মধ্য রাতের সূর্য আলাস্কা | আদ্যোপান্ত | Alaska Land Of The Midnight Sun | Adyopanto
Вставка
- Опубліковано 4 лис 2024
- মোট ৫০টি স্টেইট বা অঙ্গরাজ্য মিলে গঠিত যুক্তরাষ্ট্রে আয়তনের বিচারে বৃহত্তম অঙ্গরাজ্যটির নাম আলাস্কা। প্রায় ৭ লাখ বর্গ মাইল আয়তনের আলাস্কা ১৯৫৯ সালের তেসরা জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৯তম অঙ্গরাজ্যে পরিনত হয়। যুক্তরাষ্ট্রের অংশ হলেও আলাস্কা থেকে রাশিয়ার মূল ভূখণ্ডের দূরত্ব মাত্র ৫৫ মাইল বা ৮৮ কিলোমিটার। উনবিংশ শতকেও আলাস্কা এই রুশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণেই পরিচালিত হতো।
মূলত অষ্টাদশ শতকে এখানে উপনিবেশ স্থাপন করে রাশিয়া। এরপর উনবিংশ শতকের দ্বিতীয় অর্ধে ক্রাইমিয়া যুদ্ধের খরচ মেটাতে গিয়ে রুশ সাম্রাজ্যের কোষাগার প্রায় শূণ্যের কোঠায় চলে গিয়েছিল। ১৮৫৬ সালে সেই যুদ্ধে আনুষ্ঠানিকভাবে পরাজিত হবার পর রাজ কোষাগারকে চাঙা করে তুলতে আলাস্কা অঞ্চলটি বিক্রি করে দেবার সিদ্ধান্ত নেন রুশ সম্রাট দ্বিতীয় অ্যালেকজান্ডার। সেই সিদ্ধান্ত অনুযায়ী ১৮৬৭ সালে মাত্র ৭২ লাখ ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে পুরো আলাস্কা বিক্রি করে দেয় রাশিয়া।
৭২ লাখ ডলারের বিনিময়ে ১৫ লাখ বর্গ কিলোমিটার বা প্রায় ৬ লাখ বর্গ মাইল স্থলভাগের ওপর কর্তৃত্ব পেয়ে যায় যুক্তরাষ্ট্র। অর্থাত ১৮৬৭ সালে আলাস্কার প্রতি একর জমির জন্য মাত্র দুই সেন্ট করে খরচ করে ওয়াশিংটন। বর্তমান বাজারমূল্য অনুযায়ী আলাস্কার দাম পড়েছিল প্রায় এক কোটি ৩৫ লাখ ডলার। অর্থাত বর্তমান বাজারমূল্য অনুযায়ী আলাস্কার প্রতি একর জমি কিনতে যুক্তরাষ্ট্র সরকারের সাইত্রিশ সেন্ট করে খরচ করতে হয়েছিল। মজার ব্যাপার হলো, এই আলাস্কা থেকে বর্তমানে প্রতিবছর প্রায় ৫০ বিলিয়ন ডলার মূল্যের জ্বালানী তেল রপ্তানী করা হচ্ছে। সেই হিসেবে বলা যায় রাশিয়া তাদের স্বর্ণের ডিম পাড়া হাসটিকে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় বিনা মূল্যেই বিক্রি করে দিয়েছিল। আজ আপনাদের এই আলাস্কা সম্পর্কে বিস্তারিত জানাবো।
আদ্যোপান্ত'র এই পর্বে জানবেন মধ্য রাতের সূর্য নামে পরিচিত আলাস্কা সম্পর্কে।
📌 সাবস্ক্রাইব করুন : / adyopanto
নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন
💻 যুক্ত হোন:
ফেইসবুক: / adyopanto
💻 আমাদের ওয়েবসাইট:
www.atpoure.com
📌 For Copyright Related Issues, please contact us:
adyopanto@gmail.com
আমি আলাস্কার কথা জানতে অনুরোধ করেছিলাম। এবং আমার অনুরোধ ২৪টা লাইক হয়েছে। ধন্যবাদ আপনাকে ।
অসাধারণ । অজানা দুনিয়ার খাস খবর নিয়ে উপস্থিত আদ্যোপান্তকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ।
আলাস্কা আমার ড্রিমল্যান্ড জীবনে একবার হলেও যেতে চাই আলাস্কা। আলাস্কার প্রাকৃতিক সৌন্দর্য এককথায় অসাধারণ
Sitt a joma jaban.
আপনার কন্ঠ স্বর আমার অনেক সুন্দর লাগে,, যার ফলে আপনার ভিডিও সুস্পষ্ট হয়
0pppp
আমার o
খুব ভালো লাগলো, আলাস্কা যারা আছেন তাদের সবাই কে আমার শুভেচ্ছা
১৯৯৮|৯৯ সালের দিকে কাজী শাহনুর রহমান এর ওয়েস্টার্ন উপন্যাস "নিঠুর আলাস্কা" পড়ে কল্পনার জগতে কতোবার হারিয়ে গেছি😔😔, আর আজ এই ভিডিও দেখে সেই স্মৃতি মনে পড়লো, অনেক সুন্দর ভিডিও 😍😍😍
Nice voice & explimation
nice
অসাধারণ তথ্যবহুল ভিডিও।
অল্প কয়েকদিনেই 'আদ্যোপান্ত' একটি প্রিয় ইউটিউব চ্যানেল হয়ে উঠেছে ❤️
It's my favourite Channel
আপনার কন্ঠ স্পষ্ট অনেক সুন্দর মনে হচ্ছে খবর শুনতেছি টেলিভিশন বা রেডিওতে...
আপনার উপস্থাপনা খুবই চমত্কার ধন্যবাদ
কিন্তু 'র' কে 'ড়' উচ্চারন করাটা বিরক্তিকর।
আলাস্কা খুব সুন্দর আর ধনিও প্রাকৃতিক দিক থেকেও
খুব ভালো লাগলো আপনার ভিডিও টা। আপনার উপস্থাপন অপুর্ব। অনেক তথ্য জানা যায়। ধন্যবাদ আপনাকে।
ধর্ম বিশ্বাস, খাওয়া দাওয়া, জাতিয় উৎসব, নাগরিক সুবিধা, শিক্ষার হার,। ইত্যাদি বললে আরও ভালো হতো। ধন্যবাদ
আদ্যপান্ত একটা অসাধারন চ্যানেল। আপনাদের সব VDO য়ই ভীষন আকর্ষনীয়, তথ্যসমৃদ্ধ। ভাষার ব্যাবহার খুব ভালো। এক কথায় অতুলনীয় ।
Very good
চমৎকার আপনাদের বিষয় ও বর্ণনা। এরকম ইউটিউব চ্যানেল বাংলায় খুব বেশি নেই। শুভকামনা রইলো।
আপনার এই রিডিং পরাটার জন্যই খুব খুব ভালো লাগ । বুঝতে কোনো রকম অসুবিধে হয় না । খুব ভালো লাগলো ভিডিও টা । মনে হচ্ছিল আমি ও যেন আলাস্কায় চলে গেছি ।যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকবেন।
ভাই ।অসাধারন উপাস্থাপনা। লাইকি আর ফানি ভিডিওর ভীড়ে আপনার এসব ভিডিও থেকে অনেক তথ্যবহুল জিনিস দেখতে পারা ও শিখতে পারা যায়
বাংলা বাসাকেএত সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ ভাই আমি নিয়মিতই আপনার কনটেন্ট গুলো দেখি!
আপনার কন্ঠ ও ভিডিও কন্টেন্ট দুটোই খুব ভাল লাগে আমার কাছে।।অনেক ধন্যবাদ আপনাকে।
দোয়া রইল
ধন্যবাদ ভাইয়া। আপনার জন্যও দোয়া থাকলো। ভালো থাকুন
@@ADYOPANTO সুইজারল্যান্ড নিয়ে একটা ভিডিও চাই ভাই।
আল্লাহ পৃথিবীকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ ❤❤
pagol naki.....aalha bolte kisu nei
@@nonno_chakma4063 tui manush na..ektta kutta tui kutta,....
ল্যাওড়া করছে‼️😂😂
@@nonno_chakma4063 পাগল নাকি...!!! বুদ্ধ বলতে কিছু হয় না। বুদ্ধ বলতে কেউ ছিল না।
@@z-hos তোর ঠাকুমার হেডা চুষ
ভীষণ ভীষণ ভালো লাগে এসব দেশের দৃশ্য দেখতে ধন্যবাদ
আন্ত প্রান্ত এবং আপনার মুখের ভাষাকে আমার পক্ষ অভিনন্দন কামনা করি
মাশাআল্লাহ ভাই আপনার ভয়েস টা অনেক সুন্দর, তাই আপনার কথা গুলো অনেক স্পষ্ট অবং সুন্দর ভাবে বুজা যায় ❤️❤️❤️❤️
আদ্যোপান্তকে ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
আলহামদুলিল্লাহ। ২০২০ এর ডিসেম্বরে একবার আলাস্কা ভ্রমন করেছি।
মাত্র দুটো হাদিস আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট হবে, ইনশাআল্লাহ্।
.
হাদিসে কুদসিতে আল্লাহ্ তা'আলা আমাদের বলছেন-
"হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি (অন্যান্য কাজ হতে) অবসর হও এবং ইবাদতে মন দাও, তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র ঘুচিয়ে দেব। আর যদি তা না কর, তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব কখনোই দূর করব না।"
[তিরমিযি: ২৬৫৪, ইবনে মাজাহ: ৪১০৭ (সহিহ)]
.
দুনিয়াতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না, যে এই জীবন নিয়ে পরিতৃপ্ত কিংবা যার মন সর্বদা প্রফুল্ল থাকে। প্রতিটি মানুষই জীবনের বিভিন্ন দিক থেকে ডিপ্রেশন ফেইস করছে, অনেকে নীরবে চোখের পানি ঝরাচ্ছে। সকল মানুষের মাঝে এমন একটা শ্রেণি আছে, যারা দুনিয়ার বিভিন্ন না-পাওয়ার বেদনার মাঝেও অন্তরে একপ্রকার প্রশান্তি নিয়ে জীবন কাটাচ্ছে। তারা কারা?
.
যারা আল্লাহর আনুগত্যে দিনাতিপাত করছে, সর্বাবস্থায় সবরের উপর অটল থাকছে এবং আখিরাতে উত্তম বিনিময়ের প্রত্যাশায় রয়েছে।
.
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম বলেন, "যার জীবনের চিন্তা (লক্ষ্য) হবে আখিরাত আল্লাহ্ তার অন্তরে সচ্ছলতা দিবেন। তার কর্মকাণ্ড গুছিয়ে দিবেন এবং দুনিয়া (নেয়ামত) অনুগত ও বাধ্য হয়ে তার নিকট আসবে। আর যার চিন্তা (লক্ষ্য) হবে দুনিয়া, আল্লাহ্ তার দুচোখের মাঝে দারিদ্র রেখে দিবেন, তার কর্মকাণ্ড বিক্ষিপ্ত করে দিবেন (ফলে সে অস্থিরতায় কাতরাবে) এবং দুনিয়া থেকে সে ততটুকুই অর্জন করতে পারবে, যা তার জন্য পূর্বনির্ধারিত।"
[তিরমিযি: ২৪৬৫, সিলসিলা সহিহাহ: ৯৪৯-৯৫০ (সহিহ)]
ডিপ্রেশনে আছেন? সুখ দরকার? এই নেন প্রেসক্রিপশন। উপরের দুটো হাদিসের উপর কিছুদিন আমল করে দেখুন। এরপর নিজেই বুঝতে পারবেন, আল্লাহ্ এবং তাঁর রাসূল আমাদের জন্য কত সহজ সমাধান বাতলে দিয়েছেন।
খুব সহজ একটি হিসাব বুঝতে হবে। আমরা পণ্য ক্রয় করতে কোথায় যাই? যেখানে পণ্য পাওয়া যায়--দোকানে--যাই।
এবার বলুন, সুখ-শান্তির মালিক কে? আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা। সুতরাং শান্তির জন্য তাঁর কাছেই ফিরে আসতে হবে। এটিই চূড়ান্ত কথা। বাকি যত পথ ও পন্থাই অনুসরণ করুন-না কেন, সাময়িক ফূর্তি পেলেও দিনশেষে আপনি একাই হয়ে যাবেন। ডিপ্রেশন আপনাকে পাকড়াও করবেই। ফিরে আসুন আল্লাহর দিকে। তিনি ব্যতীত আমাদের সত্যিকারের আপন বলতে কেউ নেই।
Joy shree Krishna
অন্য সব ভিডিও থেকে আমি সবসময় বেশির ভাগই আপনার ভিডিও গুলো দেখি
সুন্দর একটা উক্তি গ্রহণযোগ্য
আমি আলাস্কার কথা জানতে চেয়ে পোস্ট করেছিলাম। ধন্যবাদ। শুনেছিলাম আলাস্কায় সোনার খনি আছে।
আসলে আলাস্কার অনেক তথ্যই বাদ পড়ে গেছে কারণ ভিডিওর দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাচ্ছিলো। আর কোনো বিষয়ে জানার থাকলে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন।
Ha tui giye niye ay sei sona
@@enigmastudio133
bad kanguage - "ha tui giye niye ay sona" . who did ask you to fetch gold ?
@@enigmastudio133
community guidelines not followed by language "ha tui giye niye ay sei sona"
Chup jhandu
আল্লাহ কত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছেন
প্রত্যেকের জীবনের একটা গল্প আছে । অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় , কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো ।😍
তৃতীয় বিশ্ব যুদ্ধ হলে বাংলাদেশের খতি
কি ধরনের হতে পারে ভিডিও দিয়েন ভাই।
খুবই ভালো লাগলো এই ভিডিও টা দেখে!💓
এমন রাজ্য নিয়ে আরো ভিডিও দেখতে চাই।
পাবেন আশা করি। আমাদের সাথেই থাকুন।
অসাধারণ বলার ঢং আপনার।
চমথকার ভয়েস। অনুসরণ করার মত। ভাল্লাগে! শুকরিয়া
খুব তথ্যবহুল ভিডিও
অনেক ভাল লাগলো!
Very informative,thank you so much.
Alaska is my favorite. Thanks.
Love always ki keno kivabea,আদ্যোপান্ত, funny frog crative best UA-cam channel in Bangladesh
ভাইজান ছোট ভিডিও দেখতে দেখতে শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি।
আরো একটু দীর্ঘ করুন।
আর শাহারা মরুভূমি নিয়ে একটা ভিডিও বানান।
সাহারা নিয়ে ভিডিও পাবেন শিগগিরই। ভিডিও বড় হয়ে গেলে অনেকেই বিরক্ত হন। আর খাটনিও হয় বেশি। তবে চেষ্টা করবো ভিডিওর লেন্থ বাড়ানোর। ধন্যবাদ।
Apner video khub sundar
Daruun daruun 👍 👍 👍 👍 👍 information chaliye jaan.
ধন্যবাদ ভাইয়া। আমাদের সাথে থাকুন
ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
বিশ্ব সম্পর্কে অজানা সব তথ্যগুলি জানতে আমাদের দুর্দান্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 💋💋💋💋
Apnar ei video gulo dekhe onek kichu jante pari ...khub valo lage apnar video gulo 🎉
ভাইয়া,কাঞ্চনজঙ্ঘা নিয়ে একটা ভিডিও চাই ।🙏🙏বান্দরবান থেকে দোয়া আর ভালোবাসা অবিরাম রয়লো ।😘😘🤲🤲আসসালামু আলাইকুম ।👋👋
পাবেন আশা করি। ধন্যবাদ ভাইয়া।
খুবই উপকারী উপাস্হপনা। ছবিগুলো দেখে আমি মুগ্ধ।
Apnar video aste monta khush holo...nice video.
❤️ It.. দ্বিতীয় বার আসলাম 👍
আমেরিকা সেরা🇺🇸💛
আপনার কণ্ঠস্বর এত স্পস্ট সত্যি ভালো লাগে আপনার ভিডিও দেখতে
আপনার ভিডিও গুলো আমার অনেক সুন্দর ও ভালো লাগে।।
ভালো লাগলো
🇿🇦🇧🇩 I have a dream On Day I will visit their from south Africa 🇿🇦
ভাই লাউয়াছড়া বন নিয়ে ভিডিও বানান এবং সেই সাথে বনের মধ্যে দিয়ে মে রেললাইন রয়েছে তা সরিয়ে নেওয়ার জন্য বনবিভাগ ও রেলওয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
বাহ! দারুণ বর্ণনায় মুগ্ধ হয়ে গেলাম।
❤️
Nice video💚💚💚💚🇧🇩🇧🇩❤️🇧🇩🇧🇩
অসাধারণ কন্ঠ। চমৎকার উপস্থাপনা।
মেধা থাকলে সব হয়। এখনো রাশিয়ার কাছে থাকলে কিছুই হতো না। এ-ই যেমন আমাদের দেশ। আমেরিকা কিংবা অন্যরা পেলে আজ আমাদের দেশ স্বর্গের মতো করে তুলতো।
ঠিক
সাথে অবাধ যৌনাচার,মদ বেচা,অস্ত্র বেচা,ও সমকামী তা সব ফ্রী করে দিতো,টাউট বেটা😡
অনেক যানলাম। অনেক ভালো লাগলো। ধন্যবাদ
অাদ্যোপান্তর ভিডিও গুলো অামার খুবই ভালো লাগে।অনেকগুলো ভিডিও দেখেছি।
বিশ্ব সম্পর্কে অজানা সব তথ্যগুলি জানতে আমাদের দুর্দান্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 💋💋💋💋
দাদা আপনার কন্ঠ কোকিলের মতো আমার খুব ভালো লাগে।
অামি এই আলাস্কাতেই অাছি
ভাই কিভাবে গিয়েছেন? প্লিজ
Which City do you live ? I live in New York and I would like to visit there!
Manci
@@faridulislamsumon1035 সারাবছর এই আমেরিকাকে নিয়ে গালিগালাজ।
আর ওইখানেই যাওয়ার জন্য পাগল সবাই
Halarpola thakos noakhali ar kos alaska te achi khankir pola
আপনার উপস্থাপন কন্ঠ খুব সুন্দর। প্রতিবেদন ভালো লাগলো। করোনা ভাইরাস নিয়ে একটি ভিডিও করা যায়
করোনা ভাইরাস নিয়ে একটি ভিডিও এই চ্যানেলে ইতোমধ্যে আপলোড করা হয়েছে। চ্যানলের সার্চ বক্সে দেখতে পারেন অথবা স্ক্রল করে শেষ পর্যন্ত দেখলে পেয়ে যেতে পারবেন। ধন্যবাদ।
কি ভয়েস আর কি উপস্থাপন! জোস
ধন্যবাদ ভাইয়া এভাবে সাপোর্ট দেয়ার জন্য।
আপনার ভিডিওগুলো সবসময়ই ভাল হয়।
বিশ্ব সম্পর্কে অজানা সব তথ্যগুলি জানতে আমাদের দুর্দান্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 💋💋💋💋
Nice Photo and Good voice
আমার প্রিয় চ্যানেল
খুবই সুন্দর 👏💯💝🥰
👏👏👏 aoshadharon aj aek noton aek desher shomporke janlam
DUNIYA ki sabse khubsurat jagah hai Alaska
Iski koyi vikalp nahin ..... sabse hasen aur betahasa khubsurti se vara hai Alaska
ভাই আপনার কথা এবং অপস্থাপনা ক্ষোভ ভালো লাগে
Allah Duniya onik Sundar Subhanallah
Brain is your mind and body don't know how much you love 😘😘😘😘😘😘
1st view and 1st like
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতেই বোঝা যায় আমাদের চ্যানেলটির প্রতি আপনার ভালোবাসা অনেক। সাথেই থাকুন। আপনার জন্য দোয়া রইলো। ভালো থাকুন।
Thanks vaia
Thanks. Alaska samporka janta parlam .
আলাস্কাতেই খুবই সুন্দর
পৃথিবীর সাত আশ্চর্য নিয়ে ভিডিও চাই।
অনেক অনেক ভাল লাগলো ।💕💕💕💕💕💕🇧🇩🇺🇸
Knowledgeable information speech,
ভয়েস ভেরি বিউটিফুল ❤️❤️
ভিডিওটিতে জানার মত অনেক কিছুই ছিলো।
আলাস্কা যাওয়ার ইচ্ছা আছে যদি আল্লাহ সেই সক্ষমতা দেন।
I am here from Bangladesh ❤❤
হরে কৃষ্ণ ❤️🙏🙏🙏
Osadharon❤️❤️
🇧🇩🇧🇩
জনপ্রিয় প্রতিদিন
very informative video. Very nice voice as well :)
খুব ভালো লাগলো।
সুন্দর উপস্থাপনা
চমৎকার ঊপস্থাপনা।
Thanks your Nice Video
খুব ভালো লাগ্লো
আশাকরি আগামী 2 বছরের মধ্যে আলাস্কা ভ্রমণে যেতে পারব।
ঘুরতে কি গেছিলেন ভাই?
😂😂😊@@marufhasan5767
ঘুরতে গেছিলেন তিন বছর তো হয়ে গেল😅
আজ ১১ মাস আলাস্কাতে 💖
একটা রেস্তোরাঁ তে কাজ করতেছি 🤍
Bhai ami jabo, kaj hobe ???
I like your voice
Thanks for valuable Information.
Alhamdulillah I am here
No mention about Northern Light, only a glimpse..!!!
No mention of fishing, skiing, beautiful places..!!!! Its more than what you showed, a lot more than that...!!
vhai aponar video khub khub valo lage..ami japan theke dekhi..👍👍
ধন্যবাদ ভাইয়া। আশা করি ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন।
Darun presentation.
goodmorning alska.