এই অনুষ্ঠানটা নিয়মিত দেখি। আজকের অতিথি আমাকে মুগ্ধ করেছে তার simplicity দিয়ে। সোমক খুব পরিচিত একটি নাম কিন্তু তাঁর সোমক হয়ে ওঠার প্রেক্ষাপট আমাকে আরো বেশি মুগ্ধ করলো। Aspiration, perseverance and lot of perspiration ...... এগুলোই সব, সেটা আবার আমাদের বুঝিয়ে দিল। আর স্কুলের অবদান নিয়ে সোমক যা বললেন তা ১৪ বছর স্কুলটাকে খুব কাছে থেকে দেখার পরিপ্রেক্ষিতে আমার বুঝতে কোনো অসুবিধা হলো না। আর অরুণাভ বাবুকে বলি, অনুষ্ঠানের নতুন ambience খুব সুন্দর হয়েছে। আপনার অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি 🌹
অনুষ্ঠানটির প্রেমে পড়ে গেছি। প্রতিটা পর্ব দেখে এটাই প্রাপ্তি যে, এই অশান্ত সময়েও এই প্রজন্মের এতগুলো ছেলেমেয়ে এতো বোঝদার, এতো জ্ঞানসমৃদ্ধ। বারবার মনে হয় এই প্রজন্মের একটা বিরাট অংশ যেমন বয়ে যাচ্ছে আবার অন্যদিকে সোমক, অর্ক, সোহিনী এবং আরও অনেক এমন ছেলেমেয়েরাও তৈরি হয়েছে। এ এক পরম পাওয়া। ওঁরা আমার মেয়ের মতো কৈশোরের শেষ সিঁড়িতে দাঁড়ানো নতুন প্রজন্মের প্রিয় মানুষ এমনকি আমাদের মতো অনেকটা সময় পার করা মানুষেরাও। এভাবেই বোধয় সমাজের ভারসাম্য দুলে দুলে চলতে থাকে। আর মাইকে চীৎকার শুনলেই তথাকথিত রাজনৈতিক নেতা নেত্রীদের কথা যে মনে পড়ে তা কয়েকদিন আগে মীরের সাক্ষাৎকারে শ্রদ্ধেয়া ঊর্মিমালা বসু মনে করিয়ে দিয়েছেন। সোমকের কথায় কত কী শিখলাম। আমার সামান্য আবৃত্তি চর্চা সমৃদ্ধ হবে। অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন অরিন্দম এবং সোমকের জন্য।❤❤
অরুনাভ দা, আমিও শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে পড়াশুনা করেছি, বড়ো হয়ে উঠছি শিলিগুড়িতেই... তোমার মধ্যেও কেন জানি না একটা SOUL এর CONNECTION তো আছেই... ধন্যবাদ দিয়ে ছোট করবোনা অনেক ভালোবাসা ও শুভেচ্ছা... তোমার ও অনেকের ভীষণ প্ৰিয় মানুষ অঞ্জন দত্তকে দেখতে চাই পরের এপিসোডে
পুরো audio টা শুনলাম। তারমধ্যে সবচেয়ে পছন্দের কথা হল “excellent average হতে হবে”, কোনওদিন ভুলব না। আমি কানাডায় বসে একটা daily vlog-এর ইউটিউব চালাই। কত কী যে উপকার হল এই podcast-টা থেকে কী বলব… দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, পেট কাটা মধ্যান্য ষ-টা শুনে ভাল লাগল, আমি ছাড়াও এত পছন্দের লোকজনও বলে। হেব্বি ব্যাপার। বিগত ৪ বছর বাংলা মিডিয়ায় চাকরি করেছি, এই পেট কাটা ষ নিয়ে প্রচুর খিল্লি শুনেছি। এই পেট কাটা টা কী? কার পেট কাটা? কীভাবে কাটল? এটা আগে শুনলে এই রেফারেন্সটা দিতে পারতাম। 😍
স্যার আমি নিজেও একজন struggling অভিনেতা এবং পরিচালক এবং যে যে ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছি, নানান পডকাস্ট আমাকে অনুপ্রাণিত করেছে এমনকি আপনার ভিডিও পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যদি কখনও মীরদাকে আপনার চ্যানেলে অতিথি হিসেবে পাই এবং 'এগারো', 'বাঘাযতীন' খ্যাত পরিচালক অরুণ রায়কে পাই খুব খুশি হব।
অসাধারণ, অসাধারণ। আমি সাধারণত এক কথায় মন্তব্য করতে চাই কারণ লিখতে সময় লাগে।আজ লিখতে ইচ্ছে করছে। অনেকদিন পর্যন্ত বড়ো ভিডিও বলে আপনার পডকাস্ট এড়িয়ে যেতাম। তারপর দুএকটা শোনার পর সময় বের করে শুনতে শুরু করি। চাকরি থেকে অবসর নেওয়ার পর এখন পুরোপুরি গৃহবধূর ভূমিকায়। সংসারের কাজ করতে করতে এইগুলো দেখি।সবই ভালো লাগে। তারমধ্যেও সুদীপ্তারটা খুব ভালো লেগেছে।আজ সোমককে দেখে শুনতে শুরু করেছি। মাঝখানে মাছ ভাজার জন্য চিমনি চালাতে হয়েছে বলে ভিডিও পজ করলাম কারণ চিমনি চলাকালীন কিছু শোনা যায়না।পজ করে ছটফট করছিলাম কতক্ষণে ভাজাটা শেষ হবে এবং আবার চালাতে পারবো। সোমককে আমি চিনেছি অনেক পরে মেয়ের কাছ থেকে ওর জনপ্রিয় অনুষ্ঠানের কথা শুনে। তারপর জোশ টকস থেকে ওর কথা শুনে।রেডিও শোনা আমার হয়না কিন্তু মীর রেডিও মির্চি থেকে চলে যাওয়ার পর সোমকও ছেড়ে দিয়েছে জেনে খুব অবাক হয়েছিলাম।আজ ওর ছোটবেলার কথা শুনে এবং পুরো আড্ডাটাই খুব ভালো লাগলো। ওকে সত্যিই আমাদের ঘরের ছেলে মনে হয়।
রেডিও আমার কাছে এখনও অনেক রিলিভেন্ট মিডিয়াম । পুরো লকডাউন এ অফিস মিটিং পরে (ওয়ার্ক ফ্রম হোম এ ) বিকালে গাড়ি নিয়ে সেবকে বা মংপং ঘুরে আসতাম সবাইকে নিয়ে সন্ধে বেলা তখন ড্রাইভিং করার সময় রেডিও যে কী সুন্দর জিনিস বোঝা যেত , শিলিগুড়ি তে থাকার সময় । গাড়ি চালানোর সময় লং ড্রাইভ এ এখনও রেডিও সবচে বেস্ট মধ্যম লাগে (যে কোনো স্ট্রিমিং সার্ভিস এর চেয়েও বেশি , সম্ভবত পিএলই এই সব গুলো streaming সার্ভিস গুলো তে অনেক আর্টিফিটিয়াল লাগে গান গুলোর মাজে যেখানে রেডিও টি গানের লিঙ্ক গুলো খুব এই organic বা মুড সেটিং গুলো খুব ভালো গানের রেডিও তে )
আমার সবথেকে যেটা ভালো লাগলো, আপনি আপনার অতিথিদের space দেন, যেটা অনেক podcast এ অনেকেই দেন না। এরকম বহুবার হয়েছে, একজন ইন্টারেস্টিং personality র podcast দেখতে বসলাম, দেখলাম host যিনি, তিনি প্রায় কথা বলতেই দিচ্ছেন না, ultimately হতাশ হলাম। এটা ভালো, এটা চলুক 😊
Soul Connection Podcast শোনা আমার একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। কাজ করতে করতে হেডফোনে আপনাদের কথা শুনতে দারুণ লাগে। এক দেড় ঘণ্টা যে কিভাবে কেটে যায় বুঝতেও পারিনা। এত সুন্দর সুন্দর এপিসোড আমাদের উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ❤
সোমকদার গলা - বক্তব্য রাখার ধরন - Knowledge সব কিছুর সাথে 1 ঘন্টা 38 মিনিট আটকে রয়ে গেলাম ৷ ধন্যবাদ সোমকদাকে এখানে আনার জন্য ৷ ❤ আমি বই পড়তে ভালোবাসি ৷ তবে Sunday Suspence দিয়ে Audio story শোনার শুরু | গল্পগুলো দারুন লাগতো | সোমকদা অনেক ভালোবাসা নিও❤❤
On point 38:35 আমি গাড়িতেই শুনছি. কিন্ত visual ও উপভোগ করছি . কারন অরুনাভদা যে তীক্ষ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকেন তার জন্য আমার মনোযোগটাও বাডে . But I 10000% agree with somak for audio topic
Somok da ke school er senior hishebe dekhi. Don Bosco'r golpo shune mukh e hashi chole elo. Shottyi toh, school e jebhabe nijeke explore korar shomoy aar shujog peyechi shetar kono tulona hoyena ❤
Somok you are a version of true achiever who followed his calling and I like the way you expressed the idea of evolving … which is necessary… wishing you all the best for your endeavours… a big fan of your’s .. topshe ( audio version 🫠)
Somak dar kotha mone hoi Saradin Jeno sunte thaki ,, puro mind relaxe hoye jai,, thank you dada,, r Thank you Soul Connection Eto valo podcast present korar Jonno❤ ,,, take love from Siliguri ❤
শেষ গানটা শেষ করেই comment টা লিখে নিচ্ছি, কারন আবার ও হয়তো 'বাস্তবতার জগতে' হারিয়ে যাব নিমেষে... খুব খুব কাছের হয়ে থাকবে এই Episode টা। IIT এর PhD ল্যাব এ কাজের মধ্যে চালিয়ে এমনই 'Hooked' হয়ে গেলাম যে আস্ত 'Football Match' টাকে একেবারে গিলে ফেললাম। Just অসাধারণ লেগেছে। সোমক দাকে বরাবরই ভাল লাগে.. জীবন নিয়ে এরম Smooth একটা কথোপকথন, বহু দিন মনের মণিকোঠায় রেখে দেব। তার সঙ্গে Radio-Audio-Audiovisuals সম্পরকীত এত সুন্দর তথ্য ও Terminology খুবই ভালো লেগেছে। সত্যি মানুষ Treand এর বাইরে ও কাজ পছন্দ করে, যদি তার মধ্যে চারপাশের 'সাধারণ'এর গন্ধ থাকে আর একটু বুদ্ধিমত্তার ছোঁয়া থাকে। পুনঃ নতুন Set এ আলো আঁধারি ভাবটা আর Sound Modulation টা বেশ ভাল লেগেছে।
Audio story etotai impactful j sudhu nijer porte para bhasa te ii noy sob bhasar sahittyo k ee ii Jana Jai... Sob bhasa porte para difficult but bujhte parle sei khetre audio story chara kono upay nei sei sahittyo ta janar jonno ebong nijosso j visualisation ta toiri hoy seta apurbo sekhane srota ii director, srota ii producer... Eta ekta aladai anuvuti..!! ❤
Puro episode ta deklam ebong shunlam ❤ i was watching house of dragon and somehow got hooked to this for more than one and a half hour that is the magic which Somak have , but for me always what matters is the asor and that was perfectly set by the host Arunava da 😍 Thanks for this episode
ভীষণ ভালো লাগলো আড্ডাটা। অনেক কিছু জানার,শেখার বিষয়ে আলোচনা হল। ধন্যবাদ এই অনুষ্ঠানটি উপস্থাপনার জন্য। প্রত্যেকবার আমরা কিছু না কিছু শিখতে পারি,নতুন কিছু জানতে পারি।
Ekjon radio jockey er interview khub cheyechhilam jokhon Ami choto chhilam in 2007. Etodin por dekheo valo laglo, kothao amar introvert nature ke extrovert er dike ektu niye jete onader golpo onek help korbe... Mir dar cheyechhilam tokhon, ekhon somak dar interview o valo laglo, karon subject ta eki kotha bola sekha. Thanks From Saurav Das
অরুণাভ বাবু আমি আপনার পডকাস্টের খুবই মনোযোগী দর্শক এবং শ্রোতা। আর সেই সঙ্গে সোমকের ভীষণ ভক্ত, মানে ওই চোখ বন্ধ করা ফ্যান। আজকের আড্ডাটা আমার যে কিইইই ভালো লেগেছে, আমি বলে বা লিখে প্ৰকাশ করতে পারছি না, ঠিক সেই হৃদয় উদ্বেলিত আনন্দ আর কি, আপনার পডকাস্টের আওয়াজ আরো ছড়িয়ে ছিটিয়ে পড়ুক।জীবনের বোধ এবং পাঠ অনেক কথা শুনেও তৈরি হয়, এবং জীবনের কিছু কিছু সময় আপনার এই পডকাস্টের আলোচনা হওয়া নানা কথা কাজে লেগে গেছে, শান্ত করে যাচ্ছে আমায়।এবং প্রতি পডকাস্টের একটাই কথা বারবার হিট করে চলে আমায় সেটা হলো "বহু বছর ধরে এক জিনিস করে এলে তাতে এক্সিলেন্স আসে" রোজই শিখি, বুঝি এবং আপনি প্রতি জনের মধ্যে দিয়ে হিট করে যান আমায়। ধন্যবাদ, ভালো থাকুন।
অবশ্যই রেডিও চিরকাল টিঁকে থাকবে। সারা বিশ্বের সাধারণ মানুষের কাছে রেডিও হল বিনোদন ও খবরাখবরের মাধ্যম। রেডিও, বিশেষ করে transister radio বহন করে ঘোরাঘুরি করা যায়। ফলে খবরাখবরও শোনা যায়। দ্রুত খবর প্রচারের সব থেকে ভালো মাধ্যম হলো রেডিও।
Jokhon theke radio te Somok ar Agni ke sunte suru korechilamtokhon thekei mone hoyechilo era dujon amader priyo Mir ar Deep er worthy torch bearers. Aj abar setai mone holo. Thanks to these two wonderful persons. And of course thanks to Soul connection for this wonderful podcast. Hope you will bring the other 3, I mentioned sometime in future. Will be waiting for those episodes.
This is an excellent podcast. Hat’s off to Arunava and Team and Somak. I think every aspiring RJ, Spoken Word artist and Communication Specialist must listen to this podcast. Lots of unique topics related to speaking and psychology have been shared. Tip: Sit and listen to this podcast with a notebook. 😉
Ajker podcast was entertaining with a lot of educational value, jemonti Apuda bolechilen Somak ke. Shotti shikhlam ki kore unity of time and content maintain korte hoye audio visual art e. Thank you Somak and Soul Connection team!
Etto chawa niye kothai jai. Jago tumi jago Sales Voice Just hit the ball Aro koto kichu jei tukro tukro vaabe mone gethe gelo bole bojate parbo na. Aye lok ta kei aro ekk baar deko Just jomiye adda chai. Ar aro Erokom video chai.
বড় বলে এপিসোড টা বেশ কয়েকবার পজ করে শুনতে হয়েছে। একবারও কোথাও সুর কেটে গেছে বলে মনে হয় নি। সোমকের কথা গুলো এমন করে কানেক্ট করছে যে সোল কানেকশন নাম টা সার্থক হয়ে উঠেছে। অপূর্ব লাগল
enake enechen jokhon MIR da keo anun ,uni one of the pioneer of RADIO ,and we want to know about that multitalented personality . ebong SAYAN ghosh o ,enara dujon ei PIONEEER,jara tader gor theke sore eseche ,tader prem(RADIO) tyag kore onno field a eseche .
Khub valo laglo somak character ta amar kache vison comforting jeno amaar jibon ta sohoj vabe keu bole dey . Onek onek onek valobasa ❤
খুব ভালো কিছু খাওয়ার পর যেমন মনে হয় এরপর অন্য কিছু খেয়ে আর মুখের স্বাদটা নষ্ট করব না, তেমন এই টা শোনার পর আর অনেকক্ষন কিছু শুনতে মন চাইছে না 😊😊😊
এই অনুষ্ঠানটা নিয়মিত দেখি। আজকের অতিথি আমাকে মুগ্ধ করেছে তার simplicity দিয়ে। সোমক খুব পরিচিত একটি নাম কিন্তু তাঁর সোমক হয়ে ওঠার প্রেক্ষাপট আমাকে আরো বেশি মুগ্ধ করলো। Aspiration, perseverance and lot of perspiration ...... এগুলোই সব, সেটা আবার আমাদের বুঝিয়ে দিল। আর স্কুলের অবদান নিয়ে সোমক যা বললেন তা ১৪ বছর স্কুলটাকে খুব কাছে থেকে দেখার পরিপ্রেক্ষিতে আমার বুঝতে কোনো অসুবিধা হলো না।
আর অরুণাভ বাবুকে বলি, অনুষ্ঠানের নতুন ambience খুব সুন্দর হয়েছে। আপনার অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি 🌹
অনুষ্ঠানটির প্রেমে পড়ে গেছি। প্রতিটা পর্ব দেখে এটাই প্রাপ্তি যে, এই অশান্ত সময়েও এই প্রজন্মের এতগুলো ছেলেমেয়ে এতো বোঝদার, এতো জ্ঞানসমৃদ্ধ। বারবার মনে হয় এই প্রজন্মের একটা বিরাট অংশ যেমন বয়ে যাচ্ছে আবার অন্যদিকে সোমক, অর্ক, সোহিনী এবং আরও অনেক এমন ছেলেমেয়েরাও তৈরি হয়েছে। এ এক পরম পাওয়া। ওঁরা আমার মেয়ের মতো কৈশোরের শেষ সিঁড়িতে দাঁড়ানো নতুন প্রজন্মের প্রিয় মানুষ এমনকি আমাদের মতো অনেকটা সময় পার করা মানুষেরাও। এভাবেই বোধয় সমাজের ভারসাম্য দুলে দুলে চলতে থাকে। আর মাইকে চীৎকার শুনলেই তথাকথিত রাজনৈতিক নেতা নেত্রীদের কথা যে মনে পড়ে তা কয়েকদিন আগে মীরের সাক্ষাৎকারে শ্রদ্ধেয়া ঊর্মিমালা বসু মনে করিয়ে দিয়েছেন। সোমকের কথায় কত কী শিখলাম। আমার সামান্য আবৃত্তি চর্চা সমৃদ্ধ হবে। অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন অরিন্দম এবং সোমকের জন্য।❤❤
অরুনাভ দা, আমিও শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে পড়াশুনা করেছি, বড়ো হয়ে উঠছি শিলিগুড়িতেই... তোমার মধ্যেও কেন জানি না একটা SOUL এর CONNECTION তো আছেই... ধন্যবাদ দিয়ে ছোট করবোনা অনেক ভালোবাসা ও শুভেচ্ছা... তোমার ও অনেকের ভীষণ প্ৰিয় মানুষ অঞ্জন দত্তকে দেখতে চাই পরের এপিসোডে
Amio Boys er Student
Heath Ledger..... Huh.....
@@sanjibdassiliguri😅
Amio slg boys..Ami jantam na Arunabha da slg boys er?!
পুরো audio টা শুনলাম। তারমধ্যে সবচেয়ে পছন্দের কথা হল “excellent average হতে হবে”, কোনওদিন ভুলব না। আমি কানাডায় বসে একটা daily vlog-এর ইউটিউব চালাই। কত কী যে উপকার হল এই podcast-টা থেকে কী বলব… দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, পেট কাটা মধ্যান্য ষ-টা শুনে ভাল লাগল, আমি ছাড়াও এত পছন্দের লোকজনও বলে। হেব্বি ব্যাপার। বিগত ৪ বছর বাংলা মিডিয়ায় চাকরি করেছি, এই পেট কাটা ষ নিয়ে প্রচুর খিল্লি শুনেছি। এই পেট কাটা টা কী? কার পেট কাটা? কীভাবে কাটল? এটা আগে শুনলে এই রেফারেন্সটা দিতে পারতাম। 😍
চিরকালের এভারেজ 🤣
স্যার আমি নিজেও একজন struggling অভিনেতা এবং পরিচালক এবং যে যে ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছি, নানান পডকাস্ট আমাকে অনুপ্রাণিত করেছে এমনকি আপনার ভিডিও পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
যদি কখনও মীরদাকে আপনার চ্যানেলে অতিথি হিসেবে পাই এবং 'এগারো', 'বাঘাযতীন' খ্যাত পরিচালক অরুণ রায়কে পাই খুব খুশি হব।
অদ্ভুত, অসাধারন episode.. শেষ করার পর মনে হচ্ছে.. 'এই যাহ!!!শেষ হয়ে গেলো? 😮'
somak dar sathe bar duyek dekha hoyeche...eto ground hearted...down to earth and genuine manus ami amr jiban e onk kom e dekhechi...
অসাধারণ, অসাধারণ। আমি সাধারণত এক কথায় মন্তব্য করতে চাই কারণ লিখতে সময় লাগে।আজ লিখতে ইচ্ছে করছে। অনেকদিন পর্যন্ত বড়ো ভিডিও বলে আপনার পডকাস্ট এড়িয়ে যেতাম। তারপর দুএকটা শোনার পর সময় বের করে শুনতে শুরু করি।
চাকরি থেকে অবসর নেওয়ার পর এখন পুরোপুরি গৃহবধূর ভূমিকায়। সংসারের কাজ করতে করতে এইগুলো দেখি।সবই ভালো লাগে। তারমধ্যেও সুদীপ্তারটা খুব ভালো লেগেছে।আজ সোমককে দেখে শুনতে শুরু করেছি। মাঝখানে মাছ ভাজার জন্য চিমনি চালাতে হয়েছে বলে ভিডিও পজ করলাম কারণ চিমনি চলাকালীন কিছু শোনা যায়না।পজ করে ছটফট করছিলাম কতক্ষণে ভাজাটা শেষ হবে এবং আবার চালাতে পারবো।
সোমককে আমি চিনেছি অনেক পরে মেয়ের কাছ থেকে ওর জনপ্রিয় অনুষ্ঠানের কথা শুনে। তারপর জোশ টকস থেকে ওর কথা শুনে।রেডিও শোনা আমার হয়না কিন্তু মীর রেডিও মির্চি থেকে চলে যাওয়ার পর সোমকও ছেড়ে দিয়েছে জেনে খুব অবাক হয়েছিলাম।আজ ওর ছোটবেলার কথা শুনে এবং পুরো আড্ডাটাই খুব ভালো লাগলো। ওকে সত্যিই আমাদের ঘরের ছেলে মনে হয়।
রেডিও আমার কাছে এখনও অনেক রিলিভেন্ট মিডিয়াম । পুরো লকডাউন এ অফিস মিটিং পরে (ওয়ার্ক ফ্রম হোম এ ) বিকালে গাড়ি নিয়ে সেবকে বা মংপং ঘুরে আসতাম সবাইকে নিয়ে সন্ধে বেলা তখন ড্রাইভিং করার সময় রেডিও যে কী সুন্দর জিনিস বোঝা যেত , শিলিগুড়ি তে থাকার সময় । গাড়ি চালানোর সময় লং ড্রাইভ এ এখনও রেডিও সবচে বেস্ট মধ্যম লাগে (যে কোনো স্ট্রিমিং সার্ভিস এর চেয়েও বেশি , সম্ভবত পিএলই এই সব গুলো streaming সার্ভিস গুলো তে অনেক আর্টিফিটিয়াল লাগে গান গুলোর মাজে যেখানে রেডিও টি গানের লিঙ্ক গুলো খুব এই organic বা মুড সেটিং গুলো খুব ভালো গানের রেডিও তে )
আমি একজন পডকাস্ট শ্রোতা। সোমক এর কথাগুলি ভীষণ মন ছুঁয়ে গেল। আমি একদম পড়ুয়া নই, তাই শুধু মাত্র শুনে অনেক কিছু শিখছি।ধন্যবাদ।
আমার সবথেকে যেটা ভালো লাগলো, আপনি আপনার অতিথিদের space দেন, যেটা অনেক podcast এ অনেকেই দেন না। এরকম বহুবার হয়েছে, একজন ইন্টারেস্টিং personality র podcast দেখতে বসলাম, দেখলাম host যিনি, তিনি প্রায় কথা বলতেই দিচ্ছেন না, ultimately হতাশ হলাম। এটা ভালো, এটা চলুক 😊
Soul Connection Podcast শোনা আমার একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। কাজ করতে করতে হেডফোনে আপনাদের কথা শুনতে দারুণ লাগে। এক দেড় ঘণ্টা যে কিভাবে কেটে যায় বুঝতেও পারিনা। এত সুন্দর সুন্দর এপিসোড আমাদের উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ❤
সোমকদার গলা - বক্তব্য রাখার ধরন - Knowledge সব কিছুর সাথে 1 ঘন্টা 38 মিনিট আটকে রয়ে গেলাম ৷ ধন্যবাদ সোমকদাকে এখানে আনার জন্য ৷ ❤
আমি বই পড়তে ভালোবাসি ৷ তবে Sunday Suspence দিয়ে Audio story শোনার শুরু | গল্পগুলো দারুন লাগতো | সোমকদা অনেক ভালোবাসা নিও❤❤
Listen from Taiwan . Erokhom podcast gulo sunley money hoye baadid kacheii aachi 🥺❤️
On point 38:35 আমি গাড়িতেই শুনছি. কিন্ত visual ও উপভোগ করছি . কারন অরুনাভদা যে তীক্ষ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকেন তার জন্য আমার মনোযোগটাও বাডে . But I 10000% agree with somak for audio topic
Somok da ke school er senior hishebe dekhi. Don Bosco'r golpo shune mukh e hashi chole elo. Shottyi toh, school e jebhabe nijeke explore korar shomoy aar shujog peyechi shetar kono tulona hoyena ❤
Somak da r chotobelar kotha sune nijer chotobela ta dekhte pelam sei dhy middle bencher ,nijer space just oshadharon . Thank you soul connection.❤
One of the best episodes. Definitely need a part 2. How simply Soumak put together high philosophical concepts.
Delicious😊
ভাই “চন্দ্রিল” হবে নাকি ?!
Atel der Podcast Ami Dekhi Na
@@BruceWayne-hb7sc আচ্ছা 🤓
Somok you are a version of true achiever who followed his calling and I like the way you expressed the idea of evolving … which is necessary… wishing you all the best for your endeavours… a big fan of your’s .. topshe ( audio version 🫠)
Hii Arunabho da বেশ ভালো লাগলো।
Somak dar kotha mone hoi Saradin Jeno sunte thaki ,, puro mind relaxe hoye jai,, thank you dada,, r Thank you Soul Connection Eto valo podcast present korar Jonno❤ ,,, take love from Siliguri ❤
শেষ গানটা শেষ করেই comment টা লিখে নিচ্ছি, কারন আবার ও হয়তো 'বাস্তবতার জগতে' হারিয়ে যাব নিমেষে... খুব খুব কাছের হয়ে থাকবে এই Episode টা। IIT এর PhD ল্যাব এ কাজের মধ্যে চালিয়ে এমনই 'Hooked' হয়ে গেলাম যে আস্ত 'Football Match' টাকে একেবারে গিলে ফেললাম। Just অসাধারণ লেগেছে। সোমক দাকে বরাবরই ভাল লাগে.. জীবন নিয়ে এরম Smooth একটা কথোপকথন, বহু দিন মনের মণিকোঠায় রেখে দেব। তার সঙ্গে Radio-Audio-Audiovisuals সম্পরকীত এত সুন্দর তথ্য ও Terminology খুবই ভালো লেগেছে। সত্যি মানুষ Treand এর বাইরে ও কাজ পছন্দ করে, যদি তার মধ্যে চারপাশের 'সাধারণ'এর গন্ধ থাকে আর একটু বুদ্ধিমত্তার ছোঁয়া থাকে।
পুনঃ নতুন Set এ আলো আঁধারি ভাবটা আর Sound Modulation টা বেশ ভাল লেগেছে।
অসাধারণ। মারাত্মক ভালো হয়েছে এই এপিসোডটা। অনেক কিছু কানেক্ট করা যায়। মাঝরাতে উঠে গানের অন্য একটা মানে খুঁজে পাওয়া। দারুন দারুন
Audio story etotai impactful j sudhu nijer porte para bhasa te ii noy sob bhasar sahittyo k ee ii Jana Jai... Sob bhasa porte para difficult but bujhte parle sei khetre audio story chara kono upay nei sei sahittyo ta janar jonno ebong nijosso j visualisation ta toiri hoy seta apurbo sekhane srota ii director, srota ii producer... Eta ekta aladai anuvuti..!! ❤
One of the best episodes in this series of podcasts. Keep doing this noble job in simple way❤
Puro episode ta deklam ebong shunlam ❤ i was watching house of dragon and somehow got hooked to this for more than one and a half hour that is the magic which Somak have , but for me always what matters is the asor and that was perfectly set by the host Arunava da 😍 Thanks for this episode
ভীষণ ভালো লাগলো আড্ডাটা।
অনেক কিছু জানার,শেখার বিষয়ে আলোচনা হল।
ধন্যবাদ এই অনুষ্ঠানটি উপস্থাপনার জন্য। প্রত্যেকবার আমরা কিছু না কিছু শিখতে পারি,নতুন কিছু জানতে পারি।
Khub khub bhalo laglo. Ekdom moner kotha pelam. Du jonei darun
The best Soul connection podcast till date ❣❣❣
Healed a lot. Amar to adda marar keu nei. Tomader ei adda shunei mon bhore gelo 🙂
আমি নিজেই একটা কাজ করতে করতে audio হিসাবে এটা শুনছি ,তাই সোমকের কথা একদম ঠিক
Ekjon radio jockey er interview khub cheyechhilam jokhon Ami choto chhilam in 2007. Etodin por dekheo valo laglo, kothao amar introvert nature ke extrovert er dike ektu niye jete onader golpo onek help korbe... Mir dar cheyechhilam tokhon, ekhon somak dar interview o valo laglo, karon subject ta eki kotha bola sekha. Thanks
From Saurav Das
Somak er ei episode ta shune ami obhibhuto ! Kotota bhalo legechhe, ta bole bojhanor bhasha nei ! "Soul connection", jug jug jio 🎉
I am a new listener to Soul Connection. But couldn't stop listening after my first time. An extremely enriching series. Keep up the good work.
Welcome aboard!
শেষের গানটা পুরো মন ছুয়ে গেলো ❤
অরুণাভ বাবু আমি আপনার পডকাস্টের খুবই মনোযোগী দর্শক এবং শ্রোতা। আর সেই সঙ্গে সোমকের ভীষণ ভক্ত, মানে ওই চোখ বন্ধ করা ফ্যান। আজকের আড্ডাটা আমার যে কিইইই ভালো লেগেছে, আমি বলে বা লিখে প্ৰকাশ করতে পারছি না, ঠিক সেই হৃদয় উদ্বেলিত আনন্দ আর কি, আপনার পডকাস্টের আওয়াজ আরো ছড়িয়ে ছিটিয়ে পড়ুক।জীবনের বোধ এবং পাঠ অনেক কথা শুনেও তৈরি হয়, এবং জীবনের কিছু কিছু সময় আপনার এই পডকাস্টের আলোচনা হওয়া নানা কথা কাজে লেগে গেছে, শান্ত করে যাচ্ছে আমায়।এবং প্রতি পডকাস্টের একটাই কথা বারবার হিট করে চলে আমায় সেটা হলো "বহু বছর ধরে এক জিনিস করে এলে তাতে এক্সিলেন্স আসে" রোজই শিখি, বুঝি এবং আপনি প্রতি জনের মধ্যে দিয়ে হিট করে যান আমায়। ধন্যবাদ, ভালো থাকুন।
Somak, looking forward to your podcast... ভীষণ miss করছি
অবশ্যই রেডিও চিরকাল টিঁকে থাকবে। সারা বিশ্বের সাধারণ মানুষের কাছে রেডিও হল বিনোদন ও খবরাখবরের মাধ্যম। রেডিও, বিশেষ করে transister radio বহন করে ঘোরাঘুরি করা যায়। ফলে খবরাখবরও শোনা যায়। দ্রুত খবর প্রচারের সব থেকে ভালো মাধ্যম হলো রেডিও।
Probably his close affectionate relation with his mother moulded his personality. OMG was one of those expressions. Good podcast 😊
Khub bhalo content of conversation ei episode e ...Amar khub pochonder ekjon Somak...khub enjoy korlam...apnar prottekta podcast theke Shekhar ache anek...❤
Thank u both
Jokhon theke radio te Somok ar Agni ke sunte suru korechilamtokhon thekei mone hoyechilo era dujon amader priyo Mir ar Deep er worthy torch bearers. Aj abar setai mone holo. Thanks to these two wonderful persons. And of course thanks to Soul connection for this wonderful podcast. Hope you will bring the other 3, I mentioned sometime in future. Will be waiting for those episodes.
Onek kichu shekhar ache ei onusthantar theke. Apnio shikhchen sathe amadero sujog kore dichchen.❤
Khub bhalo laglo podcast ta.
This is an excellent podcast. Hat’s off to Arunava and Team and Somak. I think every aspiring RJ, Spoken Word artist and Communication Specialist must listen to this podcast. Lots of unique topics related to speaking and psychology have been shared. Tip: Sit and listen to this podcast with a notebook. 😉
খুব ভালো কাজ হচ্ছে। দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। চন্দ্রিলদা কে চাই।
Cholte thakuk Soul Connection! One of the best episodes! Thank you Aniruddha da 💐😀
Podcast er protyek ta Porbo amake somridhho kore choleche...Excellent....
প্লিজ আরেকবার এসো সোমক দা। মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম তোমার কথা।
Ajker podcast was entertaining with a lot of educational value, jemonti Apuda bolechilen Somak ke. Shotti shikhlam ki kore unity of time and content maintain korte hoye audio visual art e. Thank you Somak and Soul Connection team!
Very nice to hear this podcast Somok you are my favorite RJ and a very good human being
1:11:59 শুধুমাত্র এই কথাটা! ❤️
সোমক অসাধারণ ব্যক্তিত্ব❤❤❤
অনেক podcast দেখা হয়। তবে এইরকম সহজ, মিষ্টি interview খুব কম দেখেছি।
One of the best podcast after Ambarish dar por
Bangla bhasay best podcast honestly.
Khub valo laglo...shomok er kotha bolar dhoron ta khub e attractive
দারুন ভালো লাগা থেকে গেলো Somok এর সাথে
One of ur best episode.. appreciate both of u ..
Eta one of the best special episodes, just enjoyed it
aj ker podcast ta jeno chilo akta aramer cozy corner, jeno choltei thakuk dhire dhire amon akta feeling ❤
Somak da k age otota pochondo kortam na. Oversmart mone hoto. But aaj podcast ta sune bhalobeshe fellam ❤️
Last gan-ta...osadharon....feel-ta khub khub sundor
ভোর থেকে শুনলাম, রেশ টা থেকে যাবে... ❤ যেন শেষ হয়েও হইলো না শেষ।
অন্যতম সেরা একটি পডকাস্ট
Regular listener. Agni ke o dekhte chai. R konodin possible hole Arijit ke.
Darun darun darun... Atttoooo kichu sikhlam. Download kore niyechi jate network hin jaygay giyeo jodi echha hoy shunte pai
চন্দ্রিল ভট্টাচার্য কে নিয়ে আসুন পরের এপিসোডে। ❤❤❤
Etto chawa niye kothai jai.
Jago tumi jago
Sales
Voice
Just hit the ball
Aro koto kichu jei tukro tukro vaabe mone gethe gelo bole bojate parbo na.
Aye lok ta kei aro ekk baar deko
Just jomiye adda chai.
Ar aro Erokom video chai.
was waiting for somak da to come here. Going good. Haters will be haters. Cheers
Mon bhore gelo ❤❤ r kono word nei amar bolar moto...
Keno je eto bhalo lagche bolte parchi na , tobe aro onek chai
Durdanto Podcast hoyeche... One of the besr🎉...
Chaliye jaoo... Aro aro valo podcast hok..
বড় বলে এপিসোড টা বেশ কয়েকবার পজ করে শুনতে হয়েছে। একবারও কোথাও সুর কেটে গেছে বলে মনে হয় নি। সোমকের কথা গুলো এমন করে কানেক্ট করছে যে সোল কানেকশন নাম টা সার্থক হয়ে উঠেছে।
অপূর্ব লাগল
Darun hoyeche… please bangali veteran artist der anun… like Paran Bandhopadhyay, Mamta Shankar, Rakhi, Sharmila Thakur..
I'm a regular listener from Bangladesh. Love the podcasts. But timestamps would be very very helpful 😊❤
Great work! I can listen this kind of things all day. Thanks!
Darun ekta episode. Anek din mone theke jawar moto ekta episode. Ar notun set up khub sundor hyeche. khub eye soother....
Asadharon ❤❤❤❤ dada chandril k dekhte chai... ❤❤❤❤❤
অনেক কিছু জানলাম, শিখলাম, এর মজা পেলাম।
সোমক দা ইস মাই ক্রাশ🙈 উফফ হাসিটা❤
Amazing podcast. You are making my life better with such good podcasts ❤️. Thank you.
Vison sundor adda..Soumak ke niye .... darun lagcho
Osadharon ❤... Sob somoi er motoi ... ❤❤❤
অসাধারণ । Somok superb
Khub valo laglo ❤❤ Somak da 😊❤️🙏. Aber Mir Afsar Ali ke sunte chai 🌻❤️
Dujon priyo manush ek frame a ❤
Oshadharon laglo ❤️❤️❤️
এতো চাওয়া নিয়ে কোথায় যাই, দারুণ podcast😊
Darun laglo,Amar somyak ke darun lage.er par agni ke ante paren tahole khub valo hoye
Darun Darun Insight pelam ,Pore aro ekbar dekhbo hoito aro kichu insight pabo....
1:15:57 wow❤
enake enechen jokhon MIR da keo anun ,uni one of the pioneer of RADIO ,and we want to know about that multitalented personality .
ebong SAYAN ghosh o ,enara dujon ei PIONEEER,jara tader gor theke sore eseche ,tader prem(RADIO) tyag kore onno field a eseche .
😮Radio Jug Jug jio!!! 😊
আজকের এপিসোড টা মনে হচ্ছিল শেষ না হলেই ভালো হতো.. 😊😊 খুব ভালো লাগলো ❤❤
Khub valo lage apner ei podcast ta🫶..Mir afsar Ali ke sunte chai.. please 🥺
ghumote jawar aage chokh khule dile Somak da♥
অসাধারণ লাগলো আজকের প্রোগ্রামটা আমি সায়ন্তন কসবা থেকে আপনাদের সাথে আসতে চাই
Darunn hoche interview ta . But sound ta kintu aktu disturb korche ..