আজ থেকে 50 বছর পর যখন পরের প্রজন্ম শুনতে আসবে এই গান তখন তারা দেখতে পাবে আমাদের পছন্দ কেমন ছিলো.. আমরাও কৈশোর থেকেই শুনতাম এই মন ছুঁয়ে যাওয়া অসাধারন গান❤️❤️❤️❤️
আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে আপনি রাজর্ষির দেখা পাবেন কিনা বলতে পারছি না , তবে আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে পরবর্তী প্রজন্ম এই গান শুনতে এলে বুঝবে নচিকেতার মাহাত্ম্য 🥰🔥
বর্তমানের অতিআধুনিক প্রজন্ম হয়তো কখনই বুঝবেনা আমাদের ৯০ এর দশকের গানের সঠিক মর্ম। তবে যারা সত্যিকারের সঙ্গিতপ্রেমি তাদের কাছে এগুলো অমুল্য রতন। হাজার হাজার শীত বসন্তে বেচে থাকবে কালজয়ী এই গানগুলো।
আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার… আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার… সঙ্গে সেই স্মৃতি ভার রঙ চটা সেই গীটার।। সেই অহংকার আগুন সেই জোয়ার, হয় তো সব থাকবে সেই আগেকার মতই পাব কি দেখা রাজশ্রী তোমার…… আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার হয়তো পথের ধারে পাব বারে বারে আমার শৈশব কৈশর অমলিন ।। পাব মায়ের আচল প্রিয়া বধুর কাজল অগভির ধানসিড়ির দিন… প্রতিদিন… থাকবে একলা চলা নয় তো সঙ্গে বলা থাকবে হাজার পাগলামী আমার… হয় তো সব থাকবে সেই আগেকার মতই পাব কি দেখা রাজশ্রী তোমার…… আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার… হয় তো সন্ধ্যা এসে প্রকৃতির আদেশে নিথর কৃষ্ণ নীল রঙ ছড়াবে ।। ঘর ভোলা এক পাখি থামিয়ে ডাকাডাকি হঠাৎ স্তব্ধতার গান শোনাবে… ফিরব সেই পথে আবার সঙ্গে সাত সাগর বাধার ।। সঙ্গে সেই স্থির মন ঢেউ গোনার… হয়ত সব থাকবে সেই আগেকার মতই, পাব কি দেখা রাজশ্রী তোমার… আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার… আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার… সঙ্গে সেই স্মৃতি ভার রঙ চটা সেই গীটার ।। সেই অহংকার আগুন সেই জোয়ার, হয় তো সব থাকবে সেই আগেকার মতই পাব কি দেখা রাজশ্রী তোমার…… আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার… আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার…
আমি তখন class vii এ পড়ি,ট্রেনে করে মায়ের সঙ্গে মামাবাড়ি থেকে বাড়ি ফিরছি। খুব ভীড় ট্রেনে কোনোরকমে আমি জানলার কাছে গিয়ে দাঁড়াতে পারলাম,মা অন্য row তে জায়গা পেল। আমার সামনে একটি ছেলে বসেছিল,মে কিছু সময় পর উঠে আমাকে বসতে দিল এবং তার কিছু সময় পর সে আমার কাছ থেকে জল চেয়ে খেল। এভাবে একটু আধটু চোখাচোখি হতে হতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এরপর আমার স্টেশন আসার চারটে station আগে সে নেমে গেল। কিন্তু যাওয়ার আগে এই গানটি আমার সামনে দাঁড়িয়ে সে গেয়ে গেল। গানটার অর্থ সেদিন বুঝি নি। কিন্তু এখন যখন বুঝলাম তখন ...... ঘটনাটা হয়তো এমন কিছু না তবে এই গানটি যতবার শুনি সেই sweet train journey memory তে ফিরে ফিরে আসে।😊
আজ থেকে অনেক শীত বসন্ত আগে হঠাৎ আমার ফোনে একটি অজানা নাম্বার থেকে কল আসে। তার সাথে এক দুবার কথা হয়েছিল। আমাকে চিনে সে, আমাকে তার ভাল লাগে ..একথা জানিয়েছিল। আমি খুবই চাপা স্বভাবের ছিলাম। তখন মানুষের হাতে হাতে ফোনের এত প্রচলন ছিল না। আমি তার কাছে জানতে চেয়েছিলাম সে কিভাবে আমার নাম্বার পেয়েছিল, বলে নি। আমি অনেক ভেবে ও বের করতে পারিনি..কিভাবে সে আমার নাম্বার পেয়েছিল। আমি জানতে চেয়েছিলাম দেখা করতে চাইলে দেখা করবে কিনা ।সে বলেছিল করবে। কিন্তু তার সাথে আমার কোনদিনই দেখা হয়নি। আমিই কোন কারণে খুব আগ্রহ দেখাই নি। হারানো দিনের মত সেই নাম্বার টি হারিয়ে গেছে, সেও হারিয়ে গেছে। কোন এক সুখ-স্মৃতি হিসেবে সে আজ ও আমার মনে বেঁচে আছে, থাকবে চিরকাল। হয়তো হঠাৎ দেখা হবে সেই পুরোনো শহরে আবার ।সে চিনতে পারবে যে আমিই সেই , শুধু জানতে পারবো না আমি যে সে ই রাজশ্রী আমার। যেখানেই থাকো , ভালো থেকো তুমি...
এই গানটা একসঙ্গে সেই সব সময়ের কথা বলছে যেখানে আমাদের বড় হওয়া, প্রেমে পড়া, প্রেমের বিচ্ছেদ, এই সব কাটিয়ে আমরা জীবন এর স্রোতে নিজেরা ভেসে চলেছি, মাঝে মাঝে চোখ বন্ধ করলে সেই সব হারানো দিনের কথা মনে পড়ে যায়.... শুধু মধুর স্মৃতি, অতীত! যাকে আমরা আঁকড়ে ধরতে চাই আবার
আজ থেকে ৪০ বছর পর হয়তো আমি থাকবো না৷😔 হয় ত এই গান ঠিকই থাকবে। প্রিয় শিল্পী প্রিয় গান!😒 প্রিয় মানুষ! কোথায় হারিয়ে যাবো আমরা 🤔😔 চলে যাব এই সুন্দর পৃথিবী ছেড়ে! 😔😔😓😓😓
আজ থেকে এক হাজার শীত-বসন্ত শেষে, এই পথেই যদি আসি আবার। আজ থেকে এক হাজার শীত-বসন্ত শেষে, এই পথেই যদি আসি আবার। সঙ্গে সেই স্মৃতি ভার, রঙচটা সেই গীটার, সঙ্গে সেই স্মৃতি ভার, রঙচটা সেই গীটার, সেই অহংকার আগুন, সেই জোয়ার- হয়তো সব থাকবে সেই আগেকার মতই, পাবো কী দেখা রাজশ্রী তোমার? আজ থেকে এক হাজার শীত-বসন্ত শেষে, এই পথেই যদি আসি আবার। হয়তো পথের ধারে, পাবো বারে বারে, আমার শৈশব কৈশোর মলিন। হয়তো পথের ধারে, হয়তো পথের ধারে, পাবো বারে বারে, আমার শৈশব কৈশোর মলিন। পাবো মায়ের আঁচল, প্রিয়া বধুর কাজল, অগভীর ধানসিঁড়ির দিন প্রতিদিন। থাকবে একলা চলা, থাকবে একলা চলা, নয়তো সঙ্গে বলা, থাকবে হাজার পাগলামী আমার। হয়তো সব থাকবে সেই আগেকার মতই, পাবো কী দেখা রাজশ্রী তোমার? আজ থেকে এক হাজার শীত-বসন্ত শেষে, এই পথেই যদি আসি আবার। হয়তো সন্ধ্যা এসে, প্রকৃতির আদেশে, নিথর কৃষ্ণ-নীল রঙ ছড়াবে। হরবোলা এক পাখি, থামিয়ে ডাকাডাকি, হঠাৎ স্তব্ধতার গান শোনাবে। ফিরবো সেই পথেই আবার, সঙ্গে সাত সাগর বাধার, ফিরবো সেই পথেই আবার, সঙ্গে সাত সাগর বাধার, সঙ্গে সেই স্থির মন ঢেউ গোনার। হয়তো সব থাকবে সেই আগেকার মতই, পাবো কী দেখা রাজশ্রী তোমার? আজ থেকে এক হাজার শীত-বসন্ত শেষে, এই পথেই যদি আসি আবার। আজ থেকে এক হাজার শীত-বসন্ত শেষে, এই পথেই যদি আসি আবার। সঙ্গে সেই স্মৃতি ভার, রঙচটা সেই গীটার, সঙ্গে সেই স্মৃতি ভার, রঙচটা সেই গীটার, সেই অহংকার আগুন, সেই জোয়ার- হয়তো সব থাকবে সেই আগেকার মতই, পাবো কী দেখা রাজশ্রী তোমার? আজ থেকে এক হাজার শীত-বসন্ত শেষে, এই পথেই যদি আসি আবার। আজ থেকে এক হাজার শীত-বসন্ত শেষে, এই পথেই যদি আসি আবার।
বাবু তুমি তো নেড়ে। জানোনা হজরত কাটা তোমাদের এসব শুনতে বারণ করে দিয়ে গেছে। আর তুমি যখন নেড়ে আবার চন্দন নামটা রেখেছ কেন?হিন্দু মেয়ে পটাতে সুবিধা হয় বুঝি!
আমি আজ সব হারিয়ে দাঁড়িয়ে আমার ফেলে আসা স্বপ্ন গুলোর সামনে। আমি আবার আসবো ফিরে সেই চায়ের ভারে জমা জলের স্থানাকে। সেই পুরোনো গন্ধ গানের মাঝে। পৃথিবী হয়তো ভুলে গেছে অভিজিৎ সান্যাল কে। কিন্তু আমি ফেলে এসেছি সেই স্বপ্ন গুলো। দাহ তো করিনি। আমি আসবো। আসবো সেই পুরোনো অভিজিৎ কে নিয়ে।
সত্যি আপনি যদি শুধু শিল্পী হয়ে থেকে যেতেন কতই না ভালো হতো...... আপনার প্রতি এক আলাদা সন্মান থাকতো.. আজও আছে শিল্পী হিসেবে.. অনেক ভালোবাসি গায়ক নচিকেতা কে ❤...
পরিবার থেকে অনেক দূরে আছি। সাড়ে তিন বছরের ছেলেটা, আর আমার মা প্রায় ৪০০ কিমি দূরে। লকডাউনে যেতেও পারছি না। গানটা শুনে চোখ দিয়ে অজান্তেই দু'ফোটা পানি পড়ল। ভীষণ নিঃসংগ লাগছে!!
I used to drive a lot through country roads & village roads during my trips in USA with this song in loop. Such an extraordinary creation in his magical voice!! Takes me to a different state of mind 😊👍!!
একসময় অপেক্ষা করতাম, কবে আবার পরবর্তী এলবাম আসবে তার। আমি অন্তত এটা বলতে পারি গানগুলোর জন্ম দেখেছি। ভাবলে ভালো লাগে। তাই এখনও শুনি পুরোনো স্মৃতি গুলো মনে করতে।
Kichhu natun dayyo naa dada Tummi parbee Kii sundoor Ammi tommar sanghee surru thekee achii Durgabari manne achhe tommarr Gaan manne tummi arr kii aaj kaal Tomathe surru arr tummi sesh dada Superb composition Ok take care love y a lot
অনার্স মাস্টার্স শেষ করেছি, এখন কর্মজীবন কিন্তু সে হলের কথা এখনো মিস করি। আর আমার থাকা হবে না হলে কিন্তু তুমি হয়ত হলের সামনের রাস্তা দিয়ে যাবে হেটে মনের ভুলে। যতই বিদেশে থাক দেশে ফিরলে হেঁটে যেও আমার ৩০৫ নাম্বার রুমের সামন দিয়ে।।
আমি এই গানটি প্রথম শুনেছি তার কন্ঠে। সে ছিল আমার প্রথম ভালোবাসা কিন্তু আজ সে কোথায় আছে বা কেমন আছে আমি কিছুই জানিনা অনেক খোজ করেও আমি আর তাকে পাইনি। জানিনা কত শীত বসন্ত শেষে আমি তাকে খুজে পাব।
You prolly dont care at all but does anybody know of a way to get back into an Instagram account? I somehow lost the account password. I would appreciate any assistance you can give me
Nachiketa manei antorer vetorer theke asa gaan ja jiboner sob poristhiti ke define kore... Gaan ta khub i valo laglo.... Nachi da amar soisob theke sesh obdi amar mone thakbe
আজ থেকে 50 বছর পর যখন পরের প্রজন্ম শুনতে আসবে এই গান তখন তারা দেখতে পাবে আমাদের পছন্দ কেমন ছিলো.. আমরাও কৈশোর থেকেই শুনতাম এই মন ছুঁয়ে যাওয়া অসাধারন গান❤️❤️❤️❤️
Je bhabe aamra 70,s er Gane suni
Yes 😢😢 this is reality 😢😢
❤
Darun darun darun
হয়তো তারা আমাদের পছন্দ বুঝবে কিন্তু কিন্তু তাদের কাছেই পছন্দের কোনো মূল্য থাকবে না
সত্যিই ভাগ্যবান আমরা যারা ৯০ এর দশকে জন্মেছি। এমন অদ্ভুত সুন্দর সব গান শুনে আমাদের মেধা-মনন শাণিত হয়েছে। Love ❤️ from Bangladesh 🇧🇩.
আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে আপনি রাজর্ষির দেখা পাবেন কিনা বলতে পারছি না , তবে আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে পরবর্তী প্রজন্ম এই গান শুনতে এলে বুঝবে নচিকেতার মাহাত্ম্য 🥰🔥
Rajorshi na Rajoshree.... female
রাজর্ষি নয় 'রাজশ্রী' বলা হয়েছে।
বর্তমানের অতিআধুনিক প্রজন্ম হয়তো কখনই বুঝবেনা আমাদের ৯০ এর দশকের গানের সঠিক মর্ম। তবে যারা সত্যিকারের সঙ্গিতপ্রেমি তাদের কাছে এগুলো অমুল্য রতন। হাজার হাজার শীত বসন্তে বেচে থাকবে কালজয়ী এই গানগুলো।
নচিকেতার কালজয়ী একটা গান , যতই সময় যায় ততই ভালো লাগে।
আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার…
আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার…
সঙ্গে সেই স্মৃতি ভার রঙ চটা সেই গীটার।। সেই অহংকার আগুন সেই জোয়ার,
হয় তো সব থাকবে সেই আগেকার মতই পাব কি দেখা রাজশ্রী তোমার……
আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার
হয়তো পথের ধারে পাব বারে বারে আমার শৈশব কৈশর অমলিন ।।
পাব মায়ের আচল প্রিয়া বধুর কাজল অগভির ধানসিড়ির দিন… প্রতিদিন…
থাকবে একলা চলা নয় তো সঙ্গে বলা থাকবে হাজার পাগলামী আমার…
হয় তো সব থাকবে সেই আগেকার মতই পাব কি দেখা রাজশ্রী তোমার……
আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার…
হয় তো সন্ধ্যা এসে প্রকৃতির আদেশে নিথর কৃষ্ণ নীল রঙ ছড়াবে ।।
ঘর ভোলা এক পাখি থামিয়ে ডাকাডাকি হঠাৎ স্তব্ধতার গান শোনাবে…
ফিরব সেই পথে আবার সঙ্গে সাত সাগর বাধার ।। সঙ্গে সেই স্থির মন ঢেউ গোনার…
হয়ত সব থাকবে সেই আগেকার মতই, পাব কি দেখা রাজশ্রী তোমার…
আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার…
আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার…
সঙ্গে সেই স্মৃতি ভার রঙ চটা সেই গীটার ।। সেই অহংকার আগুন সেই জোয়ার,
হয় তো সব থাকবে সেই আগেকার মতই পাব কি দেখা রাজশ্রী তোমার……
আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার…
আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার…
Nostalgia
Bahhhh
আমি তখন class vii এ পড়ি,ট্রেনে করে মায়ের সঙ্গে মামাবাড়ি থেকে বাড়ি ফিরছি। খুব ভীড় ট্রেনে কোনোরকমে আমি জানলার কাছে গিয়ে দাঁড়াতে পারলাম,মা অন্য row তে জায়গা পেল। আমার সামনে একটি ছেলে বসেছিল,মে কিছু সময় পর উঠে আমাকে বসতে দিল এবং তার কিছু সময় পর সে আমার কাছ থেকে জল চেয়ে খেল। এভাবে একটু আধটু চোখাচোখি হতে হতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এরপর আমার স্টেশন আসার চারটে station আগে সে নেমে গেল। কিন্তু যাওয়ার আগে এই গানটি আমার সামনে দাঁড়িয়ে সে গেয়ে গেল। গানটার অর্থ সেদিন বুঝি নি। কিন্তু এখন যখন বুঝলাম তখন ...... ঘটনাটা হয়তো এমন কিছু না তবে এই গানটি যতবার শুনি সেই sweet train journey memory তে ফিরে ফিরে আসে।😊
আজ থেকে অনেক শীত বসন্ত আগে হঠাৎ আমার ফোনে একটি অজানা নাম্বার থেকে কল আসে। তার সাথে এক দুবার কথা হয়েছিল। আমাকে চিনে সে, আমাকে তার ভাল লাগে ..একথা জানিয়েছিল। আমি খুবই চাপা স্বভাবের ছিলাম। তখন মানুষের হাতে হাতে ফোনের এত প্রচলন ছিল না। আমি তার কাছে জানতে চেয়েছিলাম সে কিভাবে আমার নাম্বার পেয়েছিল, বলে নি। আমি অনেক ভেবে ও বের করতে পারিনি..কিভাবে সে আমার নাম্বার পেয়েছিল। আমি জানতে চেয়েছিলাম দেখা করতে চাইলে দেখা করবে কিনা ।সে বলেছিল করবে। কিন্তু তার সাথে আমার কোনদিনই দেখা হয়নি। আমিই কোন কারণে খুব আগ্রহ দেখাই নি। হারানো দিনের মত সেই নাম্বার টি হারিয়ে গেছে, সেও হারিয়ে গেছে। কোন এক সুখ-স্মৃতি হিসেবে সে আজ ও আমার মনে বেঁচে আছে, থাকবে চিরকাল। হয়তো হঠাৎ দেখা হবে সেই পুরোনো শহরে আবার ।সে চিনতে পারবে যে আমিই সেই , শুধু জানতে পারবো না আমি যে সে ই রাজশ্রী আমার। যেখানেই থাকো , ভালো থেকো তুমি...
সেই গায়কটি আমি ছিলাম
চোখে জল এসে গেল
এই গানটা একসঙ্গে সেই সব সময়ের কথা বলছে যেখানে আমাদের বড় হওয়া, প্রেমে পড়া, প্রেমের বিচ্ছেদ, এই সব কাটিয়ে আমরা জীবন এর স্রোতে নিজেরা ভেসে চলেছি, মাঝে মাঝে চোখ বন্ধ করলে সেই সব হারানো দিনের কথা মনে পড়ে যায়.... শুধু মধুর স্মৃতি, অতীত! যাকে আমরা আঁকড়ে ধরতে চাই আবার
আজ থেকে ৪০ বছর পর হয়তো আমি থাকবো না৷😔 হয় ত এই গান ঠিকই থাকবে। প্রিয় শিল্পী প্রিয় গান!😒 প্রিয় মানুষ! কোথায় হারিয়ে যাবো আমরা 🤔😔 চলে যাব এই সুন্দর পৃথিবী ছেড়ে! 😔😔😓😓😓
আজ থেকে এক হাজার
শীত-বসন্ত শেষে,
এই পথেই যদি আসি আবার।
আজ থেকে এক হাজার
শীত-বসন্ত শেষে,
এই পথেই যদি আসি আবার।
সঙ্গে সেই স্মৃতি ভার,
রঙচটা সেই গীটার,
সঙ্গে সেই স্মৃতি ভার,
রঙচটা সেই গীটার,
সেই অহংকার আগুন, সেই জোয়ার-
হয়তো সব থাকবে সেই
আগেকার মতই,
পাবো কী দেখা রাজশ্রী তোমার?
আজ থেকে এক হাজার
শীত-বসন্ত শেষে,
এই পথেই যদি আসি আবার।
হয়তো পথের ধারে,
পাবো বারে বারে,
আমার শৈশব কৈশোর মলিন।
হয়তো পথের ধারে,
হয়তো পথের ধারে,
পাবো বারে বারে,
আমার শৈশব কৈশোর মলিন।
পাবো মায়ের আঁচল,
প্রিয়া বধুর কাজল,
অগভীর ধানসিঁড়ির দিন প্রতিদিন।
থাকবে একলা চলা,
থাকবে একলা চলা,
নয়তো সঙ্গে বলা,
থাকবে হাজার পাগলামী আমার।
হয়তো সব থাকবে সেই
আগেকার মতই,
পাবো কী দেখা রাজশ্রী তোমার?
আজ থেকে এক হাজার
শীত-বসন্ত শেষে,
এই পথেই যদি আসি আবার।
হয়তো সন্ধ্যা এসে,
প্রকৃতির আদেশে,
নিথর কৃষ্ণ-নীল রঙ ছড়াবে।
হরবোলা এক পাখি,
থামিয়ে ডাকাডাকি,
হঠাৎ স্তব্ধতার গান শোনাবে।
ফিরবো সেই পথেই আবার,
সঙ্গে সাত সাগর বাধার,
ফিরবো সেই পথেই আবার,
সঙ্গে সাত সাগর বাধার,
সঙ্গে সেই স্থির মন ঢেউ গোনার।
হয়তো সব থাকবে সেই
আগেকার মতই,
পাবো কী দেখা রাজশ্রী তোমার?
আজ থেকে এক হাজার
শীত-বসন্ত শেষে,
এই পথেই যদি আসি আবার।
আজ থেকে এক হাজার
শীত-বসন্ত শেষে,
এই পথেই যদি আসি আবার।
সঙ্গে সেই স্মৃতি ভার,
রঙচটা সেই গীটার,
সঙ্গে সেই স্মৃতি ভার,
রঙচটা সেই গীটার,
সেই অহংকার আগুন, সেই জোয়ার-
হয়তো সব থাকবে সেই
আগেকার মতই,
পাবো কী দেখা রাজশ্রী তোমার?
আজ থেকে এক হাজার
শীত-বসন্ত শেষে,
এই পথেই যদি আসি আবার।
আজ থেকে এক হাজার
শীত-বসন্ত শেষে,
এই পথেই যদি আসি আবার।
❤❤❤❤
Khub sundar dada
নচিকেতার এসব অমূল্য গানগুলি চিরকাল বেঁচে থাকবে মানুষের অন্তরে ❤❤❤❤
কল্পনাও এতো সুন্দর করে ভাবা যায়.....
একদম ই তাই এত শুন্দর মুহূর্ত গুলো অনুভব কোরতে খুব ভালোলাগে ❤️❤️❤️
Aj theke 60 years pore apni amr cmnt ta jodi pore chokhe jol asbe ei diner kotha mone kore😢😢
অসাধারণ একটা গান...
প্রথম শুনেছি একটা বন্ধু আর ক্লাস টিচারের কাছে...
আজও শুনিয়েছেন ক্লাস টিচারের কাছে।
😍😍😍নচিকেতা স্যার....অসাধারণ একটা গান😍😍
আজ হঠাৎ করে গান টা মনে এসে গেলো... এখন রাত এগারো টা বাজে.. কেউ কি শুনছো এখন....,!!😊
Onek bochor por Ei bhor 4 te samay e ei gaan sune aabar onek chokher jol nosto korlam..salute tomai gurudeb...🙏🏻🙏🏻🙏🏻
গানটার লেখকের কোনো তুলনা হয় না।উফফ কি কল্পনা❤️❤️❤️❤️
বাবু তুমি তো নেড়ে। জানোনা হজরত কাটা তোমাদের এসব শুনতে বারণ করে দিয়ে গেছে। আর তুমি যখন নেড়ে আবার চন্দন নামটা রেখেছ কেন?হিন্দু মেয়ে পটাতে সুবিধা হয় বুঝি!
এটাই নচিকেতা চক্রবর্তী
আমি আজ সব হারিয়ে দাঁড়িয়ে আমার ফেলে আসা স্বপ্ন গুলোর সামনে। আমি আবার আসবো ফিরে সেই চায়ের ভারে জমা জলের স্থানাকে। সেই পুরোনো গন্ধ গানের মাঝে। পৃথিবী হয়তো ভুলে গেছে অভিজিৎ সান্যাল কে। কিন্তু আমি ফেলে এসেছি সেই স্বপ্ন গুলো। দাহ তো করিনি। আমি আসবো। আসবো সেই পুরোনো অভিজিৎ কে নিয়ে।
Swapno ta ki jana holo na.....kintu seta sotti hoye uthuk ei shubhechha tukui roilo. Good luck mate👍👍👍👍
সত্যি আপনি যদি শুধু শিল্পী হয়ে থেকে যেতেন কতই না ভালো হতো...... আপনার প্রতি এক আলাদা সন্মান থাকতো.. আজও আছে শিল্পী হিসেবে.. অনেক ভালোবাসি গায়ক নচিকেতা কে ❤...
সত্যি তাই.... কেনো যে ইনি রাজনীতি তে আসলেন ।
আমাকে অবাক করে দাও তুমি দাদা কি অসাধারণ চিন্তা শক্তি তোমাকে ইশ্বর দিয়েছেন।
কন্ঠে যেন যাদু মাখা।
শ্রদ্ধা ♥♥♥
আরে নেড়ে তোদের এগুলো শোনা বারণ।হজরত কাটা বলেগেছে।
পরিবার থেকে অনেক দূরে আছি। সাড়ে তিন বছরের ছেলেটা, আর আমার মা প্রায় ৪০০ কিমি দূরে। লকডাউনে যেতেও পারছি না। গানটা শুনে চোখ দিয়ে অজান্তেই দু'ফোটা পানি পড়ল। ভীষণ নিঃসংগ লাগছে!!
সময় বড়ই অদ্ভুত ব্রো!
আল্লাহ যেন আপনার মন পবিত্র রাখেন।
শুভ কামনা রইলো।
tumi osadharon...sob generation thik ek e vabe tomay valobasbe😍
I used to drive a lot through country roads & village roads during my trips in USA with this song in loop. Such an extraordinary creation in his magical voice!! Takes me to a different state of mind 😊👍!!
গানটা শুনে হৃদয়টা যে কি বলতে চায়,কোথায় যে হারিয়ে যায় , কি যে করতে চায় ,ভাবনার ভীতর থেকেও ভেবে পাইনা। ধন্যবাদ নচিকেতা॥
অনেক ভালো লাগা একটা গান,স্মৃতি হিসেবে একটা কমেন্ট করে দিলাম
❤❤❤ গান টা শুনলে মন টা শান্ত হয়ে যাই ❤❤❤
একসময় অপেক্ষা করতাম, কবে আবার পরবর্তী এলবাম আসবে তার। আমি অন্তত এটা বলতে পারি গানগুলোর জন্ম দেখেছি। ভাবলে ভালো লাগে। তাই এখনও শুনি পুরোনো স্মৃতি গুলো মনে করতে।
আহা কি সুন্দর গান🥰🥰
অতীতে ফিরে যেতে মন চায়।
Touching the unspoken feelings of my heart, which even i didnt know were there
😯😲😇
Beautiful.
♥️♥️
Love you so much Nachi da.... you are our love ... the nostalgic icon of Bengal
এই গানটা ছোটবেলায় দিদির মুখ থেকে শুনে শুনে মুখস্থ করেছিলাম.... ☺️☺️
Kichhu natun dayyo naa dada
Tummi parbee
Kii sundoor
Ammi tommar sanghee surru thekee achii
Durgabari manne achhe tommarr
Gaan manne tummi arr kii aaj kaal
Tomathe surru arr tummi sesh dada
Superb composition
Ok take care love y a lot
বাস্তবমুখী গান গুলো বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যায়। গুরুদেবকে প্রণাম জানিয়ে স্মৃতি রেখে গেলাম।
ধন্য সেই রাজশ্রী যার জন্য এই গান😊
হয়তো কাছে থাকতে মূল্যই পায়নি সেই রাজশ্রী।🙂🙂
@@papiasultana8988মূল্যহীন কারও জন্য এমন গান লিখা যায় না
অনার্স মাস্টার্স শেষ করেছি, এখন কর্মজীবন কিন্তু সে হলের কথা এখনো মিস করি। আর আমার থাকা হবে না হলে কিন্তু তুমি হয়ত হলের সামনের রাস্তা দিয়ে যাবে হেটে মনের ভুলে।
যতই বিদেশে থাক দেশে ফিরলে হেঁটে যেও আমার ৩০৫ নাম্বার রুমের সামন দিয়ে।।
সেরা ❤️🔥
প্রতিটা লাইন কি ভীষনভাবেই না নাড়া দেয় ভেতরটা🍁🖤
আমি এই গানটি প্রথম শুনেছি তার কন্ঠে। সে ছিল আমার প্রথম ভালোবাসা কিন্তু আজ সে কোথায় আছে বা কেমন আছে আমি কিছুই জানিনা অনেক খোজ করেও আমি আর তাকে পাইনি। জানিনা কত শীত বসন্ত শেষে আমি তাকে খুজে পাব।
Darun. Darun.onek fele asa somoi jake r fire paoa jaina.but tomar ei gaan sunle mone hoi sob paoa hoye geche.ekkothai onobodyo t omar ei gaan.
এমন আচ্ছন্নতা না আসাই ভালো। গতানুগতিক প্রেমের বাইরে, গতানুগতিক জীবনের বাইরে এসব ইঙ্গিত মানুষের মনের ডিফেন্স ম্যাকানিজম ভেঙে দেয়। এটা খুব ভয়াবহ।
salute bangla music king
i am from BANGLADESH
অসাধারণ ❤💚👌
একটা গান পরপর কয়েক বার শুনলে ভাললাগাটা অার থাকেনা। ব্যতিক্রম কেবল এ গানটাই...
Right
মনটা জুরিয়ে গেলো।❤😊
আজ থেকে থেকে 100 বছর পর মানুষ নচিকেতার গান শুনবে তখন হয়ত আমরা এই পৃথিবীতে থাকব,থাকবে আমার 😢 কমেন্টস গুলো।
Kichu kichu gan sotti mon chuye jay❤️
Ai gaan ta akta darun anuvuti. Jeta ar kono gaan a paoa jai na. Fantasty
প্রবাসে থেকে হঠাৎ এই গানটা শুনতে মন চাইল।❤❤
দারুন কল্পনা❤️
Hotat korei gan ta mone pore galo...aj thake 5 year age suncilam.
Purono diner kotha mone pore galo.🤍🤍🔟
নচিকেতার গাওয়া অনেক গান অনেক বছর ধরে শুনি,এ গান টা অনেক দেরী করে শোনা হলেও হৃদয়ে গেঁথে গেছে দ্রুত।
আমার শিল্পী যুগে যুগে সবার হৃদয়ে বাস করবে স্যালুট জানাই আমার প্রিয় শিল্পী ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hoyto sob thakbe sei ager motoi .....💫
Onek valobasa roilo ♥️🥰😘😘🥰😘😘🥰😘😘🥰
Osadharon gan Ami to ghumer ghorero gan ta geye uthi
এবারে কালীপুজোয় বাড়ি যেতে পারিনি দাদা। দুটো বন্ধু আমার আসেনি বাইরে থেকে আমি যাচ্ছিনা। তিনজনে ভিডিও কলে মদ খাচ্ছি আর তোমার গান শুনছি।
কত বসন্ত যে শুতে পাবো গানটা জানি না ❣️❣️ তবে ২০২৩ এ আবার শুনলাম, কেউ দেখলে দেখুন না দেখলে নাই,, আমি ভালোবেসেই যাবো❣️❣️❣️❣️❣️❣️❣️
নচি দাদা তুমি সেরার সেরা
নচিকেতা স্যার মানেই একরাশ আবেগ দিয়ে ভালোবাসাই পরিপূর্ণ ইতিহাস
Filled with love and nostalgia. 💟💟
Kono katha hobe na...Awesome...
আমার পছন্দের গান
কোন এলাকা বা দেশ ছেড়ে আসার সময় এই গানটা অনুভব করি দারুনভাবে 😢
I want to listen to this song after a thousand years again ❤😢
The superb lyric and the wonderful voice made it a classy!
নচিকেতা মানুষ হিসাবে ভালো না হলেও, গায়ক হিসাবে খুবই ভালো তার গান গুলো শুনলেই গায়েকাঁটা দেয়। )(শিবা চক্রবর্তী,নিউটাউন থেকে)
মানুষ কেমন?
আমি আবার আসবো এই গান টা আমারই জন্য। যত সময়ই লাগুক আমার কিছু একটা অসম্পূর্ণ কাজ রয়ে গেছে।
Ki kaj ?
জানার ইচ্ছেটা থেকে গেলো কি কাজ। হয়ত আমাদের সকলেরই কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাবে আজীবন
যখন আমার কমেন্ট এ কমেন্ট পরবে আপনার (ROY )তাহলে ভাববো কাজ শেষ হয়েছে।
You prolly dont care at all but does anybody know of a way to get back into an Instagram account?
I somehow lost the account password. I would appreciate any assistance you can give me
আর দাদা আমি একবার যেতে পারলে এক হাজার দশ হাজার নয় এই পৃথিবীর মৃত্যু হলেও আমি আর আসবো না!
অনবদ্য 🥰
Opurbo ❤
2023 er UA-cam music jokhn year recap dilo, tokhn dekhi ei gaan ta naki ami 5000+ times sunechi ❤❤❤
Who the 53 person who dislike such a beautiful song and wonderful lyrics!!
56
২০২১ শুরু করলাম এই গান শুনে❤❤❤
নচিকেতা মানেই আশুন 😍
Aghun Pakhi........Apna k soto koti pranam.......
Ata amar fav song @Nachiketa tumi amar sob tuku soisob jure royecho
ভালোলাগা ❤❤
Nachiketa manei antorer vetorer theke asa gaan ja jiboner sob poristhiti ke define kore...
Gaan ta khub i valo laglo....
Nachi da amar soisob theke sesh obdi amar mone thakbe
আপনার গান মানেই
আমার কাছে মন ভালো করার ঔষধি।
এই সকল গানে নচিকেতা অমর হয়ে থাকবে যুগ যুগ ধরে।
আমার সবচেয়ে প্রিয় গান এটা...
Gaan ta khubi sundor first gaan ta sunle chillam 2005 E gaan ta khubi priyo amr .
আজ থেকে ৫০-৬০ বছর পর ই আমি অতীত কাল হয়ে যাবো। তখন আমারই কোন প্রজন্ম গানটি শুনে আমার মতই চিন্তা করবে....
আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে.. রাজশ্রী ❤️
Ami Rajashri sotti legend nachi da ganer proti ta line Mone chuye Jaye😘😘 sotti Bhalo lagche Rajashri character niye uni ato sundor gan kore gechen
Tomar jonyei toh lekha ei gan ta
Dekha pabe ki Nachi da?
আমার প্রিয় শিল্পী নচিকেতা দা প্রণাম জানাই,আর কমেন্ট করে যাচ্ছি আজ থেকে 1000 পরে আমার কমেন্ট সাধারণ মানুষ দেখব তখন আমি থাকব না।
After long 13/14 years later listening this song again. Totally nostalgia
Really
Ami kono prokash korar moton kotha pachhi na... Oshadharon bolleo kom i bola hoy
আমার ভীষণ প্রিয় একটা গান। 💝💝💝💝💝💝
Hoyto ami thakbo na kintu pochonder gaan gula roye jabe . Cancer last stage 😢
অনবদ্য সৃষ্টি,,,,
Ei holo Nachiketa 👍
সব ই ঠিক আছে কিন্তু তাই বলে মহা নায়ক 😂
Sera
Ami jokhoni berate jai,tokhoni aita shuni, smriti hishebe rekhe gelam.-2019
ধন্যবাদ প্রিয় শিল্পী 💌
আমার নাম রাজর্ষি।"রাজর্ষি" ছেলেদের নাম আর "রাজশ্রী"মেয়েদের নাম লোকেদের এইটা বোঝাতে বোঝাতে আমার অর্ধেক জীবন কেটে গেলো।।🥱🥱
গুরু, তোমার দর্শন সত্যি তুলনাহীন৷
জয় বাংলা থেকে বলছি দাদা গানেশুনে কেন জানি হারিয়ে যাই
পথের পাসে রেডিও তে যেমন গানসুনত আজ
তেমনি বসে আছি।
Mon chuye gelo... Love this song ❤️❤️
হাজারবার শুনছি সেই ১০ থেকে
সন্ধ্যা কে নিয়ে গান নারিকেল আমাকে নিয়ে লেখো সান্তি পাবে।সন্ধা সুধু জীবনে অন্ধকার
টেনে আনে।