নওহাটার ফয়সাল ভাইয়ের ভাজা মাংস - হাটবারে শহর থেকে ছুটে আসেন হাজার মানুষ মাটিতে বসে এই মাংস খেতে 🔥

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • নওহাটার ফয়সাল ভাইয়ের ভাজা মাংস - হাটবারে শহর থেকে ছুটে আসেন হাজার মানুষ মাটিতে বসে এই মাংস খেতে 🔥
    To get 10% Discount on Fabrilife: fabrilife.com/r... or You can use code: BFR10
    You Can Order our Book from here: www.rokomari.c...
    Facebook Page: / bangladeshi-food-revie...
    Instagram ID: / bangladesi_food_reviewer
    E-mail: fahimkhanofficial@yahoo.com
    Google Map Link:
    Nowhata Cattle Market
    maps.app.goo.g...

КОМЕНТАРІ • 582

  • @AsmaAkter-dh5of
    @AsmaAkter-dh5of 2 роки тому +43

    ভাই আল্লাহ তায়ালা আপনাকে অনেক ভালো রাখছে দেখে মনে হয় ভাই প্রতেক খাবার ভিডিও করার সময় জেই এলাকায় ভিডিও করবেন সেই এলাকার একজন গরীব দুঃখী মানুষকে খাওয়াবেন তাহলে অনেক এগিয়ে জাবেন ইনশাল্লাহ।।

  • @Ansh_illu666
    @Ansh_illu666 2 роки тому +19

    I don’t know Bangla language bt I love to watch your videos ☺️ from India 🇮🇳

  • @sharifulislam7023
    @sharifulislam7023 2 роки тому +70

    ফয়সাল সাহেব একজন উত্তম ব‍্যাবসায়ী সুতরাং গরীব বলে সম্বোধন করা একেবারেই অনুচিত!

    • @dilippashi5243
      @dilippashi5243 2 роки тому +2

      right vai apnar sate amio ek moth

    • @shahedbro4383
      @shahedbro4383 2 роки тому +6

      এখানে খারাপ কিছু বলে নি বা উনাকে ছোট করে কথা বলে নি আপনার বুঝতে ভুল হছে, দরকার হলে আর একবার ভিডিওটি ভালো করে দেখেন

    • @howladernur7265
      @howladernur7265 2 роки тому

      Right

    • @moirfan9451
      @moirfan9451 2 роки тому

      @@shahedbro4383 ri8

    • @sharifsaifaz387
      @sharifsaifaz387 2 роки тому

      Vuna khichurir Sathe Valo lagbe. Panta vater Sathe ei gosto to chorom.

  • @MdAnowar-AA4mx
    @MdAnowar-AA4mx 2 роки тому +12

    আপনার জন্য এবং ভাবির জন্য এই সব ফুড ব্লগ গুলা একদম পারফেক্ট।
    কারন দুইজনই খেয়ে খেয়ে একদম অস্ট্রেলিয়ার গরুর মতো বেশ মোটা তাজা,
    মাশাআল্লাহ,,

    • @mrittikamrinmoyee1517
      @mrittikamrinmoyee1517 2 роки тому +1

      প্রশংসা করলেন নাকি বাঁশ দিলেন?

    • @MdAnowar-AA4mx
      @MdAnowar-AA4mx 2 роки тому +1

      আরে ভাই বাশ হবে কেন,
      প্রশংসাই তো করলাম,,

    • @kublaipandey4634
      @kublaipandey4634 9 місяців тому

      Ei HARAMI, blogger is pure lier

    • @fairoozsadaf3450
      @fairoozsadaf3450 2 місяці тому

      এখন আপনি হায়নার মত দেখে অন্য কেউ স্বাস্থ্যবান হলে চুলকানি উঠে নাকি?

  • @niladribiswas7887
    @niladribiswas7887 Рік тому +2

    India theke ki vabe jabo ektu bolun too .. Ami too beef khai na , chagol khabo . Amader Kolkata te kalo bhuna paoa jai na .. plz guide me

  • @aamarbangladesh6913
    @aamarbangladesh6913 2 роки тому +3

    ফয়সাল ভাই লোকটা খুবই আন্তরিক। পুরোদস্তুর একজন ব্যবসায়ী এবং ভালো মানুষও বটে।

  • @Fatemafashion11
    @Fatemafashion11 2 роки тому +23

    আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া মাশাআল্লাহ খুবই লোভনীয় হয়েছে রান্না রেসিপি গুলো খুবই ভালো লাগলো ভাইয়া

  • @desertfreefire1553
    @desertfreefire1553 2 роки тому +40

    আলহামদুলিল্লাহ আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি❤️🌻

  • @emonmridha8686
    @emonmridha8686 3 місяці тому +3

    From Rajshahi ✌️

  • @GgGg-uf2nv
    @GgGg-uf2nv 2 роки тому +234

    ভাই নিজে না খাইয়ে খাবার নষ্ট না করে গরীব এতিম অসহায় লোকদের খাওয়ান এতে আল্লাহ খুশি হবেন আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুক

    • @anasmahmud1996
      @anasmahmud1996 2 роки тому +21

      Tumi kisu janona se o khaw tar sathe gorib manusder o khawao

    • @gmriyad2828
      @gmriyad2828 2 роки тому

      নিজে কি করছো।
      তোমাদের মতো মনুষের মুখে শুধু সব ভং চং শুনতে হয়। এদিকে নিজের পকেট থেকে এক টাকাও সরে না।

    • @omarwhosen9886
      @omarwhosen9886 2 роки тому +7

      Shob gula video dekhen idea hoye jabe

    • @anasmahmud1996
      @anasmahmud1996 2 роки тому +6

      @@omarwhosen9886 se onk manusdero khawaise apni dekhen

    • @GgGg-uf2nv
      @GgGg-uf2nv 2 роки тому +34

      আমি ওনার সব ভিডিও দেখি ওনার সাথে দিশাদ নামের এক মহিষ থাকে যে চারজনের খাবার একাই খায়

  • @Bangladesh-v5v
    @Bangladesh-v5v 10 місяців тому +1

    খান সাহেব আপনি অবশ্যই বাংলাদেশের এক নং ফুড ভ্লগার।

  • @faisalkha8837
    @faisalkha8837 2 роки тому +92

    ভাই গরিব অসহায় মানুষ দেরকে কিছু খাওয়ায়েন আল্লাহ তায়ালা অনেক বেশি খুশি হবেন আমিন

    • @mohammadalamim2179
      @mohammadalamim2179 2 роки тому +4

      ভাই আপনি হয়তো জানেন না। ভাই এতিম বাচ্চাদের খাবার খাওয়ায়

    • @shoebahmed7239
      @shoebahmed7239 2 роки тому +3

      শুধু এতিম বাচ্চাদের খাওয়ায় না,ওই এতিমখানা টা আল্লাহর রহমতে ফাহিম ভাইই অনেকাংশে চালায় আমি যতদূর ভিডিও দেখে জেনেছি।

    • @bdmxculturaandetc7128
      @bdmxculturaandetc7128 2 роки тому

      Apnio koren vai

  • @memesunlimited7155
    @memesunlimited7155 3 місяці тому +1

    Love from India state assam❤

  • @abuhoraira8268
    @abuhoraira8268 2 роки тому +11

    ভাই আমি রাজশাহীতে থাকি। আপনার অনেক বড় ভক্ত।

  • @MDNAZIM-rs6mo
    @MDNAZIM-rs6mo 2 роки тому +11

    আসসালামুআলাইকুম মাশাআল্লাহ দারুণ লাগল রাজশাহীর নওহাটা খাবার পরিবেশন ও পরিবেশ ভাল ধন্যবাদ আপনার

  • @ruhisarkar326
    @ruhisarkar326 Рік тому +1

    সরাসরি কারো সামনে গরিব বলাটা উচিত না ভাইজান ❤ সবাই কোনো না কোনোদিক দিয়ে গরিব🙂

  • @Ritzz.007
    @Ritzz.007 7 місяців тому +1

    Ekdin apnar shate dekha krbo in sha allah ,luv frm ASSAM ❤

  • @williamliton1800
    @williamliton1800 2 роки тому +1

    Haa...sottiei onk test lage ranna ta...khabar Valo poribesh Valo...amra sob freind ra giye ta upovhog korci...

  • @Hasansayeem
    @Hasansayeem 2 роки тому +20

    মাথা নষ্ট খাবার❤️
    দেখে এখনি খাইতে মনচায়

  • @entertainmentrj295
    @entertainmentrj295 2 роки тому +16

    অামাদের রাজশাহীর ঐতিহ্যবাহী হাট!!! thanks for coming brother💕

    • @mofiqulhasan8785
      @mofiqulhasan8785 2 роки тому +1

      Rajshahi gele obossoi jabo okhane

    • @entertainmentrj295
      @entertainmentrj295 2 роки тому

      @@mofiqulhasan8785 ji asben obossoi.. nowhata goruhatai elei peye jaben insha Allah

    • @AbulBashar-bd4hk
      @AbulBashar-bd4hk Рік тому

      শনিবার কোন হাটে এই খাবার পাওয়া যাবে ?

  • @funny2016
    @funny2016 2 роки тому +1

    ভাই আপনার ক্যামেরা স্টাব্লাইজ কম। ভালো ক্যামেরা ব্যবহার করেন

  • @kanizfatema8958
    @kanizfatema8958 2 роки тому +1

    ভাই আপনার মেয়েকে একদিন দেখাবেন, সোনামনিকে অনেক দিন দেখি নাই?❤️❤️

  • @joytv301
    @joytv301 2 роки тому +226

    ভাবিরে তো মহিষ বানাইতেছেন মাশাআল্লাহ

    • @nazinhasan2893
      @nazinhasan2893 2 роки тому +94

      আপনার পছন্দ অপছন্দ একজায়গায়। কিন্তু এভাবে বডি শেমিং করার কোনো রাইট আপনার নাই।

    • @shirinakther2498
      @shirinakther2498 2 роки тому

      Apnar khway banayse?
      Ato jole kan nijer tare,o parle mohis banan joggota thakle

    • @Caviaporcellus1621
      @Caviaporcellus1621 2 роки тому +42

      ভিডিও করলো ভাজা মাংসের আপনি তা না দেইখ্যা অন্যের শরীরের দিকে তাকান কেন? চরিত্রে এতো দুশ কেন? ঠিকাছে মানলাম কম বেশি সবাই খারাপ তো আপনার খারাপ বা ভালো এইডা আপনার মাঝেই রাখেন না! পাবলিকলি শো করতেছেন কেন? ভাতের বদলে কি খান একটু বলবেন? ভালো হয়ে যান ভাই! আপনার উনারে দেখতে ভালা না লাগলে দেইখেন না! তাও এমনে বলার দরকার নাই!

    • @Aqib1954
      @Aqib1954 2 роки тому

      Vai bebohare bongser porichoy... Kono manush k evabe choto korar kono right apnar nai... Apnar immediately ai comments delete kora ucit

    • @syedbappy9779
      @syedbappy9779 2 роки тому +31

      কেনো উনি ও তো মহিশ এর চেয়ে কি কম,,,😂

  • @deabasishtotul2606
    @deabasishtotul2606 2 роки тому +1

    Wow আপনার গাড়ি আছে😃😅😅😅😂😂😂😂😆🔥😆😆

  • @MINUAR
    @MINUAR Рік тому +1

    ভাই এটা কি আমাদের জেলা নওগাঁ নৌহাটা

  • @sadmansaquibniloy6721
    @sadmansaquibniloy6721 2 роки тому +1

    ভাই আপনার ঠোঁট টা আগে অনেক কালো ছিল, এখন আগের থেকে ভালো লাগছে । ঠোঁটে লেবু এবং সাদা টুথপেস্ট ব্যবহার করবেন এতে ঠোঁটের কালচে ভাব অনেক দুর হবে ইনশাআল্লাহ্

  • @অগ্রসর-ষ১র
    @অগ্রসর-ষ১র 2 роки тому +1

    তবে সত্যিই খুব ভালো লাগলো আমাদের নওহাটাতে এসে এই ভাবে এতো সুন্দর করে সব তুলে ধরেছেন।
    ধন্যবাদ ভাই আপনাকে

  • @mdibrahimmiaripon
    @mdibrahimmiaripon Рік тому +1

    Sir,ami Gazipur mouchak theke bolci.mouchak daruscini hotele akdin khaben ki????

  • @mdkoddos3167
    @mdkoddos3167 Рік тому +1

    Nouhata kon gilai kothai ekto janaben

  • @tazlimaakter7337
    @tazlimaakter7337 2 роки тому +2

    ভাইয়া আপনি তো অনেক জায়গায় ভিডিও করে অনেক খাবার দাবার খেয়েছেন এখন একটু গরিবের খাওয়ান আল্লাহ আপনাকে অনেক দিবে আমিন

  • @SMARTBD1
    @SMARTBD1 2 роки тому +1

    Priyo vai.... Isss apni rajshahi janle bari chole astam na
    🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍

  • @MdHanif-wu9pw
    @MdHanif-wu9pw Рік тому +1

    ফয়সালের দোকানের খাবার এখন আর আগের মত নেই
    গরুর মাংসের কোন সাদ ত পাচ্ছিনা
    পরিমাণেও কম

  • @effattarannumdiba2049
    @effattarannumdiba2049 2 роки тому +4

    Apnader kisu age amra e kheye aslm faisal vai er oikhan theke ei monday tey..ektu wait krle e dekha hto😑

  • @inafulshah4191
    @inafulshah4191 Рік тому +1

    Bhai apni khub valo moner manush

  • @informativetips7454
    @informativetips7454 Рік тому +2

    ভাইয়া আপনার খাবারের বর্ণনা শুনেই আমার জিহ্বায় পানি চলে আসে আর পেট ভরে যায়❤❤❤।

  • @Roshuikothon
    @Roshuikothon 2 роки тому +2

    গোশতের কালারটা অনেক চমৎকার এসেছে।

  • @অগ্রসর-ষ১র
    @অগ্রসর-ষ১র 2 роки тому

    ভাই নওহাটাতে কালা ভুনা এক এক জনের হাতের এক এক রকম আর ফয়সাল এর মাংস টা ভাজা ভাজা হয় এইটা কালা ভুনা ভাজা। আর ফয়সালের দেশী মুরগী রান্নাটা অস্থির

  • @helalahmed4968
    @helalahmed4968 2 роки тому +15

    জীবে পানি এসে গেছে। আসলে সব গরুর হাঠে মাংসের রান্না অন্য রকম স্বাদ পাওয়া যায় ধন্যবাদ।

  • @OmarFaruk-gu6ss
    @OmarFaruk-gu6ss 2 роки тому +9

    Fantastic comparison between stake and local beef cuisine😮

  • @redokitchen4804
    @redokitchen4804 2 роки тому +5

    আলসার হবে। বাসায় রান্না করে খান।

  • @RajuDas-xu6of
    @RajuDas-xu6of 2 роки тому +1

    কি রকম ভাষা প্রয়োগ করে একদম বাংলাদেশি যে বাংলাদেশি😁😁😁

  • @hassanrahman690
    @hassanrahman690 2 роки тому +1

    E fahim nebai amne jehane jehane jan heiar akta list den. Hete hoibe ki mora hei list deikha heihane jaite parmu

  • @Mrfoodiebytonu
    @Mrfoodiebytonu 2 роки тому

    আজকে গেছিলাম, মোটামুটি তবে দাম এক লাফে 150 টাকা দাম করেছে 120 থেকে । যেখানে হানিফ রিপনরা এখনো 120 করে বিক্রি করছে।

  • @regular-cooking2439
    @regular-cooking2439 2 роки тому +1

    আপনার সবগুলো ভিডিও আমার কাছে খুব ভালো লাগে।

  • @rakibkhanraj7620
    @rakibkhanraj7620 2 роки тому +2

    খুব জোশ একটা খাবার,যা না খাইলে পস্তাবেন। এতটুকু বলি একবার ট্রাই করবেন ঠকবেন না

  • @fokrulalom1891
    @fokrulalom1891 2 роки тому +1

    Bhai ami asi to apni bar bar faisal dak disen valo e laglo

  • @shabulkhan9389
    @shabulkhan9389 10 місяців тому +2

    ভাই ভাবি দেখতে সেই আগুন😮😮😮😮😮😮😮😮

  • @mdjahidulislambadhon8581
    @mdjahidulislambadhon8581 2 роки тому +2

    Asaalamualaikum vai apni kobe aslen RAJSHAHI ar por asle agei akta post korben in sha Allah dekha korbo vaiya ami apnar fan

  • @darkgaming3997
    @darkgaming3997 2 роки тому +1

    Vaiya ami Rajshahi theke Vaiya চৌবাড়িয়া হাট এ কাল শুক্রবারে আসেন।

  • @মজামাস্তিআনলিমিটেড-ঢ৯ল

    এমন ভাবে বললেন জেন নওহাটা আমরা সবাই চিনি।এটা কোথায় কোন জেলায় তাও তো বলা উচিৎ

  • @sangitadebbarma6263
    @sangitadebbarma6263 2 роки тому +1

    Bhaiya Ami Tripura theke apnar video dekhle mone hoi Kobe Bangladesh Asha hobe

  • @mdnahiduzzaman7600
    @mdnahiduzzaman7600 2 роки тому +3

    আত্রাই আহসানগঞ্জ হাটে একদিন যাবেন ভাই অনেক বড় হাট, সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবারে হাট বসে

  • @fokrulalom1891
    @fokrulalom1891 2 роки тому +1

    Bhai valo e laglo deyikha faisal bhai to purai khandani

  • @shoebahmed7239
    @shoebahmed7239 2 роки тому +16

    ❤❤❤❤ খুবই মজা লাগছে আজকের ভিডিও... ট্রিপিকাল কোন রিভিউ নাই,খালি মজা আর মজা।ধন্যবাদ প্রিয় ফাহিম ভাই & প্রিয় ভাবি

    • @rashidurrahman9241
      @rashidurrahman9241 2 роки тому

      Aponi to take cinen na... Se nijeo khai somoy hoile sobai kei khawai

    • @shoebahmed7239
      @shoebahmed7239 2 роки тому +1

      @@rashidurrahman9241 ভাইয়া আপনি হয়তো আমাকে ভুল বুজেছেন , আমি নেগেটিভ কিছু বলি নাই,আমি ফাহিম ভাই এর ফ্যান

    • @BristyySarkhel
      @BristyySarkhel 2 роки тому

      আমি ইউটুবেএ গান শুনাই,আমার গান ভালো লাগলে দয়া করে এই বোনের চেনলের সদস্য হও সবাই,২০০০++ হলোও,🌹🇧🇩🇧🇩❤️গদ

  • @didarprodhan1674
    @didarprodhan1674 2 роки тому +1

    ভাইয়া একটা গিম্বেল ব্যবহার করলে ভিডিও দেখতে ভালো হইতো

  • @mdnajmol8288
    @mdnajmol8288 2 роки тому +1

    অনেক সুন্দর বিডিও বানান ভাই.. এগিয়ে জান পাশে আছি❤️

  • @apurahman57
    @apurahman57 2 роки тому +1

    Vhai... earphone diye mono sound ase...sound problem ta dekhen

  • @MdRobin-et8on
    @MdRobin-et8on 2 роки тому +2

    ফাহিম ভাই আগের থেকে অনেক শুকিয়ে গেছে,,, 😃😃😃

  • @rakibhassan-db1yv
    @rakibhassan-db1yv 8 місяців тому

    আচ্ছা এখানে কি মোশাররফ করিম এর জমজ এক এর শুটিং হয়েছিলো,,?

  • @shoebahmed7239
    @shoebahmed7239 2 роки тому

    কিছু মানুষের কমেন্টস দেখলে অবাক লাগে। দুনিয়াটা এত নেগেটিভ কেন হয়ে গেছে!! আমরা যখন কিশোর ছিলাম মানে ৯০ দশকের কথা মনে পরলে এখন মনে হয় রুপকথা। এমন তো ছিলাম না আমরা সেসময়, নাকি তখন এসব ছিল না বলে হয়তো জানা হয়নি, হয়তো আমাদের মনমানুসিকতা আগেও এমনই ছিল । আর আমরা কতটুকু শিক্ষিত প্রশ্ন জাগে,আমাদের দেশের সবচেয়ে খারাপ দিক হলো পরিক্ষা দিতে হবে ভাল রেজাল্ট করতে হবে তাই পড়াশোনা করি,কিন্তু কোন শিক্ষাই আমরা আসল অর্থে শিখি না। আর সবচেয়ে বড় institute পারিবারিক শিক্ষাতো আমাদের একদমই নাই। খুব কষ্টে বললাম এই কথাগুলো। একজনকে দেখলাম কমেন্টস্ করেছে,- "বউকে খাইয়ে খাইয়ে মহিষ বানাচ্ছেন" এটা কোন কথা,কোন সুশিক্ষিত মানুষ এটা লিখতে পারে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাবির খাওয়া এই সাস্থ্য এর জন্য দায়ী না। হরমোন বলতে একটা কিছু আছে কমেন্টস্ করা ব্যাক্তি সম্ভবত জানেন না। লাইপোয়েডিমা,থাইরোয়েড,ইনসোমনিয়া এরকম অনেক রোগের কারনে মানুষ বিশেষ করে মেয়েদের সাস্থ্য বেড়ে যায়। আমার নিজের কাজিনকে দেখেছি ,পাখির খাবাার খায় কিন্তু অনেক স্থুলকায় ছিল।আর আমাদের দেশে বেশিরভাগই মেয়েদের একটি বেবি হবার পর সাস্থ্য বেড়েই যায় এটা ন্যাচারাল। এত সমস্যা হলে কেন আসেন ভিডিও দেখতে। দেইখেন না। কিন্তু মানুষকে এগিয়ে যাবার জন্য inspire করতে না পারেন অন্তত কষ্ট দিয়ে কথা বলা বা demoralise কইরেন না দয়া করে। এই ভাবিকে ক্যামেরার পেছন থেকে সামনে আনতে অনেক কষ্ট করতে হইছে ফাহিম ভাই এর। আগে একদমই আসতে চাইতো না। এসব কথায় হয়তো আবারো আড়ালে চলে যেতে পারে। অন্তত মনে কষ্ট তো পাবেই। কেন শুধু শুধু অভিশাপ কামানো । আমাদের দেশ বলে যা ইচ্ছে তাই বলা যায়,বাইরের দেশে এই বডি শেমিং এর জন্য খবর হয়ে যেত। প্যারাগ্রাফ হয়ে গেল কিন্তু কথাগুলি সংক্ষেপ এ বলার উপায় ছিল না।

  • @alomgirhossen2252
    @alomgirhossen2252 2 роки тому +2

    ভাই চৌবাড়িয়া বাজারে একটু যেতে পারেন।

  • @mderazme4469
    @mderazme4469 2 роки тому +3

    আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে

  • @md.moinuddinrubel464
    @md.moinuddinrubel464 2 роки тому +1

    ফাহিম ভাই আমার জানা মতে( ভূলও হতে পারে ) কালা ভূনা ও তেহেরীতে ইন্ডিয়ান মাংস ব্যবহার করা হয়। যা মানের দিক থেকে খুবেই খারাপ। তাই আপনি এবার যেখানে ভিডিও করবেন তাদের অবশ্যয় প্রশ্ন করবেন যে মাংস টা ভারতের নাকি স্থানিয় ভাবে সংগ্রহ করা হয়। কালাভুনা করার কারনে তাদের চালাকি টা ধরা সম্ভব হয় না সাধারণ মানুষের কাছে।

  • @michaeldcosta
    @michaeldcosta 2 роки тому +1

    Vai, apnar vdo amar khub valo lage, but kindly apni mukh bondho Kore Khabar chibanor chesta korben tahole dekhte aro valo lagbe. All the best.

  • @ashjaeemansibchowdhury3035
    @ashjaeemansibchowdhury3035 Рік тому

    আমার নানার বাড়ি, কিন্তু আজ অবধি যাওয়া হয়নি। যেতে হবে

  • @hannanmannan3217
    @hannanmannan3217 2 роки тому

    Bhai aponader video dekhe jai restaurant a khaite... But same dam theke na... Price onek high hoye jay keno

  • @gamingsanyyt6917
    @gamingsanyyt6917 2 роки тому +4

    এগিয়ে জান ফাহিম ভাই আমরা আপনার সাথে আছি

  • @SadsongwithRmmusic
    @SadsongwithRmmusic 2 роки тому +1

    vai apner sob vedio dekhi love you😊😊🥰

  • @sabbir78435
    @sabbir78435 3 місяці тому

    ভাই ভাবি jago fm স্টুডিওতে কেনো গেছিলো। ওখানে তো ভুতের গল্প রেকর্ড করা হয়

  • @MehediHasan-gk4gq
    @MehediHasan-gk4gq 2 роки тому +1

    ভাই একজন মহিলা হা করে ক্যামেরার সামনে খাচ্ছে,,,,ব্যাপারটা আমার কাছে খুবই দৃষ্টিকটু,,,কমেন্টেও দেখলাম বেশিরভাগই ব্যাপারটা ভালভাবে নিচ্ছে না,,,,just think of it

  • @gm.shamimkhan9461
    @gm.shamimkhan9461 2 роки тому

    vai cotgam kon jagai bose

  • @jahanurvlogs3164
    @jahanurvlogs3164 2 роки тому

    Bhai ami india thoka apnar shop video dekhi to apnar video khub moja bhai amader India asen bhai

  • @MehediHassan-oo1bk
    @MehediHassan-oo1bk 4 місяці тому +1

    পার্সেল নেওয়া যাবে

  • @faisulislamfaruki3260
    @faisulislamfaruki3260 2 роки тому

    ভাই রাজশাহী যখন এসেছেন পারলে একবার দর্শনপাড়া ইউনিয়নের মড়মড়িয়া বাজারে কুটুম বাড়ি থেকে হাঁসের মাংস খেয়ে আসতে পারেন। আশা করি নিরাশ হবেন না।

  • @ranjanroy3206
    @ranjanroy3206 2 роки тому +7

    ভাই আপনি একটা রেস্টুরেন্ট খোলেন 🥰😍

  • @fahimhossain7211
    @fahimhossain7211 2 роки тому +2

    Gorib Manush boilla ekjnre emnitei choto kore ditase.... Luktar samne gorib bola thik nh🙂
    Gorib toh tara jader kunu giyan,buddhi,shikhha kisui nai 🙃 taka nh thaklei gorib nh☺️

    • @itzzawad3162
      @itzzawad3162 2 роки тому

      Yeap..Ami comment box a ei type comment e khujtesi..
      Eivabe Gorib bola ucit hoy ni… Fahim vai er ucit ei word ta use na kora…

  • @MeArefinAhmed
    @MeArefinAhmed 2 роки тому

    Vaire vai Lipid profile ta ektu check dis. Amr to mone hoy TG 600+

  • @sahadotrana3114
    @sahadotrana3114 2 роки тому

    আমি রাজশাহী থেকে বলতেছি নওহাটা কালাভুনা বেশি টেস্টি

  • @darknight6799
    @darknight6799 3 місяці тому

    নওগাঁতে আমার বাড়ি বাংলাদেশে ফ্রি ফ্রি খাইয়া বেড়ান সেটা আমরা ভালো করে জানি গরি বলে অসম্মান করতেছেন এটা থেকে বিরত থাকেন

  • @adamabaker7635
    @adamabaker7635 2 роки тому

    আমি ফয়ছাল একদিন একটি দোকান দিয়ে আপনাকে দাওয়াত দিবার আশা আল্লাহর কাছে ফাহিম ভাই দাওয়াত পারবেন নি

  • @mdshamimhossen1874
    @mdshamimhossen1874 2 роки тому

    ভাই চুকনগর পার হয়ে একটা হোটেল আছে খুব ভালো রান্না করে। আঠারোমাইল বাজার আল আমিন হোটেল

  • @riyajulgazi1479
    @riyajulgazi1479 2 роки тому +1

    Enjoy bro 👍👍 khub sundor lagche video 👍

  • @shilpiislam6376
    @shilpiislam6376 2 роки тому +1

    Noyhata ti kothay

  • @zihadahamed8734
    @zihadahamed8734 2 роки тому

    ৭ খুনের শহর নারায়ণগঞ্জ চিটাগাং রোড থেকে বলছি, 💔 আপনাকে খুব ভালোবাসি আপনি বাংলাদেশের ৬৪ জেলাতেই কেন ভিডিও বাবান না..!! রাজশাহী, খুলনা, ঢাকা এগুলোই বেশি 😔

  • @shrafiq3872
    @shrafiq3872 2 роки тому

    উনি গরিব মানুষ বলে উনাকে অসম্মান করা হয়েছে..
    বলা যায় উনি ব্যাবসায়ি, উনার ক্ষতি হউক সেটা আমি চায় না

  • @hamimkausarofficial7049
    @hamimkausarofficial7049 2 роки тому

    এটা কি ঢাকা ধামরাই নওয়ারহাট???

  • @Sofiqueiqbal
    @Sofiqueiqbal 2 роки тому +2

    Lots of love from Russia ❤️

  • @mdhabiburrahmanrobin4247
    @mdhabiburrahmanrobin4247 2 роки тому +14

    এই ভিডিওটা কিছু দিন আগের করা🙂
    নওহাটাই ফায়সাল মামা বেস্ট 🥰

  • @ArifIslam-qq2ho
    @ArifIslam-qq2ho 8 місяців тому +7

    ভাবি,অস্ট্রেলিয়ার গাই হয়ে গেছে

  • @mahmud-ulhasan931
    @mahmud-ulhasan931 2 роки тому

    নওহাটার লোকেশনটা কেও একটু বলবেন প্লিজ।

  • @sahabuddinahmed7475
    @sahabuddinahmed7475 2 роки тому

    মঙ্গলবারে রেস্ট্রি অফিস বসে.... আসলে রেস্ট্রি অফিস টা কোথায়

  • @SharminAkter-or9kd
    @SharminAkter-or9kd 2 роки тому

    আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্ ভাই জান আল্লাহ্ নিয়ামত

  • @gaanpagolfahim
    @gaanpagolfahim 2 роки тому +1

    ভাইয়ের শশুর বাড়ির ভিডিও দেখতে চাই

  • @anwaranwar2251
    @anwaranwar2251 2 роки тому

    ভাই আপনার একজন ভক্ত।।। আমি সব সময় আপনার ভিডিও দেখি।।। খুব ভালো লাগে।।।।। কিন্তু আপনি একা ভিডিও বানান অনেক ভালো হবে।।।। আপনার সাথে মহিলা কে মানায় না

  • @saminrahman5165
    @saminrahman5165 2 роки тому

    R just 1 week aga video ta Dakla kaita partam aikhana ..amio rajshai gura gesilam friend sho

  • @haymd1989
    @haymd1989 Рік тому

    ভাই জাপানে আসার দাওয়াত রইলো পৃথিবীর বিখ্যাত ওয়াগিও বিফ স্টেক খাওয়াবো।

  • @shajahanofficial66
    @shajahanofficial66 2 роки тому

    ভাইয়া আপনার ভিডিও অনেক খুঁজে ছি পাইনি অনেক দিন ধরে আজ পেলাম হঠাৎ

  • @dailyblogs2642
    @dailyblogs2642 2 роки тому +5

    ফয়সাল ভাইয়ের হাতে রান্না দেখে আমার খুব ইচ্ছা করছে গিয়ে খেয়ে আসি ফয়সাল ভাই ভালো থেকো আর এই দিদি পাশে একটু থেকো টাটা

  • @mehrunnesanisha5892
    @mehrunnesanisha5892 2 роки тому +6

    আমাদের রাজশাহীবাসির এই ভাজা মাংস most favourite item!❤️

    • @sahabuddinahmed7475
      @sahabuddinahmed7475 2 роки тому

      মঙ্গলবারে রেস্ট্রি অফিস বসে.... আসলে রেস্ট্রি অফিস টা কোথায়

  • @panguchakma2025
    @panguchakma2025 2 роки тому

    Egula ki hotel?