সদালাপে সলিমুল্লাহ খান / সলিমুল্লাহ খান
Вставка
- Опубліковано 10 лют 2025
- সর্বজনীন শিক্ষা, সম্ভাব্য শিক্ষা সংস্কার ও স্থায়ী শিক্ষা কমিশন
আলোচনাক: অধ্যাপক সলিমুল্লাহ খান
স্থান: জেলা শিল্পকলা একাডেমি, দিনাজপুর
তারিখ: ১ নভেম্বর ২০২৪ ।। ১৫ কার্তিক ১৪৩১
আয়োজক: সদালাপ, দিনাজপুর
.. ..
ওয়েবসাইট: www.salimullahk...
অনুমোদিত ফেসবুক পাতা: / salimullahkhan1958
টুইটার: / salimullah1958
ইনস্টাগ্রাম: / salimullahkhan1958
আমি অধ্যাপক সলিমুল্লাহর সমবয়সী,পেশা ছিল অধ্যাপনা। তবু আমি অধ্যাপক সলিমুল্লাকে প্রণাম জানাই।এমন যুক্তিবাদী ন্যায়দর্শী
চিন্তাবিদকে বাংলার আজ বড় প্রয়োজন। হ্যাঁ,দুই বাংলাতেই।
আমি ছিলাম এই সদালাপে
sir is always power of knowledge
প্রিয় স্যার
আল্লাহ তায়ালা তাঁর সুস্থতা ও দীর্ঘ হায়াত দান করুন - আমীন।
মোঃ আব্দুল করিম, প্রভাষক- পদার্থবিজ্ঞান
আমাদের ভাগ্য ভালো যে, ওনার মতো একজন দেশসেরা জীবন্ত বুদ্ধিজীবীর কথা শুনতে পারছি।
Salute to you sir. I would like to see you at the helm of the reform on the educational system some day. May Allah grant you long/healthy life.
স্যার অনবদ্য ভাবে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে।
মাশাআল্লাহ
ধন্যবাদ ও কৃতজ্ঞতা
ধন্যবাদ 🎉🎉🎉🎉
ধন্যবাদ ! 🎋🎋❤️🎋🎋
আপনার কথা গুলো যেকোনো স্বাধীন জাতির প্রধান লক্ষ্য ।
🎋🎋🇧🇩🎋🎋🇧🇩🎋🎋🇧🇩🎋🎋🇧🇩🎋🎋
🎋🎋🇧🇩🎋🎋🇧🇩🎋🎋🇧🇩🎋🎋🇧🇩🎋🎋
আমরা দেশকে উন্নত করার স্লোগান দিই মানুষকে একই রকম রেখে দিয়ে। অর্থাৎ আমরা দেশ বলতে এক টুকরো জমি বুঝি, অথচ দেশ হচ্ছে এক দল মানুষ। মানুষকে উন্নত করার একমাত্র উপায় শিক্ষা। যদি এই নতুন সরকার শিক্ষায় বিনিয়োগ লক্ষ্যণীয় মাত্রায় না বাড়ায় তাইলে আমরা আবার স্বৈরাচারী ব্যবস্থায় ফিরে যাবো।
সুন্দর কথা গুলি
৭২ ৭৩ সালে আমি নিজেই ঐ স্কুলের শিক্ষক ছিলাম বড় ভাইয়ের সঙ্গে। এটা বঙ্গবন্ধুর সময় চালু ছিল। বয়স্কদের সান্ধ্য স্কুল।
অনবদ্য
স্যার বাংলাবান্ধায় আসছিলো😢 দেখা হলো না
Thanks ❤❤❤
❤❤❤❤
🥰🥰🥰🥰🥰
শিক্ষা পদ্ধতি নিয়ে কিছু বলেন
স্যার, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে কিছু বলবেন প্লিজ। ইতিহাস পুনরুজ্জীবিত করার নামে যে বিকৃত করার চেষ্টা চলছে! আপনারা অনেক বিজ্ঞ ও এর ইতিহাস দেখেছেন। দেশের তরুণ শ্রেনীর বিরাট এক অংশ এসকল কথায় বিশ্বাস করছে। তাই দয়া করে এই বিষয়ে দ্রুত কিছু বলুন।
স্যারের এই বক্তব্যটি ২০২৪ সালের নভেম্বর কিংবা ডিসেম্বরে দিনাজপুরে দেওয়া। স্যারের সাম্প্রতিক মন্তব্য বক্তব্য জানার জন্য ইউটিউবে অনুসন্ধান চালিয়ে বিভিন্ন টিভি চ্যানেলের কথা প্রদর্শনীতে তাঁর সাম্প্রতিক মতামত পেয়ে যাবেন। বিগত ছয় মাসে চব্বিশের রক্তস্নাত বঙ্গবর্ষার বিপ্লব না অভূত্থান, এই নিয়ে তথাকথিত মূলধারারা মিডিয়াতে চলছে রমরমা কথাবাণিজ্য কথা বেচাকেনা, কথা কাটাকাটি আর কথার বেসাতী। বাংলাদেশে জন্মদিয়েছে একটি নতুন পেশা, যার একই অঙ্গে আছে বহু শ্রতিমধুর নাম। কথাজীবি/ কথা বিশেষজ্ঞ/ কথা বিশারদ/ কথার কারিগর/ কথা পরিবেশক/ কথা প্রদর্শক/ কথাবণিক। অনলাইনে চলছে কথার ঘূর্ণিঝড়, কথার তূফান, কথার সূনামী। কথাবাজীর হুংকার দিয়ে হচ্ছে কথার ভূমিকম্প "কথাকম্প"। অথচ কথাবার্তার ডামাডোলে হারিয়ে গেলেন নিরবে নির্মমভাবে শাহাদাত বরণকারী ৩০০০ চব্বিশের মহানায়ক পথপ্রদর্শক বিপ্লবী শহীদ সন্তানেরা। কথা ব্যবসায়ীদের নির্লজ্জ স্বার্থপরতায় হতবাক আজ আহত বিকলাঙ্গ নিগৃহীত ৫০ হাজার জীবন্ত সংগ্রামীর নির্বাক দীর্ঘশ্বাস জাতিকে অভিশাপ দিচ্ছে। অবহেলিত গরীব ঘরের মাসুম বাচ্চারাই চব্বিশের সংগ্রামী গাজী এবং শহীদ গণবিপ্লবী হওয়ার কারণে লোভী সুবিধাবাদী সুশীল সমাজ তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগকে আমলে নিচ্ছে না। স্বার্থপর মধ্যবিত্ত তোষণকারী গণমাধ্যমের অন্তসাঃরশূণ্য মুনাফাভিত্তিক কথা প্রদর্শনী প্রকল্পের হৃদয়হীন দর্শকসংখ্যা নির্ভর বিষয় নির্বাচন নীতিমালাকে বেশ কড়া ভাষায় সমালোচনা করেন সলিমুল্লাহ স্যার। স্যারের বক্তব্যগুলোয় চব্বিশের গণবিপ্লবী শহীদ এবং সংগ্রামী গাজীদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ এবং মুক্তিকামীদের বৈষম্যমুক্ত দেশ গঠনের আকাংখার প্রতি তাঁর প্রবল সমর্থন দেখে বেশীরভাগ কথা সঞ্চালকই বিজ্ঞাপন বিরতি দিয়ে কিংবা প্রসঙ্গ পালিটে এখনো স্যারের কন্ঠরোধ করেন। তবে স্যারও কম যান না, সেদিন সঞ্চালিকা কাজী জেসিনকে খুব সুন্দর করে লজ্জা দিয়ে বললেন "আপনি তো কথার আমাকে মাঝপথে থামিয়ে দিয়ে আমার বক্তব্যটা শেষও করতে দিলেন না" ফেসিস্ট হাসিনার ভক্ত খালেদ মহিউদ্দিনের মতন একজন কথাবাজ দালালকে ভদ্র ভাষায় চরম শিক্ষা দিয়েছেন স্যার। চব্বিশের আত্মত্যাগীদের বদান্যতায় ক্ষুদ্র হলেও বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন সাধন হয়ে গেছে।
স্যারের এই বক্তব্যটি ২০২৪ সালের নভেম্বর কিংবা ডিসেম্বরে দিনাজপুরে দেওয়া। স্যারের সাম্প্রতিক মন্তব্য বক্তব্য জানার জন্য ইউটিউবে অনুসন্ধান চালিয়ে বিভিন্ন টিভি চ্যানেলের কথা প্রদর্শনীতে তাঁর সাম্প্রতিক মতামত পেয়ে যাবেন। বিগত ছয় মাসে চব্বিশের রক্তস্নাত বঙ্গবর্ষার বিপ্লব না অভূত্থান, এই নিয়ে তথাকথিত মূলধারারা মিডিয়াতে চলছে রমরমা কথাবাণিজ্য কথা বেচাকেনা, কথা কাটাকাটি আর কথার বেসাতী। বাংলাদেশে জন্মদিয়েছে একটি নতুন পেশা, যার একই অঙ্গে আছে বহু শ্রতিমধুর নাম। কথাজীবি/ কথা বিশেষজ্ঞ/ কথা বিশারদ/ কথার কারিগর/ কথা পরিবেশক/ কথা প্রদর্শক/ কথাবণিক। অনলাইনে চলছে কথার ঘূর্ণিঝড়, কথার তূফান, কথার সূনামী। কথাবাজীর হুংকার দিয়ে হচ্ছে কথার ভূমিকম্প "কথাকম্প"। অথচ কথাবার্তার ডামাডোলে হারিয়ে গেলেন নিরবে নির্মমভাবে শাহাদাত বরণকারী ৩০০০ চব্বিশের মহানায়ক পথপ্রদর্শক বিপ্লবী শহীদ সন্তানেরা। কথা ব্যবসায়ীদের নির্লজ্জ স্বার্থপরতায় হতবাক আজ আহত বিকলাঙ্গ নিগৃহীত ৫০ হাজার জীবন্ত সংগ্রামীর নির্বাক দীর্ঘশ্বাস জাতিকে অভিশাপ দিচ্ছে। অবহেলিত গরীব ঘরের মাসুম বাচ্চারাই চব্বিশের সংগ্রামী গাজী এবং শহীদ গণবিপ্লবী হওয়ার কারণে লোভী সুবিধাবাদী সুশীল সমাজ তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগকে আমলে নিচ্ছে না। স্বার্থপর মধ্যবিত্ত তোষণকারী গণমাধ্যমের অন্তসাঃরশূণ্য মুনাফাভিত্তিক কথা প্রদর্শনী প্রকল্পের হৃদয়হীন দর্শকসংখ্যা নির্ভর বিষয় নির্বাচন নীতিমালাকে বেশ কড়া ভাষায় সমালোচনা করেন সলিমুল্লাহ স্যার। স্যারের বক্তব্যগুলোয় চব্বিশের গণবিপ্লবী শহীদ এবং সংগ্রামী গাজীদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ এবং মুক্তিকামীদের বৈষম্যমুক্ত দেশ গঠনের আকাংখার প্রতি তাঁর প্রবল সমর্থন দেখে বেশীরভাগ কথা সঞ্চালকই বিজ্ঞাপন বিরতি দিয়ে কিংবা প্রসঙ্গ পালিটে এখনো স্যারের কন্ঠরোধ করেন। তবে স্যারও কম যান না, সেদিন সঞ্চালিকা কাজী জেসিনকে খুব সুন্দর করে লজ্জা দিয়ে বললেন "আপনি তো কথার আমাকে মাঝপথে থামিয়ে দিয়ে আমার বক্তব্যটা শেষও করতে দিলেন না" ফেসিস্ট হাসিনার ভক্ত খালেদ মহিউদ্দিনের মতন একজন কথাবাজ দালালকে ভদ্র ভাষায় চরম শিক্ষা দিয়েছেন স্যার। চব্বিশের আত্মত্যাগীদের বদান্যতায় ক্ষুদ্র হলেও বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন সাধন হয়ে গেছে।
Vai, Syria te 14 yrs civil war hoise, USA, RUSSIA, Israel, Iran, Turkey, ISIS all these players were engaged directly… still their death case is around 5 lakhs Plus….
You do your calculations…
Wasn't talking about death tolls.
ঠিক কথা....
10/01/2025
প্রিয় স্যার