@@amitavasar3935 আপনার হাতকে আপনি ভীষন ভালোবাসেন কারন ঐহাত দিয়ে নানাবিধ কাজ করেন আবার ছোটোদের আশির্বাদ ও করেন। কিন্তু ঐহাত যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়'; তখন তা কেটেও বাদ দিতে হয়।মাফ করবেন,।🙏🙏🙏🌹🌹
প্রত্যাখান করা অবশ্যই ব্যক্তিগত, সেটা নিয়ে কারোর কোনো প্রশ্ন করার অধিকার থাকতে পারে না । কিন্তু সেটাকে প্রত্যাখান করার পর চিঠি পাওয়া নিয়ে সমর্থকদের গর্ব করা যায় কি?
@@rishavroy5368 Gorbo noy eta facts je amader party leader der ke Egulo deyar jonyo bola hoy Eta amader gorbo kintu amader stand point holo je jonogoner jonyo kaj korar jonyo konorokom Puroshakr nebona seta national award hok ba kono institutional.....Jyoti basu ke calcutta university d.let dite cheyechilo uni nenni
@@rishavroy5368 সিপিয়েমকে উঠতে বসতে গালাগাল দিতেই পারেন, বিজেপির রাইট উইং পলিটিক্সের ফ্যান হতে পারেন, মা মাটির ভাত ও ভাতার ভোটার হতে পারেন, কিন্তু ওই সাদা পাঞ্জাবি পরিহিত ভদ্রলোক যে বাঙালির সততা, উৎকর্ষতা আর রাজ্যটার ভালো কিছু হবার শেষ আশাটুকু সাথে নিয়ে গেছেন, এটা কোথাও না কোথাও আপনিও মানেন। সেটাই আমাদের গর্ব ।।। যে কোন না এর না হয়ে ওঠার পিছনে অনেকগুলো হ্যাঁ থাকে। সব বাঙালি আজো হাত পাতে না, সব বাঙালি আজো কুঁজো হয়ে হাঁটে না। নবান্ন, ছাপ্পান্ন এর বাইরে আজো কিছুটা আকাশ আছে, যেটা হাটে বাজারে বিকোয় না।
সিপিয়েমকে উঠতে বসতে গালাগাল দিতেই পারেন, বিজেপির রাইট উইং পলিটিক্সের ফ্যান হতে পারেন, মা মাটির ভাত ও ভাতার ভোটার হতে পারেন, কিন্তু ওই সাদা পাঞ্জাবি পরিহিত ভদ্রলোক যে বাঙালির সততা, উৎকর্ষতা আর রাজ্যটার ভালো কিছু হবার শেষ আশাটুকু সাথে নিয়ে গেছেন, এটা কোথাও না কোথাও আপনিও মানেন। সেটাই আমাদের গর্ব ।। যে কোন না এর না হয়ে ওঠার পিছনে অনেকগুলো হ্যাঁ থাকে। সব বাঙালি আজো হাত পাতে না, সব বাঙালি আজো কুঁজো হয়ে হাঁটে না। নবান্ন, ছাপ্পান্ন এর বাইরে আজো কিছুটা আকাশ আছে, যেটা হাটে বাজারে বিকোয় না।
CPM BAALER COMMUNIST PARTY ODER NITIR KONO THIK NEI CONGRESS K KACHA KHISTI KORE ORA ONEK VOTE PAYECHE AR AJJ SEI CONGRESS ER PAA CHATA KUTTA HOYE GACHE VOTE PABAR JONNO CHI CHI
GOVERNMENT OF INDIA KI ALIMUDDIN STREET ????? A E DHAPPA BAAJ MAAL TA K ANECHEN KANO?? PRITHIBIR KON POTIKRIYASIL GOVERNMENT SEI DESH ER COMMUNIST PARTY ER NETA DER RASTRIYO SOMMAN DAN????? .A E COMMUNIST NETARA BAALER COMMUNIST CPM BAALER COMMUNIST PARTY
বুদ্ধবাবু পুরস্কার নেননি , তো কি হয়েছে?? এটা যারযার ব্যক্তিগত ব্যাপার .. সরকার সরকারের দায়িত্ব করেছে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সৌজন্য দেখিয়ে ... তিনি নেবেন না সেই সিদ্ধান্ত তার নিজস্ব হোক বা পার্টির, তা নিয়ে হইচই করার কিছু নেই ... প্রতি বছর এই পুরস্কার একাধিক মানুষ পান
Congratulations!!! ❤ Shatarup da for 190k... Khub taratari 200k hok... Stay happy and blessed shatarup da...Take lots of love and best wishes for you! ❤
Republic tv is totally biased to BJP. Why cant tv reporters be a mediator rather than a supporter? Thank you Shatarup for your immense patience and we need educated and literate people like you.
শতরূপের ভিডিও গুলো দেখলে সত্যের সন্ধান পাই. আর যখন কেউ শতরূপের কথা যুক্তি দিয়ে খন্ডাতে না পেরে অযৌক্তিক প্রসঙ্গ উপস্থাপন করে চেঁচামেচি করে, তখন বুঝতে পারি শতরূপের কথা ১০০% সত্যি.
অকাট্য সত্য বচন দাদা, শতরূপ দা সবসময় এত সুন্দর সুন্দর যুক্তি উপস্থাপন করে, যে যুক্তি খন্ডন করা বিজেমূল এর মতো অপগন্ড দলের পক্ষে এত সহজ সরল হয় না, তখন ই তারা চিৎকার চেঁচামেচি করে নিজেদের অপদার্থ তা এবং ভুয়ো ভূল তথ্য কে গোপন করার চেষ্টা করে, অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো দাদা 😂😂😂 কিন্তু শেষপর্যন্ত এত কৃচ্ছ সাধন করেও শতরূপ দা কতখানি খাঁটি সত্য কথা বলছে তা সমস্ত দর্শক এর কাছে স্বচ্ছ কাঁচের মতো পরিস্কার হয়ে যায় 🙂🙂🙂
@@amitavasar3935 তুমি জ্যোতি বসু কে কতটুকু চিনো ভাই? ওনার রাজনৈতিক সংগ্রাম, আত্ম ত্যাগ জানো?উনি সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন জমিদারদের ছেলে, বিলাতে গিয়ে ব্যারিস্টারি হয়ে এসেছিলেন ইচ্ছা করলে উনি লাখ লাখ টাকা রোজগার করতে পারতেন সাত পুরুষ পায়ের উপর পা রেখে খেতেন কিন্তু তিনি তা করেননি কঠিন সময়ে কষ্ট এর রাজনীতি টাকে বেছে নিয়েছিলেন ।ভালো করে জানো তারপর মন্তব্য করো।আরো পড়াশোনা করো।
শুধু শিক্ষামন্ত্রী ই নন, সিংহভাগ তৃনমূল নেতাই কাটমানি সিন্ডিকেট বঙ্গশ্রী ইত্যাদি ইত্যাদি পাওয়ার লোভেই রাজনীতি করেন, কারন স্বয়ং উন্নয়ন এ বিশ্বাসী মানুষের উন্নয়ন হচ্ছে উপলক্ষ্যে মাত্র 🤔🤔🤔
যে দল ই কেন্দ্রে থাকুক, ভারতীয় সংবিধানের প্রতিটি দল ই দায়বদ্ধ। যারা বিধায়ক বা সংসদ হন তারা যেটা পান সেটা সংবিধান প্রদত্ত, এটা কোনো দলের দান নয়। যারা বামপন্থা বিশ্বাস করেন তারা কোনো প্রলোভনে প্রলুব্ধ হন না। এখন কিছু রাজনৈতিক দলের কাছে রাজনীতি একটা সম্পদ ও অর্থ আয়ের উৎস।
বুদ্ধদেব বাবুর সাদা ধুতি পাঞ্জাবীতে আজ পর্যন্ত কেউ একটাও একবিন্দু কালো দাগ লাগাতে পারেন নি। মেরুদণ্ড এখনও পর্যন্ত ঋজু আছে। তাই এমন একটা দৃঢ় সিদ্ধান্ত নেওয়া যায়। লাল সেলাম comrade বুদ্ধদেব বাবু। আমার সশ্রদ্ধ প্রণাম জানাই আপনাকে।
শতরুপ দার যুক্তি অনেকটা আমার ব্যাট, বল থাকলেই খেলব না হলে খেলব না....................আমার দল ক্ষমতায় থাকলে পুরস্কার নেবো না হলে নেবো না.......... এটা আরো কী যুক্তি......................ভাতা গুলো নিতে বারন করুন।
Communist ra sab bojhe tai country te nowhere hoye geche.....Bengal e jato industry chilo sab stop koreche communist ra....manuske muder koreche....abar baro baro katha
@@journeymyway7799 বোঝে কি বোঝে না সেটা বড়ো বিষয় নয়, বিষয়টা হলো যখন COVID এর দ্বিতীয় ওয়েভ চলছিল তখন ঐ রেড volunteer যারা ছিলেন তারাই পাশে দিয়েছিলেন আবার আম্ফানে আয়লা যশ এ ক্ষতিগ্র্তদের পাসেও তাদের পাওয়া যাই সে ক্ষমতায় থাকুক বা না থাকুক। ক্ষমতায় থাকার চেয়ে মানুষের পাশে দাড়িয়ে তাকে সামনের সারিতে নিয়ে যেতে শেখানো মানুষ হিসাবে সবার দায়িত্ব। আর দায়িত্ব পালন করে চলেছে কমিউনিস্ট বলুন বা বামপন্থার উপর আস্থা রাখা মানুষ গুলো।কোন সরকার কি করেছে না করেছে সেটা যদি দেখতে যান তাহলে আপনি data নিয়ে দেখতে পারেন অবশ্যই। কিন্তু আজ যে ৫-৭ বছর স্কুল সার্ভিস কমিশন টা পুরো পুরি ভাবে বন্ধ সেটা ভেবে দেখবেন। আপনার বাড়ির ছেলে মেয়ে পাশের বাড়ির ছেলে মেয়ে গুলো M.A. M.Sc. B.Ed. করে যাবে কোথায়?যাঁরা Phd Post Doc NET,SET কোয়ালিফাই করে আছে তাদের কি হবে?আর বাকি থাকলো ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে মেয়ে গুলো,মানলাম বামফ্রন্ট শিল্প আনতে পারেনি , তবে নতুন সরকারের আমলে এদের কোথায় প্লেসমেন্ট হয়েছে,একটু খবর রাখবেন। আমরা মানুষ হিসাবে একে ওকে কাটাছেঁড়া করি কিন্তু আমরা কি সরকারের কাছে কখনো তুলে ধরেছি বেকার যুবক যুবতীরা জন্য কি ভাবছেন আপনরা??
জনসেবা করছে বলে পারিশ্রমিক নেবে না ? কী মনে করে এই রিপোর্টার যে সবার সংসার কাটমানিতে চলে নাকি আম্বানির ছোঁড়া বিস্কুটে চলে ? Journalism তো মানুষকে সচেতন করার মত মহান কাজ, কাল থেকে বলুক যে টাকা নেব না, নইলে প্রশ্ন করব যে "সত্যি কথা বলার জন্য টাকা নেবেন?"
Puroshkar nileo kano nilo eta niye bitorko tulto....naye ni seta niyeo bitorko....r eii sisir bajoria fajoria era k?? Kono data thik moton na jene sudhu gobor mekhe gomutro kheye chole ase tv te
@@greenchili772 রাষ্ট্র কথাটি র মানে টা আগে বুঝুন তারপর পাণ্ডিত্য ফলান অনির্বাণ এর মত দালাল অনেক আছে এই সমাজে তাদের মুখে ছাই দিয়েই বামপন্থীরা তাদের চলার পথ নির্ধারণ করে গণতন্ত্রে দ্বিমত থাকাটাই স্বাভাবিক না থাকলে সেটাকে ই বলা হয় স্বৈর তন্ত্র তথা ফ্যাসিবাদ ।
অনির্বাণ বাবু আপনি প্রমান করলেন সাংবাদিকরা আজ কেন ও কীভাবে ক্ষমতাসীন সরকারি বসা রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেছে। আমরা জানতাম সাংবাদিকতা করতে গেলে একটু পড়াশোনা করা দরকার। আপনার দেখলাম সে টুকুনি নেই। অবাক হলাম।
On behalf of Shatarup Da ISF, best wishes and congratulations to you and on behalf of Haroa Legislative Assembly, best wishes and congratulations to you.
বির্তক ভালো জিনিস!!!! কিন্তু প্রচুর জ্ঞান অর্জন করে !!!! নিজেদের জ্ঞান কে সর্ব্বোচ মানা উচিত নয়!!!!!!আজ পর্যন্ত যারা যারা বর্জন করেছেন ,তারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত!!!!!! তারা যখন বর্জন করেছে নিশ্চয়ই কোন কারন আছে!! আবার উল্টো দিকে যারা গ্রহণ করেছে ,সেই ক্ষেত্রেও কিছু কারণ আছে !!!! এই তর্ক বেশিদূর নিয়ে যাওয়া উচিত নয় বলে মনে করি !!!!!!
উনি কোনো ভাবেই "শুধু সাংবাদিক" নন। উনি হয় অশিক্ষিত সাংবাদিক আর না-হয় কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি সাংবাদিক। তোমার থেকে প্রতিদিন শিখছি শতরূপ দা। তোমার মত হতে চাই, সৎ, আদর্শবান, বলিষ্ঠ একজন মানুষ। এগিয়ে যাও, আমরা আছি ❤️
@@journeymyway7799 দেশের বাইরে কি আমাদের রাজ্য টা! আপনি নিজে একটু ভেবে দেখুন কমিউনিটি কিচেন বাদ দিয়েও এ রাজ্যে কভিড সিচুয়েশনে অন্ততঃ এই দলের ভুমিকা টা কি ছিলো! কান্ট্রি থেকেই সারদা নারদার টাকা কান্ট্রি থেকেই কয়লা কান্ট্রি থেকেই গরু পাচার।।সব এখান থেকেই গেছে।আর ঠিক সেই কথা গুলোই কমরেড শতরূপ ঘোষ বলেন। আমি পড়াশোনায় অতটা ভালো নয় এসব নিয়ে আলোচনা করার মত শুধু এটুকু বলতে পারি একটা রাজ্যের ক্ষতি কেন্দ্র সরকারকে দুর্বল করে। আজ কান্ট্রির জিডিপি নিয়ে অনেকেই ছিছি করছেন। যাঁরা করছেন তাঁদের অবদান কম নয় কিন্তু এই অবক্ষয়ে।কান্ট্রির মূখ্য কর্মকর্তা তাই নিয়ে কি বিন্দুমাত্র বিচলিত! কত কত টাকা ভাবতে পারেন! সেই টাকার রোটেশন টা ভেবে দেখুন।কান্ত্রি এগিয়ে কেন গেলনা নিয়ে যদি চিন্তিত হন তবে পিছিয়ে কেন গেল সেটা নিয়েও তো বিচলিত হতে পারেন।
@@pradiptachakrobortyghosh.6591 Deep respect on that. I may not have any respect to communist culture but I have deep respect to Mr. Buddhadeb Bhattacharjee....his vision was good.....Manuser janya kaj kore jan. I have no understand on politics....but deep respect all of the people who worked for India. Thanks
It's just the matter of time. I have no doubt in my mind that one day shatarup will be our chief minister. believe you me shatarup eagerly waiting for the day. Anek asha tomake niye shatarup. Tomar kotha te bojha jai tumi kotota relevant ajker political context e
রাজনীতিগত ভাবে, এই মানুষটার সাথে আপনার যতই অমিল থাকুক, ওর বক্তব্য গুলো যদি আপনি বিবেক, বুদ্ধি ও যুক্তি দিয়ে বিচার করেন তবে আপনিও তার বক্তব্যের সঙ্গে সহমত হতে বাধ্য! এই মুহূর্তে বাংলার সেরা বক্তা শতরূপ ঘোষ
শতরূপের মতো পড়াশোনা করা দরকার সকলের। আজ শতরূপদের প্রয়োজন সারাদেশে।❤️❤️❤️
এত তথ্য ও জ্ঞানে সমৃদ্ধ তুমি শতরূপা দা, খুব অবাক হয়ে যাই। এগিয়ে চলো কমরেড পাশে আছি।
শতরূপ দা তোমার ডিবেট গুলো দেখার জন্য মুখিয়ে থাকি।দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি❤️❤️
Pase theke luv ki???
Jitie ante to paren ni
শতরূপ দা আমাদের গর্ব। শিক্ষা সংস্কৃতি বহুল তথ্য সমৃদ্ধ একজন মানুষ। এটাই প্রমাণিত বামপন্থী রা প্রকৃত পড়াশুনা করে রাজনীতি করে। ইনকিলাব জিন্দাবাদ।
যেমন রেজ্জাক মোল্লা, কানহাইয়া, খতব্রত, লক্ষণ শেঠ, সুশান্ত ঘোষ । সত্যিই এদের পড়াশোনা দারুণ
@@amitavasar3935 আপনার হাতকে আপনি ভীষন ভালোবাসেন কারন ঐহাত দিয়ে নানাবিধ কাজ করেন আবার ছোটোদের আশির্বাদ ও করেন। কিন্তু ঐহাত যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়'; তখন তা কেটেও বাদ দিতে হয়।মাফ করবেন,।🙏🙏🙏🌹🌹
@@redalert4561 darunnn
baler dol cpim
@Daily Life tui jobless mal bojha gelo
আমাদের অন্তরে আছে বুদ্ধ বাবু ✊✊✊ আপনি খুব সহজ ভাবে কেন্দ্র সরকারের মুখে কালি ছুড়ে মারলেন। লাল সেলাম
বুদ্ধবাবু সত্যের চেয়েও সুন্দর, উনি বাস্তবের চেয়েও কঠিন
উনি কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, আমাদের হার্টবিট
Khub bhalo balechen dada.Thank yu so much.
@@j2024b 0
বুদ্ধদেব ভট্টাচার্য্যের রাজনৈতীক প্রজ্ঞার অভাব আর পূর্বসূরী দের দাদাগিরির ফসল ..... তৃনমূল আজ ক্ষমতায়। "LEAST AMONG WORST " তত্বে আজ তৃনমূল ক্ষমতায়।
@Daily Life tor mar gud
@জয় জগন্নাথ sei khusi R din ta kbe asbe bro
🤣😂
বামেদের ঘরে ভারতরত্ন, পদ্মভূষণের চিঠি আসে।
তিনুদেদের ঘরে সিবিআই,ইডির সমন আসে।
প্রত্যাখান করা অবশ্যই ব্যক্তিগত, সেটা নিয়ে কারোর কোনো প্রশ্ন করার অধিকার থাকতে পারে না । কিন্তু সেটাকে প্রত্যাখান করার পর চিঠি পাওয়া নিয়ে সমর্থকদের গর্ব করা যায় কি?
@@rishavroy5368 Gorbo noy eta facts je amader party leader der ke Egulo deyar jonyo bola hoy Eta amader gorbo kintu amader stand point holo je jonogoner jonyo kaj korar jonyo konorokom Puroshakr nebona seta national award hok ba kono institutional.....Jyoti basu ke calcutta university d.let dite cheyechilo uni nenni
একদম ঠিক
@@rishavroy5368 সিপিয়েমকে উঠতে বসতে গালাগাল দিতেই পারেন, বিজেপির রাইট উইং পলিটিক্সের ফ্যান হতে পারেন, মা মাটির ভাত ও ভাতার ভোটার হতে পারেন, কিন্তু ওই সাদা পাঞ্জাবি পরিহিত ভদ্রলোক যে বাঙালির সততা, উৎকর্ষতা আর রাজ্যটার ভালো কিছু হবার শেষ আশাটুকু সাথে নিয়ে গেছেন, এটা কোথাও না কোথাও আপনিও মানেন।
সেটাই আমাদের গর্ব ।।।
যে কোন না এর না হয়ে ওঠার পিছনে অনেকগুলো হ্যাঁ থাকে। সব বাঙালি আজো হাত পাতে না, সব বাঙালি আজো কুঁজো হয়ে হাঁটে না। নবান্ন, ছাপ্পান্ন এর বাইরে আজো কিছুটা আকাশ আছে, যেটা হাটে বাজারে বিকোয় না।
সিপিয়েমকে উঠতে বসতে গালাগাল দিতেই পারেন, বিজেপির রাইট উইং পলিটিক্সের ফ্যান হতে পারেন, মা মাটির ভাত ও ভাতার ভোটার হতে পারেন, কিন্তু ওই সাদা পাঞ্জাবি পরিহিত ভদ্রলোক যে বাঙালির সততা, উৎকর্ষতা আর রাজ্যটার ভালো কিছু হবার শেষ আশাটুকু সাথে নিয়ে গেছেন, এটা কোথাও না কোথাও আপনিও মানেন।
সেটাই আমাদের গর্ব ।।
যে কোন না এর না হয়ে ওঠার পিছনে অনেকগুলো হ্যাঁ থাকে। সব বাঙালি আজো হাত পাতে না, সব বাঙালি আজো কুঁজো হয়ে হাঁটে না। নবান্ন, ছাপ্পান্ন এর বাইরে আজো কিছুটা আকাশ আছে, যেটা হাটে বাজারে বিকোয় না।
কেন্দ্রীয় সরকার গোড়ার থেকে গাছ কাটছে আর উপড় থেকে জল ঢালছে বাঙালির বিরুদ্ধে এই অবস্থায় বুদ্ধদেব স্যার কে আমার স্যালুট করছি ঠিক করেছেন
শতরূপের অকাট্য যুক্তির কাছে মাননীয় সাংবাদিকের আত্মপক্ষ সমর্থনের দুর্বল প্রচেষ্টা।
Modi Ji.r bhul hoeche...eder k somman kora ...era sonman pawar keu na
@@koleverid This is utter nonsense.
CPM BAALER COMMUNIST PARTY ODER NITIR KONO THIK NEI CONGRESS K KACHA KHISTI KORE ORA ONEK VOTE PAYECHE AR AJJ SEI CONGRESS ER PAA CHATA KUTTA HOYE GACHE VOTE PABAR JONNO CHI CHI
GOVERNMENT OF INDIA KI ALIMUDDIN STREET ????? A E DHAPPA BAAJ MAAL TA K ANECHEN KANO??
PRITHIBIR KON POTIKRIYASIL GOVERNMENT SEI DESH ER COMMUNIST PARTY ER NETA DER RASTRIYO SOMMAN DAN?????
.A E COMMUNIST NETARA BAALER COMMUNIST CPM BAALER COMMUNIST PARTY
POSCHIM BANGLAR RUPOKAR DR BIDHAN CHANDRA ROY KINTOO POSCHIM BANGLAR KULANGAR JYOTI BOSE
আজ এই দুজনার কথা একসাথে মনে হচ্ছে ...........
প্রবল শীতে ঝরলে পাতা, বসন্তে ডাল ভরবেই। বুদ্ধ-জ্যোতির বাংলা আবার, লাল আবিরে ভাসবেই।
Lalsalam dada apnake.
@@skmahabubhossain3779🌹🌹🌹♥️🙏
👌👌👌👏👏👏👏👏👏👏
@@sumanaduttasengupta4199 ♥️♥️♥️♥️♥️
" মন খারাপ হলে মানুষ কম কথা বলে 😂😂" shatarup দা ..যা দিলে 👌👌
Anchor jane je uni vul bolechilen tobuo vul na manar jonnoi anari torko kore jachilen.
বুদ্ধদেব বাবু যে সিদ্ধান্ত গ্ৰহণ করেছেন তার জন্য আমরা গর্বিত।
Dada You are the ideal of our Young Generation. Lale lal lal Salam Dada. ❤❤❤❤❤
ডিয়ার চাড্ডি,
হেমন্ত-সলিল-সৌমিত্রও প্রত্যাখ্যান করেছেন ‘পদ্ম’....একা বুদ্ধ নন 😊
Soumitra Chatterjee abar padhmabhusan niechen
@@journeymyway7799 Yes..... Communist... Mukhe Baro, Mone Chhoto
@@tkr1145 tui toh choto baccha chele
ডিয়ার কামপন্থী (বামপন্থীর বিরোধী ) মানলেন তো বুদ্ধ ও উনাদের মতো মহান ব্যক্তি৷
দিলীপ ঘোষকে "গুন্ডা ভূষণ " দেওয়া হোক!!!!! 🤣🤣
Murkho Bhusan Dewa hok Arjun Singh pabe Gunda Bhushan
Sushanta ghosh, majid master, binoy kongar eder ke tahole maha gunda bhushan dewa uchit chilo
@@dr.achakraborty4331 ki jonno
CPM then better be called "GUNDA & BHANDO BHUSAN PARTY".
পদহীন দপ্তরের মন্ত্রী হতে
লোভ লাগে।
রাষ্ট্রীয় পুরষ্কার প্রত্যাখ্যান করতে দম লাগে।।
বুদ্ধবাবু পুরস্কার নেননি , তো কি হয়েছে?? এটা যারযার ব্যক্তিগত ব্যাপার .. সরকার সরকারের দায়িত্ব করেছে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সৌজন্য দেখিয়ে ... তিনি নেবেন না সেই সিদ্ধান্ত তার নিজস্ব হোক বা পার্টির, তা নিয়ে হইচই করার কিছু নেই ... প্রতি বছর এই পুরস্কার একাধিক মানুষ পান
Congratulations!!! ❤ Shatarup da for 190k... Khub taratari 200k hok... Stay happy and blessed shatarup da...Take lots of love and best wishes for you! ❤
আই এস এফের পক্ষে থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্যরূপ দা
পাগলী এই সন্মান পেলে
এতোক্ষণে কলকাতার রাজপথে
ফ্লেক্সে ঢাকা পরে যেত।
Ekdom tik dada.
Oi jonyo hoito pagli kono dino pabe na...
Republic tv is totally biased to BJP. Why cant tv reporters be a mediator rather than a supporter? Thank you Shatarup for your immense patience and we need educated and literate people like you.
বামপন্থীদের জীবনের শেষ দিন বুকে লাল পতাকা ছাড়া আর কিছু সর্বোচ্চ পুরস্কার হয় না।।
একদম ঠিক কথা বলেছেন । আর বামপন্থীদের কাছে সেটাই হবে শ্রেষ্ঠ পুরস্কার সেদিন কে আমাদের দেশে বামপন্থীরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে ।
@@dhimendey3299 একদম ♥️♥️♥️✊🌹
100 %✌✌✌✌✌✌✊✊✊✊✊✊❤❤❤❤❤❤
লাল সেলাম কমরেড। ইনকিলাব জিন্দাবাদ।
Yes
শতরূপ আপনি আমার থেকে বয়সে অনেক ছোটো। কিন্তু আমার বাঙালি হিসাবে আপনার জন্য গর্বে বুক ভরে যায়।
"সুভাষ ঘরে ফেরে নাই"
একদিকে ভালোই হয়ছে, সুগত বসুর সাথে মাননীয়াকে দেখলে এমনিতেই আবার চলে যেতেন।
😆😆😆
অসাধারণ!
@@sumanroyparbat ✊✊✊✊✊♥️
সঞ্চলকের article 12 এবং 36 নিয়ে সম্যক ধারণার অভাব...
যুক্তিহীন ভাবে সঞ্চালক তর্ক করে গেলেন...
শতরূপের ভিডিও গুলো দেখলে সত্যের সন্ধান পাই. আর যখন কেউ শতরূপের কথা যুক্তি দিয়ে খন্ডাতে না পেরে অযৌক্তিক প্রসঙ্গ উপস্থাপন করে চেঁচামেচি করে, তখন বুঝতে পারি শতরূপের কথা ১০০% সত্যি.
Correct.
অকাট্য সত্য বচন দাদা, শতরূপ দা সবসময় এত সুন্দর সুন্দর যুক্তি উপস্থাপন করে, যে যুক্তি খন্ডন করা বিজেমূল এর মতো অপগন্ড দলের পক্ষে এত সহজ সরল হয় না, তখন ই তারা চিৎকার চেঁচামেচি করে নিজেদের অপদার্থ তা এবং ভুয়ো ভূল তথ্য কে গোপন করার চেষ্টা করে, অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো দাদা 😂😂😂
কিন্তু শেষপর্যন্ত এত কৃচ্ছ সাধন করেও শতরূপ দা কতখানি খাঁটি সত্য কথা বলছে তা সমস্ত দর্শক এর কাছে স্বচ্ছ কাঁচের মতো পরিস্কার হয়ে যায় 🙂🙂🙂
'উনি গুলাম নন, আজাদ থাকতে চান' - বুদ্ধবাবুর প্রশংসা, দলীয় নেতাকে খোঁচা জয়রাম রমেশের
কেন্দ্রের পদ্ম-সম্মান ফিরিয়ে দেওয়ার বুদ্ধদেব ভট্টাচার্যের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে নিজের দলের নেতা গুলাম নবি আজাদকে কটাক্ষ করলেন সিনিয়র কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
শতরূপ দা সত্যি! এই রকম সৎ সাহস বামপন্থী নেতাদেরই থাকে ❤️
তুমি ঠিক বলেছ শতরূপদা❤✊
আমাদের বাংলার এক চরম Godi Media 😂😂😂 অনির্বাণ পুচু 😂
""শাহানশা, তোমার পুরস্কার তোমারই থাক।"
দারুন বলেছো শতরূপ দা...❤
সেরা দিলে দাদা, sfi -জিন্দাবাদ,cpi(m) -জিন্দাবাদ
ব্রাত্য বসু আর কমিউনিস্ট এক নয়।ব্রাত্য রা কিছু নেবার জন্য ই বেঁচে থাকে।
একদম সঠিক ও যুক্তিপূর্ণ কথা বলেছেন ধন্যবাদ ভালো থাকবেন
জ্যোতিবাবুও জীবনে মল মুত্র ছাড়া কোন কিছু ত্যাগ করেন নি। বিলাসবহুল জীবন যাপন করেছেন।
@@amitavasar3935 তুমি জ্যোতি বসু কে কতটুকু চিনো ভাই? ওনার রাজনৈতিক সংগ্রাম, আত্ম ত্যাগ জানো?উনি সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন জমিদারদের ছেলে, বিলাতে গিয়ে ব্যারিস্টারি হয়ে এসেছিলেন ইচ্ছা করলে উনি লাখ লাখ টাকা রোজগার করতে পারতেন সাত পুরুষ পায়ের উপর পা রেখে খেতেন কিন্তু তিনি তা করেননি কঠিন সময়ে কষ্ট এর রাজনীতি টাকে বেছে নিয়েছিলেন ।ভালো করে জানো তারপর মন্তব্য করো।আরো পড়াশোনা করো।
শুধু শিক্ষামন্ত্রী ই নন, সিংহভাগ তৃনমূল নেতাই কাটমানি সিন্ডিকেট বঙ্গশ্রী ইত্যাদি ইত্যাদি পাওয়ার লোভেই রাজনীতি করেন, কারন স্বয়ং উন্নয়ন এ বিশ্বাসী মানুষের উন্নয়ন হচ্ছে উপলক্ষ্যে মাত্র 🤔🤔🤔
@@dilipkrroy8757 তিনুদের আবার পড়াশোনা ঘোড়া হাসবে
প্রত্যাখান করার জন্য হিম্মত লাগে। এটা আছে কমিউনিস্টদেরই।
Bangali atel
@@journeymyway7799 গুজরাটিরা আপনার বাবা নিশ্চয়, বাঙালি আঁতেল হলে বাংলায় কথা বলছেন কেন?
@@rijwansk5065keno communist ra tor baba.....2 takar bangladeshi ....deshdrohi...chup kor.
@@journeymyway7799 বাংলাদেশী হবে তোর বাবা গান্ডু
@@journeymyway7799 dor kankhir chele beshhar bachha motherhood
এরা কেমন সাংবাদিক যে সন্মানিক, ভাতা আর বেতন এর পার্থক্য বুঝতে পারে না!
দ্বিতীয়ত, সাংসদ বিধায়ক সহ সকল জন প্রতিনিধি দের পাওয়া ভাতাই সাংবিধানিক।
যে দল ই কেন্দ্রে থাকুক, ভারতীয় সংবিধানের প্রতিটি দল ই দায়বদ্ধ। যারা বিধায়ক বা সংসদ হন তারা যেটা পান সেটা সংবিধান প্রদত্ত, এটা কোনো দলের দান নয়। যারা বামপন্থা বিশ্বাস করেন তারা কোনো প্রলোভনে প্রলুব্ধ হন না। এখন কিছু রাজনৈতিক দলের কাছে রাজনীতি একটা সম্পদ ও অর্থ আয়ের উৎস।
হ্যাঁ এটা অবশ্য ই দলের ইচ্ছানুযায়ী রাষ্ট্রের মোড়কে এক ধরনের উপ ঢৌকণ বৈকি ।
ধন্যবাদ শতরুপ দা
বাংলাদেশ থেকে বলছি, এই রকম ছাগল মার্কা এডিটর আছে। শতরুপ ঘোষ সঠিক।
বুদ্ধদেব বাবুর সাদা ধুতি পাঞ্জাবীতে আজ পর্যন্ত কেউ একটাও একবিন্দু কালো দাগ লাগাতে পারেন নি।
মেরুদণ্ড এখনও পর্যন্ত ঋজু আছে। তাই এমন একটা দৃঢ় সিদ্ধান্ত নেওয়া যায়। লাল সেলাম comrade বুদ্ধদেব বাবু। আমার সশ্রদ্ধ প্রণাম জানাই আপনাকে।
@@AmarAkbarAnthony_JhonJonyJanar হাউই কহিল, মোর কী সাহস, ভাই,
তারকার মুখে আমি দিয়ে আসি ছাই!
কবি কহে, তার গায়ে লাগে নাকো কিছু,
সে ছাই ফিরিয়া আসে তোরি পিছু পিছু।
শিল্পী সন্ধ্যা মুখার্জি,
অনিন্দ্য চ্যাটার্জি,
কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, পুরস্কার প্রাপ্ত এই
তিন বাঙালি প্রত্যাখ্যান করলেন পদ্ম সন্মান..
শতরুপ দা ভালোই বলেছেন, যা জন্য অনির্বাণ চক্ষু চড়ক
অসাধারণ শতরূপ দা, তোমার অকাট্য যুক্তি বারবার মুগ্ধ করে আমাদের ❤️
Ki jukti diche Satarup? Sudhu kichu faltu logic diche
শতরুপ দার যুক্তি অনেকটা আমার ব্যাট, বল থাকলেই খেলব না হলে খেলব না....................আমার দল ক্ষমতায় থাকলে পুরস্কার নেবো না হলে নেবো না.......... এটা আরো কী যুক্তি......................ভাতা গুলো নিতে বারন করুন।
শতরুপ দা তুমি ই সেরা ✊✊
দারুন হয়েছে শতরুপ দা ❤️❤️❤️
ওই নিউজ সঞ্চালক কে বাংলা ব্যাকরণের ক্লাস করানো উচিৎ সাথে পলিটিকাল সাইন্স এর Theory গুলোর পাত পড়ানো উচিৎ।।
Communist ra sab bojhe tai country te nowhere hoye geche.....Bengal e jato industry chilo sab stop koreche communist ra....manuske muder koreche....abar baro baro katha
@@journeymyway7799 বোঝে কি বোঝে না সেটা বড়ো বিষয় নয়, বিষয়টা হলো যখন COVID এর দ্বিতীয় ওয়েভ চলছিল তখন ঐ রেড volunteer যারা ছিলেন তারাই পাশে দিয়েছিলেন আবার আম্ফানে আয়লা যশ এ ক্ষতিগ্র্তদের পাসেও তাদের পাওয়া যাই সে ক্ষমতায় থাকুক বা না থাকুক। ক্ষমতায় থাকার চেয়ে মানুষের পাশে দাড়িয়ে তাকে সামনের সারিতে নিয়ে যেতে শেখানো মানুষ হিসাবে সবার দায়িত্ব। আর দায়িত্ব পালন করে চলেছে কমিউনিস্ট বলুন বা বামপন্থার উপর আস্থা রাখা মানুষ গুলো।কোন সরকার কি করেছে না করেছে সেটা যদি দেখতে যান তাহলে আপনি data নিয়ে দেখতে পারেন অবশ্যই। কিন্তু আজ যে ৫-৭ বছর স্কুল সার্ভিস কমিশন টা পুরো পুরি ভাবে বন্ধ সেটা ভেবে দেখবেন। আপনার বাড়ির ছেলে মেয়ে পাশের বাড়ির ছেলে মেয়ে গুলো M.A. M.Sc. B.Ed. করে যাবে কোথায়?যাঁরা Phd Post Doc NET,SET কোয়ালিফাই করে আছে তাদের কি হবে?আর বাকি থাকলো ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে মেয়ে গুলো,মানলাম বামফ্রন্ট শিল্প আনতে পারেনি , তবে নতুন সরকারের আমলে এদের কোথায় প্লেসমেন্ট হয়েছে,একটু খবর রাখবেন। আমরা মানুষ হিসাবে একে ওকে কাটাছেঁড়া করি কিন্তু আমরা কি সরকারের কাছে কখনো তুলে ধরেছি বেকার যুবক যুবতীরা জন্য কি ভাবছেন আপনরা??
Episode ta age dekhechi ekhon aro ekbar dekhbo... 🥰❤
জনসেবা করছে বলে পারিশ্রমিক নেবে না ? কী মনে করে এই রিপোর্টার যে সবার সংসার কাটমানিতে চলে নাকি আম্বানির ছোঁড়া বিস্কুটে চলে ? Journalism তো মানুষকে সচেতন করার মত মহান কাজ, কাল থেকে বলুক যে টাকা নেব না, নইলে প্রশ্ন করব যে "সত্যি কথা বলার জন্য টাকা নেবেন?"
বুদ্ধবাবুর পদ্মভূষণ ফেরত দেওয়ায় অর্নিবান খুব কষ্ট পেয়েছে, বুঝতে পারছি অর্নিবানের কষ্টটা।
Puroshkar nileo kano nilo eta niye bitorko tulto....naye ni seta niyeo bitorko....r eii sisir bajoria fajoria era k?? Kono data thik moton na jene sudhu gobor mekhe gomutro kheye chole ase tv te
Anirban Jane na kake ki bolche
কষ্ট তো হবেই, রাষ্ট্রের দেওয়া ভিক্ষা, মায়না, ভাতা নেবে কিন্তু রাষ্ট্রের দেওয়া পুরস্কার নেবে না।
@@bappamondal6880 বিজেপির দালাল তাই কষ্ট হওয়া টা ই স্বাভাবিক ।
@@greenchili772 রাষ্ট্র কথাটি র মানে টা আগে বুঝুন তারপর পাণ্ডিত্য ফলান অনির্বাণ এর মত দালাল অনেক আছে এই সমাজে তাদের মুখে ছাই দিয়েই বামপন্থীরা তাদের চলার পথ নির্ধারণ করে গণতন্ত্রে দ্বিমত থাকাটাই স্বাভাবিক না থাকলে সেটাকে ই বলা হয় স্বৈর তন্ত্র তথা ফ্যাসিবাদ ।
অনির্বাণ বাবু আপনি প্রমান করলেন সাংবাদিকরা আজ কেন ও কীভাবে ক্ষমতাসীন সরকারি বসা রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেছে। আমরা জানতাম সাংবাদিকতা করতে গেলে একটু পড়াশোনা করা দরকার। আপনার দেখলাম সে টুকুনি নেই। অবাক হলাম।
শতরূপের বক্তব্য 💯 সঠিক
On behalf of Shatarup Da ISF, best wishes and congratulations to you and on behalf of Haroa Legislative Assembly, best wishes and congratulations to you.
Great Shatarup Da
আর গ্রেট ? কদিন পর দেখবো খতব্রতর মতো তৃণমূলে।
@@amitavasar3935 seta Howar hole 2nd may r porey hoto
@জয় জগন্নাথ never
Lal Shalam ✊
বির্তক ভালো জিনিস!!!! কিন্তু প্রচুর জ্ঞান অর্জন করে !!!! নিজেদের জ্ঞান কে সর্ব্বোচ মানা উচিত নয়!!!!!!আজ পর্যন্ত যারা যারা বর্জন করেছেন ,তারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত!!!!!! তারা যখন বর্জন করেছে নিশ্চয়ই কোন কারন আছে!! আবার উল্টো দিকে যারা গ্রহণ করেছে ,সেই ক্ষেত্রেও কিছু কারণ আছে !!!! এই তর্ক বেশিদূর নিয়ে যাওয়া উচিত নয় বলে মনে করি !!!!!!
এ তো রাজনৈতিক নেতার মত অবুঝ সাংবাদিক। শতরুপ দা, এরকম পক্ষপাতী সাংবাদিকের শো-তে যতটা লড়াই করেছো, তাতে যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছো।
দারুন দাদা। তোমার প্রতিটা কথা যুক্তযুক্ত। ❤️❤️❤️
বুদ্ধদেব বাবু যা করেছেন ঠিক করেছেন।
উপঢৌকন আর বেতন ওভাতা দুটি এক নয়। এবং দেশ ও রাষ্ট্র এক নয়।
Excellent Satarup.....gr8....
শতরূপের যুক্তির ধারে কাছে যেতে গেলে অনেক পড়াশোনা করে আসতে হবে অন্য দের।
উনি কোনো ভাবেই "শুধু সাংবাদিক" নন। উনি হয় অশিক্ষিত সাংবাদিক আর না-হয় কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি সাংবাদিক। তোমার থেকে প্রতিদিন শিখছি শতরূপ দা। তোমার মত হতে চাই, সৎ, আদর্শবান, বলিষ্ঠ একজন মানুষ। এগিয়ে যাও, আমরা আছি ❤️
অনির্বাণ বাবুর সাথে বাম ইতিহাস আলোচনা করা আর মাননীয়া কে কোয়ান্টাম এনালাইজার সম্পর্কে বোঝানো একই ব্যপার।
Eta darun diyecho ...
Eta valo bolecho didivai....
দেশ এবং রাষ্ট্রের মধ্যে তফাৎ বোঝে না
পুরস্কার এবং পারিশ্রমিকের মধ্যে তফাৎ বোঝে না
... একেই বলে হলুদ সাংবাদিকতা।
Darun bolechey Shatarup…as always 👌👏👏
Shatarup daaa❤
Darun bolecho Tumi ..satarup amra sabai tomar pase sobsomay achi .
শতরূপ in Fire 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
এই পুরস্কার টা অনিরবান কে দেওয়া দরকার,
নতুন ভোরে নবীন রবি
উদিছে দেখ পূব গগনে।
তরুণ ব্রিগেড জোরকদমে
বিপ্লব আঁকে লাল নিশানে।।
Sata da very best person of politics side& very knowledgeable person ❤️❤️❤️☺️☺️☺️👏👏👏👏👏😊😊😊
একজন সাংবাদিক পারিশ্রমিক আর পুরষ্কারের তফাৎ বোঝেন না, এটাই হাস্যকর ব্যাপার।
শতরূপা দা তুমি একাই একশো।
No comments only Love satorup daa 💐💐
অনির্বাণের কি অহংকার।
অনেক দিন পর খুব সুন্দর দারুন ডিবেট হয়েছে, বেশ ভালো লাগলো I
Satorup fatafati. Pls ei papet media k bojhanor jonno.
Shatarup da apni Sera ❤️❤️
Great satarup da.i agree your commitment.
পুরস্কার নেওয়া ত্যাগ ব্যক্তিগত । তবে দেশ ও জাতির সম্মান ও ভাবা উচিত ।
লাল লাল লাল সেলাম কমরেড শতরূপ ঘোষ ✊✊✊✊
এনারা কেনো খাপ খোলেন, এনারা কি জানেননা, এখানে কমঃ শতরুপ আছে।
সব খাপের ঝাপ, একাই বন্ধ করে দেবে।
Shatarup you are great. I am really proud of you. Lal selam comrade.
Lal Selam Dada❤❤❤
Shatarup Ghosh you're really great and superb 👏 👌 Comrade Lal Selam Inquilab Zindabad
শতরূপের বক্তব্য 💯
Well said Shatarup .. rightly pointed out the reality and expose Godi media.
Shatarup da ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Shatarup, you are really deserve Red Salut ♥️
Well done Shatarup, you place a real things
Satarup sudhu baje bole r nijeke hanu bhabe. Deser hoye ekta kaj o kore na
পরশু দিন যাদবপুরের কমিউনিটি কিচেন 666 দিনে পদার্পণ করবে 🙂🙂🙂
@@pradiptachakrobortyghosh.6591 Yes mam...ete country anek agie gelo
@@journeymyway7799 দেশের বাইরে কি আমাদের রাজ্য টা! আপনি নিজে একটু ভেবে দেখুন কমিউনিটি কিচেন বাদ দিয়েও এ রাজ্যে কভিড সিচুয়েশনে অন্ততঃ এই দলের ভুমিকা টা কি ছিলো! কান্ট্রি থেকেই সারদা নারদার টাকা কান্ট্রি থেকেই কয়লা কান্ট্রি থেকেই গরু পাচার।।সব এখান থেকেই গেছে।আর ঠিক সেই কথা গুলোই কমরেড শতরূপ ঘোষ বলেন। আমি পড়াশোনায় অতটা ভালো নয় এসব নিয়ে আলোচনা করার মত শুধু এটুকু বলতে পারি একটা রাজ্যের ক্ষতি কেন্দ্র সরকারকে দুর্বল করে। আজ কান্ট্রির জিডিপি নিয়ে অনেকেই ছিছি করছেন। যাঁরা করছেন তাঁদের অবদান কম নয় কিন্তু এই অবক্ষয়ে।কান্ট্রির মূখ্য কর্মকর্তা তাই নিয়ে কি বিন্দুমাত্র বিচলিত! কত কত টাকা ভাবতে পারেন! সেই টাকার রোটেশন টা ভেবে দেখুন।কান্ত্রি এগিয়ে কেন গেলনা নিয়ে যদি চিন্তিত হন তবে পিছিয়ে কেন গেল সেটা নিয়েও তো বিচলিত হতে পারেন।
@@pradiptachakrobortyghosh.6591 Deep respect on that. I may not have any respect to communist culture but I have deep respect to Mr. Buddhadeb Bhattacharjee....his vision was good.....Manuser janya kaj kore jan. I have no understand on politics....but deep respect all of the people who worked for India. Thanks
শতরুপ, তোমার যুক্তির তারিফ করি...
It's just the matter of time. I have no doubt in my mind that one day shatarup will be our chief minister. believe you me shatarup eagerly waiting for the day. Anek asha tomake niye shatarup. Tomar kotha te bojha jai tumi kotota relevant ajker political context e
সত্যি অসাধারণ
এটা ঠিক আমি কোন রাজনীতি করি না তবে তোমার সাথে দেখা করে কথা বলার ইচ্ছা আমার আছে।
Future Chief minister of West Bengal without a shed of doubt.. Shatarup দা, লাল সেলাম... ✊✊✊
Wellsaid শতরূপ 👍👍👍
Good afternoon Shatarup da❤🥰🥰
Terrific.
Great❤️🚩🚩🚩
Great Lal salam
We want Shatarup Da as our Chief Minister
একবার ভোটে জিতে আসুক। জামানত জব্দ হয়নি বলে উচ্ছাস প্রকাশ করা মানুষ আর কতদুর যাবে।
মিথ্যে জিতে যায় ঠিকই, তবে... বুনে যায় পতনের চারা সত্যটা হেরে গেলেও, একদিন দেবেই মাথাচাড়া৷৷
লাল সেলাম কমরেড শতরূপ ♥️♥️♥️
স্পষ্ট সত্য বলার কারণে যদি শতরূপ কে কুকথা শুনতে হয়, কোন অসুবিধা নেই। কারণ তাতে সমাজের "আবর্জনার"ও হদিস পাওয়া যায়।
রাজনীতিগত ভাবে, এই মানুষটার সাথে আপনার যতই অমিল থাকুক, ওর বক্তব্য গুলো যদি আপনি বিবেক, বুদ্ধি ও যুক্তি দিয়ে বিচার করেন তবে আপনিও তার বক্তব্যের সঙ্গে সহমত হতে বাধ্য! এই মুহূর্তে বাংলার সেরা বক্তা শতরূপ ঘোষ
কসবায় শতরূপ হেরেছে এটা যেমন সত্য,তেমনই কসবায় চাল,ডাল,ত্রিপল চোর,সিন্ডিকেট রাজ সমাজবিরোধীদের দৌরাত্ম লাগামছাড়া বেড়েছে এটাও ধ্রুব সত্য।