সুকরান জাযাকাল্লাহ। আমি এই ব্যাপার টা সবসময় চিন্তা করতাম। আল্লাহ মানুষকে কষ্ট দেয় কেনো? এমন অনেক প্রশ্ন আমি করি! কিন্তু কখনো কাউকে জিজ্ঞেস করতে পারিনা। আজকে একটা প্রশ্নের উত্তর পেলাম আলহামদুলিল্লাহ
আপনার এই ভিডিও থেকে শিক্ষা নিলাম প্রতি রাতে সূরা মূলক তিলাওয়াত করা উচিত। ইং শা আল্লহ আমি চেষ্টা করবো। আল্লাহ সেই তৌফিক আমাকে সহ সবাইকে এই আমল টা করার তৌফিক দান করুক।
বরাবরের মতোই চমৎকার। আবারো দোয়া করি আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন। আপনার প্রতিটি কথা উত্তম ভাবে বাছাই করা এবং প্রতিটি ঘটনা থেকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সুন্দর শিক্ষা আমাদের সামনে উপস্থাপন করার জন্য আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি।
ভাইজান আপনি এতো সুন্দর করে কথাগুলো বলেন কিভাবে আর এত সুন্দর করে কথাগুলো বুঝেন কিভাবে আর আমাদের বুঝান কিভাবে ? সত্যি আল্লাহ আপনাকে বলার এবং বুঝানোর খুব সুন্দর জ্ঞান দিয়েছেন মাশাল্লাহ আপনার জন্য দোয়া থাকলো সর্বদা ভালো থাকুন আল্লাহ আপনাকে ঊত্তম ভাবে চলার তৌফিক দান করুক আমিন
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ কেউ যদি, 🕋 "সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহী" 🕋 পাঠ করে তবে তার জন্য জান্নাতে একটি খেজুর চারা লাগানো হয়। (তিরমিজি- ৩৪৬৪)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি (রা.)-কে বলেন- ◉ তুমি ১০০ বার ‘সুবহানাল্লাহ’ বলবে, এটি তোমার পক্ষে ইসমাইল (আ.)-এর বংশের ১০০ ক্রীতদাস মুক্ত করার সমতুল্য হবে; ◉ তুমি ১০০ বার ‘আলহামদুলিল্লাহ্’ বলবে, এটি তোমার পক্ষে আল্লাহর রাস্তায় যু[দ্ধে]র জন্য ১০০ টি সাজানো ঘোড়ায় মু[জা]হিদ প্রেরণের সমতুল্য হবে; ◉ তুমি ১০০ বার ‘আল্লাহু আকবার’ বলবে, এটি তোমার পক্ষ থেকে ১০০টি মাকবুল (কবুলকৃত) উট কুরবানির সমতুল্য হবে; ◉ তুমি ১০০ বার ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলবে, এত সওয়াব পাবে, যার ফলে আসমান ও যমিন পূর্ণ হয়ে যাবে। [শায়খ আলবানি, সহিহুত তারগিব: ১৫৫৩;
সুরা নিসা আয়াত নং ১১৬ ﴿ إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَاءُ ۚ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا ﴾ নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে তাঁর সাথে কাউকে শরীক করে। এছাড়া যাকে ইচ্ছা, ক্ষমা করেন। যে আল্লাহর সাথে শরীক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয়।
উস্তাদ 🥺 আমার জীবনের প্রতিটা মনভাঙার সময় গোলোতে আপনার এই কণ্ঠটা যেন আমাকে আবারও ঘোরে দাঁড়াতে বলে 🥺❤️🩹 উস্তাদ কখনো আপনাকে দেখিনি জানিনা আপনি কে! তার পরও একটা মানুষের কণ্ঠ শুনে কেন তাকে এত আপন মনে হয়! ❤️🩹 মনে হয় যেন ডেন সে খুব চেনা এত কাছের একজন মানুষ যাকে ছারা থাকা কিনা অসম্ভব 🥺❤️🩹 আমাদের এই ভালোবাসা আল্লাহর জন্য দেখেই বোধয় আমার রব এক অদৃশ্য মমতা ভালোবাসা তৈরি করে দিয়েছেন 🥺❤️🩹 ওয়াল্লাহি উস্তাদ আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি শুধু মাত্র আল্লাহর জন্য ❤️🩹 আর এই ভালোবাসার জন্যই আমরা একদিন রবের আরশের নিচে থাকব ইন শা আল্লাহ 🥺 তার পর এই দীর্ঘ সফর পারি দেয়ার আমরা মিলিত হব রবের জান্নাতে 🥺❤️🩹 বলব আমার মনে আপনাকে বলা সকল ব্যাথ্যা, সকল ইচ্ছা, মনের গহিনে জমে থাকা সকল গল্প 🥺❤️🩹 আমি রাসুল (ﷺ) কে বলব ইয়া হবিবআল্লাহ (ﷺ) জানেন আপনি জানি বলেছিলেন যে দুনিয়া যে ব্যাক্তি যাকে ভালোবাসবে সে ব্যাক্তি তার সাথে জান্নাতে থাকবে 🥰 নবিগ আমার আমার এই উস্তাদকে (আপনাকে) দুনিয়াতে ভালোবেসেছিলাম শুধু মাত্র আল্লাহর জন্য ❤️🩹🥺 তাই আমরা আজকে রবের জান্নাতে আপনার সাথে 🥺
ভূমিকম্পের ফলে নদী কিংবা সমুদ্রের নিচে চাপের সৃষ্টি হয়। এই চাপের ফলে সমুদ্র কিংবা নদীর নিচে পাহাড় কিংবা কোনো ধংস হওয়া শহর থাকে সেটা ভেসে ওঠে। বর্তমানে ফুরাত বা ইউফ্রেটিস নদীর পানি শুকিয়ে যাচ্ছে। ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে ওঠার সম্ভাবনা অনেক বেশি। কিতাবুল ফিতানের কিছু হাদীস আছে। সেগুলো পড়লে একটা সময় কাল বোঝা যায়। আর এই সময় কালটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সময় কাল। সিরিয়ার যুদ্ধ ১২ বছর চলবে। এরপরেই নতুন ফেতনার সৃষ্টি হবে। আর সেটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠা। হাদীসে এসেছে সিরিয়ার যুদ্ধ শুরু হবে কিছু নাবালক বাচ্চাদের জন্য। ২০১১ সালে সিরিয়ার যুদ্ধ শুরু হয় কিছু নাবালক বাচ্চাদের জন্য। বর্তমানে সিরিয়াতে যুদ্ধ বন্ধ আছে। কারণ ১২ বছর পূর্ন হয়েছে। আল্লাহ ভালো জানেন, ২০২৩, ২৪,২৫ সালের মধ্যে বিশেষ করে ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সম্ভাবনা অনেক বেশি। কিয়ামতের ছোট আলামত গুলো সব ঘটেছে। এখন সব বড় আলামত গুলো বাকি। সিরিয়া, তুরস্ক, ইরাক, ফিলিস্তিন, আরব ইত্যাদি দেশ সহ আরো কিছু দেশে ফুরাত নদীর অবস্থান রয়েছে।,,,,,,,,,,,
আসসালামু আলাইকুম ভাই শায়েক.... আল্লাহ্ আপনাকে দুনিয়া ও আখেরাতের সব নিয়ামত দান। করুন🤲 এত সুন্দর বর্ণনা মাশাল্লাহ্ ❤ Canada এখন সন্ধা প্রায় দোয়া কবুলের সময় আমাদের দোয়া আল্লাহ্ কবুল করন যেন আমরা মুমিন হয়ে মৃত্যু করতে পারি 🤲😪 আমার মন টা ভালো নেই দোয়া করবেন।
ভূমিকম্পের ফলে নদী কিংবা সমুদ্রের নিচে চাপের সৃষ্টি হয়। এই চাপের ফলে সমুদ্র কিংবা নদীর নিচে পাহাড় কিংবা কোনো ধংস হওয়া শহর থাকে সেটা ভেসে ওঠে। বর্তমানে ফুরাত বা ইউফ্রেটিস নদীর পানি শুকিয়ে যাচ্ছে। ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে ওঠার সম্ভাবনা অনেক বেশি। কিতাবুল ফিতানের কিছু হাদীস আছে। সেগুলো পড়লে একটা সময় কাল বোঝা যায়। আর এই সময় কালটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সময় কাল। সিরিয়ার যুদ্ধ ১২ বছর চলবে। এরপরেই নতুন ফেতনার সৃষ্টি হবে। আর সেটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠা। হাদীসে এসেছে সিরিয়ার যুদ্ধ শুরু হবে কিছু নাবালক বাচ্চাদের জন্য। ২০১১ সালে সিরিয়ার যুদ্ধ শুরু হয় কিছু নাবালক বাচ্চাদের জন্য। বর্তমানে সিরিয়াতে যুদ্ধ বন্ধ আছে। কারণ ১২ বছর পূর্ন হয়েছে। আল্লাহ ভালো জানেন, ২০২৩, ২৪,২৫ সালের মধ্যে বিশেষ করে ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সম্ভাবনা অনেক বেশি। কিয়ামতের ছোট আলামত গুলো সব ঘটেছে। এখন সব বড় আলামত গুলো বাকি। সিরিয়া, তুরস্ক, ইরাক, ফিলিস্তিন, আরব ইত্যাদি দেশ সহ আরো কিছু দেশে ফুরাত নদীর অবস্থান রয়েছে।,,,,,,,,,,,
আল্লাহুম্মা আমিন। তুর্কি ও সিরিয়াবাসিদের আল্লাহ্ হেফাজত করুন। সেই সাথে আল্লাহ্পাক আমাদের সবাইকে বিগত দিনের সমস্ত জানা অজানা গুনাহ্ ক্ষমা করে দিন, আমাদের তওবা কবুল করুন এবং আমাদের সবাইকে ওনার রহমতের ছায়াতলে আশ্রয় দান করুন ও প্রকৃত ঈমানদার হিসেবে মৃত্যু বরণ করার তওফিক দান করুন, আমিন।
আসসালামু আলাইকুম, আপনি আর ভিডিও আপলোড করেন না কেনো? আমি প্রায় আসি আপনার চ্যানেল এ ভিডিওর জন্য। অনেক শিক্ষা নিতে পারি আপনার ভিডিও থেকে, আমি ইন্ডিয়ান তাই এইখানে দ্বীন শিক্ষা খুব খারাপ, আপনাদের থেকে কিছু শিখতে পারি। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক 🌸🌺
রসূলুল্লাহ ( ﷺ) বলেছেনঃ ❝কোন ব্যক্তি অপর ব্যক্তিকে ফা'সিক বা পাপী বলে অপবাদ দেবে না! এবং অবিশ্বাসী বলেও দুর্নাম করবে না! যদি উদ্দিষ্ট ব্যক্তি এরূপ না হয়, তবে তার প্রদত্ত অপবাদ তার দিকেই প্রত্যাবর্তন করবে❞ ____(মিশকাতুল মাসাবীহঃ-৪৮১৬)____
ভাইয়া ক্যারিয়ার নিয়ে একটা ভিডিও বানান।আমার পরিবার আমাকে ক্যারিয়ার নিয়ে চাপ দেই।লাইফে কি ক্যারিয়ার ই সব?আমি ৫ ওয়াক্ত ই নামাজ পড়ি।মাঝেমধ্যে ১ /২ ওয়াক্ত ছুটে যায়।শুধু আমার বাবা - মা য় নাহ প্রায় সব বাবা-মা তার সন্তান কে ক্যারিয়ার পিছনে ছুটতে ধাবিত করতেছে।কিন্তু এত ধন সম্পদ, টাকা দিয়ে কি হবে?আমরা এখন শেষ জমানায় আছি।আমি চাই এমন ১ টা ভিডিও বানান যেটা পৃথিবীর সকল পিতামাতা তার সন্তান কে ক্যারিয়ার এর পিছনে না ছুটে আল্লাহর পথে ছুটতে তাগিদ করবে।এখন আমার মতো সব যুবকের একটাই চিন্তা ক্যারিয়ার গড়া। অনেকে এটা ভেবেই ডিপ্রেশনে চলে যায়।আমিও তার মধ্যে একজন😭।
ভূমিকম্পের ফলে নদী কিংবা সমুদ্রের নিচে চাপের সৃষ্টি হয়। এই চাপের ফলে সমুদ্র কিংবা নদীর নিচে পাহাড় কিংবা কোনো ধংস হওয়া শহর থাকে সেটা ভেসে ওঠে। বর্তমানে ফুরাত বা ইউফ্রেটিস নদীর পানি শুকিয়ে যাচ্ছে। ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে ওঠার সম্ভাবনা অনেক বেশি। কিতাবুল ফিতানের কিছু হাদীস আছে। সেগুলো পড়লে একটা সময় কাল বোঝা যায়। আর এই সময় কালটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সময় কাল। সিরিয়ার যুদ্ধ ১২ বছর চলবে। এরপরেই নতুন ফেতনার সৃষ্টি হবে। আর সেটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠা। হাদীসে এসেছে সিরিয়ার যুদ্ধ শুরু হবে কিছু নাবালক বাচ্চাদের জন্য। ২০১১ সালে সিরিয়ার যুদ্ধ শুরু হয় কিছু নাবালক বাচ্চাদের জন্য। বর্তমানে সিরিয়াতে যুদ্ধ বন্ধ আছে। কারণ ১২ বছর পূর্ন হয়েছে। আল্লাহ ভালো জানেন, ২০২৩, ২৪,২৫ সালের মধ্যে বিশেষ করে ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সম্ভাবনা অনেক বেশি। কিয়ামতের ছোট আলামত গুলো সব ঘটেছে। এখন সব বড় আলামত গুলো বাকি। সিরিয়া, তুরস্ক, ইরাক, ফিলিস্তিন, আরব ইত্যাদি দেশ সহ আরো কিছু দেশে ফুরাত নদীর অবস্থান রয়েছে।,,,,,,,,,,,,
ভূমিকম্পের ফলে নদী কিংবা সমুদ্রের নিচে চাপের সৃষ্টি হয়। এই চাপের ফলে সমুদ্র কিংবা নদীর নিচে পাহাড় কিংবা কোনো ধংস হওয়া শহর থাকে সেটা ভেসে ওঠে। বর্তমানে ফুরাত বা ইউফ্রেটিস নদীর পানি শুকিয়ে যাচ্ছে। ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে ওঠার সম্ভাবনা অনেক বেশি। কিতাবুল ফিতানের কিছু হাদীস আছে। সেগুলো পড়লে একটা সময় কাল বোঝা যায়। আর এই সময় কালটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সময় কাল। সিরিয়ার যুদ্ধ ১২ বছর চলবে। এরপরেই নতুন ফেতনার সৃষ্টি হবে। আর সেটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠা। হাদীসে এসেছে সিরিয়ার যুদ্ধ শুরু হবে কিছু নাবালক বাচ্চাদের জন্য। ২০১১ সালে সিরিয়ার যুদ্ধ শুরু হয় কিছু নাবালক বাচ্চাদের জন্য। বর্তমানে সিরিয়াতে যুদ্ধ বন্ধ আছে। কারণ ১২ বছর পূর্ন হয়েছে। আল্লাহ ভালো জানেন, ২০২৩, ২৪,২৫ সালের মধ্যে বিশেষ করে ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সম্ভাবনা অনেক বেশি। কিয়ামতের ছোট আলামত গুলো সব ঘটেছে। এখন সব বড় আলামত গুলো বাকি। সিরিয়া, তুরস্ক, ইরাক, ফিলিস্তিন, আরব ইত্যাদি দেশ সহ আরো কিছু দেশে ফুরাত নদীর অবস্থান রয়েছে।,,,,,,,,,,,,
যে শুধু দুনিয়ার সুখ শান্তি কামনা করে সে তো বোকা। কারণ, তার জেনে রাখা প্রয়োজন যে, দুনিয়া ও আখেরাতের কল্যাণ আল্লাহরই নিকট রয়েছে। ____ ( সূরা: নিসা, আয়াত: ১৩৪)
প্রিয় ভাই, ইদানিং নিয়মিত আপনার ভিডিও পাই না কেন? অধীর আগ্রহে থাকি আপনার ভিডিওর জন্য। মাঝেমধ্যেই চ্যানেলটা ভিজিট করি নতুন ভিডিও পাওয়ার আশায়। কিন্তু হতাশ হয়ে পরে পুরাতন কয়েকটা ভিডিও দেখেই বেরিয়ে আসতে হয় চ্যানেল থেকে। বিশেষ করে কুরানের গুরুত্বপূর্ণ কিছু আয়াত নিয়ে বিশ্লেষণমূলক ভিডিও আশা করি আপনার থেকে।
ভূমিকম্পের ফলে নদী কিংবা সমুদ্রের নিচে চাপের সৃষ্টি হয়। এই চাপের ফলে সমুদ্র কিংবা নদীর নিচে পাহাড় কিংবা কোনো ধংস হওয়া শহর থাকে সেটা ভেসে ওঠে। বর্তমানে ফুরাত বা ইউফ্রেটিস নদীর পানি শুকিয়ে যাচ্ছে। ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে ওঠার সম্ভাবনা অনেক বেশি। কিতাবুল ফিতানের কিছু হাদীস আছে। সেগুলো পড়লে একটা সময় কাল বোঝা যায়। আর এই সময় কালটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সময় কাল। সিরিয়ার যুদ্ধ ১২ বছর চলবে। এরপরেই নতুন ফেতনার সৃষ্টি হবে। আর সেটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠা। হাদীসে এসেছে সিরিয়ার যুদ্ধ শুরু হবে কিছু নাবালক বাচ্চাদের জন্য। ২০১১ সালে সিরিয়ার যুদ্ধ শুরু হয় কিছু নাবালক বাচ্চাদের জন্য। বর্তমানে সিরিয়াতে যুদ্ধ বন্ধ আছে। কারণ ১২ বছর পূর্ন হয়েছে। আল্লাহ ভালো জানেন, ২০২৩, ২৪,২৫ সালের মধ্যে বিশেষ করে ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সম্ভাবনা অনেক বেশি। কিয়ামতের ছোট আলামত গুলো সব ঘটেছে। এখন সব বড় আলামত গুলো বাকি। সিরিয়া, তুরস্ক, ইরাক, ফিলিস্তিন, আরব ইত্যাদি দেশ সহ আরো কিছু দেশে ফুরাত নদীর অবস্থান রয়েছে।,,,,,,,,,
ভূমিকম্পের ফলে নদী কিংবা সমুদ্রের নিচে চাপের সৃষ্টি হয়। এই চাপের ফলে সমুদ্র কিংবা নদীর নিচে পাহাড় কিংবা কোনো ধংস হওয়া শহর থাকে সেটা ভেসে ওঠে। বর্তমানে ফুরাত বা ইউফ্রেটিস নদীর পানি শুকিয়ে যাচ্ছে। ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে ওঠার সম্ভাবনা অনেক বেশি। কিতাবুল ফিতানের কিছু হাদীস আছে। সেগুলো পড়লে একটা সময় কাল বোঝা যায়। আর এই সময় কালটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সময় কাল। সিরিয়ার যুদ্ধ ১২ বছর চলবে। এরপরেই নতুন ফেতনার সৃষ্টি হবে। আর সেটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠা। হাদীসে এসেছে সিরিয়ার যুদ্ধ শুরু হবে কিছু নাবালক বাচ্চাদের জন্য। ২০১১ সালে সিরিয়ার যুদ্ধ শুরু হয় কিছু নাবালক বাচ্চাদের জন্য। বর্তমানে সিরিয়াতে যুদ্ধ বন্ধ আছে। কারণ ১২ বছর পূর্ন হয়েছে। আল্লাহ ভালো জানেন, ২০২৩, ২৪,২৫ সালের মধ্যে বিশেষ করে ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সম্ভাবনা অনেক বেশি। কিয়ামতের ছোট আলামত গুলো সব ঘটেছে। এখন সব বড় আলামত গুলো বাকি। সিরিয়া, তুরস্ক, ইরাক, ফিলিস্তিন, আরব ইত্যাদি দেশ সহ আরো কিছু দেশে ফুরাত নদীর অবস্থান রয়েছে।,,,,,,,,,,,,
ভূমিকম্পের ফলে নদী কিংবা সমুদ্রের নিচে চাপের সৃষ্টি হয়। এই চাপের ফলে সমুদ্র কিংবা নদীর নিচে পাহাড় কিংবা কোনো ধংস হওয়া শহর থাকে সেটা ভেসে ওঠে। বর্তমানে ফুরাত বা ইউফ্রেটিস নদীর পানি শুকিয়ে যাচ্ছে। ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে ওঠার সম্ভাবনা অনেক বেশি। কিতাবুল ফিতানের কিছু হাদীস আছে। সেগুলো পড়লে একটা সময় কাল বোঝা যায়। আর এই সময় কালটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সময় কাল। সিরিয়ার যুদ্ধ ১২ বছর চলবে। এরপরেই নতুন ফেতনার সৃষ্টি হবে। আর সেটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠা। হাদীসে এসেছে সিরিয়ার যুদ্ধ শুরু হবে কিছু নাবালক বাচ্চাদের জন্য। ২০১১ সালে সিরিয়ার যুদ্ধ শুরু হয় কিছু নাবালক বাচ্চাদের জন্য। বর্তমানে সিরিয়াতে যুদ্ধ বন্ধ আছে। কারণ ১২ বছর পূর্ন হয়েছে। আল্লাহ ভালো জানেন, ২০২৩, ২৪,২৫ সালের মধ্যে বিশেষ করে ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সম্ভাবনা অনেক বেশি। কিয়ামতের ছোট আলামত গুলো সব ঘটেছে। এখন সব বড় আলামত গুলো বাকি। সিরিয়া, তুরস্ক, ইরাক, ফিলিস্তিন, আরব ইত্যাদি দেশ সহ আরো কিছু দেশে ফুরাত নদীর অবস্থান রয়েছে।,,,,,,,,,
Assalamu alikum brother, apnar sob gulo vedio gulo ami protidin raat a tahjud namaz por suni , apnar voice through te mone hoi ami direct Allah r sathe connect hoye jai ❤️ ami chai bhai apni aro vedio apnar voice a upload korun , ami apnar voice a sirah 10 protidin raat a suni Mashallah bhai apni aro hajaro bochor beche thakun , dua kori
ভূমিকম্পের ফলে নদী কিংবা সমুদ্রের নিচে চাপের সৃষ্টি হয়। এই চাপের ফলে সমুদ্র কিংবা নদীর নিচে পাহাড় কিংবা কোনো ধংস হওয়া শহর থাকে সেটা ভেসে ওঠে। বর্তমানে ফুরাত বা ইউফ্রেটিস নদীর পানি শুকিয়ে যাচ্ছে। ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে ওঠার সম্ভাবনা অনেক বেশি। কিতাবুল ফিতানের কিছু হাদীস আছে। সেগুলো পড়লে একটা সময় কাল বোঝা যায়। আর এই সময় কালটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সময় কাল। সিরিয়ার যুদ্ধ ১২ বছর চলবে। এরপরেই নতুন ফেতনার সৃষ্টি হবে। আর সেটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠা। হাদীসে এসেছে সিরিয়ার যুদ্ধ শুরু হবে কিছু নাবালক বাচ্চাদের জন্য। ২০১১ সালে সিরিয়ার যুদ্ধ শুরু হয় কিছু নাবালক বাচ্চাদের জন্য। বর্তমানে সিরিয়াতে যুদ্ধ বন্ধ আছে। কারণ ১২ বছর পূর্ন হয়েছে। আল্লাহ ভালো জানেন, ২০২৩, ২৪,২৫ সালের মধ্যে বিশেষ করে ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সম্ভাবনা অনেক বেশি। কিয়ামতের ছোট আলামত গুলো সব ঘটেছে। এখন সব বড় আলামত গুলো বাকি। সিরিয়া, তুরস্ক, ইরাক, ফিলিস্তিন, আরব ইত্যাদি দেশ সহ আরো কিছু দেশে ফুরাত নদীর অবস্থান রয়েছে।,,,,,,,,,
সুকরান জাযাকাল্লাহ। আমি এই ব্যাপার টা সবসময় চিন্তা করতাম। আল্লাহ মানুষকে কষ্ট দেয় কেনো? এমন অনেক প্রশ্ন আমি করি! কিন্তু কখনো কাউকে জিজ্ঞেস করতে পারিনা। আজকে একটা প্রশ্নের উত্তর পেলাম আলহামদুলিল্লাহ
আপনার এই ভিডিও থেকে শিক্ষা নিলাম প্রতি রাতে সূরা মূলক তিলাওয়াত করা উচিত। ইং শা আল্লহ আমি চেষ্টা করবো। আল্লাহ সেই তৌফিক আমাকে সহ সবাইকে এই আমল টা করার তৌফিক দান করুক।
মাশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেদেন সঠিক পদ প্রদর্শন করুন।
বরাবরের মতোই চমৎকার। আবারো দোয়া করি আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন।
আপনার প্রতিটি কথা উত্তম ভাবে বাছাই করা এবং প্রতিটি ঘটনা থেকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সুন্দর শিক্ষা আমাদের সামনে উপস্থাপন করার জন্য আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি।
আলহামদুলিল্লাহ, ভাই আপনার বক্তব্য যখন শুনি ইমান, ও আল্লাহর প্রতি ভালোবাসা বেরে যায়। আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুক।
Ameen
ভাইজান আপনি এতো সুন্দর করে কথাগুলো বলেন কিভাবে আর এত সুন্দর করে কথাগুলো বুঝেন কিভাবে আর আমাদের বুঝান কিভাবে ?
সত্যি আল্লাহ আপনাকে বলার এবং বুঝানোর খুব সুন্দর জ্ঞান দিয়েছেন মাশাল্লাহ
আপনার জন্য দোয়া থাকলো সর্বদা ভালো থাকুন আল্লাহ আপনাকে ঊত্তম ভাবে চলার তৌফিক দান করুক
আমিন
কি সুন্দর উপস্থাপনা মাশাআল্লাহ। স্বর্গীয় কন্ঠ।
গ্রহ নক্ষত্র নিয়ে যা বলছেন সেই দৃশ্য ও কথাগুলো দ্বারা ইমান টা আরও মজবুত হয়ে গেলো
আপনি এতো দিন কই ছিলেন,,আপনার সুমধুর কন্ঠে ইসলামিক কথা শুনি না, 😢
ভালো লাগলো যে আপনি আছেন,,
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ কেউ যদি, 🕋 "সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহী" 🕋 পাঠ করে তবে তার জন্য জান্নাতে একটি খেজুর চারা লাগানো হয়। (তিরমিজি- ৩৪৬৪)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি (রা.)-কে বলেন-
◉ তুমি ১০০ বার ‘সুবহানাল্লাহ’ বলবে, এটি তোমার পক্ষে ইসমাইল (আ.)-এর বংশের ১০০ ক্রীতদাস মুক্ত করার সমতুল্য হবে;
◉ তুমি ১০০ বার ‘আলহামদুলিল্লাহ্’ বলবে, এটি তোমার পক্ষে আল্লাহর রাস্তায় যু[দ্ধে]র জন্য ১০০ টি সাজানো ঘোড়ায় মু[জা]হিদ প্রেরণের সমতুল্য হবে;
◉ তুমি ১০০ বার ‘আল্লাহু আকবার’ বলবে, এটি তোমার পক্ষ থেকে ১০০টি মাকবুল (কবুলকৃত) উট কুরবানির সমতুল্য হবে;
◉ তুমি ১০০ বার ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলবে, এত সওয়াব পাবে, যার ফলে আসমান ও যমিন পূর্ণ হয়ে যাবে। [শায়খ আলবানি, সহিহুত তারগিব: ১৫৫৩;
সুবহানআল্লাহ।
মাশআল্লাহ।হুযুর আপনার প্রত্যেকটা ভিডিও আমি শুনি অনেক ভালো লাগে এবং আপনার কোন Contact details পেতে পারি
Mashallah Subhanallah
P😊p
আল্লাহ যাকে ইচ্ছে তওবা করার তাওফিক দিয়ে ক্ষমা করবেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।
আল্লাহ পাক সকলকেই বেহেশত নসিব করুক এই দোয়া কামনা করছি 😍😍😍
মাশাল্লাহ কন্ঠ শুনা র পর কেমন জানি অদ্ভুত ভালো লাগা কাজ করে।জাজাকাল্লাহ খাইরান।
ভূমিকম্প নিয়ে একটি ভিডিওর অপেক্ষায় ছিলাম। জাযাকাল্লাহ 🖤
মুগ্ধ হয়ে শুনে গেলাম, অসাধারণ 👏👏....!
সুরা নিসা আয়াত নং ১১৬
﴿ إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَاءُ ۚ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا ﴾
নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে তাঁর সাথে কাউকে শরীক করে। এছাড়া যাকে ইচ্ছা, ক্ষমা করেন। যে আল্লাহর সাথে শরীক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয়।
হে আল্লাহ আমরা সবাই যেন সঠিক পথে চলতে পারি যতদিন পৃথিবীতে বেঁচে থাকি।
আপনার ভিডিও গুলোর অপেক্ষায় থাকি।ভিডিও গুলো দেখলে মনখারাপী ভাবটা অনেকাংশে কমে যায়।আলহামদুলিল্লাহ।
খুব সুন্দর তথ্যবহুল উপস্থাপন।
জাযাকাল্লাহ।
আপনার প্রতিটা নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকি, প্রিয় শায়েখ
আল্লাহর জন্য আপনাদের ভালোবাসি💝💝💝
আপনার কন্ঠে আল্লাহ বারাকা দান করুন। এটা না শুনলে কেমন যানি বিরহে ভুগতে থাকি।
Sm
উস্তাদ 🥺 আমার জীবনের প্রতিটা মনভাঙার সময় গোলোতে আপনার এই কণ্ঠটা যেন আমাকে আবারও ঘোরে দাঁড়াতে বলে 🥺❤️🩹 উস্তাদ কখনো আপনাকে দেখিনি জানিনা আপনি কে!
তার পরও একটা মানুষের কণ্ঠ শুনে কেন তাকে এত আপন মনে হয়! ❤️🩹 মনে হয় যেন ডেন সে খুব চেনা এত কাছের একজন মানুষ যাকে ছারা থাকা কিনা অসম্ভব 🥺❤️🩹
আমাদের এই ভালোবাসা আল্লাহর জন্য দেখেই বোধয় আমার রব এক অদৃশ্য মমতা ভালোবাসা তৈরি করে দিয়েছেন 🥺❤️🩹 ওয়াল্লাহি উস্তাদ আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি শুধু মাত্র আল্লাহর জন্য ❤️🩹 আর এই ভালোবাসার জন্যই আমরা একদিন রবের আরশের নিচে থাকব ইন শা আল্লাহ 🥺
তার পর এই দীর্ঘ সফর পারি দেয়ার আমরা মিলিত হব রবের জান্নাতে 🥺❤️🩹 বলব আমার মনে আপনাকে বলা সকল ব্যাথ্যা, সকল ইচ্ছা, মনের গহিনে জমে থাকা সকল গল্প 🥺❤️🩹 আমি রাসুল (ﷺ) কে বলব ইয়া হবিবআল্লাহ (ﷺ) জানেন আপনি জানি বলেছিলেন যে দুনিয়া যে ব্যাক্তি যাকে ভালোবাসবে সে ব্যাক্তি তার সাথে জান্নাতে থাকবে 🥰 নবিগ আমার আমার এই উস্তাদকে (আপনাকে) দুনিয়াতে ভালোবেসেছিলাম শুধু মাত্র আল্লাহর জন্য ❤️🩹🥺 তাই আমরা আজকে রবের জান্নাতে আপনার সাথে 🥺
হে আল্লাহ!!
আমাদের সকল কে তোমার রহমের চাদরে আবৃত করে রাখো
মা শা আল্লাহ
প্রিয় ভাই!!!
আমীন
আল্লাহ তুমি দ্রুত সুস্থতা দান করুন সবাইকে আমিন।
আলহামদুলিল্লাহ অবশেষে পেলাম আপনাদের ভিডিও দোয়া রইল টিম বাসিরার জন্য
"পানি খাওয়ার সুন্নত ৬টি
১.বিসমিল্লাহ বলা।
২.পানি দেখে খাওয়া।
৩.বসে খাওয়া।
৪.ডান হাতে খাওয়া।
৫.তিন শ্বাসে খাওয়া।
৬.শেষে অালহামদুল্লিাহ বলা।
ভাই বোন -সকলে অামল করি এবং অন্যদের মাঝে শেয়ার করবেন।
বরকত পাবেন ইংশাঅল্লাহ।
প্রিয় ভাই, অনেকদিন পর আপনার কণ্ঠ কানে আসছে🌸💚
❤️Baseera❤️ মানেই নতুন কিছু জানতে পারা, নতুন করে নিজেকে গুছিয়ে নেওয়ার অনুপ্রেরণা পাওয়া 😊
আস্ সালামু আলাইকুম। মহান আল্লাহ্ আপনার কন্ঠ এতটা সুন্দর করেছেন, আপনি দাওয়ার কাজ আরো বেশি করে করেন। আপনার বোঝানোর ক্ষমতা অসাধারন। মাশআল্লাহ্।
ভূমিকম্পের ফলে নদী কিংবা সমুদ্রের নিচে চাপের সৃষ্টি হয়। এই চাপের ফলে সমুদ্র কিংবা নদীর নিচে পাহাড় কিংবা কোনো ধংস হওয়া শহর থাকে সেটা ভেসে ওঠে। বর্তমানে ফুরাত বা ইউফ্রেটিস নদীর পানি শুকিয়ে যাচ্ছে। ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে ওঠার সম্ভাবনা অনেক বেশি। কিতাবুল ফিতানের কিছু হাদীস আছে। সেগুলো পড়লে একটা সময় কাল বোঝা যায়। আর এই সময় কালটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সময় কাল। সিরিয়ার যুদ্ধ ১২ বছর চলবে। এরপরেই নতুন ফেতনার সৃষ্টি হবে। আর সেটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠা। হাদীসে এসেছে সিরিয়ার যুদ্ধ শুরু হবে কিছু নাবালক বাচ্চাদের জন্য। ২০১১ সালে সিরিয়ার যুদ্ধ শুরু হয় কিছু নাবালক বাচ্চাদের জন্য। বর্তমানে সিরিয়াতে যুদ্ধ বন্ধ আছে। কারণ ১২ বছর পূর্ন হয়েছে। আল্লাহ ভালো জানেন, ২০২৩, ২৪,২৫ সালের মধ্যে বিশেষ করে ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সম্ভাবনা অনেক বেশি। কিয়ামতের ছোট আলামত গুলো সব ঘটেছে। এখন সব বড় আলামত গুলো বাকি। সিরিয়া, তুরস্ক, ইরাক, ফিলিস্তিন, আরব ইত্যাদি দেশ সহ আরো কিছু দেশে ফুরাত নদীর অবস্থান রয়েছে।,,,,,,,,,,,
আপনার সুরের মধ্যে আমি কিছু খুজে পাই🖤
প্রিয় ভাই আপনার ভিডিও শুনার জন্য অদিক আগ্রোহে থাকি
অনেক সুন্দর আলোচনা। হে আল্লাহ আমরা যেন আমল করতে পারি।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ভূমিকম্পের নিহত সকল মুসলিমের রুহের মাগফিরাত কামনা করছি, আমিন।
প্রিয় ভাই আল্লাহর জন্য আপনেকে ভালোবাসি ইনশাআল্লাহ আসা করি আল্লাহর রহমতে আগামী রমজান মাসের
ছোটো ছোটো আমলের ভিডিও সিরিজ দিবেন ইনশাআল্লাহ
ইসলামিক জ্ঞানের কথাগুলো যখন শুনি, তখন মস্তিষ্ক টা শীতল হয়ে যায়। ☝️🕋🥲🤲💯💯💯
আলহামদুলিল্লাহ প্রিয় শায়খ প্রিয় কন্ঠ মাশা আল্লাহ
আল্লাহ তাআলা আপনাকে সন্মানিত করুন আমিন
Alhamdulillah for everything. ❤️
ইনশাআল্লাহ আল্লাহ যেনো সুরা মুলক আমল করার তাওফিক দান করুন আমিন।
আসসালামু আলাইকুম, ভাই জাজাকাল্লাহ খাইরান, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, আরো বেশী দীনের কাজ করার তৌফিক দিন!
সংখ্যাটা এখন 40000 হাজার এর উপরে। গত সপ্তাহে আফগানিস্তানে ভুমিকম্প হয়েছে গত রাতে ইন্দোনেশিয়ায় 6.1 মাত্রায় ভুমিকম্প হয়েছে। আল্লাহ আমাদের মাফ করে দিক।
বাস্তবতার সাথে মিলিয়ে খুবই তথ্যবহুল আখেরাত রিমাইন্ডার।
মাসাআল্লাহ অনেক সুন্দর বিশ্লেষণ
জাজাকাআল্লাহ খায়ের
আসসালামু আলাইকুম ভাই শায়েক.... আল্লাহ্ আপনাকে দুনিয়া ও আখেরাতের সব নিয়ামত
দান। করুন🤲 এত সুন্দর বর্ণনা
মাশাল্লাহ্ ❤ Canada এখন
সন্ধা প্রায় দোয়া কবুলের সময়
আমাদের দোয়া আল্লাহ্ কবুল করন যেন আমরা মুমিন হয়ে মৃত্যু
করতে পারি 🤲😪 আমার মন টা
ভালো নেই দোয়া করবেন।
গগেেজুেহগগহ
মগৃমউ
Mash-ALLAH Apnar Voice Shunle Mon Valo Hoye Jay Prio Vaia🖤
ভূমিকম্পের ফলে নদী কিংবা সমুদ্রের নিচে চাপের সৃষ্টি হয়। এই চাপের ফলে সমুদ্র কিংবা নদীর নিচে পাহাড় কিংবা কোনো ধংস হওয়া শহর থাকে সেটা ভেসে ওঠে। বর্তমানে ফুরাত বা ইউফ্রেটিস নদীর পানি শুকিয়ে যাচ্ছে। ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে ওঠার সম্ভাবনা অনেক বেশি। কিতাবুল ফিতানের কিছু হাদীস আছে। সেগুলো পড়লে একটা সময় কাল বোঝা যায়। আর এই সময় কালটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সময় কাল। সিরিয়ার যুদ্ধ ১২ বছর চলবে। এরপরেই নতুন ফেতনার সৃষ্টি হবে। আর সেটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠা। হাদীসে এসেছে সিরিয়ার যুদ্ধ শুরু হবে কিছু নাবালক বাচ্চাদের জন্য। ২০১১ সালে সিরিয়ার যুদ্ধ শুরু হয় কিছু নাবালক বাচ্চাদের জন্য। বর্তমানে সিরিয়াতে যুদ্ধ বন্ধ আছে। কারণ ১২ বছর পূর্ন হয়েছে। আল্লাহ ভালো জানেন, ২০২৩, ২৪,২৫ সালের মধ্যে বিশেষ করে ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সম্ভাবনা অনেক বেশি। কিয়ামতের ছোট আলামত গুলো সব ঘটেছে। এখন সব বড় আলামত গুলো বাকি। সিরিয়া, তুরস্ক, ইরাক, ফিলিস্তিন, আরব ইত্যাদি দেশ সহ আরো কিছু দেশে ফুরাত নদীর অবস্থান রয়েছে।,,,,,,,,,,,
প্রতি রাতে চেস্টা করি সুরা মূলক তিলাওয়াত করা।আলহামদুলিল্লাহ
লাভ হচ্ছে?
@@anonymoussoul3343 লাভ লস বুঝিনা সোওয়াবের আশায় পরি বাকিটা রাববুল আল আমিন জানেন।
Basera ভিডিও পেয়ে কি যে ভালো লাগতেছে বলার বাহিরে 🖤
আল্লাহুম্মা আমিন। তুর্কি ও সিরিয়াবাসিদের আল্লাহ্ হেফাজত করুন।
সেই সাথে আল্লাহ্পাক আমাদের সবাইকে বিগত দিনের সমস্ত জানা অজানা গুনাহ্ ক্ষমা করে দিন, আমাদের তওবা কবুল করুন এবং আমাদের সবাইকে ওনার রহমতের ছায়াতলে আশ্রয় দান করুন ও প্রকৃত ঈমানদার হিসেবে মৃত্যু বরণ করার তওফিক দান করুন, আমিন।
আমীন ইয়া রাব্বাল আলামীন!
সাহাবীদের জীবনি গুলোদিলে খুব খুশি হতাম 😊
playlist a gele peye jaben
সুবাহানআল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার❤❤
"কিয়ামতের দিন মুমিনের ছায়া হবে তার দান।"
তিরমিযী
ALHAMDULILLAH...Hujur. ..Magnificent speech and advise. ..☝💞💐
আমি আপনাকে ভালোবাসি আল্লাহ জন্য প্রিয় ভাই
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার আলোচনা খুবই গুরুত্বপূর্ণ.. 🌺🥀🌼💗💕💕💕
জাযাকাল্লাহু খয়রণ।
হে আল্লাহ আপনি আমাদের তূর্কী ও সিরিয়ার ভাই বোনদের হেফাজত করুন,,ও জান্নাতুল ফেরদৌসের নছিব করুন আমিন
Ameen.... Mon pran prosanto hoa gelo boktobbo ta sune
সুন্দর আলোচনা।
আসসালামু আলাইকুম,
আপনি আর ভিডিও আপলোড করেন না কেনো? আমি প্রায় আসি আপনার চ্যানেল এ ভিডিওর জন্য। অনেক শিক্ষা নিতে পারি আপনার ভিডিও থেকে, আমি ইন্ডিয়ান তাই এইখানে দ্বীন শিক্ষা খুব খারাপ, আপনাদের থেকে কিছু শিখতে পারি। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক 🌸🌺
আপনার কন্ঠের আওয়াজ শুনলে মনের ভিতর প্রশান্তি কাজ করে
রসূলুল্লাহ ( ﷺ) বলেছেনঃ
❝কোন ব্যক্তি অপর ব্যক্তিকে ফা'সিক বা পাপী বলে অপবাদ দেবে না! এবং অবিশ্বাসী বলেও দুর্নাম করবে না! যদি উদ্দিষ্ট ব্যক্তি এরূপ না হয়, তবে তার প্রদত্ত অপবাদ তার দিকেই প্রত্যাবর্তন করবে❞
____(মিশকাতুল মাসাবীহঃ-৪৮১৬)____
ভাইয়া ক্যারিয়ার নিয়ে একটা ভিডিও বানান।আমার পরিবার আমাকে ক্যারিয়ার নিয়ে চাপ দেই।লাইফে কি ক্যারিয়ার ই সব?আমি ৫ ওয়াক্ত ই নামাজ পড়ি।মাঝেমধ্যে ১ /২ ওয়াক্ত ছুটে যায়।শুধু আমার বাবা - মা য় নাহ প্রায় সব বাবা-মা তার সন্তান কে ক্যারিয়ার পিছনে ছুটতে ধাবিত করতেছে।কিন্তু এত ধন সম্পদ, টাকা দিয়ে কি হবে?আমরা এখন শেষ জমানায় আছি।আমি চাই এমন ১ টা ভিডিও বানান যেটা পৃথিবীর সকল পিতামাতা তার সন্তান কে ক্যারিয়ার এর পিছনে না ছুটে আল্লাহর পথে ছুটতে তাগিদ করবে।এখন আমার মতো সব যুবকের একটাই চিন্তা ক্যারিয়ার গড়া।
অনেকে এটা ভেবেই ডিপ্রেশনে চলে যায়।আমিও তার মধ্যে একজন😭।
সবচেয়ে সুন্দর একটা কথা বলেছেন ভাই আপনার মত আমারও একই সমস্যায় পড়ে আছি আমি
আল্লাহ আমাদের হেফাজত করুক।
আল্লাহর জন্যে অনেক ভালবাসি ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
অপেক্ষায় থাকি প্রিয় ভাই, আল্লাহর কাছে আপনার সুস্থতা কামনা করি।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ! 🤲🖤
মাশাল্লাহ সময় উপযোগী উওম নসিহাহ এগুলোই। 🤲
ভূমিকম্পের ফলে নদী কিংবা সমুদ্রের নিচে চাপের সৃষ্টি হয়। এই চাপের ফলে সমুদ্র কিংবা নদীর নিচে পাহাড় কিংবা কোনো ধংস হওয়া শহর থাকে সেটা ভেসে ওঠে। বর্তমানে ফুরাত বা ইউফ্রেটিস নদীর পানি শুকিয়ে যাচ্ছে। ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে ওঠার সম্ভাবনা অনেক বেশি। কিতাবুল ফিতানের কিছু হাদীস আছে। সেগুলো পড়লে একটা সময় কাল বোঝা যায়। আর এই সময় কালটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সময় কাল। সিরিয়ার যুদ্ধ ১২ বছর চলবে। এরপরেই নতুন ফেতনার সৃষ্টি হবে। আর সেটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠা। হাদীসে এসেছে সিরিয়ার যুদ্ধ শুরু হবে কিছু নাবালক বাচ্চাদের জন্য। ২০১১ সালে সিরিয়ার যুদ্ধ শুরু হয় কিছু নাবালক বাচ্চাদের জন্য। বর্তমানে সিরিয়াতে যুদ্ধ বন্ধ আছে। কারণ ১২ বছর পূর্ন হয়েছে। আল্লাহ ভালো জানেন, ২০২৩, ২৪,২৫ সালের মধ্যে বিশেষ করে ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সম্ভাবনা অনেক বেশি। কিয়ামতের ছোট আলামত গুলো সব ঘটেছে। এখন সব বড় আলামত গুলো বাকি। সিরিয়া, তুরস্ক, ইরাক, ফিলিস্তিন, আরব ইত্যাদি দেশ সহ আরো কিছু দেশে ফুরাত নদীর অবস্থান রয়েছে।,,,,,,,,,,,,
হে আল্লাহ তুমি রহমানির রহিম না জেনে না বুঝে অনেক পাপ করেছি আমাদের সবার গুনাহ মাফ করে দাও আল্লাহ
আল্লাহ সর্বশক্তিমান ❤
আমিন
মাসাআল্লাহ! অনেক সুন্দর ব্যাখ্যা, ভালো লাগলো ।
Ma sha Allah. Koto sundor kore bujhiye dilen.Apnak Allah nek hayat din.. aro gyan daan korun.
ভূমিকম্পের ফলে নদী কিংবা সমুদ্রের নিচে চাপের সৃষ্টি হয়। এই চাপের ফলে সমুদ্র কিংবা নদীর নিচে পাহাড় কিংবা কোনো ধংস হওয়া শহর থাকে সেটা ভেসে ওঠে। বর্তমানে ফুরাত বা ইউফ্রেটিস নদীর পানি শুকিয়ে যাচ্ছে। ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে ওঠার সম্ভাবনা অনেক বেশি। কিতাবুল ফিতানের কিছু হাদীস আছে। সেগুলো পড়লে একটা সময় কাল বোঝা যায়। আর এই সময় কালটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সময় কাল। সিরিয়ার যুদ্ধ ১২ বছর চলবে। এরপরেই নতুন ফেতনার সৃষ্টি হবে। আর সেটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠা। হাদীসে এসেছে সিরিয়ার যুদ্ধ শুরু হবে কিছু নাবালক বাচ্চাদের জন্য। ২০১১ সালে সিরিয়ার যুদ্ধ শুরু হয় কিছু নাবালক বাচ্চাদের জন্য। বর্তমানে সিরিয়াতে যুদ্ধ বন্ধ আছে। কারণ ১২ বছর পূর্ন হয়েছে। আল্লাহ ভালো জানেন, ২০২৩, ২৪,২৫ সালের মধ্যে বিশেষ করে ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সম্ভাবনা অনেক বেশি। কিয়ামতের ছোট আলামত গুলো সব ঘটেছে। এখন সব বড় আলামত গুলো বাকি। সিরিয়া, তুরস্ক, ইরাক, ফিলিস্তিন, আরব ইত্যাদি দেশ সহ আরো কিছু দেশে ফুরাত নদীর অবস্থান রয়েছে।,,,,,,,,,,,,
আপনার কন্ঠ মিস করি ভাইয়া
আল্লাহ হুম্মা আমিন,যাজাকাল্লাহ❤️💝💞
আমীন ইয়া রাব্বাল আলামীন! ♥️♥️♥️
যে শুধু দুনিয়ার সুখ শান্তি কামনা করে সে তো বোকা।
কারণ, তার জেনে রাখা প্রয়োজন যে, দুনিয়া ও আখেরাতের কল্যাণ আল্লাহরই নিকট রয়েছে।
____ ( সূরা: নিসা, আয়াত: ১৩৪)
জীবন মরণ নয়,,আল্লাহ তাআলা মরণ এবং পড়ে জীবন সৃষ্টি করেছেন
সবাই আমার জন্য দোয়া করবেন আমি পরিবর্তন হতে চাই...
মাসআল্লাহ মন মুগ্ধ করা বয়ান
প্রিয় ভাই, ইদানিং নিয়মিত আপনার ভিডিও পাই না কেন? অধীর আগ্রহে থাকি আপনার ভিডিওর জন্য। মাঝেমধ্যেই চ্যানেলটা ভিজিট করি নতুন ভিডিও পাওয়ার আশায়। কিন্তু হতাশ হয়ে পরে পুরাতন কয়েকটা ভিডিও দেখেই বেরিয়ে আসতে হয় চ্যানেল থেকে। বিশেষ করে কুরানের গুরুত্বপূর্ণ কিছু আয়াত নিয়ে বিশ্লেষণমূলক ভিডিও আশা করি আপনার থেকে।
Allahu Akbar ..... ক্ষমা কর হে আমার প্রতিপালক
ভূমিকম্পের ফলে নদী কিংবা সমুদ্রের নিচে চাপের সৃষ্টি হয়। এই চাপের ফলে সমুদ্র কিংবা নদীর নিচে পাহাড় কিংবা কোনো ধংস হওয়া শহর থাকে সেটা ভেসে ওঠে। বর্তমানে ফুরাত বা ইউফ্রেটিস নদীর পানি শুকিয়ে যাচ্ছে। ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে ওঠার সম্ভাবনা অনেক বেশি। কিতাবুল ফিতানের কিছু হাদীস আছে। সেগুলো পড়লে একটা সময় কাল বোঝা যায়। আর এই সময় কালটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সময় কাল। সিরিয়ার যুদ্ধ ১২ বছর চলবে। এরপরেই নতুন ফেতনার সৃষ্টি হবে। আর সেটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠা। হাদীসে এসেছে সিরিয়ার যুদ্ধ শুরু হবে কিছু নাবালক বাচ্চাদের জন্য। ২০১১ সালে সিরিয়ার যুদ্ধ শুরু হয় কিছু নাবালক বাচ্চাদের জন্য। বর্তমানে সিরিয়াতে যুদ্ধ বন্ধ আছে। কারণ ১২ বছর পূর্ন হয়েছে। আল্লাহ ভালো জানেন, ২০২৩, ২৪,২৫ সালের মধ্যে বিশেষ করে ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সম্ভাবনা অনেক বেশি। কিয়ামতের ছোট আলামত গুলো সব ঘটেছে। এখন সব বড় আলামত গুলো বাকি। সিরিয়া, তুরস্ক, ইরাক, ফিলিস্তিন, আরব ইত্যাদি দেশ সহ আরো কিছু দেশে ফুরাত নদীর অবস্থান রয়েছে।,,,,,,,,,
Heart touching voice👌🖤
Maa shaa Allah
Vai kisu din theke mon ta onk asthir hoyechilo..amar asohai vai.. bon..ma..baba..baccader jonno...apnar kotha gula sune aktu prosanti lagce
Assalamualaikum আমার প্রিয় শায়েখ,আমাদের কি কখনো দুনিয়ার জীবনে দেখা হবেনা-?
-ইন শা আল্লাহ আপনি চাইলেই তো একটা সুযোগ তৈরি করে দিতে পারেন।
ভূমিকম্পের ফলে নদী কিংবা সমুদ্রের নিচে চাপের সৃষ্টি হয়। এই চাপের ফলে সমুদ্র কিংবা নদীর নিচে পাহাড় কিংবা কোনো ধংস হওয়া শহর থাকে সেটা ভেসে ওঠে। বর্তমানে ফুরাত বা ইউফ্রেটিস নদীর পানি শুকিয়ে যাচ্ছে। ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে ওঠার সম্ভাবনা অনেক বেশি। কিতাবুল ফিতানের কিছু হাদীস আছে। সেগুলো পড়লে একটা সময় কাল বোঝা যায়। আর এই সময় কালটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সময় কাল। সিরিয়ার যুদ্ধ ১২ বছর চলবে। এরপরেই নতুন ফেতনার সৃষ্টি হবে। আর সেটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠা। হাদীসে এসেছে সিরিয়ার যুদ্ধ শুরু হবে কিছু নাবালক বাচ্চাদের জন্য। ২০১১ সালে সিরিয়ার যুদ্ধ শুরু হয় কিছু নাবালক বাচ্চাদের জন্য। বর্তমানে সিরিয়াতে যুদ্ধ বন্ধ আছে। কারণ ১২ বছর পূর্ন হয়েছে। আল্লাহ ভালো জানেন, ২০২৩, ২৪,২৫ সালের মধ্যে বিশেষ করে ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সম্ভাবনা অনেক বেশি। কিয়ামতের ছোট আলামত গুলো সব ঘটেছে। এখন সব বড় আলামত গুলো বাকি। সিরিয়া, তুরস্ক, ইরাক, ফিলিস্তিন, আরব ইত্যাদি দেশ সহ আরো কিছু দেশে ফুরাত নদীর অবস্থান রয়েছে।,,,,,,,,,,,,
আপনাকে থেকে আমি অনেক কিছু শিখতে পারছি ধন্যবাদ
★.........লা ইলাহা ইল্লাল্লহু মুহাম্মাদুর রসুলুল্লহ সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম.........★
হৃদয়টা বড়ই কঠিন, কিছুতেই পারছি না নরম করতে, ও আল্লাহ হিদায়াত দেও আমাদেরকে তুমি তো (....আল হাদী.. পথ প্রদর্শক)💚💚💚💚
(আর রশীদ...সঠিক পথ প্রদর্শক)💚💚💚💚💚
(আন নূর... পরম আলো)💚💚💚💚
হে মহান আল্লাহ পাক 🤲
আপনি আমাদের ঈমানী মৃত্যু দান করুন আমীন 🤲😥🇧🇩
ভাই,একটা বার আপনি সামনে এসে একটা ভিডিও দিন প্লিজ।
আল্লাহর জন্য অনেক ভালোবাসি আপনাকে।
Masha Allah great upostapona khuboye chomotkar hoyese ageye jan insha'Allah 🌹💯🌹
In na lillah. .May ALLAH Protect them and save them from all danger. .Ameen. .😢😢😢😢☝💞💐
অপেক্ষার অবসান 🖤
খুব গুরুত্বপূর্ণ ❤️❤️❤️❤️
ভূমিকম্পের ফলে নদী কিংবা সমুদ্রের নিচে চাপের সৃষ্টি হয়। এই চাপের ফলে সমুদ্র কিংবা নদীর নিচে পাহাড় কিংবা কোনো ধংস হওয়া শহর থাকে সেটা ভেসে ওঠে। বর্তমানে ফুরাত বা ইউফ্রেটিস নদীর পানি শুকিয়ে যাচ্ছে। ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে ওঠার সম্ভাবনা অনেক বেশি। কিতাবুল ফিতানের কিছু হাদীস আছে। সেগুলো পড়লে একটা সময় কাল বোঝা যায়। আর এই সময় কালটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সময় কাল। সিরিয়ার যুদ্ধ ১২ বছর চলবে। এরপরেই নতুন ফেতনার সৃষ্টি হবে। আর সেটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠা। হাদীসে এসেছে সিরিয়ার যুদ্ধ শুরু হবে কিছু নাবালক বাচ্চাদের জন্য। ২০১১ সালে সিরিয়ার যুদ্ধ শুরু হয় কিছু নাবালক বাচ্চাদের জন্য। বর্তমানে সিরিয়াতে যুদ্ধ বন্ধ আছে। কারণ ১২ বছর পূর্ন হয়েছে। আল্লাহ ভালো জানেন, ২০২৩, ২৪,২৫ সালের মধ্যে বিশেষ করে ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সম্ভাবনা অনেক বেশি। কিয়ামতের ছোট আলামত গুলো সব ঘটেছে। এখন সব বড় আলামত গুলো বাকি। সিরিয়া, তুরস্ক, ইরাক, ফিলিস্তিন, আরব ইত্যাদি দেশ সহ আরো কিছু দেশে ফুরাত নদীর অবস্থান রয়েছে।,,,,,,,,,
Amader o tader pase daranor khomota din rob tara jano bhalo thake r amader bhul gulo khoma kore din.
সপ্তাহে অন্তত পক্ষে একটি সিরাহ আপলোড দিয়েন।
Apnar voice a Allah kotha shunle gan shunte mon chai na 😇😇
Allhamdulillah ❣️
Assalamu alikum brother, apnar sob gulo vedio gulo ami protidin raat a tahjud namaz por suni , apnar voice through te mone hoi ami direct Allah r sathe connect hoye jai ❤️ ami chai bhai apni aro vedio apnar voice a upload korun , ami apnar voice a sirah 10 protidin raat a suni
Mashallah bhai apni aro hajaro bochor beche thakun , dua kori
বরাবরের মতো অসাধারণ ❤
Alhamdulillah Alhamdulillah Alhamdulillah ❤️❤️🌺
ভূমিকম্পের ফলে নদী কিংবা সমুদ্রের নিচে চাপের সৃষ্টি হয়। এই চাপের ফলে সমুদ্র কিংবা নদীর নিচে পাহাড় কিংবা কোনো ধংস হওয়া শহর থাকে সেটা ভেসে ওঠে। বর্তমানে ফুরাত বা ইউফ্রেটিস নদীর পানি শুকিয়ে যাচ্ছে। ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে ওঠার সম্ভাবনা অনেক বেশি। কিতাবুল ফিতানের কিছু হাদীস আছে। সেগুলো পড়লে একটা সময় কাল বোঝা যায়। আর এই সময় কালটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সময় কাল। সিরিয়ার যুদ্ধ ১২ বছর চলবে। এরপরেই নতুন ফেতনার সৃষ্টি হবে। আর সেটা হচ্ছে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠা। হাদীসে এসেছে সিরিয়ার যুদ্ধ শুরু হবে কিছু নাবালক বাচ্চাদের জন্য। ২০১১ সালে সিরিয়ার যুদ্ধ শুরু হয় কিছু নাবালক বাচ্চাদের জন্য। বর্তমানে সিরিয়াতে যুদ্ধ বন্ধ আছে। কারণ ১২ বছর পূর্ন হয়েছে। আল্লাহ ভালো জানেন, ২০২৩, ২৪,২৫ সালের মধ্যে বিশেষ করে ২০২৩ সালে ফুরাতের স্বরনের পাহাড় ভেসে উঠার সম্ভাবনা অনেক বেশি। কিয়ামতের ছোট আলামত গুলো সব ঘটেছে। এখন সব বড় আলামত গুলো বাকি। সিরিয়া, তুরস্ক, ইরাক, ফিলিস্তিন, আরব ইত্যাদি দেশ সহ আরো কিছু দেশে ফুরাত নদীর অবস্থান রয়েছে।,,,,,,,,,
Alhamdulillah Allahuaqbar
Mashaallah ❤️ ❤️
Baseera chenal ke donnobad mon kharap silo priyo ei boktar kontho sune r ei video peye Ami akjon purbasi Mone sochti pelam Salam sir aponake
আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক
ভাই আপনার কণ্ঠে সব বয়ান খুব ভালো লাগে।সব সময় শুনি বিশেষ করে লাউড ইস্পিকারে।