেন আমি যা বলি নাই তা যদি কেউ বলে সে যেন তার থাকার জায়গা নাহান্নামে করে নেয়। সহি আল বুখারী, এলম অধ‍্যায়। হাদীস নং ১০৮. ১০৯. ১১০. আজগর ভাই আপনি যে হাদীস বললেন সেটা তো নবীর কথা নয়, তাহলে আপনার কি হবে? দাধাহ, নিজের টাই কোট সুন্দর্য‍্য বজায় রাখতে যা খুশি তাই বলে যাচ্ছেন। দুনিয়ার রংতামাশা ছাড়েন। ধন্যবাদ।

    • @ARIFULISLAMfhd
      @ARIFULISLAMfhd 7 місяців тому

      😂😂😂 । মুহাম্মদ (ছাঃ) কে অনুসরণ করা ফরজ নাকি ওয়াজিব/মুস্তাহাব? যদি ফরজ হয় তাহলে তার মতো করে দাঁড়ি রাখা ফরজ। তিনি কি কেটেছেন কিংবা খাট করেছেন?

    • @aragonislam9357
      @aragonislam9357 7 місяців тому

      ভাই এরা হাদিস মানতে গিয়ে কোরনে আল্লাহর অর্ডার ফলো করেনা

    • @ARIFULISLAMfhd
      @ARIFULISLAMfhd 7 місяців тому

      @@aragonislam9357 একটা উদাহরণ দিন।

    • @ARIFULISLAMfhd
      @ARIFULISLAMfhd 7 місяців тому

      হাস্যকর কথা বললেন।

  • @monirzaman1973
    @monirzaman1973 7 місяців тому +1

    Pl.cote from holy Quran..

  • @tariqulislam4248
    @tariqulislam4248 8 місяців тому +3

    দাড়ী লম্বা রাখতে হবে

  • @al-aminhossain2895
    @al-aminhossain2895 8 місяців тому +4

    আসল ব্যাপার হলো,
    আল্লাহ দাড়ি রাখার জন্য দিয়েছেন তাই দাড়ি রাখা উচিত, তা ছোট হোক বা বড় হোক। তবে যেহেতু নামাজ,রোজা ইত্যাদি পালনের মতো দাড়ি রাখার ব্যাপারে ডাইরেক্ট কোন আদেশ দেন নি তাই দাড়ি না রাখলে কবিরা গুনাহ হবে না।

    • @adnanKabirchowdhury
      @adnanKabirchowdhury 7 місяців тому +2

      আপনি কোথা থেকে ইসলামিক ডিগ্রি শেষ করেছেন।
      না জেনে গাজাখোরী কমেন্ট করবেন না।

    • @al-aminhossain2895
      @al-aminhossain2895 7 місяців тому

      @@adnanKabirchowdhury আপনার বাবা যেখান থেকে ডিগ্রি নিয়েছে আমিও সেখান থেকেই ডিগ্রি নিয়েছি। আপনি আপনার বাবাকে জিজ্ঞেস করে দেখুন।

    • @ARIFULISLAMfhd
      @ARIFULISLAMfhd 7 місяців тому

      ​😂😂😂​@@al-aminhossain2895 ফজরের ছালাত দুই রাকাত পড়তে হবে আল্লাহ সরাসরি বলে নাই। সুতারাং 3/4 রাকাত পড়া যাবে কিনা এসম্পর্কে বলুন।

    • @ARIFULISLAMfhd
      @ARIFULISLAMfhd 7 місяців тому +1

      আল্লাহ সবকিছু যদি ডাইরেক্ট কুরআনে দিয়ে দিত তাহলে তিনি মুহাম্মদ (ছাঃ) কে অনুসরণ করতে বলতেন না।

    • @adnanKabirchowdhury
      @adnanKabirchowdhury 7 місяців тому

      @@al-aminhossain2895 ব্যবহারে বংশের পরিচয়। বুঝে গেছি।

  • @alberta_tube9751
    @alberta_tube9751 8 місяців тому +1

    Kon hadise bola ache dari kata wajib/foroz?

    • @md.mahbuburrahman6286
      @md.mahbuburrahman6286 7 місяців тому +1

      Dari rakhar kotha bola hocche, apnito bolchen katar kotha.

  • @Harfbyharf
    @Harfbyharf 7 місяців тому +1

    Allah এ ব্যপারে আদেশ নিষেদ করেননি কোনো ধর্ম গ্রন্থে

    • @ARIFULISLAMfhd
      @ARIFULISLAMfhd 7 місяців тому

      🤣🤣🤣 ফজরে দুই রাকাত ফরজ ছালাত পড়তে হবে তাও বলে নাই। এখন কি পড়া ছেড়ে দিবেন।

    • @Harfbyharf
      @Harfbyharf 7 місяців тому

      @@ARIFULISLAMfhd ইকরা সলাত বলতে কুরআনে আল্লাহ বলেননি ,আপনার আল্লাহ কি যথেষ্ট নয়?

  • @imamulhossain3933
    @imamulhossain3933 Рік тому

    Allhamdulillah

  • @murshidislahi3589
    @murshidislahi3589 Рік тому +23

    উপস্থাপকের দাঁড়ি এই রকম রাখা ঠিক হয়নি ।

    • @JahirulIslam-zk7kg
      @JahirulIslam-zk7kg Рік тому +5

      নিজের চিন্তা করেন।

    • @aymannur315
      @aymannur315 Рік тому +4

      এইসব নিয়ে পড়াশোনা করেন। যা ইচ্ছা তাই কমেন্ট করব দিলে তো আর হবে না।

    • @user-oi2lt6tw3e
      @user-oi2lt6tw3e 8 місяців тому

      😂😂😂😂

    • @sagorahmed6056
      @sagorahmed6056 8 місяців тому

      😂😂😂😂😂😂

    • @SabbirLinked
      @SabbirLinked 8 місяців тому +1

      @@JahirulIslam-zk7kgআপনারো এরকম তাই আরেকজনকে বলছেন নিজের চিন্তা করতে!

  • @L.L.A.F
    @L.L.A.F 2 місяці тому

    All prophet (sm) keep beard . Who's Sunnat is beard?

  • @harunmomtaz7582
    @harunmomtaz7582 8 місяців тому +1

    ইবনে ওমর রাঃ তিনি জীবনে একবারই দাড়ি ছোট করেছিলেন এবং সেটি ছিল
    পবিত্র হজ্জের সময় এবং এই আমল টি
    কেবলমাত্র তিনিই করেছিলেন

    • @Imranahmed-kx5eg
      @Imranahmed-kx5eg 8 місяців тому

      শায়খ আলবানি কি বলেছেন সেটা দেখে নিবেন!

    • @skmdmoniruddin650
      @skmdmoniruddin650 7 місяців тому

      একদম সঠিক, হাদীস থেকে সেটাই পাওয়া যায়।

  • @abdullahalmasum6394
    @abdullahalmasum6394 10 місяців тому +3

    উপস্থাপকের মুখে দাড়ি নেই মানুষের লজ্জা সরম একবারেই নেই

    • @al-aminhossain2895
      @al-aminhossain2895 8 місяців тому

      আপনার তো চোখ ই নেই, তাই উপস্থাপকের দাড়ি দেখতেও পাননি।

    • @ShahiduzzamanKhan-uc6ec
      @ShahiduzzamanKhan-uc6ec 7 місяців тому

      উপস্থাপকের দাড়িকে দাড়ি রাখা বলে কি না দয়া করে জানা বেন

    • @al-aminhossain2895
      @al-aminhossain2895 7 місяців тому

      @@ShahiduzzamanKhan-uc6ec উপস্থাপকের দাড়ি আছে এবং আপনি চাইলে উনার কাছে যেয়ে উনার দাড়ি গণনাও করতে পারেন।

    • @ARIFULISLAMfhd
      @ARIFULISLAMfhd 7 місяців тому

      ​@@al-aminhossain2895😂😂😂😂

  • @_FathimAhnafuzzamanChowdhuryTo
    @_FathimAhnafuzzamanChowdhuryTo 17 днів тому +1

    Shebir Marka DARE Rakha Jabay Na

  • @Salim77r.Probashi
    @Salim77r.Probashi 9 місяців тому +1

    শুনছি

  • @ksr2070
    @ksr2070 8 місяців тому +4

    সুন্নত আর ফরজ এর পার্থক্য কেউ বুঝে না

    • @raven-888
      @raven-888 7 місяців тому +2

      thik. shudhu apni bujhen

    • @MuhammadHridoy456
      @MuhammadHridoy456 6 місяців тому +2

      দাড়ি রাখা ওয়াজিব ।এটা অধিকাংশ আলেমের মত

  • @AbdulHakim-so9lj
    @AbdulHakim-so9lj 7 місяців тому +1

    দাঁড়ির বিষয়ে আল্লাহ কি বলেছেন সেটা বলেন। মানুষ সৃষ্টি করেছেন, সুতরাং দাঁড়ির মালিকও আল্লাহ। সুতরাং এর ওর কথা গ্রহনযোগ্য নয়।

    • @MdFaysal-ch5uz
      @MdFaysal-ch5uz 2 місяці тому

      নবী সা: বলেছেন দাড়ি ছেড়ে দাও, মোছ খাটো করো।
      এখন নবী সা: এর কথা অন্য অলেমগন ব্যাখ্যা করেছেন।

    • @wasim4691
      @wasim4691 Місяць тому

      আল্লাহ বলেছেন নবীজিকে অনুসরণ করতে

  • @huseinustaj3210
    @huseinustaj3210 7 місяців тому +2

    এক মুস্টি হতে হবে এর থেকে ছোট করা যাবেনা ওয়াজিব তরক করার গোনাহ হবে

    • @ARIFULISLAMfhd
      @ARIFULISLAMfhd 7 місяців тому

      🤣🤣🤣 এক মুস্টি কোথায় পেলেন?

  • @md.habibullahansari8056
    @md.habibullahansari8056 6 місяців тому

    উপস্থাপকের দাঁড়ির অবস্থা কি?

  • @user-tw4jm8hk8c
    @user-tw4jm8hk8c 7 місяців тому +1

    পাক কালেমার সহজ ব্যাখ্যা," আমি আল্লাহ ছাড়া আর কাউকে আমার প্রতিপালনকর্তা, রিযিকদাতা, আইন বা বিধানদাতা,মালিক,সার্বভৌমত্বের মালিক হিসেবে মানি না এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে আইনদাতা বিধানদাতা রিযিকদাতা সার্বভৌমত্বের মালিক হিসেবে যেভাবে যেভাবে মেনেছেন আমিও সেভাবেই মানার ঘোষণা দিচ্ছি। " এটা কোটি কোটি কওমি ও আলিয়া বুঝে না,বুঝতেও চায় না বিধায় এঁরা গাইরুল্লাহর আইন মেনে জীবন যাপন করে সবচাইতে বড় শীর্ক করে যাচ্ছে না? আজকে এরা সূরা আশ শূরার১৩ আয়াতের নির্দেশ মেনে আল কুরআনের শাসন সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করলে সব শিক্ষা প্রতিষ্ঠানে আল কুরআনের ও নবীজির নবুওয়াতি জীবন জিন্দেগী উপর লিখিত বই যেমন সীরাতে ইবনে হিশাম, আল রাহিকুল মাখতুম, রাসুলুল্লাহর বিপ্লবী জীবন এর বইগুলো সিলেবাসে অন্তর্ভুক্ত হতো।তখন বেশীরভাগ মুসলমান এর আল কুরআনের জ্ঞান থাকার কারণে অনেকটা ঈমানদার হতে বাধ্য।

    • @md.abdulhakim1075
      @md.abdulhakim1075 2 місяці тому

      বাবা,বান্দার হক মেরে খাও,মানুষের দয়া আর সাহায্য চাওয়ার কত পথ আবিস্কার করা হলো। অথচ ঈমানদার বান্দা সাহায্য চাইবে একমাএ মহান আল্লাহর কাছে।এই
      গুলি বল না কেন?দাড়ি নিড়ে টানা-টানি কেন? পবিত্র কোরআনের কোথায় দাড়ি রাখার নির্দেশ আছে?সম্পদ জমা করা, বাড়ী,গাড়ি,গর্ব অংহকার করা,প্রতিবেশীর হক আদায় না করা,এই গুলি কি নবীজির আর্দশের বরখেলাপ ন য়। আবু জেহেল,আবু লাহাব ফিতা দিয়ে দাঁড়ি মাপে দেখত। দাঁড়ি রাখা,না রাখা মানব জাতি ও সভ্যতার ট্যাডিশন। দাঁড়ি ধর্মের অংশ হলো,আর পবিত্র কোরআনের কত আদেশ অমান্য করা হচছে, বাবা মৌলবী খবর রাখ কি?

  • @ScientificMind71
    @ScientificMind71 7 місяців тому +1

    দাঁড়ি রাখার সঙ্গে ইমান ও ভাল কাজের সম্পর্ক কি?

    • @ARIFULISLAMfhd
      @ARIFULISLAMfhd 7 місяців тому

      মুহাম্মদ (ছাঃ) কে অনুসরণ করা ফরজ নাকি ওয়াজিব/মুস্তাহাব? দাঁড়ি রাখা ঈমান এর বহিঃপ্রকাশ। যে দাঁড়ি রাখে না তার ঈমানে কমতি আছে।

    • @Chaudhuri1996
      @Chaudhuri1996 7 місяців тому

      @@ARIFULISLAMfhd what about goatee beard....mane valo banglai jetake chagol daari ble ....seta ki hbe ....amar dp te pls dekheneben ....

    • @mdwaliullah1974
      @mdwaliullah1974 7 місяців тому

      আবুজাহেল এরও তো দাড়ি ছিলো, কিন্তু তার তো ঈমান ছিলো না।

    • @ARIFULISLAMfhd
      @ARIFULISLAMfhd 7 місяців тому

      @@mdwaliullah1974 এইটা দাড়ি না রাখার অজুহাত। দাঁড়ি রাখবেন নাকি রাখবেন না তা আপনার ব্যপার। এ ব্যপারে জবাবদিহি আপনি করবেন। যে জানে তার কাজ শুধু জানিয়ে দেওয়া।

    • @user-hd7qw2ne8g
      @user-hd7qw2ne8g 7 місяців тому

      ​@@ARIFULISLAMfhdদাঁড়ি রাখা লোক গুলো বেশি লোচ্চা হয়।

  • @kazihoq8020
    @kazihoq8020 5 місяців тому

    Why you are telling only from hadis?
    Please tell us has "Allah" given any order to beard in the holly Quran? If not then how it is
    Wazib.?

    • @mmmiraz6487
      @mmmiraz6487 2 місяці тому

      Tahle to mora mach khawa apnar kothai haram taina? Jehatu allah quran a bolche tmader jnno mrito jib haram.
      Vai study koren then na jana thakle question koren jara vlo jane.

  • @zomiderazad2018
    @zomiderazad2018 7 місяців тому +1

    আলহামদুলিল্লাহ্

  • @dinlslamsajid9053
    @dinlslamsajid9053 2 роки тому +9

    যদি দাঁড়ি‌ না উঠে

    • @MdSalim-nj8bw
      @MdSalim-nj8bw 2 роки тому +2

      বহু দেশে মানুষের দাড়ি গজায় না।
      সেজন্য হয়ত আল্লাহ এ বিষয়ে কিছু নির্দেশ করেন নি।
      তবে এনারা আছেন।

    • @saderulamin6832
      @saderulamin6832 2 роки тому +5

      দাড়ি না উঠলে কোন সমস্যা নেই, ভাই।

    • @JahirulIslam-zk7kg
      @JahirulIslam-zk7kg Рік тому +2

      বাজারে কিনতে পাওয়া যায়, তা এনে লাগিয়ে রাখুন।

    • @ARIFULISLAMfhd
      @ARIFULISLAMfhd 7 місяців тому

      ​@@JahirulIslam-zk7kg😂😂😂

    • @user-oo6cg1df7s
      @user-oo6cg1df7s 5 місяців тому

      ​@@JahirulIslam-zk7kg😂😂😂😂

  • @md.anwarulislam5901
    @md.anwarulislam5901 3 роки тому +4

    চোয়ালের নিচে গলায় দাড়ি কতটুকু থাকবে কেউ জানলে জানাবেন।

    • @mdsanowerhossaen7119
      @mdsanowerhossaen7119 2 роки тому +3

      চোয়ালের নিচের অংশ কে দাড়ি বলে না সুতরাং আপনি যতটুকু ইচ্ছা রাখবেন ।

    • @shorifmahmud3095
      @shorifmahmud3095 2 роки тому +1

      গালে মুখে চোয়ালে যেখানেই যেই দাঁড়ি আছে সম্পূর্ণ রেখে দিতে হবে

    • @shorifmahmud3095
      @shorifmahmud3095 2 роки тому +1

      দাড়ি কাটা কাটি চলবে না

    • @Mehedihasan-yt6mx
      @Mehedihasan-yt6mx 2 роки тому +1

      @@shorifmahmud3095 হ ভাই আপনি একবারে পা পর্যন্ত দাড়ি রেখে দেন।পরে আপনি নামাজ রোজা কিছুই পড়তে পারবেন না।

    • @MdSalim-nj8bw
      @MdSalim-nj8bw 2 роки тому

      @@shorifmahmud3095
      আমি তো রাখি নি, এখন রাখতে হলে পাকা দাড়ি রাখতে হবে। কী জানি, কী হবে।

  • @ershadulhaque4082
    @ershadulhaque4082 7 місяців тому

    উপস্থাপক এর দাড়ি কি হারাম পর্যায়ে ? না কি সুন্নাহ পর্যায়ে ?

    • @ARIFULISLAMfhd
      @ARIFULISLAMfhd 7 місяців тому

      হারাম পর্যায়ে।

  • @islamjiboneralo1
    @islamjiboneralo1 8 місяців тому

    Good post

  • @TheKauddin
    @TheKauddin 2 роки тому +2

    Wajib? Who gives the rulling? Allah? there is no verse in Quran that says keep beard.

    • @mohammadhanif2738
      @mohammadhanif2738 2 роки тому

      There is vers in quran.

    • @TheKauddin
      @TheKauddin 2 роки тому

      @@mohammadhanif2738 Which one?

    • @shariar364rafi
      @shariar364rafi Рік тому

      প্রিয় ভাই আল্লাহ যদি কুরআনে নির্দেশ দিতো সেটাকে ওয়াজিব না ফরজ বলা হতো, দাড়ি রাখার নির্দেশ বা অর্ডার করছেন আমাদের নবী মুহাম্মদ সা. । এটা তাঁর নির্দেশ বলেই উলামায়ে কেরামের মত অনুযায়ী এটাকে ওয়াজিব বা আবশ্যক বলা হয়েছে। আর আপনি যদি ইসলাম মেনে একজন মুমিন মুসলিম হতে চান তাহলে আপনাকে অবশ্যই আল্লাহ এবং তাঁর রাসূলের নির্দেশ মানতেই হবে এ বিষয়টা আল্লাহ নিজেই আমাদেরকে কুরআনে অসংখ্যবার বলেছেন। নবীজীর দাড়ি রাখার নির্দেশের দলিল ইন্টানেটে পেয়ে যাবেন। তাছাড়া আপনি নবীগণ এবং সহবিগন্দের সমস্ত জীবনী এক করলে দেখবেন সকলের মুখে দাড়ি ছিল। কেউ কখনও এমন করেননি যে দাড়ি উঠেছে কিন্তু টা কেটে ফেলে দিয়েছে, সেটা করলে আমরা বুঝতে পারতাম দাড়ি রাখার ব্যাপারে ছার আছে। অতএব সব কিছুর পর দলিল দেখে এটাই উলামায়ে কেরামের মত দাড়ি রাখা ওয়াজিব, এবং এটা যেহেতু আমাদের নবীজী রেখেছেন সেই দৃষ্টিতে দাড়ি রাখাকে সুন্নাহ বলা হয়ে থাকে।

    • @abdullahbinnoortanim1853
      @abdullahbinnoortanim1853 Рік тому +2

      এই বিধান রাসূল (সাঃ) এর হাদিস অনুযায়ী ওয়াজিব। রাসূল (সাঃ) বলেছেন, " তোমার দাড়ি বড় কর। মোছ ছাট।" আপনার রাখতে ইচ্ছা না করলে রাইখেন না। এটা আপনার ব‍্যাপার। রাসূল (সাঃ) এর সামনে দাড়ি ছাড়া হাজির হয়েন।

    • @TheKauddin
      @TheKauddin 8 місяців тому +1

      Only Allah give the Bidhan, no one else. Don’t make prophet equivalent to Allah

  • @abdussalam7868
    @abdussalam7868 7 місяців тому +1

    Dari kata onek guna

  • @mahabubmd5451
    @mahabubmd5451 7 місяців тому +1

    এখনতো হুজুরেরা কোরানের এবাদত করেনা। এবাদত করে হাদিছের যার কোন দলিল নাই। কয়েক বছর পর বলবে আললাই রাসুল। রাসুলই আললা

    • @ARIFULISLAMfhd
      @ARIFULISLAMfhd 7 місяців тому

      আর ঐ সময় আপনার স্ত্রী রাস্তায় নগ্ন হ.................... আর আপনি সুন্দর মুহূর্তের সুন্দর ছবি তুলতে ব্যস্ত থাকবেন।

  • @iahdtv4934
    @iahdtv4934 Рік тому

    💖💖💖💖💖

  • @happykhatun6249
    @happykhatun6249 5 місяців тому

    হুজুর আমি দেখতে পাই যে হুজুরেরা দাড়ি সাইজ করে কেন,???

  • @prof.sheikhahamidexmla7931
    @prof.sheikhahamidexmla7931 7 місяців тому

    Where in Quran Dari makes faraj/ wajib?

    • @ARIFULISLAMfhd
      @ARIFULISLAMfhd 7 місяців тому +2

      মুহাম্মদ কে অনুসরণ করতে বলা হয়েছে। তিনি দাড়ি রেখেছেন ও ছেড়ে দিতে বলেছেন।

    • @mohammadrefathasan5940
      @mohammadrefathasan5940 3 місяці тому

      শুধু কোরআন মানতে গেলে আপনি কাফের হয়ে যাবেন,,,
      আপনাকে মানতে হবে কোরআন এবং সুন্নাহ

  • @KaziMdToha
    @KaziMdToha 8 місяців тому

    It's should be personal. Every religion keep it.

  • @user-df9tb6fy4g
    @user-df9tb6fy4g 6 місяців тому

    নবীর নামে মিথ্যা কথা বলেছেন কোরআনের কোথাও নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি।

  • @MdKhalil-hm3fv
    @MdKhalil-hm3fv 7 місяців тому +1

    ভাই ধৱ্ম ব্যবসা কৱা যাবেকিনা কোন হাদিস আছে

  • @ArsadaliAli-n5h
    @ArsadaliAli-n5h 7 місяців тому

    Apnara bisoy ta kousole eriye gelen? Sompurno bekhkha den nai ..r host to jamai..seje Bose aache

  • @L.L.A.F
    @L.L.A.F 2 місяці тому

    Beard is

  • @user-qm6mt7fl3n
    @user-qm6mt7fl3n 7 місяців тому

    Vai apnara scientific tafsir of quarn sune nijeder knowledge baran

  • @MdChopol786-co5pm
    @MdChopol786-co5pm 7 місяців тому +1

    চুল কি করবো,

    • @h.a.talukderaltaf4735
      @h.a.talukderaltaf4735 7 місяців тому +1

      চুলের ব্যপারে উনাদের এলার্জি আছে

    • @ARIFULISLAMfhd
      @ARIFULISLAMfhd 7 місяців тому

      আপনার ইচ্ছা বড় করবেন নাকি ছোট রাখবেন। তবে নিচ দিয়ে খাট ও উপরের দিকে লম্বা করে কাটা যাবে না।

  • @jorinabibirpala
    @jorinabibirpala 7 місяців тому

    কোরানে দাড়ির কথা আছে শায়েখ? ওয়াজিব বললেন কোন হুজুমে? রেফারেন্স তো দিলেন না। মুখস্থ বলে গেলেন!

    • @rabbirandco1963
      @rabbirandco1963 7 місяців тому

      ভাই সত্য বললে বিপদ বলবে গুমর আহ । উনার রাহ তো ফতোয়ার ফাণ্ডার আর জান্নাত নিয়ে বসে আচেন্ ।

    • @ScientificMind71
      @ScientificMind71 7 місяців тому

      যে কোন বিষয়ে হুজুররা রায় দিয়ে দেন, কোন রেফারেন্স লাগে না, কেউ তা চায়ও না।দুজুররা নবিদের মত আচরন করেন ৷

    • @kmzh-rv2yj
      @kmzh-rv2yj 2 місяці тому

      ভাই , কোরআনে আছে,“ আল্লাহ ও তার রাসূলের অনুসরন কর” যেহেতু রাসূল দাঁড়ি রেখেছেন, তাই রাসূলের অনুসরণে আমিও দাঁড়ি রাখি।

  • @mkmonir1134
    @mkmonir1134 7 місяців тому +1

    Quran ki bole?

    • @aragonislam9357
      @aragonislam9357 7 місяців тому

      কোরান বলে... তোমার ইচ্ছা।
      ইসলামে দাড়ির কোন গুরুত্ব নেই

    • @ARIFULISLAMfhd
      @ARIFULISLAMfhd 7 місяців тому

      @@aragonislam9357 কুরআনের কোথায় বলা হয়েছে?

  • @emranhussaindhaka
    @emranhussaindhaka 2 роки тому +2

    আল কুরানে আয়াত দিন ----

    • @apelmahmudbangladesh3538
      @apelmahmudbangladesh3538 2 роки тому +4

      যেমন এশার ফরজ নামাজ ৪ রাকআত কুরআন থেকে দলিল দিন?

    • @alkavidnajee5163
      @alkavidnajee5163 Рік тому

      ​@@apelmahmudbangladesh3538logical

  • @ishtiaquekhan6198
    @ishtiaquekhan6198 8 місяців тому

    Wazib ke bollo unake.

  • @m.a.hossain3458
    @m.a.hossain3458 6 місяців тому

    দাড়ি রাখা ওয়াজিব কিন্তু মিশরের লোকেরা তো কোন দায়ী রাখে না ওদের ওয়াজিব কোথায় যতসব ভন্ডামি।

    • @MdFaysal-ch5uz
      @MdFaysal-ch5uz 2 місяці тому

      মিশরের লোকদের জন্য কি আল্লাহ জান্নাত লিখে দিছে? মিশরকে কেন উদাহরণ দেন।
      তাহলে ফ্রাস ৮০০ বছর মুসলমান শাসন করেছে। অনেক সাহাবী সেখানে ছিল। এখন কি ফ্রান্সের আদর্শে চলবেন?
      যার কবরে সেই হিসাব দিবে।
      আমাদের সঠিকটা খুজে বের করে মানতে হবে। জীবনে ইসলাম বোঝার জন্য অনেক সময় আমরা ব্যায় করি নাই।
      অনলাইনে ডাক্তারি করা যায়, অপারেশন করা যায়না।
      তেমনি অনলাইনে অনেক কিছু জানা যায়, নিজের জীবনে বাস্তবায়ন করা যায়না।
      মাফ করবেন প্লিজ।

    • @kmzh-rv2yj
      @kmzh-rv2yj 2 місяці тому

      যারা মিশরের অনুসারী তারাই এ ধরনের উক্তি করতে পারে, আর যারা মুহাম্মদ (সা:) ও তার সাহবীদের অনুসারী তারা এ ধরনের মন্তব্য করতে পারে না।

  • @alimaislam4118
    @alimaislam4118 Рік тому

    Acca karo baba jodi dari na rakhte dey tobe ki babar hukum manar jonno dari kete felte hobe.

    • @RamjanhosenSabbir
      @RamjanhosenSabbir 17 днів тому

      Na, rakte habe, tabe baber sathe kharap babohar kara jabe na , take bojate habe khub valo vave

  • @shamolhalder7058
    @shamolhalder7058 7 місяців тому

    দাঁড়ি না রাখলে কি হবে ?

  • @asadaltausif5034
    @asadaltausif5034 7 місяців тому

    Quran a dari nia kisu bola nai....r apnara dari wajib banailen....😂😂😂😂

  • @jalaluddin4298
    @jalaluddin4298 Рік тому +3

    ওলামারা বললে হবে নাকি কোরআনে থাকা লাগবে

    • @sazzadkhan5654
      @sazzadkhan5654 Рік тому +2

      Tui quran kono din touch kore dekhecish

    • @najmulkhan848
      @najmulkhan848 Рік тому

      আহলে কোরআন নাকি ভাই

    • @IlmanNafianBD
      @IlmanNafianBD 9 місяців тому

      হাদীস এ আছে

    • @user-hd7qw2ne8g
      @user-hd7qw2ne8g 7 місяців тому

      ​@@najmulkhan848 আপনি তো দেখি ভালো কিছু জানেন তাহলে বলে তো আমার দুই রানের মাঝখানের চুল কতটুকু লম্বা হবে?

  • @user-tw4jm8hk8c
    @user-tw4jm8hk8c 7 місяців тому

    কোটি কোটি মাওলানারা আল কুরআনের অনেক আয়াত মানে না।যেমন" ওয়াকাতেলুহুম হাত্তা লাতাকুনু ফিতনাতু ওয়াকুনু দ্বীনুলিল্লাহ।" "শারাআলাকুম মীনাদ্ধীনি মাওয়াচওয়াবিহি নূহাও আল্লাজি আওহাইনা ইলাইকা ওয়ামা ওয়াচওয়াবিহি ইব্রাহিম, মূসা ঈসা আনআকিমুদ্দীন ওয়ালা তাতাফার্ রাকু ফিহ্। "

  • @gulshanara130
    @gulshanara130 8 місяців тому

    মিডিলইস্টের বেশিরভাগ বাদশাহের দাড়ি নেই। আমি যেই মসজিদে যাই বেশিরভাগ ইমাম মিডিলইস্টের, অনেকেরই নামমাত্র হাফ ইন্চি দাড়ি হবে। আসল ব্যাপার বুঝতে পারছি না।

    • @al-aminhossain2895
      @al-aminhossain2895 8 місяців тому

      আসল ব্যাপার হলো,
      আল্লাহ দাড়ি রাখার জন্য দিয়েছেন তাই দাড়ি রাখা উচিত, তা ছোট হোক বা বড় হোক। তবে যেহেতু নামাজ,রোজা ইত্যাদি পালনের মতো দাড়ি রাখার ব্যাপারে ডাইরেক্ট কোন আদেশ দেন নি তাই দাড়ি না রাখলে কবিরা গুনাহ হবে না।

    • @aragonislam9357
      @aragonislam9357 7 місяців тому

      @@al-aminhossain2895 হাদিস বাদে দেখান কোরানে কোথায় আল্লাহ দাড়ি রাখার কথা বলেছে.....?

  • @shafiqulislam5520
    @shafiqulislam5520 21 день тому

    সালামুন আলাইকুম। হুজুর ইসলাম কে আর হাসির পাত্র বানাবেন না। মানুষকে সৎ কর্মের উপদেশ দেন। দাড়ি টুপি জুব্বা কি ইসলাম?

  • @I-am-bappa
    @I-am-bappa 7 місяців тому

    আমি ২০১৯ থেকে দাঁড়ি রাখছি,তবে খুড় না লাগিয়ে কাঁচি দিয়ে মাঝে মাঝে ছোট করে দিই।যদি ছোট না করতাম তাহলে মনে হয় তা নাভি পেরিয়ে যেত। এরকম করার কারণে আমি কি গোনাহগার হব।

    • @skmdmoniruddin650
      @skmdmoniruddin650 7 місяців тому +2

      ভাই আমার মনে হয় বুঝতে ভুল হচ্ছে, দাড়ি ছেড়ে দিলে হাঁটু অব্দি লম্বা হয়ে যাবে এরকম যদি হতো তাহলে নবী সাঃ কোনোদিন দাড়ি ছেড়ে দেওয়ার কথা বলতেন না,
      আর তাছাড়া আমি নিজেই 20
      বছর ধরে দাড়ি ছেড়ে রেখেছি এখনো বুকের নিচে নামেনি হাঁটু তো দূরের কথা, সুতরাং এই ধারণা টাই ভুল।

    • @ARIFULISLAMfhd
      @ARIFULISLAMfhd 7 місяців тому

      আগে নাভি পর্যন্ত লম্বা হলে তারপর বলিয়েন।

  • @mofijulislam5984
    @mofijulislam5984 Місяць тому

    দাড়ি রাখা না রাখা নিতান্তই ব‍্যক্তিগত। এটা নিয়ে টানা হেচড়ার কি দরকার। আরে ভাই আগে কোরআনকে পরিপূর্ণ লালন করুন। ফাও পেচাল বাদদেন।

  • @eusofali5105
    @eusofali5105 6 місяців тому

    Dari na rakhle ki janname jabe

  • @HarunMumtaz-ce4bo
    @HarunMumtaz-ce4bo 2 місяці тому

    উপস্থাপক নিজে ই তো দাঁড়ি কাটে

  • @amenabegum645
    @amenabegum645 Рік тому +2

    উপস্থাপকের দাঁড়ি তো ছোট।

    • @ARIFULISLAMfhd
      @ARIFULISLAMfhd 7 місяців тому

      তার ব্যাপার এইটা। গোনা হলে তার হবে।

  • @mosawarhussain6599
    @mosawarhussain6599 8 місяців тому

    Hujur somaj Dan bakshor tk khai

  • @abubakerazad1545
    @abubakerazad1545 8 місяців тому

    Islam ki Darir moddhy simabaddo. Dari Sara islam batil ? Dari shob kisu ?

  • @mohdaman4181
    @mohdaman4181 Рік тому +1

    এনাদের কে উপস্থাপক না করা

  • @Emran-td4yy
    @Emran-td4yy 8 місяців тому +1

    দাড়ি রাখলে কোন সওয়াব নেই

  • @MdAlomHasson-p9j
    @MdAlomHasson-p9j 5 місяців тому

    শায়খ মেলা কোথায় তো হাদিস দিয়ে বললেন কুরআনের একটি আয়াত দেখান তো দাড়ির ব্যাপারে আল্লাহ বলেছেন

  • @SabbirHossain-xi9jt
    @SabbirHossain-xi9jt 7 місяців тому

    . দাড়ি যতই বড় হবে সওয়াব ততই বাড়তে থাকবে ---? ❓

    • @BoishakhiTVIslam
      @BoishakhiTVIslam  7 місяців тому

      আপনার মতামতের জন্য ধন্যবাদ। বৈশাখীর সাথেই থাকুন।

    • @kmzh-rv2yj
      @kmzh-rv2yj 2 місяці тому

      ইসলামে বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। আল্লাহ ও তার রাসূল সর্বক্ষেত্রে যেই সীমানা দিয়েছেন তাহাই ইসলাম, আমার যুক্তি বা বুদ্ধিতে আসূক আর না আসূক।

  • @user-ig6vk4dw6r
    @user-ig6vk4dw6r 7 місяців тому

    দাড়ি রাখা ওয়াজিব কোন বিশুদ্ধ হাদিসে আছে? দলিল দেন। সুন্নতে মুয়াক্কাদা। সিহাহ সিত্তার দলিল দেন।

  • @HananDahli
    @HananDahli 5 місяців тому

    দাড়ি রাখা আল্লাহর পক্ষ থেকে হুকুম থাক বা না থাক,কোন শায়েখ যদি বলে থাকেন তাহলে সেটা ফরয হয়ে যাবে,তাইনা?এর মানে বিধানের হুকুম দাতা একজন শায়েখ?

    • @masudhosan6024
      @masudhosan6024 5 місяців тому

      তার মানে তোর মুখে দাড়ি নাই

  • @a.sakergood7396
    @a.sakergood7396 2 роки тому +2

    ইন্টার ফেইথ শাইখ।

  • @KulsumKhanom-jp1ze
    @KulsumKhanom-jp1ze 3 місяці тому

    ওলামা গন কি কুরআন ও রসুল এর উর্ধে কোন কাজের বেখখা দিয়ার অধিকার রাখেন? সে যেই হোক তিনি মন গরা বা সুবিধা বাদি মাসলা বা ফতুয়া দিতে পারবে না এটাই চীর সত্য হিসানে বিবেচিত

  • @user-sl7rt3th6j
    @user-sl7rt3th6j 3 роки тому +1

    😔

  • @AhmedAssociates-df9bo
    @AhmedAssociates-df9bo 7 місяців тому

    ভাই, আপনি কি আহলে হাদীস?? 💐🤔💐🤲💐🇧🇩🇧🇩🇧🇩💐💚💐❤️💐👍🏻💐

  • @user-zu9fi7rn4f
    @user-zu9fi7rn4f 8 місяців тому

    Je kono Dharmo Sastre nongrami gulo bandha korun.

  • @mdriazulislam2778
    @mdriazulislam2778 5 місяців тому

    দাড়ি টুপির সাথে ইসলামের কি সম্পর্ক ?

    • @kmzh-rv2yj
      @kmzh-rv2yj 2 місяці тому

      দ্বীন ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যাবস্থা। আর জীবনের সাথে পোষাক ও সূরাত জড়িত। পোষাক ও সূরতের সাথে যদি ইসলামের সম্পর্কই না থাকে, তাহলে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যাবস্থা মানলেন কেমন করে? অথচ পুলিশকে চেনার জন্য, আর্মিকে চেনার জন্য , স্কুল/কলেজের ছাত্রকে চেনার জন্য তার পরিচয়ের মধ্যে পোষাকের ও চুল কাটার স্টাইল এরও ভূমিকা রয়েছে। আপনি তো এই জন্যই ধুতি পরবেন না যে, লোকে আপনাকে দেখলে হিন্দু মনে করবে। কেননা উহা হিন্দুদের পোষাক। তাহলে হিন্দুর পরিচয় পাওয়ার জন্য পোষাকেরও ভূমিকা থাকতে পারে ,আর মুসলমান এর পরিচয় এর মধ্যে পোষাকের ও সূরতের কোন ভূমিকা থাকবেনা,এটা কী আপনার মাথায় আসলো কেমন করে?

  • @ShahinAlom-hr8dj
    @ShahinAlom-hr8dj 8 місяців тому

    Dhaha mittha kotha

  • @user-oe6uh7pj4g
    @user-oe6uh7pj4g 8 місяців тому

    কি ব্যাখা দিলেন এখন দারি কি পরিপাটি করা যাবে নাকি যাবেনা। মিজানুর রহমান আজহারী সাহেব দারির আশপাশ সুন্দর করে পরিপাটি করে রখেন কিনা?

    • @ARIFULISLAMfhd
      @ARIFULISLAMfhd 7 місяців тому

      😂😂😂😂 মিজান কি দলিল?

    • @user-oe6uh7pj4g
      @user-oe6uh7pj4g 7 місяців тому

      @@ARIFULISLAMfhd তিনি দলিল না কিন্তু দলিল অনুসরণ করে চলেন

    • @ARIFULISLAMfhd
      @ARIFULISLAMfhd 7 місяців тому

      @@user-oe6uh7pj4g সে মিথ্যাবাদী। তাকে অনুসরণ করা যাবে না।

  • @YouTube.premium.version
    @YouTube.premium.version 8 місяців тому +48

    দাড়ি রাখলেই হবে তা যত ছোটই হোক! দাড়ি না রাখলেও কোন গুনাহ হবেনা তবে রাখলে সাওয়াব হতে পারে।

    • @mdyearul-c8k
      @mdyearul-c8k 8 місяців тому +32

      ও ভাই আপনি মনেহয় জামাত শিবিরের মুরিদ

    • @al-aminhossain2895
      @al-aminhossain2895 8 місяців тому +8

      একমত। এটাই দাড়ির ব্যাপারে সঠিক মাস'আলা, যদিও অনেকেই তা জানে না।

    • @AMINULISLAM-kc3sr
      @AMINULISLAM-kc3sr 8 місяців тому +11

      Mongora Kotha bolen naki

    • @AMINULISLAM-kc3sr
      @AMINULISLAM-kc3sr 8 місяців тому

      ​@@al-aminhossain2895
      Ai masala koi peyecho

    • @nurulhassan5789
      @nurulhassan5789 7 місяців тому

      Bortoman - gaer muslim ar mullara Dari sere dey . Kurane Dari sere dewa shora shori kuno dolil nei .

  • @ismailhossain4015
    @ismailhossain4015 7 місяців тому

    কোন গ্রন্থে দাড়ি রাখার কথা বলা হয়েছে। কোরান কি বলে ?

    • @ARIFULISLAMfhd
      @ARIFULISLAMfhd 7 місяців тому

      মুহাম্মদ (ছাঃ) কে অনুসরণ করতে বলে। তিনি দাঁড়ি রেখেছেন ও ছেড়ে দিতে বলেছেন।

  • @KamalUddin-gs1sr
    @KamalUddin-gs1sr 8 місяців тому

    কি প্রশ্ন করলো আর কি উত্তর দিলো??

    • @ARIFULISLAMfhd
      @ARIFULISLAMfhd 7 місяців тому

      আপনি দিয়ে দেন।

  • @ArmanHossain-db6hw
    @ArmanHossain-db6hw 8 місяців тому

    Uopostapok sikhen

  • @user-pu5gs8pk9v
    @user-pu5gs8pk9v 7 місяців тому

    মৌলোভি সাপ এইযে হাদিস বলেন এগুলি কোন সুরার আয়াতের হাদিস।

    • @ARIFULISLAMfhd
      @ARIFULISLAMfhd 7 місяців тому

      😂😂😂😂 মূর্খ হলেই এমন প্রশ্ন করা যায়।

  • @JunaidHajari-zt5nc
    @JunaidHajari-zt5nc 8 місяців тому

    এত মতামতের দরকার কি কোরআন কিবলে

    • @user-ex2ty6kk4t
      @user-ex2ty6kk4t 8 місяців тому +3

      দাড়ি রাখার ব্যাপারে কুরআন কিছুই বলেনি দাড়ি কাটা কখনই হারাম নয়

    • @ARIFULISLAMfhd
      @ARIFULISLAMfhd 7 місяців тому

      @@user-ex2ty6kk4t 🤣🤣🤣

    • @ARIFULISLAMfhd
      @ARIFULISLAMfhd 7 місяців тому

      মুহাম্মদ (ছাঃ) কে অনুসরণ করতে বলে

  • @munshikamruzzaman3524
    @munshikamruzzaman3524 7 місяців тому

    Dari tupi islamar kono anggsa noy, rasul koranar berudha nijar kono katha balenni sariyatar bapara, esab molladar nijasha matobad.

  • @user-dh8tr5uo7q
    @user-dh8tr5uo7q 7 місяців тому

    dari nie tana tani. islami to nai!!!!!!

  • @ahmad_abrar
    @ahmad_abrar 2 місяці тому

    উপস্থাপককে আমার পছন্দ না,

  • @mohammedm.s.a1742
    @mohammedm.s.a1742 8 місяців тому

    দাড়ি রাখা হচ্ছে ফতুয়া ।

  • @hasanrazing6910
    @hasanrazing6910 7 місяців тому

    হাজারটা বড়,বড় পাপ কতেছে। এক দাড়ি নিয়ে ঘসামাজা করতেছে।

  • @tahminata5616
    @tahminata5616 2 місяці тому

    দাড়ী লম্বা রাখতে হবে,,দাড়ী ছোট করলে সুন্নত হবেনা।

  • @user-dh1qo8lg1y
    @user-dh1qo8lg1y 7 місяців тому

    Baseless talking

  • @shahadathossain3482
    @shahadathossain3482 Рік тому +3

    মরহুম মওদুদী রহঃ এর ব্যাখ্যা হলো চল্লিশ গজ দূর থেকে যদি দাঁড়ি দেখা যায় তাহলেই দাঁড়ি রেখেছেন বলে প্রমাণিত ।

    • @belaluddin1432
      @belaluddin1432 Рік тому +2

      হাস্যকর মাসয়ালা।

    • @mdmoniruzzamaniadbrac6598
      @mdmoniruzzamaniadbrac6598 8 місяців тому +1

      মরহুম মওদুদী রহঃ কোন বইতে এই কথা বলেছেন যদি একটু রেফারেঞ্চ দিতেন তাহলে সবাই যাচাই করতে পারত । কারন তার বিরুদ্ধে অনেক অভিযোগ পাওয়া যায় যার কোন দলিল নাই।

    • @user-du5jl4fl7r
      @user-du5jl4fl7r 4 місяці тому

      এটা ভুয়া কথা।
      উনি এভাবে বলেননাই। আপনি এটা শুনে শুনে বলেছেন।

    • @m.haq44485
      @m.haq44485 2 місяці тому

      মওদুদী (রহমাতুল্লাহি আলাইহি) হলো কবে? সে তো লা'নাতুল্লাহি আলাইহি হওয়ার উপযুক্ত । সাহাবী তাবেঈদের আমল দিয়ে মওদুদী মালাউনের কথা কেন মানব??