আপনার আড্ডায় ঋদ্ধ হই। ৬৮ বছর বয়সে গান শুরু করেছি। খুব অসুবিধা হয় গাইতে, গলা ভীষণ কাঁপে। তবুও গাইতে চাই।। সংসারের চাপে নিজের জন্য কিছু করা হয়নি। এখন আপনার কথায় উদ্ভুদ্ধ হই। আপনাকে অশেষ ধন্যবাদ
বলেন কী!! আমদের শাস্ত্রমতে আমি তো হেভী পাপীতাপী মানুষ। টাকা নিয়ে গান শেখাই, ঈশ্বরের সাধনার বিদ্যা দান করে পারিশ্রমিক চাই 😳😳😳😳 আমার জন্য তো চিত্রগুপ্তের খাতায় নরকের সিট রিজার্ভ হয়ে আছে 😁😊😁😊
Very nice vdo. your teaching is very good. I am a singer. I am 69 yrs old. Learned classical music since early age. I do regular riwaz .But I am not a classical singer. I am a regular singer of All India Radio ,singing Sugam Sangit, folk songs, traditional songs , Bargeet , Bhajan ,ghazal etc. I sang for HMV records, cassettes, ,CDs . People said my voice is good. But I don't think my voice is as good as previous years. I am suffering from some difficulties from few yrs back. I cannot sing pa, dha, ni swar nicely as before. I don't know why I have to sing these swars in artificial voice . Which I don't like. I could sing so easily in low ,middle,and high octive. But now I can't sing pa, dha, ni nicely in my original voice . please help me. Is there any riwaz technics so that I can sing all the swaras nicely- naturally or sing all the songs in my natural voice ? Can I improve my singing of these swaras? I hope you will help me to improve my singing. Regards
খুব খুশি এবং ঋদ্ধ হলাম । খোলা গলার ভুল ধারণা বহু স়ংগীত শিক্ষার্থীদের সংগীত শেখার আশার মূলে জল গেলে দিয়েছে।আমিও বহুবার কষ্ট পেয়েছি।বুঝাতে পারতাম না তাদেরকে।আজ আমার confidence বেড়ে গেল। সঠিক পথের সন্ধান পাওয়া গেল অবশেষে। ধন্যবাদ আপনাকে।
সত্যিই আপনি কি সুন্দর ভাবে বোঝালেন। রবীন্দ্র সঙ্গীতকে ভালোবেসে গান করি (স্টার মেকারে)। গানের গ বুঝিনা। কিন্তু আপনার দেওয়া (অনেক ভিডিও) উপদেশ ফলোও করি।
বেশ কয়েকদিন পরে আবার আপনাকে পেলাম, শিখলাম, জানলাম না জানা কথা। প্রতিটি দিন শিখছি আপনার অতি মূল্যবান আলোচনা থেকে। আজকের আলোচনা থেকে চেষ্টা করছি নিজেকে শুধরে নেবার। ভীষণ উপকৃত হলাম স্যার।
আপনার কথা সত্যি ই খুব গুরুত্বপূর্ণ এবং সঠিক । শ্রদ্ধেয়া সুচিত্রা মিত্রের অনেক সাক্ষাতকারে এ কথাটি পাই। রবীন্দ্রনাথের গানের অর্থ না বুঝে একধারে গেয়ে যাওয়া অন্যায়।।
আজ প্রথম দিন শুনলাম... আমি গান করি না... কিন্তু গান শুনতে ভীষণ ভালোবাসি... আর মাঝে মাঝে গান গাই... নিজের মত করে... Grammer follow করি না... তখন বুঝি বেশি উঁচু sargom এ গান আমি পারছি না.. অসাধারণ লাগলো আপনার আলোচনা... একদম ঠিক...মন টা ভীষণ possessive হওয়া দরকার গানের জন্য... আবেগ খুব দরকার গানের জন্য... অপূর্ব... আপনার বিশ্লেষণ... অসাধারণ... আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা...
খুব ভালো লাগলো আপনার আলোচনা। আমিও নিজে সবসময় বলি, রবীন্দ্রনাথের গান মানে এক একটি দর্শন, সেই দর্শনের ভাব টা অনুভব করে গানের মধ্যে ফুটিয়ে তুলতে না পারলে তা হয়তো সঙ্গীত হয় কিন্তু রবীন্দ্রসংগীত হয়না।
আজ হঠাৎ আপনার অনুষ্ঠান চোখে পরলো। শুনছিলাম রবীন্দ্রনাথের 'তুমি খুশী থাকো আমার পানে চেয়ে চেয়ে খুশী থাকো" খুব ইচ্ছে ছিল গান শেখার। হয়নি। এখন বয়স 65। এখন শুধু শুনি
আজ আমি প্রথম দেখলাম ভীষন ভীষন ভালো লাগলো. আমার বয়ষ ৫৪ বছর .ওই নাকে নাকে গলা.অনেক দিন হয়ে গেলো কখনো যদি নিয়ে বসি তো গলা ছারতে পারি না.খুবই অসুবিধা হয়.আমার মনে হয় প্রত্যেক গানের গুরুর মাসে একটা ক্লাসে অন্তত এই ভাবে সংগীত পারিপর্শীক বিষয়গুলো বোঝানো দরকার.তাতে সংগীত বিষয়টির প্রতি ছাত্র ছাত্রীদের কাছে মর্যাদা বেড়ে যাবে প্রচুর.আর যে দিনটি তিনি এই আলোচনা করবেন সকল ক্লাসের ছাত্রদের যদি একই ক্লাসে আনেন তবে অনেকটা সময়ও বাঁচাতে পারেন. নমস্কার .
একমত, এভাবেই WhatsApp Group এর মধ্যে দিয়ে আমার ভিডিও ক্লাসের সূচনা, তারপর lockdown পরিস্থিতিতে ইউটিউবের দ্বারস্থ হওয়া... পরিণামে আপনাদের মত অনেক নতুন বন্ধুদের সাথে পরিচিত হতে পারার সৌভাগ্য। 🙏🙏🙏🙏
আপনার ভিডিও গুলো সত্যি খুব ই শিক্ষা মূলক। খুব সুন্দর ব্যখ্যা করেন সব কিছু। এগিয়ে যান।এই প্রজন্মের অনেক কিছু জানার আছে, রবীন্দ্রসংগীত সম্পর্কে। এখন কেউ কেউ এমন করে গায়, যে শুনলে বড় দুঃখ হয়। আমি নিজে রবীন্দ্রনাথের গান গাই। আমি আপনার থেকে বয়সে অনেক বড়,তাই অনুরোধ রইল এইরকম ভিডিও অনেক করুন। আমি নিজেও খুব মন দিয়ে শুনি। ভালো থাকবেন।........... …......সোমা দি।
খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন খোলা গলায় গান গাওয়া বলতে কি বোঝায়। রবীন্দ্রসঙ্গীত ভালো গাইতে গেলে বানীগুলোকে তো বুঝে নিতে হবে, অনুভূতিকে follow করতে হবে । ধন্যবাদ।
সত্যি আপনার ভিডিও গুলো ফলো করতে পারলে অনেক কিছুই শেখা যায় । আমাদের মত বয়স্ক শিক্ষার্থী যারা এতদিন শেখার সুজোক পায়নি তারা অনেক উপকৃত হবেন ।ধন্যবাদ sir
মনটা খুব বিষন্ন ছিল আগের মতো গাইতে পারিনা বলে।আজ এই ভিডিও দেখতে পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে।নিজের কন্ঠকে সঠিকভাবে ব্যবহার করে আবার মনের মত করে গান গাওয়ার স্পৃহা পেলাম,অনেক অনেক ধন্যবাদ দাদা।আমি আবার গলার সুর ফিরিয়ে আনার চষ্টা করব।
Excellent job & this class very important those person who like song, even he songs who play in their mind at kitchen bathroom also, they will wish to play loudly.
আমি বাংলাদেশ থেকে শুনছিলাম খুব সুন্দর এবং উপকারী বিষয় । অনেক অনেক ধন্যবাদ তোমাকে দাদা , তুমি এভাবেই আমাদের জন্য ক্লাশ গুলো দিও তাতে আমরা উপকৃত হব ধন্যবাদ।
খুব সুন্দর স্বচ্ছভাবে বিশ্লেষণ। গাইছি বহু বছর ধরে কিন্তু কণ্ঠ সম্পর্কিত এই আলোচনা কখনো শুনিনি। ওস্তাদজীর কাছ থেকে তালিম নিলেও গলার সমস্যার সম্পর্কে এই ধরনের আলোচনা কখনো শুনিনি সত্যি। আজও গলার সমস্যার সমাধান করতে পারলাম না। ছোটবেলায় কণ্ঠে যে স্বছন্দ ছিল বড়বেলায় এসে সেই কণ্ঠ নাগালের মধ্যে রইল না। নিজের যথার্থ স্কেল্টাই খুঁজে মরলুম সারা জীবন। আশা করব আপনার এই যথাযথ বৈজ্ঞানিক আলোচনা বর্তমান সুর সাধনারত প্রজন্মকে পথ দেখাতে সাহায্য করবে। অনেক ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ স্যার 🙏, খুব সুন্দর একটা জিনিস আজকে শেখালেন। আমি বেশ কিছু দিন হলো শিখতে শুরু করেছি, কিন্তু সমস্যা হচ্ছে তাল ঠিক বুঝে উঠতে পরছি না।তালে কি ভাবে গাইতে পারবো?যদি কিছু উপদেশ দেন তাহলে খুবই উপকৃত হব 🙏। গভীর ভাবে অনুরোধ থাকলো তাল নিয়ে যদি দু-চারটা ভিডিও তৈরি করেন,আশা করি আমার মতো আরো অনেক শিক্ষানবিরা খুব উপকৃত হবেন।প্রনাম নেবেন 🙏।
ধন্যবাদ স্যার, আপনাকে ফলো করলে আমাদের অনেকেরই অজ্ঞানতার অন্ধকার দূর হবে, সাথে সাথে সঠিক শিক্ষায় নিজেকে তৈরী করার সুযোগ পাবো। যদিও আমি সেভাবে গাইনা, তবুও জ্ঞান অর্জন করতে খুবই আগ্রহী। আপনার সুস্থ দীর্ঘ সংগীতময় জীবন কামনা করি। ভালো থাকুন আপনি 🙏🏼😊
I am now bit aged although once long years back I was not only student of respected Dwijen Mukherjee but still I' m sure to be well valued among all established young artists for my confident voice throwing without symbol of symptoms like usual aged.Only my weakness is at C# although my voice may go down to even lower "sa" of "Mandra saptak" but at higher octave it's bit difficult to cross "ma" of higher octave otherwise my enthralling capacity is still at high level among all contemporary singers on Tagore songs specially as I also search scopes to upgrade me more n more from different sources even via pure classical singing arena.🤗🙏
I am at 64 yrs. It's fact that I could learnt something from your tutorial class. But I need the basic norms to set the vocal sound/ cord. Hope that you will advice me what and how to do. Thanks for your excellent classes. Long live for us.
আমি অনেক বয়স্ক একজন ছাত্র। আমার সমস্যা আমি কারো সামনে গাইতে গেলে ঠিকমতো গাইতে পারি না। হারমোনিয়াম বাজানো তে ভুল হয়ে যায়। হারমোনিয়াম বাদ দিয়ে কিভাবে খালি গলায় গান গাওয়া অভ্যাস করবো।
আপনার আড্ডায় ঋদ্ধ হই। ৬৮ বছর বয়সে গান শুরু করেছি। খুব অসুবিধা হয় গাইতে, গলা ভীষণ কাঁপে। তবুও গাইতে চাই।। সংসারের চাপে নিজের জন্য কিছু করা হয়নি। এখন আপনার কথায় উদ্ভুদ্ধ হই। আপনাকে অশেষ ধন্যবাদ
প্রানের আনন্দে গান!!
Amio notun kore shuru korte chai.kintu shekhabar kau k pachhi na.kindly janaben apni kothaye shikhchhen?
Better late than never....
@@robiscope darun laglo
My respect and love to you. Go ahead, don't look back for God's sake
আপনি ঈশ্বর এর দূত হয়ে এসেছেন আমাদের কাছে. যারা কোনোদিন গান শেখার সুযোগ পায় নি তারা আপনার ভিডিও দেখে অত্যন্ত উপকৃত হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ
বলেন কী!! আমদের শাস্ত্রমতে আমি তো হেভী পাপীতাপী মানুষ। টাকা নিয়ে গান শেখাই, ঈশ্বরের সাধনার বিদ্যা দান করে পারিশ্রমিক চাই 😳😳😳😳 আমার জন্য তো চিত্রগুপ্তের খাতায় নরকের সিট রিজার্ভ হয়ে আছে 😁😊😁😊
আমি গানের মানুষ না তবে শখ করে শুনতে গিয়ে দারুণ এক অভিজ্ঞতা হোলো। অনেক বিষয় জানলাম। এত চমৎকার করে বলার জন্য ধন্যবাদ।
🙏🙏
Bhishon bhalo laglo
Very nice vdo. your teaching is very good. I am a singer. I am 69 yrs old. Learned classical music since early age. I do regular riwaz .But I am not a classical singer. I am a regular singer of All India Radio ,singing Sugam Sangit, folk songs, traditional songs , Bargeet , Bhajan ,ghazal etc. I sang for HMV records, cassettes, ,CDs . People said my voice is good. But I don't think my voice is as good as previous years. I am suffering from some difficulties from few yrs back. I cannot sing pa, dha, ni swar nicely as before. I don't know why I have to sing these swars in artificial voice . Which I don't like. I could sing so easily in low ,middle,and high octive. But now I can't sing pa, dha, ni nicely in my original voice . please help me. Is there any riwaz technics so that I can sing all the swaras nicely- naturally or sing all the songs in my natural voice ? Can I improve my singing of these swaras?
I hope you will help me to improve my singing. Regards
আপনার কথায় ভীষণ অনুপ্রাণিত হই।৫৫ বছর বয়সে গান শেখা শুরু করলাম। গলা খোলে না তবুও চেষ্টা করছি
খুব ভাল লাগল। এই ব্যাপারটা পরিষ্কার না থাকাতে গান গাইতে ইচ্ছে থাকলেও সাহস পেতাম না ।অনেক ধন্যবাদ। ভগবান আপনার মঙ্গল করুন।
ধন্যবাদ আপনাকেও, ভালো থাকবেন। 🙏🏻🙏🏻
খুব খুশি এবং ঋদ্ধ হলাম । খোলা গলার ভুল ধারণা বহু স়ংগীত শিক্ষার্থীদের সংগীত শেখার আশার মূলে জল গেলে দিয়েছে।আমিও বহুবার কষ্ট পেয়েছি।বুঝাতে পারতাম না তাদেরকে।আজ আমার confidence বেড়ে গেল। সঠিক পথের সন্ধান পাওয়া গেল অবশেষে। ধন্যবাদ আপনাকে।
গেলের জায়গায় ঢেলে হবে।Sorry.
আপনারা যখন বলেন ভিডিওটা কাজে লেগেছে, তখন মনে হয় এত পরিশ্রম করে ভিডিও বানানো সার্থক হল।🙏🏻🙏🏻
অসাধারণ---যা ঠোক্কর খেয়ে শিখেছি, তা এত সুন্দর বুঝিয়ে দিলেন ,অনেকেই উপকৃত হবে
L
🙏🙏
সত্যিই আপনি কি সুন্দর ভাবে বোঝালেন। রবীন্দ্র সঙ্গীতকে ভালোবেসে গান করি (স্টার মেকারে)। গানের গ বুঝিনা। কিন্তু আপনার দেওয়া (অনেক ভিডিও) উপদেশ ফলোও করি।
বেশ কয়েকদিন পরে আবার আপনাকে পেলাম, শিখলাম, জানলাম না জানা কথা। প্রতিটি দিন শিখছি আপনার অতি মূল্যবান আলোচনা থেকে। আজকের আলোচনা থেকে চেষ্টা করছি নিজেকে শুধরে নেবার। ভীষণ উপকৃত হলাম স্যার।
কাজে লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
আপনার কথা সত্যি ই খুব গুরুত্বপূর্ণ এবং সঠিক । শ্রদ্ধেয়া সুচিত্রা মিত্রের অনেক সাক্ষাতকারে এ কথাটি পাই। রবীন্দ্রনাথের গানের অর্থ না বুঝে একধারে গেয়ে যাওয়া অন্যায়।।
হ্যাঁ, এটাই সঙ্গীত সন্বন্ধে রবীন্দ্রনাথের মত।
আদাব, গুরু মহাশয়।
মনে হয়েছে, সঙ্গীত বিজ্ঞানের সাইকোলজিকাল ক্লাস, খুব আনন্দ পেয়েছি, দারুন লেগেছে।
অনেক কিছু জানলাম।
শুভকামনা।
ভিডিওটি কাজে লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকেও। 🙏🏻🙏🏻
আমিও গান শিখতে চেয়েছিলাম। এই সমস্যা গুলোর জন্যই শিখতে পারিনি। আজ পেলাম সমাধান। কেউ আগে বলেনি। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
খুবই সুন্দর বিজ্ঞান ভিত্তিক আলোচনা। গান সম্মন্ধে অনেক জিনিস জানছি।
ধন্যবাদ, সঙ্গে থাকুন।
ক্রমাগত শিখছি। অসম্ভব উপকৃত হচ্ছি। সব সমস্যার সমাধান পেয়ে যাচ্ছি। খুব ভালো থাকবেন স্যার🙏
কাজে লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
খুব উপকৃত হলাম! অনেক ধন্যবাদ আপনাকে! আরও শুনতে আগ্রহী!
হ্যাঁ নিশ্চয়ই।
রবি ঠাকুরের গান সঠিক ভাবে গাইবার জন্য খুব জরুরি ও মূল্যবান মনে হল কথাগুলো। এই জাতীয় আলোচনা আরও শুনতে চাই ।
ধন্যবাদ, সামান্য যেটুকু জানি, আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করি এই ভিডিওগুলোর মাধ্যমে।
অত্যন্ত প্রানবন্ত আলোচনা স্যার---- আপনি সুস্থ থাকুন, এরকমই হাসিখুশী থাকুন কামনা করি। কলকাতা
অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন রবিস্কোপ এর।
This class is very important to me as I am 71 years.Thank you very much .
খুব ভালো লাগলো। অনেকে এতে উপকৃত হবে।আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আজ প্রথম দিন শুনলাম... আমি গান করি না... কিন্তু গান শুনতে ভীষণ ভালোবাসি... আর মাঝে মাঝে গান গাই... নিজের মত করে... Grammer follow করি না... তখন বুঝি বেশি উঁচু sargom এ গান আমি পারছি না..
অসাধারণ লাগলো আপনার আলোচনা... একদম ঠিক...মন টা ভীষণ possessive হওয়া দরকার গানের জন্য...
আবেগ খুব দরকার গানের জন্য...
অপূর্ব... আপনার বিশ্লেষণ... অসাধারণ... আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা...
ধন্যবাদ আপনাকেও।🙏🙏
খুব ভালো লাগলো আপনার আলোচনা। আমিও নিজে সবসময় বলি, রবীন্দ্রনাথের গান মানে এক একটি দর্শন, সেই দর্শনের ভাব টা অনুভব করে গানের মধ্যে ফুটিয়ে তুলতে না পারলে তা হয়তো সঙ্গীত হয় কিন্তু রবীন্দ্রসংগীত হয়না।
খুব মূল্যবান কথাগুলো এত সুন্দর ও মজা করে বললেন, আর এত সহজ করে বললেন যে তা অন্তরে গেঁথে আছে। আমার শ্রদ্ধা ও প্রণাম নেবেন স্যার ।
খুব সুন্দর ভাবে বললেন, ভালো লাগলো।
বাংলাদেশ থেকে বলছি। অত্যন্ত সুন্দর শৈল্পিক ভাবনা সমৃদ্ধ আলোচনা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ
আজ হঠাৎ আপনার অনুষ্ঠান চোখে পরলো। শুনছিলাম রবীন্দ্রনাথের 'তুমি খুশী থাকো আমার পানে চেয়ে চেয়ে খুশী থাকো"
খুব ইচ্ছে ছিল গান শেখার। হয়নি। এখন বয়স 65। এখন শুধু শুনি
ধন্যবাদ আপনাকেও। 🙏🙏
ভালো লাগলো,গানেৰ টিপচ,গুলো
আজ আমি প্রথম দেখলাম ভীষন ভীষন ভালো লাগলো. আমার বয়ষ ৫৪ বছর .ওই নাকে নাকে গলা.অনেক দিন হয়ে গেলো কখনো যদি নিয়ে বসি তো গলা ছারতে পারি না.খুবই অসুবিধা হয়.আমার মনে হয় প্রত্যেক গানের গুরুর মাসে একটা ক্লাসে অন্তত এই ভাবে সংগীত পারিপর্শীক বিষয়গুলো বোঝানো দরকার.তাতে সংগীত বিষয়টির প্রতি ছাত্র ছাত্রীদের কাছে মর্যাদা বেড়ে যাবে প্রচুর.আর যে দিনটি তিনি এই আলোচনা করবেন সকল ক্লাসের ছাত্রদের যদি একই ক্লাসে আনেন তবে অনেকটা সময়ও বাঁচাতে পারেন. নমস্কার .
একমত, এভাবেই WhatsApp Group এর মধ্যে দিয়ে আমার ভিডিও ক্লাসের সূচনা, তারপর lockdown পরিস্থিতিতে ইউটিউবের দ্বারস্থ হওয়া... পরিণামে আপনাদের মত অনেক নতুন বন্ধুদের সাথে পরিচিত হতে পারার সৌভাগ্য। 🙏🙏🙏🙏
স্যার অনবদ্য আজকের এই video, ভাষায় প্রকাশ করার ক্ষমতা নেই । খুব উপকৃত হলাম। শুভেচ্ছা রইল
কাজে লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
A new innovation to learners. Many thanks. Go ahead
Apnar video gulo theke khub upokrito Hoi, shraddha roilo.
আপনার ভিডিও গুলো সত্যি খুব ই শিক্ষা মূলক। খুব সুন্দর ব্যখ্যা করেন সব কিছু। এগিয়ে যান।এই প্রজন্মের অনেক কিছু জানার আছে, রবীন্দ্রসংগীত সম্পর্কে। এখন কেউ কেউ এমন করে গায়, যে শুনলে বড় দুঃখ হয়। আমি নিজে রবীন্দ্রনাথের গান গাই। আমি আপনার থেকে বয়সে অনেক বড়,তাই অনুরোধ রইল এইরকম ভিডিও অনেক করুন। আমি নিজেও খুব মন দিয়ে শুনি। ভালো থাকবেন।........... …......সোমা দি।
কাজে লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
আপনি এতসুন্দর ভাবে বোঝালেন সত্যিই অপূর্ব। সেইটা কাজে লাগাবার চেষ্টা করব।
ধন্যবাদ
আমার বয়স 52 ,আমি এখন গান সুরু করেছি, আপনার এই ক্লাস আমার ভীষণ ভাল লাগছে, নতুন শিখছি তো ?ভাল লাগছে
খুব ভালো, মন দিয়ে রেওয়াজ করুন।
খুব সহজ করে বুঝিয়ে দিলেন ।ভালো লাগলো খুব উপকৃত হলাম।
ধন্যবাদ আপনাকেও, শুভ বিজয়া 🙏🙏
Crystal clear explanation. You are an excellent teacher. এই কথাটা বাংলা তে বড়ো গুরু গম্ভীর শুনতে লাগলো বলে লিখলাম না l অনেক শুভ কামনা জানাই l
স্বাগত জানাই আপনাকে। গুরুগম্ভীর লাগলেও বাংলাতেই welcome করলাম।😊😊 অনেক ধন্যবাদ।
@@robiscope 🥰🥰
খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন খোলা গলায় গান গাওয়া বলতে কি বোঝায়। রবীন্দ্রসঙ্গীত ভালো গাইতে গেলে বানীগুলোকে তো বুঝে নিতে হবে, অনুভূতিকে follow করতে হবে । ধন্যবাদ।
একদম সঠিক বলেছেন।
অবশ্যই ভিডিও করুন স্যার ..গায়কী নিয়ে ...
সত্যি আপনার ভিডিও গুলো ফলো করতে পারলে অনেক কিছুই শেখা যায় । আমাদের মত বয়স্ক শিক্ষার্থী যারা এতদিন শেখার সুজোক পায়নি তারা অনেক উপকৃত হবেন ।ধন্যবাদ sir
কাজে লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
এত সুন্দর ভাবে বোঝালেন, সত্যিই অপূর্ব!! খুব ভালো লাগলো।ধন্যবাদ।
গায়কী নিয়ে একটি ভিডিও যদি করেন ,খুব ভালো হয়।
Sir,pronam 🙏🏻 gaan sekhar sathe sathe ei totthogulo jana besi jaruri...apner kache request apni gaiyoki nea video korun jate amra upokkrito hoe 🙏🏻
খুব ই ভালো লাগল।আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।আমি আপনার ভিডিও গুলো পেতে চাই।
ভীষণ ভাবে উপকৃত হলাম। আপনাকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি!
ধন্যবাদ আপনাকেও, শুভ বিজয়া 🙏🙏
খুব মূল্যবান কথাগুলো। সমৃদ্ধ হলাম।
কাজে লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
আপনি খুব জ্ঞানী মানুষ। আপনার আলোচনা গুলো থেকে নতুন করে ভাবতে শিখি। সমৃদ্ধ হই। অনেক কিছু শিখতে পারি।
আমি একজন একান্ত সামান্য সঙ্গীত শিক্ষক।
আপনার ভিডিও টি শুনে ভীষণ ভাবে সমৃদ্ধ হলাম।🙏🏻🙏🏻🙏🏻 স্যার
ধন্যবাদ আপনাকে।
আপনার শিক্ষণ পদ্ধতি সত্যিই খুব ভালো। শুভেচ্ছা রইল।
স্বাগত জানাই আপনাকে।
REALLY ENJOYING YOUR CLASS
Thanks a lot 😊😊
সত্যিই খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমি ও রবীন্দ্র সংগীত এর চতুর্থ বর্ষের ছাত্রী খুব উপকৃত হলাম স্যার 🙏🙏🙏
কাজে লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
খুব প্রয়োজনীয় আলোচনা । ধন্যবাদ স্যার ।
স্বাগত জানাই আপনাকে।
Baaa... khub sundar help korlo aj apner alochona.
Aj 1st time apner video ta shunlam.
একটা খুব মূল্যবান আড্ডা। অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
খুব ভালো লাগছে দাদা। অনেক কিছু শিখতে পাচ্ছি। আমার তালের সমস্যা হয়। যদি সম্ভব হয় তাল নিয়ে কয়েকটা ভিডিও করবেন প্লিজ। ভালো থাকবেন। 🙏
সেই ছোটবেলায় গান শিখেছিলাম।তিরিশ বছরের সংসার জীবন চলছে।আপনার কথা শুনলে নতুন করে শুরু করতে ইচ্ছে করে।
শুরু করে দিন ম্যাডাম। গান আর ভালোবাসা, বয়সের বাধা মানেনা। আজীবন সঙ্গে থাকে।❤❤❤❤
খুব ভালো লাগলো। রবীন্দ্র সংগীত এর মূল ভাব তার কাব্য,সেই ভেবেই চেষ্টা করি গাইতে। অনেক ধন্যবাদ।
একদম ঠিক।
Thanks for clearing my doubts
Most Welcome 🙏🙏
সাযন স্যার আপনার ভিডিও গুলো ভীষণ কাজের। এত সুন্দর করে তো কেউ বোঝায না ।ভালো থাকবেন। 👏
Thanks for the complement 👍👍
Aami 75 aami gaite parbo ?
@@muktamalasarkar9564 No, lungs er power kome gache tai practice na thakle sombhob noi !!
You have nicely described the "Gola Khuley khawa", "chitkar kora noi" :) Absolutely!
ধন্যবাদ জানাই 🙏🙏 আপনারা যখন বলেন ভিডিওটা কাজে লেগেছে, তখন মনে হয় এত পরিশ্রম করে ভিডিও বানানো সার্থক হলো।
খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন দাদা ধন্যবাদ
স্বাগত জানাই আপনাকে।🙏🙏
খুব ভালো লাগল।
আপনার আলোচনা গুলো শুনে আমি অনেক কিছু শিখি এবং সমৃদ্ধ হই। 🌹🌹🌹
অনেক ধন্যবাদ, আপনারা উপকৃত হবেন, এই দৃষ্টিকোণ থেকেই ভিডিও গুলো পাঠালাম।
উপকারী ক্লাস। খুব ভালো লাগলো। ধন্যবাদ 😊😊
অনেক কিছু শিখে সমৃদ্ধ হলাম।ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।🙏🙏
আপনার এই পোস্ট গুলো আমাদের অনেক উপকার করছে। আপনাকে 🙏🙏🙏 জানাই।
মনটা খুব বিষন্ন ছিল আগের মতো গাইতে পারিনা বলে।আজ এই ভিডিও দেখতে পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে।নিজের কন্ঠকে সঠিকভাবে ব্যবহার করে আবার মনের মত করে গান গাওয়ার স্পৃহা পেলাম,অনেক অনেক ধন্যবাদ দাদা।আমি আবার গলার সুর ফিরিয়ে আনার চষ্টা করব।
ধন্যবাদ আপনাকেও। 🙏🙏
Excellent job & this class very important those person who like song, even he songs who play in their mind at kitchen bathroom also, they will wish to play loudly.
Thanks a lot 😊😀
Khoob ee bhalo laglo
এই আড্ডায় আমার অনেক উপকার হল। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকেও, শুভ বিজয়া। 🙏🙏
This adda class is very good helpful to me. Thanks a lot. I am sixty plus trying to learn how to sing songs and other coaching.
That's great, keep it up. Please comment if you have any confusion regarding any of my video.
Kodin aktu dekji ,tarpore shikhte arombho korbo....
আ, হা কত সুন্দর কত সুন্দর করে বুঝালেন।মন ছুঁয়ে গেল দাদা। ভালো থাকবেন।
Darun laglo Sr
Thank you so much sr
Most Welcome 🙏🙏
খুব ভালো লাগলো। আমি এই প্রথম শুনলাম ও দেখলাম। অনেক ধন্যবাদ জানাই
স্বাগত জানাই আপনাকে। সঙ্গে থাকুন প্লিজ। 🙏🏽🙏🏻🙏🏼🙏
আমি বাংলাদেশ থেকে শুনছিলাম খুব সুন্দর এবং উপকারী বিষয় । অনেক অনেক ধন্যবাদ তোমাকে দাদা , তুমি এভাবেই আমাদের জন্য ক্লাশ গুলো দিও তাতে আমরা উপকৃত হব ধন্যবাদ।
Dada your analysis regarding vocal cord source of different tune are very excellent. Namaskar Dada valo thakben.
Most Welcome 🙏🙏
অসাধারণ.... অনেক কিছুই জানলাম.... PRONAM
..
ধন্যবাদ আপনাকেও। 🙏🙏
গান শেখানো সংক্রান্ত অনেক ধরনের ইউটিউব ভিডিও পাওয়া যায় কিন্তু আপনার মতো এত সুন্দর ও সাবলীল ভাবে কেউ explain করে না। সশ্রদ্ধ প্রণাম আপনাকে 🙏🙏
কাজে লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দর স্বচ্ছভাবে বিশ্লেষণ। গাইছি বহু বছর ধরে কিন্তু কণ্ঠ সম্পর্কিত এই আলোচনা কখনো শুনিনি। ওস্তাদজীর কাছ থেকে তালিম নিলেও গলার সমস্যার সম্পর্কে এই ধরনের আলোচনা কখনো শুনিনি সত্যি। আজও গলার সমস্যার সমাধান করতে পারলাম না। ছোটবেলায় কণ্ঠে যে স্বছন্দ ছিল বড়বেলায় এসে সেই কণ্ঠ নাগালের মধ্যে রইল না। নিজের যথার্থ স্কেল্টাই খুঁজে মরলুম সারা জীবন। আশা করব আপনার এই যথাযথ বৈজ্ঞানিক আলোচনা বর্তমান সুর সাধনারত প্রজন্মকে পথ দেখাতে সাহায্য করবে। অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।🙏🙏
ভীষণ ভাল লাগল আপনার ক্লাস ।এখন আমার বয়স 51 ।ছোট বেলায় গান শিখতাম ।এখন আমি স্কুলের একজন শিক্ষিকা ।এখন কি আমি আবার নতুন করে রবীন্দ্র সংগীত শিখতে পারি?
হ্যাঁ নিশ্চয়ই।
খুব প্রয়োজনীয় প্রতিটি কথা।।অনেক উপকৃত হলাম।।ধন্যবাদ।।ভালো থাকুন।।
ভিডিওটা কাজে লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
অনেক অনেক ধন্যবাদ স্যার 🙏, খুব সুন্দর একটা জিনিস আজকে শেখালেন।
আমি বেশ কিছু দিন হলো শিখতে শুরু করেছি, কিন্তু সমস্যা হচ্ছে তাল ঠিক বুঝে উঠতে পরছি না।তালে কি ভাবে গাইতে পারবো?যদি কিছু উপদেশ দেন তাহলে খুবই উপকৃত হব 🙏। গভীর ভাবে অনুরোধ থাকলো তাল নিয়ে যদি দু-চারটা ভিডিও তৈরি করেন,আশা করি আমার মতো আরো অনেক শিক্ষানবিরা খুব উপকৃত হবেন।প্রনাম নেবেন 🙏।
খুব সুন্দর আলোচনা । অনেক দিনের জিজ্ঞাসার উত্তর পেলাম ।
কাজে লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
valuable video dear ❤❤❤❤❤বার বার দেখছি❤️❤️
Thanks for the complement 👍👍
ভীষণ ভালো করে বোঝালেন। সমৃদ্ধ হলাম।🙏🙏
ধন্যবাদ আপনাকে। 👍🙏
অনেক ধন্যবাদ আপনাকে 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Most welcome 🤗🤗
অসাধারণ শিক্ষক!!অসাধারণ শিক্ষণশৈলী!!🎉
I like your every words with great attention and try to maintain my regularity sir. Thanks a lot sir🙏🙏
The pleasure is all mine ☺️ ☺️
খুব ভালো আলোচনা।মুগ্ধ হয়ে শুনেছি।
ধন্যবাদ। 🙏🏽🙏🏼🙏🏽🙏🏼🙏🏽👍🙏🏼
ধন্যবাদ স্যার, আপনাকে ফলো করলে আমাদের অনেকেরই অজ্ঞানতার অন্ধকার দূর হবে, সাথে সাথে সঠিক শিক্ষায় নিজেকে তৈরী করার সুযোগ পাবো। যদিও আমি সেভাবে গাইনা, তবুও জ্ঞান অর্জন করতে খুবই আগ্রহী।
আপনার সুস্থ দীর্ঘ সংগীতময় জীবন কামনা করি। ভালো থাকুন আপনি 🙏🏼😊
ধন্যবাদ আপনাকেও, শুভ বিজয়া। 🙏🙏
True.
ভীষণ সুন্দর একটা চ্যানেল খুঁজে পেলাম। রবীন্দ্রনাথ এর গান এর মানে , ভাব নিয়ে এরকম আরো আলোচনার অপেক্ষায় রইলাম।প্রণাম নেবেন গুরুজী🙏🙏
ধন্যবাদ। আরও ভিডিও আসছে সঙ্গে থাকুন।
Sir... Apni eto valo kore bujhiye bolen... Khub valo lage.... Gayoki niye ekta VDO korben plzz 🙏
Thanks 👍, হ্যাঁ নিশ্চয়ই শেখাবো।
বাংলাদেশি বলছি। বয়স ৬৮। রবিন্দ্রসংগিত শেখবার চেষ্টা করছি। আজকের ভিডিও আমাকে অনেক উদ্দীপনা দেবে। আগামী ভিডিও গুলোর অপেক্ষায় রইলাম। নমস্কার।
স্বাগত জানাই আপনাকে।🙏🙏
কত কিছু জানলাম। বিস্ময়ের নাই যে সীমা। মূল্যবান বক্তব্য।
কাজে লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
Excellent শেখানোর পদ্ধতি
I am now bit aged although once long years back I was not only student of respected Dwijen Mukherjee but still I' m sure to be well valued among all established young artists for my confident voice throwing without symbol of symptoms like usual aged.Only my weakness is at C# although my voice may go down to even lower "sa" of "Mandra saptak" but at higher octave it's bit difficult to cross "ma" of higher octave otherwise my enthralling capacity is still at high level among all contemporary singers on Tagore songs specially as I also search scopes to upgrade me more n more from different sources even via pure classical singing arena.🤗🙏
অসাধারণ লাগলো এই ভিডিওটা । আমি গান গাইতে পারি না কারণ বুঝে উঠতে পারতাম না যে গলার কোন স্বর দিয়ে গাইতে হয় । অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময়।
ধন্যবাদ আপনাকেও। 🙏🙏
Awesome explanation, Sir. Do you teach the students staying abroad?
Thanks, yes I do...
I am at 64 yrs. It's fact that I could learnt something from your tutorial class. But I need the basic norms to set the vocal sound/ cord. Hope that you will advice me what and how to do. Thanks for your excellent classes. Long live for us.
খোলা গলা,,কি অসাধারণ ,পরিষ্কার,সহজ করে বুঝিয়ে দিলেন,,আপনাকে প্রণাম জানাই,,
বাহ্ অপুর্ব অপূর্ব করে বোঝালেন
ভীষণ ভালো লাগলো শুনে
ধন্যবাদ আপনাকেও। 🙏🙏
Excellent explanation 👏👏
Thanks 👍👍
আপনার আড্ডা আমার অনেক কাজে লাগছে, ৬০ বছরে গান শুরু করেছি তাও আপনাকে ফলো করে।
ধন্যবাদ আপনাকেও। 🙏🙏
আমি অনেক বয়স্ক একজন ছাত্র। আমার সমস্যা আমি কারো সামনে গাইতে গেলে ঠিকমতো গাইতে পারি না। হারমোনিয়াম বাজানো তে ভুল হয়ে যায়। হারমোনিয়াম বাদ দিয়ে কিভাবে খালি গলায় গান গাওয়া অভ্যাস করবো।
একটি অসাধারণ আলোচনা। সমৃদ্ধ হলাম।
তানপুরায় গাইতে পারেন।
@@shrabastydasguptamusic9689 তানপুরায় গাইলেও নার্ভাসনেস কিছুতেই কাটাতে পারছি না। কিভাবে এই সমস্যা দূর করব।
হ্যা স্যার অতি গুরুত্বপূর্ণ সমস্যার কথা আপনি আলোচনা করলেন আপনাকে অনেক ধন্যবাদ জানাই
ধন্যবাদ আপনাকেও।
এত সুন্দর ভাবে আপনি বোঝালেন খুব উপকৃত হলাম।
কাজে লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।🙏🙏
আপনার দেখানো পদ্ধতি অতীব প্রয়োজনীয়।ধন্যবাদ স্যার।
ধন্যবাদ আপনাকেও 🙏🙏
এই প্রথম রবিস্কপের আলোচনা শুনলাম ও উপকৃত হলাম
স্বাগত জানাই আপনাকে।
ভীষণ ভালো লাগলো। অনেক কিছু জানলাম। ধন্যবাদ
🙏🙏
খুব ভালো লাগল । আমি কয়েক বছর আগে ventilation a challenge giyechilam tarpor theke Khun Dom r problem Hoi.
সকালে দমশ্বাসের রেওয়াজ করুন...
ua-cam.com/video/frVLirSQq9M/v-deo.html
দারুণ লাগলো। অনেককিছু জানতে পারলাম। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও। 🙏🙏
খুব সুন্দর আলোচনা। ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও। 🙏🙏
Khub sundor.khub bhalo laglo bistarito alochona.dhonyobad.
ধন্যবাদ আপনাকেও। আমার মতে এটা রবীন্দ্র সংগীত শিক্ষার্থীদের সবথেকে জরুরী জানার বিষয়গুলোর মধ্যে একটি।
বেশ ভালো লাগলো আপনার তথ্য বহুল সংগীত কথন।
ধন্যবাদ আপনাকে।
এই আলোচনা শুনে মনে হচ্ছে, আপনার সান্নিধ্য আগে কেন পেলাম না। এই বয়সে এসে নতুন করে কতকিছু শিখছি। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাদের কাজে লাগলেই পরিশ্রম করে ভিডিও বানানো সার্থক হয়।