Geopolitics of China 1.0 : BCS International Affairs (L-2)

Поділитися
Вставка
  • Опубліковано 4 чер 2024
  • এই লেকচারে আমরা যা যা জানতে পারবোঃ
    1. Gunboat Diplomacy
    3. Reverse Gunboat Diplomacy
    3. Great White Fleet
    4.. Malacca blockade
    5. String of Pearls Strategy
    6. Diamond Necklace Strategy
    8. Energy demand of China
    9. China Pakistan Economic Corridor(CPEC)
    10. Gas and Oil Pipelines of China
    11. Relation of China with Myanmar and Russia
    12. Geopolitical threats of China
    13. BRI project of China
    etc.
    BCS International Affairs 02:
    তথ্য মুখস্থ না করে তথ্য দিয়ে নিজেকে সমৃদ্ধ করুন। রাশিয়ার ভূরাজনৈতিক অবস্থান বিশ্ব ব্যবস্থায় যে প্রভাব ফেলছে সেটিকে কেন্দ্র বিন্দুতে রেখে আলোচনা করার চেষ্টা করছি আপনার বিসিএস যাত্রা কেমন হওয়া উচিৎ।
    Email: hosenali.me09@gmail.com
    Follow me: profile.php?...
    Study Materials:
    Book1: The Prisoners of Geography by Tim Marshall
    Book2: Sapiens a brief history of humankind by Yuval Noah Harari
    Book3: Who rules the world? by Noam Chomsky
    Publication1: scholar.google.com/scholar_ur...
    Publication2: www.researchgate.net/publicat...
    Publication3: www.thenewatlantis.com/public...
    Publication4: www.chinacenter.net/2020/chin...
    Publication5: www.thoughtco.com/gunboat-dip...
    #bcs_exam_preparation
    #bcspreparation
    #bcs_international
    0:00 Reverse Gun-boat Diplomacy
    0:59 Gun-boat Diplomacy
    3:22 China's historical Naval Power
    6:37 চায়নার কাছে সমুদ্র কেন গুরুত্বপূর্ণ
    12:40 সমুদ্র পথে চায়নার হুমকি
    14:54 হুমকি মোকাবেলায় চায়নার পদক্ষেপ
    17:32 Diamond Necklace Policy of India
    19:40 Oil & Gas Pipelines of China
    23:43 Power of Siberia Pipeline
    25:20 BRI and China
    30:41 Conclusion

КОМЕНТАРІ • 203

  • @atlas6195
    @atlas6195 Місяць тому +95

    আমি একজন ডাক্তার,সামনে বিসিএস দিব স্বাস্থ্য ক্যাডারে।আপনার কাছে একটা রিকুয়েস্ট থাকবে, আপনি বিসিএস রিলেটেড টপিকগুলোর উপর ভিডিও বন্ধ করবেন না। রাশিয়ার উপর ভিডিও দেখেই আপনার ফ্যান বনে গিয়েছিলাম।প্রচলিত ধারার বাইরে গিয়ে কন্সেপ্ট ক্লিয়ার আর জ্ঞানার্জনের জন্যই আপনার ক্লাসগুলো। প্লিজ ভাই।

  • @LoneWolf-jr7bd
    @LoneWolf-jr7bd Місяць тому +20

    কি অদ্ভুত! আপনার ম্যাথ ক্লাস দেখে এডমিশন দিয়েছিলাম, এখন আবার আপনার ক্লাস দেখেই বিসিএস দেওয়া লাগতেছে!!😮

  • @cosmichorizon405
    @cosmichorizon405 Місяць тому +21

    বাংলাদেশে এরকম একটা কন্টেন্ট ক্রিয়েটরের অভাব ছিলো।
    পার্শ্ববর্তী ভারতে Khan Research, Study Iq সহ কয়েকটা চ্যানেলে এ ধরণের Foreign Affairs ভিডিও দেখে আক্ষেপ করতাম যে নিজের মায়ের ভাষায় এরকম কন্টেন্ট কবে পাবো।
    আপনার হাত ধরেই হয়তো আমাদের আক্ষেপ মিটবে। শুভ কামনা রইল ভাই। রাজশাহীতে আপনার সেই ক্লাসগুলা মিস করি এখনও ❤

  • @solaimanahmed5887
    @solaimanahmed5887 Місяць тому +8

    ভিডিওটা হঠাৎ দেখে মনে হলো - কৃতজ্ঞতা না জানালে অকৃতজ্ঞতা পেয়ে বসবে। শুধু কৃতজ্ঞতা জানানো ছাড়া কিছুই যেন নেই। শুকরিয়া ভাই ❤️🌸

  • @JareenBinteAsad
    @JareenBinteAsad Місяць тому +5

    স্যার অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ! এ ধরনের ক্লাস বাংলাদেশে এখনও কেউ নেন নি বলেই আমার ধারণা। আগে ইন্ডিয়ান কন্টেন্ট দেখে পড়তাম। এখন স্যারের কন্টেন্ট দেখে পড়তে পারছি। অনেক সুন্দর করে বুঝতে পারছি।
    আরো কন্টেন্ট চাই। স্যার যদি আন্তর্জাতিক বিষয়াবলির ওপর কোনো কোর্স শুরু করেন, আমি এডমিট হতে চাই। ধন্যবাদ আপনাকে। 🙏🤍🤍🤍

  • @arfinnayeem9611
    @arfinnayeem9611 Місяць тому +12

    আমি আপনার কাজ যত দেখি তত অবাক হই। বাংলাদেশের ইতিহাসে আন্তর্জাতিক নিয়ে এরকম বিশ্লেষণ আগে কোনদিন কেউ দিতে পেরেছে বলে আমি দেখিনি।

  • @iboy7030
    @iboy7030 12 днів тому +1

    অসাধারণ , আপনার লেকচার গুলো মুগ্ধ হয়ে দেখি। ভেবেছি আমিও শিক্ষকতা পেশায় আসবো। আমার পিতাও শিক্ষক। দিন যত যাচ্ছে শিক্ষকতা পেশার প্রতি আমার শ্রদ্ধাবোধ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ❤❤❤❤

  • @Samiul-Ahsan
    @Samiul-Ahsan Місяць тому +3

    ভাই, আপনার কাছে বাংলাদেশ ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এমন তথ্যবহুল আলোচনা চাই। অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া আপনার জন্য।

    • @hosenali43bcs
      @hosenali43bcs  Місяць тому +2

      চলমান থাকবে আশা করি

  • @careerman8854
    @careerman8854 15 днів тому +1

    মুগ্ধতা ছড়িয়ে দিলেন। স্যার মধ্যপ্রাচ্য রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে বরাবরই গুরুত্বপূর্ণ অবস্থায় থাকে। এর বিস্তারিত জানলে উপকৃত হতাম🙏🙏🙏🙏🙏

  • @ThinkEnglish7
    @ThinkEnglish7 5 днів тому

    Sharing knowledge is supreme power.

  • @mahmudulislammaruf9405
    @mahmudulislammaruf9405 Місяць тому +4

    মানচিত্র আসলেই খুবই চমৎকার একটি বিষয়। জিওপলিটিক্স বুঝতে হলে মানচিত্র বুঝার বিকল্প নেই। আপনার ক্লাসটি দেখে বিভিন্ন বিষয় একটির সঙ্গে অন্যটির রিলেট করতে পারছিলাম। জ্ঞান বিতরণের এই ধারা অব্যাহত রাখুন, ভাইয়া। আপনার জন্য অনেক শুভকামনা রইলো।❤

  • @washimahmedbu062
    @washimahmedbu062 Місяць тому +3

    এক কথায় অসাধারণ। দুইটা ভিডিওতে মন জয় করে নিয়েছেন। আপনার ভিডিওর জন্য সব সময় অপেক্ষা করি। আল্লাহ্ আপনাকে ভালো রাখুক।

  • @mayshafarjana2209
    @mayshafarjana2209 18 днів тому +1

    যে এতটা পরিশ্রম করে আমাদের জন্য এত সুন্দর একটা কনটেন্ট তৈরী করলো তাকে একটা ছোট্ট ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।❤

  • @armanul.hasibmoon3927
    @armanul.hasibmoon3927 Місяць тому +4

    আগের ভিডিওর প্রায় ৪২ মিনিট আর এখানের প্রায় ৩২ মিনিট কিভাবে চলে গেছে টেরই পেলাম না। বিভিন্ন টপিকের উপর অন্যদের লেকচার যখন শুনি তখন আমি আসলে একটা বিষয়ের উপর চিন্তা করতে পারি। অনেকটা জিনিসটার একটা পাসপোর্ট ছবি দেখতে পাই। কিন্তু লেকচার টা যখন আপনার থেকে শুনি তখন আমি জিনিসটার একটা পোর্টেইট চিন্তা করতে পারি, তাও ওয়াইডেস্ট ক্যানভাসে। You are the S.M. Sultan of Bangladesh in teaching. চাতক পাখির মত পরের ভিডিওর জন্য অপেক্ষা করবো ভাই।

  • @shimulsingha3241
    @shimulsingha3241 10 днів тому +1

    আমি ৪৭ দিবো। আন্তর্জাতিক এ আমার অবস্থা এতো খারাপ আমি কল্পনা করতে পারছি না। আমি এতোদিন এমন ক্লাস খুঁজছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন ক্লাস উপহার দেওয়ার জন্য। আপনার একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ বিসিএস এর আন্তর্জাতিক পার্টের সব টপিকের উপর এমন ভিডিও দিন। বিশেষ করে সংস্থা এবং সব। প্লিজ

  • @simidatta6663
    @simidatta6663 Місяць тому +2

    You are a true gem, sir.
    এত ভালো কন্টেন্ট এর আগে কখনো চোখে পড়েনি।সত্যি, এবারেও যদি প্রিলি পাস না হয়, আফসোস থাকবেনা-কিছু অন্তত শিখে যাবো।
    গানের পার্টটাও টু দ্য পয়েন্টে ছিল👌

  • @marzanrimi996
    @marzanrimi996 10 днів тому

    আপনার ক্লাস গুলো দেখে মুগ্ধ হলাম, এই জ্ঞান বিতরণ অব্যাহত থাকবে আশা করি।

  • @user-jj3cz9mz4u
    @user-jj3cz9mz4u Місяць тому +1

    আন্তর্জাতিক বিষয়াবলি এর ওপর এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও আশা করছি স্যার।

  • @shakibreza502
    @shakibreza502 7 днів тому

    Sir, kindly don’t stop making videos on Geopolitics. ❤️

  • @zavedrana2477
    @zavedrana2477 Місяць тому +1

    অসাধারণ আপনার বাচনভঙ্গি ও বুঝানোর ক্ষমতা। হ্যাটস অফ স্যার ❤

  • @md.alaminislam3201
    @md.alaminislam3201 Місяць тому

    একটা মানুষ এত ভালোভাবে কিভাবে পড়াতে পারে!!!
    outstanding bhai you are great

  • @arfinnayeem9611
    @arfinnayeem9611 Місяць тому

    আপনার ভিডিও গুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকি। দুইটা ভিডিওতে মন জয় করে নিয়েছেন।

  • @saymaakter7771
    @saymaakter7771 Місяць тому

    অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এত সুন্দর কন্টেন্ট আগে কখনো দেখি নি। আন্তর্জাতিক বিষয়ের প্রতি আগ্রহটা অনেক বেড়ে গেলো। অপেক্ষায় থাকবো আরো জানার জন্য।

  • @mdrezuyanhossain7141
    @mdrezuyanhossain7141 Місяць тому

    রাজশাহীতে আপনার অফলাইনে ব্যাচে পড়েছিলাম।আপনার কথা গুলো আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে। এখন আলহামদুলিল্লাহ্ ঢাবিতে আছি।হুসাইন ভাই আপনাকে খুব মিস করি। আল্লাহ্ আপনাকে নেক হায়াত দান করুন এবং সব সময় সুখে রাখুক।

  • @emon6366
    @emon6366 Місяць тому

    আপনার উপস্থাপনায় মুগ্ধ হচ্ছি আর হাতের স্পিকার বহনের পেইন টা অনুভব করতেছি।
    স্থায়ী সেট আপ দিলে হয়তো আরেকটু সাচ্ছন্দে উপস্থাপনা আমরা পাব।
    Totally impressed ❤

  • @SajalDas-et7hn
    @SajalDas-et7hn Місяць тому

    ধন্যবাদ স্যার। এমনভাবে আমাদেরকে কেউ শেখায় নি বলেই আমরা অলস হয়ে গেছি, শেখার আগ্রহ হারিয়ে ফেলেছি। আপনার পরবর্তী লেকচারের অপেক্ষায় রইলাম।

  • @linuxgaming8370
    @linuxgaming8370 Місяць тому

    সত্যি আপনি অসাধারণ ❤❤। আমি মুগ্ধ, বিমোহিত।

  • @nusratjahan23269
    @nusratjahan23269 Місяць тому

    আপনার বিশ্লেষণ অসাধারণ!
    আপনার এ ধরনের আরও ক্লাস পেতে চাই।
    আন্তর্জাতিক বিষয়াবলির উপর এমন বিশ্লেষণমূলক ক্লাস সাধারণত নাই বললেই চলে।

  • @md.habiburrahmanmasrur8513
    @md.habiburrahmanmasrur8513 День тому

    চমৎকার আলোচনা।

  • @user-el6jf6jr8w
    @user-el6jf6jr8w 9 днів тому

    Jotoi dekhchi apnar fan hoye jacchi...really awesome

  • @musharrofshuhan6437
    @musharrofshuhan6437 Місяць тому

    অনেক অনেক মূল্যবান ভিডিও এই ভিডিওগুলো,,

  • @mdjahidurrahman2821
    @mdjahidurrahman2821 25 днів тому

    Best Presenter I have ever seen!
    Hats off vaiya!

  • @aktherhusain7695
    @aktherhusain7695 Місяць тому +2

    আসসালামু আলাইকুম ভাইয়া, China নিয়ে ২য় পর্ব টা শ্রীঘ্রই আপলোড করবেন আশা করি।
    আপনার ক্লাস নেওয়ার ধরণ, মানে বাচনভঙ্গি সহজেই বুঝতে অনেক সহায়ক।আশা করি আপনাকে এভাবে পাশে পাবো ভবিষ্যতে ❤
    মোঃ আখতার হুসাইন
    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
    মাইক্রোবায়োলজি, ৪র্থ বর্ষ

  • @MahmudulHasan-bv7by
    @MahmudulHasan-bv7by Місяць тому

    অনেক তথ্যবহুল ও মনোমুগ্ধকর এপ্রোচ❤️
    অধীর আগ্রহে থাকবো পরবর্তী ক্লাস এর জন্য।😍

  • @mostafizrahman8268
    @mostafizrahman8268 Місяць тому

    তথ্যবহুল আলোচনা, মায়া ছড়িয়ে যাক❤️

  • @suithuimarma1670
    @suithuimarma1670 Місяць тому

    আদাব স্যার,
    খুবই তথ্যবহুল আপনার আলোচনা।ভাষার প্রাঞ্জলতা আলোচনাকে বুঝতে সহজ করেছে।আগে অনেক চ্যানেল দেখেছি কিন্তু আপনি একেবারেই আলাদা।সবার ঊর্ধ্বে।
    আশা করি আলোচনা চলমান রাখবেন।
    আপনার সুস্বাস্থ্যের কামনা করি🙏🙏

  • @kumarshanusutradhar3947
    @kumarshanusutradhar3947 Місяць тому +1

    dhonnobad vai,apnar video er jonnoi wait korchilam...valobasha niben vai❤❤

  • @Shorno75
    @Shorno75 Місяць тому

    ২০১৮ সালে এডমিশন প্রস্তুতির শেষ সময় উদ্ভাসের অনলাইন ক্লাসে আপনার ম্যাথ ক্লাস করে তৃপ্তির ঢেকুর তুলেছিলাম , এখন ৬ বছর পর আবার যখন মহাযজ্ঞে নামলাম আবারো আপনাকে পেলাম তবে এবার শুরু থেকেই পাচ্ছি , আশা করছি আপনার এই উদ্যোগ এর ফল মহাযজ্ঞের শেষ পর্যন্ত পাবো...। ভালোবাসা অবিরাম ভাইয়া

  • @MD.ABRARMAHIBPRITOM
    @MD.ABRARMAHIBPRITOM Місяць тому

    এটার অপেক্ষাতেই ছিলাম স্যার ❤ আবারও অপেক্ষায় থাকলাম next video এর ।

  • @gwpallab3428
    @gwpallab3428 13 днів тому

    আপনার মতো ট্যালেন্টেড স্যার জীবনে দেখি নাই। স্যার ভিডিও গুলো নিয়মিতো দিয়েন।

  • @KhalidHasan-op3om
    @KhalidHasan-op3om Місяць тому

    সুন্দর আলোচনা।নেক্সট ভিডিও এর অপেক্ষায় রইলাম

  • @rizvihaider5006
    @rizvihaider5006 15 днів тому

    great infos

  • @kumarshanu3486
    @kumarshanu3486 5 днів тому

    mindblowing class sir.

  • @majharulislam9978
    @majharulislam9978 Місяць тому

    Seriously, i need your this type of contents . Please continue the series ❤

  • @rezoanulmallikrupom7313
    @rezoanulmallikrupom7313 Місяць тому

    এডমিশনের সময় প্রাইভেট পড়ছিলাম।অনেক দিন পর হুট করে আপনাকে দেখে ভালো লাগলো

  • @vision3572
    @vision3572 Місяць тому

    ভাইয়া সত্যি অসাধারন, আসলে আন্তর্জাতিক বিষয়াবলী যে এতো সহজ আপনার ক্লাস না দেখলে বুঝতাম না৷ আপনার ক্লাস গুলো থেকে আসলেই মানুষ শিখবে। শুধু পরীক্ষার জন্যে আপনার ভিডিও না,জানার জন্যে ও শেখার জন্যে হলে ও আপনার ক্লাস দেখা প্রয়োজন।
    যদি দ্রুত ক্লাস গুলো আপলোড করতেন তো অনেক ভালো হত।

  • @bashirahmed7441
    @bashirahmed7441 Місяць тому

    ভালো লাগে৷ খুব উপকৃত হচ্ছি ধন্যবাদ আপনাক

  • @arabakib6648
    @arabakib6648 День тому

    Carry on

  • @Ashikeducation
    @Ashikeducation Місяць тому

    রাশিয়া নিয়ে যে তথ্য দিয়েছেন তা অত্যন্তগুরুত্বপূর্ণ এবং চমৎকার ও সাবলীল ভাষায় তথ্য গুলো উপস্থাপন করায় খুব সহজেই সেগুলো বোধগম্য হয়েছে ,,,, প্রথম ভিডিও দেখেই আপনার চ্যানেল টি সাবস্ক্রাইব করেছিলাম , এমন ধারাবাহিকতা বজায় রেখে তথ্য সমৃদ্ধ এমন উপাত্ত গুলো আমাদের মাঝে উপস্থাপনের জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক, এবং এমন তথ্য সমৃদ্ধ ভিডিও আমাদের মাঝে দেওয়ার অনুরোধ রইলো,,, ( চাকরি প্রার্থী অনার্স প্রথম বর্ষ)

  • @PrantySukul-uc7hj
    @PrantySukul-uc7hj 15 днів тому

    Fan hoe gelam vaia. International er tough bishoy gulo apni onk easy kre tule dhorsen..

  • @adityaazad-juris
    @adityaazad-juris Місяць тому

    Bhai, you are amazing. I've never found any bangla contents of similar topics more interesting than the way you explain. Keep it up bhai. Best wiahes for you.

  • @papiamajumdar333
    @papiamajumdar333 Місяць тому

    Awaiting for next part
    Thank you

  • @linearlychan8283
    @linearlychan8283 Місяць тому

    Excellent....!!suni r obak hoi.....waiting for next vedio ❤thanks sir

  • @ss107mdrabiuldidar6
    @ss107mdrabiuldidar6 16 днів тому

    অনেক হেল্পফুল ভিডিও স্যার। নিয়মিত ভিডিও দিবেন আশা করি

  • @user-rn5iq7hv2y
    @user-rn5iq7hv2y Місяць тому +1

    Osthieeer💥👍 Osthieer👍💥

  • @parthodhar175
    @parthodhar175 Місяць тому

    স্যার আপনার বিশ্লেষণ এর রীতিমতো ফ্যান হয়ে গিয়েছি।আশা করি ক্লাসের ধারা অব্যাহত থাকবে❤️

  • @anupomsworld6556
    @anupomsworld6556 Місяць тому

    Onkgulu concept clear hoiche... Thank you bhai...

  • @ruhulaminpranto9990
    @ruhulaminpranto9990 Місяць тому

    Hossain vai, you are a real gems.

  • @afsanarimi6587
    @afsanarimi6587 Місяць тому

    Outstanding class.
    i hope you will keep up this kind of lecture. Due to your class i am becoming a fan of your teaching style.

  • @safiqulislam8059
    @safiqulislam8059 Місяць тому

    স্যার, মধ্যপ্রাচ্য নিয়ে আপনার এরকম বিশ্লেষণমুলক ভিডিও চাই😍

  • @MohammadAli-uq3pr
    @MohammadAli-uq3pr 17 днів тому

    best explanation brother, please carry on

  • @biplabchandradas4544
    @biplabchandradas4544 Місяць тому

    Fantastic presentation! 🙏🙏

  • @rashedakhatun1867
    @rashedakhatun1867 29 днів тому

    sharing knowledge is the supreme power !😯❤

    • @hosenali43bcs
      @hosenali43bcs  29 днів тому

      আনন্দ ছড়িয়ে যাক।

  • @anamulhaque4252
    @anamulhaque4252 25 днів тому

    outstanding presentation, excellent info

  • @hihey5451
    @hihey5451 Місяць тому

    স্যার।আপনার জন্য অনেক অনেক দোয়া রইল।একটা অনুরোধ,আপনি এই ভিডিওগুলা নিয়মিত দিয়েন দয়া করে❤।খুবই উপকার করতেছেন যারা সত্যিকার অর্থে জ্ঞান সংগ্রহ করতে চায়।

  • @zabedulislam944
    @zabedulislam944 Місяць тому

    You are great,sir.

  • @snpgang1346
    @snpgang1346 8 днів тому

    অনেক সুন্দর লেগেছে ❤

  • @aremon7491
    @aremon7491 Місяць тому

    U r a real genius, brother...

  • @mdmostafa98
    @mdmostafa98 Місяць тому

    Please keep inspiring us. ❤.

  • @ovijitmajumder1239
    @ovijitmajumder1239 Місяць тому

    one of the best content ....

  • @mdmostafa98
    @mdmostafa98 Місяць тому

    Outstanding presentation sir.

  • @-MdFaisal
    @-MdFaisal Місяць тому

    আস'সালামুয়ালাইকুম ভাই,,,, আপনার এই বিডিওগুলো খুবই খুবই উপকারি। এই রকম বিডিও আরও চাই, ভাই.....

  • @jubaeralsamin9734
    @jubaeralsamin9734 Місяць тому

    Really, these two videos have enlarged my thinking about Geopolitics. I am eagerly waiting for the next video and for the full international affairs series as well. Take love from your junior❤

  • @35updatenews
    @35updatenews Місяць тому +1

    অনেক ভাল লাগে আপনার আন্তর্জাতিক বিষয়গুলো... ❤❤❤সাথে ঈদ মোবারক স্যার

  • @MonjurulRahat
    @MonjurulRahat 25 днів тому

    Vai, apnar class gula really amazing 😍. Joto dekhi, toto aro beshi jante mon chay.. Very much thanks ❤ for uploading this type of content...

  • @user-eq5ht7fq3r
    @user-eq5ht7fq3r Місяць тому

    দারুন, এইরকম ভিডিও চাই❤

  • @SportsWAbir
    @SportsWAbir Місяць тому

    Sir,was your academic student,now i am a fan of your geopolitical classes.Launch a course Sir.

  • @atikurrahman2390
    @atikurrahman2390 27 днів тому

    ভাই আপনার ম্যাথ ক্লাস করতাম ২০১৭ সালে উদ্ভাসে। আপনি ভাই টিচার হিসাবে পুরা অস্থির লেভেলের।আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা ভাই।

  • @SaifulIslam-py7jd
    @SaifulIslam-py7jd 25 днів тому

    Joss 🔥

  • @ImranAli-ix4pb
    @ImranAli-ix4pb Місяць тому

    সেরা ❤ এরকম ক্লাস গুলো চালু রাখেন

  • @lovelearngrow6263
    @lovelearngrow6263 Місяць тому

    আমার কাছে আন্তর্জাতিক বিষয়াবলী হল এক প্রকার আতংক। এতদিন পরে এমন একটা ভিডিও পেলাম যেখানে আমি বিষয় টা উপভোগ করছি।ধন্যবাদ ভাইয়া ❤️

    • @hosenali43bcs
      @hosenali43bcs  Місяць тому

      এভাবেই আনন্দ ছড়িয়ে যাক

  • @ahkamal1105
    @ahkamal1105 Місяць тому +1

    Super!

  • @Jannatul-Fardushe
    @Jannatul-Fardushe Місяць тому

    Amazing ❤

  • @hemelgazi7642
    @hemelgazi7642 Місяць тому

    ভাইয়া আমি আপনার কাছে অফলাইনে রাজশাহীতে পড়েছিলাম,আপনাকে অনেক মিস করি❤️

  • @abuobidashihab
    @abuobidashihab Місяць тому

    Thanks for those contents 🖤🖤

  • @sumaiyamim9196
    @sumaiyamim9196 Місяць тому

    Sir apnar theke onek kichu jante parlam...erokom aro onek video chai...

  • @BiplobBiswas-gr7em
    @BiplobBiswas-gr7em 16 днів тому

    Nice class vaiya!❤❤❤carry on elder brother

  • @palashkumar2741
    @palashkumar2741 Місяць тому

    অসাধারণ।
    নিয়মিত ভিডিও চাই।

  • @rishadsarker4093
    @rishadsarker4093 Місяць тому

    Waiting for this video Sir,
    Take love from Rajshahi University ❤

  • @shirinaakhter9144
    @shirinaakhter9144 Місяць тому

    Best 👌👌🥰

  • @md.babulhossen1884
    @md.babulhossen1884 Місяць тому

    সত্যিই অসাধারণ

  • @RuzelKk-om2px
    @RuzelKk-om2px Місяць тому

    Thank u so much 💚💚💚vaiya🎉bcs er sob topic er video chai..step by step❤❤🎉

  • @bulbulahmed-ff1pc
    @bulbulahmed-ff1pc Місяць тому

    Amazing explanation , keep it up .. Take love brother🥰

  • @raisulfahad1245
    @raisulfahad1245 Місяць тому

    চায়নার ২ টা পর্ব দেখে মাথা নষ্ট। প্রিলিই পাশ করতে পারি নাই কিন্তু আপনার ভিডিও দেখা বন্ধ করি নাই। অসাধারণ ভিডিও। নিয়মিত ভিডিও চাই।
    আপনি কিং👑❤️

    • @hosenali43bcs
      @hosenali43bcs  25 днів тому +1

      এইভাবেই নিজেকে সমৃদ্ধ করতে থাকুন। পরের বার আশানুরূপ ফল পাবেন।

  • @rofiqulislam4568
    @rofiqulislam4568 Місяць тому

    স্যার আপনি সেরা
    অসাধারণ ক্লাস 💝
    নিয়মিত ক্লাস চাই ✌️

  • @md.azizulkarim7784
    @md.azizulkarim7784 Місяць тому

    মাশা-আল্লাহ
    ভক্ত হয়ে গেলাম।

  • @MehediHasan-rg2yx
    @MehediHasan-rg2yx Місяць тому

    best

  • @user-sd1iy9xz3t
    @user-sd1iy9xz3t Місяць тому

    You nailed it sir
    We want more sir

  • @akshaysaha3913
    @akshaysaha3913 Місяць тому

    ভালো লাগলো দাদা❤❤❤

  • @user-tk4wc9tl3l
    @user-tk4wc9tl3l Місяць тому

    Vai best❤