২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত আমি কুচবিহারে অতিরিক্ত কোষাগার আধিকারিক হিসেবে কর্মরত ছিলাম। সাগরদীঘির পাশেই ছিলো আমার ট্রেজারি। রাজবাড়ীর পিছনে সরকারি আবাসনে থাকতাম। অনেক পুরোনো স্মৃতি মনে পড়ে গেলো। ধন্যবাদ আপনাদের।
দারুন লাগল। কোচবিহার ভারতের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমি যতদূর জানি আমাদের আলিপুর চিড়িয়াখানায় সেই বড় কচ্ছপ টা, এখন মারা গিয়েছে, কোচবিহারের মহারাজা উপহার স্বরূপ দিয়েছিলেন। আগে জয়পুরে যখন ক্রিকেট খেলা হত তখন দেখতাম গ্যালারিতে মহারানী গায়েত্রী দেবী বসে আছেন, তখন আমরা ছোট ছিলাম। হয়ত শিবাজী দা ও পৃথ্বীজিৎ দা ও দেখেছেন।
যেখানেই Explorer Sibaji, সেই যায়গা কে ছবির মতো ফুটিয়ে তোলা এবং সেই যায়গার বিষয়ে সাম্যক জ্ঞান অর্জন,একমাত্র Exploter Sibaji, র দ্বারাই সম্ভব।অসাধারণ দুই দাদা।
বাহ্... এই বিমানযাত্রা সত্যিই রোমাঞ্চকর!! দারুণ অভিজ্ঞতা। আর কোচবিহার শহর ব্যক্তিগতভাবে খুবই প্রিয়। এই শহরের গঠনপ্রণালী বেশ অভিনব। এখানে আমার ঠাকুর্দা ও তাঁর ভাইদের জন্ম ও বেড়ে ওঠা। ছোটোবেলায় ঠাকুর্দার মুখে নৃপেন্দ্রনারায়ণ, জীতেন্দ্রনারায়ণ, জগদ্বীপেন্দ্রনারায়ণ প্রমুখ রাজাদের অনেক গল্প শুনেছি। পরবর্তীকালে বেশ কয়েকবার গেছি কোচবিহারে। প্রসঙ্গত, মদনমোহনের আসল মূর্তি আমি দেখেছিলাম ১৯৯৪ সালে প্রথমবার গিয়ে। সম্ভবত, তার পরের বছর এটি চুরি হয়ে যায়। এখন যে বিগ্রহ দেখা যায়, সেটি তার পরে তৈরি হয়েছে। Explorer Shibaji-কে অনেক অভিনন্দন, কাছে-দূরের এরকম নানা জায়গা অনবদ্য ভাষ্যসহ তুলে ধরার জন্যে। আর পৃথ্বিজিতের বইয়ের নেশা নিয়ে তো কিছু বলার নেই। সন্মাত্রানন্দ-র লেখা 'নাস্তিক পণ্ডিতের ভিটা' দারুণ interesting বই। এই সবকিছু মিলিয়েই তো Explorer Shibaji সদা বৈচিত্র্যে বর্ণময়! আবারও অভিনন্দন আপনাদের। এগিয়ে চলুন উত্তরবঙ্গের পথে।
আমার শ্বশুর বাড়ি কুচবিহার। একদমই এয়ারপোর্টে র পাশে আর মজার ব্যাপার 1981 সালে আমার বিয়ে হয়। পাশেই রেলঘুমটিতে শ্বশুর বাড়ি অনেক টা জমি নিয়ে প্লেন আমাদের জমি র উপর দিয়ে যেত কি আওয়াজ হতো। পরে বন্ধ হয়ে গেছিল এখন আবার চালু হয়েছে। খুব ভালো লাগলো। ভালো থেকো। ❤❤
এতদিন আপনাদের দাদা করে, আর ভালো লাগছে না। তাই তুমি তে চলে এলাম তুমিতে। আমি ৬২, তোমাদের সব ভিডিও দেখি, ভিশন ভালো লাগে। এর পর বাংলা দেশ আসলে বেঁচে থাকলে তোমাদের আমার বাসায় নিয়ে আসবো। হাঁটছি তোমাদের সাথেই।
শিবাজী দা ও পৃথ্বীজিৎ দা তোমাদের ভিডিও আমাদের কে অনুপ্রেরনা জগায় , মনে হয় আমরাও তোমাদের সাথেই মিশে রয়েছি .... একটা অনুরোধ রইলো দেশ বিদেশ অনেক ভ্রমন করলে একটি বার আমাদের লালমাটির জেলায় অর্থাত পূর্ণভুমি আমাদের একবার দুজন আমাদের বাঁকুড়া জেলায় আসো প্লিজ
"ওগো আমার নবীন সাখি ছিলে তুমি কোন বিমানে" নয় জন যাত্রী সহ বিমান যাত্রা দেখে অপরিসীম আনন্দ হল । সত্যিই প্রাইভেট জেট বা ব্যক্তিগত বিমানে যাত্রা করার মতন । অবশ্য একবার মনে হল যে এ কি কুট্টিমামার দেশের প্লেন ? কিন্তু এর অবস্থা দেখে বেশ ভাল লাগলো । রক্ষণাবেক্ষণ বেশ ভাল বলেই তো মনে হল । কুচ বিহার শহরটি খুবই ভাল লাগলো । অবশ্য রাস্তার আবর্জনা আর হর্ন বাদ দিলে । প্রতিটি স্থান বিশেষ ভাবে দ্রস্টনীয় । সর্বোপরি খুব আনন্দ দায়ক পরিবেশন ।
আহ ! স্মৃতি তাজা হয়ে গেল। কোচবিহার জেলা হাসপাতালে কর্মসূত্রে ছয়মাস কাটিয়েছিলাম। এখনও কোলকাতার চেয়ে কোচবিহারের ওই তোর্সা নদীর পাড়ই আমার কাছে বেশি আপন। শুধু একটাই সমস্যা - ওখানকার লোকেরা খাবারে নুন খুব কম খায়।
I spent my schooling years in Coochbehar. Went to Sagardighi, Rajbari, and Madan Mahon mondir so many times, especially in times of Rash mela. Now watching this video in lunch break from far way Mumbai makes me little emotional. Thanks.
ইস আগে যদি জানতাম তোমরা কুচবিহারে আসবে তাহলে আমাদের বাড়ি নিয়ে আসতাম।বেশি দূর নয়।টোটো তে ২০/- লাগে।খুব ভালো লাগল।আমরাও এই হর্নের জন্য আর আবর্জনার জন্য অতিষ্ঠ।তোমরা ভালো থেকো
ছোট বিমানে বছরের শেষ দিনে ভিলেন দের মতো পালিয়ে গিয়েও একটা দুর্দান্ত ট্রিপের শুরু আর আমরাও এই পর্বের মতো পরের পর্ব গুলিও দারুণ এনজয় করবো সেটা বোঝাই যাচ্ছে ❤ শুভ ইংরেজি নববর্ষ শিবাজি ও প্রিথ্বিজিত ❤
What a delightful virtual tour with Explorer Shibaji! From the hustle of CCU to the serenity of COH, and the splendid Cooch Behar Palace and Madan Mohan Mandir - each moment captured is a visual feast. Thanks for transporting us!
অনেক অনেক ভালোবাসা দাদা বাংলাদেশ থেকে বৈকন্ঠ বলছি আপনারা দুজন যখন হাসাহাসি করেন সত্যি বলছি আমার কাছে মনে হয় আপনারা দুজন জনম জনমের বন্ধু সত্যিকারের ভালোবাসার মানুষ যদি থেকে থাকে তাহলে মনে হয় আপনাদের মতই হয় দাদা আমি বাংলাদেশ থেকে আপনাদের অনেক ভিডিও দেখি বেশিরভাগ ভিডিওতেই কমেন্ট করি না কিন্তু দেখে যাই যাইহোক আপনাদের মত আমারও ঘুরে বেড়ানোর খুব ইচ্ছে যদিও সেই সামর্থ্য এখনো হয়নি
আমার বাড়ি কোচবিহারে ❤ , পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম সুন্দর শহর , আমাদের গ্রামের উপর দিয়েই প্লেন টি যাতায়াত করে । আমার খুবই ইচ্ছা তোমাদের সাথে দেখা করার 😊
ছোট্ট বিমানে বছরের শেষ দিনে একটা দুর্দান্ত ট্রিপের শুরু আর আমরাও এই পর্বে দারুণ এনজয় করলাম।আমিও এধরনের বিমানে উঠি নাই বা সরাসরি দেখাও হয় নাই।কুচবিহার শহর সহ রাজবাড়ী দেখা হলো বেশ মজা লেগেছে।❤ শুভ ইংরেজি নববর্ষ শিবাজি ও প্রিথ্বিজিত দাদা❤
কোচবিহার আমার জন্মভূমি। আপনাদের এই ভিডিও টা দেখে আমি সত্যি আপ্লুত। ছোট বেলা থেকে বড়ো হ ওয়া , তবু ও যেন মনে হয় আবার নতুন করে দেখছি, এরপর আপনারা গেলে ইলোরা হোটেলে খাওয়া দাওয়া করবেন, কিন্তু থাকার ব্যবস্থা আছে কিনা এটা ঠিক বলতে পারছি না দাদা। তবে এইটুকু বলতে পারি যে খুব শান্তির জায়গা । ভালো থাকবেন।
4:25 সেসনা গ্র্যান্ড ক্যারাভান। কোম্পানীর নাম সেসনা। আমেরিকান কোম্পানী। আমেরিকাতে ছোট জনবিরল এলাকাগুলোতে ফ্লাইট চালানোর জন্যে খুবই জনপ্রিয় প্লেন। বিশেষ করে জনবিরল দ্বীপগুলোতে ফ্লাইট চালানোর জন্যে।
It feels like I am also travelling to Coochbehar with Shibaji Sir and Prithwijit Sir sitting in Bangladesh. I also even felt a bit of my height phobia while the plane was about to soar.🌸🌟
অনেক ধন্যবাদ। আমার মামাবাড়ী কোচবিহার এ। অনেকদিন যাওয়া হয়না। আজ আপনাদের মাধ্যমে আবার নিজের মামাবাড়ি যেতে পেরে কি যে ভালো লাগলো তা ভাষায় বোঝাতে পারব না। আরো অনেক অনেক মানস ভ্রমণ করার অপেক্ষায় রইলাম আপনাদের সঙ্গে। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই
খুব সুন্দর সাবলীল সাধারণ ভাবে আপনি উপস্থাপনা করেন বেশ লাগে আপনার ভিডিও গুলো দেখতে.... স্ত্রী অনেক দিন ধরে কোথাও নিয়ে যেতে বলছে তাই আপনাকে ফলো করছি ...
আপনার ফ্যান হয়েগেছি ,প্রতিটা ভিডিও ছেলে বৌকে নিয়ে দেখি আর ভিডিও শুরু করার আগে ছেলেকে বলি "চল আজ শ্রীলঙ্কা ঘুরে আসি,চল আজ ভুটান দেখতে যাব, আজ কেনিয়া ঘুরে বেরাব " সত্যিই এত সুন্দর ভাবে আপনি দেখান মনেহয় আপনাদের সঙ্গেই আমরা ওখানে আছি আর অনেক কিছু জানতে পারি সেই দেশ বা জায়গার বিষয়ে।
Eto din window side seat 💺 dekhechi aj window side with cockpit view seat dekhlam..... Aapnader je darun experience hoyeche seta valoi bujhte parlam. 👍👍👍
'Nastik Pandit er Bhita' shotyi darun ek uponyash. Prothom Lockdown er shomoi etai amar o shongi chhilo. Pritthi Da r hatey boi ta dekhe darun laglo. Boi ta theke onek idea peye chhilo, bishesh korey ki baabe ek shadharon muhurto o asholey oshadharon hotey parey, jemon boi ta tey hoyechhilo Atish Dipankar er jiboney, jemonta hoey apnader video gulo te.👍
ভিডিও টা খুব মনের মতো হয়েছে, এই রকম প্লেনে চড়া খুব ভাগ্যের ব্যাপার। আর তোমরা বললে যে দীঘার জন্য এরকম প্লেন হলে ভালো হয়, আমিতো জানি বেহালা থেকে দীঘা হেলিকপ্টার আছে, মনে হয় জানো। ভাল থেকো তোমরা আরো ভালো ভিডিও করো 😊
একসময় প্রতিমাসে আমি 7দিনের জন্য কোচবিহার যেতাম এবং এই হোটেল যুবরাজে থাকতাম । প্রায় 5/6 বছর গেছিলাম। তখনকার রিশেপশনের সবাই, রুম সার্ভিস বয় প্রতেকের সঙ্গেই ভাল সম্পর্ক ছিল। রিশেপশনে অভিজিত ও বাপি ছিল, এখন আছে কিনা জানিনা।সন্ধাবেলা হোটেলে ফেরার পর মালিকের সঙ্গে গল্প করতাম। তখন আমরা ঐ এয়ারপোর্ট এর রানওয়ের ওপর দিয়ে গাড়ি করে যেতাম কারন তখন প্লেন চলত না। শেষের দিকে boundary wall দিয়ে এয়ারপোর্ট চালুর ব্যবস্থা হলেও ফ্লাইট চালুর হয়নি।
Video টি দেখে খুব ভালো লাগলো । কোচবিহার এ সেই রাতে শিবাজী দা ও পৃথ্বী দার সান্নিধ্য পাওয়া ও আড্ডা দেয়ার অভিজ্ঞতা অনবদ্য। অনেক শুভেচ্ছা রইল দাদা আগামী Tour গুলোর জন্য।❤❤
২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত আমি কুচবিহারে অতিরিক্ত কোষাগার আধিকারিক হিসেবে কর্মরত ছিলাম। সাগরদীঘির পাশেই ছিলো আমার ট্রেজারি। রাজবাড়ীর পিছনে সরকারি আবাসনে থাকতাম। অনেক পুরোনো স্মৃতি মনে পড়ে গেলো। ধন্যবাদ আপনাদের।
আপনার ভিডিওটা খুব ভালো লাগলো ধন্যবাদ,
সাহিদ বাংলাদেশ,ঢাকা
আমাদের ছোট শহর কোচবিহার কে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ😊
কোচবিহার জেলার পাঁচ বছর কাটিয়েছি। সবচেয়ে ভালো জেলা শহর পশ্চিম বাংলায়। খুব ভালো লাগছে দেখে। বাকিটা দেখার অপেক্ষায় রইলাম
দারুন লাগল। কোচবিহার ভারতের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমি যতদূর জানি আমাদের আলিপুর চিড়িয়াখানায় সেই বড় কচ্ছপ টা, এখন মারা গিয়েছে, কোচবিহারের মহারাজা উপহার স্বরূপ দিয়েছিলেন। আগে জয়পুরে যখন ক্রিকেট খেলা হত তখন দেখতাম গ্যালারিতে মহারানী গায়েত্রী দেবী বসে আছেন, তখন আমরা ছোট ছিলাম। হয়ত শিবাজী দা ও পৃথ্বীজিৎ দা ও দেখেছেন।
যেখানেই Explorer Sibaji, সেই যায়গা কে ছবির মতো ফুটিয়ে তোলা এবং সেই যায়গার বিষয়ে সাম্যক জ্ঞান অর্জন,একমাত্র Exploter Sibaji, র দ্বারাই সম্ভব।অসাধারণ দুই দাদা।
বাহ্... এই বিমানযাত্রা সত্যিই রোমাঞ্চকর!! দারুণ অভিজ্ঞতা। আর কোচবিহার শহর ব্যক্তিগতভাবে খুবই প্রিয়। এই শহরের গঠনপ্রণালী বেশ অভিনব। এখানে আমার ঠাকুর্দা ও তাঁর ভাইদের জন্ম ও বেড়ে ওঠা। ছোটোবেলায় ঠাকুর্দার মুখে নৃপেন্দ্রনারায়ণ, জীতেন্দ্রনারায়ণ, জগদ্বীপেন্দ্রনারায়ণ প্রমুখ রাজাদের অনেক গল্প শুনেছি। পরবর্তীকালে বেশ কয়েকবার গেছি কোচবিহারে। প্রসঙ্গত, মদনমোহনের আসল মূর্তি আমি দেখেছিলাম ১৯৯৪ সালে প্রথমবার গিয়ে। সম্ভবত, তার পরের বছর এটি চুরি হয়ে যায়। এখন যে বিগ্রহ দেখা যায়, সেটি তার পরে তৈরি হয়েছে। Explorer Shibaji-কে অনেক অভিনন্দন, কাছে-দূরের এরকম নানা জায়গা অনবদ্য ভাষ্যসহ তুলে ধরার জন্যে। আর পৃথ্বিজিতের বইয়ের নেশা নিয়ে তো কিছু বলার নেই। সন্মাত্রানন্দ-র লেখা 'নাস্তিক পণ্ডিতের ভিটা' দারুণ interesting বই। এই সবকিছু মিলিয়েই তো Explorer Shibaji সদা বৈচিত্র্যে বর্ণময়! আবারও অভিনন্দন আপনাদের। এগিয়ে চলুন উত্তরবঙ্গের পথে।
দারুণ সুন্দর কোচবিহারের রাজবাড়ি। খুব ভাল লাগল ভিডিও টি ।পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
অনেক ধন্যবাদ শিবাজী এবং পৃথিজিত বাবু কোচবিহার শহরকে তুলে ধরার জন্য আমার অত্যন্ত প্রিয় জায়গা এই কোচবিহার
অসাধারণ প্রাসাদ কোনোও তুলনা হবে না অসংখ্য ধন্যবাদ শিবাজী দা কুচবিহার কে আমাদের কাছে তুলে ধরার জন্য
আমার শ্বশুর বাড়ি কুচবিহার। একদমই এয়ারপোর্টে র পাশে আর মজার ব্যাপার 1981 সালে আমার বিয়ে হয়। পাশেই রেলঘুমটিতে শ্বশুর বাড়ি অনেক টা জমি নিয়ে প্লেন আমাদের জমি র উপর দিয়ে যেত কি আওয়াজ হতো। পরে বন্ধ হয়ে গেছিল এখন আবার চালু হয়েছে। খুব ভালো লাগলো। ভালো থেকো। ❤❤
এতদিন আপনাদের দাদা করে, আর ভালো লাগছে না। তাই তুমি তে চলে এলাম তুমিতে। আমি ৬২, তোমাদের সব ভিডিও দেখি, ভিশন ভালো লাগে। এর পর বাংলা দেশ আসলে বেঁচে থাকলে তোমাদের আমার বাসায় নিয়ে আসবো। হাঁটছি তোমাদের সাথেই।
Eai হেরিটেজ শহর আমাদের , ছোট্ট শহর হলেও প্রাণের শহর,
আমার বাড়ি কোচবিহারে। তাই এই ব্লগ দেখে খুব খুশি হলাম
খুবই পরিষ্কার পরিচ্ছন্ন শহর, খুবই ভাল লাগবে।আমাদের ঘোরা আছে।
ধন্যবাদ জানাই।
শিবাজী দা ও পৃথ্বীজিৎ দা তোমাদের ভিডিও আমাদের কে অনুপ্রেরনা জগায় , মনে হয় আমরাও তোমাদের সাথেই মিশে রয়েছি .... একটা অনুরোধ রইলো দেশ বিদেশ অনেক ভ্রমন করলে একটি বার আমাদের লালমাটির জেলায় অর্থাত পূর্ণভুমি আমাদের একবার দুজন আমাদের বাঁকুড়া জেলায় আসো প্লিজ
এতো ছোট প্লেনে চড়ার অভিজ্ঞতা চেটেপুটে দেখলাম। অদ্ভুত আকর্ষনীয় লাগলো।
ধন্যবাদ ❤❤
❤️❤️❤️🙏🙏🙏
কোচবিহার জেলার গুরুত্বপূর্ণ দুটি ভিন্ন ভিন্ন সুন্দর জিনিস হলো রাজবাড়ী এবং এই ফ্লাইট।।
Amra gorbito jea bangali Hindu aer taka boro kota amara hindustni i am from kolkata west bengal samnagure😊
এটা একটা আলাদা অনুভুতি❤❤ এইরকম ছোট প্লেনে ওঠার অনুভুতি আমিও নিতে চাই
ভিডিও টা খুব ভালো লাগলো ❤
"ওগো আমার নবীন সাখি
ছিলে তুমি কোন বিমানে"
নয় জন যাত্রী সহ বিমান যাত্রা দেখে অপরিসীম আনন্দ হল । সত্যিই প্রাইভেট জেট বা ব্যক্তিগত বিমানে যাত্রা করার মতন । অবশ্য একবার মনে হল যে এ কি কুট্টিমামার দেশের প্লেন ? কিন্তু এর অবস্থা দেখে বেশ ভাল লাগলো । রক্ষণাবেক্ষণ বেশ ভাল বলেই তো মনে হল ।
কুচ বিহার শহরটি খুবই ভাল লাগলো । অবশ্য রাস্তার আবর্জনা আর হর্ন বাদ দিলে । প্রতিটি স্থান বিশেষ ভাবে দ্রস্টনীয় ।
সর্বোপরি খুব আনন্দ দায়ক পরিবেশন ।
কোচবিহারের রাজবাড়ী মদনমোহন মন্দির দেখেছি, কিন্তু যখন ছোট ছিলাম সেই সময়, এখন আপনার ভিডিও টা দেখে খুব ভালো লাগলো, শুভ নববর্ষ,🎉
আহ ! স্মৃতি তাজা হয়ে গেল। কোচবিহার জেলা হাসপাতালে কর্মসূত্রে ছয়মাস কাটিয়েছিলাম। এখনও কোলকাতার চেয়ে কোচবিহারের ওই তোর্সা নদীর পাড়ই আমার কাছে বেশি আপন।
শুধু একটাই সমস্যা - ওখানকার লোকেরা খাবারে নুন খুব কম খায়।
Ki kondik theke amar bari to coochbehar
1St time sunlam..asole apni hoyto salt ta besi khan..😃
I spent my schooling years in Coochbehar. Went to Sagardighi, Rajbari, and Madan Mahon mondir so many times, especially in times of Rash mela. Now watching this video in lunch break from far way Mumbai makes me little emotional. Thanks.
ইস আগে যদি জানতাম তোমরা কুচবিহারে আসবে তাহলে আমাদের বাড়ি নিয়ে আসতাম।বেশি দূর নয়।টোটো তে ২০/- লাগে।খুব ভালো লাগল।আমরাও এই হর্নের জন্য আর আবর্জনার জন্য অতিষ্ঠ।তোমরা ভালো থেকো
আমি এই প্লেনটির চালু হবার পর প্রথমদিনই কোচবিহার থেকে কলকাতা এসেছিলাম..আর ওইটিই ছিল আমার জীবনের প্রথম প্লেনে ওঠার অভিজ্ঞতা 😊
Toilet আটকে রাখতে সমস্যা হয়নি??
@@SOMENMANDAL786Diabetes toh nei dada 😅
@@nilaysikder8182 আরে ডায়াবেটিস রোগী তো আমিও না... তাই বলে দেড় ঘণ্টা প্লাস আটকে রাখতে সমস্যা হয়না
@@SOMENMANDAL786 🤣😅😆
@@SOMENMANDAL786eita 1 ta boro issue ✈️ er 2 hours purbe theke drink korbenna tahole hobe
আমরা অপেক্ষায় থাকি। খুব ভালো লাগলো। ছোট বিমানের ভিতর প্রথম দেখলাম। অনেক ধন্যবাদ।
নমস্কার শিবাজী-দা আর পৃথ্বী-দা।।।❤ আমার শহর কোচবিহার থেকে বলছি।।
বেশ মজাদার লাগলো ছোট্ট প্লেন দেখে.. সত্যি comic এর প্লেন লাগছিল. Infact একটু ভয় করছিলো.. ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাই আপনাদের
Welcome to cooch behar....thank you for coming .....and thank you so much for this special blog....
অনেক দিনের ইচ্ছে ছিল কোচবিহার রাজবাড়ী দেখার । এটা যে আপনাদের সাথে সম্পুর্ন বিবরন সহ পাব ভাবিনি। খুব ভাল লাগল, ধন্যবাদ। ভালো থাকবেন।
ছোট বিমানে বছরের শেষ দিনে ভিলেন দের মতো পালিয়ে গিয়েও একটা দুর্দান্ত ট্রিপের শুরু আর আমরাও এই পর্বের মতো পরের পর্ব গুলিও দারুণ এনজয় করবো সেটা বোঝাই যাচ্ছে ❤ শুভ ইংরেজি নববর্ষ শিবাজি ও প্রিথ্বিজিত ❤
Ajke apner video dakha sarthok holo.khub Khushi holam je apni coochbehar ke niye video banalen.onek onek shuvecha apnake ar prithijit da ke..
খুব দুর্দান্ত লেগেছে কোচবিহার ভ্রমনের এই পর্বটি ।
আপনাদের দুজনকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ❤❤
বইটা খুব ভালো। দারুণ লেখা, ঐতিহাসিক পটভূমিকায়। পৃত্থীদার ভাল লাগবে। already নিশ্চয় লেগেছে। সবার ই ভালো লাগার কথা।
হ্যাঁ পৃথ্বী বলছিল বেশ ভালো বই।
কোচবিহার থেকে অনেক অনেক ভালোবাসা শিবাজী দা❤❤❤
Khub e sundor laglo uposthapon. Excellent video coverage. Beautiful ambience. Nice location. Nice presentation. Best of luck.
কোচবিহারে আসার জন্য অনেক ভালোবাসা 🥰🥰🥰
Darun video, Flight ✈️ ta besh.
What a delightful virtual tour with Explorer Shibaji! From the hustle of CCU to the serenity of COH, and the splendid Cooch Behar Palace and Madan Mohan Mandir - each moment captured is a visual feast. Thanks for transporting us!
English chharis na besi
Well said
Khasa laglo 👌 ajker choto biman jatra,sei songe Rajbari,😲 Madan Mohan Mandir 🙏 dujoner jonno roilo ❤ notun bochorer subhokamona👍
Flying with the pilots in view! Awesome!!!
দারুন ভালো লাগলো। এতো ছোট plane এ আমি ও চড়িনি। অনেক শুভেচ্ছা।
আমার শহর কোচবিহার❤❤❤
অনেক অনেক ভালোবাসা দাদা বাংলাদেশ থেকে বৈকন্ঠ বলছি আপনারা দুজন যখন হাসাহাসি করেন সত্যি বলছি আমার কাছে মনে হয় আপনারা দুজন জনম জনমের বন্ধু সত্যিকারের ভালোবাসার মানুষ যদি থেকে থাকে তাহলে মনে হয় আপনাদের মতই হয় দাদা আমি বাংলাদেশ থেকে আপনাদের অনেক ভিডিও দেখি বেশিরভাগ ভিডিওতেই কমেন্ট করি না কিন্তু দেখে যাই যাইহোক আপনাদের মত আমারও ঘুরে বেড়ানোর খুব ইচ্ছে যদিও সেই সামর্থ্য এখনো হয়নি
আমার বাড়ি কোচবিহারে ❤ , পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম সুন্দর শহর , আমাদের গ্রামের উপর দিয়েই প্লেন টি যাতায়াত করে । আমার খুবই ইচ্ছা তোমাদের সাথে দেখা করার 😊
এই মন্দিরে আগে বছরে একবার নরবলিও হত
ছোট্ট বিমানে বছরের শেষ দিনে একটা দুর্দান্ত ট্রিপের শুরু আর আমরাও এই পর্বে দারুণ এনজয় করলাম।আমিও এধরনের বিমানে উঠি নাই বা সরাসরি দেখাও হয় নাই।কুচবিহার শহর সহ রাজবাড়ী দেখা হলো বেশ মজা লেগেছে।❤ শুভ ইংরেজি নববর্ষ শিবাজি ও প্রিথ্বিজিত দাদা❤
The pond in front of the Madamohan temple is known as Bairagi Dighi.The video is excellent. The best planned city in a District town.
কোচবিহার আমার জন্মভূমি। আপনাদের এই ভিডিও টা দেখে আমি সত্যি আপ্লুত। ছোট বেলা থেকে বড়ো হ ওয়া , তবু ও যেন মনে হয় আবার নতুন করে দেখছি, এরপর আপনারা গেলে ইলোরা হোটেলে খাওয়া দাওয়া করবেন, কিন্তু থাকার ব্যবস্থা আছে কিনা এটা ঠিক বলতে পারছি না দাদা। তবে এইটুকু বলতে পারি যে খুব শান্তির জায়গা । ভালো থাকবেন।
4:25 সেসনা গ্র্যান্ড ক্যারাভান। কোম্পানীর নাম সেসনা। আমেরিকান কোম্পানী। আমেরিকাতে ছোট জনবিরল এলাকাগুলোতে ফ্লাইট চালানোর জন্যে খুবই জনপ্রিয় প্লেন। বিশেষ করে জনবিরল দ্বীপগুলোতে ফ্লাইট চালানোর জন্যে।
Khub bhalo laglo Coochbihar rajbari.Asadharon sailpik nidorson.Porer vedoi r jonno wait korchi.
বেশ উপভোগ্য ছিলো। আর হ্যাঁ, নর্থ বেঙ্গলের টোটো আর তার হর্ন, দুটোই ভয়ানক আকার ধারণ করেছে।
Welcome to Cooch Behar Shibaji Daa & Prithwijit Daa.
With Lots of Love❤️❤️❤️❤️❤️from- Cooch Behar town (West Bengal).05/01/2024, Friday
ধন্যবাদ দাদা আমাদের শহর কোচবিহারকে তুলে ধরার জন্য
Many many thanks to you. You have atlast explored our little town COB ( city of beauty). Hope, you will explore Gosanimari, Baneswar ...
খুবই ভাল লাগবে আশা করি কোচবিহার সিরিজ তোমাদের dujonkey oshngkhyo dhonyobad
শত বছর আয়ু হোক আপনাদের ❤
It feels like I am also travelling to Coochbehar with Shibaji Sir and Prithwijit Sir sitting in Bangladesh. I also even felt a bit of my height phobia while the plane was about to soar.🌸🌟
Sotti dada ...khub mojar video e botey..👌👌darunn
শীবাজিদা, কৌশিকদার একসাথে ভিডিও আসে কারটা আগে দেখি 😅
Ami shivaji dar video agaya daykhi .khub bhalo lagay.
KARUR TAI NA DEKHUN .
টিক আমিও তাই ভাবি
আমি তো কৌশিকের টা আগে দেখেছি। এখন শিবাজিদেরটা দেখছি।
Obossoi sibaji dar video aga dekhte hobe
অনেক ধন্যবাদ। আমার মামাবাড়ী কোচবিহার এ। অনেকদিন যাওয়া হয়না। আজ আপনাদের মাধ্যমে আবার নিজের মামাবাড়ি যেতে পেরে কি যে ভালো লাগলো তা ভাষায় বোঝাতে পারব না। আরো অনেক অনেক মানস ভ্রমণ করার অপেক্ষায় রইলাম আপনাদের সঙ্গে। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই
আমার মনে হয় কৌশিক দার থেকে শিবাজী দার ভিডিও অনেক ভালো
Comparing with each other friends is obviously bad attitude which I feel
Sei Haat E Lekha Ticket Er Journey Dekhar Opekkhay Chilam... Oboseshe Puron Holo... Onoboddo Dada...Mon Chuye Gelo ❤️❤️❤️
darun laglo chotto bimaner jatra, asadharon Coochbehar Rajbari, Madanmohon mandir, sundar dighi o botanical garden
Darun darun...vdo ta mone holo khub taratari shes hoa gelo ..ektu baro vdo chai dada👍👍
Darun darun.....ei plane take dekhe amar JURASSIC PARK 3 cinematir kotha mone por e gelo.... durdanto oviggota
Khub bhalo laglo coochbehar er video.1992 te giyechhilam.Sundor sahor....
Ja kichu unique ta dekhte ar jante choch rathke hobe explorer shibaji channel e. Darun laglo, waiting for next.
পৃথ্বীজিৎ দা-র মাঝেমধ্যে করা টিপ্পনিগুলি আপনার ভিডিওগুলিকে আরও সমৃদ্ধ করেছে। দুর্দান্ত...
আমাদের কোচবিহার এ আসার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা যদি সময় পাও আরো কোচবিহার শহরের ভিডিও বানিও
Sabbash. Akdam fatafati video. Ami 1964 Assam er Dibrugarh theke Lakshimpur giecjilam Decota aircraft achore. Eta dekhi tar theke o choto. Apnader ei episode ta dekhe amar 60 bachorer purono katha mone pore galo. Dujon k anek subhachha janai.. Thanx. ❤❤❤👌
শিবাজী এতো এক দুর্দান্ত উড়োজাহাজ যাত্রা 😂 । খুবই উপভোগ করছি। অপেক্ষা করছি......
খুব ভালো লাগলো আপনাদের ভিডিও নতুন বছরের শুভেচ্ছা রইলো
Full video dklm darun lglo
Brilliant to see.
Great idea.
Keep it up for making new videos with such new ideas
দারুণ দারুণ দারুণ খুব সুন্দর অপূর্ব অনবদ্য।
খুব সুন্দর সাবলীল সাধারণ ভাবে আপনি উপস্থাপনা করেন বেশ লাগে আপনার ভিডিও গুলো দেখতে.... স্ত্রী অনেক দিন ধরে কোথাও নিয়ে যেতে বলছে তাই আপনাকে ফলো করছি ...
আপনার ফ্যান হয়েগেছি ,প্রতিটা ভিডিও ছেলে বৌকে নিয়ে দেখি আর ভিডিও শুরু করার আগে ছেলেকে বলি "চল আজ শ্রীলঙ্কা ঘুরে আসি,চল আজ ভুটান দেখতে যাব, আজ কেনিয়া ঘুরে বেরাব " সত্যিই এত সুন্দর ভাবে আপনি দেখান মনেহয় আপনাদের সঙ্গেই আমরা ওখানে আছি আর অনেক কিছু জানতে পারি সেই দেশ বা জায়গার বিষয়ে।
🙏🙏🙏❤️❤️❤️
@@explorershibaji 🙏🙏🙏
Eto din window side seat 💺 dekhechi aj window side with cockpit view seat dekhlam..... Aapnader je darun experience hoyeche seta valoi bujhte parlam. 👍👍👍
কোচবিহার রাজবাড়ী মদনমোহন মন্দির খুব ভালো লাগলো। Happy New year.
দারুণ লাগলো, বিশেষ করে Air journey টা
দারুন ভিডিও। এরকম এরোপ্লেন অনেক আছে নেপাল এ ভিডিও দেখেছি। কোচবিহার দারুন লাগলো। একবার লুকলা এয়ারপোর্ট যাও 👌
অসাধারন লাগলো ছোট্র বিমানের ভ্রমন ওকোচবিহা ভ্রমন।
Wow ❤ flight ta dekhe lov lagche, erokom flight e chorini 🙆🏻♀️
Ei flight er mojata ami darun enjoy korlam😊😊
Obviously apnader songe
Amake reply danna kichuna😊
Nijer sahor onner prospective a dekhe jno aro nutun laglo
Rajar sahor a apnake swagato❤
Khub valo laglo r anek kichu jante parlam
Sotti eisob vlog dekhle monta ekdom valo hoye jay❤❤
'Nastik Pandit er Bhita' shotyi darun ek uponyash. Prothom Lockdown er shomoi etai amar o shongi chhilo. Pritthi Da r hatey boi ta dekhe darun laglo. Boi ta theke onek idea peye chhilo, bishesh korey ki baabe ek shadharon muhurto o asholey oshadharon hotey parey, jemon boi ta tey hoyechhilo Atish Dipankar er jiboney, jemonta hoey apnader video gulo te.👍
🙏🙏🙏
ধন্যবাদ আপনাদের দুজনকে। আপনাদের প্রতিটি ভিডিও আমাকে খুব উত্সাহ দেয়।
আজও খুব ভাল লাগল । ভাল থাকবেন নিরন্তর ।
ভিডিও টা খুব মনের মতো হয়েছে, এই রকম প্লেনে চড়া খুব ভাগ্যের ব্যাপার। আর তোমরা বললে যে দীঘার জন্য এরকম প্লেন হলে ভালো হয়, আমিতো জানি বেহালা থেকে দীঘা হেলিকপ্টার আছে, মনে হয় জানো। ভাল থেকো তোমরা আরো ভালো ভিডিও করো 😊
ওই হেলিকপ্টার এখন আর চলে না
Vedio Ta Khob Valo Laglo.😀😁😎😃
Darun dekhlam anek dhonyobad shibajida
শিবাজী ।দা । কোচবিহার জেলা এসে ভীডীও বানাবেন ভাবতেও পারিনি খুবই ভালো লাগলো এরপর ।সময়।কোরে।রাশমেলায়।আসবেন।দেখবেন।কি।মজা।লাগবে। ভালো থাকবেন ধন্যবাদ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
দারুণ লাগলো পরের ভিডিওর অপেক্ষায় রইলাম।
একসময় প্রতিমাসে আমি 7দিনের জন্য কোচবিহার যেতাম এবং এই হোটেল যুবরাজে থাকতাম । প্রায় 5/6 বছর গেছিলাম। তখনকার রিশেপশনের সবাই, রুম সার্ভিস বয় প্রতেকের সঙ্গেই ভাল সম্পর্ক ছিল। রিশেপশনে অভিজিত ও বাপি ছিল, এখন আছে কিনা জানিনা।সন্ধাবেলা হোটেলে ফেরার পর মালিকের সঙ্গে গল্প করতাম। তখন আমরা ঐ এয়ারপোর্ট এর রানওয়ের ওপর দিয়ে গাড়ি করে যেতাম কারন তখন প্লেন চলত না। শেষের দিকে boundary wall দিয়ে এয়ারপোর্ট চালুর ব্যবস্থা হলেও ফ্লাইট চালুর হয়নি।
খুব সুন্দর একটি ভিডিও দেখলাম 👌 দারুন লাগলো 👍❤
Khub valo laglo choto plan dheke
প্রিয় shibaji da র ভিডিও তে নিজের শহর সব চেনা জায়গা দেখার অনুভূতিটাই আলাদা.....অনেক অনেক স্বাগত....🙏🙏♥️♥️♥️
Video টি দেখে খুব ভালো লাগলো । কোচবিহার এ সেই রাতে শিবাজী দা ও পৃথ্বী দার সান্নিধ্য পাওয়া ও আড্ডা দেয়ার অভিজ্ঞতা অনবদ্য। অনেক শুভেচ্ছা রইল দাদা আগামী Tour গুলোর জন্য।❤❤
😊♥️
Darun anubhuti. Amader aai experience apnader janya halo.