চাতক স্বভাব না হলে। লালন।
Вставка
- Опубліковано 6 лют 2025
- Vocal & Ukelele : Brojo Gopal
Percussion : Shovon Chakraborty
Guitar and Arrangement : Shihab Uddin
Shot by : Gourab Bhowmick
Technical Support : Tirtho Mondol
Lyric :
চাতক পাখির এমনি ধারা
তৃষ্ণায় জীবন যায় গো মারা
চাতক পাখির এমনি ধারা
তৃষ্ণায় জীবন যায় গো মারা
তবু অন্য বারি খায় না তারা
ও তবু অন্য বারি খায় না তারা
ও মেঘের জল বিনে
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে
অমৃত মেঘের বারি
মুখের কথায় কি মেলে
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে
মন হয়েছে পবন গতি
উইড়া বেড়ায় দিবারাতি
মন হয়েছে পবন গতি
উইড়া বেড়ায় দিবারাতি
ফকির লালন বলে গুরুর প্রতি
ও ফকির লালন বলে গুরুর প্রতি
মন রয় না সুহালে
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে
অমৃত মেঘের বারি
ও মুখের কথায় কি মেলে
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে
স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে
#banglagaan #lalon #cover #folk #baul_gaan
অনুরাগ : ua-cam.com/video/VfD72mpy-Sk/v-deo.htmlsi=Zxy9o41QxH6q2At1
উত্তাল সমুদ্রের খুব কাছে শুয়ে ডেউ এর গর্জন এর সাথে গান টা শুনছি সৃতি রেখে গেলাম...
💛🙏💛
একটা “ম”ও রেখে যান প্লিজ
@@eshadew ম টা কি....?
সৃতি নয়...স্মৃতি...একটা 'ম' যোগ করার প্রয়োজন ছিল...
দাদা সাথে একটু প্ট হলে সেই হতো
জয় গুরু।আজকেই আপনার পরিবারের সদস্যদের একজন হলাম। গানের আসরে যাওয়ার জন্য মনটা কাঁদে।
ভালোবাসা জানবেন ভাই 💛🙏
বাহ। কি অসাধারন গায়কী।। এতবার শুনলাম কিন্তু বারবার শুনতে ইচ্ছা করে
ভালোবাসা জানবেন 💛😇💛
কি সুন্দর গলা। সৃষ্টিকর্তার কি অসীম আশীর্বাদ নিয়ে জন্মেছেন আপনি। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা আপনার জন্য।
ভালোবাসা জানবেন 💛
ওহ বাবা এ আপনার চ্যানেল! আপনি তো আমার পরিচিত! একদম আমার হোমফিডে চলে এলো কোনরকম খোঁজ ছাড়াই 😁
অসাধারণ গায়কী আপনার। মুগ্ধ শ্রোতার মতন শুনেছি
😇💛🙏
মানুষে ঠাসা এক বাসে বসে শুনছি... মনটা শান্ত করে দিলেন আপনি... ভালোবাসা নেবেন ❤
🙏💛😇 জয়গুরু
মন ছিল পবনগতি, এখানে পেল মতি। ধন্যবাদ। জয়গুরু।
পাশে থাকবেন এবং ভালোবাসা জানবেন 🙏💛😇
দাদা, তোমার গান শুনে জাগতিক বস্তুর আসক্তি থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়❤
ভালোবাসা জানবেন 💛
একদম ঠিক 🙏
খোলা মাঠ আর সহস্র তারার নিচে আর এই গান। কেউ লাইক দিলে আবার আসবো শুনতে
ভালোবাসা জানবেন 💛
Apner valo laga take sonman kor6i , kintu esob ki6ur sathe ei ganer kono somparko nei
গান লাইকের আধার নয়।
অবশ্যই ভাই ❤
নদীর কূলে বসে নৌকার উপরে নির্বিঘ্নে চাঁদের আলো উপভোগ এবং তারা তাকিয়ে নিরবে শুনে যাওয়া আহা মনে দেখি আনন্দ।
আহা! খুব ভালো লাগলো।
ভালোবাসা জানবেন 💛
Joyguru bahi darun darun🙏
💛🙏😇
অসাধারণ লাগছে! এক্কেবারে অসাধারণ!
🙏💛😇
অনবদ্য 💚
ভালোবাসা জানবেন 💛
💚@@anandalok.official
বাহ জয় গুরু লালন
জয়গুরু
শান্তি করে দিল ,মনটারে
💛🙏😇
একাকিত্বের শূন্য দুপুরে শুনছি🌸
ভালোবাসা জানবেন 💛
আমাদের নতুন গানটি শোনার আমন্ত্রণ রইল - ua-cam.com/video/c6jedN471MQ/v-deo.html
বঙ্গের খুদ্ধ আবেগের চাপা আর্তনাদ পরিপূর্ণ ব্যাকুল হৃদয় 😢
💛🙏😇
brojo bro! borabori sundor ..
💛😇🙏
অসাধারণ! তোমার জন্য ভালবাসা
💛💛💛
এক দমকা বাতাশে আরাম লাগলো মনে প্রানে, আর
আশায় থাকলাম
ভালোবাসা জানবেন
আহা্ প্রাণটা আমার জুড়িয়ে গেছে ❤️❤️❤️
ভালোবাসা জানবেন 💛
অসাধারণ ❤
জয় গুরু ❤
ভালোবাসা জানবেন 💛
congratulation brojo
💛💛💛
চমৎকার ❤❤❤❤
ভালোবাসা জানবেন 💛
চমৎকার! 💚
জয়গুরু
আপনার গান শুনে অনেকদিন পর আবার ও ভাবের বাজারে এসে মন শান্ত হয়ে গেলো।
🙏💛🙏
সাথে আছি দাদা,,,🙏🙏
💛😇💛
আহা! সাধু সাধু!!! 👌
জয়গুরু!!
অসাধারণ হইছে দাদা ❤❤❤
💛💛💛
খুউব সুন্দর।
ভালোবাসা জানবেন 💛
জয় গুরু দরদী কলিজা দিয়ে গাইছেন🙏🙏🖤
💛😇💛
অসাধারণ 💓
💛😇💛
অসাধারণ।
💛😇🙏
জয় গুরু দাদা
দাদা যদি "নরসিংদী, ঢাকা" তে আসেন, তবে চরণ সেবা করার সুযোগ দিবেন দাদা।
ভালোবাসা জানবেন। নরসিংদীর কোথায়?
@@anandalok.official দাদা নরসিংদী পৌরসভার পাশে "সেবা সংঘ" আমার থাকা। দাদা আপনার কি নরসিংদী তে আসা হয় দাদা?
আমাদের গীটারিস্ট নরসিংদীর
অসাধর সুন্দর গান শুনালেন দাদা🙏
ভালোবাসা জানবেন 💛
বন্ধু অসাধারণ হইছে, আরও অসাধারণ গান আমাদের উপহার দাও। ❤❤❤
😇💛🙏
Ato valo lage poran kape sunlei❤
ভালোবাসা জানবেন 💛
Kicu kicu song underrated thakai valo...🥰
ভালোবাসা জানবেন 🙏💛😇
Nice
💛😇🙏
জয় গুরু..!
🙏🙏🙏
আহ গলা 🙏
ভালোবাসা জানবেন 🙏💛😇
দাদা❣️
💛💛💛
অনবদ্য ভাই!!❤❤
ভালোবাসা 💛💛
জয় লালন ❤❤❤
জয়গুরু 😇💛😇
মেঘে কত দেয় ফাকি
তবু চাতক মেঘও মুখি।
🙏💛
জয় গুরু দাদা 🙏🙏
ভালোবাসা জানবেন 💛
অসংখ্য বার শুনলাম
ভালোবাসা জানবেন 💛
কি ভালো 🥹❤️
💛😇💛
Onno bari khay na tara...ei barir Mane kei bojhe....Sai lalon aamar guru
জয়গুরু🙏
অসাধারণ কন্ঠ
😇🙏💛
Reel e egulo trending na korai valo❤
you can share to your closest person though.. take love 💛
joss brojo.........keep it up
💛💛💛
Joiguru ❤
জয়গুরু 💛
Manush aj manusher jonyo aopriyo...vebe dekho valobasa
সাধু সাধু! প্রাণে শান্তি আনার মতো গান।
তবে দাদা পরামর্শ থাকবে উচ্চারণ সাইজির মত আঞ্চলিক হলে আরও ভালো লাগবে শুনতে।
ভালোবাসা জানবেন 💛
আহ্ গানটা🥺
💛😇🙏
মন ছুঁয়ে গেল দাদা🤍🙏
ভালোবাসা জানবেন 💛
আহা ! আহা !
💛💛💛
Excellent. এরকম আরো গান কোথায় পাব?
ভালোবাসা জানবেন।
facebook.com/brojo.gopal.net
facebook.com/shihabuddin.1908
facebook.com/profile.php?id=61553694847231&mibextid=HYuUuv4xJsp4li85
ধন্যবাদ। যত বড় আর যত ফেমাস শিল্পীই হয়ে যান না কেন, এরকম সিম্পল ইন্সট্রুমেন্ট এর এই ধারা কখনো চেঞ্জ করবেন না। আধ্যাত্মিক গান সিম্পল মিউজিকের সাথেই মধুর লাগে। বেশি ইন্সট্রুমেন্ট সুর, তাল, ভাব বিকৃত করে দেয়।
গানের প্রয়োজনানুসারে ইন্সট্রুমেন্ট থাকবে। গানটাকে এতটা ভালোবাসার জন্যে ধন্যবাদ জানাই। 💛
@@anandalok.officialগানটা ভালোবাসার মতোই সুন্দর দাদা 🤍
খেচরী মূদ্রা করে ব্রহ্মকারণসুধা পান করার কথা বলা হয়েছে এই গানে।
খেচরী মূদ্রা কেমন এবং ব্রহ্মকারণসুধা কি জিনিস তা যদি আপনি দয়া করে বুঝিয়ে বলেন বলেন তাহলে উপকৃত হই এবং কৃতজ্ঞ থাকি।
@@taraknathjantua4287জিহব্বা উল্টিয়ে আলজিহবাই লাগিয়ে ভ্রুমধ্যে ধ্যান করলে একধরনের লালা নিস:রন হয়। কিন্তু এই গানে খেচরির কথা বলা হয়নি।
মনের অদম্য ইচ্ছাশক্তি দিয়ে নিজেকে চেনার চেষ্টা করাকে বুঝিয়েছেন, সে যে কোনো প্রক্রিয়াতেই হতে পারে।
জয় গুরু আলেক সাইঁ 🙏🙏
🙏🙏🙏
জয় গুুরুু🍁❤️❤️
🙏🙏🙏
Lal haoa..lal nive jaoa.,lal ei valobasa...lal ami lal tumi ..lal jonmo lal mritu...lal andhokar lal kiron lal bastob.. lal voi
ভালোবাসা জানবেন 💛
মম চচ😮😢😢
💛💛💛
আহা!
💛💛💛
সাধু সাধু
জয়গুরু
🙏🙏🙏
জয় গুরু
💛💛💛
Baya data 🙏
Take love.
জয় গুরু 🙏
🙏🙏🙏
আহা জীবন
💛😇🤘
ধন্যবাদ। লিরিক টা সংশোধন করে দেওয়ার অনুরোধ থাকলো।❤️
ভালোবাসা জানবেন 💛
❤❤
💛💛💛
👌🖤
💛💛💛
🌸🌸🌸🌿🌿❤️
💛💛💛
Joy guru, lalon shai
🙏🙏🙏
সাধু পাখি
ভালোবাসা জানবেন 💛
lovley
💛💛💛
আমি বুঝি নাই জীবন থেকে কিছু হারিয়ে গেলে তার বেদোনা কতই দুখের😂😊
💛💛💛
joy guru ❤
জয়গুরু 💛
love you bois
💛😇💛
🌹🌹
😇💛🙏
Sadhu🌺
💛
অসাধারণ ❤
ভালোবাসা জানবেন 💛
Lalon gurur bishal playlist chai
হবে হবে
Lyric bul koren kno bhai...vocal to tik cilo..
ফিডব্যাক দেয়ার জন্য ধন্যবাদ।
এই গানটি শোনার আমন্ত্রণ রইল -
ua-cam.com/video/VfD72mpy-Sk/v-deo.htmlsi=-VJnkl_NKoacvJfZ
.
ভালোবাসা জানবেন 💛
@@anandalok.officialভিডিও unavailable
@@mrbivasroy check now brother
Amar ekta proshno ache lok ganer ki sottie kono nirdishto likhito lyrics ache ki? ..bishesh kore lalon er likhito kichu??
লোকগান মানুষ হতে মানুষে ছড়ায়। এক্ষেত্রে গানের কথা, সুর পরিবর্তিত হতেই পারে। আর বাউলগান বাউলা দর্শনের কথা বলে। লালনের গান দুটোর একটিও না। লোকসুরের ব্যবহার থাকলেও লালনে চিন্তা লালনের গানকে আলাদা করে। তবে গুরুভেদে সুর,কথার পরিবর্তন প্রায়ই দেখা যায়।
জয় গুরু ❤
🙏🙏
210k views!!!🎉
😇💛🙏
সাধু সাধু🌺🌺
ভালোবাসা জানবেন 💛
শান্তি 😑
😇💛🙏
❤
💛💛💛
❤️
💛💛💛
❤❤❤🙏🏻🙏🏻
💛💛💛
🙏♥️🙏
🙏🙏🙏
Audio ১২ frame egiya ache minimum
We acknowledge that and sorry for the inconvenience. videography is new to us. Still learning it.
সাধু
💛🙏😇
Songittir bastobobotar somudrer kinarai darie lutie pore sunchi, tai to boli, ami sorbohara neta
💛💛💛
🖤
💛💛💛
Shorgiyo
ভালোবাসা জানবেন 💛
🌹🌹🙏🌹🌹
💛💛💛