প্রজেক্টঃ "ইমাদ ভিলা"

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • প্রজেক্টঃ "White Palace "
    লোকেশন :-তারাকান্দি বাজার, পাকুন্দিয়া , কিশোরগঞ্জ
    আয়তন : গ্রাউন্ড ফ্লোরে ১২৬০ স্কয়ারফুট , ফার্স্ট ফ্লোরে এবং সেকেন্ড ফ্লোরে ১২৮০ স্কয়ারফুট।
    খরচ : আনুমানিক ২ কোটি টাকা ।
    আমার কাজের মধ্যে অন্যতম চ্যালেঞ্জিং কাজ হতে যাচ্ছে এই বাড়ীটি । এই জমিটি ছিল পাশে অনেক কম মাত্র ২৯ ফিট। এমন জমির মধ্যে এমন একটি ডিজাইন ফুটিয়ে তুলতে আমার টীমকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে ।
    কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার তারকান্দি বাজারে নির্মিত হতে যাচ্ছে এই বাড়ীটি । এই বাড়ীটির মালিক অত্যন্ত রুচিশীল মানুষ । তিনি তার বাড়ীটির মাধ্যমে তার আভিজাত্যের প্রকাশ করতে চেয়েছেন ।
    তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাজগুলো দেখেন এবং আমাদের মাধ্যমে তার বাড়ীটির ডিজাইন এবং কন্সট্রাকশন করার ব্যাপারে আগ্রহী হন।
    কাজের প্রথম পর্যায়ে আমরা তার জমিটি ভিজিট করি এবং ডিজাইনের কাজ শেষ করি । ডিজাইন কাজ শেষ করে আমাদের নিজেদের তত্বাবধায়নে কন্সট্রাকশন কাজ হচ্ছে ।
    ভবনটির ডিটেইলস :
    গ্রাউন্ড ফ্লোর :
    ১) একটি বেড রুম সাথে এটাচ টয়লেট
    ২) একটি বড় ড্রইং রুম
    ৩) একটি ডাইনিং রুম
    ৪) একটি কিচেন
    ৫) একটি কমন বাথরুম
    ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোরঃ
    ১) ৩ টি বেডরুম সাথে একটি এটাচ বাথরুম এবং বারান্দা
    ২) একটি ফ্যামিলি লিভিং
    ৩) ট্যারেস
    বাড়িটির কাজ শুরু করে দিয়েছি । ইনশাআল্লাহ আমরা আমাদের ডিজাইন এবং ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ্‌।
    ডিজাইন টিম :
    আর্কিটেক্টঃ ড্যানিয়েল ডেভিড , আহমেদ জাওয়াদ
    স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারঃ নজরুল ইসলাম , এ এস এফ সিদ্দিকী ।
    থ্রিডি ডিজাইনারঃ আল আমিন বসনি , শাকিল
    ক্যাড ডিটেইলসঃ সাইফুল ইসলাম , মোঃ তাসরিফ ।
    এস্টিমেটরঃ আহমেদ সাবিল , সাগর আহমেদ
    পুরো প্রজেক্টটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে অনুগ্রহ করে কল করুন
    Engr. Boshor Siddiqe,
    মোবাইল - 01763851107
    What's App : +8801763851107
    IMO - 01763851107

КОМЕНТАРІ • 304

  • @ahadahad3106
    @ahadahad3106 Рік тому +31

    ভাই বাড়ির কাজ অনেক সুন্দর হয়েছে | বাড়িটা কমপ্লিট করতে কত টাকা খরচ হয়েছে |

  • @HelenaKamal-th8cx
    @HelenaKamal-th8cx Рік тому +35

    কাজের ডিজাইন কোয়ালিটি এক কথায় অসাধারণ।

  • @saharabegum6196
    @saharabegum6196 Рік тому +23

    বাড়ির গেইটটা খুবই সুন্দর। বাড়িটাও সুন্দর। কত টাকা খরচ হয়েছে?

  • @neelababu4507
    @neelababu4507 Рік тому +14

    এত টাকা খরচ করে কি লাভ হয়েছে। এত জায়গা থাকতে বাড়ি একটা চিপা বানালো। বাহিরের ডিজাইন যেমন তেমন ভেতরের ডিজাইন খুবই জগন্য। বাড়ির মানুষ গুলোর একটু পরিবেশ নেই ভেতরে কি নোংরা করে রেখেছে। আসলে টাকা থাকলে হয়না রুচিবোধ থাকতে হয়।

    • @momtajkhatun-in3cx
      @momtajkhatun-in3cx Рік тому

      Apnr opriyo shotto kothatar shathe ek mott!!! Engineer vai er onk onk vul but tar moddhe ekta valo side dekhlam tini Allahr shokor koren... Ei shkor kintu ta ke shongshodhon kore aro forward korbe!!!

    • @momtajkhatun-in3cx
      @momtajkhatun-in3cx Рік тому

      Abc

    • @aysasiddika59
      @aysasiddika59 8 місяців тому

      Grapes are Sour

    • @moinuddinsultan1454
      @moinuddinsultan1454 8 місяців тому +2

      ভাই খারাপ কিছুত দেখলাম না। উনিত আগেই বলেছেন এই বাড়ির পাশে জায়গা নাই তাই বাড়িটা চিকন হয়েছে। এইগুলো হলো জোর করে মানুষের ক্ষুত ধরা।

  • @abuhanif6326
    @abuhanif6326 Рік тому +28

    ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিলে এমনই একটি বাড়ি বানবো

  • @moshiurrahman5680
    @moshiurrahman5680 Рік тому +4

    বাসার মানুষ গুলো নোংরা অগোছালো এতো সুন্দর বাড়ি কিভাবে রেখেছে!

  • @rakibkhairul4858
    @rakibkhairul4858 Рік тому +112

    এতো কিছু করে কি লাব। সব ছেড়ে যে কোন সময় চলে যেতে হবে। সাথে কিছুই নেয়া যাবে না

    • @jenerakho1504
      @jenerakho1504 Рік тому +19

      জ্বলে নাকি 😂😂🎉

    • @injamulmullick5723
      @injamulmullick5723 Рік тому +16

      জনতু জানোয়ার মানুষ সবাইকে ভাই একদিন না একদিন ছেড়ে চলে যেতে হবেই সেটা একটা বাচ্চা ছেলেও জানে এটা নতুন কিছু না তা বলে কিছূ করবো না এই মানসিকতা আমাদের আগে বাড়তে বাধা দেয়
      ভাই এই ধরনের কথা আমাদের কাছে খুবি দুঃখজনক

    • @zakir8401
      @zakir8401 Рік тому

      ​@@jenerakho150411:42

    • @Ancient648
      @Ancient648 Рік тому +25

      যাঁদের ক্ষমতা নেই তারা এসব বলে নিজেকে শান্তনা দেয়।

    • @ahmedzayn6930
      @ahmedzayn6930 Рік тому +1

      ​@@Ancient648right 😊

  • @RLToaha
    @RLToaha Рік тому +10

    অনেক সুন্দর হয়েছে বাড়িটি।পুকুরটিও অনেক ভালো লেগেছে।মাসা-আল্লাহ।

    • @BornaEngineering
      @BornaEngineering  6 днів тому

      @@RLToaha আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @mdbappihossain1133
    @mdbappihossain1133 Рік тому +3

    আপনার কাজে অনেক ভুল আছে বলে শেষ করা পুকুর ঘাটে বসার জায়গাটা অনেক উঁচু আরো অনেক ভুল আছে ছোট বাচ্চাদের জন্য অন্তত এই বাড়ির সামনের দিকটা সেফটি গিরল দেওয়ার দরকার ছিল আরো অনেক ভুল আছে

  • @mdmujahidhussain3992
    @mdmujahidhussain3992 Рік тому +6

    এটাত একটা সামান্য বাড়ি,এর চেয়ে আর বড় আরো অসাধারণ সুন্দর সুন্দর রাজকীয় বাড়ি আছে আমাদের সিলেটে।

    • @JaforMd-lp8of
      @JaforMd-lp8of Рік тому +1

      Right. Ami akjon Sylhet e. Amon bari amadir Sylhet ar gram aleka ta acha. Toba a taka aro nice.

  • @IkramRony
    @IkramRony Рік тому +8

    মাশা আল্লাহ ❤
    খুবই সুন্দর হয়েছে, ভালো লাগলো,,,

  • @helalyrowson8755
    @helalyrowson8755 Рік тому +5

    মাশাল্লাহ! খুবই সুন্দর হয়েছে বাড়িটা!শুধু বিল্ডিং টা করতে কত টাকা লেগেছে?

  • @informativetips7454
    @informativetips7454 Рік тому +2

    আলহামদুলিল্লাহ্ ও মাশয়াল্লাহ্ এমন সুন্দর একটা বাড়ী দেখতে পেরে যাইহোক আমার বাড়ীও পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে । তারাকান্দী বাজার ও ওখানকার গ্রামে মাঝেমধ্যে ছুটিতে বাড়ী গেলে বেড়াতে যাই তাই আপনাদের এমন সুন্দর ইঞ্জিনিয়ারিং ইন্সট্রাকশনের জন্য অনেক অনেক শুভ কামনা ও অফুরন্ত ভালোবাসা থাকলো প্রিয় ভাই ।❤🙏

  • @BestReviewMaster
    @BestReviewMaster Рік тому

    তাতে কিছুই নেওয়া যাবে না তারপর দুনিয়াতে মানুষের চাহিদা শেষ নাই

  • @mstikra3051
    @mstikra3051 Рік тому +4

    সব ব্যবস্থা করে দেন মানুষ কি ভাবে দুনিয়াতে সুখে থাকবে,ভাই আখেরাতে গর কবরের গর সুন্দ কি ভাবে করবে সে ব্যবস্থা করে দিয়েন, ইসলামের প্রতি খেয়াল রাখবেন।

    • @hossainmonsur3018
      @hossainmonsur3018 Рік тому

      সেটা করার জন্য আপনি আছেন না?

  • @siddiqerrahman7325
    @siddiqerrahman7325 Рік тому +5

    1. As the house is in village, AC should be placed inside the room, otherwise it may be stolen. 2. Glassdoor in kitchen should not be used. Oily smoke & dust from kitchen will be pasted on it too early which may be very difficult to clean. 3. Oily pasty smoke & dust from kitchen will make dirty the fans of dinning room. So there should be used plain wings of fan to clean easily. Decorated wings of fans will suck more dust easily & it's cleaning will be very difficult. 4. In village glass window in toilet or washroom in groundfloor is not best option. It may be used in 1st floor & others.

  • @flower_maybd
    @flower_maybd Рік тому +3

    শু রেক টা লম্বা সরু করলে সোফার সাথে লেগে থাকতোনা আর হুয়াইট কালার দিলে ভালো লাগতো,এটা বেমানান লাগছে।

  • @islamicworlddeniyat7715
    @islamicworlddeniyat7715 Рік тому +2

    অনেকেই হিংসায় বিভিন্ন ভাবে কমেন্ট করছে। হিংসা জীবন কে ধব্বংশ করে।

  • @KanijRahman-s4b
    @KanijRahman-s4b Рік тому +4

    খরচ কত হয়েছে?

  • @lutforr2vv
    @lutforr2vv 9 місяців тому +1

    কম জায়গায় সুন্দর বাড়ী,ধন্যবাদ।
    সাদিপুর ইউ পি, ওসমানী নগর সিলেট থেকে দেখছি।

    • @BornaEngineering
      @BornaEngineering  9 місяців тому

      আপনার মতামতের জন্য ধন্যবাদ।

  • @rokeyabegum-hi3ie
    @rokeyabegum-hi3ie Рік тому +6

    মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ

    • @BornaEngineering
      @BornaEngineering  6 днів тому

      @@rokeyabegum-hi3ie আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @RokiaAkter-eg1tb
    @RokiaAkter-eg1tb 11 місяців тому +1

    কত টাকা খরচ হয়েছে একটু বলবেন

  • @MdMamunkhan-ux5hk
    @MdMamunkhan-ux5hk 9 місяців тому +2

    অনেক সুন্দর করে তৈরী করেছেন বাড়িটি,আমি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেছি

    • @BornaEngineering
      @BornaEngineering  9 місяців тому

      ধন্যবাদ। বর্ণা ইঞ্জিনিয়ারিং এর সাথেই থাকুন। ❤️

  • @MsCookingworld
    @MsCookingworld 3 дні тому

    ঝাড়বাতিটি সেই সুন্দর।

  • @miggeeiqbal-km8pu
    @miggeeiqbal-km8pu Рік тому +1

    আসসালামু আলাইকুম ভাই বাড়ীটা খুব সুন্দর। আমি আপনার মাধ্যমে জানতে চাই গত রমজান মাসে এই ভাই রা কত টাকা ফিতরা ও যাকাত দিয়েছেন। জানাইলে খুশি হবো।

  • @srdr8969
    @srdr8969 Рік тому +2

    কোন দিন সপ্নৃ আছে এমন করবো আল্লাহু যদি তাদের দেন

  • @mdasik9223
    @mdasik9223 9 місяців тому

    ভাইএইবাড়ীটিকরতেমোটকতটাকাখরচহয়েছেজানাবেন

  • @MDFaiwas
    @MDFaiwas Рік тому +1

    কতো টাকা লাগছে বড় ভাই,
    রিপ্লাই দেন

  • @RakibMama-r2w
    @RakibMama-r2w Рік тому +1

    Vaia barita dekhate ato deri lage keno tarataritei dekhaben

  • @MDHajrot-tp2ui
    @MDHajrot-tp2ui 10 місяців тому

    ভাইয়া আমি আপনার সাথে পারছনালি কথা বলতে চাই সম্ভব হলে যোগাযোগ করেন

  • @MdSalam-wq9ug
    @MdSalam-wq9ug 2 місяці тому

    ভাইয়া আমার ২৬ফিট জায়গায় ৩টা বেড রুম ডাইনিং ডিজাইন করে দিবেন।

  • @mstjesmin338
    @mstjesmin338 Рік тому +2

    সুন্দর একটি বাড়ি কতো টাকা লাগছে ভাইয়া

  • @MotinMia-p4j
    @MotinMia-p4j Рік тому +1

    🌹👍👍👍👍👍👍❤️🍎🇧🇭

  • @MKNuruzzamanAlNoyon
    @MKNuruzzamanAlNoyon Рік тому +1

    অসাধারণ, তো কেমন খরচ হয়েছেজানালে খোশি হব

  • @Allinone-bo3tw
    @Allinone-bo3tw Рік тому +10

    অনেকদিন ধরে এই বাড়িটার কমপ্লিট ভিডিও এর অপেক্ষায় ছিলাম। অবশেষে পেয়ে গেলাম।ধন্যবাদ

    • @BornaEngineering
      @BornaEngineering  Рік тому

      আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ

    • @mohammedrahman9564
      @mohammedrahman9564 Рік тому

      Nice

    • @hazifurkan3762
      @hazifurkan3762 Рік тому

      বশির ভাইয়ের What's app number ta

  • @borhanuddin5871
    @borhanuddin5871 Рік тому +1

    মোটেও সুন্দর না।

  • @topviral298
    @topviral298 10 місяців тому

    সবকিছু দেখে শুনে আমার এটা মনে হচ্ছে যে এই ইঞ্জিনিয়ার হয়তো জীবনের প্রথম এরকম একটা বাড়ি দেখছে আর এই বাড়িওয়ালা হয়তো গরিব ছিল এই প্রথম বাড়ি দিয়েছেন। জিনিসপত্রগুলো আগাছলা থেকেই বোঝা যাচ্ছে তারা গরীব ছিল😮😮😮এর চেয়ে অনেক ভালো বাড়ি যে এ দেশে হাজারো আছে।সেটা হয়তো ইজ্ঞিনিয়ার জানে না😂😂😂😂

    • @BornaEngineering
      @BornaEngineering  10 місяців тому +1

      আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ

  • @fazlarrahman2171
    @fazlarrahman2171 10 місяців тому

    জাক ভাই কিছু লোকের কমেন্ট পরে বুঝতে পারলাম আংগুর ফল খেতে না পেরে টক।

  • @Sayeed-d6e
    @Sayeed-d6e 8 місяців тому

    এইটা কি দেখানোর জন্য হইতেছে?

  • @Subhanallah587
    @Subhanallah587 9 місяців тому +1

    Mashallah barita onek shundor

    • @BornaEngineering
      @BornaEngineering  9 місяців тому

      আপনার মতামতের জন্য ধন্যবাদ। ❤️

  • @marufzaman2499
    @marufzaman2499 10 місяців тому

    স্লামালাইকুম ইঞ্জিনিয়ার সাহেব,
    আপনার অনেক সুন্দর সুন্দর কাজ দেখেছি। কিন্তু এটা প্রথম শ্রেণীর কাজ মনে হয়নি।যেমন দোহারের প্রজেক্ট দেখেছি চিটাংগে দেখেছি এভাবে অনেকগুলো প্রজেক্ট দেখেছি। কিছু মনে করবেন না।

  • @sayeedkhankaynat6583
    @sayeedkhankaynat6583 Рік тому

    নারে ভাই অতো গরজিয়াস না,সবমিলিয়ে ভুয়া।

  • @swapandebnath819
    @swapandebnath819 Рік тому +1

    কত টাকা খরচ হয়েছে সেটাত বলাহলোনা

  • @ranjandas1874
    @ranjandas1874 Рік тому +1

    পুকুরটি আরোও একটু গভীর করলে ভালো হতো।এতে মাছ চাষ করলে মাছ চাষ খুব ভালো হতো।এছাড়া পানিও বেশি স্বচ্ছ থাকতো।পুকুরটা এখনও আরো একটু গভীর করার সুযোগ আছে।যেহেতু পুকুরে এখনও পানি দিয়ে ভরা হয়নি।

  • @Solaiman853
    @Solaiman853 Рік тому +2

    How much cost to build the vila?

  • @md.junaeadkhan7168
    @md.junaeadkhan7168 Рік тому +1

    আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলায়। বাড়ির কাজটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ধন্যবাদ। আমি জানতে চাই সব মিলিয়ে টোটাল কত টাকা খরচ হয়েছে জানাবেন প্লিজ। শুধু বাড়ির আর পুকুরের কাজ কমপ্লেট করতে কত টাকা খরচ হয়েছে জানাবেন। ধন্যবাদ আপনাকে।❤❤

  • @AHJ-ks6mz
    @AHJ-ks6mz 8 місяців тому

    আলহামদুলিল্লাহ বিল্ডিং এর ডিজাইন অসাধারণ সুন্দর হয়েছে।তবে আরো সুন্দর লাগতো যদি সামনে ফুলবাগানের ব্যবস্থা করা যেতো।।

  • @alfahad-wh2nv
    @alfahad-wh2nv 12 днів тому

    আমাদের এলাকা ভাই 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @sumic.u1429
    @sumic.u1429 10 місяців тому

    ছোটো খাটো সমস্যা হলে, আপনাদের ইঞ্জিনিয়ারিং এ ক্রুটি আছে।

    • @BornaEngineering
      @BornaEngineering  10 місяців тому

      engineering এ ছোট খাটো ভুল ত্রুটি হবেই

  • @hoomanAdnan
    @hoomanAdnan Рік тому +8

    MashaAllah beautiful architecture ❤ from CTG

  • @mdbappihossain1133
    @mdbappihossain1133 Рік тому +1

    কটেন গুলো গুলোর জন্য কি ইলেকট্রিক সিস্টেম করা যেত না তাতে কত টাকা খরচ হতে

  • @nskhurshid4162
    @nskhurshid4162 Рік тому

    ভাইজান আপনার দেশের বাড়ি কোথায়,
    আমার বাড়ি কুমিল্লা, চৌদ্দ গ্রাম, কনকাপৈত ইউনিয়ন, আমি একটা বাড়ি করতে চাই,কিভাবে কি করতে হব,

  • @sumitamodak541
    @sumitamodak541 Рік тому

    Taka khorch korechen thiki, kintu kono kichui ruchi sommoto hoy ni. Payrar khop baniyeche , wall colour, curtains sobi bemanan..😂 khali takar sraddho..😂

  • @ia896
    @ia896 Рік тому

    Apnar kaj valo kintu apnar shob barir desin preety much same .Try to do some thing very inovative and intelectual that represent architecural value anyway best wishes.

  • @mixinfobangla8954
    @mixinfobangla8954 Рік тому

    ক্যামেরা, ক্যামেরাম্যান আর এডিট এই ০৩ টাই খারাপ।
    তাই ভালভাবে বাড়িটি বুঝা যাচ্ছে না।

  • @tasmiyahchowdhury2905
    @tasmiyahchowdhury2905 Рік тому +1

    Beautiful exterior but interior isnt that good.

  • @zubaer6298
    @zubaer6298 Рік тому +4

    এখানে পাশে এত জমি, ওনারা একটু দাম বেশি দিয়ে হলেও উচিত ছিলো পাশের জায়গা কিনে নেওয়া

  • @mdjafor2583
    @mdjafor2583 Рік тому

    আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন ভাই দুতালা বাড়ির একটি হিসাব দিতেন ছয় টি কলমের মধ্যে নিচে হবে একটি রুম একটি ড্রয়িং রুম এবং একটি কেচিং রুম একটি বাথরুমের উপর হবে দুইটি রুম একটি ড্রয়িং রুম কত টাকার হরছ হবে টোটাল জানাবেন কষ্ট করে আমাকে আমি প্রায় সময় আপনার ভিডিও দেখি

  • @shahadatshanto4556
    @shahadatshanto4556 Рік тому

    ভাইয়া আপনি ভাল ওয়ার্লেস মাইক্রোফোন কিনুন , ভিডিও দেখতে খুব খারাপ লাগে।

  • @Sobuj-t3e
    @Sobuj-t3e 5 місяців тому

    ভাই আমার টাকা নাই তবে আল্লাহ দিলে একদিন করব ইনশাআল্লাহ আপনাকে দিয়ে❤

  • @anjumanaraapee657
    @anjumanaraapee657 11 місяців тому

    ঘরের মধ্যে সানগ্লাস পরে আছে।

  • @aduriruhul534
    @aduriruhul534 Рік тому

    Aeto tk diya bari kore ki lab jodina buke hat diye bolte pare sob halal poisai income kora tk diye kora.... Duniyar sukh sobai vog korbe but koborer sasti kew vog korbe na... Bilasita haram poisai kora bokamir kajj 😢

  • @drforhad5963
    @drforhad5963 8 місяців тому +1

    Total cost koto?

    • @BornaEngineering
      @BornaEngineering  8 місяців тому

      ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেয়া আছে।

  • @mdnizamuddin2636
    @mdnizamuddin2636 Рік тому

    ওরে বাটপার প্রতিবেদককে বলেন বাটপারী নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই

  • @JoshanaBegium
    @JoshanaBegium 11 місяців тому

    আমি ও বাডির কাজ করতে চাই কিনতু আপনে কে কি ভাবে খুজে পাবো কনটাক্ট নামবার পাওয়া যাবে

  • @hasnahena9455
    @hasnahena9455 Рік тому +1

    Mashallah,
    Onek sundor hoyese
    bishes kore architecture brilliant
    Ami kishoregonjer manush
    Khulna theke dekhci

  • @NilufarYasmin-dl5yn
    @NilufarYasmin-dl5yn Рік тому

    আলহামদুললিহ অনেক সুন্দর সব কিছু মিলে কত টাকা খরচ হয়েছে জানালে অনেক খুশী হব ধন্যবাদ

  • @AbuSufian.1971
    @AbuSufian.1971 8 місяців тому

    🇧🇩❤️❤️❤️❤️

  • @hannan9220
    @hannan9220 Рік тому +1

    খরছ কত হয়েছে বলবেন কি বিস্তারিত ভাবে ঘরে কত, পুকুরে কত।

  • @tapashghosh885
    @tapashghosh885 9 місяців тому

    ইন্ডিয়াতে কাজ করবেন

  • @Abdullahmohammad498
    @Abdullahmohammad498 8 місяців тому

    Vai 30 lake 1 dijagin hove

  • @mdnurulislam7196
    @mdnurulislam7196 Рік тому

    বেশ সুন্দর লাগল,আপনার ডিজানকৃত বাড়িটি।প্রয়োজনে
    যোগাযোগ করব,ধন্যবাদ।

  • @Ukgardeningvlogs..
    @Ukgardeningvlogs.. Рік тому

    Ak gop dela bhata mine dorjir ak pata tanir amna lagijar aga tik korish

  • @shaifulmia6194
    @shaifulmia6194 3 місяці тому

    ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েন

    • @BornaEngineering
      @BornaEngineering  3 місяці тому

      বর্ণা ইঞ্জিনিয়ারিং অফিসিয়াল ফোন নাম্বার : 01763-851107 এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে।

  • @SkkhaibarulIslam
    @SkkhaibarulIslam Рік тому

    Malik... Vahire... Basa.. Kore.. Lab.. Ki... Voga... Korebe.. Fariwala..

  • @sammuakter986
    @sammuakter986 10 місяців тому

    100 ta vul dorte pari ....

  • @rafiahmed8406
    @rafiahmed8406 Рік тому +1

    বাহিরে এতো জায়গা তবে বাড়িটা ছোট। ডিজাইন টা সুন্দর এই ডিজাইনে জায়গা টা আরেকটু চউরা হওয়ার দরকার ছিলো

    • @BornaEngineering
      @BornaEngineering  Рік тому +1

      আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

  • @momtajkhatun-in3cx
    @momtajkhatun-in3cx Рік тому

    Engineer vai ghorer vitorta ki aro kholamela kora jeto na? pashe to onno kono building nai..... Ondhokar ghor kmn jeno lage.........

  • @kawsarkawsar8019
    @kawsarkawsar8019 8 місяців тому

    মাশাআল্লাহ খুব শুন্দর হইছে🇸🇦❤🇵🇸

  • @activities52
    @activities52 Рік тому

    জগাখিচুড়ি

  • @tufayelahmed3099
    @tufayelahmed3099 Рік тому

    Ai barir jonno cost 2kuti otirukto dora hoyse. Amar kasse muteo pochondo hoyni 👎

  • @engnazmultalukdar4468
    @engnazmultalukdar4468 Рік тому +2

    ঠিক আছে 😊

  • @SkkhaibarulIslam
    @SkkhaibarulIslam Рік тому

    Samne... Stone... Colaer.. Valo.. Hoyni.. Mr.. Vul.. Hocha...

  • @mdbappihossain1133
    @mdbappihossain1133 Рік тому

    ইলেকট্রিক ডিবি বোড ভুল জায়গায় দিয়েছে তার পরেও উঁচু

  • @EnayetUllah-x8c
    @EnayetUllah-x8c 11 місяців тому

    এটা আমার এলাকায় আমাদের বাসার পাশেই

  • @bangladeshlover4112
    @bangladeshlover4112 Рік тому

    Khun simple ja boltacen taw kamon simple total koto cost hoise

  • @momtajkhatun-in3cx
    @momtajkhatun-in3cx Рік тому

    Bai apnar Allahr proti shokor apnake onk boro korbbe..... Apnr kajer jei vulgula ache oigulo Allah solve korte help korben! Allahr neyamot er shokor korle Allahpak neyamot bariye den r nashokori korle neyamat ke chiniye nen!!!

  • @এবাদুলহোসেনমোল্লা

    বাড়ির কাজ খুবই সুন্দর হয়েছে ভাই। আলহামদুলিল্লাহ্। ভাই কত টাকা খরচ হলো বলল্লে ভালো হতো।

    • @BornaEngineering
      @BornaEngineering  Рік тому

      ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেয়া আছে......

  • @binadas5420
    @binadas5420 Рік тому

    এত ঢিলে তালে ব্লগ দেখতে ইচ্ছা করে না ।তাই টেনে টেনে দেখতে হোল

  • @a.sbiplob
    @a.sbiplob 11 місяців тому

    আপনার ৪ হাজার সাবসক্রাইবার যখন তখন থেকে আছি অনেকে নেগেটিভ কমেন্ট করছে অনেক ভিডিও তে তারপর ও আমি আপনার ভিডিও দেখা বন্ধ করি নাই কারণ বাংলাদেশে ভালো কাজের সম্মান কেউ দিতে পারে না

    • @BornaEngineering
      @BornaEngineering  11 місяців тому

      আপনাকে অসংখ্য ধন্যবাদ। বর্ণা ইঞ্জিনিয়ারিং এর সাথেই থাকুন।❤️

  • @poisiali7968
    @poisiali7968 Рік тому

    Amar vari kishoreganj austagram
    Amar kopale ki allah vari leka ase
    Ami 14 vasar south korea asi

  • @sufiimam3484
    @sufiimam3484 Рік тому

    একটা জিনিস বুঝলাম না, এতো জায়গা থাকতে পাশে মাএ ৩০ ফিট কেন?

  • @NahidHasan-cw6sj
    @NahidHasan-cw6sj Рік тому

    বাড়িতে কয় দিন তাকতে পারব ভাই। এক দিন না এক দিন। মাটি ভিতরে থাকতে হবে।

  • @kamalhossain1500
    @kamalhossain1500 Рік тому

    Export and import business karte chai apnar sate for home construction items. Ami Tripura , India thake balchi

  • @ArmanHawlader-js7op
    @ArmanHawlader-js7op Рік тому

    সুইচ বোর্ডটা শেলফের ভিতর দেয়া ঠিক হয়নি,এটা একটু সমান জায়গায় রাখা উচিত, যাতে করে ইমারজেন্সি কাজ করতে অসুবিধা না হয়।ধন্যবাদ।

  • @kanizfatema1248
    @kanizfatema1248 9 місяців тому

    Nijeke camera

  • @deadsoul01
    @deadsoul01 Рік тому

    আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো?
    একটু কথা বলতাম একটা ইনপোরমেশন জানার ছিল

    • @BornaEngineering
      @BornaEngineering  Рік тому

      আমাদের নম্বরে যোগাযোগ করুন।

  • @mdjashim4386
    @mdjashim4386 Рік тому

    ঘাটের কাজটি সুন্দর হয়েছে তবে যদি একটু মাঝামাঝি হলে আরো অনেক বেশি সুন্দর হতো,,কারণ পাড় ঘেঁসে করা টা অসুবিধা হলো পারের দিকে ব্যবহার করা যাবে না ।।।ধন্যবাদ

  • @msaidurrahman587
    @msaidurrahman587 Рік тому

    এই বাড়ী ২ কোটিতে সম্ভব না।

  • @hasinajahan8299
    @hasinajahan8299 9 місяців тому

    আমার চাচার বাড়ি ।খুব সুন্দর হয়েছে।