Gaurav Chakrabarty is undoubtedly one of the best best actor in the industry. As well as a great human being. His voice, way of talking, personality everything is so so nice. Anyone would be mesmerised. I wish to see him upgrading and keep doing so well like this. He has the best potential. Never get bored of watching his every work again and again. I hope we get to see his work even more. ♥Thanks for the show.♥
অরুণাভ … শেষের দিকে তোমার একটা প্রশ্ন আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও, আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি প্রশ্ন করেছিলে- “তোমাকে অন স্ক্রিন অভিনয়ে যেমন দেখি স্পষ্ট উচ্চারণে গুছিয়ে কথা বলো, এখানেও সেভাবেই পাওয়া গেল”। গৌরব তার বাবার অভিনয় শিক্ষার কথা বললো, শ্রদ্ধেয় জোছন কাকুর (আমার সৌভাগ্য আমিও তাঁর ছাত্র ছিলাম) কথা বললো বটে, কিন্তু আসল সত্যটা কী জানো! অবজার্ভেশন। যেটা গৌরব হয়তো বলতে চেয়েও গিলে ফেলেছে। এই আত্মগর্ব গিলে ফেলাটাও একটা পারিবারিক শিক্ষা । সত্যটা হলো, যে শিশুটি তার জন্ম থেকে চেতনে বা অবচেতনে খেয়াল করে চলেছে বাংলার সবচাইতে ভদ্র, মার্জিত, শিক্ষিত, জ্ঞানী একটি ব্যক্তিত্বময় পুরুষ প্রতিমুহূর্তে তার সামনে চলা ফেরা করছে, এমনকি তারকা না হলেও তাঁর মা’ও অমন সামাজিক শিক্ষায় শিক্ষিত … সেই সন্তান “বাই-ডিফল্ট” ঐ সমশিক্ষায় শিক্ষিত হয়ে উঠবেই। এটা একধরণের পারিবারিক অভিযোজন। সালমান খানও যদি বাবা মা হিসেবে বেণুদা বা মিঠুদিকে পেতেন, গৌরবের মতোই হতে পারতেন! অতএব গৌরবের এই সম্পূর্ণ মানুষ হয়ে ওঠার পিছনে দ্রোণাচার্য্য সব্যসাচী দায়ী নয় … দায়ী বাবা সব্যসাচী। যাই হোক, আবার একটা ব্লক-বাস্টার এপিসোড। আচ্ছা একটা প্রস্তাব ছিল … একজন বাউলের কথা শুনতে চাই। বাউলের জার্নি। পার্বতী বাউলকে বা মাটির কোনো বাউলকে আনা যেতে পারে কি? অথবা বাউল গবেষক ল্যাডলী মুখোপাধ্যায় কে? যিনি একজন বিখ্যাত তথ্য পরিচালকও বটে … যিনি গৌর ক্ষ্যাপা নিয়ে অসাধারণ কাজও করেছেন ! প্লিজ চিন্তা করে দেখো একটু।
গৌরব এর Spotify podcast যারা শুনেছে, "আমি গৌরব বলছি" তারা বেশির ভাগ তথ্য জানে। তারা এটাও জানে গৌরব এর Spotify podcast টায় গৌরব যতগুলো এপিসোড করেছে, সব কটা সুপারহিট !!
অভিনেতা গৌরব ও মানুষ গৌরব দুজনেই সমান কৃতিত্বের অধিকারী। প্রকৃত শিক্ষা, সৌজন্যবোধ মানুষটি কে সবার কাছে আকর্ষনীয় করে তুলেছে। এছাড়া সঞ্চালক মহাশয়ের দক্ষ সঞ্চালনা অনুষ্ঠানটিতে নতুন মাত্রা যোগ করেছে।
খুব ভালো লাগলো এই এপিসোড টা। গৌরবের জন্য অনেক শুভ কামনা রইলো। ওর আরও অনেক ভালো ভালো কাজ দেখতে চাই। বিশেষ করে ওয়েব সিরিজ।কিছুদিন আগে পরিনীতা ওয়েব সিরিজটা খুব ভালো লাগলো।❤❤😊
ভিডিওতে কয়েকজন কমেন্ট করছে দেখলাম সঞ্চালক নাকি বেশি কথা বলে ফেলেন, আমি মনে করি Soul Connection পডকাস্টগুলো সঞ্চালকের এমন বেশি কথা বলার জন্যেই ভালো লাগে, আমাদের কাছে এটা অনন্য, অনবদ্য, অদ্বিতীয়!
সঞ্চালক হিসেবে অরুনাভ খাসনবিশকে এইজন্য ভাল লাগে। উনি উল্টো দিকের মানুষটির সাথে স্রেফ আড্ডা মারেন। ওনার নিজের অভিজ্ঞতা ভাগ করেন, একটা গল্পের মালা তৈরী হয় তাতে। আরও interesting হয় সেই কারণে...
The best part of the soul connection is একজন পুরুষ সঞ্চালক একটা সম্পূর্ণ talk show সদর্পে চালিয়ে নিয়ে যাচ্ছে, নাহলে টেলিভিশন তো মনে করে মহিলা সৌন্দর্য্য ছাড়া কোনো show চলে না, কিন্তু এখন টিভি এর পতন এর পুরুষ সঞ্চালনার অনুষ্ঠান পডকাস্ট বা কন্টেন্ট ক্রিয়েটর দের উত্থান টা দেখে খুব ভালো লাগছে। অনুষ্ঠানটির আরো উত্থান কামনা করি।
অর্জুন চক্রবর্তী কে আনুন plzzz তোমাদের দুই ভাইয়ের জন্য গানের ওপারে যে কতবার দেখেছি ❤❤❤❤ অদ্বিতীয়া তে সত্যি ই তুমি অদ্বিতীয় ওটা আবার দেখতে চাই কিন্তু star jalsa তে ওটা nei
Ami ekjon sadharon dorshok hoye ektai kotha bolte chai 🙂 "gourab manush tike kanu hisebe" ami han kore dekhechi bass... Sarakhon vebechi eta pradipta? Oh my god... ❤ You are mesmerizing with your acting nothing else is noticeable❤
ভীযণ ভালো ইন্টারভিউ দিয়েছে গৌরব। আমি একদম মুগ্ধ। উত্তমকুমার খুব অমায়িক মানুর ছিলেন। একসঙ্গে বড় মাপের মানুষ ও শিল্পি খুব একটা দেখা যায় না। গৌরবের মধ্যে দুটোই দেখতে পাচ্ছি। তাই খুব ভাল লাগল।
Thank you tumi Audio story r kotha ta bolle.... I became Gaurav er fan after "The Count of Monte Cristo" Sotti he was too good... It's like I got a new Gaurab post that. Ar "The 3 Musketeers" to osadharon .❤
Young generation e amar sob theke priyo obhineta holo Gaurav... Such an intelligent guy... Sei Ganer opare theke Gaurav k valo lage... And he is my favorite Byomkesh Bokshi❤
The Count of Monte Cristo a.k.a Edmund Dantez, Musketeer Athos a.k.a Count de LaVallière and King Louis XIV a.k.a Philip-All in one .....Gourav! 🤩🤩🤩🤩🤩🤩
গৌরব আমার ভীষন প্রিয় অভিনেতা, এবং অর্জুনও ততটাই। শুধু একটাই দুঃখের যে তোমরা দুই ভাই কেউ তোমার বাবার মতো রাজনীতি সচেতন, শিরদাঁড়া টানটান একজন হওনি। সব্যসাচী বাবু ভীষন শ্রদ্ধার মানুষ আমার। ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা তোমার,রিধিমা এবং তোমাদের জীবনের নতুন শিশুটির জন্য।❤❤❤
Darun darun valo laglo ei podcast ta.. Gourav ke khub valo lage.. Arunava da ekta request - please Indrasish Roy Chandrasish Roy actor director duo ke ekta podcast e niye asun.. dui bhai er eksathe kono interview o nei.. prothom bar apnar podcast e eksathe dujon er kotha shunbe sobai.. darun jome jabe!
প্রথম শুনলাম এই অনুষ্ঠান.. এতটাই ভালো লাগলো যে, সঙ্গে সঙ্গে subscribe করলাম। গৌরব আমার অত্যন্ত পছন্দের একজন অভিনেতা। আজ মনে হলো মানুষ গৌরব ও একজন ভদ্র ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। গৌরবের পুরো fan হয়ে গেলাম।
Thank u sir for the podcast..most awaited podcast for me... Radio te o acting korte giye unar voice modulation...just fabulous 😍 amazed....thank u gourav Chakraborty 😊
এনারা দুই ভাই-ই অত্যন্ত ভদ্র,রুচিশীল মানুষ। আমার ভীষন পছন্দের অভিনেতা। যদিও অর্জুনকে আমার অনেক বেশি talented মনে হয়। গৌরবের আরো variety of roles এ explore করা উচিৎ (এ বিষয়ে আপনারা আলোচনাও করলেন)। এটা অবশ্যই আমার ব্যক্তিগত মতামত। ধন্যবাদ এমন একটি অনুষ্ঠান উপহার দেয়ার জন্য।
Amar Personally mome hoy Valo Valo director's pele Gourav Chakraborty r O better korte parben. Unar golar voice, onar personality, onar look akjon valo movie hero ba actor hobar personality toire kore dei
Kotha shune mone hoi Khub down to earth ekjon manush. Proloy te Gourav er acting shotti bhalo hoyeche. Kintu aamr mone ekta bishesh jayga kore felechen Sunday Suspense e The Count of Monte Christoy voice acting er jonno ba Ben Hur e Judar character er jonno.
আরো একটা ভালো এপিসোড উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। গানের ওপারের প্রদীপ্ত করার পরেই একটা নেগেটিভ চরিত্র করা , বিশেষ করে একজন নতুন অভিনেতা যে তার দ্বিতীয় সিরিয়ালে ইমেজ ভাঙছে এর জন্য সাহস এবং আত্মবিশ্বাস থাকা চাই। কেন এই দুটোই ছিল সেটা এই এপিসোডটা দেখলই বোঝা যায়। শিক্ষিত অভিনেতা। যীশু সেনগুপ্ত,শ্রীজাত বন্দ্যোপাধ্যায় কে নিয়ে একটা এপিসোড করার অনুরোধ রইলো।
আমি গৌরব বলছি - আবার কবে থেকে শুরু হবে ? অপেক্ষায় আছি। I just love their Jodi❤ Gourav Ridhhima Rocks🎉🎉🎉 Berhampur is one of the toughest job আর এটা একদমই ঠিক যদি মেন্টালি প্রিপেয়ার না হয়ে মা-বাবা কেউ হয় তার এফেক্ট তার সন্তানের উপরেও পড়ে energetically, unknowingly, যেটা পরবর্তীকালে সন্তানের ক্ষেত্রে সব সময় খুব সুখকর হয় না।
আপনার অনুষ্ঠান সামগ্রিক ভাবে ভালো লাগে,,,,আমার একটা প্রশ্ন আপনাদের সবার কাছে শুধুই কি চলচিত্র ,বা সমাজের lime lite এ আছেন। তারাই কেনো বক্তব্য রাখেন,,তাদের কথা শুনলে সমাজের অগ্রগতি হবে বা আগামী প্রজন্ম উপকৃত হবে। আমরা যারা শিক্ষকরা এদের সমাজের মুখপাত্র করি কোথায় আমাদের তো কেউ ডাকেন না । আমরা যারা দীর্ঘ জীবন শিক্ষকতা করে চলেছি আমাদের কি কোনো মূল্য নেই
..ভীষণই সত্যিকথা...কিন্তু কি জানেন তো ম্যাডাম, যেকোনো বিনোদন মাধ্যমে. .বিশেষ ক'রে এখন এই ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে 'ভিউজ়' -টা খুব একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে...বেশি ভিউ বেশি বেশি ক'রে অ্যাড রেভিনিউ জেনারেট করে যেটা থেকে অর্থাগম হয়...এখন, মানুষ ইন জেনারেল, বেশ পরিচিত ও জনপ্রিয় লোকজনের পডকাস্ট বা ইন্টারভিউয়ের ভিডিওগুলোই বেশি আগ্ৰহী হন এবং বারবার ক'রে সেগুলোই চালিয়ে দেখতে থাকেন...সুতরাং কন্টেন্ট ক্রিয়েটররাও চেষ্টা করেন কোনো জনপ্রিয় পরিচিত মুখকেই তাঁদের শো -তে ফিচার করতে...কি আর করা. .ব্যাপারটার মধ্যে একটা খারাপ লাগা থাকলেও এটাই অপ্রিয় বাস্তব....একজন শিক্ষককে দূর থেকে সবাই সম্মান দেখালেও একটা একঘন্টার পডকাস্ট শোয়ে তাঁদের কথা শুনতে খুব বেশি কেউ আগ্ৰহী নন...তবে এখানেও ব্যতিক্রম আছে...যেমন Khan Sir -এর ইন্টারভিউগুলো...তাঁর ভিডিওগুলো অতিমাত্রায় ভাইরাল...তাই তাঁকে বিভিন্ন শোয়েও আমন্ত্রণ জানানো হয়... . 🙏🏼
Ekjon sikhhika hoye nijer mulya mapchhen ekta UA-cam channel er podcast e daka hoyni kno? 🤔🤔 R UA-cam e , didi no1 , dada giri obvsly eisob jaigai singer, dancer, actor,actress der dakbe trp r views er jonnyo....teacher, doctor, engineer eder dakbe na...tar mane ei noi eder mulya nei
আপনি একেবারেই আমার বক্তব্য বোঝেননি,,,,অনেক শিক্ষাবিদ আছেন তাদের কাউকে ডাকা হয় না। সমাজ কি শুধু ছায়ার জগতের মানুষ দের নিয়ে হয়,,,, আমি পঞ্চাশ উত্তীর্ণ ,,,,ফলে সমাজের ওঠা পড়া ,পৃথিবীর ভাঙন আমি দেখেছি
@@satyakiguha415 আচার্য প্রমথনাথ বিশি বলেছিলেন,,,,জানি না আপনি তাঁর নাম শুনেছেন কিনা,,,উনি বলতেন শিক্ষকতা করতে এসে বুঝেছি পন্ডিতের মূর্খামি আর সাংবাদিকতা করতে এসে বুঝেছি মূর্খের পাণ্ডিত্য।আশা করি বোঝাতে পারলাম
Gaurav Chakrabarty is undoubtedly one of the best best actor in the industry. As well as a great human being. His voice, way of talking, personality everything is so so nice. Anyone would be mesmerised. I wish to see him upgrading and keep doing so well like this. He has the best potential. Never get bored of watching his every work again and again. I hope we get to see his work even more. ♥Thanks for the show.♥
Ekdom sotti
ব্যোমকেশ সিরিয়াল দেখে আমি গৌরব চক্রবর্ত্তী র ভক্ত ।
সুন্দর লাগলো এই অনুষ্ঠান । আপনারা এগিয়ে যান । আমরা আছি ।
অরুণাভ … শেষের দিকে তোমার একটা প্রশ্ন আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও, আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি প্রশ্ন করেছিলে- “তোমাকে অন স্ক্রিন অভিনয়ে যেমন দেখি স্পষ্ট উচ্চারণে গুছিয়ে কথা বলো, এখানেও সেভাবেই পাওয়া গেল”। গৌরব তার বাবার অভিনয় শিক্ষার কথা বললো, শ্রদ্ধেয় জোছন কাকুর (আমার সৌভাগ্য আমিও তাঁর ছাত্র ছিলাম) কথা বললো বটে, কিন্তু আসল সত্যটা কী জানো! অবজার্ভেশন। যেটা গৌরব হয়তো বলতে চেয়েও গিলে ফেলেছে। এই আত্মগর্ব গিলে ফেলাটাও একটা পারিবারিক শিক্ষা । সত্যটা হলো, যে শিশুটি তার জন্ম থেকে চেতনে বা অবচেতনে খেয়াল করে চলেছে বাংলার সবচাইতে ভদ্র, মার্জিত, শিক্ষিত, জ্ঞানী একটি ব্যক্তিত্বময় পুরুষ প্রতিমুহূর্তে তার সামনে চলা ফেরা করছে, এমনকি তারকা না হলেও তাঁর মা’ও অমন সামাজিক শিক্ষায় শিক্ষিত … সেই সন্তান “বাই-ডিফল্ট” ঐ সমশিক্ষায় শিক্ষিত হয়ে উঠবেই। এটা একধরণের পারিবারিক অভিযোজন। সালমান খানও যদি বাবা মা হিসেবে বেণুদা বা মিঠুদিকে পেতেন, গৌরবের মতোই হতে পারতেন! অতএব গৌরবের এই সম্পূর্ণ মানুষ হয়ে ওঠার পিছনে দ্রোণাচার্য্য সব্যসাচী দায়ী নয় … দায়ী বাবা সব্যসাচী।
যাই হোক, আবার একটা ব্লক-বাস্টার এপিসোড। আচ্ছা একটা প্রস্তাব ছিল … একজন বাউলের কথা শুনতে চাই। বাউলের জার্নি। পার্বতী বাউলকে বা মাটির কোনো বাউলকে আনা যেতে পারে কি? অথবা বাউল গবেষক ল্যাডলী মুখোপাধ্যায় কে? যিনি একজন বিখ্যাত তথ্য পরিচালকও বটে … যিনি গৌর ক্ষ্যাপা নিয়ে অসাধারণ কাজও করেছেন !
প্লিজ চিন্তা করে দেখো একটু।
Apnar lekhatao khub sundor, gochhano. Adda ta dekhar por prothomei apnar lekhata pore khub bhalo relate korte parlam.
যে বাংলা সিরিয়ালগুলো এখন চলছে, সেগুলো কি বাংলার culture এর সঙ্গে মেলে?? আপনাদের মত মানুষদের এটা নিয়ে কথা বলতে হবে please
My teenage crush "Pradipta" 😍
Still feel the same for him! So humble and genuine ❤️
..He's very much humble & also very jolly... .
Gaurav কে আমার ভীষন ভাললাগে । খুব ভালো actor তো বটেই তার থেকেও বেশি আমার মনে হয় যে খুব ভালো মানুষ । ❤️
যেমন মার্জিত , তেমনি ব্যক্তিত্ব। ভীষণ পছন্দের এক্টর গৌরব।
Ekdom I tai. Khub shikkhito bhodro marjito porishilito. Ak kothay genuine ar nipat bhodro bhalo
Akdam
গৌরব এর Spotify podcast যারা শুনেছে, "আমি গৌরব বলছি" তারা বেশির ভাগ তথ্য জানে। তারা এটাও জানে গৌরব এর Spotify podcast টায় গৌরব যতগুলো এপিসোড করেছে, সব কটা সুপারহিট !!
অভিনেতা গৌরব ও মানুষ গৌরব দুজনেই সমান কৃতিত্বের অধিকারী। প্রকৃত শিক্ষা, সৌজন্যবোধ মানুষটি কে সবার কাছে আকর্ষনীয় করে তুলেছে। এছাড়া সঞ্চালক মহাশয়ের দক্ষ সঞ্চালনা অনুষ্ঠানটিতে নতুন মাত্রা যোগ করেছে।
Gourav Chakraborty অপূর্ব অভিনেতা ❤ এত সুন্দর কন্ঠস্বর, ব্যক্তিত্য। Director's should cast him in movies again and again ❤. Love to see him
আমার ভীষণ পছন্দের অভিনেতা। যেমন কণ্ঠস্বর, তেমনি অভিনয়।❤❤
খুব ভালো লাগলো এই এপিসোড টা। গৌরবের জন্য অনেক শুভ কামনা রইলো। ওর আরও অনেক ভালো ভালো কাজ দেখতে চাই। বিশেষ করে ওয়েব সিরিজ।কিছুদিন আগে পরিনীতা ওয়েব সিরিজটা খুব ভালো লাগলো।❤❤😊
ভিডিওতে কয়েকজন কমেন্ট করছে দেখলাম সঞ্চালক নাকি বেশি কথা বলে ফেলেন, আমি মনে করি Soul Connection পডকাস্টগুলো সঞ্চালকের এমন বেশি কথা বলার জন্যেই ভালো লাগে, আমাদের কাছে এটা অনন্য, অনবদ্য, অদ্বিতীয়!
অরুণাভাদা আজ হয়তো ৪-৫ লাইন কথা বলেছেন , আমাদের মত উনিও উদ্বুদ্ধ হয়ে শুনছিলেন গৌরবের কথা।
Akmot
..ম্যাক্সিমাম পাবলিক এখনও পর্য্যন্ত একটা ইন্টারভিউ শো এবং পডকাস্ট শো -এর মধ্যেকার পার্থক্যটা ঠিকমতো বুঝতে পারেন না...তাইজন্যে তাঁরা এইধরনের কমেন্ট লিখতে থাকেন... .
সঞ্চালক হিসেবে অরুনাভ খাসনবিশকে এইজন্য ভাল লাগে। উনি উল্টো দিকের মানুষটির সাথে স্রেফ আড্ডা মারেন। ওনার নিজের অভিজ্ঞতা ভাগ করেন, একটা গল্পের মালা তৈরী হয় তাতে। আরও interesting হয় সেই কারণে...
❤
I just lovee him. He's always gonna remain my fav! Enjoyed this one ♥
Akjon manus koto well educated seta kotha tei bojha jai ...Gaurav r every word setai prove kre ki clear every word 👌 😊
The best part of the soul connection is একজন পুরুষ সঞ্চালক একটা সম্পূর্ণ talk show সদর্পে চালিয়ে নিয়ে যাচ্ছে, নাহলে টেলিভিশন তো মনে করে মহিলা সৌন্দর্য্য ছাড়া কোনো show চলে না,
কিন্তু এখন টিভি এর পতন এর পুরুষ সঞ্চালনার অনুষ্ঠান পডকাস্ট বা কন্টেন্ট ক্রিয়েটর দের উত্থান টা দেখে খুব ভালো লাগছে।
অনুষ্ঠানটির আরো উত্থান কামনা করি।
his diction, accent, intimacy towards his work, his brought up and outlook towards life...makes him admirable every time
It's upbringing instead of brought up
Ei industry er amon akjon abhineta jake sob ta miliye ato bhalolage...
Long awaited episode... Radio mirchi te গৌরবের নাটক গুলো দুর্দান্ত লেগেছিলো. বাকি দের মতো eng বলার দেখন dari nei... যদিও convent school এই পড়েছেন.
অর্জুন চক্রবর্তী কে আনুন plzzz
তোমাদের দুই ভাইয়ের জন্য গানের ওপারে যে কতবার দেখেছি ❤❤❤❤
অদ্বিতীয়া তে সত্যি ই তুমি অদ্বিতীয়
ওটা আবার দেখতে চাই কিন্তু star jalsa তে ওটা nei
What a well raised child .. your parents must be so proud of you ❤❤❤
Gaurav, very sweet promising actor.
গৌরব কে নতুন করে চিনলাম। সুন্দর সভ্য শিক্ষিত মানুষ।এই ধরনের মানুষ আজকাল বিরল হয়ে যাচ্ছে।
দারুণ enjoy করলাম আজকের podcast টা, মন ছুঁয়ে গেছে।সত্যিই গৌরব চক্রবর্তী র কথা ঘণ্টার পর ঘণ্টা শুনতে ভালো লাগে ❤❤❤❤❤
Ami ekjon sadharon dorshok hoye ektai kotha bolte chai 🙂 "gourab manush tike kanu hisebe" ami han kore dekhechi bass... Sarakhon vebechi eta pradipta? Oh my god... ❤ You are mesmerizing with your acting nothing else is noticeable❤
খুবই উপভোগ্য সাক্ষাৎকার । গৌরবের জন্যে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো । সঞ্চালককেও শুভেচ্ছা, ধন্যবাদ জানাই ।❤❤
খুব ভালো লাগলো গৌরব চক্রবর্তীর এই আড্ডাটি
Gaurav Da ke saradin sona jai . . .
ofc Gaurav da valo actor o but kotha bola ta just darun
গৌরবের অভিনয় দেখেছি,অপূর্ব।কণ্ঠস্বর ও ব্যাক্তিত্ব ও অপূর্ব।
্
ভীযণ ভালো ইন্টারভিউ দিয়েছে গৌরব। আমি একদম মুগ্ধ। উত্তমকুমার খুব অমায়িক মানুর ছিলেন। একসঙ্গে বড় মাপের মানুষ ও শিল্পি খুব একটা দেখা যায় না। গৌরবের মধ্যে দুটোই দেখতে পাচ্ছি। তাই খুব ভাল লাগল।
❤️I can hear him all dayyy.
Charisma of Gourab Chakraborty ✨
Amar osomvob priyo ekjon ovineta.....Gaurab....
.onek suvechha..roilo...aro aro unnoti hok....
❤❤❤❤❤❤❤❤
Thank you tumi Audio story r kotha ta bolle.... I became Gaurav er fan after "The Count of Monte Cristo" Sotti he was too good... It's like I got a new Gaurab post that. Ar "The 3 Musketeers" to osadharon .❤
Gourav is a good human ......god bless you ❤❤❤❤❤❤❤❤❤
Young generation e amar sob theke priyo obhineta holo Gaurav... Such an intelligent guy... Sei Ganer opare theke Gaurav k valo lage... And he is my favorite Byomkesh Bokshi❤
Gourav chakraborty r eto genuine answer khub valo laglo😊
Gaurab is a true gentleman in every sense of the term. ❤
Durdanto...baap byata combo ta ekdom mutton biryani ar chicken koshar moton...ki smart...ki smart! Uffff
Dad ke anun ebar....
The Count of Monte Cristo a.k.a Edmund Dantez, Musketeer Athos a.k.a Count de LaVallière and King Louis XIV a.k.a Philip-All in one .....Gourav! 🤩🤩🤩🤩🤩🤩
Uff moner ktha bollen....
গৌরব আমার ভীষন প্রিয় অভিনেতা, এবং অর্জুনও ততটাই। শুধু একটাই দুঃখের যে তোমরা দুই ভাই কেউ তোমার বাবার মতো রাজনীতি সচেতন, শিরদাঁড়া টানটান একজন হওনি। সব্যসাচী বাবু ভীষন শ্রদ্ধার মানুষ আমার। ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা তোমার,রিধিমা এবং তোমাদের জীবনের নতুন শিশুটির জন্য।❤❤❤
Darun darun valo laglo ei podcast ta.. Gourav ke khub valo lage.. Arunava da ekta request - please Indrasish Roy Chandrasish Roy actor director duo ke ekta podcast e niye asun.. dui bhai er eksathe kono interview o nei.. prothom bar apnar podcast e eksathe dujon er kotha shunbe sobai.. darun jome jabe!
অসাধারন।
sit back-relax-and enjoy the podcast এই কথাটা মন্ত্রের মত কাজ করে।
সত্যিই রিল্যাক্স হয়ে এই শো টা দেখি।❤🤟🏻
Akdom thik
I liked you very much in Ganer opare. Charming personality. A perfect gentleman
দাদার কথা বলার ভঙ্গিটা এতো engaging, আমি চেয়েও অন্য video play করতে পারছি না।
1:17:43 তোমার কথা শুনতে সত্যিই ভালো লাগে।
What a contrast !!!
Between last episode and this one…
Such a honor to see this episode
বাবা মা র সৌজন্যতা বা কালচার সবসময় সন্তান দের প্রভাবিত করবেই এমন কোন কথা নেই, ভাগ্যক্রমে ওরা দুই ভাইইই গুনী এবং ভাল মানুষ। ❤❤❤❤❤🎉🎉
বেশ ভাল, গোছানো episode 👌
গৌরব-এর diction দুর্দান্ত
Oshadharon ekta podcast, onekdin por!! Gaurav ekjon khubb priyo manush konodin dekha hoyeni onar sathe vobisote hoyetoh hote pare, onek valo kaaj korben! three musketeers amar best lage!
'Pradipta' can make my heart beats 💓
We hardly hear these days - “What a fine young man”. গৌরবের ব্যাপারে এটা নিঃসন্দেহে বলা যায়।
দারুণ উচ্ছ্বসিত হলাম আজকের এপিসোড টা দেখে।
গৌরব মানুষ টাই এত ভালো তাই অভিনয় অসাধারণ করে😊❤❤❤
Gourav is always my fav.❤
Sotti khub valo bhabe upobhog korlam, Spotify er podcast o darun hoto.
Really aaj soul connection holo😊❤
প্রথম শুনলাম এই অনুষ্ঠান.. এতটাই ভালো লাগলো যে, সঙ্গে সঙ্গে subscribe করলাম।
গৌরব আমার অত্যন্ত পছন্দের একজন অভিনেতা। আজ মনে হলো মানুষ গৌরব ও একজন ভদ্র ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী।
গৌরবের পুরো fan হয়ে গেলাম।
অভিনেতা সে সিনেমা বা টি ভি, আবার গল্প পাঠ ইত্যাদি সব কিছু বাদ দিলেও মানুষ হিসেবে সব্যসাচী চক্রবর্তী একটি খুব ভালো ছেলে মানুষ করেছেন। 🎉
Thank u sir for the podcast..most awaited podcast for me... Radio te o acting korte giye unar voice modulation...just fabulous 😍 amazed....thank u gourav Chakraborty 😊
এই episode টা সত্যিই soul connect করলো, ধন্যবাদ
Khub valo laglo ajker episode
Gourav amar khub pochonder ekjon artist ❤❤❤❤
❤❤❤ Gourav the The Count of Heart
Gaurav er bomkesh ta darun chilo
অসম্ভব পছন্দের একজন অভিনেতা। তার জীবনী জেনে খুব ভালো লাগলো
Thank you Gourav ke Anar jonno...so happy ...❤
যখন বাংলায় কথা বলবে তখন শুধু বাংলাতেই কথা বলবে-----খুবই ভালো লেগেছে ওর এই চেষ্টাটা।
Really a gentle man . Keep it up Gourav
❤ to Sondesh & Count Edmund Dantès ( Mirchi রাগ করলে করুক গে ).
I wish all star kids should watch this interview. It shows true upbringing and how it shapes a good human being.
Byas, aager episode er por ei episode dekhe mon bhore gyalo aabaar.. soul connection zindabad... Ashonkhyo dhonyobaad
গৌরবের অভিনয় বেশ ভাল লাগে
Khubi bhalo laaglo aamar priyo ekjon abhimnetar kaach theke eto kotha shunte. Gaurav anek expectations aache tomar theke
Wow... Eta kub Valo hobe.. time niye dekte hobe.. thank you for bringing him❤
Darun laglo.. gourav ke bhishon valo lage, khub marjito abhinoy koren. Plz ekdin Indrasish Roy ke niye asun, onar sathe ekta podcast chai.
এনারা দুই ভাই-ই অত্যন্ত ভদ্র,রুচিশীল মানুষ। আমার ভীষন পছন্দের অভিনেতা। যদিও অর্জুনকে আমার অনেক বেশি talented মনে হয়। গৌরবের আরো variety of roles এ explore করা উচিৎ (এ বিষয়ে আপনারা আলোচনাও করলেন)। এটা অবশ্যই আমার ব্যক্তিগত মতামত।
ধন্যবাদ এমন একটি অনুষ্ঠান উপহার দেয়ার জন্য।
Amar Personally mome hoy Valo Valo director's pele Gourav Chakraborty r O better korte parben. Unar golar voice, onar personality, onar look akjon valo movie hero ba actor hobar personality toire kore dei
Ki osadharon ekta episode ❤😊... Thank you so much Arunava Da ❤🙏
Adwitiya te Apnar kaaj osadharon...ami okhan theke apnar fan...
Dukkher bisoy adwitiya niye oto kotha hoi na 36:52
Gourav long Race er Ghora , Onek ta Somaya dhore Chute cholbe with Jackpot.....
Ota RACE not RES.😢 it's UMBRELLA not amrela 😢
ki sundor snighdho byabohar ❤
Puro adda session tai khub enjoy korlam. ❤❤
The count of monte cristo… of Sunday suspense. Definitely it was awesome
Extremely enriching. Probably one of the best podcast. Thanks
ভীষন ভালো লাগলো আজকের এপিসোডটা। একটা রিকোয়েস্ট করবো প্লীজ রাখবেন।। শন বন্দ্যোপাধ্যায় কে আপনার পডকাস্ট এ দেখতে চাই।।
মনে হল খুব honest interview !!!
খুব ভালো লাগলো ....
Excellent podcast...beautiful conversations ❤
আমার খুব খুব পছন্দের মানুষ গৌরব ❤️
মার্জিত 🙏ভদ্র 🙏 knowledgeable ❤ simple 🩷গুণী ❤️
অভিনয় দুর্দান্ত করেন। কথা বলেন গুছিয়ে 🫶🫶🫶
💕💕💕
Khub bhalo laglo podcast ta❤❤❤❤❤. Bhishon misti ekta chele Gourab.....
মহীনের ঘোড়াগুলি এর আব্রাহাম এবং প্রদীপ এখনও আছেন দুজনকে একসাথে যদি আনা যেতো ❤
Ei manush ta khub priyo ❤
আপনার এই অনুষ্ঠান টি আমার ভীষণ ভালোলাগে❤
Khub bhalo lagche apnader program, darun Sotii. Aro mukh dekhte chai amra.
atodin por 1ta podcast sunlam,khub valo laglo.
Kotha shune mone hoi Khub down to earth ekjon manush. Proloy te Gourav er acting shotti bhalo hoyeche. Kintu aamr mone ekta bishesh jayga kore felechen Sunday Suspense e The Count of Monte Christoy voice acting er jonno ba Ben Hur e Judar character er jonno.
Amar life er 1st crush chilo gourav, pagol chilam oor jonno, etto misty ekta manus😍😍
আরো একটা ভালো এপিসোড উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। গানের ওপারের প্রদীপ্ত করার পরেই একটা নেগেটিভ চরিত্র করা , বিশেষ করে একজন নতুন অভিনেতা যে তার দ্বিতীয় সিরিয়ালে ইমেজ ভাঙছে এর জন্য সাহস এবং আত্মবিশ্বাস থাকা চাই। কেন এই দুটোই ছিল সেটা এই এপিসোডটা দেখলই বোঝা যায়। শিক্ষিত অভিনেতা।
যীশু সেনগুপ্ত,শ্রীজাত বন্দ্যোপাধ্যায় কে নিয়ে একটা এপিসোড করার অনুরোধ রইলো।
Gourav Chakraborty k r o ak bar ei podcast a chai... Plz...
একদম একমত, দ্বিতীয় পর্ব চাই
গলাটা শুনে বার বার মনে পড়ছে মার্শেই থেকে এডমন্ড দান্তেস চলে এসেছে❤❤
Khub khub valo laglo Gourav
আমি গৌরব বলছি - আবার কবে থেকে শুরু হবে ? অপেক্ষায় আছি।
I just love their Jodi❤ Gourav Ridhhima Rocks🎉🎉🎉
Berhampur is one of the toughest job আর এটা একদমই ঠিক যদি মেন্টালি প্রিপেয়ার না হয়ে মা-বাবা কেউ হয় তার এফেক্ট তার সন্তানের উপরেও পড়ে energetically, unknowingly, যেটা পরবর্তীকালে সন্তানের ক্ষেত্রে সব সময় খুব সুখকর হয় না।
Spotify ❤️❤️❤️
আমিও প্রায় শুনি এবং মন দিয়ে শুনি ❤️
আপনার অনুষ্ঠান সামগ্রিক ভাবে ভালো লাগে,,,,আমার একটা প্রশ্ন আপনাদের সবার কাছে শুধুই কি চলচিত্র ,বা সমাজের lime lite এ আছেন। তারাই কেনো বক্তব্য রাখেন,,তাদের কথা শুনলে সমাজের অগ্রগতি হবে বা আগামী প্রজন্ম উপকৃত হবে। আমরা যারা শিক্ষকরা এদের সমাজের মুখপাত্র করি কোথায় আমাদের তো কেউ ডাকেন না । আমরা যারা দীর্ঘ জীবন শিক্ষকতা করে চলেছি আমাদের কি কোনো মূল্য নেই
..ভীষণই সত্যিকথা...কিন্তু কি জানেন তো ম্যাডাম, যেকোনো বিনোদন মাধ্যমে. .বিশেষ ক'রে এখন এই ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে 'ভিউজ়' -টা খুব একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে...বেশি ভিউ বেশি বেশি ক'রে অ্যাড রেভিনিউ জেনারেট করে যেটা থেকে অর্থাগম হয়...এখন, মানুষ ইন জেনারেল, বেশ পরিচিত ও জনপ্রিয় লোকজনের পডকাস্ট বা ইন্টারভিউয়ের ভিডিওগুলোই বেশি আগ্ৰহী হন এবং বারবার ক'রে সেগুলোই চালিয়ে দেখতে থাকেন...সুতরাং কন্টেন্ট ক্রিয়েটররাও চেষ্টা করেন কোনো জনপ্রিয় পরিচিত মুখকেই তাঁদের শো -তে ফিচার করতে...কি আর করা. .ব্যাপারটার মধ্যে একটা খারাপ লাগা থাকলেও এটাই অপ্রিয় বাস্তব....একজন শিক্ষককে দূর থেকে সবাই সম্মান দেখালেও একটা একঘন্টার পডকাস্ট শোয়ে তাঁদের কথা শুনতে খুব বেশি কেউ আগ্ৰহী নন...তবে এখানেও ব্যতিক্রম আছে...যেমন Khan Sir -এর ইন্টারভিউগুলো...তাঁর ভিডিওগুলো অতিমাত্রায় ভাইরাল...তাই তাঁকে বিভিন্ন শোয়েও আমন্ত্রণ জানানো হয়... . 🙏🏼
Ekjon sikhhika hoye nijer mulya mapchhen ekta UA-cam channel er podcast e daka hoyni kno? 🤔🤔
R UA-cam e , didi no1 , dada giri obvsly eisob jaigai singer, dancer, actor,actress der dakbe trp r views er jonnyo....teacher, doctor, engineer eder dakbe na...tar mane ei noi eder mulya nei
আপনি একেবারেই আমার বক্তব্য বোঝেননি,,,,অনেক শিক্ষাবিদ আছেন তাদের কাউকে ডাকা হয় না। সমাজ কি শুধু ছায়ার জগতের মানুষ দের নিয়ে হয়,,,, আমি পঞ্চাশ উত্তীর্ণ ,,,,ফলে সমাজের ওঠা পড়া ,পৃথিবীর ভাঙন আমি দেখেছি
@@satyakiguha415 আচার্য প্রমথনাথ বিশি বলেছিলেন,,,,জানি না আপনি তাঁর নাম শুনেছেন কিনা,,,উনি বলতেন শিক্ষকতা করতে এসে বুঝেছি পন্ডিতের মূর্খামি আর সাংবাদিকতা করতে এসে বুঝেছি মূর্খের পাণ্ডিত্য।আশা করি বোঝাতে পারলাম
😮
Most awaited podcast ❤❤
Edmond Dantes🥰