মাইকেল মধুসূদন দত্ত ও রেবেকা : অবিশ্বাস্য দাম্পত্য জীবন / Michael Madhusudan Dutt and Rebecca

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • This video is about 'মাইকেল মধুসূদন দত্ত ও রেবেকা : অবিশ্বাস্য দাম্পত্য জীবন / Michael Madhusudan Dutt and Rebecca : Unbelievable Family Life'.
    I am grateful for the making of this video:
    তথ্যঋণ:
    ১) আশার ছলনে ভুলি
    By গোলাম মুরশিদ
    ২) মহাকবি শ্রী মধুসূদন
    By বিধান দত্ত
    #madhusudandutt #madhusudan #মধুসূদনদত্ত #rebecca

КОМЕНТАРІ • 760

  • @zahid1909
    @zahid1909 Рік тому +7

    ভারী সুন্দর উপস্থাপনা। অভিনন্দন!
    বড় বড় ক্রিয়েটিভ মানুষেরা প্রায়শই সামাজিক আচারের বিবেচনায় অদ্ভুত চরিত্রের হয়ে থাকেন। হাঁ, লর্ড বায়রনও তাঁর সংসার ত্যাগ করেন। একমাত্র মেয়ে Ada-কে চোখে দেখেন নাই। এই আডা, পরবর্তীতে বিজ্ঞান-শিক্ষিত বিদূষী নারী হয়ে উঠেন। বাবার প্রতি তার বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা সত্ত্বেও তিনি বাবার স্নেহবঞ্চিত ছিলেন। Ada-কেই দুনিয়ার প্রথম কম্পিউটার প্রোগ্রামার বলে ধরা হয়। এ এক অসাধারণ অ্যাচিভমেন্ট!
    হাঁ, মাইকেলের মিল আছে, তার আরাধ্য লর্ড বায়নের জীবনীর সাথে।
    (একটা ছোট্ট তথ্যগত ভুল একাধিকবার উল্লেখে ভিডিওটার কিঞ্চিৎ সৌন্দর্যহানি ঘটেছে; তা হলো, ১৮৫৬ এর বদলে ১৯৫৬ উল্লেখ)।

  • @uchchoisroba
    @uchchoisroba Рік тому +37

    কৃতজ্ঞতা,শ্রদ্ধা আর ভালোবাসায় মনটা ভরে উঠলো শ্রদ্ধেয়া রেবেকার জন্য....

    • @niroblove8444
      @niroblove8444 Рік тому +2

      Greatmen always do some mistakes.

    • @suparnamajumdar9126
      @suparnamajumdar9126 9 місяців тому

      ​@@niroblove8444t̤h̤i̤s̤ i̤s̤n̤'̤t̤ a̤ j̤ṳs̤t̤i̤f̤i̤c̤a̤t̤i̤o̤n̤.̤

  • @parvejmosharaf1013
    @parvejmosharaf1013 Рік тому +100

    রেবেকার আত্মমর্যাদা এত বেশিই ছিলো যে সে কখনো মাইকেলের কাছে গিয়ে অনুরোধ করেনি যে ফিরে আসো তার মানে এই না যে রেবেকার ভালোবাসা কমে গিয়েছিলো রেবেকার শুধু বিশ্বাস ছিলো তার ভালোবাসার প্রতি কেননা নি:সন্দেহে রেবেকা একজন অসাধারণ মহিলা।

    • @sultanahammed7491
      @sultanahammed7491 Рік тому

      রেবেকার সাথে এমন বিচ্ছে না হলে হয়ত মাইকেল ব্যাথাতুর হতেন না আর বিয়োগান্তক কবিতাগুলো লিখতেও পারতেন না!

    • @nzabeen
      @nzabeen 2 місяці тому

      ekdom. প্রচন্ড মানসিক চোট পেয়েছিলেন এই রেবেকা। নিজে নীল চোখের সাদা সুন্দরী হয়ে কালা বিলা মধু কে ভালবেসেছিলেন। আর মধু তার সউন্দরয গিলে চারটা সন্তান বানাইয়া দিয়া এই নীল চোখের প্রেম ভুলে গেলেন। অন্য নারী র প্রেমে। কত বড় বেইমানী।

  • @jewelda7595
    @jewelda7595 Рік тому +15

    ঘটনাটি থেকে তারা শিক্ষা গ্রহন করতে পারন। যারা নিজেদের সাজানো গোছানো পারিবারিক জীবন থাকতেও সহমর্মিতায় কারো (ভিন্ন লিংগের) পাশে দাঁড়াতে গিয়ে প্রথম উদ্দেশ্যের পদস্খলন ঘটিয়ে নিজের ও পরিবারের ধ্বংস ডেকে আনতে চান।
    আপনার এই এপিসোডটি খুব ভালো লাগলো। ভালো থাকবেন।

  • @ramaprasadchakraborty764
    @ramaprasadchakraborty764 Рік тому +33

    এত প্রতিভাধর কবির এমন অস্বাভাবিক দ্বন্দ্বময় জীবন যে কেন আসে --- তা' সত‍্যিই পরম আশ্চর্যের !! ধন‍্যবাদ এমন গুরুত্বপূর্ণ তথ‍্যসমৃদ্ধ আলোচনা উপস্থাপন করার জন‍্য ।

    • @sudipmukhopadhyay7529
      @sudipmukhopadhyay7529 Рік тому

      প্রতিভাধর বলেই বোধহয় জীবন এমন দ্বন্দ্বময়। সহজ মসৃণ জীবন-সরণি প্রতিভার জন্য নয়। আধুনিক মানসিকতার প্যাশনেট কবি-শিল্পীদের ক্ষেত্রে একথা আরো বেশি প্রযোজ্য। শিল্পসৃষ্টির প্রবল তাড়নায় সামাজিক বিধিনিষেধকে মান্যতা দিয়ে তাঁরা সবসময় বোধহয় একই ঘাটে জাহাজের নোঙর ফেলে রাখতে পারেন না। যাবতীয় নীতি-নৈতিকতাকে পেছনে ফেলে রেখে প্যাশনের স্রোতে এগিয়ে যাওয়াই তাঁদের ধর্ম হয়ে দাঁড়ায় অনেকসময়। ভালো-মন্দের বিচারের ধার ধারা তাঁদের স্বভাবে থাকে না বহুক্ষেত্রেই।।

    • @subhoghosal7
      @subhoghosal7 Рік тому

      শেলির ও একই কেস। কবির দ্বন্ধ না হলে তার দ্বার কবি হওয়া হয়না। শিল্পী রা ওরম হয়। ছকবাঁধা শিল্প যেমন হয়না তেমন কবিও না।

  • @suraiyaparvin1492
    @suraiyaparvin1492 Рік тому +75

    পৃথিবীর সবাই ছেড়ে গেলেও একটা মা কখনও পারেনা । মা ❤️

  • @md.noorulkarim5542
    @md.noorulkarim5542 Рік тому +10

    সুন্দর বাচনভঙ্গী, সাবলিল উপস্থাপনা, পরিমিত শব্দচয়ন, তথ্যসমৃদ্ধ, আড্ডার আমেজ সবমিলে চমৎকার লাগলো।

  • @MizanMizan-ij9qc
    @MizanMizan-ij9qc Рік тому +16

    আমি আগে ভাবতাম রেবেকা ওনাকে কষ্ট দিয়েছে কিন্তু ভূলটা আমার ভাঙলো ধন্যবাদ স্যার আপনাকে।

  • @slatekhori2419
    @slatekhori2419 Рік тому +8

    এমনই প্রতিভাবান মানব তিনি, নিমেষে আমাদের পরিচিত হিরো কে ভিলেন, ভিলেনকে হিরো বানিয়ে তুলতে পারেন, কত অমূল্য গ্রন্থ তিনি উপহার দিয়ে গেলেন আমাদের.. সেই মানুষটার জীবন এমন.. তাকে জড়িয়ে থাকা মানুষ গুলোর জীবনেও এতটা যন্ত্রণা.. ভাবা যায় না।
    আপনার উপস্থাপনায় কত নতুন কিছু জানতে পারলাম.. অনেক ধন্যবাদ আপনাকে 🙏😊

  • @snandi7540
    @snandi7540 Рік тому +57

    কবি হিসাবে তিনি প্রণম্য, আবার মানুষ হিসেবেও তিনি ঘৃণ্য। মানুষের চরিত্র বোঝা কতো কঠিন!!

    • @saptakchattopadhyay7552
      @saptakchattopadhyay7552 Рік тому

      ওনাকে নিয়ে কথবার্তা বলার অধিকার কী আদৌ আপনার বা আমার আছে? আমাদের আছে কী? আপনি কাকে ঘৃণ্য বলছেন? আপনি নিজে একজন ঘৃণ্য তাই এই দেশের সর্বকালের সেরা খামখেয়ালী আত্মঘাতী প্রতিভা কে অপমান করছেন, কোনোও অধিকার আছে কি?

    • @nasimreza5375
      @nasimreza5375 Рік тому

      Ai altu lok ar kotha sunle itihasha dhogsho hobe

  • @ahsanabdullah8502
    @ahsanabdullah8502 Рік тому +33

    আমি তার জীবনী পড়তে গিয়ে বারবার হতবাক হয়েছি। তার জীবনের শেষ দিকটা চাইলে অনেক সুন্দর হতে পারতো, কিন্তু তার নিজের কিছু ভুলের কারণে শেষ বয়সে এতো বড় প্রতিভাধর হয়েও অভাব অনটনে ধুঁকে ধুঁকে মরতে হয়েছে।
    তিনি তার সাহিত্যের কারণে আসলেই একজন The Great হয়ে আছেন, বাংলার ইতিহাসে।

    • @bazlur-Vancouver
      @bazlur-Vancouver Рік тому +1

      He was a high spender and was like Kazi Nazrul and used to spend money with both hands.

    • @amalachaudhuri9059
      @amalachaudhuri9059 Рік тому

      ​@@bazlur-Vancouvermo
      .😊

    • @sadia3871
      @sadia3871 Рік тому

      Vul na luccha Michael khoci daber jol khete chaicilo 😂😂😂

    • @saptarsi7868
      @saptarsi7868 Рік тому

      Yeah someone who was rejected by the English society so decided to distort Hindu scriptures and humanized ravan

  • @afrozabegum9330
    @afrozabegum9330 Рік тому +5

    অজানা তথ্য জানলাম,, সেলুট জানাই সংগ্রামী রেবেকাকে।।

  • @azbaroj
    @azbaroj Рік тому +147

    সত্যি কথা বলতে কি কেউ যখন নতুন প্রেমে হাবুডুবু খায় তখন পুরাতন প্রেমের কথা ভুলে যায় । আসলে কবি যখন নতুন প্রেমিকার প্রতি আসক্ত হয়ে পড়েন তখন রেবেকার প্রতি হয়তো তার ভালবাসার ছিটেফোটা ও অবশিষ্ট ছিল না । মানুষ প্রকৃতিগতভাবেই এমন , কেউ কবি মহাকবি কিংবা নবেল লরিয়েট হয়ে গেলেও তার প্রকৃতিগত বৈশিষ্ট্য বদলায় না । আমাদের সবার প্রিয় নাট্যকার হুমায়ূন আহমেদের জীবনের দিকে লক্ষ্য করলে এই বিষয়টিই প্রতিফলিত হবে । তার প্রথম ভালোবাসা গুলতেকিনকে বিসর্জন দিয়ে তিনি নতুন প্রেমিকাকে নিয়ে স্বপ্নের বাসর রচনা করেন ।

    • @sultanahammed7491
      @sultanahammed7491 Рік тому

      ভাই, রেবেকাপ্রতি তার ভালোবাসা অবশ্যই ছিলো, শর্মিষ্ঠায় তা ব্যাক্ত করে গেছেন, বিবিধ কবিতা নং ১০০ পড়ে দেখতে পারেন, একই সাথে রিজিয়া, হতাশা পিড়িত হৃদয়ের দুঃখখানি কবিতায়ও তা ফুটে উঠেছে। মাইকেল ধনি লোকের সন্তান হলেও অন্তরে ছিলো অতি মানবিক, অর্ফান রেবেকা মাইকেলকে অসহায় জিবনের একটা ভীত ভেবেছিলেন, মাইকেলও তেমনি অসহায়কে প্রশ্রয় দিয়ে নিজেকে ধন্য মনে করেছিলেন, এদিকে হেনরিয়েটার অসহাত্ব মাইকেলকে বিচলিত করেছিলো তাই তো তাকে ফিরাতে পারেনি, তা না হলে এত বড় মানবিক লোক কিভাবে বিশ্বাসহন্তা হতে পারে! তাও আবার চার চারটা স্নোতুর সন্তান ফেলে আসতে পেরেছিলেন! উত্তরটা হলো কোন ক্ষণে হয়ত মাইকেল রেবেকার কাছ থেকে অহংকারী নিষ্ঠুর আচারণ পেয়েছিলেন, কারণ রেবেকা অর্ফান হলেও ধণাঢ্য ছিলেন তো সম্পদশালিরা কখনো কখনো অহংকারী হয়ে থাকে, হয়ত রেবেকাও এমনটা করে থাকতে পারে! যার কারণে অভিমানি অসহায় মাইকেলের মনে আঘাত লাগাটা স্বাভাবিক ছিলো! রাস্তার কুকুরে কামড় দিলে অতটা কষ্ট লাগে না কিন্তু যদি নিজের পোষাটায় কখনো বৈরীতা করে তখন একটা মানুষে কেমন লাগতে পারে!? এদিকে সমবয়স্কা বিমাতার অত্যাচারে অতিষ্ঠা হেনরিয়েটা মানবিক মাইকেলের কাছে হয়ত প্রশান্তির নীড় খুঁজে পেছিলেন, মাইকেলও এই অসহায়কে ফেলতে পারেনি, যেটা শর্মিষ্টায় ফুটিয়ে তুলে গেছেন।

    • @md.solayman5715
      @md.solayman5715 Рік тому +13

      বাহবা দেয়ার কিছু নেই। কবি সাহিত্যিকদের চরিত্র ফুলের মত পবিত্রই হয়!

    • @arupkarmakar1591
      @arupkarmakar1591 Рік тому +9

      একদম সঠিক বলেছেন।

    • @villageofbangladesh-abdull7884
      @villageofbangladesh-abdull7884 Рік тому +7

      অসাধারণ সুন্দর একটা মন্তব্য

    • @TinTin-ir8wx
      @TinTin-ir8wx Рік тому

      Oita ba osob love na.. bia na.. also valobashar khomota as lover n spouse sobar thake na..

  • @jayasribanerjee2545
    @jayasribanerjee2545 Рік тому +3

    অপূর্ব লাগলো,, লাভ উ রেবেকা , লাভ উ মাইকেল, ❤❤

  • @minakshisinha1186
    @minakshisinha1186 Рік тому +17

    আপনাকে ধন্যবাদ। এবিষয়ে আমি সাপ্তাহিক বর্তমান পত্রিকায় ইতি রেবেকা নামে একটি নিবন্ধ লিখেছিলাম রেটিং পাঠক সাদরে গ্রহণ করেছিলেন। আপনার বক্তব্য র সঙ্গে সহমত। রেবেকা ও তার সন্তান দের সঙ্গে মধু সূদন তে অন্যায় করেছিলেন তার শাস্তি তিনি জীবনে পেয়েছি লেন

  • @asitkumarkhan8529
    @asitkumarkhan8529 Рік тому +8

    প্রণাম নেবেন। আপনার অসাধারণ বক্তব্য শ্রবণ যোগ্য। আমাদের মত সাধারন মানুষ এর বিখ্যাত চরিত্র বিশ্লেষণ সম্ভব নয়। তবে শিক্ষনীয় উপস্থাপনা। কবি প্রতিভা দ্বন্দময়, বৈচিত্র্যময় জীবনের মধ্যে দর্শন এর কোথাও মিল আছে । মহামায়ার স্বরূপ বোঝার চেষ্টা না করলে বিপথগামী হতে হয় ।

  • @md.abdulbasithkhanbasith4968
    @md.abdulbasithkhanbasith4968 Рік тому +3

    I'm very happy to hear the story of Michelle Modusudon datta . Thank you friend for your nice posting .

  • @banglakobitaprovonjon2555
    @banglakobitaprovonjon2555 10 місяців тому

    মাশাল্লাহ
    অপূর্ব
    very unique ,
    খুব ভলো লগলো

  • @IqbalZafor
    @IqbalZafor 11 місяців тому +5

    শ্রদ্ধা জানাই মহিয়সী নারীকে।

  • @a_h_Chowdhury_vlog
    @a_h_Chowdhury_vlog Рік тому +1

    অজানা তথ্য সমৃদ্ধ ভিডিও দেখলাম, জানলাম অনেক কিছু। ধন্যবাদ আপনাকে

  • @motiarrahman6200
    @motiarrahman6200 Рік тому +1

    Onek shundor vabe bujhia jibon kahini bolecen sir...dhonnobad..

  • @snehashisdas7630
    @snehashisdas7630 Рік тому +5

    দারুন তথ্য সমৃদ্ধ উপস্থাপনার জন্য ধন্যবাদ দাদা৷ খুবই হৃদয় বিদারক জীবন উনাদের...

  • @munshiabusayef3981
    @munshiabusayef3981 Рік тому

    স্যার, আপনার তথ্যবহুল সব আলোচনা আমি হৃদয় দিয়ে অনুভব করি। ভিডিওটির শিরোনামে আমি বিস্মিত।

  • @shaheenakter7019
    @shaheenakter7019 Рік тому +180

    খুবই কষ্ট হয় যখন ভাবি সদ্যজাত একটি শিশুপুত্রসহ চার সন্তান ও স্ত্রীকে ত্যাগ করে কবি গোপনে পালিয়ে আসেন কলকাতায়! প্রিয় কবির এমন নৃশংস আচরণ কিছুতেই মেনে নিতে পারি না।

    • @flashBDTutorials
      @flashBDTutorials Рік тому

      কবির এমনই হয়। নারীদেরকে বাস্তবে কবিরা ভোগের বস্তু মনে করে হয়তোবা কলমে প্রকাশ করে রূপসী অথবা অর্ধাঙ্গিনী হিসেবে। নারী সঙ্গ ছাড়া কবিতা হয় না, এটা আমার কথা নয় স্বয়ং কবিগুরু বলে গেছেন। রবীন্দ্রনাথ আরো বড় মাপের লুচ্চা ছিলেন

    • @arupkarmakar1591
      @arupkarmakar1591 Рік тому +11

      আমরা সাধারণ মানুষেরা নিজেদের উপর খুব অজান্তেই অন্যায় করে ফেলি যখন কোনো অসাধারণ প্রতিভাবান মানুষদের নিজেদের আদর্শ , দোষ গুণের উর্ধে মনে করে ফেলি। 😔পরে মেনে নিতে না পেরে ভীষণ কষ্ট পাই।

    • @shaheenakter7019
      @shaheenakter7019 Рік тому +22

      @@arupkarmakar1591,
      কোনো মানুষ দোষের উর্ধ্বে নয় সত্য। তবে দোষ আর বিশ্বাসঘাতকতায় বিস্তর ফারাক।

    • @uzraafira1276
      @uzraafira1276 Рік тому +5

      @@arupkarmakar1591 এর চাইতে বড় কথা হল অসাধারণ মানুষেরা সাধারণ মানুষের দোষগুণ যে তাদের জন্যও দোষগুণ হতে পারে, তা মনে করেন বলে মনে হয় না।

    • @ahmadsuhail5328
      @ahmadsuhail5328 Рік тому

      এরা কাফের। এদের দ্বীন এসব ইনসাফ শিক্ষা দেয় না।

  • @nirenshome1423
    @nirenshome1423 Рік тому +17

    Very much impressed to know the dedicated life of Rebecca , may God bless her immortal soul to rest in peace, please go on publishing such unmourn dedications. With my humble Pranam.

  • @sheakabul33
    @sheakabul33 Рік тому +3

    মাইকেল মধুসূদন দত্তের জীবনের অজানা তথ্য তুলে ধরার জন্য ভাই আমি আবুল হোসাইন বাংলাদেশ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচিছ

  • @santasaha5123
    @santasaha5123 Рік тому +18

    শুনে সমৃদ্ধ হলাম।যে মনে এমন অসামান্য কাব্য সৃষ্টি হয়েছে সেই মনেই এমন বিশ্বাস ঘাতকতা?

  • @jomarothossain3166
    @jomarothossain3166 Рік тому +10

    বাংলাদেশের সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে নিয়মিত দেখি আপনার উপস্থাপনায় অসাধারণ দূর্লভ গল্প। আপনার সুস্থতা কামনা করছি দাদা।

    • @niranjansarkar283
      @niranjansarkar283 Рік тому

      ভাই আমিও উল্লাপাড়ার মন্ডলজানি গ্রামের ছেলে বর্তমানে ভারতের বাসিন্দা তোমার কমেন্ট ভালো laglo✌️

  • @SalmaYeasmin-cb8mc
    @SalmaYeasmin-cb8mc Рік тому +1

    এত চমৎকার আপনার উচ্চারণ, বাচন, কথার ধরণ!! প্রতিটা শব্দ যেন গুনে নেয়া যাবে। অসাধারণ! নিজে কণ্ঠচর্চা একটু আধটু করায় প্রাণিত হলাম!
    ভালোবাসা আর শুভকামনা জানবেন।

    • @thegalposalpo
      @thegalposalpo  Рік тому +2

      না না আমার উচ্চারণ বহুক্ষেত্রে ভুল হয়। তার জন্য লজ্জায় মরে যাই। আমি কন্ঠের চর্চা জীবনে করিনি। বাচিক শিল্পী আমি মোটেও নই। তবু আপনাদের ভালো লেগেছে বলে আমি আনন্দিত, উৎসাহিত।

  • @MasudaKhanamNasrin
    @MasudaKhanamNasrin Рік тому +1

    অনেক কিছু জানতে পারলাম। অনেক ধন্যবাদ । অনেক শুভকামনা রইলো।

  • @amitmondal8237
    @amitmondal8237 Рік тому +23

    মহান ব্যক্তিদের সংসার জীবন এমনই ট্রাজেডি হয়, হয় বিভিন্ন সঙ্গীর প্রতি অথবা সংসারের প্রতি অনীহা...

  • @sankarbose5928
    @sankarbose5928 Рік тому +1

    অসাধারণ অজানা করুন কাহিনি শুনলাম। ধন্যবাদ

  • @rekhamallick5720
    @rekhamallick5720 Рік тому

    Anek অজানা তথ্য জানতে পেরে ভালো লাগলো ,আরও তথ্য সামনে আনবেন ধন্যবাদ আপনাকে ,অজানা তথ্য জানতে পেরে,

  • @JamalUddinBarbhuiya-hx8or
    @JamalUddinBarbhuiya-hx8or 10 місяців тому

    আপনার উপস্থাপনা বিশেষ অভিনন্দনের দাবিদার।

  • @SaifulIslam-xw9tx
    @SaifulIslam-xw9tx Рік тому +4

    অনেক ভাল লাগল। অসংখ্য ধন্যবাদ।

  • @amitavamaji2644
    @amitavamaji2644 Рік тому +16

    Your presentation style with clear pronunciation and good voice is excellent.Content is also unique.

  • @sumiroy4243
    @sumiroy4243 Рік тому +1

    Khub i sommriddhyo holam,karon Michael k nie Bangla cinema dekhechhi...Tate onake thik unfaithful n immoral bole project kora hoyni sukoushole,tai ei tothyo ta pelam... thank you sir...

  • @susobhanbhattacharjee9610
    @susobhanbhattacharjee9610 Рік тому

    Great Video/Presentation about one of the Greatest Personality from Bengal ❤🎉

  • @badshawazed5114
    @badshawazed5114 Рік тому

    চমৎকার উপস্থাপনা। খুব ভালো লাগলো।

  • @MK-qd7vv
    @MK-qd7vv Рік тому +33

    মনুষ্যত্ব না থাকলে আর মানুষ কি? তা সে কবি হোক বা বিজ্ঞানী, শিক্ষিত হোক বা অশিক্ষিত। দয়া, মায়া, ভালোবাসা এবং বিচারবুদ্ধি, মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য গড়ে তোলে।

    • @TinTin-ir8wx
      @TinTin-ir8wx Рік тому

      Manush kumir, hangor na..temni manush goru sagol tiger lion also na..

  • @yunoseali2445
    @yunoseali2445 Рік тому +25

    বড় মানুষের ভুলটাও তো বড় ই হবে তাইনা! ধন্যবাদ আপনাকে।

  • @tchkbty7489
    @tchkbty7489 Рік тому

    Khub e kosto holo puro ghotona ta sune. Kosto holo Rebecca r jonne. Ke ble bideshi nari ra utshrinkhol hoy.. hote pare tobe sobai noy.. aha ki apurbo ak udaharon. ♥️♥️❤️❤️. Tar koster kotha sune sottie chokh diye jol beriye asbar upokrom. Dhonnobad apnake ato sundor bhabe sob tule dhorar jonne. 🙏

  • @asab2076
    @asab2076 Рік тому +1

    অসাধারণ সব তথ্য দিলেন ধন্যবাদ আপনাকে।

  • @দিলীপবিশ্বাসএরগল্প

    ভাল লাগল ধন্যবাদ।

  • @rashedzaman990
    @rashedzaman990 Рік тому +1

    Excellent …. Oshadharon …… apnakay oshesh dhonnobadh.

  • @basudola18
    @basudola18 Рік тому

    কবির শেষ জীবন ও বেদনাদায়ক। খুব ভালো লাগলো।কিছুদিন আগে পড়া "প্রথম আলো" তে বেশ কিছুটা জানা যায

  • @moitrayeebagchi5120
    @moitrayeebagchi5120 Рік тому

    Osadharon, apnar gyaner govirota ,uposthapona khub valo laglo, jibon to amoni hobe, mohapurus , kobi, ki sadharon chhaposa manus.

  • @ashrafislam7356
    @ashrafislam7356 Рік тому +1

    অনেক অনেক ধন্যবাদ। আপনার তথ্যবহুল ভিডিওগুলি ভালো লাগে। ভাই পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম। ❤

  • @shamimunnessa6983
    @shamimunnessa6983 Рік тому

    ভীষণ ই ভালো লেগেছে জেনে।।চমৎকার।। অসাধারণ সব তথ্য।।

  • @thegalposalpo
    @thegalposalpo  Рік тому +61

    ভিডিওতে ভুলবশত ১৯৫৫ ও ১৯৫৬ বলা হয়েছে। ওখানে ১৮৫৫ ও ১৮৫৬ হবে। অনিচ্ছাকৃত ভুলটির জন্য লজ্জিত ও দুঃখিত।

    • @Mumtahinna
      @Mumtahinna Рік тому +1

      He was great no dought, 🎉 when he Love and making affiers with 14 years old Sathagu gril, ie. Hes great misstic, Rebaka She was personelety ledy , and she have over confidenc to her husband Mical Mudushudan Datha.Thank,s to all.🎉🎉

    • @shamimreza8929
      @shamimreza8929 Рік тому

      Maichel Modhushodober chale maye r k kothaie

    • @mamunbhuiyan8298
      @mamunbhuiyan8298 Рік тому

      er kichu ageo arekta son vul chilo

    • @rezwanahmed9939
      @rezwanahmed9939 Рік тому

      Last background music name

    • @wahiduzzamansahin4413
      @wahiduzzamansahin4413 Рік тому

      কবির বংশধর দের বর্তমান অবস্থা কি হেনরির কোনো সন্তান ছিলো কিনা জানানোর জন্য অনুরোধ করছি।

  • @manotoshdey3020
    @manotoshdey3020 Рік тому +6

    Very very informative video! I have been enriched with this. Thanks for the video !

  • @arunsau4718
    @arunsau4718 Рік тому

    অনবদ্য প্রতিবেদন, মাইকেল সম্বন্ধে এই তথ্য জানতে পেরে বিশেষ উপকৃত হলাম

  • @abulkalamazad3055
    @abulkalamazad3055 Рік тому

    অসাধারণ বর্ননা ভঙ্গিতে, অনেক অজানা তথ্য জানতে পেরে ভালো লাগলো।

  • @TUNE-THE-UNIVERSE-
    @TUNE-THE-UNIVERSE- Рік тому +5

    সুন্দর আলোচনা, চমৎকার উপস্থাপনা।
    মাইকেল- রেবেকা।
    ⇒ প্রথম কমেন্ট, যখন view ৮৯।

  • @sankarsstudio1174
    @sankarsstudio1174 Рік тому

    খুব সীমিত কিছু চ্যানেলের মধ্যে আপনার চ্যানেলটা আমি দেখি আমার খুব ভালো লাগে ...আপনার নাম আমার জানা নেই , কিন্তুআপনার উপস্থাপনা খুবই সুন্দর 🙏🙏

  • @md.jalaluddinsarker8310
    @md.jalaluddinsarker8310 Рік тому +2

    দারাজ কন্ঠ অসাধারণ উপস্থাপনা

  • @asokkumarmondal4852
    @asokkumarmondal4852 Рік тому

    আপনার উপস্থাপনা সব সময় খুু সুন্দর ও তথ্য সমৃদ্ধ।ভবিষ্যতে ও তাকিয়ে থাকবো।

  • @mbfb9014
    @mbfb9014 Рік тому +2

    এটি আমার দেখা আপনার প্রথম ভিডিও। বেশ ভালো লেগেছে। প্রাঞ্জল বর্ণনা আর সুন্দর বাচনভঙ্গি। বাংলাদেশ থেকে আপনার আরো ভিডিও দেখার আগ্রহ তৈরি হলো। ভালো থাকবেন।

  • @sultanahammed7491
    @sultanahammed7491 Рік тому +2

    অসাধারণ তথ্যবহুল উপস্থাপনা।

  • @abdulquddus8611
    @abdulquddus8611 9 місяців тому

    Rebekar katha sune khub valo laglo.ekjon atmo morjada somponno manush .

  • @tubludey9007
    @tubludey9007 Рік тому +4

    আপনার উপস্থাপনা শুনে অনেক ভালো লাগে। মনে হয় যেনো ঘটনা গুলো আমাদের চোখের সামনেই ঘটে চলেছে in live.
    এতো সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।❤❤❤আপনার প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।

  • @sunandamukherjee986
    @sunandamukherjee986 Рік тому +9

    Stumbled upon this video quite by chance. Was immediately captivated by the choice of topic and presentation. You have brilliantly scripted both the enigma and the boldness of Dutt's arguable life. Thank you. Subscribed.

  • @IffatAra11
    @IffatAra11 Рік тому +19

    অনেক দুঃখ হলো রেবেকার জন্য।এমন একজন নারী হতে পারাও অনেক সামর্থ্য আর গুনের বিষয়।

  • @bidhandas7636
    @bidhandas7636 Рік тому

    Very powerful and informative presentation. Thank you very much. Best wishes.

  • @pradipsikdar2844
    @pradipsikdar2844 Рік тому +4

    তথ্যবহুল একটি ভিডিও , খুব ভালো লাগলো , সঙ্গে সঙ্গে রেবেকার জন্য খুব কষ্ট অনুভব করলাম / একটি বিশেষ অনুরোধ রইলো , রেবেকার ছেলে মেয়েরার এখন কোথায় থাকেন ? কেমন আছেন ?বড্ডো জানতে ইচ্ছা হয় / তাই অন্য্ একটিতে ভিডিওতে যদি জানান তা হলে ভালো হয় / ধন্যবাদ

  • @AzharHoque-om7nr
    @AzharHoque-om7nr 10 місяців тому

    I congratulating you for giving historical information. Maximum time l watch your upload. Tanks

  • @Bharatiya-Sitaram
    @Bharatiya-Sitaram Рік тому +20

    বিশ্বাসঘাতক কে কোন ভাবে ক্ষমা করতে পারিনা। সেটা ভবিষ্যতেই হয়ে থাকুক বা বর্তমানে হোক 😠😠😡

  • @jayasengupta5632
    @jayasengupta5632 Рік тому +41

    সত্যি,,,, তাঁর জীবনী পড়তে গিয়ে আমি যৌবনে খুবই দুঃখ পেয়েছিলাম রেবেকার জন্য, এখনো কষ্ট হয় রেবেকার জন্য।
    কিন্তু পরিনত বয়সে বুঝেছিলাম
    অত্যন্ত প্রতিভাধর কবি ও সাহিত্যিক, শিল্পীদের, জীবন দশটা-পাঁচটার হিসেব মতো একেবারেই চলে না। বরং যেটা সম্ভব হয় না বাস্তবে, সেই ধরনের ডিসিশন নিতে এরা ভালোবাসেন জীবনকে চ্যালেঞ্জ জানিয়ে,,,

    • @binaysaha2485
      @binaysaha2485 Рік тому +1

      Ami apnar songe ekmot.

    • @binaysaha2485
      @binaysaha2485 Рік тому

      Manus hisebe valo hoye ni ba valo koren ni. Amra tar silpee sotta kaye gurutto dichii ba tar e mullayon korchi. Rebekar jonno obosoye khap lagche. Rebeka hoyto khoma kore diyechilen. Madhusudon hoyoto nijeke er jonno khoma korte paren ni.

    • @mdferdous6545
      @mdferdous6545 Рік тому +1

      hmmmmm

    • @shamimunnessa6983
      @shamimunnessa6983 Рік тому +1

      Yessss. Very true.

    • @sanjaydutta2829
      @sanjaydutta2829 Рік тому

      হয়তো তাই! কিন্তু প্রশ্ন থেকেই যায়। প্রতিভাধর রা কি মনুষত্য হারিয়ে ফেলে? তাদের বিবেক মরে যায়?বুদ্ধি লোপ পায়? সন্তান এবং স্ত্রীর উপর পিতা এবং স্বামীর দায়িত্ব কর্তব্য ভুলে যায়?
      মহান কবি ছিলেন সন্দেহ নেই কিন্তু মহা মানব ছিলেন না।

  • @MoinUddin-ly7nc
    @MoinUddin-ly7nc Рік тому

    খুব ভালো তথ্য সম্বৃদ্ধ পোস্ট ❤।

  • @shampadaripa8855
    @shampadaripa8855 Рік тому

    খুব ভালো লাগলো। কতো অজানা তথ্য জানতে পারলাম। কবির জীবনের কথা আরও বিষদে জানতে চাই।

  • @rabinmakhal5461
    @rabinmakhal5461 Рік тому

    খুব ভালো লাগে আপনার কথা।অজানা কিছু জানতে পারলাম।

  • @jayantimukherjee7813
    @jayantimukherjee7813 Рік тому

    Khub bhalo laglo

  • @TapankumarDas-r9d
    @TapankumarDas-r9d Рік тому

    Bhalo laglo

  • @sourendranathmukherjee1352
    @sourendranathmukherjee1352 Рік тому

    ❤❤❤❤❤ অন্যান্য অসাধারন

  • @benjamingonsalves-do4oh
    @benjamingonsalves-do4oh Рік тому

    Thank you from Philipine ..Cebu City...
    Very valuable video...

  • @alaminu
    @alaminu Рік тому +1

    অসাধারণ, বিস্ময়কর। ধন্যবাদ।

  • @shobujsiddiqui9006
    @shobujsiddiqui9006 11 місяців тому

    অসাধারণ উপস্হাপনা। ধন্যবাদ দাদা।

  • @asira274
    @asira274 Рік тому +3

    মাইকেলের জীবনের সাথে
    ফরাসি দার্শনিক রুশো'র
    জীবনের কিছু মিল খুঁজে পাই।

  • @sukumarnaskar6841
    @sukumarnaskar6841 Рік тому

    Khub bhalo laglo.dhanyabad.

  • @niharbasu6004
    @niharbasu6004 Рік тому

    খুবই মর্মান্তিক কাহিনি। শুনতে শুনতে চোখে জল এসে যায়। সেই সময়ের সমাজ ব্যবস্থা তাঁকে স্বাধীনভাবে বাঁচতে দেয় নি।

    • @umehchakraborty1851
      @umehchakraborty1851 10 місяців тому

      সমাজ কি করেছে সে নিজেই মা বাবা পরিবার, পরিজন দের নিজের আত্মিয় ধরমের সাথে বেইমানি , স্ত্রী ও চারটি শিশুর প্রতি অবিচার করেছে, একটা লম্পট স্বৈরাচারী অমানুষ ছিল, নিজের প্রতি নিজের বিচার ছিল না।আট বছরের দাম্পত্য জীবনে চারটি শিশুর জন্ম দেওয়া এটা কি সুস্থ মানুষের চিন্তা।

  • @MNDAS-iu2kf
    @MNDAS-iu2kf Рік тому

    Your Excellent orating capability made this story more interesting. Waiting for the next.

  • @supriyadas5401
    @supriyadas5401 10 місяців тому

    Great man always indeciplane sus subasboos

  • @dkmdilipmukherjee6789
    @dkmdilipmukherjee6789 Рік тому

    Daroon.Khub sundor presentation.

  • @ahmtamim3
    @ahmtamim3 Рік тому +6

    তিনি একজন বাংলাদেশি কবি । Not only indian. যশোরে তার জন্ম, পিতৃ ভিটা, বাড়ি সবকিছু। অথচ একটি বার উল্লেখ করেননি। 🇧🇩🇧🇩❤️❤️

    • @thegalposalpo
      @thegalposalpo  Рік тому +2

      আসলে আমার বিষয়টি ছিল কবির দাম্পত্য জীবন নিয়ে আলোচনা। সেজন্য যতটা সম্ভব প্রাসঙ্গিক তথ্য দিয়ে ভিডিওটিকে নির্মেদ রাখার চেষ্টা করেছি। সেজন্য আপনার বিষয়গুলি ভিডিওটিতে আসেনি। আসার কথাও নয়।

    • @Cornflower-x2u
      @Cornflower-x2u Рік тому +1

      তিনি যখন জন্মেছিলেন তখন বাংলাদেশ বলে কোনো দেশ ছিলো?

    • @Laxmikantra
      @Laxmikantra Рік тому

      এখন যেটা বাংলাদেশ বলছো অতীতে বাংলাদেশ বলে কিছু ছিল না আর ভবিষ্যতে বাংলাদেশ বলে কোনো দেশ থাকবে বলে মনে হয় না।

  • @mithumondal
    @mithumondal Рік тому +36

    এতটা লম্পট ছিলো জানতাম না বাবা। কি খারাপ লাগছে বাচ্চা গুলো কথা চিন্তা করে 😢

    • @rakhimukerji7937
      @rakhimukerji7937 Рік тому

      HE MARRIED TWICE..The word La.mpat isnot appropriate.

    • @ashutoshmandal9684
      @ashutoshmandal9684 10 місяців тому

      Please madam, avabe bolben na... Manuser psychology visan gavir... Very very tough to control... Rather I should say it is uncomfortable... Don't mind...

    • @oursong4289
      @oursong4289 8 місяців тому

      @@ashutoshmandal9684 obosyoi manusher psychology vishon jotil ebong goveer. Bachcha gulou to manush. Oder katha vabun. Ek joner manoshik osusthota charjoner manoshik oshantir karon hoye uthle katha to shunte hobe.

  • @murad1359
    @murad1359 Рік тому +9

    কবি তাঁর জীবনের প্রথম থেকেই স্বার্থপর দাম্ভিক অহংকারী ছিলেন,

    • @TinTin-ir8wx
      @TinTin-ir8wx Рік тому

      Era valobashte Jane na..I mean manush hisebe arek manush k valobasha, bia, somvob na eder jonno.

  • @kalamandirdigitalarchieveu6059

    Bhalo laglo !!!

  • @sumaakter9579
    @sumaakter9579 Рік тому +62

    কেউ একজন বলেছিলো যে বাইরের মানুষের কাছে মহান খোঁজ নিয়ে দেখো সেই ব্যক্তি পরিবারের মানুষদের কখনো ভালো রাখেনি।

  • @himadridhar6395
    @himadridhar6395 Рік тому

    Great information thank you.

  • @kalidasmandal9683
    @kalidasmandal9683 Рік тому +75

    মধুসূদন প্রথম থেকেই ছিলেন একজন মোহগ্রস্ত মানুষ;যে কারণে তিনি মনুষ্যত্ব বোধকে ও হারাতে দ্বিধা করেননি । বড় কবি ।বাঙ্গলা সাহিত্যে নিঃসেন্দহে তিনি চিরস্মরণীয় ।তবে "সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই" ।

    • @anutapabhattacharya7541
      @anutapabhattacharya7541 Рік тому +5

      পারিবারিক অশান্তি সব সমস‍্যার বীজ।

    • @dnag02
      @dnag02 Рік тому +5

      Uni ki korey chilen jeta ke you call monushshottyo bodh harano? True he was fascinated with English language and Christianity like many educated people from Bengal including the Tagores in those days. Puro hindu jaat ta vogey jeto if Swami Vivekananda had not been born and subsequently Sri Aurobindo.

    • @anutapabhattacharya7541
      @anutapabhattacharya7541 Рік тому

      @@dnag02 চারটে শিশু সন্তানকে জলে ভাসিয়ে তারা কি খাবে কোথায় থাকবে,মরবে কি বাঁচবে না ভেবে যে লোক নিজের স্বার্থ,সুখের কথা ভাবে সে অমানবিক না তো কি?? আট বছরের বিবাহিত জীবনের বিশ্বস্ত সঙ্গিনীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন,একটু মানবিক ভাবে তাঁকে ত‍্যাগ করতে পারতেন!
      তাঁর নিঃস্বার্থ প্রেমের কোনও মর্যাদা দিলেন না!

    • @kalidasmandal9683
      @kalidasmandal9683 Рік тому +30

      @@dnag02 ,স্বজাতি,স্বদেশ,স্বধর্ম, এমনকি পিতা মাতাকে ত্যাগ পর্যন্ত মেনে নেওয়া যায়। ব্যক্তি জীবনে সুখ সমৃদ্ধির জন্য অনেকেই তা করে থাকে। কিন্তু বিয়ে করে যে মহিলার দায়িত্ব নেওয়া হয় এবং যে সব পুত্র কন্যার জন্ম দেওয়া হয়, তাদের কে অসহায় অবস্থায় ত্যাগ করা কোন্ মনুষ্যত্বের পরিচয় প্রদান করে?

    • @dnag02
      @dnag02 Рік тому +3

      @@kalidasmandal9683 thik thik. Ami unar jiboney r puro golpo jaantaam na. I now agree with you 100%.

  • @oniketsoore7772
    @oniketsoore7772 Рік тому +1

    ভালো লাগল আপনার স্পষ্ট, সুন্দর আর অনুপুঙ্খ উপস্থাপনা।

  • @naheedchoudhury1485
    @naheedchoudhury1485 Рік тому

    Thank u so much for your valuable information... From Bangladesh

  • @withtapasiyoutuber1697
    @withtapasiyoutuber1697 Рік тому +18

    অনেক কষ্ট হচ্ছে রেবেকার জন্য 😔

  • @ssaha2749
    @ssaha2749 Рік тому +1

    Very good presentation, thanks a lot

  • @ValobasharRong6
    @ValobasharRong6 10 місяців тому

    এই গল্পটা শুনে আমার স্ত্রীর প্রতি আরো ভালোবাসা ও শ্রদ্ধাবোধ জেগে উঠেছে। আমি পাগলীটাকে খুব ভালোবাসি, ও আমার চেয়ে আরও বেশি আমাকে ভালোবাসে। একজন মেয়ের জীবনে তার স্বামীই তার সবচেয়ে বড় সম্পদ।
    আমি প্রতিজ্ঞা করছি আমার স্ত্রী কে কখনোই ছেড়ে যাবো না💕

  • @TasnimAyra
    @TasnimAyra Рік тому

    Like my friend ❤️ nice 👍 new friend here

  • @chandandebnath7067
    @chandandebnath7067 10 місяців тому

    কবি হিসেবে অসাধারণ ছিলেন কিন্তু মানুষ হিসেবে লম্পট

  • @prasantamukherjee4256
    @prasantamukherjee4256 Рік тому +5

    আপনার আজকের পরিবেশনের বিষয়টি খুব স্পর্শকাতর। মাইকেল এক অসাধারণ প্রতিভার অধিকারী বলে শ্রদ্ধার আসনে বসিয়েও রেবেকার প্রেমকে অবহেলা করা মেনে নিতে পারলাম না। কবির ব্যাক্তিগত জীবনে আর এক মহিলার প্রেম আসতে পারে, এটা সমালোচনা করার কোনো অধিকার নেই। কারণ হেনরিয়েটা কবিকে ভীষণ ভালো বাসতেন এবং কবির জীবনের সব কষ্টকে সমান ভাবে ভাগ করে নিয়েছেন।
    আমার মনে হয় এটাই কবির জীবনের destiny.

    • @sadia3871
      @sadia3871 Рік тому

      Akta narir jibon niye khela korar right kono puruser nei

  • @digbijoychoudhury7140
    @digbijoychoudhury7140 Рік тому

    Really very informative.
    A great poet indeed,but an inhuman Scoundrel of the first class.

  • @ramenpaul1193
    @ramenpaul1193 Рік тому +18

    তিনি তাঁর জগতে মহানতার খেতাব পেয়ে থাকতে পারেন বৈকি।
    কিন্তু মানুষ হিসেবে তিনি অবশ্যই লম্পট চরিত্রের ছিলেন।
    এহেন মানুষটার সঙ্গে আবার বিদ্যাসাগর মহাশয়ের খুব ঘনিষ্ঠতা ছিল।
    কেন ছিল এটাও একটি বৃহৎ প্রশ্ন।
    অনুসন্ধান করলে দেখা যাবে ডাল মে কালা জরুর মিলেগা😂।
    সে যুগ থেকেও আমরা শিক্ষা না নিয়ে,
    এই সমস্ত জগতের লোকেদের আমরা বুদ্ধি জীবী বানিয়ে তাদের ঞ্জান শুনি।
    এরা ধান্দা বাজ ছাড়া কিছুই নয় 🙏

    • @ahritibaivab3007
      @ahritibaivab3007 Рік тому

      Bidyasagar sonmondhe etodineo kichu jokhon sonen ni tokhon sudhu andaj kore 'dal me kala milega' bola uchit noy. Uni Madhusudan er kharap somoye sahajyo korechilen. Orokom aro onek gorib keo sahajyo korechen . Tara Madhusudon noy bole jante para jay na. Bidyasagar sahajyo korar somoy bach bichar korten na. Onar kache mithye bole onek lok sahajyo niye jeto. Uni tadero help korten.