ছাদবাগানে টবে ড্রাগন ফল চাষ পদ্ধতিঃ- আমাদের দেশের আবহাওয়া ড্রাগন ফল চাষের জন্য উপযুক্ত এবং এখন পর্যন্ত পরিক্ষামূলক চাষেও ভালো ফলাফল পাওয়া গেছে। আপনি চাইলে বাড়ির ছাদ বাগানে বড় টবে বা ড্রামে ড্রাগন ফল চাষ করে শখ পুরণ ও পুষ্টি আহরণ দুটোই করতে পারেন। নিম্নে ছাদ বাগানে ড্রাগন ফল চাষ পদ্ধতি বিস্তারিত ভাবে বর্ণনা করা হলো। 🌱চাষের সময়ঃ ড্রাগন ফল সাধারণত সারা বছরেই চাষ করা যায়। এটি মোটামুটি শক্ত প্রজাতির গাছ হওয়ায় প্রায় সব ঋতুতেই চারা রোপন করতে পারেন। তবে ছাদে ড্রাগন ফল চাষ করে ভালো ফলন পেতে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে চারা রোপন করলে আপনি অবশ্যই সুফল পাবেন। 🌱ছাদে চাষের উপযোগী পাত্রঃ আপনার ছাদ বাগানে ড্রাগন ফল চাষ করতে পারেন মাটির টবে বা ড্রামে। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি ২০ ইঞ্চি আকারের ড্রাম বেছে নেন। কারণ এই আকারের ড্রামে চারা ভালোভাবে শিকর ছড়াতে পারবে আর তাতে ফলন অনেক ভালো হবে। 🌱মাটি নির্বাচনঃ ভালো ফলন চাইলে আপনি অবশ্যই উৎকৃষ্ট জৈব পদার্থ সমৃদ্ধ বেলে দোঁআশ মাটিই বাছাই করবেন। 🌱 মাটি প্রস্তুতঃ শুরুতেই আপনাকে বেলে দোআঁশ মাটি সংগ্রহ করে ভালো ভাবে পরিস্কার করে নিতে হবে। তারপর পরিমান মত গোবর, ৫০ গ্রাম পটাশ সার ও ৫০ গ্রাম টি,এস,পি, সার সংগ্রহ করা মাটির সাথে ভালো ভাবে মিশিয়ে নিবেন। সার ও মাটির মিশ্রনে পরিমান মত পানি দিয়ে ভিজিয়ে নিন। এখন আপনার বাছাই করা ড্রামে সকল উপকরণ গুলো ১০ থেকে ১২ দিন রেখে দিন। তারপর ড্রামের মাটি ভালো করে খুন্তি দিয়ে ঝুরঝুরে করে আরো ৪ থেকে ৫ দিন রেখে দিন। মাটি কিছুটা শুষ্ক হয়ে উঠলে ভালো জাতের কাটিং চারা ড্রামে বা পাত্রে রোপন করুন।পরবর্তীতে প্রতিটি গাছের গোড়ায় ১ কেজি হারে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন।যা আপনার গাছের বৃদ্ধি এবং আশানুরূপ ফলন ও ফলের স্বাদ এর ঠিক রেখে। 🌱 সেচ ও পরিচর্যাঃ যদিও ড্রাগন ফল গাছে তেমন একটা রোগ বালাইয়ের আক্রমন হয়না তবে পারিপার্শ্বিক অন্যান্য যত্ন নিয়মিত নিতে হয়। চারা লাগানোর পর ড্রাম টি রোদ যুক্ত স্থানে রাখুন। এটি ক্যাকটাস জাতীয় গাছ বলে চাষে খুব বেশি পানি দিতে হয়না। চারায় পানি দেয়ার সময় লক্ষ্য রাখুন যেন গোড়ায় পানি না জমে। ড্রামের ভিতরের বাড়তি পানি সহজেই বের করে দেবার জন্য ড্রামের নিচের দিকে ৪ থেকে ৫ টি ছিদ্র করে দিন মাটি ভরাট করার পুর্বেই। ড্রাগন গাছের ডালপালা লতার মত হওয়ার কারনে গাছের হালকা বৃদ্ধির সাথে সাথেই খুঁটির সাথে বেঁধে দিবেন এতে করে গাছ সহজেই ঢলে পরবেনা। 🌱 ড্রাগন ফল সংগ্রহঃ ড্রাগন ফলের কাটিং চারা রোপনের ১ বছর থেকে ১৮ মাস বয়সে ফল সংগ্রহ করা যায়। গাছে ফুল ফোঁটার মাত্র ৩৫-৪০ দিনের মধ্যেই ফল খাওয়ার উপযুক্ত হয়। ❤ধন্যবাদ
ভালো teacher. Thanks.
Thank you
What is the perfect month for plantation the plant
Great thinking sir for environment
ছাদবাগানে টবে ড্রাগন ফল চাষ পদ্ধতিঃ-
আমাদের দেশের আবহাওয়া ড্রাগন ফল চাষের জন্য উপযুক্ত এবং এখন পর্যন্ত পরিক্ষামূলক চাষেও ভালো ফলাফল পাওয়া গেছে। আপনি চাইলে বাড়ির ছাদ বাগানে বড় টবে বা ড্রামে ড্রাগন ফল চাষ করে শখ পুরণ ও পুষ্টি আহরণ দুটোই করতে পারেন। নিম্নে ছাদ বাগানে ড্রাগন ফল চাষ পদ্ধতি বিস্তারিত ভাবে বর্ণনা করা হলো।
🌱চাষের সময়ঃ
ড্রাগন ফল সাধারণত সারা বছরেই চাষ করা যায়। এটি মোটামুটি শক্ত প্রজাতির গাছ হওয়ায় প্রায় সব ঋতুতেই চারা রোপন করতে পারেন। তবে ছাদে ড্রাগন ফল চাষ করে ভালো ফলন পেতে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে চারা রোপন করলে আপনি অবশ্যই সুফল পাবেন।
🌱ছাদে চাষের উপযোগী পাত্রঃ
আপনার ছাদ বাগানে ড্রাগন ফল চাষ করতে পারেন মাটির টবে বা ড্রামে। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি ২০ ইঞ্চি আকারের ড্রাম বেছে নেন। কারণ এই আকারের ড্রামে চারা ভালোভাবে শিকর ছড়াতে পারবে আর তাতে ফলন অনেক ভালো হবে।
🌱মাটি নির্বাচনঃ
ভালো ফলন চাইলে আপনি অবশ্যই উৎকৃষ্ট জৈব পদার্থ সমৃদ্ধ বেলে দোঁআশ মাটিই বাছাই করবেন।
🌱 মাটি প্রস্তুতঃ
শুরুতেই আপনাকে বেলে দোআঁশ মাটি সংগ্রহ করে ভালো ভাবে পরিস্কার করে নিতে হবে। তারপর পরিমান মত গোবর, ৫০ গ্রাম পটাশ সার ও ৫০ গ্রাম টি,এস,পি, সার সংগ্রহ করা মাটির সাথে ভালো ভাবে মিশিয়ে নিবেন। সার ও মাটির মিশ্রনে পরিমান মত পানি দিয়ে ভিজিয়ে নিন। এখন আপনার বাছাই করা ড্রামে সকল উপকরণ গুলো ১০ থেকে ১২ দিন রেখে দিন। তারপর ড্রামের মাটি ভালো করে খুন্তি দিয়ে ঝুরঝুরে করে আরো ৪ থেকে ৫ দিন রেখে দিন। মাটি কিছুটা শুষ্ক হয়ে উঠলে ভালো জাতের কাটিং চারা ড্রামে বা পাত্রে রোপন করুন।পরবর্তীতে প্রতিটি গাছের গোড়ায় ১ কেজি হারে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন।যা আপনার গাছের বৃদ্ধি এবং আশানুরূপ ফলন ও ফলের স্বাদ এর ঠিক রেখে।
🌱 সেচ ও পরিচর্যাঃ
যদিও ড্রাগন ফল গাছে তেমন একটা রোগ বালাইয়ের আক্রমন হয়না তবে পারিপার্শ্বিক অন্যান্য যত্ন নিয়মিত নিতে হয়। চারা লাগানোর পর ড্রাম টি রোদ যুক্ত স্থানে রাখুন। এটি ক্যাকটাস জাতীয় গাছ বলে চাষে খুব বেশি পানি দিতে হয়না। চারায় পানি দেয়ার সময় লক্ষ্য রাখুন যেন গোড়ায় পানি না জমে।
ড্রামের ভিতরের বাড়তি পানি সহজেই বের করে দেবার জন্য ড্রামের নিচের দিকে ৪ থেকে ৫ টি ছিদ্র করে দিন মাটি ভরাট করার পুর্বেই। ড্রাগন গাছের ডালপালা লতার মত হওয়ার কারনে গাছের হালকা বৃদ্ধির সাথে সাথেই খুঁটির সাথে বেঁধে দিবেন এতে করে গাছ সহজেই ঢলে পরবেনা।
🌱 ড্রাগন ফল সংগ্রহঃ
ড্রাগন ফলের কাটিং চারা রোপনের ১ বছর থেকে ১৮ মাস বয়সে ফল সংগ্রহ করা যায়। গাছে ফুল ফোঁটার মাত্র ৩৫-৪০ দিনের মধ্যেই ফল খাওয়ার উপযুক্ত হয়।
❤ধন্যবাদ
Bhalo sapling ki Kore pabo. Chad bagan e lagabo
Dada ata kon district bolben
Kivabe training jnno apply krbo?
ট্রেনিং এর সেইভাবে প্রয়োজন নেই, শুধু ব্যাপারটা জেনে নিয়ে চাষ করলেই হবে
।মহাশয়,
নমস্কার জানাই ,সবিনয়ে জানতে চাই ,এই চাষে কি পরাগ মিলন নিজে থেকেই হয়,নাকি হাত দিয়ে করাতে হয়?
Can we get the nursery plants
Dada please bolun Narandra pur training centre theke kibhabe training nebo
Narendrapur ramkrishna mission jojajog korte hobe
Sir kibhabe apnar songe jogajog korbo please bolun
ফলগুলো বিক্রি হবে কোথায়?
বড় বাজারে এই ফলের ব্যাপক চাহিদা
Dragon চারা পাওয়া যাবে স্যার। ঠিকানা দিন। চারা দাম বলবেন।
Ai frut ato dam dea ka kinba ba ar market place kothay aktu janaben ami 2begha lagata chay
Sir,
Ai piller r ring ta kothai pabo, Kono contact ki peoa jabe ?
Dragon fruit kon Season a paoya Jay???????
So nice
Hi koushik ভালো জাতের চারা কোথায় পাবো??? any idea
ড্রাগন ফলের চারা পশ্চিমবঙ্গে (নদিয়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা) পাওয়া যায়। যোগাযোগ করুন: 9239296735
Call korun 7679773753
Future e ei fruit er valo demand hobe..
Sir , এই training center এ training নেওয়ার জন্য কীভাবে যোগযোগ করবো ,বোললে উপকৃত হোতাম।
নরেন্দ্রপুর এগ্রিকালচার সেন্টার এ কি এই চারা পাওয়া যাবে?
চারা পিস কত করে
@@azone6491 এখানে প্রশিক্ষণ দেওয়া হয়, কেনার জন্য নার্সারিতে যোগাযোগ করুন।
@@kaushikpaul6512 Nursery এর নাম যদি বলেন ভালো হয়. আমি তিন একরে ড্রাগন ফলের চাষ করতে চাই.
Where. Market
Please sir send your phone number
80pic chara chai Murshidabad Lalgola
Kothy pabo valo jater chara jodi aktu Bolen
এ সবের চাষ বাংলাদেশে এসে প্রাকটিক্যাল শিখতে হবে
sir er number ta paoa jabe ki..?
তবে অবশ্যই স্প্রে করতে হবে বিশেষ করে ছত্রাক নাশক। আর আমার কাছে কাটিং বা চার আছে ৩০ টাকা পরবে।
Kothay?
Phone please
Apnar songe jogajog kivabe korbo ?
@@niposhghosh5443 এটা বাংলাদেশ। এখানে ইজরাইলের হলুদ ড্রাগনফলের চারা পাওয়াযায়। এটা ভারতে আছে কিনা জানিনা থাকলে ও রেয়ার। 008801731290026
ভালো জাতের চারা কোথায় পাবো???
Please contact 7001225914
ড্রাগন ফলের চারা পশ্চিমবঙ্গে (নদিয়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা) পাওয়া যায়। যোগাযোগ করুন: 9239296735
যোগাযোগ করুন 7679773753
Ki vabe TRAINING ta newa jai seta bolben...plz
+9186172860
Robiul haque
Jogajog kivabe korbo ?
এই সেরের ফোন নম্বর কি দেওয়া জাবে ।আমি চারা নেবো একটু হেল্প করুন ।
আমার বারি নরেন্দ্র পুর থানা ।
ami debo
ড্রাগন ফলের চারা পশ্চিমবঙ্গে (নদিয়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা) পাওয়া যায়। যোগাযোগ করুন: 9239296735
Kothay ATA?
Narendrapur RKMA ATC
Dragon fruit Cemant poll ke liya contact kra
বিক্রি করা যাবে কোথায়?
যে কোনো শহরের ফলের দোকানে যোগাযোগ করতে পারেন, সুপার মার্কেটে এগুলি বিক্রি হয়, সেই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
@@kaushikpaul6512 ওকে
Sir phone no টা দিবে ন
Dragon fruits khaite onek ta TAAL foler moto, ato taka diya na kine taal kine khaite paren sobai,... same Test
Sir aapner mobile namber deben pls
Dada phone no bolban
ড্রাগন ফলের চারার জন্য যোগাযোগ করুন: 9239296735
Sir,plz Aponer Mob. No. ta deben.
Apner no.ta deben..pls..
+918617286058
Robiul haque
ভালো জাতের চারা কোথায় পাবো???
Please contact 7001225914
Call korun 7679773753