কিভাবে খালি গলায় আরও সুরে গান গাইবো / how to sing in perfect pitch / সুরে গাওয়া বলতে কি বোঝায়?

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024

КОМЕНТАРІ • 527

  • @gourimukhopadhyay5000
    @gourimukhopadhyay5000 Рік тому +1

    আমি বুড়ি থুথ্থুরী আপনার সব উপদেশ থেকেই কিছু না কিছু শিখতে পারি। বুড়ো বয়সে গাইতে শুরু করেএত বেসুর সুরে গাই ভীষণভাবে নিজেই লজ্জা পাই। আপনার কাছে কৃতজ্ঞতা র শেষ নাই। ভালো থাকুন।

  • @somachakrabarti995
    @somachakrabarti995 3 роки тому +1

    আপনার প্রতিটি ভিডিও এত প্রয়োজনীয় যা অনেক সময় মানুষ নিজেও বোঝেন না যে তাঁর কাছে বিষয়গুলি কতটা জরুরি ছিল। খুব ভালো হবে হারমোনিয়াম থেকে তানপুরা তে কিভাবে শীফ্ট করা যায় তার ওপর ভিডিও করলে।
    ধন্যবাদ।

    • @robiscope
      @robiscope  3 роки тому

      ধন্যবাদ। নিশ্চয়ই শেখাবো... 🙏🙏

  • @debdalichakraborty741
    @debdalichakraborty741 3 роки тому +1

    এত সুন্দর ভাবে বোঝান যে খুব ভালো লাগে ।অনেক ধন্যবাদ।

    • @robiscope
      @robiscope  3 роки тому +1

      ধন্যবাদ আপনাকেও। 🙏🙏

  • @uchatt
    @uchatt 3 роки тому

    আপনার এই ধাপে ধাপে এগুনোর, গলা সুরে বসানোর, দম বৃদ্ধি করার, কোমল এবং কড়ি স্বর লাগানোর ভিডিও গুলি খুব আমাকে সাহায্য করেছে। আমি অল্প গাইতে পারি, রবীন্দ্রসঙ্গীত শিখিও এখন। আপনার ভিডিও গুলি দেখে আমার নিজের চর্চা করতে অনেক সুবিধা হয়। আপনাকে ধন্যবাদ জানাই।

  • @nabanitasaha1227
    @nabanitasaha1227 3 роки тому +5

    Apner teaching system & way of talking is so nice.Thank you.

    • @robiscope
      @robiscope  3 роки тому

      ধন্যবাদ, সঙ্গে থাকুন।

  • @ekante59
    @ekante59 3 роки тому +2

    আপনার ভিডিও থেকে অনেক অনেক কিছু শিখছি। কোনদিন গান শিখিনি, কিন্তু রিটায়ারমেন্ট এর পর রবীন্দ্রসংগীত গাইতে ভালো লাগে। আপনার কাছ থেকে কি ভাবে স্বরলিপি দেখে গান করতে হবে তা বুঝতে পেরেছি। এখন বয়স্ক শিক্ষার্থীদের এই ভিডিও দেখেও নিজের কমতিগুলো বুঝতে পেরেছি। তানপুরা নিয়ে সিরিজ এর অপেক্ষায় আছি। অনলাইনে আপনার মতন করে সাইন্টিফিক ভাবে শেখানো তে আপনি এক কথায় অনন্য।🙏❤️

    • @robiscope
      @robiscope  3 роки тому

      ভিডিওগুলো কাজে লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ।

  • @শ্রীশ্রীঠাকুরেরঅমৃতকথা

    স্যার অনেক পুরনো গমক সংক্রান্ত ভিডিও তে একটা প্রশ্ন রেখেছি। সময় করে সমস্যার সমাধান করে দিলে খুব উপকার হয়। এত সুন্দর সুন্দর ভিডিও রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাংলা ভাষায় সংগীত শিক্ষার এটাই এখনো পর্যন্ত আমার দেখা বেষ্ট ইউটিউব চ্যানেল।

    • @robiscope
      @robiscope  3 роки тому +1

      ধন্যবাদ

  • @shantasarwar1336
    @shantasarwar1336 3 роки тому +1

    খুব ভালো হবে আমি অনেক দিন থেকে আপনার মতো একজন কে খুজছিলাম।। অনেক ধন্যবাদ
    অপেক্ষায় থাকলাম তানপুরায় গান করার
    ব্যাপার টা উপভোগ করার জন্য। ভালো থাকবেন।

    • @robiscope
      @robiscope  3 роки тому

      ধন্যবাদ, বয়স্ক শিক্ষার্থীদের জন্য ভিডিও সিরিজটা দেখার অনুরোধ রইল...
      robiscope.wordpress.com/vocal-practice-foe-elderly-students-%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/

  • @ramprasadghatak8404
    @ramprasadghatak8404 2 роки тому +1

    Teaching how to transform from harmonium to tanpura is highly essential and waiting for your episode. Thank you.

  • @jayasribanerjee2545
    @jayasribanerjee2545 3 роки тому +1

    অসম্ভব মনোগ্রাহী,উপকারী, একটা ভিডিও , আজ যেটা দেখলাম,কন সুর এর বিষয় টা কি সুন্দর বোঝালেন,,আমি নিজে ফীল করেছি,,,ঠিক সুরটা লাগছেনা,,অথচ কি করে লাগাবো,,,,সঠিক পথ জানিনা, আগে খালি গলায় খুব সুরে গাইতে পারতাম,,এখন পারিনা,,হারমোনিয়াম আমাকে সাপোর্ট দেয়,,,

    • @robiscope
      @robiscope  3 роки тому

      তানপুরায় গান করুন, এটা একটা খুব ভালো অভ্যাস।

  • @jolybanerjee8844
    @jolybanerjee8844 2 роки тому +1

    আপনার এই ক্লাসের মাধ্যমে আমরা খুব উপকৃত হচ্ছি ।

    • @robiscope
      @robiscope  2 роки тому

      ধন্যবাদ আপনাকেও। যখন আপনারা বলেন, আমার ভিডিও আপনাদের কাজে লাগছে, তখন মনে হয় আমার ভিডিও বানানো সার্থক হল।

  • @N.G.Malick
    @N.G.Malick 2 роки тому +1

    Khub sundor lagche..Khub valo ekta kaj korchen dada.. Amader moto boyosko beginners students er jonno.. Thank you dada..

    • @robiscope
      @robiscope  2 роки тому

      ধন্যবাদ, পুরো সিরিজটা দেখার অনুরোধ রইল...
      robiscope.wordpress.com/vocal-practice-foe-elderly-students-%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/

  • @madhumitanayak2758
    @madhumitanayak2758 3 роки тому +1

    " সুরের গুরু , দাও গো সুরের দীক্ষা ---+
    তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত
    যাব যেথায় বেসুর বাজে নিত্য।'
    সুর ও বেসূরের উপস্থাপনায় আপনার উদাহরণ গুলো বিশেষ ভাবে যথোপযুক্ত। অসংখ্য ধন্যবাদ স্যার।

    • @robiscope
      @robiscope  3 роки тому

      স্বাগত জানাই আপনাকে। 🙏🙏🙏

  • @taritkumardebnath1037
    @taritkumardebnath1037 2 роки тому +1

    Excellent ! Excellent ! 🙏🙏

    • @robiscope
      @robiscope  2 роки тому

      ধন্যবাদ আপনাকেও।

  • @sovanade8474
    @sovanade8474 3 роки тому +1

    আমরা যারা বয়স্ক শিক্ষারথী
    আপনার এই ভিডিও দেখে
    অত্যন্ত উপকৃত হচ্ছি ।
    হারমোনিয়াম থেকে তানপুরায়
    অভ্যাস পরিবর্তন শেখালে
    খুব ভাল হয় ।

    • @robiscope
      @robiscope  3 роки тому

      নিশ্চয়ই শেখাবো।

  • @taniabiswas8103
    @taniabiswas8103 3 роки тому +1

    এত সুন্দর শেখানোর পদ্ধতি।সত্যি ভিষণ উপকৃত হচ্ছি।আপনি আমাদের মতো বয়স্কদের কথা ভেবেছেন তাই আপনাকে ধন্যবাদ জানাই।ভালো থাকবেন।

  • @suchitrasen1
    @suchitrasen1 3 роки тому +5

    হারমোনিয়াম থেকে তানপুরা… এই transition এর ওপর series করার আপনার idea টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের শ্রোতাদের কাছে! আমরা খুব উপকৃত হব।

    • @robiscope
      @robiscope  3 роки тому

      হ্যাঁ নিশ্চয়ই শেখাবো, বয়স্ক শিক্ষার্থীদের ওপর ভিডিওর সিরিজ শেষ করে নিই, তারপর।

    • @aparajitasarkar1416
      @aparajitasarkar1416 3 роки тому

      Hain ami ichchuk

  • @shikkhabitan989
    @shikkhabitan989 4 місяці тому +1

    ধন্যবাদ স্যার
    অনেক উপকৃত হলাম

    • @robiscope
      @robiscope  4 місяці тому

      আপনারা যখন বলেন ভিডিওটা কাজে লেগেছে, তখন মনে হয়, এত পরিশ্রম করে ভিডিও বানানো সার্থক হলো। 🙏🙏

  • @shouvikmondal6713
    @shouvikmondal6713 3 роки тому +3

    আপনি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসেন। শুনে সমৃদ্ধ হই। হারমোনিয়াম থেকে তানপুরা এমন টপিক নিয়ে আলোচনা হলে তো খুবই ভালো হয়।

    • @robiscope
      @robiscope  3 роки тому +1

      হ্যাঁ নিশ্চয়ই, বয়স্ক শিক্ষার্থীদের জন্য সিরিজটা আগে শেষ করে নিই, তারপর।

  • @kajaldas4109
    @kajaldas4109 3 роки тому +1

    খুব সুন্দর কর্মের উদ্যোগ নিয়েছেন।
    আশা করি সবাই উপকৃত হবে/হবেন।
    আপনার কর্মের প্রয়াস সার্থক হয়ে উঠুক।
    ভালো থাকবেন। 🙏 নমস্কার 🙏
    জয় মা

  • @kaberidebroy
    @kaberidebroy 3 роки тому +1

    খুব ভালোলাগলো আজকের এপিসোড l

    • @robiscope
      @robiscope  3 роки тому

      কাজে লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

  • @manidipasanyal2512
    @manidipasanyal2512 3 роки тому +1

    ato sundor kore bojhano ,natun notun tips ato upokrito hochchi.Ato din gaichi anek bhalo guru peyechi tobu apnar kache khutinati jinishgulo shekhar moto.Namoskar apnak.Ato sundor voice ,gayoki nijer konther jotno neben.

  • @iqbalnur5386
    @iqbalnur5386 3 роки тому +1

    খুব ভাল লাগলো। খুব সুন্দর বিষয়। ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

    • @robiscope
      @robiscope  3 роки тому +1

      ধন্যবাদ

  • @indranidassharma5918
    @indranidassharma5918 3 роки тому +1

    বয়স্ক শিক্ষার্থী দের নিয়ে এই ভাবনা টাই খুব অভিনব। আপনাকে অনেক ধন্যবাদ।

    • @robiscope
      @robiscope  3 роки тому

      ধন্যবাদ, বয়স্ক শিক্ষার্থীদের নিয়ে অনেকদিন কাজ করছি আমরা।
      ua-cam.com/video/5R3tHiDVj6g/v-deo.html

  • @prakritimukherjee8226
    @prakritimukherjee8226 3 роки тому +2

    Khub bhalo lagchhe .Many thaks.

  • @Rahelabegum01
    @Rahelabegum01 3 роки тому +1

    উপকারী ক্লাস। ভালো লাগলো।

  • @simachatterjee2412
    @simachatterjee2412 3 роки тому +2

    Such a very useful episode 👌👌👌

    • @robiscope
      @robiscope  3 роки тому

      Thanks a lot 😊😀😊

  • @gita5580
    @gita5580 3 роки тому +1

    Khub bhalo laglo aponer alochona,

    • @robiscope
      @robiscope  3 роки тому

      ধন্যবাদ, সঙ্গে থাকুন।

  • @diptiroy7478
    @diptiroy7478 3 роки тому +1

    Very nise sir thanks

  • @subhradeepchakraborty4749
    @subhradeepchakraborty4749 3 роки тому +4

    Many thanks for your thoughtfully created tutorials 👍

  • @jayantibhattacharyya1957
    @jayantibhattacharyya1957 3 роки тому +2

    Khub bhalo laglo.

  • @rakhirajrupachatterjee5687
    @rakhirajrupachatterjee5687 3 роки тому

    এই video র শেষে আপনি যে নতুন বিষয়ে video তৈরী করার কথা বললেন তার জন‍্য আপনাকে অনেক ধন‍্যবাদ। কীভাবে রেওয়াজ হারমোনিয়াম থেকে তানপুরাতে করা শেখা যায় সেই বিষয়ের ওপর video তৈরি করলে খুব ভালো হয়।

    • @robiscope
      @robiscope  3 роки тому

      নিশ্চয়ই

  • @somabiswas5657
    @somabiswas5657 3 роки тому

    আপনার প্রতিটি কথা খুব মূল্যবান।আমি অনেকদিন শাস্ত্রীয় সংগীত শিখেছি।আমার গুরু যে কথাগুলো বলতেন আপনিও সেগুলি বলছেন,খুব ভালো লাগছে।আপনার নতুন ভিডিওর অপেক্ষাই রইলাম।

    • @robiscope
      @robiscope  3 роки тому

      ধন্যবাদ আপনাকেও।

  • @nabanitachatterjee7411
    @nabanitachatterjee7411 3 роки тому +1

    খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম, হারমোনিয়াম থেকে তানপুরায় transition এর আইডিয়া টা খুবই ভালো, অনেকেই উপকৃত হবেন আশা করি

    • @robiscope
      @robiscope  3 роки тому

      হ্যাঁ এটা নিয়েও আলাদা একটা সিরিজ বানানোর ইচ্ছা আছে।

  • @upasana-suswetabose9711
    @upasana-suswetabose9711 3 роки тому +1

    খুব সুন্দর আপনার চিন্তা ও শিক্ষা পদ্ধতি। খুবই উপকৃত হচ্ছি।

  • @anjanagangopadhyay5784
    @anjanagangopadhyay5784 3 роки тому +1

    খুব উপকৃত হই। আরও ভিডিও দিন।

    • @robiscope
      @robiscope  3 роки тому

      হ্যাঁ চেষ্টায় আছি, কিন্তু খুব কাজের চাপ। আপাতত বয়স্ক শিক্ষার্থীদের জন্য ভিডিও সিরিজটা দেখার অনুরোধ রইল...
      robiscope.wordpress.com/vocal-practice-foe-elderly-students-%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/

  • @anamikapaul4612
    @anamikapaul4612 3 роки тому +1

    Onek dhonnobad

  • @antorchokrobortymj9
    @antorchokrobortymj9 3 роки тому +1

    #Beautiful

  • @pratimaduttagupta9489
    @pratimaduttagupta9489 3 роки тому +1

    বহু বছর আগে গান বাজনা নিয়ে ই সময় কাটাতে পছন্দ করতাম ।

    • @robiscope
      @robiscope  3 роки тому

      এখন আবার শুরু করুন।

  • @prabhat.kumarmukhopadhyay8683
    @prabhat.kumarmukhopadhyay8683 3 роки тому +1

    Khoob valo. Continue pl.

    • @robiscope
      @robiscope  3 роки тому

      Please have a look at the complete video series, link shared...
      robiscope.wordpress.com/vocal-practice-foe-elderly-students-%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/

  • @sabitadebnath3073
    @sabitadebnath3073 3 роки тому +2

    Thank you sir. Classti mon diye shunlam. Khub valo laglo

    • @robiscope
      @robiscope  3 роки тому

      ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকুন।

  • @indraniraychaudhuri8543
    @indraniraychaudhuri8543 3 роки тому +1

    khub sundar

    • @robiscope
      @robiscope  3 роки тому

      ধন্যবাদ।

  • @sutapasinha3610
    @sutapasinha3610 3 роки тому +2

    আপনার মজার মজার কথা শুনতে খুব ভালো লাগে স্যার।শেখানোর তো কোন তুলনা নেই। আপনার ফ্যান হয়ে গেছি। খুব উপকার পাচ্ছি আপনার শেখানোতে। 🙏🙏পরের ভিডিও র অপেক্ষায় রইলাম।

    • @robiscope
      @robiscope  3 роки тому

      হ্যাঁ নিশ্চয়ই, সঙ্গে থাকুন।

  • @subhashisthakur9187
    @subhashisthakur9187 Рік тому +1

    দাদা,আপনি কি সুন্দর সহজ করে শেখান।ভিডিও গুলো গোগ্রাসে গিলে নিই।
    আমার 32 বছর বয়স। বহুদিনের ইচ্ছে লালন করে এতদিনে শেখা শুরু করেছি।আমি কি সুরে গাইতে পারবো?

    • @robiscope
      @robiscope  Рік тому

      এটা বলা আমার পক্ষে মুশকিল, কারণ আমি জ্যোতিষী নই 😭😭 তবে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, যদি আপনার সুরের ধারণা তৈরি হয়ে থাকে, তবে বয়সকালে রেওয়াজ করলেও সুরের গোল তৈরি হবে।।🙏🙏

  • @ritamukherjee808
    @ritamukherjee808 3 роки тому +2

    Harmonium thaekae tanpura I trasition er video ta banalae khub upokrito hobo sir nischoi banan khub sigro oi video ti apni bhison bhalo bojhan r shaekhan khub bhalo lagae apar sob video gulo onek sikhchi sir thank you so much

    • @robiscope
      @robiscope  3 роки тому

      নিশ্চয়ই শেখাবো, বয়স্ক শিক্ষার্থীদের জন্য ভিডিও সিরিজটা আগে শেষ করে নিই, তারপর।

  • @dilipbarman6236
    @dilipbarman6236 3 роки тому +2

    Excellent

  • @asishazra6869
    @asishazra6869 3 роки тому +2

    valuable learning

  • @sarminerina2687
    @sarminerina2687 3 роки тому +1

    Transition from harmonium to tanpura - very important topic .. waiting patiently 😊

  • @Subhas_Chanda
    @Subhas_Chanda 3 роки тому

    খুব ভালো লাগছে। কঠিন বিষয়গুলি কত সহজবোধ্য হয়ে উঠছে আপনার সহজ ব্যখ্যায়। শিক্ষার্থীদের খুবই সহায়ক। যথার্থ সঙ্গীত শিক্ষক আপনি। ধন্যবাদ। ভালো থাকবেন।

  • @debjanipaul7401
    @debjanipaul7401 3 роки тому +1

    খুব ভালো লাগছে আপনার প্রশিক্ষণ

    • @robiscope
      @robiscope  3 роки тому

      অনেক ধন্যবাদ।

  • @jayantaupadhaya2797
    @jayantaupadhaya2797 3 роки тому +1

    khub valo laglo ami ganer scale ta gandogol kore ekto discuss korben sir

    • @robiscope
      @robiscope  3 роки тому

      নিশ্চয়ই

  • @ritaswarnakar1019
    @ritaswarnakar1019 3 роки тому +2

    Dhonybad. Khub Mon die sunlam. Upokrito holam. Next vdo r opekkhay roilam.

    • @robiscope
      @robiscope  3 роки тому

      হ্যাঁ নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকেও।

  • @rupakuthial2266
    @rupakuthial2266 2 роки тому +1

    Khub valo laglo

  • @sulekhasarkar4311
    @sulekhasarkar4311 3 роки тому +1

    খুব ভালো লাগলো স্যার।

    • @robiscope
      @robiscope  3 роки тому

      ধন্যবাদ আপনাকে।

  • @subirmukherjee8130
    @subirmukherjee8130 3 роки тому +1

    Khub bhalo habe Sir oi vdo ta korle , amar akanto anurodh roilo, vdo ta apni jodi Karen Sir tahole khubi upokrito jabo , Namaskar

    • @robiscope
      @robiscope  3 роки тому

      হ্যাঁ নিশ্চয়ই। 🙏🙏

  • @nanditade2165
    @nanditade2165 3 роки тому +1

    Namoshkar neben. Anek upkrito holam.

    • @robiscope
      @robiscope  3 роки тому

      কাজে লেগেছে জেনে ভালো লাগলো।

  • @kakalisarkar7177
    @kakalisarkar7177 3 роки тому +1

    Transition from harmonium to tanpura,. .. this is a very important topic. Eagerly waiting for the video.

    • @robiscope
      @robiscope  3 роки тому

      We will organise a virtual workshop in this regard from the last week of August, stay tuned...

  • @mouchakraborty1597
    @mouchakraborty1597 3 роки тому +1

    Khub valo laglo sir. Aajker bishoe time ghub i monomoto hoeche. Aamader moto ektu besi boyosider jonnyo amulya sompod. Awnek dhonyobad. Valo thakben. Porer videor apekkhay thaklam. 🙏

    • @robiscope
      @robiscope  3 роки тому

      ধন্যবাদ আপনাকেও।

  • @anitanandi8979
    @anitanandi8979 3 роки тому +1

    Khub bhalo laglo. Apanar video sune khub upakrita habo .

    • @robiscope
      @robiscope  3 роки тому

      ধন্যবাদ

    • @somakanrar329
      @somakanrar329 3 роки тому

      @@robiscope খুব সুন্দর লাগছে

  • @tandarroy5768
    @tandarroy5768 3 роки тому +1

    আমি একটু গান নিয়ে চর্চা করি আজকে প্রথম এই programটা দেখলাম ভীষন ভালো লাগলো খালি গলায় বা মাইক্রোফোন নিয়ে মিউজিশিয়ানদের সঙ্গে কি ভাবে গাইতে হবে সেবিষয়ে যদি কিছু বলেন খুব ভালো হয়। ধন্যবাদ।

    • @robiscope
      @robiscope  3 роки тому

      মাইক্রোফোনের ব্যাবহার নিয়ে আলাদা ভিডিও বানানোর ইচ্ছা আছে।

  • @sonjoytalukder5189
    @sonjoytalukder5189 3 роки тому +1

    Thanks

  • @snigdharozario8769
    @snigdharozario8769 3 роки тому +1

    অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো। অনেক ধন্যবাদ স্যার আপনাকে।

    • @robiscope
      @robiscope  3 роки тому +1

      ধন্যবাদ আপনাকেও।

  • @skipbal3527
    @skipbal3527 3 роки тому +1

    Onik valo laglo dada very good video

  • @shiluranibhowmick5670
    @shiluranibhowmick5670 3 роки тому +1

    খুব ভালো লাগলো ।

    • @robiscope
      @robiscope  3 роки тому

      ধন্যবাদ।

  • @milisarkar1554
    @milisarkar1554 3 роки тому +2

    Apurbo explanation .samridho holam🙏🙏

    • @robiscope
      @robiscope  3 роки тому

      ধন্যবাদ আপনাকেও।

  • @gautamsarkar9911
    @gautamsarkar9911 3 роки тому +2

    আপনার ভিডিও সব দেখি, বেশ ভালো লাগে বিষয় গুলো চিহ্নিত করে তার উপর আড্ডা -রূপ শিক্ষা দেয়া।সাধারণত এসব বিশ্লেষণ পাওয়া যায় না।

    • @robiscope
      @robiscope  3 роки тому

      ধন্যবাদ আপনাকে।

  • @dipadasgupta6963
    @dipadasgupta6963 3 роки тому +4

    আপনার ভিডিও দেখে খুব ভালো লাগলো ।আপনি যে বয়স্কদের জন্য ভেবেছেন তার জন্য অনেক ধন্যবাদ।

    • @robiscope
      @robiscope  3 роки тому

      ধন্যবাদ আপনাকে।

    • @joysreeghoshroy2559
      @joysreeghoshroy2559 3 роки тому

      খুব ভালো লাগলো।

  • @pratimaduttagupta9489
    @pratimaduttagupta9489 3 роки тому +2

    ধন্যবাদ আপনাকে,আবার নতুন করে কিছু শিখতে ইচ্ছে করছে,ক্ষিদে টা আবার নতুন করে চাগাড় দিয়ে উঠলো ।

    • @robiscope
      @robiscope  3 роки тому

      হ্যাঁ নির্দ্বিধায়, শুরু করুন।

  • @sahadebbag5924
    @sahadebbag5924 3 роки тому +1

    khub bhaloo laglo

  • @jayashreesarkar4604
    @jayashreesarkar4604 3 роки тому +1

    খুব ভালো লাগলো....

    • @robiscope
      @robiscope  3 роки тому

      ধন্যবাদ।

  • @Rupapaul27
    @Rupapaul27 3 роки тому +1

    খুব ভালো লাগলো

  • @antarachatterjee6706
    @antarachatterjee6706 3 роки тому +3

    আপনার শেখানো পদ্ধতি খুব ভালো । আমি আগে ও গান করতাম। কিছু বছর গ্যাপ হয়েছিল আবার শুরু করেছি। উপরের দিকে সাবলীল নয়।। কিভাবে রেওয়াজ করব?

    • @robiscope
      @robiscope  3 роки тому +1

      গলাকে আগে রেওয়াজ করে সচল করুন, গলা সচল হলেই আবার চড়ার স্বর গাইতে পারবেন।

  • @soumenghosal24
    @soumenghosal24 3 роки тому +4

    ধন্যবাদ সায়নবাবু বয়স্কদের জন্য প্রোগ্রাম করার জন্য । পরেরটার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকলাম।

    • @sovanade8474
      @sovanade8474 3 роки тому

      আমরা অপেক্ষায় রইলাম ওই
      রকম ভিডিও দেখা এবং
      শোনার জন্য ।

    • @robiscope
      @robiscope  3 роки тому

      ধন্যবাদ আপনাকে।

  • @kakonsaha1654
    @kakonsaha1654 2 роки тому

    আপনার এই দৈন্যতার জন্যই আপনাকে বেশি ভালো লাগে।

  • @subhradatta3134
    @subhradatta3134 3 роки тому +2

    Apnar protyek ta vdo i sikhyathir pokhye dorkari. Porer vdo tao korben, otao sona uchit. Apni eto chesta kore sikkhyathi der robindra songeet shekhan er jonyo apnake ashes donyobad janai. Apnar tulona hoi na. Apni khub valo.

    • @robiscope
      @robiscope  3 роки тому

      অনেক ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকুন, আরও ভিডিও আসছে এই বিষয়ে।

  • @shyamalkumardas2237
    @shyamalkumardas2237 3 роки тому +1

    আপনার ভিডিও যত দেখি তত উপকৃত হই

  • @UtsavDatta
    @UtsavDatta 3 роки тому +1

    সুর ঈশ্বরপ্রদত্ত। যার গলায় সুর নেই চেষ্টা করলেও সে সুরে গাইতে পারবেনা।

    • @robiscope
      @robiscope  3 роки тому +2

      মার্জনা করবেন, আমার যতটুকু সামান্য পড়াশুনা তাতে আপনার মন্তব্যের সাথে একমত হতে পারলাম না। সুর যদি ঈশ্বর প্রদত্ত হবে তাহলে তো তালিমের বা শিক্ষাপদ্ধতির আর কোনও প্রয়োজনই থাকে না। আসলে এই বিভিন্ন শব্দগুচ্ছকে আমরা খুব প্রচলিত অর্থে ব্যবহার করলেও এদের প্রত্যেকের সুনির্দিষ্ট সংজ্ঞা রয়েছে সঙ্গীত-বিজ্ঞানে (Musicology)। সেগুলো নিয়েও পরে বিস্তারিত আলোচনা করার ইচ্ছা রইল।

    • @UtsavDatta
      @UtsavDatta 3 роки тому

      @@robiscope তালিমের নিশ্চয় প্রয়োজন আছে। রেওয়াজ ছাড়া কি গান গাওয়া যায়? তালিমের মাধ্যমে খুঁতহীন হওয়া যায়। বেসুরো গলা কিছুটা সুরেলাও হতে পারে। কিন্ত সংগীতের উচ্চমার্গে পৌছতে কিছুটা হলেও ঈশ্বরপ্রদত্ত প্রতিভা থাকা দরকার। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত। ভুল হলে মার্জনা করবেন।

  • @runusaha689
    @runusaha689 2 роки тому +1

    khub bhalo hobe 🙏🙏🙏🙏

    • @robiscope
      @robiscope  2 роки тому

      ধন্যবাদ আপনাকেও, শুভ বিজয়া। 🙏🙏

  • @suparnaghosh8303
    @suparnaghosh8303 3 роки тому +1

    Khub valo habe ..

  • @parnabagchi7087
    @parnabagchi7087 3 роки тому

    Khub sundor lgche apnar technique guli

  • @amaderlifeinametro4887
    @amaderlifeinametro4887 3 роки тому +1

    Bhalo laglo

  • @swapnabose6995
    @swapnabose6995 3 роки тому +1

    খুবভালো লাগবে

  • @suchitrasen1
    @suchitrasen1 3 роки тому +2

    খুব ভাল লেগেছে আপনার আলোচনা!

    • @robiscope
      @robiscope  3 роки тому

      ধন্যবাদ, সঙ্গে থাকুন, আরও ভিডিও আসছে শিগগিরই।

  • @susmitabanerjee7277
    @susmitabanerjee7277 3 роки тому +1

    খুব ভালো লাগলো। আমি আজই প্রথম শুনলাম , দেখলাম। ' খালি গলা ' দেখেই আমি আকৃষ্ট হয়েছিলাম ভিডিওটির প্রতি। কারণ আমি খালি গলাতেই গাই সবসময়। হারমোনিয়াম বাজাতে পারি না। ছোট্ট থেকে গানের পরিবেশে বড় হয়েছি। আমার মা, মাসিরা সঙ্গীতাচার্য্য সুখেন্দু গোস্বামীর ছাত্রী । পরবর্তীতে দীপালি নাগ, জগন্নাথ মিশ্র , র কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন। যাই হোক, আরও অনেকেই আছেন। কিন্তু তা না, আমি নাচই ভালোবাসতাম, তাই শিখতাম। গানের দিকে অত নজর ছিল না। যদিও রবীন্দ্রসঙ্গীতে বিশারদ করেছি। ডিস্টিংশন নিয়ে। কিন্তু সেটা বিএ পাশ করার পরে। অত বড় বয়েসে আর হারমোনিয়াম বাজনা ধৈর্য্য ধরে শিখতে পারি নি, মায়ের বাচ্চা বাচ্চা ছাত্রীদের সাথে। 3'rd year পর্যন্ত classical পরীক্ষা দিয়েছি। কিন্তু 4'th year থেকে মা আমায় রবীন্দ্রসঙ্গীতে convert করে দেন , রাবীন্দ্রীক গলা বলে। আমার তো কোন অসুবিধাই হয় না। দিব্যি সাপা টিপে গেয়ে যাই গান গুলো। একবারও বাড়িতে practice করে না গিয়েও পরীক্ষায় শ্যামা নৃত্যনাট্যের প্রথম দৃশ্য গড় গড় করে গেয়ে দিই। চরিত্রানুযায়ী গলার স্বর কে নিয়ন্রন করে। স্বার্থক জনম আমার -- ছিল আমার চয়েস গান। সাপা ধরেই সেই গান নির্ভুল গাই, আর পরীক্ষক গীতিকার স্বপন চক্রবর্তী সেই গান পুরোটা শোনেন। ---- কিন্তু তারপরে বহু বছর কেটে গেছে। আজ আমি ২৭ বছরের ছেলের মা। আমার নিজের ৫৭ বছর বয়েস। মা আর নেই। কিন্তু আমি খালি গলায় মায়ের প্রিয় গানগুলো সবসময় গাই। মা অসম্ভব ভালো নজরুলগীতি গাইতেন। অনেক দূর থেকে ছাত্র ছাত্রীরা আসত মায়ের কাছে নজরুলগীতি শিখতে। আমিও গাই নজরুলগীতি। রবীন্দ্রসঙ্গীত তো আছেই। তো আমি চাই , এইভাবেই মাকে শ্রদ্ধাঞ্জলি দিতে সুরে সুরে। কিন্তু তা যেন নিঁখুত সুরে লাগাতে পারি। সবসময়। তবু হারমোনিয়াম বাজাতে না পারাটা একটা বিরাট অক্ষমতা মনে হয় বলে, খুব লজ্জা পাই । মা বলতেন ", ভগবান তোকে সুর জ্ঞান দিয়েছেন, তোর গলায় সুর আছে প্রচুর কিন্তু তোর একটুও স্বর জ্ঞান নেই "। তাই বলছিলাম, শেখার তো কোন বয়েস নেই, যাতে লোকের সামনে হারমোনিয়াম বাজিয়ে দুটো গান গাইতে পারি, তার জন্য ভিডিও চাই। এই মুহূর্তে আমি ১২ তারীখ মায়ের জন্মদিনে মায়ের ছবির সামনে গাইব বলে তুলেছি -- ৩ টি গান -- বেহা্ রাগের আঁধারে ৩ কবির সৃষ্টি করা। ভরিয়া পরান শুনিতেছি গান ( নজরুল গীতি ), বঁধুয়া নীদ নাহি আঁখিপাতে ( অতুল প্রসাদী ) , সখী ভাবনা কাহারে বলে ( রবীন্দ্রসঙ্গীত ) ।

    • @robiscope
      @robiscope  3 роки тому +1

      কোনও ভিডিও লাগবে না আপনার, নিজের স্কেলে সপাট পাল্টা আর মেরুখন্ড বাজিয়ে প্র্যাকটিস করুন রোজ। তিন মাসের মধ্যেই দেখবেন যেকোন গান বাজাতে পারছেন। শুভেচ্ছা রইল।

    • @susmitabanerjee7277
      @susmitabanerjee7277 3 роки тому

      @@robiscope আপনি আমার এতবড় লেখা এত ধৈর্য্য ধরে পুরোটা পড়েছেন আবার উত্তরও দিয়েছেন-- আমি অভিভূত। খুব ভালো লাগলো। মা এত বলা সত্ত্বেও কোনদিন যত্ন করে গান টা শিখিই নি। তাই এখন খুব আপশোষ হয়। শিখলে আজ আমি মায়ের গানের স্কুল টা ধরে রাখতে পারতাম গান শিখিয়ে। আজ মা চলে যাবার পরে , তাই গানে গানে পাপ স্খালন করার চেষ্টা করি। কিন্তু হারমোনিয়ামের সাথে কোন যোগাযোগ না থাকার জন্য গানের ব্যাকরণ গুলো এক এক করে সব ভুলে গেছি। পরিভাষা গুলো। তাই ' মেরুখন্ড ' টা কি জিনিস তা বুঝলাম না। আপনি কি একদম চড়ার সাঁ অব্দি পৌছে গলা ধরে রাখার কথা বলছ ? তা আমি দিব্যি পারি। অনেক ক্ষনই পারি। কিন্তু খাদে একদম পারিনা। গলা যায়ই না। আমি যখন গান শেখা শুরু করি, বিএ পরীক্ষা দেওয়ার পর, তখন জি তেই শুরু করেছিলাম আর পরীক্ষা, ডিস্টিংশন সব ঐ জি সার্প এ। কিন্তু তারপরে কি করে কি করে ছেলের সাথে চিৎকার করতে করতে বা অন্য কোন ভাবে গলাটা হঠাৎ করে চড়া হয়ে গেল। এখন সমস্যা হোল খালি গলায় গাই তো, তাই আমি বুঝি না, আমার স্কেল টা ঠিক কি। মাঝে মাঝে নিজের কানেই বেশী তীখ্ন মনে হলে নামিয়ে নিই এক পর্দা। কিন্তু সেই পর্দা টা যে কি, তা বুঝি না। এদিকে রিড চিনি জি এর। পরে বি এর টাও চিনেছি। কিন্তু জি তে যাও বা হাত চলে, বি তে তো চলেই না। স্কেল চেঞ্জার নয় আমার। তানপুরাও নেই। এই হোল আমার সমস্যা। ঠিক আছে, হারমোনিয়াম নিয়ে বসব। দেখি চেষ্টা করে। যন্ত্রটা বাস্তবিক আমার কাছে জুজুর মত।

  • @laylaasmaakter4176
    @laylaasmaakter4176 3 роки тому +2

    খুব সুন্দর ক্লাস আড্ডা। এমন আড্ডা নিয়মিত হোক। অনেক অনেক শুভকামনা।

    • @robiscope
      @robiscope  3 роки тому

      হ্যাঁ নিশ্চয়ই আরও আড্ডা হবে। সঙ্গে থাকুন r।

  • @rumabhowmick5099
    @rumabhowmick5099 3 роки тому +8

    কি করে হারমোনিয়াম থেকে তানপুরায় সঠিক সুরে গাইতে পারবো। আলোচনা করলে ভীষণ ই উপকৃত হব 🙏

    • @robiscope
      @robiscope  3 роки тому +1

      হ্যাঁ নিশ্চয়ই শেখাবো।

  • @papiyachoudhury9850
    @papiyachoudhury9850 3 роки тому +1

    Vishon valo lagche video gulo amra jara gan valobasi othocho 40up age hoye gache. Vaiya apnar kach theke arokom video aro pete chai

    • @robiscope
      @robiscope  3 роки тому

      হ্যাঁ নিশ্চয়ই, সঙ্গে থাকুন।

  • @etibhattacharjee5215
    @etibhattacharjee5215 3 роки тому +1

    Khub Valo laglo dada

  • @raktimkumarrk9174
    @raktimkumarrk9174 3 роки тому +1

    Amar Pronam neben sir ....khub bhalo lage apnar videos .

  • @juichameli3573
    @juichameli3573 3 роки тому +2

    আসসালামু ওয়ালায়কুম
    আমি নতুন আপনার চেনেলে খুব ভাল লাগে আপনার শিক্ষাদান।
    বুঝানোর style👌❤️❤️

    • @robiscope
      @robiscope  3 роки тому

      ওয়ালেকুম আসসালাম। কোথাও অসুবিধা হলে নির্দ্বিধায় জানাবেন।

  • @sutapasamanta9337
    @sutapasamanta9337 3 роки тому +1

    দারুন অনুষ্ঠান স্যার খুব খুব ভালো লাগছে

    • @robiscope
      @robiscope  3 роки тому

      ধন্যবাদ আপনাকে

  • @kumkumsen9056
    @kumkumsen9056 3 роки тому +1

    Akdam thik bolechhen

  • @basabichowdhury9516
    @basabichowdhury9516 3 роки тому +2

    Akdom thik apner sathe puropuri sohomot amio a kjon teacher

  • @shilabiswas3506
    @shilabiswas3506 3 роки тому +1

    ভীষন ভালো ।

  • @rjsanjukta6358
    @rjsanjukta6358 3 роки тому +16

    সকলে শিশু,কিশোর ও তরুণদের কথাই বলেন।আপনি যে বয়স্কদের কথা ভেবে ভিডিও করছেন,অনেকেই উপকৃত হবেন। নমস্কার জানাই।

    • @robiscope
      @robiscope  3 роки тому +1

      ধন্যবাদ

    • @sunilsarkar3931
      @sunilsarkar3931 3 роки тому +2

      খুব ভালো লাগছে৷

  • @tumpapal7774
    @tumpapal7774 2 роки тому +1

    Amio vison upokrito hoyechhi 🙏🙏

    • @robiscope
      @robiscope  2 роки тому

      ভিডিওটি কাজে লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে। 🙏🏻🙏🏻

  • @manishachakraborty637
    @manishachakraborty637 3 роки тому +1

    ভীষণ ভালো লাগলো

  • @mahuadasgupta1998
    @mahuadasgupta1998 3 роки тому +1

    খুব ভালো লাগছে,অবশ্যই এরপর তানপুরার সঠিক ব্যবহার শেখালে খুব ভালো লাগবে।ধন্যবাদ দাদা🙏🏻

    • @robiscope
      @robiscope  3 роки тому

      হ্যাঁ ওটা একটা আলাদা সিরিজ হবে।

  • @meenakshichakraborty6412
    @meenakshichakraborty6412 3 роки тому +1

    খুব ভালো লাগছে

  • @kajaldana2217
    @kajaldana2217 3 роки тому +3

    আমি প্রথম প্রথম দেখছি ভিডিও গুলো। খুব উপকার হচ্ছে। পরের ভিডিওর আশায় রইলাম। ধন্যবাদ।

    • @robiscope
      @robiscope  3 роки тому

      ধন্যবাদ আপনাকেও, সঙ্গে থাকুন।