Tomar Akash Duti Chokhe II Luipa II Seylon Music Lounge

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 4,8 тис.

  • @for-smile-creation
    @for-smile-creation Місяць тому +205

    কখনো কেউ যদি আমার এই কমেন্টে রিয়াক্ট দিয়ে সরণ করিয়ে দেয় তবে গানটা আবারও শুনে নিবো....🌸🖤

    • @LipikaGhosh-m1v
      @LipikaGhosh-m1v 26 днів тому +8

      Ok 😊

    • @ShirajumMunira-vz9wb
      @ShirajumMunira-vz9wb 26 днів тому +2

      শুনে নিন

    • @AkramTrading-q3u
      @AkramTrading-q3u 25 днів тому +2

      🎉

    • @RsShorna-n9e
      @RsShorna-n9e 25 днів тому +4

      আপনার কমেন্টা পরে ভাবলাম আবার আপনাকে মনে করিয়ে দেই গানটা শোনার জন্য ☺️☺️☺️

    • @snigdhamistry2733
      @snigdhamistry2733 24 дні тому +1

      😊😊😊

  • @subratapatra5441
    @subratapatra5441 2 роки тому +188

    ভাগ্গিস বাঙালি হয়ে জন্মেছি
    নাহলে হয়তো অর্থ টাই বুঝতে পারতাম না,
    আবার নতুন করে নব প্রজন্মের কাছে নব রূপে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।
    আপনাদের প্রচেষ্টা কে অনেক অনেক অভিনন্দন জানাই,,যাতে আপনাদের প্রত্যেক প্রচেষ্টাই আগামী দিনে সফল হয়।
    Seylon music কে জানাই অনেক অনেক ধন্যবাদ।

  • @ahammadali247
    @ahammadali247 2 роки тому +2850

    তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হতো না প্রিয়😊স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার ও শুনতে আসবো গানটা 🙂

  • @SayanBiswas-k4i
    @SayanBiswas-k4i 10 годин тому +2

    আমি 2025সালে গানটা শুনছি❤ কেউ যদি কমেন্ট করে মনে করিয়ে দেয়, তাহলে আবার গানটি শূনে নেবো❤

  • @milonsamadder7004
    @milonsamadder7004 9 місяців тому +62

    বাহ! কি চমৎকার গান। মন জুড়িয়ে যায়।

  • @HabibaNasrin-cq3ys
    @HabibaNasrin-cq3ys 9 місяців тому +121

    এই গানটা শুনলে অন্যরকম একটা ফিলিংস আসে,,, আজ থেকে দুই বছর আগে প্রথম শুনেছিলাম,,, আমার বয়ফ্রেন্ড পাঠিয়েছিলো,,, ভেসে ওঠে সেই স্মৃতি গুলো ❤❤❤❤❤❤❤❤

    • @kaziimtiazahammad1928
      @kaziimtiazahammad1928 9 місяців тому +6

      Dear Sister where are you from?

    • @mdalihossainripon2703
      @mdalihossainripon2703 4 місяці тому +5

      Hi

    • @Moinulislam2202
      @Moinulislam2202 3 місяці тому

      😢t? totctyrwevzd fbadd😢😢😢😢😢ttt😢t😢t😢😢😢 tttt 😢t😢😢😢😢😢😢ttt😢😢t😢😢😢😢😢😢t😢t😢😢ttt😢t😢😢 ttt ttttt😢😢😢ttttt😢😢😢😢😢@@kaziimtiazahammad1928😢

    • @MdMizan-be4bx
      @MdMizan-be4bx 3 місяці тому +4

      Tai

    • @swarupdas967
      @swarupdas967 3 місяці тому

      ​@@kaziimtiazahammad1928❤❤❤❤❤❤❤❤ ki ki❤W❤❤❤a❤❤❤❤w❤❤❤❤❤ww❤w❤ ar❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤a❤❤q❤❤❤❤a❤ AA❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ki❤❤

  • @senha4369
    @senha4369 Рік тому +166

    জন্ম থেকে শুনছি,অথচ আজও নতুন লাগে,আহ্ বাংলা! গান,বার বার শুনতে ইচ্ছে হয়।❤

  • @amardas-un9iz
    @amardas-un9iz 4 дні тому +2

    আমি প্রথমে ভেবেছিলাম নির্মলা মিশ্র গাইছে। পরে যখন মোবাইলে দেখলাম অনেশ্বা গাইছে। দারুন দারুন। আমার আশীর্বাদ র‌ইলো জীবনে আরো উন্নতি কর মারে।

  • @mdmehedihasan4362
    @mdmehedihasan4362 2 роки тому +422

    তোমার আকাশ দুটি চোখে,
    আমি হয়ে গেছি তারা (x2)
    এই জীবন ছিল,
    নদীর মতো গতিহারা
    এই জীবন ছিল,
    নদীর মতো গতিহারা, দিশাহারা
    ওগো তোমার আকাশ দুটি চোখে,
    আমি হয়ে গেছি তারা
    ওগো তোমার আকাশ দুটি চোখে,
    আমি হয়ে গেছি তারা।
    আগে ছিল শুধু পরিচয়,
    পরে হলো মন বিনিময় (x2)
    শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়,
    শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়।
    আজ যখনই ডাকি,
    জানি তুমি দেবে সাড়া
    এই জীবন ছিলো,
    নদীর মতো গতিহারা, দিশাহারা
    ওগো তোমার আকাশ দুটি চোখে,
    আমি হয়ে গেছি তারা
    ওগো তোমার আকাশ দুটি চোখে,
    আমি হয়ে গেছি তারা।
    গানে নতুন করে এলো সুর,
    এ যেন আগের চেয়ে সুমধুর (x2)
    নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর,
    নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর।
    বয়ে চলেছে যে তাই,
    ভালবাসার একধারা।
    এই জীবন ছিলো,
    নদীর মতো গতিহারা, দিশাহারা।
    ওগো তোমার আকাশ দুটি চোখে,
    আমি হয়ে গেছি তারা
    ওগো তোমার আকাশ দুটি চোখে,
    আমি হয়ে গেছি তারা,
    আমি হয়ে গেছি তারা।
    হম ম ম. . .আমি হয়ে গেছি তারা
    আ আ আ. . .আমি হয়ে গেছি তারা।

  • @ashisdas1474
    @ashisdas1474 Рік тому +41

    অনুগ্রহ করে পুরোনো গানের এই উপস্থাপনা চালিয়ে যান. অপূর্ব.

  • @subhas4699
    @subhas4699 3 роки тому +1873

    ভাগিস বাঙালি হয়ে জন্মেছি না হলে এই গান গুলি মিস করতাম

  • @RajuMondal-dh9rd
    @RajuMondal-dh9rd 25 днів тому +11

    কে কে 2025 এ গানটা শুনছো ?❤

  • @aponroy1940
    @aponroy1940 Рік тому +148

    মিস করতেছি তোমাকে ❤খুব ভালোবেসেছিলাম ভাবি নেই যে এভাবে চলে যাবে , সৃতি হিসেবে রেখে গেলাম কেও লাইক করলে আবার নোটিফিকেশন পাবো তখন গান টা শুনবো

  • @Autopsy_of_ENGLISH_with_Sem
    @Autopsy_of_ENGLISH_with_Sem Рік тому +291

    একটা কমেন্ট রেখে গেলাম স্মৃতি হিসেবে। যখন এই ছোট্ট মানুষটির কমেন্ট টি কারো চোখে পড়বে ও একটা লাইক দিয়ে যাবে আমার ফোনে তখন একটা নোটিফিকেইশন বেজে উঠবে, সেটা দেখে হলেও আমি একবারের জন্যে গানটি শুনে যাব। যতদিন বেঁচে থাকব আর চোখের দৃষ্টির সাথে শ্রবণ শক্তি সচল থাকবে।..... ❤️

    • @mosfiquzzamanmiju1488
      @mosfiquzzamanmiju1488 Рік тому +8

      কপি পেস্ট মারার আগে দেখে নেবেন গান টা রোমান্টিক গান নাকি বিরহের গান।
      আপনার কমেন্ট অনুযায়ী গান টি বিরহের, কিন্তু গান টি তো রোমান্টিক 😂

    • @Autopsy_of_ENGLISH_with_Sem
      @Autopsy_of_ENGLISH_with_Sem Рік тому

      ছাগলের ৩ নাম্বার বাচ্চার আবির্ভাব দেখে আশ্চর্য.... ভাই ছাগলের ৩ নাম্বার বাচ্চা, আমি কি বিরোহী মানুষ নাকি যে স্মৃতি রেখে যাব বিরহের গানে। গানটা ভালো লাগে তাই শুনি, আর সেজন্যে কমেন্ট করছি।
      আর তোর মত ছাগলের তিন নম্বর বাচ্চা এসে বলে কপি পেস্ট করছি।
      আরে আগে লেখার অর্থ বুঝবি তারপর কাউকে নিয়ে কিছু বলবি।
      তুই বাংলা অর্থ না বুঝেই ছাগলের তিন নম্বর বাচ্চা নামক উপাধি নিয়ে গেলি। লজ্জা আর পরিবারের সম্মান থাকলে ভুল ভাল রিপ্লাই দিয়ে নিজেকে জারজ প্রমাণ থেকে বিরত থাকিস। এমনভাবে ফলতাম না, না বুঝে রিপ্লাই দেয়ার জন্য সামান্য উপহার দিয়ে গেলাম।
      এটাও স্মৃতি হয়ে থেকে যাবে।
      যতবার কেউ লাইক কমেন্ট করবে ততবার তোর মত আবাল আর ছাগলের তিন নম্বর বাচ্চার কমেন্টও দেখে যেতে পারব।
      জারজ সন্তান হয়ে জন্ম নিয়ে থাকলে আবার রিপ্লাই দিবি আবার গালি খাবি, তবে পরেরবার এমন গালি দিব তোর পরিবারের কাউকে বাদ দেব না।
      অতএব রিপ্লাই না করে চুপচাপ পড়ে চলে যা। এতে বুঝতে পারব তুই ভদ্র আর কমেন্টের রিপ্লাই টা তুই কপি পেস্ট করছিস না পড়ে।।।। ।।।।

    • @NoyienMira-dt3fp
      @NoyienMira-dt3fp Рік тому +3

      We

    • @ashistalukder5130
      @ashistalukder5130 Рік тому +2

      ❤❤❤

    • @PriyankaDas-r5e
      @PriyankaDas-r5e 11 місяців тому +1

      ❤❤❤❤

  • @AbdusSalam-qi4cz
    @AbdusSalam-qi4cz 2 роки тому +873

    ২০২৩ এ আমার মতো গানটি কে কে শুনছেন তাঁরা শুধু লাইক দিন

  • @amirulislam8975
    @amirulislam8975 6 місяців тому +255

    2024 এ এই গান টি যারা শুনছেন তারা লাইক দিয়ে যাবেন যাতে আবার গান টি শুনতে পারি

    • @beparielectronicandfurnitu6531
      @beparielectronicandfurnitu6531 4 місяці тому +1

      যে পর্যন্ত জীবিত থাকবো সালের দরকার নেই যাদু মাখা এই গান না শুনে কি পাড়া যায় যতোই শুনি ততই আরো শুনতে মন চায়

    • @RathinKarmokar-l4f
      @RathinKarmokar-l4f 4 місяці тому +1

      আমি

    • @RathinKarmokar-l4f
      @RathinKarmokar-l4f 4 місяці тому

      ua-cam.com/play/PLf3BSGNFT0QvXFBtmup2Y1TQV2sgyEfaR.html&si=iKD7GwLHRtUzhKco

    • @India-n5y
      @India-n5y 3 місяці тому +1

      17oct2024 mot Kato bar sunechi amar mone nei tabe ganta puro mukhosto hoye geche😊😊😊😊😊😊

  • @jsk53328
    @jsk53328 Рік тому +255

    2024 এ এসেও যারা গানটি শুনতেছেন লাইক দেন ❤

  • @mdalamgirhossain9011
    @mdalamgirhossain9011 9 місяців тому +35

    মানসিক তৃপ্তি পাওয়ার মতো অসাধারন একটি গান। গায়িকা চমৎকার গেয়েছেন।

    • @MrChef-z3u
      @MrChef-z3u Місяць тому +1

      Right 😢😢😢

  • @amulyaghosh4277
    @amulyaghosh4277 14 днів тому +2

    নতুন প্রজন্মের কাছে নতুন করে এই গানটাকে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ 🙏🙏

  • @Mr.Pabnaff
    @Mr.Pabnaff Рік тому +51

    ২০৫০ সালের জন্য কমেন্টটা রেখে গেলাম । যারা গানটা শুনতে আসবে । অব্যসই একটা লাইক দিবে❤❤❤

  • @tasmirripon2461
    @tasmirripon2461 Рік тому +198

    মনে পরে গেলো সেই পুরনো স্মৃতি,,,,, কেউ লাইক দিলে আবারও শুনতে আসবো এই গানটা

  • @madinakabasharifmtv
    @madinakabasharifmtv 10 місяців тому +32

    তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা শোনা হতোনা প্রিয়। স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে যখন মানুষ গানটি শুনতে আসবে তখন লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি বারবার শুনতে আসব প্রিয় গানটা❤❤

  • @biswajitpaul-ky9wx
    @biswajitpaul-ky9wx 7 місяців тому +11

    যিনি গল্পটা পাঠ করেছেন শুধু তার বাচন ভঙ্গী শুনে মনে হলো যে তিনি কাউকে সর্বদাই ধমকে চলেছেন। সম্পূর্ণ গল্পঃ পাঠ করা পর্যন্ত এই ত্রুটি টুকু ছিল। কিন্তু বাকিটা অসাধারন উপস্থাপন ছিল। আপনাদের প্রয়াস এইভাবে বজায় থাকুক। আর আমাদের মত শ্রোতাদের ক্রমশ আনন্দ প্রদান করুক।

  • @sabinaafrozkitchen
    @sabinaafrozkitchen Рік тому +7

    গানের লাইনটা অসম্ভব সুন্দর ❤❤❤

  • @NaimForazi-j4f
    @NaimForazi-j4f Рік тому +118

    এই গানগুলো মানুষের হৃদয়ে হাজার বছর বেঁচে থাকুক।

  • @DHUMketu90
    @DHUMketu90 7 місяців тому +72

    👉 মানুষ প্রেমে পড়লে গান শুনে, আর বিচ্ছেদ হলে গানের অর্থ বুঝে। 👍

  • @redoanolhoque6630
    @redoanolhoque6630 2 роки тому +54

    সারাজীবন এই গানগুলো প্রিয় হয়ে থাকবে 🥰🥰

  • @murshedaakter3486
    @murshedaakter3486 11 місяців тому +121

    ২০২৪ সালে শুনতেছি, খুব সুন্দর গানটি❤❤❤

    • @sojoniakter7042
      @sojoniakter7042 8 місяців тому +1

      আমি ও

    • @sojoniakter7042
      @sojoniakter7042 8 місяців тому +1

      আপনি কি ভালো আছেন ও কি করেন আর বাড়িটা কোথায় ❤❤

  • @sanjaysen5206
    @sanjaysen5206 3 роки тому +13

    Seylon Tea এর পক্ষ থেকে আজ অনবদ্য উপস্থাপন।👏👏👏
    এমনিতেই এই গানটি আমার প্রিয় গানগুলোর মধ্যে একটি। আজ লুইপা কাঁপিয়ে দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ।

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 3 роки тому +1

      অনেক ধন্যবাদ 🙏❤️

    • @anayetandroid4037
      @anayetandroid4037 3 роки тому

      @@LUIPAOFFICIAL Valo gaisen ? Amader kono ekta program e apnake invite korbo, from zp gaibandha

    • @n.santra3585
      @n.santra3585 Місяць тому

      Thank you

  • @jan-florinzamfiroiu5088
    @jan-florinzamfiroiu5088 2 місяці тому +4

    One of my Favorite Video Song from This Excellent Label Seylon Music Lounge......(!) Respect from France.....!

  • @MdJahangir-ep9ky
    @MdJahangir-ep9ky 2 роки тому +550

    2022 এ এসেও এখনো যারা এই গানটা শুনছেন তাদের জন্য আমার অবিরাম ভালোবাসা ❤️❤️🌹

  • @sabikulnahar8586
    @sabikulnahar8586 Рік тому +10

    আহ যেমন গান তেমনই কন্ঠ সব মিলিয়ে অসাধারণ ❤️❤️

  • @mujibK
    @mujibK 2 роки тому +50

    দারুন চমৎকার পরিবেশনা। একদম পুরোনো দিনগুলোতে নিয়ে যায়। কন্ঠশিল্পীর পাশাপাশি যন্ত্রশিল্পীদের নামগুলোও জানতে চাই। সবাই খুবই সুন্দর কাজ করছে, প্রতিটা গানেই।

    • @tanjiaakter7332
      @tanjiaakter7332 2 роки тому +1

      Guitarist cheletar nam Bishal.. O amr frnd er husband hoi

  • @Learningpathshala7
    @Learningpathshala7 18 днів тому +12

    2025 এ এসে কে কে শুনছো?

  • @anindyabakshi2010
    @anindyabakshi2010 3 роки тому +7

    দারুণ দারুণ দারুণ ❤️❤️❤️❤️
    অসংখ্য ধন্যবাদ আপনাদের উপহার দেবার জন্য

  • @md.tohaislam372
    @md.tohaislam372 2 роки тому +437

    এই গানগুলো যারা শুনে তারাও এক ধরনের বিশেষ মানুষ।❤️❤️❤️❤️

  • @RakibulIslam-sz7mg
    @RakibulIslam-sz7mg 3 роки тому +26

    রিলিজ হওয়ার একদিন পর গানটি শুনতে হচ্ছে বলে দুঃখ হচ্ছে। মিষ্টান্নের স্বাদ যে জিহ্বা ছাড়া কান দিয়েও নেয়া যায়, লুইপার কন্ঠ তার জলন্ত প্রমাণ।

  • @belayethossain7664
    @belayethossain7664 День тому

    এটা অনেক ভালো মনুষ কিনতু এটা কে

  • @mdhasemali28
    @mdhasemali28 11 місяців тому +18

    তুমি আছো আজো আমার মনের মাঝে । তোমায় না পাওয়ার বেথা এখনো আমায় কাদায়।।।।খুব ভালোবাসি তোমায়,,,,,যদি কখনো আমার এই লেখা তোমার চোখে পড়ে তাহলেতো একবার আমার কথা তোমার মনে পড়তে পারে। এটাই আমার শান্তি,,,,,, ভালো থাকুক সবার প্রিয় মানুষ।।।।।।।। 😢❤

  • @dipakdas7346
    @dipakdas7346 2 роки тому +327

    বাঙালী হয়ে জন্মেছি বলেই জীবনে অনেক অনেক ভালো কিছু উপলব্ধি করতে পারছি🌷🌷বাঙালি না হলে এত সুন্দর গানের অর্থই বুঝতাম না❤️❤️আমি একদিন থাকবোনা কিনতু আমার লেখা কমেন্ট থেকেই যাবে✍️

    • @hillncer1
      @hillncer1 2 роки тому +9

      বেশ ভালোই কবি কবি ভাব আপনার ভেতরে :)

    • @sabujsen9498
      @sabujsen9498 2 роки тому +6

      আহারে

    • @m.a.quashem1989
      @m.a.quashem1989 2 роки тому +2

      Dipak Das, Apnar upoloddhi ekdom shathik.Bhalo Thakben.

    • @ComputerVisionR
      @ComputerVisionR 2 роки тому +4

      onek valo bolesen

    • @bonnamondal2594
      @bonnamondal2594 2 роки тому

      ua-cam.com/video/fNuNlcavcRE/v-deo.html

  • @জলছবিনয়ন
    @জলছবিনয়ন 3 роки тому +11

    ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা😍😍অসাধারণ কণ্ঠের সাথে কালজয়ী গান💝

  • @abirghosh-s3r
    @abirghosh-s3r 7 місяців тому +1

    Really great presentation ♥️

  • @ranilata-j4s
    @ranilata-j4s Рік тому +4

    অসাধারণ

  • @pagla0306
    @pagla0306 2 роки тому +13

    কি অপূর্ব সমধুর সৃতির মণিকোঠায় এই গান। লুইপা আর সঙ্গীরা চমতকার গেয়েছে। লুইপা র গলা দুলিয়ে গাওয়াটা মনে ধরেছে। আবারো শুনবো।

  • @rakeshdas4536
    @rakeshdas4536 11 місяців тому +221

    2024 কে কে শুনছো ❤❤❤❤

  • @joybramah1411
    @joybramah1411 7 місяців тому +2

    Hey stranger, your music taste is amazing

  • @akhiaktar3473
    @akhiaktar3473 9 місяців тому +12

    আমার মতো কে কে ২০২৪ সালে এই গানটি শুনতে এসেছো❤❤

  • @armansaidee
    @armansaidee Рік тому +7

    'সিলন টি' কে ধন্যবাদ এমন সুন্দর গান উপহার দেওয়ার জন্য

  • @banibratasaha6139
    @banibratasaha6139 2 роки тому +6

    আহা!! কি অসাধারণ গান। কন্ঠ অতুলনীয় । এই রকম গান সোনার জন্য অপেক্ষায় থাকলাম।

  • @nayansarkar0127
    @nayansarkar0127 2 місяці тому +11

    সুরটা এতোটা মিষ্টি, যে ভাষায় প্রকাশ করার মতো না
    আর নজরুলের লিখা অসাধারণ শব্দগুলো শিল্পীর কণ্ঠে শুধু মুগ্ধতা ছড়ালো।

  • @ranjurafiqul9675
    @ranjurafiqul9675 2 роки тому +34

    অসম্ভব সুন্দর একটি গান। লুইপা চমৎকার গেয়েছেন। ধন্যবাদ, শিল্পীসহ কলাকৌশলীদের।

  • @beparielectronicandfurnitu6531
    @beparielectronicandfurnitu6531 2 роки тому +33

    জীবনের প্রথম একটা শিল্পী পেলাম যে কিনা আসল শিল্পীকেও হার মানিয়েছে সত্যি অসাধারণ সুর সংগীত গলার টোন

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL Рік тому +1

      🙏

    • @beparielectronicandfurnitu6531
      @beparielectronicandfurnitu6531 11 місяців тому

      আপনার গলায় এমন কি আছে কেনো এই গান না শুনলে ঘুম হয় না কি যাদু মাখা মুখে এই গান গেয়েছিলেন আসল রহস্য টা কি

    • @parimalkrishnachowdhury7754
      @parimalkrishnachowdhury7754 8 місяців тому +1

      Right

  • @saptarshimajumdar1502
    @saptarshimajumdar1502 2 роки тому +10

    Saylon Tea কে আমার অনেক ভালোবাসা ভারত থেকে ❤🇮🇳 এরকম গান গুলির মূল সৌন্দর্য কে একদম সঠিক ভাবে সঠিক ভাবে প্রদর্শনের জন্য ❤ আরো অনেক উপহার এর আশা করছি 🌼

  • @mohonamohona2851
    @mohonamohona2851 9 днів тому +1

    অসাধারণ সুর ধন্যবাদ আপু

  • @MESGlobalit
    @MESGlobalit 2 роки тому +46

    "অসাধারণ একটা গান, আর আপনার মিষ্টি কন্ঠে সেটা আরো সুমধুর হয়েছে ।।।"

  • @mdmurad1867
    @mdmurad1867 2 роки тому +154

    এই গান গুলো কোন দিন পুরোন হবে না। চমৎকার গেয়েছেন, মাশাআল্লাহ।

    • @hilmikato169
      @hilmikato169 2 роки тому +1

      Abar, keu, keu kritodas hoye gache

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 2 роки тому

      ধন্যবাদ 🙏

    • @aahnafiya
      @aahnafiya 2 роки тому +6

      mashallah sob jaygay bola zay na

    • @ZakirHossain-gy5dd
      @ZakirHossain-gy5dd 2 роки тому

      @@aahnafiya Allah subhanahu ta'la give you "Hayat e taiyeeba ". In sha Allah.

    • @aahnafiya
      @aahnafiya 2 роки тому +1

      @@ZakirHossain-gy5dd you too

  • @md.shahadathossain8435
    @md.shahadathossain8435 2 роки тому +18

    মাহতিম সাকিব এর কন্ঠে প্রথম গান টা ♪ শুনেছিলাম , ভালো লেগেছিলো।
    বাট এখন লুইপা আপুর কন্ঠে শুনার পর মনে হচ্ছে বাংলা দেশে জন্মে সার্থক।
    তা নাহলে এমন মধুমাখা সুর মিস করতে হতো..
    Love u apu 🥰

  • @MarinaJahan-p8k
    @MarinaJahan-p8k 13 годин тому

    অসাধারণ গান, মন ছুয়ে যাওয়ার মতো। এই গানগুলো কখনই পূরনো হবে না ❤‍🩹❤‍🩹❤‍🩹

  • @rujinaakter3281
    @rujinaakter3281 Рік тому +27

    এই গান গুলো কখনো পুরনো হবার নয়।।যত শুনি ততই ভালো লাগে 😊😊

  • @Indranil111
    @Indranil111 2 роки тому +4

    যতই ভালো বলবো ততই কম হবে❤️
    ধন্যবাদ এতসুন্দর উপহার দেওয়ার জন্য।❤️

  • @mdsaifurrahaman2652
    @mdsaifurrahaman2652 2 роки тому +11

    আহারে লুইপা,,, আল্লাহর দেওয়া কন্ঠ কত মধুর💖💖💖

  • @AponDas-b1y
    @AponDas-b1y Місяць тому +5

    আসলে এই গান গুলে আমার মা বেশি শুনতো তাই তখন থেকে শুনি আরকি যদি কেউ লাইক দেই তাহলে আবার শুনতে আসবো😊

  • @jahidhasan4897
    @jahidhasan4897 3 роки тому +23

    আহা লুইপা,গান টির রিএরেঞ্জ পূর্নতা পেল আপনার জাদুকরী কোমল কন্ঠে। একটানা অনেকক্ষণ ধরে শুনতেছি

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 2 роки тому

      অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত করলেন এতো সুন্দর করে লিখে 🙏

  • @abdullatif886
    @abdullatif886 2 роки тому +71

    আজকের দিনটির স্মৃতি হিসেবে
    কমেন্ট টি রেখে গেলাম😘😇
    ২৫/০৫/২০২২
    😍😍😍

  • @blueskyksa7864
    @blueskyksa7864 2 роки тому +22

    মানুষ হারিয়ে যায়। কিন্তু থেকে যায়। তার কিছু কথা।আর রেখে যেতে পারে যদি কিছু অসাধারন গান।

  • @JahidulalamShamim-h5p
    @JahidulalamShamim-h5p 6 днів тому

    এ যেন ক‍্যাসেট প্লেয়ার ❤❤❤

  • @mahzarinnuzhat3163
    @mahzarinnuzhat3163 3 роки тому +11

    Ufffh amar priyo ekta gaan❤️ khub sundor hoieeche and seylon r cover dekhe vallagche!

  • @arpanmitra96
    @arpanmitra96 Рік тому +63

    আমি যে মেসে ভাড়া থাকতাম সেখানে মাসির ফোনের রিংটোন ছিল এই গানটা,, যখনই খিদে পেত রান্নার জন্য মাসি কে ফোন করতাম আর এই রিংটোনটা শুনতাম,, এখন এই গানটা যখনই শুনি মনটা আনন্দে ভরে উঠে❤❤❤

  • @dipakkundu2707
    @dipakkundu2707 3 роки тому +5

    Mon ta just vore galo, darun darun darun, onek valobasa roylo

  • @craftangle7843
    @craftangle7843 3 місяці тому +1

    শুভ্র ❤️❤️❤️❤️ তোমার জন্য আমাদের ভালোবাসা বেঁচে থাকুক আজীবন ❤️❤️❤️ Love You Dear❤️

  • @competitivechannel1476
    @competitivechannel1476 2 роки тому +6

    সত্যিই দিদি ভাই এর গলা টা এতো মিষ্টি .....অসাধারণ....❤️❤️❤️

  • @abhridoy566
    @abhridoy566 2 роки тому +108

    যাদের মধ্যে প্রকৃত ভালোবাসা আছে শুধু তারাই এসব গান শুনে

    • @Innocent1230
      @Innocent1230 2 роки тому +1

      একদম ঠিক বলেছেন
      আমি ভীষন ভালোবাসি এই রকম গান

    • @eibrahimeibrahim7781
      @eibrahimeibrahim7781 2 роки тому

      Anik besi valo basi

    • @shaimislam486
      @shaimislam486 2 роки тому

      হুম

    • @azminakhanam7210
      @azminakhanam7210 Рік тому +1

      ১২ বছর প্রেম তারপর বিয়ে দোয়া করিয়েন এখন ও এক সাথে আছি দু জন,,,,সারা জীবন এই ভাবে যেন পার করতে পারি

    • @hridoykhan7547
      @hridoykhan7547 Рік тому

      মনের কথা বলছেন ❤❤

  • @tanjimadnan3690
    @tanjimadnan3690 2 роки тому +10

    লুইপা আপু এই ধরনের গান শুনলে গ্রাম বাংলার কথা মনে পরে যায়। গান শুনলে মনটা অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু

  • @sumsislam1316
    @sumsislam1316 8 місяців тому +331

    ২০২৪ এসে কে কে শুনছেন

  • @tahminahuqe5673
    @tahminahuqe5673 Рік тому +15

    ঠিক কতো বার শুনেছি আর কতো বার শুনলে মন ভরবে আমার জানা নাই❤️❤️❤️

  • @komolroy3933
    @komolroy3933 Рік тому +9

    আহা😊
    গায়িকার গলার সুরে যেন মধু আছে❤️❤️
    অসাধারণ 😍😍

  • @sujonkhan3886
    @sujonkhan3886 Рік тому +5

    আজ যখন আমি এই গানটা শুনতেছি তখন আমার ভালোবাসার মানুষটা আমার পাশে আছে আর তাই হয়তো গানটা শুনতে এতো ভালো লাগতেছে, তাই বলতে ইচ্ছে করছে যে তোমাকে পেয়ে গেছি বলেই গানটা এতো ভালো লাগতেছে প্রিয় আর যদি কোন কারণে তোমাকে না পাইতাম তাহলে হয়তো এতো সুন্দর গানটার মর্ম কখনো বুঝতে পারতাম না।
    বেঁচে থাকুক সত্যি কারের ভালোবাসা গুলো পৃথিবীতে যুগ যুগ ধরে এই কামনাই করি।
    ❤️আল্লাহ হাফেজ ❤️

  • @ArjuSli
    @ArjuSli 10 днів тому

    ""ওগো তোমার আকাশ দুটি চোখে""" **❤❤আমি হয়েগেছি তারা ;"'"❤❤

  • @nafizfuad6045
    @nafizfuad6045 2 роки тому +13

    যতবার শুনি ততবার ই মুগ্ধ হয়ে যাই 🥰🥰

  • @hanjalabhuiyan7054
    @hanjalabhuiyan7054 2 роки тому +25

    এই গানটা শুনার পর কোথায় যেনো হারিয়ে গেলাম 🥰🥰আহ কি গানের গলা🥰

  • @MdRasel-sp8ey
    @MdRasel-sp8ey 2 роки тому +13

    গানটা শুনি আর আমার প্রিয় মানুষটাকে নিয়ে কল্পনায় কোথায় যেন হারিয়ে জায়💖💖💖

  • @BijoyBag-w9v
    @BijoyBag-w9v 22 дні тому +7

    2025❤ এ কে কে এই গানটা শুনছ ❤

  • @user-mb6gd3kk2em
    @user-mb6gd3kk2em 10 місяців тому +24

    মনটা খারাপ তাই গানটা শুনছি,,,খুব ভালো লাগে গানটা,,,2024 সালে কমেন্ট করে গেলাম

  • @mdmonnaf4630
    @mdmonnaf4630 Рік тому +7

    বাংলায় এত সু মধুর গান আছে বাহ অসাধারণ

  • @gayasamarasinghe845
    @gayasamarasinghe845 3 роки тому +117

    Beautiful song , I am from Sri Lanka and I love bagala songs. Congratulations and keep -up the good work .

    • @অগ্নিমিত্র
      @অগ্নিমিত্র 2 роки тому +3

      You are our ancestors also.Because you were migrated to srilanka 2500years ago from Bengal, according to Dipvamsa.

    • @gayasamarasinghe845
      @gayasamarasinghe845 2 роки тому +1

      @@অগ্নিমিত্র yes , you may be right . Some of words in our language pronounce same. Anyway I ❤ bagala songs very much.

    • @অগ্নিমিত্র
      @অগ্নিমিত্র 2 роки тому +1

      @@gayasamarasinghe845 bijaysimha was the king according to Buddhist text Dipvamsa and mahavamsa.His capital was sinhapur, after conquer Ceylon he renamed sinhala.Arujuna Ranatunga also said it in Calcutta in1996. Bengali and sinhali are ethnically brother.

    • @অগ্নিমিত্র
      @অগ্নিমিত্র 2 роки тому +2

      Samarasinghhe means lion of battle.
      Your ancestors were great warrior.
      Vandarnayaka means store keeper.

    • @gayasamarasinghe845
      @gayasamarasinghe845 2 роки тому +1

      @@অগ্নিমিত্র yes , we all one mother's sons and daughters , mother INDIA .

  • @MohammadIsmail-g8z
    @MohammadIsmail-g8z 2 місяці тому +11

    2024 এ এই গান টি যারা যারা শুনচেন তারা শুধু লাইক দিয়ে যান যাতে আবার শুনতে পারি ❤

  • @blackvoice7118
    @blackvoice7118 2 роки тому +27

    Her voice ❤️❤️❤️❤️
    But her expression is mind blowing.
    Love you❤️❤️❤️

  • @ghoshhirak
    @ghoshhirak 2 роки тому +66

    Hats off to the musicians, lovely rendering ♥️

  • @anamikatithi848
    @anamikatithi848 2 роки тому +9

    এই জিবন ছিলো নদীর মত গতীহারা,,,,,
    গানের লাইনটা অসম্ভব সুন্দর ❤️❤️❤️

  • @Binduthekeshindhu8109
    @Binduthekeshindhu8109 6 місяців тому +1

    এই রকম ধরনের লতা,আশা,আরতি, সন্ধ্যা,নির্মলা দিদিদের গান গুলি শুনতে চাই আপনার কন্ঠে, ভালো লাগবে। আপনার কন্ঠে এতো ভালো লেগেছে গানটি যে বারবার শুনি। অসাধারণ, মিউজিসিয়ান দাদারা। ধন্যবাদ *সেলন টি* কে

  • @tanmaymukherjee502
    @tanmaymukherjee502 2 роки тому +8

    নির্মলা মিশ্রকে স্মরণ করছি।
    পার্থ এন্ড কোং কে মুল সুর এবং মিউজিক ধরে রাখার জন্য অশেষ ধন্যবাদ।

  • @Bristi-G7ix
    @Bristi-G7ix 8 місяців тому +26

    ওগো আমার হাসান কথা বলো না বলো ছায়া হয়ে তবু পাসে রোইবো😢😢😢😢😢জান তোমাকে খুব ভালোবাসি "" আমি (সিন) কখনো জেনো তুমি আমার এই কমেন্ট টা চোখে পড়ে 😢😢😢😭😭

    • @kawsarkazi1092
      @kawsarkazi1092 7 місяців тому +1

      হাসান ভাই নেই

    • @mdsajib614
      @mdsajib614 7 місяців тому +2

      Manush dat thakte dater mormo bojhena

    • @MdIsmail-zq5hl
      @MdIsmail-zq5hl 6 місяців тому

      Tumar motion kore Jodi Kew amay balo basto

  • @mahfuzurrahman4740
    @mahfuzurrahman4740 Рік тому +6

    যতবার এই গানটি শুনি ততবারই যেন স্মৃতি নাড়া দেয় আমাকে।

  • @md.zarif2222
    @md.zarif2222 Місяць тому +2

    এসব গান সব যুগে সব কালে সব বয়সের মানুষের কাছে প্রিয় গান হবে, যতদিন থাকবে এ গান মানুষ শুনবে ?

  • @mostlovelyakter7072
    @mostlovelyakter7072 4 місяці тому +6

    আজ রিমঝিম বৃষ্টি হচ্ছে , মনটাও তেমন একটা ভালো । রুম এর মধ্যে ভালো লাগছে না , তাই বারান্দায় বসে বসে বৃষ্টি দেখতেছি আর কানে ইয়ারফোন দিয়ে গান শুনতেছি । হটাৎ করেই আমার কানে এই গানটা বেজে উঠলো , প্রথম কলিতেই আমি বৃষ্টি আর গানের কল্পনায় ঢুকে গেলাম । এক কাপ চা দিয়ে গেলো মা , চায়ের কাপে ঠোঁট , বাহিরে বৃষ্টি , আর আমার কানে এই গান ।আমাকে এক অন্য জগতে নিয়ে গিয়েছে । আসলেই ভালোবাসা মনে হয় তখনই সুন্দর হয় যখন এক হৃদয়ের সিগন্ধতা অন্য হৃদয়কে ছুঁয়ে যায় । ভালোবাসা সুন্দর হয়ে আসুক সবার জীবনে, কমেন্টটা আজ রেখে গেলাম , যদি কোনো দিন বেঁচে থাকি তাহলে 15 বছর পরে আসবো। এই গানটা কতজন শুনেছেন আর আমার কমেন্টটা কতজন দেখেছেন । আমি আমার ছেলে কিংবা মেয়ের জন্য উৎসর্গ করলাম তারা যেনো তার বাবার মতো ভালোবাসতে জানে।

  • @mdsomonkhanmdsomonkhan8352
    @mdsomonkhanmdsomonkhan8352 2 роки тому +7

    আমি কিভাবে বুঝাবো এই গানটা যে আমার কত ভালো লাগে যতবার শুনি ততবার ই মুগ্ধ হয়ে যায় উপস্থাপক ও শিল্পী কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গান উপহার হিসেবে দেওয়ার জন্য

  • @sudiptobiswas9656
    @sudiptobiswas9656 Рік тому +5

    বাংলা গান‌ মানেই এক ভিন্ন অনুভূতি।💞💞💞💞💞

  • @MR-kb9kb
    @MR-kb9kb 11 днів тому +1

    ২০২৫ সালে কে কে এসেছেন

  • @runazeenat5321
    @runazeenat5321 2 роки тому +4

    লুইপা মুগ্ধতা ছড়িয়ে যাও ❤

  • @dancedipanwita_98
    @dancedipanwita_98 3 місяці тому +42

    আজ কে কে এই গানটা শুনছো❤