Ekdin Swapner Din | Hathat Bristi | Nachiketa Chakraborty | Shikha Basu

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 850

  • @rudradipta
    @rudradipta Рік тому +139

    সময় কত দ্রুত চলে যায়, মনে হয় এই তো সেদিন ঈদের দিন ১৯৯৮ মুভিটা দেখলাম, মাঝে ২৫ টা বছর চলে গেল, চোখের নিমেষে... আজও একই ভাবে ভাল লাগে গানটি শুনতে |

  • @mahabubalam6446
    @mahabubalam6446 Рік тому +89

    ১৯৯৮ সালে তখন আমি ৯ম শ্রেনীতে পরি, রোজার ঈদে বিকেলে যখন সবাই ছবি দেখতে বসলাম ছবি নাম বাসলো হঠাৎ বৃষ্টি, তখন আমাদের এক বড় ভাই চেঁচা মেচি করে উঠলো খুশিতে, কারন সে বিবিএ করার জন্য কলিকাতায় থাকতেন,
    শুরুতে ছবি টা তেমন ভালো লাগেছিলোনা অনেক উঠে চলেগেছে, বড় সবাইকে বলল ছবিটি দেখ এ ছবিটি কলিকাতায় অনেক জন প্রিয়তা পেয়েছে পরে আমরা বেশ কয়েকজন দেখা শুরু করলাম, যখন সোনালি প্রান্তরে গান শুনে সবার মন ছুয়ে গেল, আর একএক করে সবাই ফিরে আসল, অনেক আনন্দ করে ছবিটি ঐদিন উপভোগ করেছিলাম।
    সেই সোনালী দিন গুলো কে অনেক মিস করি।

    • @tapasbanik7956
      @tapasbanik7956 2 місяці тому +1

      ঠিক বলছো ভাই ❤

    • @OSMAN_GAMING95
      @OSMAN_GAMING95 2 місяці тому

      আমার পাঁচ বছর ছিলো একটু বড় হওয়ার পর যখন ছবি টা দেখলাম তখন থেকেই ছবি টা মনে গেঁথে আছি এখন বয়স ৩০ এখন ও এই ছবির গান শুনি❤

    • @Maryam_isgentleman
      @Maryam_isgentleman Місяць тому

      আমি তখন ক্লাস এইটে

  • @ahmedsany2214
    @ahmedsany2214 Рік тому +1443

    ১৯৯৮ সাল কোনো এক ঈদের বিকেল বেলা বিটিভি তে ঘটা করেই এই মুভির নাম ঘোষনা করলো, আমিও সবার ভীড়ে বসে পড়লাম শুরু হলো সবার গুণ গুনানি .......আজ ঈদের দিন এই সিনেমা দিলো নায়িকা ভালো না, ভালো হবে না আরো কত কি । আসলেই মুভির শুরু টা কারোরই ভালো লাগেনি । কিন্তু দেখতে দেখতে হঠাৎ কাহিনী টা ভালো লাগতে শুরু করলো গান গুলো ভীষন ভালো লাগলো তবে একেবারে শেষের দিকে নায়িকার দেয়া টি শার্টটাই যখন দুজন কে এক করে দিলো তখন আর সিনেমা টা কারোরই অপছন্দ হলো না শুরু হলো আলোচনা । পরের দিন পথে ঘাটে মাঠে স্কুলে মুভিটা নিয়ে রাতারাতি আলোচনা তুঙ্গে । গান গুলো হলো ভাইরাল । ফেসবুক ইউটিউবের যুগ না থাকায় শুধুমাত্র রেডিও ও টিভিতেই গান গুলো সব সময় শোনা হতো । এই হলো হঠাৎ বৃষ্টির ইতিহাস । সেই থেকে গান গুলো আজও মনের ভেতর গেথে আছে ।

    • @mostafizurrahaman1412
      @mostafizurrahaman1412 Рік тому +6

      ❤❤❤

    • @linakhan-qs8ug
      @linakhan-qs8ug Рік тому +14

      আমিও সেদিনেই দেখেছিলাম

    • @potholabeditor4931
      @potholabeditor4931 Рік тому +10

      সালাম গুরু

    • @sinthajannat8676
      @sinthajannat8676 Рік тому +14

      আমিও সেদিনই দেখেছি,,আহা দিন গুলো

    • @bimolpal5479
      @bimolpal5479 Рік тому +11

      ১৯৯৮ সালে ঈদের দিন দিয়েছিল। হিন্দি সিফ তুম কপি।

  • @mohammadtayub8864
    @mohammadtayub8864 Рік тому +31

    আসছিলাম ৯০ দশকের কথা বলতে,,সবার আবেগময় কথা পড়ে নিজেই আবেগী হয়ে গেলাম।৯০ দশক মানে অন্যরকম ভালোলাগা।

  • @sheikhshahriarrahman7449
    @sheikhshahriarrahman7449 Рік тому +83

    পুরাতন গান গুলো নতুন করে বাঁচতে শেখায়!!কত মায়া ছিলো গানগুলো তে

    • @vivoindia7370
      @vivoindia7370 5 місяців тому

      এই সব গান তো সত্যি মায়াময়।

  • @skrohel1994
    @skrohel1994 Рік тому +44

    বিটিভি ও CD যুগের কথা মনে পড়ে গেল।মনে পড়ে গেল সোনালী শৈশব, যা স্বর্গের মতই নিষ্পাপ। আহা অতীত 😢

    • @betjeeofficialbd
      @betjeeofficialbd 11 місяців тому +1

      Childhood memories 😢😢😢😅😅😅

  • @imranbabu2704
    @imranbabu2704 10 місяців тому +15

    ২০০৩ সালে প্রথম দেখেছিলাম ছবিটি, গান গুলো হৃদয়ে গেঁথে আছে। বিশেষ করে সোনালী প্রান্তরে গানটা। এই গান গুলোই মনে করিয়ে দেয় ফেলে আসা সোনালী অতীত 😢

  • @smnirob6893
    @smnirob6893 Рік тому +21

    আহা জন্ম ২০০৩। এই তথাকথিত স্মার্ট জেনারেশন হওয়ার পরও আমি এই গানগুলোতে ভীষণ ভালোলাগা খুঁজে পাই। তাই সার্চ বারের উপরেই থাকে 😍

    • @abusayemkhan-r5l
      @abusayemkhan-r5l 4 місяці тому +1

      আমারতো ২০০৬ সালে

  • @digantamondal4916
    @digantamondal4916 Рік тому +27

    গান টা রেডিও টে খুব বেশি শুনতাম!
    আগের দিনের কথা মনে পড়ে যায়! শুক্রবার এলে রাত ১০:০০টা অনুরোধে আসর নামে একটা অনুষ্ঠান রেডিও তে প্রকাশ করা হতো!

  • @ruhanshishir
    @ruhanshishir Рік тому +13

    সমস্ত ওয়াদা, জবান ও সম্পর্ক ভঙ্গের জন্য ধন্যবাদ প্রিয়তমা জুঁই 🙂👍💔তুমি এত কষ্ট না দিলে এতো সুন্দর গান শোনা হতো না🔥

  • @rubelmamaryoutubechennel1675
    @rubelmamaryoutubechennel1675 26 днів тому +9

    ২০২৪ এর শেষের দিকে এসে কারা শুনছো!!

  • @বিপ্লবী_বাদশা
    @বিপ্লবী_বাদশা 9 місяців тому +16

    সেই কিউট ফেরদাউস আজ সম্মানিত এমপি। জীবন মানুষকে কখন কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না।👍👍শুভ কামনা।

    • @rezaulislam7711
      @rezaulislam7711 8 місяців тому

      সেই ফেরদৌস আজ ভোট চোর

    • @SKjoy-b4k
      @SKjoy-b4k 2 місяці тому +2

      r ekhn polatok. haha

    • @NilTalukdar-c7l
      @NilTalukdar-c7l Місяць тому

      তোমার শুভ কামনাই এর গোয়াটা মারলো মনে হয় 😅😅😅

  • @shovokhan6386
    @shovokhan6386 8 місяців тому +223

    2024 সালে এসে গান টা শুনছো কারা?

  • @sujauddin1684
    @sujauddin1684 Рік тому +53

    ১৯৯৮ সালে প্রথম বিটিভিতে হঠাত বৃষ্টি ছবিটি শুভমুক্তি পায়। এ ছবির এই গানটি ভীষণ ভালো লাগে।

  • @mr_ekt
    @mr_ekt 2 роки тому +122

    গানটা ছোট বেলার দিনগুলো মনে পরিয়ে দেয়, কত ছোট থাকতে গানগুলো শুনেছিলাম, মুভি দেখেছিলাম, মনে হয় সেদিন শুনেছি কিন্তু এখন আমার বয়স ২৮ বছর।

  • @tabassumnishu6753
    @tabassumnishu6753 Рік тому +111

    শিশু কালে শুনা গান। ❤️❤️❤️
    আহারে কতো সুন্দর জীবন ফেলে এসেছি যেখানে কোনো টেনশন ছিলো না।

    • @SkSuraj-ct9jg
      @SkSuraj-ct9jg Рік тому

      😢

    • @mdbillal25
      @mdbillal25 Рік тому +1

      চোখের পানি অজান্তেই চলে আসে

    • @shipondas1897
      @shipondas1897 Рік тому

      ধৈর্যের পুতিমূতি আপনের আজকে জনমোদিন যে....
      আপনেরে জানাই হেপি বাতডে🥰🥰 তারাতারি বিয়াসাদি করিহালান

    • @betjeeofficialbd
      @betjeeofficialbd 11 місяців тому

      Same here bro😢😢😢😢

    • @MdRofikul-ze7xk
      @MdRofikul-ze7xk 6 місяців тому

      রফিক

  • @RiniRini-v4g
    @RiniRini-v4g Рік тому +125

    একটা স্মৃতি রেখে গেলাম। কেউ লাইক দিলে আমার কমেন্টে আবারো শুনবো গান টা

  • @sheikhnafeesahmed611
    @sheikhnafeesahmed611 3 роки тому +58

    এই গান গুলো যুগ, যুগ ধরে জনপ্রিয়তার তালিকা স্থান দখল করে থাকবে 💕😍

    • @mdharunorrashid9053
      @mdharunorrashid9053 3 роки тому

      আমি একমত আপনার কথায় ভাই।

  • @tarokaalap1463
    @tarokaalap1463 9 місяців тому +3

    কত স্মৃতি এই গানের সাথে 😢❤️এখনো ভালো লাগে ❤️❤️❤️

  • @krishnaiseverywhere8667
    @krishnaiseverywhere8667 Рік тому +20

    বাংলাদেশ বেতার ঢাকা খ এর অনুরোধের আসর গানের ডালি, খুলনা বেতারের বিজ্ঞাপন তরঙ্গ, এমনকি সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার । এই গানগুলো এখন আর চলে কিনা জানা নেই। সেই সোনালী অতীত....

  • @nothingyou-mb6mi
    @nothingyou-mb6mi 6 місяців тому +3

    বলার ভাষা নাই . সব হারিয়েছি শুধু জীবন থেকে ওই পুরোনো স্মৃতি গুলি হারায় নি, কিছু এমন জিনিস যা পুরোনো স্মৃতি মনে করে de তার মধ্যে একটি হল পুরোনো গান .

  • @mdshamim7431
    @mdshamim7431 8 місяців тому +10

    ১৯৯৮ সালে মায়ের সাথে ঈদে মামার বাড়ি গিয়ে এই মুভিটা দেখা
    আজ ২০২৪ সালে এসে আবার ও এই গান টা শুনা❤❤

  • @pricillaOfficial
    @pricillaOfficial Рік тому +6

    এমন সুন্দর ছবি আর কখনই হবে না, যারা নব্বই দশকে জন্মেছে তারা আসলেই ভাগ্যবান। হয়তো আমিও একজন। এখনো অনেক মনোযোগ দিয়ে এই ছবি দেখি। ❤

  • @RuhulAmin-uj4cr
    @RuhulAmin-uj4cr Рік тому +152

    বাংলাদেশের ইতিহাসে উচ্চ শিক্ষিত,নম্র, ভদ্র, অভিনেতা, নায়ক ফেরদৌস।
    দুই বাংলার নায়ক ।
    ২৩-০১-২২

    • @mdmozammel39
      @mdmozammel39 Рік тому

      ইতিহাস জেনে আসুন আগে

    • @shantoshanto4543
      @shantoshanto4543 Рік тому

      So right ❤

    • @mdasaduszzamanshaheen3665
      @mdasaduszzamanshaheen3665 Рік тому

      পুলিশলীগ হটাও দেশ বাচাও।

    • @polashblogs6530
      @polashblogs6530 Рік тому +2

      ইতিহাসের সবচেয়ে বড়ো তেলবাজ বলতে পারেন😂😂😂😅

    • @Haliemalslam
      @Haliemalslam Рік тому

      Hmm

  • @Md_Rana
    @Md_Rana 5 місяців тому +4

    এই কালজয়ী গানটিতে কোটি কোটি বছর পরেও দর্শক-শ্রোতা খুঁজে পাবেন বিনোদনের নিখাঁদ উপাদান।
    জীবনানন্দ প্রেমীরা অভিনেত্রী প্রিয়াংকার চোখে পাবেন পরম প্রশান্তির উৎস পাখির নীড়। ❤

  • @sadiasimu6796
    @sadiasimu6796 Рік тому +7

    অতীতের এই সোনালী দিনগুলোর মতন, সবার জীবন সুন্দর হোক😇

  • @shipondas1897
    @shipondas1897 Рік тому +3

    এমন জীবন করিবে গঠন
    মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন😍😍😍😍😍

  • @MdSohelrana-rb3yd
    @MdSohelrana-rb3yd 9 місяців тому +3

    গানটি শুনলে মনের ভেতর এক অন্য রকম ভালো লাগা কাজ করে। অনবদ্য সেই ভালো লাগা।

  • @shompapashi1109
    @shompapashi1109 10 місяців тому +3

    সত্যি আগের দিনগুলো সত্যিই মনে হয় খুব সুন্দর ছিল,, আমি কেনো সেই আগে এই পিথিবীতে আসি নেই আমরা জারা এই জুগে জন্মেছি,,,তারা এই দিন গুলো অনেক মিস করি করবো❤❤❤❤❤

  • @atiafairuznushin1752
    @atiafairuznushin1752 7 місяців тому +2

    বার বার এই গানটি শুনতে আসি।কিযেনো একটা আবেগ কাজ করে এই গান শুনে।আসলেই গানটি শুনে একটা স্বপ্নের মধ্যে চলে যাই।এই মুভির মতো গানটিও অসাধারন।ইচ্ছে হয় বাস্তব জীবনে আমার সাথে যদি ঘটতো এই ঘটনাটা😊

  • @vlogmax
    @vlogmax Рік тому +29

    গানটা যতবারই শুনিনা ক্যানো, কখনই বিরক্ত হইনা। কার কার সাথে এমনটা হয়?🥰🥰❤❤

  • @SumonSumon-d1g
    @SumonSumon-d1g 8 місяців тому +3

    পুরানো দিনের গান গুলো শুনলে... পুরানো দিনের কথা মনে পরে যায়....

  • @perfectengineers5200
    @perfectengineers5200 Рік тому +18

    "একটা গান 3 থেকে 4 বার শুনলে বিরক্ত লাগে কিন্তু পবিত্র আযান 100 বার শুনলেও কলিজা ঠান্ডা অনুভব হয়ে যায়,বিরক্ত লাগেনা সুবহানাল্লাহ 2""

  • @MdRonyRk-
    @MdRonyRk- 9 місяців тому +2

    এই গানগুলো শুনলে পুরোনো দিনের কথা মনে পরে যায় আহ্ কতো সুন্দর ছিলো শৈশব কতোই না মধুর ছিলো সেই দিন গুলো আর ফিরে পাবোনা

  • @nirobpothik9991
    @nirobpothik9991 7 місяців тому +3

    কি সুর! আহ নচিকেতা 🎉❤

  • @MizanurIslam-z8s
    @MizanurIslam-z8s 3 місяці тому

    আহা, মনটা কেমন করে উঠল! তখন ১০ বছরের শিশু ছিলাম। ঈদের দিন ছবিটা বিটিভিতে প্রচারিত হচ্ছিল, বেড়াতে বের হয়েছিলাম, তাই সম্পূর্ণ ছবিটা দেখতে পারিনি। যখন যাদের বাসায় গিয়েছি তখন সেখানে যতটুকু পেরেছি দেখেছি, খুব রাগ হচ্ছিল কেন ছবিটা ঈদের দিন দেখানো হচ্ছে।

  • @fxshahinhossain9184
    @fxshahinhossain9184 4 місяці тому +2

    অসাধারণ ছিলো 90 দশকের সময় টা ...🇧🇩🇧🇩🇧🇩🇧🇩✌️

  • @usmangani7965
    @usmangani7965 Рік тому +12

    একাকিত্বের কষ্টের মাঝে অনেক ভালো একটা সময় ধরে গানটি ভালো লাগলো..১৭/২/২৩...

  • @rooftopgardening2023
    @rooftopgardening2023 6 місяців тому

    গতকাল ও গুণগণ করতেসিলাম এই গান... তখনকার গানগুলো খুবই অর্থবহ ছিলো, কতো সুথিং, কি স্বাভাবিক অভিনয়। সবকিছুই কেমন ভয়ংকর সুন্দর সুন্দর ❤

  • @marufhasan8159
    @marufhasan8159 Рік тому +1

    ছোটবেলায় দেখতাম এই সিনেমা বিটিভিতে দিলে সবাই খুশি হত, বুঝতাম না কেন। এখন বুঝি কি অদ্ভুত সুন্দর আবেগ আর নিখাঁদ প্রেমের প্রকাশ করা হয়েছে মুভিটায়!❤

  • @abmabdulwadud5264
    @abmabdulwadud5264 5 місяців тому +1

    আমি তখন বিশ্ববিদ্যালয়ের হল থেকে চিকেন পক্স নিয়ে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে। সবার থেকে দূরে বসে মন্ত্র মুগ্ধ হয়ে ছবি টা দেখা। সত্যি অসাধারণ।

  • @riponalbert6577
    @riponalbert6577 Рік тому +3

    এই সিনেমা ও গান কতবার যে দেখেছি তা বলে শেষ করা যাবে না কিন্তু এর ভালোলাগা যেন শেষ হয় না.........!

  • @festivelshow8299
    @festivelshow8299 28 днів тому +1

    এখন কার দিনের গান 😂 আর ৯০ এর গান ❤ এখনকার গান শুনলে গালি দিতে ইচ্ছে হয় 😂 আর ৯০ দশকের গান শুনলে মনে হয় সব কিছু বাস্তব ❤
    নচিকেতা বাস্❤ লাভ ইউ গুরু❤

  • @sazolahmmed5863
    @sazolahmmed5863 Рік тому +10

    বউকে নিয়ে অনেক দিন পর শুনলাম। দুজনে ভীষণ আবেগি হয়ে গেলাম।

  • @MDSHAHIN-gq6cz
    @MDSHAHIN-gq6cz 9 місяців тому +1

    আহা শৈশব,,,, স্মৃতি হয়ে রয়ে যাবে সারাজীবন 😂😂❤

  • @mdkabirkabir-m4x
    @mdkabirkabir-m4x 5 місяців тому +3

    আমার প্রিয় মানুষের পছন্দের গান,৮ বছর হয়েছে তাকে হারিয়েছি,তবুও এই গানটা শুনলে তার কথা মনে পরে অনেক কান্না আসে

    • @nahidnobojibon
      @nahidnobojibon 4 місяці тому

      আপনার কথার সাথে নিজের জীবনের ফেলে আসা পনেরো বছর আগের কথা মনে হলো। কেউ একজন আমারো ছিলো, যাকে এই গানগুলোই প্রায়ই শোনাতাম। অনেক কষ্ট দিয়ে যে আমাকে ছেড়ে চলে গিয়েছে। হাজারো ভীড়ের মাঝে নিজেকে খুব শূন্য লাগে।

    • @nahidnobojibon
      @nahidnobojibon 4 місяці тому

      আপনার কথার সাথে নিজের জীবনের ফেলে আসা পনেরো বছর আগের কথা মনে হলো। কেউ একজন আমারো ছিলো, যাকে এই গানগুলোই প্রায়ই শোনাতাম। অনেক কষ্ট দিয়ে যে আমাকে ছেড়ে চলে গিয়েছে। হাজারো ভীড়ের মাঝে নিজেকে খুব শূন্য লাগে।

  • @রাসেলমাহমুদ-ড১জ
    @রাসেলমাহমুদ-ড১জ 5 місяців тому +3

    হঠাৎ বৃষ্টির গান গুলো খুব মিস করি এখনো ❤❤

  • @Tusarbalatb77
    @Tusarbalatb77 3 місяці тому

    নচিকেতার এক অনবদ্য সৃষ্টি এই গান যুগযুগ ধরে মানুষের মন ছুয়ে যাবে এই গান।। লাভ ইউ স্যার

  • @AbuRayhan-vz5eu
    @AbuRayhan-vz5eu 7 місяців тому +4

    ভুলে গেলে চলবেনা পৃথিবী কিন্তু গোল কোথাও না কোথাও দেখা হয়ে যেতে পারে।

  • @sujoybiswas1921
    @sujoybiswas1921 5 місяців тому +2

    অনেক সুন্দর একটা গান। পুরানো দিনের গানগুলো আসলেই দারুণ।

  • @sharifulalam3506
    @sharifulalam3506 7 місяців тому +12

    আজ ২৬শে এপ্রিল ২০২৪ স্মৃতি রেখে গেলাম

  • @orothadisha5784
    @orothadisha5784 Рік тому +8

    মাঝে মাঝে আগেকার দিনের এই গানগুলো শুনতে প্রচন্ড ইচ্ছে করে। আজকে ঈদের দিন 22/04/2023

  • @funandfunnyvideos9579
    @funandfunnyvideos9579 Рік тому +5

    ২০২৩ এএসে ২০০০ সালের সমস্ত স্মৃতি মনে পড়ে গেল! কত আশা, কত স্বপ্ন ছিল এই দুটি চোখে কোনটাই পুরন হলো না❤

  • @rezaulkarim2188
    @rezaulkarim2188 3 місяці тому +1

    ❤সায়েরা..❤
    সত্যিই বুঝতে পারনি কতটা ভালোবাসি তোমায়। আমাদের প্রেম এদের মতই না দেখেই হয়েছিল। এমন ঐশ্বরিক ভালোবাসাকে এভাবে অপমান না করলেও পারতে। হয়তো জীবনও বেলার শেষ প্রান্তে তোমার বিবেক তোমাকে সেটা বুঝাতেও পারে। সে অপেক্ষায় রইলাম। ভালো থেকো সবসময়। R.K.

  • @rehanasultanapanna6195
    @rehanasultanapanna6195 7 місяців тому +2

    একটা গানে এতো প্রেম🥰
    এ জীবনে যেন আসে এমনও স্বপ্নের দিন।

  • @Abdulla_khan
    @Abdulla_khan 7 місяців тому

    সোনালী দিনের গান এমন গান শুনলে নিজের অজান্তেই সুর ধরে মাথা দোলাতে দোলাতে তুরি বাজাই....... আহ্....

  • @Achar_Parbon
    @Achar_Parbon 3 місяці тому +1

    একদিন স্বপ্নের দিন
    একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
    একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
    এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
    একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
    এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
    সেই ভাবনায়, ভাবি মনে হয়
    দু'টি নয়নেতে ঘোর বর্ষা নামে
    সেই ভাবনায়, ভাবি মনে হয়
    দু'টি নয়নেতে ঘোর বর্ষা নামে
    আসে না ফাগুন, মনেতে আগুন
    আসে না ফাগুন, মনেতে আগুন
    এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়
    কাটেনা আর দিন
    একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
    একদিন স্বপ্নের দিন
    একদিন হঠাৎ হাওয়া
    থামিয়ে আসা যাওয়া
    প্রশ্নের জাল বুনে
    শুরু হয় চাওয়া-পাওয়া
    আজ শুধু পথ চাওয়া
    বিরহের গান গাওয়া
    ভাবনার নদী বুকে
    উজানেতে তরী বাওয়া
    শুধু সেই গান ভোলে অভিমান
    চোখে অকারণ, ঘোর বর্ষা নামে
    শুধু সেই গান ভোলে অভিমান
    চোখে অকারণ, ঘোর বর্ষা নামে
    আসে না ফাগুন, মনেতে আগুন
    আসে না ফাগুন, মনেতে আগুন
    এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়
    কাটেনা আর দিন
    একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
    একদিন স্বপ্নের দিন
    যদি এ পথ ধরে
    আমার এ মনের ঘরে
    চিঠি হয়ে অগোচরে
    আসে কেউ চুপিসারে
    চাঁদের ঐ আলো হয়ে
    আসো মোর ভাঙা ঘরে
    দেখা যায়, যায়না ছোঁয়া
    যেন গান চাপা স্বরে
    শুধু সেই গান ভোলে অভিমান
    চোখে অকারণ, ঘোর বর্ষা নামে
    শুধু সেই গান ভোলে অভিমান
    চোখে অকারণ, ঘোর বর্ষা নামে
    আসে না ফাগুন, মনেতে আগুন
    আসে না ফাগুন, মনেতে আগুন
    এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়
    কাটেনা আর দিন
    একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
    একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
    এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
    সেই ভাবনায়, ভাবি মনে হয়
    দু'টি নয়নেতে ঘোর বর্ষা নামে
    সেই ভাবনায়, ভাবি মনে হয়
    দু'টি নয়নেতে ঘোর বর্ষা নামে
    আসে না ফাগুন, মনেতে আগুন
    আসে না ফাগুন, মনেতে আগুন
    এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়
    কাটেনা আর দিন
    একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
    একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
    এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
    এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন

  • @maoludamow291
    @maoludamow291 Рік тому +3

    ছোটবেলায় বিটিভিতে এই সিনেমা দেখে অসম্ভব ভালো লাগা শুরু হয় সব গানগুলো রেডিওতে যখনি হতো খুব আগ্রহ নিয়ে শুনতাম এখনো শুনি অসম্ভব সুন্দর ❤

  • @sayonikhan7967
    @sayonikhan7967 5 місяців тому +1

    ❤ Nachiketa for this excellent creation

  • @rainbowrashni15August2k2
    @rainbowrashni15August2k2 2 місяці тому

    আমরা উন্নতি আর পরিবর্তন করতে গিয়ে হারিয়েছি বাংলার অপরুপ সৌন্দর্য। কেনো জানি এখনো সেই ২০১০ সালের আগের বাংলাদেশ কেই আমি মিস করি।

  • @AnayetKarim-e4f
    @AnayetKarim-e4f 17 днів тому

    হঠাৎ বৃষ্টি সিনেমার গানগুলো যে কি ভালো লাগে তা বুঝানো যাবে না। সোনালি অতীত হারিয়েছি। তবুও গানগুলো শুনলে স্মৃতিময় সোনালি অতীতে ফিরে যাই।

  • @MdBapparaj-u5z
    @MdBapparaj-u5z 7 місяців тому +24

    2024 সালে এসেও কে কে এই গানটি শুনছেন লাইক দিন

  • @mdfaruk86t
    @mdfaruk86t Рік тому +14

    অনেক দিন পর গান টা শুনে সেই আগের দিনের কথা মনে পড়ে গেল

  • @trokibprodhan8002
    @trokibprodhan8002 Рік тому +13

    পোস্ট বক্সে রেখে গেলাম, আমার এই পোস্ট, আজকের এই দিনে আমি সিটিজি তে, সারাদিন অনেক বৃষ্টি হচ্ছে,২০২৩-৮-৬,,৪:১০পিএম,হঠাৎ বৃষ্টি মুভির এই গানটা শুনে গেলাম, কেউ যদি কমেন্ট বক্সে এসে আমার কমেন্টে লাইক করে, আমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে আমি আবার শুনব এই গানটি🤔❤️🇧🇩

  • @RiponMia-pr7vs
    @RiponMia-pr7vs 4 місяці тому +1

    এ গান গুলো ছোটবেলায় রেডিওতে রেডিও শুনতে পেতাম, এখন অনেক মিস করি দিনগুলো 😂❤❤

  • @Joy-kz4qd
    @Joy-kz4qd 26 днів тому +2

    ২০২৪ অক্টোবর ৩১ তারিখে পরে কে কে আসছেন শুনতে সারা দেন 🙏

  • @Composed_Soul
    @Composed_Soul 10 місяців тому +6

    Magical song. Never gets old 🎉

  • @piashbhoomik826
    @piashbhoomik826 Рік тому +2

    অনেক ছোট বেলায় গানটি শুনেছিলাম আর আজ সকালে আবারও শুনলাম, কেন যানি তুমায় খুব মনে পরছে,

  • @mdharunorrashid9053
    @mdharunorrashid9053 3 роки тому +5

    ভালো লাগে কাল ইদ ১৪/০৫/২১ সাল বৃহস্পতিবার রাত ৯.৩০ মিনিটে শুনলাম অনেক মজা লাগে

  • @RobinJiopa
    @RobinJiopa День тому

    অসাধারণ গান অনেক ভার শুনছি এখনো মাজে মাজে শুনি❤❤❤

  • @mehedishahriar
    @mehedishahriar 7 місяців тому +2

    This song is making me nostalgic for time I never had, people I never met and feelings I never felt.

  • @halimsharker2686
    @halimsharker2686 27 днів тому

    ১৯৯৮ সালে আমার জন্ম হয়েছে। আর এই সময়ে আমার গানটা ভালো লাগে। আগে যারা চলচিত্র নির্মাতা ছিল তারা সত্যিই প্রশংসার দাবিদার।

  • @firefly3253
    @firefly3253 9 місяців тому

    Koto boro hoyr gesi amra! Keno ke jane... ahare, shomoy gula💜

  • @MDSalinMollik
    @MDSalinMollik 3 місяці тому +15

    ২০২৪ কে কে শুনছেন?

  • @shahadatanirban3924
    @shahadatanirban3924 4 місяці тому +6

    আমার জন্মের অনেক আগের গান কিন্তু ২০২৪ সালেও এসেও আমি এই গান শুনি খুব ভালো লাগে। কেউ লাইক দিলে আবার এসে শুনবো

  • @TamannajahanTamanna-i7u
    @TamannajahanTamanna-i7u Рік тому +1

    আমার জন্ম ১৯৯৮,,,সিনেমাটা হয়তো তার আগেই হয়েছে কিন্তু জানি না কেন এই সিনেমাটা আমার জীবনের সেরা সিনেমা,,,, পুরানো কখনো পুরানো হয় না,,, নতুনের ভীড়ে পুরানো সেরা থাকবে যুগে যুগে,,,, ❤❤❤

  • @sojitsojitdas2802
    @sojitsojitdas2802 4 місяці тому +1

    Class five sunchilmmm..r ekon 37 ....life ta chole jachee...but ai gaan gulu kokono jabe na

  • @সবুজপৃথিবী-জ৩ড

    আমার মনে হয় এটাই প্রথম ফেরদৌস আহমেদের প্রথম ছবি দেখেছি. হটাৎ বৃষ্টি কেনো না আমি অনেক ছোট বেলায় দেখছিলাম. অভিরাম ভালোবাসা এই সব গানের প্রতি ❤️🙏🙏

  • @MH-Y30
    @MH-Y30 4 місяці тому

    এই কালজয়ী গানটিতে কোটি কোটি বছর পরেও দর্শক-শ্রোতা খুঁজে পাবেন বিনোদনের নিখাঁদ উপাদান।
    জীবনানন্দ প্রেমীরা অভিনেত্রী প্রিয়াংকার চোখে পাবেন পরম প্রশান্তির উৎস পাখির নীড়।

  • @islamerpothe00
    @islamerpothe00 11 місяців тому +1

    কতবার যে এই গানের জন্য রেডিওর অনুরোধের আসরে চিঠি লিখছি সেটা এখন মনে পড়ে

  • @rezwanulhaque1887
    @rezwanulhaque1887 Рік тому +1

    বিটিভির রুপালি পর্দার একটা অনুষ্ঠানে দেখেছিলাম গানটি তখন থেকেই গানটি আমার খুবই প্রিয়।এত শুনি তবুও মন ভরেনা

  • @MehediHasan-fb2js
    @MehediHasan-fb2js 8 місяців тому

    হাইস্কুলে পড়ার সময়, ২০০৫ সালে হবে হইত, সিনেমাটা দেখেছিলাম।। অসাধারণ গান।। ❤
    ১৮ বছর পার হয়ে গেলো।।

  • @Rifatbhuiyan-sv4yu
    @Rifatbhuiyan-sv4yu 8 місяців тому +2

    আজ ২০২৪ সালে এসে আবার শুনে গেলাম 😊 আগে বড় বোনেরা মোবাইলে শুনতো তখন ভালো লাগতো না বিরক্ত লাগতো আর এখন গানটা যতই শুনি ততই ভালো লাগে সত্যি এ-ই গানটা মনে হয় কোন দিন পুরোনো হবে না সৃতি রেখে গেলাম কেউ যদি একটা লাইক দিয়ে মনে করিয়ে দেয় তাহলে নোটিফিকেশন পেয়ে আবার শুনে যাব

  • @mdnahidhasan7465
    @mdnahidhasan7465 3 місяці тому +3

    ২০২৪ সালেও গানটা শুনছি

  • @RabbiMondol-m1b
    @RabbiMondol-m1b 4 місяці тому +4

    ২০০৩ সালে জন্ম নেয়া আমি আপনাদের কমেন্ট পড়ে চোখ দিয়ে পানি পড়ে গেল,, আপনাদের অতীত কত সুন্দর ছিলো😰😰 আমরা একটু অনুভব করেছি হয়তো,, কিন্তু এখন কি যুগে আসলাম, না পারি মরতে না পারি সইতে😭

  • @MdIslam-g1m
    @MdIslam-g1m Рік тому +6

    ১৯৯৮ সালে নানার বাড়িতে রোজার ঈদের দিন ছবিটি দেখিছি পরিবারের লোকজন সাথে অনেক আনন্দের অনুভূতি হয় গানটি শুনি আর ছোট বেলার দিনগুলো অনুভব করি ফিরে যদি আসত রঙিন দিনগুলো 😢😢😢

  • @padyricemill980
    @padyricemill980 Рік тому +2

    এই গানটির অনুপ্রেরণাতে আমরা কয়েকজন বন্ধু মিলে ✑ কলমবন্ধু করতে শিখি।ওফ! সেই সব দিন। ছবির শেষ পর্যায় গিয়ে নায়কনায়িকার মিলের দৃশ্য সব মিলিয়ে এক অস্থির অবস্থা, ১৯৯৮-৯৯-২০০০ ইশ আর একবার যদি ফিরে পেতাম সেই দিন গুলো।

  • @jasekarose5014
    @jasekarose5014 10 місяців тому +3

    কিছু গান কোনো দিন পুরনো হয় না❤

  • @bdvloggerafrozaparvin6897
    @bdvloggerafrozaparvin6897 4 місяці тому +1

    এই ছবি যখন মুক্তি পায় তখন আমার বয়স ছয় বছর এখন আমার পরিণত বয়সে এই গানটা শুনতেছি এর আগে ও বহুবার শুনেছি |

  • @sanjidmahmud1550
    @sanjidmahmud1550 8 місяців тому

    শুধু দেখি আর সেই পুরনো দিন গুলোকে মনে করি যখন মা -বাবা সবার সাথে BTV তে দেখতাম , সেই অনুভুতি হয়ত এখন প্রকাশ করার মত না , যারা সেই সময়ের তারা ত জানেন 🥺

  • @nilabir7593
    @nilabir7593 Рік тому +251

    2023 সালে কারা শুনছেন?👍

  • @Mithunmondal-l8y
    @Mithunmondal-l8y Місяць тому +1

    Very nice❤❤❤❤❤❤❤❤

  • @mdarifulislam4551
    @mdarifulislam4551 Рік тому +5

    আজ ১৩ ডিসেম্বর ২০২২,, গাড়িতে বসে শুনতেছি,, ছবিটি কত বার দেখছি জানা নেই।

  • @SuJaNIsLaM-e3y
    @SuJaNIsLaM-e3y 9 місяців тому +19

    2025 এর জন্য কমেন্ট করে গেলাম , হঠাৎ কেও এসে লাইক দিবে আর আবারো গানটি শুনতে আসবো 🥰🥰🥰💔🥀

    • @MdAzim-c4l
      @MdAzim-c4l Місяць тому

      ok, 💚💚💚🤦‍♂️🧑‍🦰🧑‍🦰🧑‍🦰

  • @mahadibinsultan
    @mahadibinsultan 28 днів тому

    পৃথিবীর সেরা একটা সময় হলো ৮০ এর দশক। এসব গান গুলো মনে খুব দাগ কাটে।

  • @likhanbiswas
    @likhanbiswas 5 місяців тому +1

    আমার একটা খুব প্রিয় গান💘💘
    খুব সুন্দর একটা মুভি 🌹🌹

  • @nahidnobojibon
    @nahidnobojibon 4 місяці тому

    এই সিনেমার ৩ টা ভিডিও গান পেয়েছি আপনার চ্যানেল থেকে। বেষ্ট কোয়ালিটি। বাকি গানগুলো দয়া করে দিয়ে দিবেন।

  • @ArifIslam-tl1sn
    @ArifIslam-tl1sn Рік тому +1

    মোন যোরানো একটা গান। এক কথায় অসাধারণ একটা গান

  • @junnorainprionty1031
    @junnorainprionty1031 3 роки тому +1

    Just wow🤩 shb somoi e valo lage 😇

  • @bannaislam8465
    @bannaislam8465 Місяць тому

    তখন আমার বয়স ৬ বছর।।কিন্তু আমি বড় হয়ে দেখেছি মুভিটা অনেক ভালো লেগেছে।