ও দয়াল গুরু গো ভুলে ভুলে গেল এ জীবন। ও আমি মায়া জ্বালে, বন্দি হইয়া, করলাম না সাধন ভজন। গুরু গো ভুলে ভুলে গেল এ জীবন। ও দয়াল গুরু গো ভুলে ভুলে গেল এ জীবন। ও গুরু গো কামিনী কাঞ্চন পাইয়া, গুরু গো মায়াতে রইলাম ভুইলা গো। ও গো আমার কি হইবে শেষে দিনে, একদিনতো দেখলাম না ভেবে। গুরু গো ভুলে ভুলে(হেলায় হেলায়) গেল এ জীবন। ও দয়াল গুরু গো ভুলে ভুলে গেল এ জীবন। ওরে রাজেন্দ্র কয় হায় কি করি,ভুলে জন্য ডুবল তরি গো। ও আমি অকুলে পড়িয়া ডাকি, রক্ষা কর হে নিরঞ্জন। ও আমি অকুলে পড়িয়া ডাকি। 2 ওয় আরে রক্ষা কর হে নিরঞ্জন। গুরু গো ভুলে ভুলে গেল এ জীবন। ও দয়াল গুরু গো ভুলে ভুলে গেল এ জীবন।
সুন্দর গান
ও দয়াল গুরু গো ভুলে ভুলে গেল এ জীবন।
ও আমি মায়া জ্বালে, বন্দি হইয়া, করলাম না সাধন ভজন।
গুরু গো ভুলে ভুলে গেল এ জীবন।
ও দয়াল গুরু গো ভুলে ভুলে গেল এ জীবন।
ও গুরু গো কামিনী কাঞ্চন পাইয়া, গুরু গো মায়াতে রইলাম ভুইলা গো।
ও গো আমার কি হইবে শেষে দিনে, একদিনতো দেখলাম না ভেবে।
গুরু গো ভুলে ভুলে(হেলায় হেলায়) গেল এ জীবন।
ও দয়াল গুরু গো ভুলে ভুলে গেল এ জীবন।
ওরে রাজেন্দ্র কয় হায় কি করি,ভুলে জন্য ডুবল তরি গো।
ও আমি অকুলে পড়িয়া ডাকি, রক্ষা কর হে নিরঞ্জন।
ও আমি অকুলে পড়িয়া ডাকি। 2
ওয় আরে রক্ষা কর হে নিরঞ্জন।
গুরু গো ভুলে ভুলে গেল এ জীবন।
ও দয়াল গুরু গো ভুলে ভুলে গেল এ জীবন।
লিকেদেন