Ebar Tor Mora Gange ( এবার তোর মরা গাঙে ) Rabindra sangeet || Dohar

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2020
  • এবার তোর মরা গাঙে বান এসেছে,
    'জয় মা' ব'লে ভাসা তরী
    এবার তোর মরা গাঙে বান এসেছে,
    'জয় মা' ব'লে ভাসা তরী
    ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি,
    প্রাণপণে, ভাই, ডাক দে আজি--
    ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি,
    প্রাণপণে, ভাই, ডাক দে আজি--
    তোরা সবাই মিলে বৈঠা নে রে,
    সবাই মিলে বৈঠা নে রে,
    খুলে ফেল্ সব দড়াদড়ি
    এবার তোর মরা গাঙে বান এসেছে,
    'জয় মা' ব'লে ভাসা তরী
    দিনে দিনে বাড়ল দেনা,
    ও ভাই, করলি নে কেউ বেচা কেনা--
    হাতে নাই রে কড়া কড়ি।
    দিনে দিনে বাড়ল দেনা,
    ও ভাই, করলি নে কেউ বেচা কেনা--
    হাতে নাই রে কড়া কড়ি।
    ঘাটে বাঁধা দিন গেল রে,
    মুখ দেখাবি কেমন ক'রে--
    ঘাটে বাঁধা দিন গেল রে,
    মুখ দেখাবি কেমন ক'রে--
    ওরে, দে খুলে দে, পাল তুলে দে,
    দে খুলে দে, পাল তুলে দে,
    যা হয় হবে বাঁচি মরি
    এবার তোর মরা গাঙে বান এসেছে,
    'জয় মা' ব'লে ভাসা তরী
    এবার তোর মরা গাঙে বান এসেছে,
    'জয় মা' ব'লে ভাসা তরী
    Rabindranath Tagore
    Copyright :
    Ebar Tor Mora Gange lyrics © Saregama Music United States, Times Music
    I am not owner of this song.
    No copyright infringement intended.

КОМЕНТАРІ • 1

  • @Joker25053
    @Joker25053 5 місяців тому

    মন ভরে গেল গানটা শুনে, অনেক ছোট বেলার স্মৃতি জড়িয়ে আছে এই গানের সাথে ❤