কীভাবে বুঝবো কোন ধর্ম সঠিক?

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 282

  • @নীলআকাশেরনীচে-থ৫প

    ধর্ম হলো Set of beliefs.তাই ধর্ম কি তা জানার পূর্বে আমাদের জানতে হবে বিশ্বাস কি আর সত্য কি?এদুটোর মধ্যে পার্থক্যই বা কি?
    ১.বিশ্বাস হলো ব্যক্তিগত বক্তব্য
    ২.আর সত্য হলো সার্বজনীন বক্তব্য
    ৩.বিশ্বাস হলো বিষয়গত বাস্তবতা
    ৪.সত্য হলো বস্তুগত বাস্তবতা
    ৫.যাচাই বা পরীক্ষা অনুযায়ী বিশ্বাস পরিবর্তন হতে পারে
    ৬.আর সত্য কাহারও বিশ্বাসের ভিত্তিতে বদলাতে পারে না
    ৭.বিশ্বাস হলো কাল্পনিক
    ৮.সত্য হলো যাকিছু প্রমানিত
    ৯.বিশ্বাস হলো কোনকিছু বা কারো সত্য দেখা'র ব্যক্তিগত মনোভাব।
    ১০.সত্য প্রমাণিত বা যাচাইকৃত সত্যের উপর ভিত্তি করে যে কিছু বা কেউ সত্য।
    ১১.বিশ্বাস নিজের যুক্তির উপর ভিত্তি করে
    ১২.সত্য বৈজ্ঞানিক কারনের উপর ভিত্তি করে
    ১৩.বিশ্বাস হলো চিন্তা ও তথ্যের ব্যবস্থা যা আমরা আমাদের মস্তিষ্কে সঞ্চিত করে রাখি।
    ১৪.আর সত্য হলো জ্ঞানের বিভিন্ন উপায় যেমনঃভাষা,উপলব্ধি, কারন,জ্ঞান ইত্যাদি ধারণ করে।

    • @alhajjmuftimuhibbullahmiazi
      @alhajjmuftimuhibbullahmiazi 2 роки тому

      আপনার কথাগুলোর চমৎকারিত্ব থাকলেও এর মধ্যে সিদ্ধান্তহীনতার আভাস বিদ্যমান।

    • @ridoybiswas5988
      @ridoybiswas5988 2 місяці тому

      Moron er por jokhon manush apsos kore bolbe yea Allah Tumi amake onorthok Srishti korechile na ekhon bujte parchi amake Abar prithibite pathaw tokhon ar sujog thakbe na

  • @artdecor4453
    @artdecor4453 5 років тому +28

    এরকম যুক্তি আর সচ্ছ আলোচনা শুনার জন্য আমি খোজাখুজি করি

  • @md.tajuddin8930
    @md.tajuddin8930 2 місяці тому

    আলোচনা মূলত কোন ধর্ম সত্য সে ব্যাপারে কিন্তু এখানে শুধু জীবনব্যবস্থার যুক্তি ও দর্শন দেখাচ্ছে 😂😂😂😂😂😂😂😂

  • @mahbubmamun4358
    @mahbubmamun4358 2 роки тому +3

    এলোমেলো আলোচনা।

  • @shammiakter1558
    @shammiakter1558 2 роки тому

    Nissase sob bectiria more jay? Sothik information Karo Jana thkle pls Janaben

  • @shahalomhossain8418
    @shahalomhossain8418 5 років тому +5

    দারুন একটা যুক্তি শিখলাম , সকল প্রাণী সুখি হোক , কথাটা আসলে প্রকৃতির ই বিরুদ্ধে যায় । সকল প্রাণী সুখি হলে কোন প্রাণী বেচে থাকবেনা , সবাই মারা যাবে ,

    • @souravrai98
      @souravrai98 5 років тому

      আরেকটা কথা আছে সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। মানে সেরকম দরকারে মানুষের বাঁচার জন্য অন্য প্রাণীকে মারা যেতে পারে।

    • @rayhan9479
      @rayhan9479 4 роки тому +1

      সবার উপর Creator সত্য।আপনি আমি এবং যা কিছু সব আংশিক সত্য।আজকে আছে কিছুকাল পর আর থাকবে না।

    • @alhajjmuftimuhibbullahmiazi
      @alhajjmuftimuhibbullahmiazi 2 роки тому

      কেউ খাদ্য খাবে, কেউ খাদ্য হবে ; এটা চুড়ান্ত সত্যি।

  • @shankarchondroshill3351
    @shankarchondroshill3351 Рік тому +1

    যুক্তিগুলো দারুণ লেগেছে। ❤

  • @safiq6152
    @safiq6152 5 років тому +3

    I'm a student of philosophy,at last found an excellent channel based on philosophy.... trying to view all of ur videos... well done & carry on....

  • @satyasadhakbangla880
    @satyasadhakbangla880 3 роки тому +1

    যার মধ্যে সত্য আছে হিংসা নেই, সে সুখী। যে কেউ যগতের সকলের সুখ কামনা করতে পারে তবে কেউ কাহাকেও সুখী করতে পারে না, প্রত্যেকে নিজের সত্য ও অহিংস কর্মের দ্বারা নিজে সুখী হতে পারে। যেহেতু জগতের কেউ একজন অন্য জনের মনের খবর জানে না।

  • @rokeya5155
    @rokeya5155 7 місяців тому +1

    স্যার আপনার নাম কি।

  • @alhajjmuftimuhibbullahmiazi
    @alhajjmuftimuhibbullahmiazi 2 роки тому +1

    এখানে আলোচনার সঞ্চালক নিজে আলেম না হওয়ার কারণে এবং আলেম সমাজের ব্যাপারে ক্লিয়ার কনসেপশন না থাকার কারণে তিনি জানেনই না যে, এখনো বহু আলেম নিজেকে ধর্ম দ্বারা বাণিজ্য করা থেকে সযত্নে দূরে রেখেছেন।

  • @Sk.Anash786
    @Sk.Anash786 2 роки тому +2

    কোন ধর্ম সত্ত মানে??? সব ধর্ম ই মিথ্যা, বিজনেস আর বিজনেস।

    • @rayhan9479
      @rayhan9479 Рік тому

      Please support your claim as you made a definitive claim.why you think and what's your logical and evidential proofs for such claim?

  • @nurahmed8457
    @nurahmed8457 5 років тому +10

    আলোচনাটা গুরুত্বপূর্ণ এবং যেহেতু এটা কোন ওয়াজের মাহফিল নয়;তাই এখানে নাস্তিক সহ বিধর্মীরাও এটা দেখেছে।কিন্তু আলোচনার পরিবেশটা সঠিক ছিল না এবং আরো সুন্দর গাম্ভীর্যের সাথে ও,যুক্তি,দিয়ে বুঝালে ভালো হতো।

    • @skbiswas6843
      @skbiswas6843 2 роки тому

      আচ্ছা নাস্তিক এটার মানে বুঝা গেছে!
      কিন্তু বিধর্মীরাও এটা দেখছে, বিধর্মী এটার মানে কি?? জাতি জানতে চাই

  • @HaSan-rx2yr
    @HaSan-rx2yr 3 роки тому

    sir apni ke gazu kan

  • @mohammedm.s.a1742
    @mohammedm.s.a1742 2 роки тому +2

    কোরআন যে ওহি তার প্রমাণ কি ? এই আলোচোকের কাছে উত্তর চাই । আর আপনারা কোরআনকে যে ভাবে উপস্থাপন করেন আসলেই কি কোরআন তাই নাকি আপনারা মনগড়া কথা বলেন । আমার এই প্রশ্ন সমগ্র কোরআন ঘবেষকদের কাছে ।

  • @bonggojbihonggo991
    @bonggojbihonggo991 22 дні тому

    (উপরের কমেন্টের বাকী অংশ)
    কোরআনের ৪০ঃ১৭ ও ৬৭ঃ১৪ আয়াতে আল্লাহ বড়াই করে বলেছে, "আমি তোমাদের উপর সুপ্তপথ সৃষ্টি করেছি এবং আমি সৃষ্টি সম্বন্ধে অনবধান নই।", "যিনি সৃষ্টি করেছেন, তিনি কি করে যানবেন না? তিনি সূক্ষ্মজ্ঞানী, সম্যক জ্ঞাত।"
    ইসলামের আল্লাহ নিজেকে সূক্ষ্মজ্ঞানী, সম্যক জ্ঞাত সৃষ্টিকর্তা দাবী করে জানিয়েছে মহাবিশ্বের সাত আসমানের সূর্য মাত্র একটা (কোরআন -- ৭৮ঃ১২-১৩), গ্রহ মাত্র সাতটা (৬৫ঃ১২), মহাবিশ্বের একপ্রান্ত আমাদের এই পৃথিবী (৭৮ঃ১২), অন্য প্রান্ত ৮৪০ কিলোমিটার উপরে আল্লাহর আরশ। অর্থাৎ সাত আসমানসহ আল্লাহর মহাবিশ্বের ব্যপ্তি মাত্র ৮৪০ কিলোমিটার মাত্র (৬৭ঃ০৫, ১৫ঃ১৮)। অথচ বঙ্গবন্ধু-১ স্যাটালাইট পৃথিবী থেকে ৩৬ হাজার কিলোমিটার দূরে, চাঁদ পৃথিবী থেকে ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার দূরে, এবং সূর্য পৃথিবী থেকে ১৫ কোটি কিলোমিটার দূরে। আমাদের এই পৃথিবী সৌরজগতের ৩য় গ্রহ, অর্থাৎ পৃথিবীর আগে-পিছে আরো গ্রহ আছে। সূর্যের মতো বিলিয়ন বিলিয়ন নক্ষত্র আছে মিল্কিওয়ে গ্যালাক্সিতে, আবার জানা মহাবিশ্বে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আছে। অর্থাৎ কোরআনে বলা হলেও আমাদের এই পৃথিবী কখনো মহাবিশ্বের এক প্রান্ত নয়। সুতরাং প্রমাণিত হলো আল্লাহ অজ্ঞতাবশত ধারণাপ্রসূত ভুল তথ্য কোরআনে জানিয়েছে। আর যে আল্লাহ ভুল তথ্য জানায়, সে আল্লাহ নিঃসন্দেহে একজন মিথ্যাবাদী, ভাঁওতাবাজ ভুয়া সৃষ্টিকর্তা।
    আল্লাহর উপর পূর্ণাঙ্গ অন্ধবিশ্বাস থাকলেই কেউ নিজেকে মুসলমান দাবী করে সে আল্লাহর সন্তুষ্টি কামনায় নামাজ পড়তে পারে, নেকির লোভে তোতা পাখির মতো শোনা কথা আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ফি আমানিল্লাহ, সুবহানাল্লাহ ইত্যাদি বলতে পারে। কিন্তু আল্লাহর মহাবিশ্ব সংক্রান্ত ও জীব-জড়সংক্রান্তসহ ভুড়ি ভুড়ি ভুল তথ্য কোরআনে থাকায় যে আল্লাহ নিজেকে একজন মিথ্যাবাদী ভাঁওতাবাজ ভুয়া সৃষ্টিকর্তা প্রমাণ করেছে, কোনো সুশিক্ষিত সচেতন মানুষ কি কখনো সেই আল্লাহর প্রতি বিশ্বাস ও আনুগত্য এনে নিজেকে মুসলমান দাবী করে তার উদ্দেশ্যে নামাজ পড়তে পারে?
    একজন শিক্ষাবঞ্চিত, অজ্ঞ মানুষ কোরআন না পড়ে, অন্যের মুখে কোরআন বিষয়ে শুনে, অথবা কোরআন পড়েও অর্থ বা মর্মার্থ না বুঝে অন্ধবিশ্বাস করে নিজেকে মুসলমান দাবী করতে পারে। কিন্তু কোনো উচ্চশিক্ষিত লোকও যদি একজন শিক্ষাবঞ্চিত, অজ্ঞ মানুষের মতো একই কাজ করে, তবে তাকে কি কখনো সুশিক্ষিত বলা যাবে? আমাদের আশেপাশে অনেক উচ্চশিক্ষিত মিথ্যাবাদী, ধুরন্ধর, ধান্ধাবাজ, ভাঁওতাবাজ, ভণ্ড দেখতে পাই, ধর্মবিশ্বাসী ও ধর্মাচারণ করা উচ্চশিক্ষিতরাও কি তাদেরই দলভুক্ত নয় কি?
    নিম্নে উল্লেখিত আয়াত তিনটি অনুযায়ী কোনো উচ্চশিক্ষিত লোক কি কখনো কোরআনের আয়াত পড়ে তার অর্থ উপলব্ধি করে কোরআনের সত্যতা যাচাই করে নিজেকে একজন সুশিক্ষিত প্রমাণ করে?
    ০৭. সূরা আল-আ'রাফ
    ১৭৯. আর আমি সৃষ্টি করেছি দোযখের জন্য বহু জ্বিন ও মানুষ। তাদের অন্তর রয়েছে, তার দ্বারা বিবেচনা করে না, তাদের চোখ রয়েছে, তার দ্বারা দেখে না, আর তাদের কান রয়েছে, তার দ্বারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মত; বরং তাদের চেয়েও নিকৃষ্টতর। তারাই হল গাফেল, শৈথিল্যপরায়ণ।
    ০৮. সূরা আল-আনফাল
    ২২. নিঃসন্দেহে আল্লাহ্ তাআলার নিকট সমস্ত প্রাণীর তুলনায় তারাই মূক ও বধির, যারা উপলদ্ধি করে না।
    ৩৯. সূরা আল-যুমার
    ১৮. যারা মনোনিবেশ সহকারে কথা শুনে, অতঃপর যা উত্তম, তার অনুসরণ করে। তাদেরকেই আল্লাহ্ সৎপথ প্রদর্শন করেন এবং তারাই বুদ্ধিমান।
    ৪৯. সূরা আল-হুজুরাত
    ০৬. মুমিনগণ! যদি কোন পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোন সংবাদ আনয়ন করে, তবে তোমরা তা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশতঃ তোমরা কোন সম্প্রদায়ের ক্ষতিসাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্যে অনুতপ্ত না হও।
    উপরে উল্লেখিত কোরআনের আয়াতগুলো নিচের লিঙ্কের কোরআন থেকে নেওয়া হয়েছে।
    পবিত্র কোরআনুল করীম
    অনুবাদ ও সম্পাদনা : মাওলানা মুহিউদ্দীন খান।
    onushilon.org/corpus/trans/koran/koranind.htm

  • @sharzinamasud1479
    @sharzinamasud1479 4 роки тому +1

    স‍্যার শেষ কথাগুলোতে মানুষিক শান্তি পেলাম।

  • @AshrafulIslam-ot7vj
    @AshrafulIslam-ot7vj 2 роки тому

    Md. Mojammel Haq
    Associate Professor,
    Philosophy department,
    Chittagong University.
    Good work sir. Keep on going. May Allah bless you.

  • @AminulIslam-yc4de
    @AminulIslam-yc4de 5 років тому +6

    কথাগুলো মনযোগ দিয়ে শুনেছি কিন্তু আমার ছোট মাথায় কিছুই বুঝে আসেনি।

  • @prottayblog3844
    @prottayblog3844 3 роки тому

    সুন্দর বল‌ছেন স‌্যার।

  • @khferdouskarimvlogs
    @khferdouskarimvlogs 5 років тому +2

    খুবই ভাল আলোচনা।চালিয়ে যান স্যার

    • @nuzhattabassum4880
      @nuzhattabassum4880 5 років тому

      আপনি কোন শিক্ষিত? নাকি স্যারের চামচামু করে জাতে উঠতে চান? যতসব ফালতু কচকচানি।

    • @nuzhattabassum4880
      @nuzhattabassum4880 5 років тому +1

      @@maxpayne2811আমি স্যারের শুভাকাংখি , আপনার মত চামচামি করে জাতে উঠতে চাইনা, যতসব আবালেরদল Philosophy বুঝআতে আসে। জামাত ছেড়ে একপাল ভেড়ার সাথে নিয়েছে ।

    • @maxpayne2811
      @maxpayne2811 5 років тому

      @@nuzhattabassum4880 Thanks a lot

    • @khferdouskarimvlogs
      @khferdouskarimvlogs 5 років тому

      @@nuzhattabassum4880 আপনি ছাড়া তো আর কেউ শিক্ষিত নেই !!!

    • @mannanserviceholder
      @mannanserviceholder 2 роки тому

      স্যারকে একটাই প্রশ্ন ইসলামিক বা মুসলিম সমাজে স্যারের মতো মানুষদের ধর্ম বা যুক্তি-বদ্বির আলোচনা ইউটিউব বা ঘরের গোপন কঠরিতে বসে কেন করতে হয়???????

  • @Banglabaari_rannabanna
    @Banglabaari_rannabanna 2 роки тому +3

    দুনিয়া থেকে ধর্মকে বিদায় দিয়ে মানবতার ধর্ম চালু করুন

    • @tanvirahmedasif9720
      @tanvirahmedasif9720 Рік тому +1

      সেই মানবতার ধর্মের ধর্মগ্রন্থ কি বা কি হবে?

    • @mdturki1658
      @mdturki1658 Місяць тому

      মানবতার ধর্মে সৃষ্টি কর্তা কে, না মনে পৃথিবী তো আর এমনি এমনি হয় নাই

    • @tapanpal1441
      @tapanpal1441 6 днів тому

      মানবতা ধর্মকে কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম বলা যাবে না তাই এর ধর্ম গ্রন্থের কোনো প্রশ্ন ই ওঠে না।

  • @KANPORA
    @KANPORA 4 роки тому +4

    সৃষ্টি কর্তা ধর্মতে বিশ্বাসী নয় কর্মতে বিচারক ...AB
    ধর্ম পারিবারিক বংশ বিস্তার এর কারণে সত্য জানার পরও পরিবার বদ্ধ......

  • @kmahasan5819
    @kmahasan5819 3 роки тому

    সুস্থ সুন্দর ভাবে বেঁচে থাকার পরিক্রমাটাই মূলত ধর্ম,, আমার তাই মনে হয়। প্রতিটা পদার্থেরও ধর্ম আছে, এমন কি বৃহৎ থেকে অতি ক্ষুদ্র প্রতিটি প্রাণীর যে জীবন চক্র সেটাই কি তার ধর্ম নয়। আমরা মানুষই কেবল আলাদা করে ধর্ম খুঁজি, যার ফলে সমাজে প্রতিষ্ঠা পেয়েছে শত শত ধর্ম। এই ভিন্ন ধর্মিতার কারণেই একে অন্যের প্রতি বিদ্বেষ,, ঠিক যেমন তেল আর জল।,, এই পর্যায়ে আমার একান্ত নিজের বিশ্লেষণ টা না লিখে পারছি না,,
    #. আমি প্রথমমত একটা প্রাণী,
    #. এরপর কিঞ্চিৎ কিছু বুদ্ধিমত্তা ও ভালো- মন্দ বিষয়ক বিবেচনা রপ্ত কারার ফলে হয়ে উঠেছি মানুষ
    #. এর পর জাতি সংস্কৃতি বিবেচনায় হয়েছি বাঙালী। ঠিক যেমন অনেকে মারাঠি, ব্রিটিশ বা কোন উপজাতি।
    #. জন্ম স্থান ও সামাজিক নাগরিক রীতিতে হয়েছি বাংলাদেশের পাসপোর্ট ধারি মানুষ।
    #. এরপর পরিবার সূত্রে হয়ে উঠেছি মুসলিম, ঠিক যেমন কোন ফর্ম পুরনে ধর্মের শূন্য স্থানে আমি লিখছি ইসলাম,, আমার সহপাঠী /কর্মী অন্য কেউ লিখছে হিন্দু বা খ্রীষ্টান।
    #. এর পর বয়স ও বুঝ বৃদ্ধির নানান পর্যায়ে নিজেকে করতি সমর্থক গোষ্ঠীর অঅন্তর ভুক্ত। কখনো আবাহনী বা মোহামেডান,, আর্জেন্টিনা / ব্রাজিল,, নৌকা কিংবা ধানের শীষ।।
    ----------++-------------
    আমায় প্রশ্ন করেছিলো কাছেরই একজন,, " তুমি কি মুসলিম মায়ের গর্ভ থেকে জন্ম নাওনি,,? উত্তর দিতে না চেয়েও এক সময় দিতে হলো এই ভাবে,,, যে, না, আমার জন্ম একজন নারীর গর্ভে,, বয়স তিন থেকে পাঁচ এ যেতে যেতে নানা পালাপার্বণ, আচার রীতির মধ্য দিয়ে অনুভবে গেঁথেছি আমিও মুসলিম।।

    • @alhajjmuftimuhibbullahmiazi
      @alhajjmuftimuhibbullahmiazi 2 роки тому

      বাবাজী, তুমি বাঙালী? নাাকি বাংলাদেশী? সে সিদ্ধান্ত তুমি নেওয়া উচিত।
      তোমার মাকে কি তুমি মুসলিম নারী মানতে রাজী নও?

  • @selimmolla9925
    @selimmolla9925 Рік тому

    নেওয়ার (গ্রহণ করার )মত তেমন কিছু মণিমুক্তো ???বৃথা 24:29

  • @nurmohamed1342
    @nurmohamed1342 2 роки тому +2

    পকৃতির দিকে তাকিয়ে আল কোরআনকে ফলো করুন উত্তর মিলে জাবে রবকে পেয়ে জাবেন ইনশাআল্লাহ

    • @Sk.Anash786
      @Sk.Anash786 2 роки тому +1

      যে যেমন বোঝে কোতো পানায় বানা খোঁজে

    • @Fahad-vo3xq
      @Fahad-vo3xq 6 місяців тому

      গাঁজাখুরি প্যাচাল

  • @narayanchandraray3323
    @narayanchandraray3323 5 років тому +13

    মানবতার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম।

    • @sparvej71
      @sparvej71 5 років тому +6

      মানবতা ধর্মের ধর্মগ্রন্থ কি?

    • @THEUNIVERSAL360
      @THEUNIVERSAL360 5 років тому +2

      আর ইসলাম বলে সেই মানবতার কথা।

    • @mdnasimuddin4050
      @mdnasimuddin4050 5 років тому +2

      ইসলাম হলো মানবতার ধর্ম

    • @AshrafulIslam-ot7vj
      @AshrafulIslam-ot7vj 2 роки тому +1

      স্রষ্ঠা প্রনীত ধর্ম শ্রেষ্ট ধর্ম।

    • @pannatalukder4226
      @pannatalukder4226 Рік тому +1

      আর এই ইসলাম ধর্মই মানবতার ধর্ম।

  • @asifsiddique4210
    @asifsiddique4210 5 років тому +31

    স্যার সালাম নেবেন,কিছু ইমেচিউর পোলা পাইন আলোচনা টা তে যা তা প্রশ্ন করে আর হা হা হাসাহাসি করে হালকা করে ফেলছে,সবাইকে হালকা প্রশ্ন করে আর হাসাহাসি করে আলোচনার গভীরতাটা নষ্ট না করার অনুরোধ রইলো।

    • @ahnafrashik
      @ahnafrashik 3 роки тому

      bishoyta ulta
      sir tar alochonar moddhe tader ane nai
      tader niye mojar alochonata just upload diyeche
      its easy bro

  • @ashadul0
    @ashadul0 5 місяців тому

    আল্লাহ সব স্বাধীনতা দিয়েছে তাই হেসে নাও জেনে নাও বুঝবা ঠেলা মরার সময়। 8 নম্বর সূরা 50 নম্বর আয়াত অনুযায়ী মরবা না 16 নম্বর সূরা 32 নম্বর আয়াত অনুযায়ী মরবা ভালো করে ভেবে দেখো কুরআন টা পড়ে।

  • @zaynabraham3667
    @zaynabraham3667 5 років тому

    Onk valuable lecture ja akon kar somoy khub kom suna jai .. you are great sir.Allah bless you

  • @polandview6567
    @polandview6567 4 роки тому

    ua-cam.com/video/hwmyUbIEcbQ/v-deo.html
    এই একটি ভিডিও একজন মানুষের ইসলামে ফিরে অাসার জন্য যতেষ্ট ইনশাআল্লাহ। 😊

  • @KhadizaRaihanTune
    @KhadizaRaihanTune 2 роки тому

    একজন রেফারেন্স চেয়েছেন কিন্তু উনি ঠিকমত দিতে পারেন নাই। শুধু নিজের মনমতো আলোচনা ও যুক্তি উপস্থাপন করেছেন। এতে আমরা সবাই উনার প্রশংসায় পঞ্চমুখ।

  • @RuhulAmin-fw3jd
    @RuhulAmin-fw3jd 2 роки тому

    ইহুদি- খ্রিস্টান-ছাবেয়ী'দের জান্নাত সম্পর্কে বলা হয়েছে, দুই নম্বর সূরা-" বাকারা" আয়াত নম্বর ৬২-তে।

  • @antishirkvenom6996
    @antishirkvenom6996 5 років тому +5

    Islam is the only religion that acceptable* to almighty Allah.
    Reference: in Al-Qur'an, Sura 3, Al-Imran, Verses 19-21.*

  • @subush134
    @subush134 5 років тому +1

    অনেক অনেক ধন্যবাদ সুন্দর আলোচনার জন্য

  • @kalidasmandal9683
    @kalidasmandal9683 5 років тому +7

    শুধু ধর্ম নয় যে কোন বিষয় তা সাহিত্য,দর্শন,বিজ্ঞান,গণিত যাই হোক না কেন,সঠিক ভাবে বুঝতে হলে চাই বুদ্ধিবৃত্তির অনুশীলন,জ্ঞানের অনুশীলন।সর্বোপরি চাই নির্মোহ দৃষ্টিতে তার প্রয়োগ। যা অধিকাংশ ক্ষেত্রেই হয়না ।

  • @alveershawon3442
    @alveershawon3442 2 роки тому +1

    এটা কি ইউটিউব না আড্ডা শূনতে আসলাম

  • @habibullamisba1101
    @habibullamisba1101 5 років тому +3

    ফাইনাল খেলায় কত গুলো দল উইনার হয়???? একটি না অনেক গুলো????

  • @shamimbelkuchi4347
    @shamimbelkuchi4347 5 років тому

    jara pase ase tader dekha jassena, khub valo laglo baticrom channel

  • @hafazaakter3826
    @hafazaakter3826 5 років тому

    Apnader oddeshsota ki .ar ai hashahashir mane ki.I hope ,vodrota rokha korben.

  • @nayeemquazi8931
    @nayeemquazi8931 2 роки тому

    Sab dhormo grontho manush change Kore feleche. Aktar Sathe onnotar mil parben na. Sudhu Quran sharif originally ache. Kono manush stake change Korte parben a. Allah Quranke hefajot korben. Koti koti lok Quran ke mukhosto Kore choleche. Quran porhle bujhbe direct Allah apnar Sathe Kotha bolche, jahannam theke bachte ki korben ta apnake bole dichche .

  • @sanjidanur3123
    @sanjidanur3123 7 місяців тому

    আল্লাহ কোন ধর্ম পালন করতে বলে নাই।
    আপনি ধর্ম পাইলেন কই।
    ধর্ম শব্দের আরবি কি ❓

  • @sizanrahaman8163
    @sizanrahaman8163 5 років тому

    All people talking together is very disturbing. But discussion is good.

  • @UgandaTV
    @UgandaTV 5 років тому +2

    কথা গুলো ভাল। কিন্তু পাশে ফাউল গুলো

  • @mkuddin3444
    @mkuddin3444 2 роки тому

    চমৎকার এবং প্রানবন্ত আলোচনা। তবে আপনাদের সাউন্ড সিস্টেম দুর্বল।

  • @aanmoolsabofxbyfka5112
    @aanmoolsabofxbyfka5112 5 років тому

    As per Your logic, what's make you believe you are rite Mr.Dambo

  • @syedhabib3127
    @syedhabib3127 8 місяців тому

    Sir, I deeply regret that you people didn't read religious books and religious laws.

  • @ধর্মওজীবন
    @ধর্মওজীবন 4 роки тому

    Good conversation

  • @habibullamisba1101
    @habibullamisba1101 5 років тому +11

    মানুষ যতই ভাবুক তার একটি লিমিট আছে ।ভূল আছে। তাই লিমিটলেছ মহান আল্লাহর ইবাদত করা।

  • @unrulytraveller6149
    @unrulytraveller6149 5 років тому +6

    স্যার, কাট মোল্লাদের ব্যপারে আমার মনের কথা বলেছেন। হৃদয়ের গভীর থেকে আপনাকে ধন্যবাদ।

    • @alhajjmuftimuhibbullahmiazi
      @alhajjmuftimuhibbullahmiazi 2 роки тому

      আরে বাবাজী, তুমি তো পাইকারী কথা বলে ফেললে। তুমি " কাট মোল্লা" বলতে কী বুঝেছো? এমনো তো হতে পারে যে,ঐ ধরণের কোনো একজন মোল্লাই তোমার বাবা মায়ের বিয়ে পড়িয়েছিলেন,তিনি না হলে তুমি পিতৃ পরিচয়হীনও তো হতে পারতে।আগে তোমার বাবা মায়ের বিয়ে কে পড়িয়েছিলন তাঁর পরিচয়টা নিয়ে এমোন পাইকারী কথাটা বলার দরকার ছিলো ; আগে তোমার গোড়ার খবরটা নাও। মনে রেখো, উপরের দিকে থুথু মারলে তোমার গায়েই পড়বে।

  • @বাংলাবাংলা-দ৪ম

    দারুণ যুক্তি ভাই আজকে থেকে বৱ ফেরেন

  • @sohedulislam1652
    @sohedulislam1652 5 років тому +3

    Lokera reference thakleo mante chay na; r apni ato boro dhoroner kotha bole fellen reference na diyei. Masha Allah! Sahosh ase onek.
    Tobe kosto kore reference collect Kore then kotha bola uchit.
    Ai video ar main topic ar reference sura bakara ayat no. 111-113 niche deya holo:
    He Allah bitarito soytan theke amader k hefajot koro!
    Allah ar name suru!
    2:111
    ওরা বলে, ইহুদী অথবা খ্রীস্টান ব্যতীত কেউ জান্নাতে যাবে না। এটা ওদের মনের বাসনা। বলে দিন, তোমরা সত্যবাদী হলে, প্রমাণ উপস্থিত কর।
    2:112
    হাঁ, যে ব্যক্তি নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পন করেছে এবং সে সৎকর্মশীলও বটে তার জন্য তার পালনকর্তার কাছে পুরস্কার বয়েছে। তাদের ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।
    2:113
    ইহুদীরা বলে, খ্রীস্টানরা কোন ভিত্তির উপরেই নয় এবং খ্রীস্টানরা বলে, ইহুদীরা কোন ভিত্তির উপরেই নয়। অথচ ওরা সবাই কিতাব পাঠ করে! এমনিভাবে যারা মূর্খ, তারাও ওদের মতই উক্তি করে। অতএব, আল্লাহ কেয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা দেবেন, যে বিষয়ে তারা মতবিরোধ করছিল।

  • @SalimSalim-lj7wd
    @SalimSalim-lj7wd 5 років тому +1

    আমি একজন অন্ধ লোক তোমার সাথে যোগাযোগ করতে চাই আমি কিছু কথা বলব তোমাকে যেই কথা গুলো কখনো শোনোনি কখনো

  • @expeltheevil
    @expeltheevil 5 років тому +4

    puran pagolera vaat payna, tui abar notun pagooool kotha theke ashli?????

    • @shahriar-jalal7927
      @shahriar-jalal7927 5 років тому +1

      family te ki vodrota shikhanu hoy nah?

    • @expeltheevil
      @expeltheevil 5 років тому +2

      @@shahriar-jalal7927 kire chagoool tui ekhane ovodrotar ki dekhli???

    • @shahriar-jalal7927
      @shahriar-jalal7927 5 років тому +1

      @ABM valo thaken bhai..ami apnar moto noi

    • @ikbalhossain2228
      @ikbalhossain2228 5 років тому +1

      Ekhene commenter golo maximum jahel na boje negative commence kore he is professor of philosophy in Chittagong university..!

  • @katolsaddam1542
    @katolsaddam1542 5 років тому

    Ai j,apni banglay aluchona korle
    Banglay e kota bolben doyakore.modde kane english word bolben na ja shomoyer bibortone change hoy.tahole amader bujte shohoz hobe.donnobad

  • @salimuddin4125
    @salimuddin4125 2 роки тому

    কোন বিষয়ের উপর প্রকৃত গ্যান না থাকলে উক্ত বিষয়ে আলোচনা না করাই ভালো।

  • @ওছমানঅআইঈ
    @ওছমানঅআইঈ 5 років тому +4

    শুলাম এবং বুজলাম আপনি একজন মডারেট মুসলিম। না ঘরকা না ঘাটকা।

  • @zubayerzarif3527
    @zubayerzarif3527 4 роки тому

    মহোদয় কোন্ ধর্মে বিশ্বাসী?
    ২৩/০৬/২০২০

  • @anamhaqe9112
    @anamhaqe9112 2 роки тому +1

    উনাকে একটি ভালো ডাক্তার দেখানো দরকার। এখনো পুরা পাগল হয়নি। পুল হলে সবার সমস্যা আছে।

  • @fardilviews
    @fardilviews 5 років тому +1

    🔴স্যার কথা ভুল, ঈমান আমল দুটিই দরকার।
    একজন মুমিনের ভেতর অবশ্যই ঈমান এবং আমল উভয়ের সমন্বয় থাকতে হবে। প্রমাণ আল্লাহর বাণী,
    ﴿ وَمَن يَأۡتِهِۦ مُؤۡمِنٗا قَدۡ عَمِلَ ٱلصَّٰلِحَٰتِ فَأُوْلَٰٓئِكَ لَهُمُ ٱلدَّرَجَٰتُ ٱلۡعُلَىٰ ٧٥ ﴾ [طه: ٧٥]
    “আর যারা ঈমানদার হয়ে এবং সৎকর্ম করে তাঁর কাছে হাযির হবে, তাদের জন্যই রয়েছে সুউচ্চ মর্যাদা” (ত্ব-হা ৭৫)। উক্ত আয়াতে মহান আল্লাহ জান্নাতে প্রবেশের জন্য ঈমান এবং আমল উভয়ের শর্তারোপ করেছেন।

  • @bangladesh408
    @bangladesh408 5 років тому +5

    আমি বিপথে আছি ইসলাম ছাড়া এটা আপনাকে কে বললো?

    • @alhajjmuftimuhibbullahmiazi
      @alhajjmuftimuhibbullahmiazi 2 роки тому

      বাবাজী, তোমার প্রশ্নটি বুঝা গেলো না।

  • @sheikharif2768
    @sheikharif2768 5 років тому +1

    Only one acceptable path in islam
    On the oter path is lumpen ..
    Mohammad sw is the person who is the model of all human bing .
    He is Rahmat not anly for human bing but also all creativity of almighity Allah .
    And A man can not be a muslim if he do not practise in islam .
    Can you give me any single reference that mhammad sw (peace be upon him ) him self says that if u do not practice in sariat but iman You will go jannat .
    Iman and amol i mean sariat is the
    Relative thing .without amol iman is not at all full .
    That is why if any muslim want to say that i am a muslim he have to practice in islam

    • @ronisaha8924
      @ronisaha8924 5 років тому

      🌍🌍কিছু গুরুত্বপূর্ণ কথা🌍🌍
      .
      ➖➖➖➖➖➖➖➖➖➖
      (১) সর্ব জীবের ও সকল পদার্থের সত্ত্বাগত ধর্ম 'সনাতন' ধর্ম।
      .
      (২)সর্বোচ্চ ও চূড়ান্ত মতবাদ 'বৈষ্ণব মতবাদ।'
      .
      (৩) সমগ্র মানব জাতির একমাত্র সর্বোচ্চ ও চূড়ান্ত মহা-গ্রন্থ পরম্ পবিত্র 'বেদ' এবং ' ভগবদ্গীতা।'
      .
      (৪) সর্বকালের,সকল যুগের ও সকল অাদর্শ মহামানব,সকল গৃহস্থ,সকল সন্ন্যাসি,সকল ধর্ম প্রচারকদের মধ্যে ,সকল অাধ্যাত্মিক শিক্ষক ও গুরুদের মধ্যে এমনকি সকল অবতারদের মধ্যে সর্ব শ্রেষ্ঠ অবতার ও অাদর্শ ব্যক্তিত্ত্ব হচ্ছেন-
      সর্ব অবতার সার,শ্রীশ্রী রাধা কৃষ্ণের মিলিত তনু ও সকল জীবের উদ্ধার কর্তা ,নদীয়া বিহারী পরম করুণাময় ও দয়ালু ,সুদুর্লভ কৃষ্ণ প্রেম দানকারী,ভক্ত বৎসল,সুদার্শনিক,প্রকৃতই নেতা,মহাপ্রভু, অনন্তকোটি বিশেষণেও যাঁর বিশেষায়ণ অসম্ভব।তিনি হচ্ছেন-
      " শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু / শ্রীচৈতণ্যদেব / নিমাই পন্ডিত।"
      .
      পারলে বিতর্কে অাসতে পারেন।
      যোগাযোগঃ ০১৭১৯২৪৭৬১২

  • @ashikashik4130
    @ashikashik4130 5 років тому

    আসসালামু আলাইকুম

  • @DileepKumar-cy7jd
    @DileepKumar-cy7jd 6 місяців тому

    মৃত্যুর পরে আত্মা আবার অন্য দেহ ধারণ করে। জীবিত থাকা কালীন তার আশা আখাংকা পুরন করারা জন্য। আপনারা এটাকে খন্ডন করেন কেউ যদি পারেন।

  • @binoymohonto7949
    @binoymohonto7949 7 місяців тому

    আলোচনার তালগাছটি কোন সীমানায় তা বোঝা গেল না।

  • @shamsulalam1933
    @shamsulalam1933 2 роки тому

    মানসিক ডাক্তার দেখাতে হবে।

  • @rafiulhasan6308
    @rafiulhasan6308 3 роки тому +2

    আম্মার বিন ইয়াসির (রা) মিথ্যা কথা বলেনি।

  • @subhashdasadhikary5263
    @subhashdasadhikary5263 2 роки тому

    DHARMO/ DHARMA. Shabdho
    Vedic Sanskirt language. AE. DHARMA. Shabdho. Root. Of.
    Hindujim. Gorntho. Gilithe. Bakha
    Abng. SANGA. Paoa. Jae. ( Diri. Dathu. Take. DHARMO. Shabdhor
    Utpothi. AE. Bahu SURTI. Khatar
    Modhye. Dharmer. . AkAR. Nihito
    Roache. AE. DIRI. Dhatu. Sabder
    Artho----. Dharon. Kara. SANGA
    Anujae. CHATON. SHIL . PRANIR
    JAMNMO LGNE. Dharon. Kara
    CHATONA. SURTI. NiTHi. AR
    RITHIR. Madhyeme. PORINOTI
    Pae. Tahae. DHARMA. AR. AE
    DHARMA. Prokasito. Hoe. KARMER. Madhyeme. ( AE. Karmo yoga
    Sri. M B. GITA r. Mul. Bani. ). Sutarang. Sanga. Anjae. DHARMA
    SAYAMVHU. Vidic. Sastror. . KAU
    Shas. Khata. Balen. NAi. Amder
    Kono. Probokta. NAi. ATO. MUNI
    RISHI. VADANTACRYR. Mahapurs
    Der. Gan. Abigata. Upolobdhi
    Darson. Amrai. GROHON. Korachi
    ATE. SANATAN DHARMA
    (Rig. Veds. 1-89-1. Let. The. Noble
    Thought. COME. To. Us. From
    All. ... Direction )
    MUNI. Rosie Ra. ABAR. Bolechen
    " DHARMASHO mulantha. SHABDHO. Sarbong. Protistatom
    Artho----DHARMER. Pran Shabdho /
    Dhoni. AE. DHARMA/ SHABDHO/dhoni. Somosto. Kichutay. Abostito. AR. Shabdho. / Dhoni
    HOLO. " OM "
    ( Sankhipto vabe Bala HOLO )

  • @abdullahalkafi5584
    @abdullahalkafi5584 5 років тому

    You and your stooges driving the discussion off title of the topic. Such a childish logic and discussion

  • @bonggojbihonggo991
    @bonggojbihonggo991 2 роки тому +3

    কোনো ধর্মই সঠিক ধর্ম নয় তার প্রমাণ ধর্মগ্রন্থগুলোতে প্রচুর পরস্পরবিরোধী বানী ও ভুলভাল্ তথ্যের বানী থাকা।

  • @zubayerzarif3527
    @zubayerzarif3527 4 роки тому

    বক্তা মহোদয় কোন্ ধর্মে বিশ্বাসী?
    ২৪/০৫/২০২০

  • @sudandhali7545
    @sudandhali7545 2 роки тому

    "The fear of the Lord is the beginning of knowledge."( Proverbs 1:7 - Bible)

  • @abuhayatsk775
    @abuhayatsk775 5 років тому +2

    Ei salar kotha sona kabira gona all muslim sister & brother ake ariea cholon ,,,,,,, follow dr, jakir naik , noman ali khan, muft men, ommour sullaiman, billal Philip ,tarik Jamel , Yusuf Estes ,, etc,,,,,,,,

    • @miftahulislam2500
      @miftahulislam2500 5 років тому +1

      Apni gali die bolchen keno?vodrovabe bolte parenna?

    • @rayhan9479
      @rayhan9479 2 роки тому

      মানুষের সাথে এভাবে ব্যবহার করতে কি রাসুল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? যেভাবে ব্যবহার করেছেন এটা কি রাসুল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার ছিল?
      যদি না হই,তাহলে আমরা কি ইসলাম অনুসরণ করছি?
      যদি আল্লাহ,আখেরাত বিশ্বাস করে থাকি তাহলে আমাদের কি দায়িত্ব না,যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব রাসুল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যেতে নৈতিকতা,সুন্দর চরিত্র,ব্যবহারের দিক থেকে?

  • @sizanrahaman8163
    @sizanrahaman8163 4 роки тому

    All people talking is very disturbing

  • @lesliechoudhury9940
    @lesliechoudhury9940 5 років тому +1

    Islam manei bhoionkor chapabaji. Charo deeke shudhu Taakia r Taakia. Never believe a muslim.

    • @secandersrabon1909
      @secandersrabon1909 5 років тому

      ওকে আমি তোমার নষ্ট মাকে বিলিভ করি

  • @astikkabad7668
    @astikkabad7668 5 років тому

    স্যার আমার প্রিয় একজন মানুষ

  • @sheikharif2768
    @sheikharif2768 5 років тому

    I think it is you like my teacher that is why i can not be teach you anything but i can to sare sumthing with you .
    When we discuse abuot a matter we should geve reference for accepting of all the odians .
    Otherwise our spech will not be accepted by the odians .

  • @DangerDiganto007
    @DangerDiganto007 5 років тому +2

    I love logic

  • @davidsaleh5914
    @davidsaleh5914 2 роки тому

    Kono dhormoi shothikh noy .
    God gave us reason , not religion !!

    • @alhajjmuftimuhibbullahmiazi
      @alhajjmuftimuhibbullahmiazi 2 роки тому

      বাবাজী," কোনো ধর্মই সঠিক নয়," কথাটা আনাড়ীপনার প্রমাণ। অবশ্যই একটি ধর্ম সঠিক। যদি এখন তোমার বুঝে না আসে, তবে মরলে তোমার অবশ্যই বুঝে আসবে। তোমার সাথে যেনো আমার হাশরের মাঠে দেখা হয়।

    • @davidsaleh5914
      @davidsaleh5914 2 роки тому

      @@alhajjmuftimuhibbullahmiazi
      See u on the day of judgement !!

    • @rayhan9479
      @rayhan9479 Рік тому

      Please support your claim as you made a definitive claim.why you think in a such way?

  • @mr.curious9049
    @mr.curious9049 2 роки тому

    Konu kiso na kaye meritto baron kora😂😂

  • @souravrai98
    @souravrai98 5 років тому

    বিশ্বাস করে ঠকবেন না তার গ্যারান্টি নাই,নিজে প্রত্যক্ষ করাই ভাল

    • @arafhraaj603
      @arafhraaj603 2 роки тому +2

      নিজে ভালোভাবে প্রত্যক্ষ করলে শেষমেশ দেখবেন যে কুরআনই সত্য।

  • @chopolmahmood8601
    @chopolmahmood8601 2 роки тому

    ভাই আলেমদের যদি ব্যাবসা হয় তাহলে, আপনার লেকচারটাও ব্যবসা হবে, কারন আমার সুখের জন্য নিজেই ছুটবো আপনার কথা শুনার সময় আছে? এখন বুঝে নিয়েন বিষয় কি?

    • @kamrulhassen8101
      @kamrulhassen8101 2 роки тому

      এসব লোকদের কথা কখনো মানবেন না এরা ইসলাম ধর্ম থেকে আপনাকে বের করে দেবে এসব বলে তিনটা জিনিস মিলে ইমান হয়
      1মন থেকে বিশ্বাস করা
      2মুখে শিখার করা
      3কাজে পরিনত করা
      এই তিনটা মিলে হচ্ছে ইমান

    • @kamrulhassen8101
      @kamrulhassen8101 2 роки тому

      আর সে বলে নামাজ রোজা কিছু লাগবে না

  • @Nishadahmed93
    @Nishadahmed93 5 років тому

    Kono kono manush knowledge gain korar por o gumrah hobe ba hoye era tari example. Allah manush, jinn ar Fereshta banaiyechen onar ebadat korar jonno ar prithibi sristi korechen amader imaan taqwa egula porikka korar jonno. Shuk-duk, doni-gorib, jibon-moron shob gulai porikkar modde pore. Allah je aage o porer shob kisur knowledge and wisdom behind it shob kisu janen era jodi bujto tahole eto logic khujto na. Manush tar eto olpo knowledge diye logic khuje Allah r ki wisdom ber kore felbe? Ar logic diye jai ber koruk manush hishabe vhul Howar shombabona besi hobe. Quran is the complete code of life. Quran apni bujen ar nai bujen , apnar logic er shate miluk ba nai miluk ekhane je adesh nished dewa ase shob tuku mante hobe ektu right n left kora jabe na.jodi koren imaan thakbe na ar ase kina shondeho te pore jaben. Allah apnader hedayat dan koruk. Prithibi keno banalen? Jannate raklei parten? Jahannam keno banalen Allah tho amar dara gunar kaj koriyechen, Tini tho janten amake shotik kore dilen na keno? Egula kivabe kaj kore egulor hikmah ki jodi bujar khomota thakto taile aaj ei gumrahir dole porten na.

  • @abdullah-almaksud8595
    @abdullah-almaksud8595 2 роки тому +2

    বিনা যুক্তিতে আল্লাহর মনোনিত ধর্ম ইসলাম, এটা মেনে নেয়াই ঈমান।

    • @raselhossain4254
      @raselhossain4254 3 місяці тому

      কারণ ইসলাম ধর্মের বিশিষ্ট ব্যাবসায়ীরা জানে যক্তি উপস্থাপন করলে ইসলাম ধর্মের লুঙ্গি খুলে যাবে। তাই যুক্তি নিষিদ্ধ 😂

  • @arman8219
    @arman8219 3 роки тому

    💕💕

  • @sudandhali7545
    @sudandhali7545 2 роки тому +1

    Jesus said, "I am the way, the truth and the life; no one comes to the Father except through Me." ( John 14:6 - Bible)

    • @arafhraaj603
      @arafhraaj603 2 роки тому +2

      That means Jesus (pbuh) submitted His will to One God. So, Jesus (pbuh) was a Muslim. Monotheism is actually Islam. There was no any "Christian" word in Bible.

    • @sudandhali7545
      @sudandhali7545 2 роки тому

      Please read the Bible. The God of the Bible is true.

    • @arafhraaj603
      @arafhraaj603 2 роки тому

      @@sudandhali7545 Who wrote the Bible? Who is the God of the Bible?

    • @sudandhali7545
      @sudandhali7545 9 місяців тому

      The God of the Bible is the one who made you.

  • @shahalam-ql3ny
    @shahalam-ql3ny 2 роки тому

    ফালতু আলোচনা হয়েছে।

  • @salmajahan732
    @salmajahan732 5 років тому

    Joki dia islam bojti o bojati jaben na koran hadtih ki bole ta dakon

  • @atiarrahman9852
    @atiarrahman9852 5 років тому +4

    তোমার জন্মের উদ্দেশ্য কি বুঝ তারপর বুঝবা কোন ধর্ম ঠিক?

  • @m.a.zinnah9485
    @m.a.zinnah9485 3 роки тому

    বেশি লাইট আলোচনা লাগছে….বলা হচ্ছে গভীর…

  • @susantasarker2161
    @susantasarker2161 5 років тому +1

    bai apni mongora islam boltasen.

  • @afiahuq6385
    @afiahuq6385 5 років тому

    apni quran poren, jara valo na tara quran porleo manbe na karon kharap lok valo grohon kore na

  • @samarhore5851
    @samarhore5851 5 років тому

    To be happy you may or should do what you like and want and never do what you don't like and want in life. It is the easiest and most simple way to make the life easy and peaceful.
    Jai gopal gobinda.

  • @smilebdhome55
    @smilebdhome55 5 років тому +1

    যেখানে মৃত্যুর পর কিছু রয়েছে সেটার কোনো প্রমাণ নেই সেখানে এটা নিয়ে আলোচনা করা হাস্যকর নয় কি

    • @rayhan9479
      @rayhan9479 4 роки тому +1

      প্রমাণ আছে কি নেই একটু যুক্তি দিয়ে চিন্তা করলে পাবেন।
      পরকাল এটা মানুষের জন্য হতে হবে।

  • @munirahmed6214
    @munirahmed6214 7 місяців тому

    No you are not right

  • @abuhana570
    @abuhana570 5 років тому

    কোন আইডিঅলজি যদি সঠিক না হয়, তবে ইনিও তো ঠিক নয়।

  • @jsstudio9831
    @jsstudio9831 4 роки тому

    it's not a perfect conversation

  • @saleah78
    @saleah78 5 років тому

    Lokta r kota sune mone holo kati chittangga.

  • @metrotalkis9166
    @metrotalkis9166 5 років тому +2

    ভাইরাস

    • @shahiday5100
      @shahiday5100 5 років тому +1

      আপনি আমার মনের কথা বলছেন । কাট মোল্লারা ইসলাম ধর্ম নিয়ে অনেক বাড়া বাড়ী করছে। আপনার আলোচনা অনেক ভালো লাগলো।

  • @akonakon2818
    @akonakon2818 Рік тому

    RUBBISH & ----- TALK.....................................