বাংলাদেশের নদ-নদী | নদী পরিচিতি | Rivers of Bangladesh | Admission | BCS | bcs online tutor

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • বাংলাদেশের নদ-নদী | নদী পরিচিতি | Rivers of Bangladesh | Admission | BCS | bcs online tutor
    বাংলাদেশের নদ নদী
    Rivers Of Bangladesh
    নদ নদীর উৎপত্তিস্থল
    নদ নদী থেকে প্রশ্ন BCS
    BCS প্রশ্ন সাধারণ জ্ঞান
    বিসিএস প্রস্তুতি সাধারণ জ্ঞান
    সাধারণ জ্ঞান টিউটোরিয়াল
    rivers of Bangladesh, general knowledge, bcs
    সাধারণ জ্ঞান নদ - নদী ভর্তি পরীক্ষা
    Gk or General Knowledge for Admission Test
    Bcs general knowledge
    বিসিএস সাধারণ জ্ঞান মোহনা, নদীর উৎস, শাখা নদী, উপনদী
    নদী (River) নদী যে অঞ্চলে উৎপত্তি লাভ করে তাকে নদীর উৎস এবং যে স্থানে সমুদ্রে বা হ্রদে মিলিত হয় সেই স্থানকে মোহনা বলে। নদীর চলার পথে কখনও কখনও ছোট ছোট অন্যান্য নদী বা জলধারা এসে মিলিত হয়ে প্রবাহ দান করে- এগুলো উপনদী নামে পরিচিত। একটি নদী এবং এর উপনদীসমূহ একত্রে একটি নদীপ্রণালী বা নদীব্যবস্থা (river system) গঠন করে। ভূ-পৃষ্ঠ কখনও পুরোপুরি সমতল নয়। ফলে বর্ষণসৃষ্ট জলধারা ঢালুতম পথে ভূ-পৃষ্ঠের একাধিক ঢাল পরিচ্ছেদনের ফলে সৃষ্ট অবতল-নিচু অংশে প্রবাহিত হওয়ার প্রবণতা প্রদর্শন করে। নদী গঠনের জন্য প্রয়োজন পর্যাপ্ত আয়তন ও গতিবেগসম্পন্ন একাধিক প্রবাহের মিলিত ধারা যা অন্তঃস্থ ভূমি ও শিলাকে ক্ষয় করে খাতের সৃষ্টি করে এগিয়ে যেতে পারে। নদীর একটি উৎস আধার (source reservoir) থাকে যা নদীকে নিয়মিত প্রবাহ যোগান দেয়। যেমন: গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী নামক হিমবাহ এবং ব্রহ্মপুত্র নদের উৎস মানস সরোবর।
    #বাংলাদেশের_নদ_নদী
    #Rivers_Of_Bangladesh
    #bcs_online_tutor

КОМЕНТАРІ • 384

  • @BCSONLINETUTOR
    @BCSONLINETUTOR  Рік тому +28

    মণিপুর হতে বরাক নদীর উৎপত্তি। আসামের নাগা মণিপুর অঞ্চল থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশ সীমান্তে নদীটি দুই শাখায় বিভক্ত হয়ে জকিগঞ্জ, কানাইঘাট,বিয়ানীবাজার, সিলেট সদর, দক্ষিণ সুরমা উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে সিলেট জেলায় প্রবেশ করেছে। এর উত্তরের শাখাটি সুরমা পশ্চিম দিকে বিশ্বনাথ উপজেলা হয়ে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আজমেরিগঞ্জের কাছে উত্তর সিলেটের সুরমা, আর দক্ষিণের শাখা সিলেটের কুশিয়ারা নদী এবং হবিগঞ্জে সিলেটের কালনী নদী একসঙ্গে মিলিত হয়েছে। এর পরে সুরমা ও কুশিয়ারার মিলিত প্রবাহ কালনী নামে দক্ষিণে কিছুদূর প্রবাহিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে।
    সবাইকে অসংখ্য ধন্যবাদ ❤

    • @sopner-jogot
      @sopner-jogot Рік тому

      ❤ ধন্যবাদ

    • @Nusrat_Sunnah
      @Nusrat_Sunnah 10 місяців тому

      Thank u so much,,, amr bari Sylhet er jakiganj 🎉

    • @Sakkodankari
      @Sakkodankari 7 місяців тому

      আমার বাড়ি সিলেটের জকিগঞ্জ ❤
      ধন্যবাদ স্যার এতো সুন্দর করে উপস্থাপন করার জন্য

    • @Sakkodankari
      @Sakkodankari 7 місяців тому

      ​@@Nusrat_Sunnah জকিগঞ্জ কোন গ্রামে আপু?

    • @Sakkodankari
      @Sakkodankari 7 місяців тому +1

      জকিগঞ্জের দুইটি দর্শনীয় স্থান হলো
      ১. তিন নদীর মোহনা ( সুরমা কুশিয়ারা বরাক)
      ২. কাস্টমঘাট

  • @mdmuziburrahmanjasim355
    @mdmuziburrahmanjasim355 Рік тому +141

    আমি অবসরপ্রাপ্ত প্রকৌশলী, আগ্রহ নিয়ে দেখলাম। অভিভূত হলাম।

    • @BCSONLINETUTOR
      @BCSONLINETUTOR  Рік тому +87

      স্যার, আসলে কি লিখব বুঝতে উঠতে পারছিনা। আপনি এত বড় মাপের একজন মানুষ হয়েও আমার ভিডিও দেখেছেন, এত সুন্দর মন্তব্য করেছেন এটাই আমার জন্যে অনেক বড় প্রাপ্তি । আপনাকে হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই।

    • @mahmudakhatun5802
      @mahmudakhatun5802 9 місяців тому +7

      আপনি এখনো এগুলো বিষয়ে আগ্রহী দেখে আমিও অভিভূত হলাম।

    • @mdshakilhossainshohag
      @mdshakilhossainshohag 6 місяців тому

      "ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে "
      জানার জন্য, জ্ঞানের জন্য ক্ষুধাটা স্যারের ছোট বেলার ছিল, অভ্যাসটা এখনও রয়ে গেছে 😑🙏
      সত্যিই ভালো লাগলো স্যার 😊🌸

  • @MdRiaz-i4j
    @MdRiaz-i4j 8 місяців тому +7

    এখানে ক্লাশ করে এখন আমার মনে হয় বাংলাদেশ এর শ্রেষ্ঠ ইউটিউব ভিডিও হচ্ছে বিসিএস অনলাইন টিউটর , আপনার ক্লাশ গুলো অসাধারন আর বুঝানোর ধরন চমৎকার,,,,,,এই ক্লাশ গুলো নিয়মিত করলে যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহজেই উত্তীর্ণ হওয়া সম্ভব,,,,, আপনার জন্য দোয়া রয়লো, আল্লাহ আপনার নেক হায়াত দান করুক

  • @md.habiburhabib1113
    @md.habiburhabib1113 Рік тому +10

    আমি দশম শ্রেণীতে পড়ি।
    কিন্তু বাংলাদেশ বিশ্বপরিচয় বই টিতে নদনদী গুলো কোথায় কোথায় কি অবস্থিত সেগুলো মনে রাখতে পারি না বলে ভিডিওটি অনেক উপকারে আসবে বলে মনে করছে। ধন্যবাদ

    • @BCSONLINETUTOR
      @BCSONLINETUTOR  Рік тому +1

      শুভকামনা 🌹

    • @akhiislam4216
      @akhiislam4216 Рік тому

      @@BCSONLINETUTOR আপনি কি প্রাইভেট পড়ান?

    • @user-ue6xi6si5c
      @user-ue6xi6si5c День тому

      Amio class 10 a pori

  • @amerbangla7256
    @amerbangla7256 Рік тому +12

    Sir, আপনার ক্লাস গুলো কেবল একটার পর একটা করতেই ইচ্ছে করে,
    মহান আল্লাহ আপনার জ্ঞানে বারাকাহ দান করুন।

    • @BCSONLINETUTOR
      @BCSONLINETUTOR  Рік тому

      আমিন।
      আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন ❣️

  • @samiaakter8649
    @samiaakter8649 Рік тому +3

    আল-হামদু লিল্লাহ সাধারন জ্ঞানের জন্য একজন মেনটর পেলাম🥰🥰
    আপনার বুঝানোর ক্ষমতা অসাধারন🥰জাযাকাল্লাহু খাইরান🥰ইন'শা আল্লাহ আপনার সকল ভিডিও দেখবো❤ স্যার যদি সম্ভব হয় মুক্তিযুদ্ধ দিয়ে 1947,52,69,70,71 মানে ১৯৪৭ থেকে শুরু করে ১৯৭১ এর সকল ঘটনা গুলো একটু সহজ করে উপস্থাপন করলে অনেক উপকৃত হবো🙃
    HSC 24

    • @mbnbd
      @mbnbd Рік тому

      ua-cam.com/play/PLSzqnfQ0AxLp1qNzBsmKxFKQHTes2PuPR.html

    • @mbnbd
      @mbnbd Рік тому +1

      আগেই আপলোড হয়েছে এই বিষয়ে। প্লেলিস্ট টি চেক করেন।

    • @BCSONLINETUTOR
      @BCSONLINETUTOR  Рік тому

      Love you brother ❤️

    • @BCSONLINETUTOR
      @BCSONLINETUTOR  Рік тому +1

      BCS ONLINE TUTOR -এ আপনাকে স্বাগত 🌹
      নিয়মিত দেখতে থাকুন, আশা করি বাংলাদেশ ও আআন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে কোনো প্রবলেম থাকবেনা ইনশাআল্লাহ।
      ধন্যবাদ ❤️

  • @mini71.00
    @mini71.00 10 місяців тому +2

    আলহামদুলিল্লাহ। মেডিকেল প্রিপারেশন নিচ্ছি। বই দেখে বুঝতেছিলাম না কিন্তু এই ভিডিও আমাকে অনেক হেল্প করেছে❤

  • @hasibulislam5390
    @hasibulislam5390 Рік тому +4

    আপনি শিক্ষক হিসেবে ভালো, আল্লাহ আপনার ভালো কাজে বারাকা দান করুন,আমিন।

    • @BCSONLINETUTOR
      @BCSONLINETUTOR  Рік тому +1

      আমিন।
      আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
      অসংখ্য ধন্যবাদ আপনাকে ❤️❣️❤️

  • @atikhasan3958
    @atikhasan3958 Рік тому +8

    One of the most talented teacher as i see🥰Thank you sir💝

  • @ashifabedin
    @ashifabedin Рік тому +3

    খুবই সুন্দর ভাবে বুঝতে পেরেছি স্যার। আপনাকে অসংখ্য অসংখ্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ স্যার।

  • @ramjanmahfuj5450
    @ramjanmahfuj5450 Рік тому +1

    erokom video er age kokonoy e deki ni...awesome...

  • @rukhsanabegum7138
    @rukhsanabegum7138 11 місяців тому +4

    ছুডো ছুডো ঢেউ তুলি
    লুছাই পাহাড় নামিয়ারে
    জারগই কর্ণফুলী।
    চট্টগ্রামের জনপ্রিয় একটা গান।

  • @almaskhan7702
    @almaskhan7702 3 місяці тому

    ভিডিওগুলো উপকারী। আল্লাহ আপনাকে এর বিনিময়ে উত্তম প্রতিদান দিক।

  • @uddog4161
    @uddog4161 Рік тому +3

    খুবই গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ভিডিও, ধন্যবাদ আপনাকে।

  • @kakolysheikh2025
    @kakolysheikh2025 Рік тому +2

    সত্যিই অসাধারণ!
    যাঝাকাল্লহু খইরন 🥰🥰🥰

  • @SKHabibKhan0.1
    @SKHabibKhan0.1 22 дні тому +3

    ভাই কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশের প্রবেশ করেছে ধরলা দুধকুমার গঙ্গাধর জিনজিরাম এগুলো নদী আপনার ভিডিওতে এড়িয়ে গেছে এগুলো নদীসহ বাংলাদেশের নদ-নদীর আরেকটি নতুন ভিডিও চাই

  • @SohelRana-wj5ot
    @SohelRana-wj5ot 2 роки тому +14

    আল্লাহ তায়ালা আপনাকে অনেক সম্মান দিক।

    • @BCSONLINETUTOR
      @BCSONLINETUTOR  2 роки тому +3

      আপনাকেও আল্লাহ উত্তম প্রতিদান দিন।

  • @rashidaparvin5280
    @rashidaparvin5280 Рік тому

    অসাধারণ।
    আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনার হাতের লেখা খুব সুন্দর।
    রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে

  • @tuhinhossin9037
    @tuhinhossin9037 Рік тому +2

    অল্প কথায় অসাধারণ উপস্থাপনা,অসংখ‍্য ধন‍্যবাদ।

  • @ahmedrubel9579
    @ahmedrubel9579 Рік тому +5

    চমৎকার উপস্থাপনা
    ধন্যবাদ ভাই

  • @MdTamim-hi2ud
    @MdTamim-hi2ud Рік тому +2

    খুব সহজেই বুজতে পারলাম,,,আপনাকে অনেক ধন্যবাদ,, স্যার

  • @luckybegum7977
    @luckybegum7977 Рік тому +2

    আলহামদুলিল্লাহ, আমার দেখা সেরা ক্লাস

  • @gorumurgi5057
    @gorumurgi5057 Рік тому

    just wow sir . khub khub khub valo laglo class kore . ami ebar admission dibo . gk ta onk easy lage apnr video dekle alhamdulillah . onk onk valobasha sir . dua korben amr jonno . ক্ষুদ্র ন্রি গোষ্ঠী নিয়ে ভিডিও দিলে অনেক ভাল হত ।

  • @sazzadhosain8737
    @sazzadhosain8737 Рік тому +1

    এক কথায় বেস্ট। keep up the good work brother 💟

  • @jannatulafrin3518
    @jannatulafrin3518 Рік тому +5

    অনেক সুন্দর ক্লাস স্যার।।। ধন্যবাদ💓💓

    • @BCSONLINETUTOR
      @BCSONLINETUTOR  Рік тому

      আপনাকে অসংখ্য ধন্যবাদ 🌹

  • @delhosain749
    @delhosain749 6 місяців тому

    Extremely important and informative presentation about our main main rivers which initially begin from various kind of mountains situated in the north of the country. This is no doubt a very useful channel to be informed about our natural geography. I must enormously appreciate the task being played by the Learned geography teacher or expertise about the subject.

  • @user-ot9qs3ks1z
    @user-ot9qs3ks1z 16 днів тому

    খুব সুন্দর বুঝিয়েছেন,ধন্যবাদ

  • @Sakkodankari
    @Sakkodankari 7 місяців тому

    আমার দেখা ইউটিউবে বেস্ট চ্যানেল BCS ONLINE TUTOR

  • @MdRipon-ys7ro
    @MdRipon-ys7ro Рік тому +3

    চমৎকার ক্লাস,,স্যার দোয়া রইলো আপনার জন্য।

    • @BCSONLINETUTOR
      @BCSONLINETUTOR  Рік тому

      আপনাকে অসংখ্য ধন্যবাদ।
      আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

  • @OmarFaruk-lx8mo
    @OmarFaruk-lx8mo Рік тому +2

    আলহামদুলিল্লাহ

  • @sahriarsumaia1572
    @sahriarsumaia1572 9 місяців тому

    ধন্যবাদ, এরকম পৃথিবীর নদ-নদীর ভিডিও প্রয়োজন।

  • @MdOmarFaruk-by8up
    @MdOmarFaruk-by8up Рік тому +2

    ভাই,আপনার হাতের লেখা অনেক সুন্দর

  • @Ratan-cr5ke
    @Ratan-cr5ke Рік тому +1

    Ami ssc candidate
    Class ta dekhe upokrito holam
    Thanks a lot

    • @BCSONLINETUTOR
      @BCSONLINETUTOR  Рік тому

      অনেক শুভকামনা 🌹🌹🌹

  • @MahamudaKhatun-cg2kp
    @MahamudaKhatun-cg2kp 2 роки тому +11

    শাখা নদীর ভিডিও খুজে পাচ্ছি না, প্লিজ হেল্প।ক্লাস অনেক সুন্দর।

    • @nilimamostafa4203
      @nilimamostafa4203 2 роки тому +2

      শাখা নদীগুলার ভিডিও দেন প্লিজ প্লিজ 🙏

    • @BCSONLINETUTOR
      @BCSONLINETUTOR  2 роки тому +3

      শাখা নদীর ভিডিও আপলোড করা হয়েছে। চ্যানেলে গিয়ে দেখে নিন প্লিজ। ধন্যবাদ।

  • @momenakhatun1599
    @momenakhatun1599 Рік тому +3

    There is no teacher in Bangladesh is as great as you

    • @BCSONLINETUTOR
      @BCSONLINETUTOR  Рік тому

      It's my pleasure. I'm not the best. I try to inform you as much as I can with my small knowledge.
      Thank you very much for your complimentary comments.

    • @BCSONLINETUTOR
      @BCSONLINETUTOR  Рік тому

      @# Varieties Entertainment #Thank you Very much ❤️❤️❤️

  • @mdrahad1983
    @mdrahad1983 7 місяців тому +2

    Onek sondor teaching system

  • @Iyamansona7314
    @Iyamansona7314 Рік тому +1

    আলহামদুলিল্লাহ। ধন্যবাদ sir.....
    খ্রীস্টপূর্ব থেকে ১৯৭১ পযন্ত যত যুদ্ধ হয়েছে সব গুলার ভিডিও দেন প্লিজ স্যার

    • @cina4338
      @cina4338 Рік тому

      Omg...what a request!!! Hats off

  • @updatechannelmamunjamalpur9230

    আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো লাগছে। আল্লাহ হাফেজ

  • @jahuraakter643
    @jahuraakter643 Рік тому +1

    May Allah give u a long life to serve your country and people

  • @inexorableratul
    @inexorableratul 21 день тому

    কৈলাস শৃঙ্গ কিন্তু যেখানে দেখিয়েছেন তার থেকে অনেকটা উত্তর পশ্চিমে। পাহাড়ি ধারা অনেক দূরে ঘুরে আপনি যেখানে দেখিয়েছেন তার থেকে আরেকটু উত্তর পূর্ব ঘুরে তার পর বাংলাদেশে প্রবেশ করেছে।

  • @tasmihazaman550
    @tasmihazaman550 5 місяців тому

    মাশাআল্লাহ, পড়ানোর স্টাইল অসাধারণ।

  • @StarMeherablog
    @StarMeherablog 6 місяців тому +1

    নদীগুলো বঙ্গোপসাগরে মিলিত হয়েছে

  • @mdebrahimkhalil8818
    @mdebrahimkhalil8818 Рік тому

    তটিনী আপু আপনার ২য় নাটক দেখলাম এটি,, সত্যি অসাধারণ অভিনয় আপনার,, ❤heartiest respect to you apu❤ আর অপূর্ব ভাইয়ের কথা নাই বললাম।।।

  • @sahahidasanzu
    @sahahidasanzu 9 місяців тому

    মাশাআল্লাহ,,, আল্লাহ আপনার ভালো করুক❤

  • @delhosain749
    @delhosain749 6 місяців тому

    Very interestingly informative presentation about our solar world.

  • @user-hw6xh9lr5b
    @user-hw6xh9lr5b Рік тому +1

    বাংলাদেশে বয়ে যাওয়া আন্তর্জাতিক 57টি নদ-নদীর নাম কি? প্লিজ ভাইয়া এটার উপর একটা ভিডিও দাও।

  • @mizanulislamkhan6777
    @mizanulislamkhan6777 Рік тому +1

    ভিডিওটি খুবই তাৎপর্যপূর্ণ এবং ভালো লেগেছে

    • @BCSONLINETUTOR
      @BCSONLINETUTOR  Рік тому

      অসংখ্য ধন্যবাদ ❤️❤️❤️

  • @sagorkhan7219
    @sagorkhan7219 Рік тому

    বাহ সুন্দর তো

  • @hmimran7544
    @hmimran7544 Рік тому +1

    স্যার আপনার জন্য অনেক অনেক দোয়া

  • @mdhasanalmamun2156
    @mdhasanalmamun2156 Рік тому

    Onk helpful

  • @riadhasan9193
    @riadhasan9193 Рік тому +1

    আসসালামু আলাইকুম ভাইয়া
    কেমন আছেন আশা করি ভালো আছেন।
    আপনার বিডিও গুলো অনেক ভালো লাগে
    ভারত সম্পর্কে একটি বিডিও করলে ভালো লাগতো
    ভারত আমাদের প্রতিবেশী দেশ তাই ভারত সম্পর্কে অনেক
    কিছু অজানা ছিল।

    • @BCSONLINETUTOR
      @BCSONLINETUTOR  Рік тому

      আমি যথাসাধ্য চেষ্টা করবো।
      ধন্যবাদ ভাইয়া ❤️

  • @nazmulshameem1714
    @nazmulshameem1714 Рік тому

    ভাই মানচিত্রের দিক গুলো উল্লেখ করে বললে মানচিত্রের দিক গুলো সহ শিখা হয়ে যেত। এই অঞ্চল বা এই অংশ বা এই খান থেকে ইত্যাদি না বলে দিক গুলো বললে বেশি ভালো হত আরো।
    উত্তর + দক্ষিণ + পূর্ব + পশ্চিম

  • @SukumarDas-rx2mm
    @SukumarDas-rx2mm 17 днів тому

    Very good content, thank you

  • @ferozahmedridoy8954
    @ferozahmedridoy8954 2 роки тому +4

    অসংখ্য ধন্যবাদ ভাইয়া❤️👌

  • @rupam322
    @rupam322 Рік тому

    Great man 💫

  • @mimakter-hx4lq
    @mimakter-hx4lq Рік тому

    Masha Allah,,

  • @munmunakter8124
    @munmunakter8124 8 місяців тому

    Osadharon

  • @MsesratJahanBaly
    @MsesratJahanBaly 5 місяців тому

    Class ta kob helpful ☺️

  • @MDEbrahimKhalil-tj1mj
    @MDEbrahimKhalil-tj1mj 10 днів тому

    স্যার ঢাকা ভার্সিটিতে এডমিশন জন্য ভিডিও চাই🙏🙏🙏
    আপনার চ্যালেনের নতুন সদস্য হলাম,,,

  • @user-jd4fg7kd6h
    @user-jd4fg7kd6h Місяць тому

    Khub valo

  • @MdHasan-qb3hk
    @MdHasan-qb3hk Рік тому

    ভাই আপনার ভিডিও গুলো অনেক ভালো মানের

  • @bangladeshbangladesh6945
    @bangladeshbangladesh6945 Рік тому +2

    অনেক কিছু শিখলাম ধন্যবাদ 🌹🌹

  • @kalayanifoundationvlog4313
    @kalayanifoundationvlog4313 3 місяці тому

    Super duper video

  • @uttamlahirilahiri
    @uttamlahirilahiri 9 місяців тому

    ami....ssc 24 ......ai class dakhe upokari holam

  • @mmrmoklasur6459
    @mmrmoklasur6459 Рік тому +2

    Really splendid

  • @user-qc6hm1uv7g
    @user-qc6hm1uv7g Рік тому

    চমৎকার

  • @Gamingwithazad2
    @Gamingwithazad2 Рік тому +1

    স্যার, বর্তমান বইগুলোতে পদ্মা নদী কুষ্টিয়া দিয়ে প্রবেশ করেছে এমনটা বলা আছে! সঠিক ব্যাখ্যা জানতে চাই!

  • @mdsamad3606
    @mdsamad3606 4 місяці тому

    Ami class 8 er student amar assaimment er kage apnar vidio psilam khu valo kore bejhe gesi

  • @Md.AshikurRahmanAshik-iy1hd

    Sir,,, songbidhan nia akta darun video chai.

  • @hasanalomgir6334
    @hasanalomgir6334 11 місяців тому +1

    ICT বিষয়ক ১টি প্লে লিস্ট করার অনুরোধ করছি -
    প্লিজ -
    🖥️

  • @masudurrahman6220
    @masudurrahman6220 7 місяців тому

    অপূর্ব

  • @rsvmoderna2286
    @rsvmoderna2286 Рік тому +5

    Surma and kushiara rivers risen( source) from Barak river, not lusai hill.

  • @RahimaRahi-y7j
    @RahimaRahi-y7j 10 місяців тому

    অসাধারণ

  • @sababasimin2889
    @sababasimin2889 Рік тому

    This is sooo helpful sir,

  • @smart.learning99
    @smart.learning99 Рік тому +1

    আপনার ক্লাস অনেক সুন্দর। আমি মানচিত্র নিয়ে ভালো বুঝতাম না মনে রাখতে পারতাম না।
    বাট এখানে আমার দুটো প্রশ্ন আছে, ১. গোমতী নদী তো মেঘনার শাখা নদী, রেফা: বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম-দশম বোর্ড বই।
    বাট আপনি এখানে দিয়েছেন গোমতী নদী ত্রিপুরার ডুমুর অঞ্চলে উৎপত্তি লাভ করে। তাহলে তো এটা শাখা নদী হওয়ার পসিবিলিটি নেই।
    আর ইছামতি তো পদ্মার শাখা নদী, তবে আপনার ভিডিওতে রাঙামাটিতে কর্নফুলির উপনদী বলা হয়েছে ইছামতিকে। তারপর নাফ নদীকে বলেছেন আরাকান পাহাড় থেকে উৎপত্তি লাভ করে কক্সবাজারের ঢুকেছে বাট একটা বইতে পেলাম যাস্ট সীমান্তে আছে নদীটা উৎপত্তি আরাকান পাহার নয়।
    আপনার ভিডিও ফলো করছি সো দুই রকম উত্তরে মাথা গুলিয়ে যাচ্ছে যদি কারেক্ট করে দিতেন।

    • @BCSONLINETUTOR
      @BCSONLINETUTOR  Рік тому

      আমি সবসময় চেষ্টা করি সঠিক তথ্য দেওয়ার।
      গোমতী নদী (Gumti River) ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর-পূর্বপ্রান্তীয় পার্বত্য অঞ্চল ডুমুর নামক স্থান থেকে উৎপন্ন। নদীটি উৎস থেকে পার্বত্যভূমির মধ্য দিয়ে ১৫০ কিমি সর্পিল পথ পার হয়ে কুমিল্লা সদর উপজেলার কটক বাজারের কাছে বাংলাদেশ ভূখন্ডে প্রবেশ করেছে।
      Sources 👇
      bn.banglapedia.org/index.php?title=%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%80_%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80
      গোমতী নদী ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর-পূর্ব পার্বত্য অঞ্চলের ডুমুর নামক স্থানে উৎপন্ন হয়েছে
      Sources 👇
      bn.wikipedia.org/wiki/%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%80_%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80_(%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE)#:~:text=%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%80%20%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%2D%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF,%E0%A6%A6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A3%2D%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80%20%E0%A6%A8%E0%A6%82%20%E0%A7%A6%E0%A7%AA%E0%A5%A4
      নাফ নদী (Naf River) কক্সবাজার জেলার সর্ব দক্ষিণ-পূর্ব কোণ দিয়ে প্রবাহিত প্রলম্বিত খাঁড়ি সদৃশ নাফ নদী মায়ানমারের আরাকান থেকে কক্সবাজার জেলাকে বিভক্ত করেছে। কক্সবাজার জেলার দক্ষিণে এটি একটি বড় নদী। আরাকান ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তের অন্যান্য পাহাড় থেকে উৎসারিত নাফ নদী বঙ্গোপসাগরে এসে পড়েছে।
      sources 👇
      bn.banglapedia.org/index.php/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AB_%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80
      ইছামতী নামে একাধিক নদী আছে, একটি বগুড়া জেলার পাশ দিয়ে প্রবাহিত।
      আরেকটি চট্টগ্রাম।
      ধন্যবাদ ❤️

    • @smart.learning99
      @smart.learning99 Рік тому +1

      অসংখ্য ধন্যবাদ।আমার মাথা গুলিয়ে যাচ্ছিলো।

    • @BCSONLINETUTOR
      @BCSONLINETUTOR  Рік тому

      @@smart.learning99 শুভকামনা 🌹

    • @smart.learning99
      @smart.learning99 Рік тому +1

      আরেকটা প্রশ্ন পদ্মা বাংলাদেশে প্রবেশ করেছে কি চাপাইনবয়াবগঞ্জ দিয়ে ঢুকেছে নাকি রাজশাহী দিয়ে?

    • @BCSONLINETUTOR
      @BCSONLINETUTOR  Рік тому

      @@smart.learning99 ১০০% চাপাই নবাবগঞ্জ জেলা দিয়ে। কিন্তু রাজশাহী বিভাগ দিয়ে।
      প্রশ্নে জেলা বললে উত্তর হবে চাপাইনবয়াবগঞ্জ।
      আর বিভাগ বললে উত্তর হবে রাজশাহী।
      ধন্যবাদ ❤️

  • @almahfuz740
    @almahfuz740 10 місяців тому

    বিল হাওড় দ্বীপ নিয়ে টিউটরিয়াল দিলে ভালো হয়

  • @sadiasiddiqi2910
    @sadiasiddiqi2910 6 місяців тому

    dhonnobad sir,etusundorvabe bojhanor jonno

  • @MdNoor-ru8vb
    @MdNoor-ru8vb Рік тому +2

    আপনার হাতের লেখা অনেক সুন্দর 🙂

    • @BCSONLINETUTOR
      @BCSONLINETUTOR  Рік тому +1

      অসংখ্য ধন্যবাদ ❤️

  • @sharifaakter715
    @sharifaakter715 Рік тому

    বাংলাদেশের চর,দ্বীপ, হাওড়-বাওড় নিয়ে একটি ভিডিও করেন প্লীজ।

  • @nadirajahn-sq4qj
    @nadirajahn-sq4qj 10 місяців тому

    Sir admission r jonno important gkr class nen pls

  • @imrangaming7314
    @imrangaming7314 Рік тому +2

    অনেক উপকৃত হলাম

  • @ayshasiddika923
    @ayshasiddika923 Рік тому

    Onk sundor ❤

  • @smhrad5465
    @smhrad5465 6 місяців тому

    U r amazing sir

  • @almasud9786
    @almasud9786 2 роки тому +1

    Very helpful Video for Bangladesh's River.

  • @MehediHasan-ov7we
    @MehediHasan-ov7we Рік тому +1

    Subscribe না করে পারলাম না। ধন্যবাদ আপনাকে।

    • @BCSONLINETUTOR
      @BCSONLINETUTOR  Рік тому

      আপনাকে অসংখ্য ধন্যবাদ ও স্বাগত জানাই 🌹

  • @AKR10011
    @AKR10011 Рік тому +1

    SSC 2023 hoe o deklam..onek valo laglo💜

    • @BCSONLINETUTOR
      @BCSONLINETUTOR  Рік тому

      না ভাইয়া, তুমি SSC পরিক্ষার দিকে মনোযোগ দাও, এগুলো পরেও দেখতে পারবে।
      অনেক শুভকামনা তোমার জন্যে।
      ❤️❤️❤️

  • @nishattasnim7427
    @nishattasnim7427 Рік тому

    সেরা

  • @097_soniaakther8
    @097_soniaakther8 Рік тому +1

    আন্তর্জাতিক নিয়ে ভিডিও দিবেন স্যার

  • @hafejmohammadmahmudulhasan4709

    ماشاء الله

    • @shahjahanshaju5496
      @shahjahanshaju5496 Рік тому

      সুরমা কুশিয়ারা নদীর ভুল বর্ণনা নাফ নদী নিয়ে ভুল বর্ণনা, ভালো করে আগে নিজে শিখেন

  • @azizulhaque7173
    @azizulhaque7173 Рік тому

    Very good

  • @voteprovider1330
    @voteprovider1330 Рік тому +1

    দারুন❤

  • @msteffatara
    @msteffatara Рік тому

    Khub shundor bujhiyesen

  • @Rakibul_Islam2000
    @Rakibul_Islam2000 Рік тому

    Jajakallah khyran

  • @mdbalalhossain-mn2xd
    @mdbalalhossain-mn2xd Рік тому +1

    Good.

  • @saimananwar7175
    @saimananwar7175 2 роки тому +1

    ।অর্ধেক হ্যান্ডনোট করে অপেক্ষায় আছি।দ্রুত দেয়ার জন্য অনুরোধ রইল

    • @BCSONLINETUTOR
      @BCSONLINETUTOR  2 роки тому

      আগামিকাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ

  • @wakilurrahman4601
    @wakilurrahman4601 7 місяців тому

    অসাধারণ, thanks

  • @mdmirajulislammustakim9845
    @mdmirajulislammustakim9845 8 місяців тому

    খুব ভালো ❤❤

  • @rabeyaakter5868
    @rabeyaakter5868 2 роки тому

    Thank you, onek sundor kore bujiyecen thank you.plz... next video ta taratari den plz...Thank you.

    • @BCSONLINETUTOR
      @BCSONLINETUTOR  2 роки тому +2

      ব্যাস্ততার কারণে Next part - দিতে দেরি হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত। আর একটু অপেক্ষা করুন, Next part খুব শীগ্রই পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

    • @communeenterprise2527
      @communeenterprise2527 2 роки тому

      হালদা নদীর উৎপত্তি নয় হালদা নদী কর্ণফুলীর সাথে কোন জায়গায় গিয়ে মিলিত হয়েছে সেটা। যদি ভুল করে না থাকি তাহলে আমার মনে হয় ওই জায়গাটা কালুরঘাট নয়, মদুনাঘাট।

  • @jahidhasanjibon3982
    @jahidhasanjibon3982 Рік тому

    awesome

  • @davidbhuyan7523
    @davidbhuyan7523 Рік тому

    Aami indiar Assam theke dekhechi.. Apni utpotti jaigar nam ta bolche kintu sathe sathe indiar kun jaga diye nod nodi gulu sole ache seita bole besi valo hoito karon pua information sobai jante sai... Dhorun Brahmaputra nod ta india kon states diye chole ache seita bolle sobai jante parbo...