জলিল কাক্কুর হোটেলে ভাগা চিংড়ী ভুনা, দেশী মুরগীর রান এবং চামড়া, তুলারডাটি মাছ 🔥 আহারে কি স্বাদ!!!

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2022
  • জলিল কাক্কুর হোটেলে ভাগা চিংড়ী ভুনা, দেশী মুরগীর রান এবং চামড়া, তুলারডাটি মাছ 🔥 আহারে কি স্বাদ!!!
    To get 10% Discount on Fabrilife: fabrilife.com/r/BFR10 or You can use code: BFR10
    You Can Order our Book from here: www.rokomari.com/book/212006/...
    Facebook Page: / bangladeshi-food-revie...
    Instagram ID: / bangladesi_food_reviewer
    E-mail: fahimkhanofficial@yahoo.com
    Google Map Link:
    Hotel Jalil
    maps.app.goo.gl/9ZAGeTM6rr3i4...

КОМЕНТАРІ • 804

  • @user-qh6kq9ne2r
    @user-qh6kq9ne2r Рік тому +176

    ভাই/ বোন আমি অনেক দিন যাবত অসুস্থ। খাবার গিলতে অনেক কষ্ট হয়। অনেক চিকিৎসা করেও সেরকম রেজাল্ট হয় নি। সবাই প্লিজ মহান রব্বুল আরশিল আযিমের কাছে আমার না ধরে ১ মিন দোয়া করবেন প্লিজ? আমি যেন নরমাল মানুষের মত খাওয়া দাওয়া ও জীবন যাপন করতে পারি। আমার শিফার জন্য দয়া করে ১ মিন আল্লাহ তায়ালার কাছে দোয়া করবেন ভাই । যাজাকাল্লাহ খাইর।

  • @gowithsaleh
    @gowithsaleh Рік тому +4

    আমাদের পটুয়াখালীতে এসে ফুড ব্লগ করেছেন এজন্য আমি আসলে অনেক কৃতজ্ঞ আমাদের পটুয়াখালীবাসী আপনার কাছে চির কৃতজ্ঞ ধন্যবাদ ফাহিম ভাই। আমি পটুয়াখালীর সন্তান কিন্তু আমি আসলে জানি না যে জলিলের হোটেল এত বিখ্যাত হয়তো আমার মতো অনেকেই পটুয়াখালীর অনেকেই জানেনা যে এটা কত বড় হোটেল এবং কত সুস্বাদু খাবার পাওয়া যায় এবং সাথে সাথে পুরো দেশবাসী জানলো যে পটুয়াখালীতে একটি ভালো মানের বিখ্যাত হোটেল রয়েছে সেখানে বেশি মাছ মাংস পাওয়া যায়, আসলে আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না আপনার দীর্ঘায়ু কামনা করছি এবং আরো ভবিষ্যতে এরকম সুন্দর সুন্দর ফুড ব্লগ করে যান।

  • @fokrulislam3087
    @fokrulislam3087 Рік тому +9

    একটা জিনিস আমাকে মুগ্ধ করেছে যেটা না বলে পারলামনা। ভাত পেলেটে নেয়ার সময় সামান্য কয়টি ভাত টেবিলের উপর পড়ে গিয়েছিলো।কিন্তু সাথের ভাই সব-কটি ভাত তাহার প্লেটে তুলে নিলেন।এতে কি প্রমানিত হলো? ভালো থাকেন দোয়া থাকলো। পরিশেষে বলি খাবার ছিলো অসাধারণ। জিবে জল এসে গেলো।

  • @shamsunbegum8325
    @shamsunbegum8325 9 місяців тому +3

    Sob Borisali, potuakhali, Bholaya language. Our desi language sounds really good.

  • @badiulalamhimel3541
    @badiulalamhimel3541 Рік тому +45

    🤤🤤🤤 বিদেশ থাকলে এই একটা সমস্যা, দেখে দেখে দিন পার করো খাওয়ার কোন সুযোগ নেই।

    • @shafiqali6699
      @shafiqali6699 Рік тому +1

      Bhai amio ei na kothatai bhabchilam

    • @LiYa-lm4cf
      @LiYa-lm4cf Рік тому

      আমিও বিদেশ আছি চাইলেই পারি না অনেক কিছু খেতে,,,,,খুব মন চায় চলে যাই,,, চাইলে ও চলে যেতে পারি না,,আছি খুব জালায়,,,,বিছানা ঝারার জন্য শলার ঝাড়ু ও নাই কি যে একটা যন্ত্রনায় আছি শলা ও নাই যে বেধে নিবো,,,কবে যাবো আল্লাহ,,দোয়া চাই

  • @razaulsardar7391
    @razaulsardar7391 Рік тому +23

    ফাহিম ভাই আমি আপনার ভিডিও গুলো দেখি,কারন আমি একজন ফুড লাভার, কিন্তু বেশ কিছুদিন ধরে আপনার কিছু ভিডিও দেখতেছি যে সকল হোটেলে খাচ্ছেন সেগুলোর মান নিয়ে কি বলবো!আমি বিনয়ের সাথে বলতে চাই আপনার ভিডিও দেখে অনেকেই সেখানে খেতে যায়। আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে কি খাওয়াচ্ছে, কোথায় খাচ্ছেন,আজকে যে হোটেলে খাচ্ছেন সেখানকার রান্নার হাঁড়ি দেখলেই গা ঘিন ঘিন করে। আপনার ভিডিও দেখে এনায়েত পুরের গোলাম হোটেল গিয়েছিলাম, ওনারা কি খাওয়াচ্ছে, কি পরিবেশ বলার ভাষা নেই আমার। আপনার কাছে দুনিয়ার সব ভালো লাগতে পারে, কিন্তু অন্যের কাছে নাও লাগতে পারে সেটাও মাথায় রাখতে হবে।কয়েকদিন আগে একটা ভিডিওতে ইলিশ মাছ তেলে ভেজে আবার কয়লায় পুড়িয়ে কয় এইডা নাকি বারবিকিউ 😀।একটু সচেতন ভাবে ফুড রিভিউ গুলা করা উচিত।খাবার গুলো স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ।

    • @cookingandblogging8393
      @cookingandblogging8393 Місяць тому

      গ্রামের খাবার খেতে গেলে পরিবেশ দেখেনা, মজা দেখে। ফাইভষ্টার হোটেলের লোক গ্রামাঞ্চলে না যাওয়াই ভালো। যাদের গ্রামে বাড়ি আছে, নানাবাড়ি বা দাদাবাড়ী, সেখানে ও অরিজিনাল পরিবেশ এমনই। এটাই সৌন্দর্য এবং মুখরোচক। এখন গ্রামে গিয়ে যারা হাইজেন মেন্টেন করতে চায়, তারা আসলে রোবট। তাদের জীবনযাত্রাও রোবটের মতো। এসব পরিবেশে খেয়েই আগের মানুষ সুস্থসবলভাবে ১০০ বছর বাচতো। আর এখনকার হাইজেনধারীরা দুইকেজি ওজনও টানতে পারে না।

  • @akashsheikh2645
    @akashsheikh2645 Рік тому +16

    ভাই সবসময় আপনার ভিডিও দেখি! অনেক ভালো লাগে🥰... আর বিশেষ করে আপনার খায়িয়ে দেওয়া টা অনেক ভালো লেগেছে! আর আপনার মন মানসিকতা অনেক অনেক অনেক ভালো সেটা আগে থেকেই জানি! এগিয়ে জান ভাই🥰🥰🥰🥰

  • @mahamudulhasanarif5902
    @mahamudulhasanarif5902 Рік тому +56

    আমি ১৩ সালে RAB এ পটুয়াখালীতে ছিলাম। তখন জলিল চাচার হোটেলে চিংড়ি মাছ খেয়েছিলাম। খুব ভালো রান্না করে জলিল চাচা।

  • @biprajoybaruajoy9908
    @biprajoybaruajoy9908 Рік тому +10

    সব গুলো খাবারই অনেক দারুন লাগলো।

  • @Islamicyoutubrasel
    @Islamicyoutubrasel Рік тому +28

    আল্লাহর নেওয়ামত খান আর মহান রবের সুখরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। 👍😋🥰

  • @Rimascookingrecipes
    @Rimascookingrecipes Рік тому +2

    Nice sharing dear friend ❤️. Mouth watering recipe. All the best

  • @riyamoni838
    @riyamoni838 Рік тому +20

    ফাহিম ভাই এর আন্তরিকতা দেখে কমেন্ট না করে থাকতে পারলাম না😍
    love u brother❤️❤️

  • @rubel2853
    @rubel2853 Рік тому +17

    ভাই আমাদের পটুয়াখালী আসলেন কবে। Miss u Vai,,,, খাবার খুবই মজা

    • @cookandvlog
      @cookandvlog Рік тому +1

      আমার একটি রান্নার channel আছে। একবার গিয়ে দেখে আসুন। নামের ওপর ক্লিক করলে পেয়ে যাবেন।plz😭🥺🙏🥺😭

    • @CallToIslamBD
      @CallToIslamBD Рік тому +1

      ​@@cookandvlog ok

  • @mothersdreameatingshow786
    @mothersdreameatingshow786 Рік тому +5

    জলিল কাক্কুর চিংড়ি ভুনা দারুণ হইছে লোভনীয় 😋😋😋

  • @almamun1058
    @almamun1058 Рік тому +15

    অনেক দিন পর মন ভরে গেল, এই রকম একটা ভিডিও অপেক্ষা করছিলাম।

    • @cookandvlog
      @cookandvlog Рік тому +1

      আমারও রান্নার channel আছে। একবার গিয়ে দেখে আসুন। নামের ওপর ক্লিক করলে পেয়ে যাবেন।plz😭😭🙏🥺

  • @tanvirrumon9275
    @tanvirrumon9275 Рік тому +13

    আগে সকাল দুপুর এখানেই খাওয়া পরত-ই, অনেক মিস করি। রান্না অনেক ভালো জলিল কাকার।

  • @healthytalk666
    @healthytalk666 Рік тому +4

    The food looks delicious!

  • @radoneshuvo7764
    @radoneshuvo7764 Рік тому +9

    আজকের থেকে বছর পাঁচেক আগে জলিল কাকার হোটেলের খাবার আরো অনেক সুস্বাদু ছিল,আর পটুয়াখালী যেহেতু আসছিলেন তখন মতির এবং সিরাজের গরুর মাংস টেস্ট করা উচিৎ ছিল!

  • @mdfarhanr.rayhan6017
    @mdfarhanr.rayhan6017 Рік тому

    Thnx vaiya amder alakar dokan ta review korar jonno

  • @BD_Headline
    @BD_Headline Рік тому +2

    ধন্যবাদ ফাইম ভাই! আমার এলাকার জলিলের হোটেল নিয়ে একটা সুন্দর এপিচ্যুড করার জন্য!

  • @curranbiswas
    @curranbiswas Рік тому

    Ei vlog gulo r jonno e specially apnar channel subscribe koraychilam, khub bhalo laglo lots of love from Kolkata ❤️❤️❤️

  • @mdshakil9916
    @mdshakil9916 Рік тому

    Bhai video ta karar janno thanks amr bsar pase ai hotel ta apni ptk asben jadi jantm apnr sate deka kartm bhai apnr sab video daki kub valo lage

  • @imranmahmud6315
    @imranmahmud6315 Рік тому +2

    Love barishal also food💖💖

  • @khadizaskitchen213
    @khadizaskitchen213 Рік тому

    assalamu alaikum vai . thiki bolchen amader moto bombai morich ar kagoji lebu kkeu khayna. borishaler khabarer testi alada. sob kichur test oshadharon hoy. dhonnobad vai amader jilay jaoar jonno. vasha sune mone hocche apnio borishaler. May Allah bless you and your family.

  • @Zarinnet
    @Zarinnet Рік тому +3

    বাহ কি মানুষিকতা অসাধারণ
    সবচেয়ে বেশি ভালো লাগছে ভাই মুখে তুলে খইয়ে দেয়াটা।
    বরিশাল আমার মাতৃভূমি এখনকার সবকিছুই ন্যাচারাল আমি গর্বিত বরিশালে জন্ম নিয়ে । কুয়েত থেকে বলছি ।

  • @mdtuhinhasansani9466
    @mdtuhinhasansani9466 Рік тому +3

    ভাই আপনার ভিডিও সবসময় দেখি এখন বাড়িতে নাই ঢাকায় নয়তো ইনশাআল্লাহ্‌ দাওয়াত দিতাম 💕💕

  • @Best.cooking-shibani
    @Best.cooking-shibani Рік тому

    খুব সুন্দর আইটেম খুব ভালো লাগলো👌👌👌👌👌

  • @sadiaskitchenwithbarisal7283
    @sadiaskitchenwithbarisal7283 Рік тому +8

    ঢাকার বাড়ি বরিশালের হাড়ি।
    বাংলাদেশের মধ্যে বরিশালের রান্না সেরা 😍

  • @masalam2318
    @masalam2318 Рік тому +1

    Vhaia apni amader potuakhali o hajir Hoye gechen...Jak khub Valo laglo....

  • @sabbirkhan9750
    @sabbirkhan9750 Рік тому +1

    Video ta Sundhor hoise Fahim vai🥰❤️‍🩹

  • @ashikzaman1928
    @ashikzaman1928 Рік тому

    Vai apnar video gula dekhe jive pani ase, love from Canada

  • @freeentertainment6339
    @freeentertainment6339 Рік тому +1

    ধন্যবাদ প্রিয় ভাই, আমি আপনাকে অনেক ভিডিওতে এই হোটেলের বিষয়ে সাজেস্ট করেছি।

  • @Faria651
    @Faria651 6 місяців тому +2

    বরিশালের এই ছোট চিংড়ি বেশি করে পিয়াজ দিয়ে রান্না করে যে,অমৃত মনে হয়😋

  • @bpdhanifaminulislam8463
    @bpdhanifaminulislam8463 Рік тому +1

    ভাই আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে ❤️❤️❤️❤️

  • @raqibulislam5457
    @raqibulislam5457 Рік тому +4

    এভার বেস্ট চিংড়ি জলিল কাক্কুর।আহ কি টেস্ট 😋😋

  • @abuarshadnaim2527
    @abuarshadnaim2527 Рік тому +2

    Love from Rangpur

  • @sadiaskitchenwithbarisal7283
    @sadiaskitchenwithbarisal7283 Рік тому +2

    তুলার ডাডি মাছ আমার মায়ের অনেক প্রিয় অনেক মজা। ❤

  • @ritusukria
    @ritusukria 15 днів тому

    সত্যি ভাইয়া অসাধারণ আমাদের দেশের বাড়ি পটুয়াখালী অবশ্যই যাব খেতে 😋😋😋

  • @rajurj1065
    @rajurj1065 Рік тому +2

    ফাইম ভাইয়ের চিংড়ি খাওয়া দেখেই বুঝতে পারি, খাবার টা অসাধারণ ছিলো

  • @xuhanahmedapu52
    @xuhanahmedapu52 Рік тому +8

    আমি অনেক দিন ধরেই ইনার ভিডিও দেখি
    এতোদিনে আমার ইনাকে দেখে যতটুকু মনে হইছে উনি নিতান্তই একজন ভালো মনের মানুষ ❤️

  • @mdnazmul2593
    @mdnazmul2593 Рік тому +1

    ধন্যবাদ 💚 আমাদের জেলায় আসার জন্য 🌷

  • @rkjahid6306
    @rkjahid6306 Рік тому +3

    ভাই আমাদের হেতালিয়া বাধঘাট😊😊😊পটুয়াখালীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন 🥰🥰ধন্যবাদ ভাই🥰🥰🥰

  • @saimashadhinsvlog
    @saimashadhinsvlog Рік тому +2

    ভাই জীবনে এক বার এই পটুয়াখালী রোড সাইড হোটেলে রাতের বেলা চিংড়ি ভুনা খাইছিলাম।তাও কুয়াকাটা থেকে ফেরার পথে।বিশ্বাস করেন ভাই আমি এর স্বাদ জীবনেও ভুলবো না।আমার নানুবাড়ি খুলনা। যেখানে চিংড়ীর ডিপো।বহু চিংড়ী খাইছি জীবনে। কিন্তুু এর কাছে কিচ্ছু না।

    • @cookandvlog
      @cookandvlog Рік тому

      আমার একটি রান্নার channel আছে। একবার গিয়ে দেখে আসুন। নামের ওপর ক্লিক করলে পেয়ে যাবেন।Please 🙏😭🥺🙏

  • @shirinshithy8107
    @shirinshithy8107 Рік тому +1

    Vai barishaler kathali chingri vuna laajabab❤️

  • @FoodlovingSheetal3.0-official
    @FoodlovingSheetal3.0-official 19 днів тому

    অসাধারণ আজকের আয়োজনটি দেখতে অসাধারণ লাগছে
    আজ মাটির চুলায় যে খাবারটি তৈরি হচ্ছে সে খাবারের স্বাদ অন্যরকম এরকম আয়োজন এরকম খাবার খেতে কার না ভালো লাগে যদি একজন বাঙালি হয়ে থাকেন

  • @BpmNasadiyaTinsukia
    @BpmNasadiyaTinsukia Рік тому

    Love to see your vdos... India, Assam,,,, amar purbapurush o from Bangladesh.... Chadpur dist

  • @mdosman9942
    @mdosman9942 Рік тому +3

    ভাই আপনার কথা মতন চিংড়ি মাছ দিয়ে খাইলাম অসাধারণ পাক হয় 😋😋😋

  • @pabitrakarmakar1098
    @pabitrakarmakar1098 Рік тому

    চিংড়ি rannar videota dile khub খুশি hotam

  • @CamPus-jr2xg
    @CamPus-jr2xg Рік тому

    thanks amader gram visit korar jonno. amader somoy choki silo, vanga silo. akhon onek change.

  • @aldrinchakma6121
    @aldrinchakma6121 Рік тому +13

    ভাইয়া মিরপুর কাজিপাড়ায় চাকমা ঐতিহ্যবাহি "হেবাং " রেস্তুরেন্ট এ আসেন 😊

    • @cookandvlog
      @cookandvlog Рік тому +2

      আমার একটি রান্নার channel আছে। একবার গিয়ে দেখে আসুন। নামের ওপর ক্লিক করলে পেয়ে যাবেন।plz🙏🙏😭🥺🙏🙏

  • @sabaamin9884
    @sabaamin9884 Рік тому

    Excellent mouthwatering

  • @ridoyloft
    @ridoyloft Рік тому

    Love you Vaiya ❤️🥰 love from Rajshahi

  • @locutoriointernacional1895
    @locutoriointernacional1895 Рік тому

    as salamualaikum owa rahmatullahi owaba rakatuhu , allah amader sobayke neck hayat dan korun ameen , masha allah khub sundor allah aponan baggo balo rekecen koto khabarer sadh peyecen alhamdullah , valoy lage arokom chitro dekhle . aponader koster karone amora vedio dekhte pai alhamdullah ami spain theke dowa korben bhaijan kemon acen bhaijan
    ,

  • @bdmomthai
    @bdmomthai Рік тому +3

    লাইক ডান ভাইয়া আপনি কি বরিশালের মানুষ । ভিডিওটি দেখে খুব ভাল লাগল । সফলতা কামনা রইল ।🌸💕👌

  • @tofanisrat
    @tofanisrat Рік тому

    vaiya ei chingri vuna amr o favourite amdr Rangamati te prai khetam age..ekhn o br br desh theke etai ante boli..onk miss kri..

  • @masummonika
    @masummonika Рік тому

    Apnar vaggo mante hbe vai♥️

  • @ibrahimrashid7264
    @ibrahimrashid7264 Рік тому +1

    ভাই পটুয়াখালীর খাবার আমি খাইছি,মাশাআল্লাহ খুব টেস

  • @mdmahadishuvo4705
    @mdmahadishuvo4705 Рік тому +1

    এইটা আমাদের এলাকা দেখে খুব ভালো লাগলো

  • @sathiakter9199
    @sathiakter9199 Рік тому

    Vyya barisaler ranna maney moja...

  • @towhedislam1342
    @towhedislam1342 Рік тому +1

    This is our jolil ar hotel Patuakhali 🥰

  • @newtonsen3123
    @newtonsen3123 Рік тому

    Vai apnake dhonnobad local food gula dekan normal people ja jai tai Dekan dhonnobad apnake

  • @ashiqdinasfamily2017
    @ashiqdinasfamily2017 11 місяців тому

    আপনার যত vlog দেখি এটা বেস্ট

  • @MehediHasan-mz6wt
    @MehediHasan-mz6wt Місяць тому

    আপনার ভিডিও দেখে খুব ইচ্ছে হয়েছিল জলিল কাক্কুর হোটেলে একদিন খাবার খেতে, মহান আল্লাহ রাব্বুল আলামিন (যিনি পরম করুনাময় এবং অসীম দয়ালু) এক বিপদের মধ্যে আমাকে পটুয়াখালী নিয়েছিলেন এবং জলিল কাক্কুর হোটেলে ভাত খাইয়েছেন।
    আলহামদুলিল্লাহ!

  • @razibwahid7331
    @razibwahid7331 Рік тому +2

    আমাদের এলাকা কিন্তু ❤️❤️

  • @mdakashsheikh3845
    @mdakashsheikh3845 Рік тому +2

    সন্ধ্যার সময় গরুর ভুরি আর রুটিটাও জোশ🤤

  • @uddingiyesh3215
    @uddingiyesh3215 Рік тому +1

    কোব ভাল লাগল ।

  • @nilakash3994
    @nilakash3994 Рік тому

    Vai apner dekhano khabar gula pray sobi dam besi ja dekhlam...

  • @lalavacation76
    @lalavacation76 Рік тому

    Vaiya aslamualaikum, ajke apnar sathe amader Dekha hoiche Rajshahi te . 🤗. Amader khuuub valo lagche

  • @rajivmon3270
    @rajivmon3270 Рік тому

    dinhata ashoun dauyat roilo ❤️❤️

  • @SG-zg1rd
    @SG-zg1rd Рік тому

    আপনার সব ভিডিও র সেরা ভিডিও এটা..... আপনাকে ধন্যবাদ..

  • @AbdullaH-zx4lr
    @AbdullaH-zx4lr Рік тому

    Ary vhia Atato Amago Alaky.Patuakhali, 🤗🤗🤗

  • @alaminislam7095
    @alaminislam7095 Рік тому

    Vai apni regularly borisal er vasa e bolen,,, hebi moja lage,,hasi o lage😂😂😂

  • @allahvorosa520
    @allahvorosa520 Рік тому

    ভাই আমি আপনার সব ভিডিও গুলো দেখি খুব ভালো লাগে

  • @allahpleaseforgiveme
    @allahpleaseforgiveme Рік тому

    amar barir kace, that is awesome hotel

  • @shahriariad1114
    @shahriariad1114 Рік тому +2

    Amader Patuakhali 😍

  • @eliasbabu2162
    @eliasbabu2162 Рік тому

    হেতালিয়া বাধঘাট আইলেন ভাই অবশেষে, ধন্যবাদ ভাই।

  • @sabrinakayumsvlog1860
    @sabrinakayumsvlog1860 Рік тому +1

    👍অনেক সুন্দর

  • @sadat_Aziz
    @sadat_Aziz 10 місяців тому

    14 থেকে 15 সালে পটুয়াখালীতে ছিলাম। আহ সেই স্বাদ জলিল চাচার চিংড়ি ভোনা। পুমা মাছটাও ছিল অসাধারণ। ভাত গলো মোটা চালের। খেতে পারতাম না তাই বক্সে করে বাসায় নিয়ে আসতাম।

  • @falgunahmed4256
    @falgunahmed4256 Рік тому +1

    হোতালিয়া না,হেতালিয়া বাধঘাট ,পটুয়াখালী,টাউন কালিকাপুর ।আমার আব্বার কাছে এই হোটেলের অনেক গুনগান শুনেছি

  • @RaisaArusa
    @RaisaArusa Рік тому +1

    Darun ❤️

  • @isamahmed2607
    @isamahmed2607 Рік тому

    Apnake valo lage r apnar kotha gulu onek sweet valoi lage

  • @mousumiakter154
    @mousumiakter154 Рік тому +13

    ভাই আপনার খাওয়া দেখে জিবে পানি চলে আসছে😋😋😋

    • @skhasanhasan2846
      @skhasanhasan2846 8 місяців тому

      ভাই আপনার জিভ কেমন মানুষের খাওয়া দেখলে জিভে পানি চলে আসে এই ধরনের কথা বোলতে ও তো লজ্জা লাগে

  • @theahmadcooking
    @theahmadcooking Рік тому +1

    বেস্ট চিংড়ি জলিল কাক্কুর।আহ কি টেস্ট 😍😘

  • @al-aminsardar9086
    @al-aminsardar9086 Рік тому

    Abdul Jalil hotel is the best for Bengali food. I have eat there many times. Coz my home district is patuakhali

  • @AlMamun-fr8qs
    @AlMamun-fr8qs Рік тому +1

    অসাধারণ সুন্দর জলিল চাচার হোটেল হেতালিয়া বাধঘাট পটুয়াখালী। আমার বাসার কাছাকাছি।।

  • @mdmilonhossen7703
    @mdmilonhossen7703 Рік тому +3

    আমি জলিল কাকার হোটেলে অনেক বার খেয়েছি আমার বাড়ির কাছে

    • @cookandvlog
      @cookandvlog Рік тому

      আমার একটি রান্নার channel আছে। একবার গিয়ে দেখে আসুন। নামের ওপর ক্লিক করলে পেয়ে যাবেন।please 🥺🙏😭🥺

  • @tasnimayat3557
    @tasnimayat3557 25 днів тому

    এই জীবনে আজ পরজন্ত জতো খাবারের ভিডিও দেখেছি,
    এই কাকার রান্না দেখে আমার মন চায় আল্লাহ মরার আগে তুমি আমাকে একটা বার বরিশাল নিও এই কাকার হোটেলের খাবার খাওয়ার জন্য,
    কেউ বাজে কমেন্ট করবেন না প্লিজ।

  • @mylife9037
    @mylife9037 Рік тому

    অনেকদিন পর আপনার ভিডিও দেখলাম ভালো লাগলো

  • @eftyfatcs
    @eftyfatcs Рік тому +3

    আমাদের সিলেট এর মানুষ বুম্বাই মরিচ (নাগা মরিচ) সব থেকে বেশি খাই 😜

  • @soniyaanddaughterskitchen6608

    Keep it up vai

  • @mdferdaush2571
    @mdferdaush2571 Рік тому

    এখানকার খাবার অনেক সুস্বাদু। অনেক খেয়েছি।

  • @mdektier8532
    @mdektier8532 Рік тому

    acca khabarer jonno barishal. khulna Rajshahi vitore ke shera Fahim bhai

  • @nazmulhaque269
    @nazmulhaque269 Рік тому

    ফাহিম ভাই , খাদক তো মাসআল্লাহ সেই রকম,

  • @munsvillagestyle400
    @munsvillagestyle400 Рік тому +2

    এরকম হোটেলে খাওয়ার মজাই আলাদা

  • @debjeetbhaumik7961
    @debjeetbhaumik7961 Рік тому

    Osab pizza,fry,pasta chai vusa r theke desi bangla khawar dkhte r khete 2toi moja lgey besi

  • @shawonmahmud9306
    @shawonmahmud9306 Рік тому +103

    চিংড়ি মাছের জন্য স্পেশাল এই হোটেল।আমি যখন গিয়েছিলাম একেবারে ভাংগা চোরা ছিল হোটেলটা। এখন তো দারুণ বড় করছে হোটেলটা

    • @asaudusjamanshawon4552
      @asaudusjamanshawon4552 Рік тому +6

      ভাইয়া জলিল হোটেল খাসি/ছাগল এর মাংসের জন্য অনেক বিখ্যাত কোন সময় আবার সময় পেলে খাসি/ছাগল এর মাংস টা টেস্ট করে দেখতে পারেন ।

    • @shawonmahmud9306
      @shawonmahmud9306 Рік тому

      @@asaudusjamanshawon4552 ইনশা আল্লাহ

    • @mdsha784
      @mdsha784 Рік тому +1

      পাম মারতাছে 😂🤣😁

    • @mdsolaiman8053
      @mdsolaiman8053 Рік тому +1

      @@asaudusjamanshawon4552 এই হোটেল টা কোথায় ভাই

    • @JEARMAI
      @JEARMAI Рік тому

      Location?

  • @hmjihadhossain3082
    @hmjihadhossain3082 Рік тому +3

    আমাদের পটুয়াখালীর সেরা খাবার জলিল কাকুট হোটেল

  • @Mimi4433
    @Mimi4433 Рік тому +2

    ফাহিম ভাই love from West Bengal

    • @cookandvlog
      @cookandvlog Рік тому

      আমার একটি রান্নার channel আছে। একবার গিয়ে দেখে আসুন। নামের ওপর ক্লিক করলে পেয়ে যাবেন।please🥺🙏😭🥺

  • @AlAmin-kb9wt
    @AlAmin-kb9wt Рік тому +3

    Assalamu alaikum vaia
    Apnar review dekle mukh thke
    Lol ber hoy🤤🤤🤤

    • @cookandvlog
      @cookandvlog Рік тому

      আমার একটি রান্নার channel আছে। একবার গিয়ে দেখে আসুন। নামের ওপর ক্লিক করলে পেয়ে যাবেন।plz🙏🥺😭🥺🙏

  • @mahiontop2536
    @mahiontop2536 Рік тому

    Kotha gula sune vlo lagse akser