আদর্শ হিন্দু হোটেল 1/7 | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | Bibhutibhushan Bandyopadhyay

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 370

  • @nayanpasha6875
    @nayanpasha6875 Рік тому +6

    উপন্যাস টায় ব্যক্তিত্ব, মুল্যবোধ এবং মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায়। মানুষের প্রতি মানুষের বিশ্বাস, ভালোবাসা এবং অন্য কে বড় করার আকাঙ্খা যোগায়। কল্লোল ভাই কে অনেক ধন্যবাদ চরিত্র গুলোকে ওনার আবেগ দিয়ে ফুটিয়ে তোলার জন্য।

  • @raisajerinbadhon6742
    @raisajerinbadhon6742 4 роки тому +169

    কতো শতবার যে পড়া আদর্শ হিন্দু হোটেল। বিভূতিবাবুর খুবই জনপ্রিয় উপন্যাসের এটি একটি। বড় উপন্যাস বলে ভেবেছিলাম কল্লোল ভাইয়ের কন্ঠে শুনতে পাবো না। অবশেষে শুনতে পাচ্ছি তাহলে 😊

    • @kazisafayet188
      @kazisafayet188 4 роки тому +2

      এতো বাজে উপন্যাস, কেমনে এতো নামকরা হয়! কেমনে অনেকবার পরসেন?

    • @tahjib.tj7
      @tahjib.tj7 4 роки тому +2

      Ai juger apnara poren bivuti babur boi. Jene bhalo laglo. Said in a positive response btw

    • @raisajerinbadhon6742
      @raisajerinbadhon6742 4 роки тому +12

      @@kazisafayet188 পদ্মঝি এর গুটিবাজির জন্য অনেকেরই এ বইটা ভালো লাগে না 😂 বিভূতিভূষণের লেখনীর আলাদা একটা ধরন আছে, এজন্য ওনার সব লেখাই আমার ভালো লাগে। আপনার কোন লেখকের কোন বইটা ভালো লেগেছে জানাবেন, আমার পড়া না থাকলে পড়বো। ধন্যবাদ।।

    • @raisajerinbadhon6742
      @raisajerinbadhon6742 4 роки тому +1

      @@tahjib.tj7 Thnq so much

    • @swapnagoswami862
      @swapnagoswami862 3 роки тому

      A

  • @evanashova
    @evanashova 3 місяці тому

    ১০/১২ বার করে শুনেও যেন সাধ মিটে না.. এত বড় বড় চ্যানেলে শুনলাম.....কিন্তু আপনার পাঠের মতো শুনে এত তৃপ্তি আর কোথাও পাইনি...💜 আপনার মতো করে "পদ্ম ঝি" কোন ফিমেল আর্টিস্ট-ও যেন ফুটিয়ে তুলতে পারেনি..

  • @nirmalkumarsarkar2226
    @nirmalkumarsarkar2226 3 роки тому +11

    কত দিনের কত কথা, মনে হয় যেন ছবি দেখিতেছি, বার বার পড়েও পুরনো হয়না।লেখায় হৃদয় মিশিলে এমন হয়,যা এক মাত্র বিভূতিভূষণ ই পেরেছেন।

  • @Foodtalkbyhrittikaruhi
    @Foodtalkbyhrittikaruhi 4 роки тому +14

    অনেকদিন যাবৎ আদর্শ হিন্দু হোটেল শোনবার ইচ্ছে ছিল, পেয়ে গেলাম, ধন্যবাদ।

  • @atiafarjanafm-1224
    @atiafarjanafm-1224 4 роки тому +3

    বিভূতি ভূষণ এর তো বটেই,বাংলা সাহিত্যেরও সেরা উপন্যাস গুলোর মাঝে এটি একটি।জীবনের উত্থান, পতন অবশেষে পরিশ্রমের ফসল সেই সফলতা আর সম্মান,,,,কত সুন্দর করেই না ফুটিয়ে তুলেছেন লেখক।

  • @vaishnavidevidasi9186
    @vaishnavidevidasi9186 2 роки тому +1

    বিভূতি ভূষণ বন্দোপাধ্যায় আমার খুব ফেভারিট লেখক।সাহিত্য,উপন্যাস ,ছোট গল্পের অনবদ্য সৃজন করেছেন তিনি । তার গল্পের যে মূল চরিত্র অসাধারণ সততা,কষ্টের পরিচয় পাওয়া যায় । তার গল্পের গভীরতা,ভেরিয়েশন আছে । লেখার বর্ণনা, ছন্দ খুব আলাদা, মন ছুঁয়ে যায়। ❤️🤗

  • @khurshidkamaltushar1614
    @khurshidkamaltushar1614 3 роки тому +39

    দয়া করে সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে টা শুনাবেন।। আপনার কন্ঠে শুনে এত তৃপ্তি লাগে যে ভাষায় প্রকাশ করার মত নয়।

    • @mdshahbarjahan2154
      @mdshahbarjahan2154 2 роки тому +1

      I beg to differ, randomised controlled selections are the best , this isn't a radio station kid 🤔

  • @farjananisha1391
    @farjananisha1391 4 роки тому +4

    আমার সবচেয়ে প্রিয় লেখক বিভূতিভূষণ স্যার এর উপন্যাস।কতশত বার যে পড়ি তবুও পড়তে মন চায়।ভাইয়া অরন্যক,আর অপরাজিত উপন্যস আপনার কন্ঠে শুনতে চাই।

    • @souravsaha8347
      @souravsaha8347 4 роки тому

      আরণ্যক পড়বে দেখো খুব ভালো লাগবে।।।।

    • @farjananisha1391
      @farjananisha1391 4 роки тому

      @@souravsaha8347 অরন্যক পড়েছি দাদা।

  • @raaz19
    @raaz19 4 роки тому +32

    আপনার পড়া এযাবৎ কালের সেরা উপন্যাস এটি।ধন্যবাদ,এমন আরও বাংলা ক্লাসিক উপন্যাস আপনার কন্ঠে শুনতে চাই😁😁।

  • @AdhirDas
    @AdhirDas 4 роки тому +5

    অনেকবার পড়া সত্ত্বেও আপনার কণ্ঠে অনবদ্য লাগলো। ভালো সময় উপহার দেবার জন্যে ধন্যবাদ।

  • @md.yusufali514
    @md.yusufali514 3 роки тому +6

    বঙ্কিমচন্দ্র কট্টরপন্থী হিন্দু ছিলেন। মুসলমানদের সহ্য করতেন না।
    অথচ বিভূতিভূষণের রচনায় হিন্দু মুসলিম সম্প্রীতির কথা বলতেন।
    শ্রদ্ধাভরে স্মরণ করছি উনাকে।

  • @tapasbiswas9215
    @tapasbiswas9215 4 роки тому +29

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে আপনার এই শ্রদ্ধাঞ্জলি কী ভাল লাগল!♥️

  • @vlogwithomesh6294
    @vlogwithomesh6294 3 роки тому +2

    অনেক বার গেছি । অনেক ভালো সবাই । খুব সুন্দর করে সবাইকে destibute করে ❤️❤️

  • @sajalbiswas4517
    @sajalbiswas4517 3 роки тому +2

    Amader Ranaghat ...... outstanding ... Adarsha Hindu Hotel 🔥

    • @bankanasuvo5927
      @bankanasuvo5927 3 роки тому

      Kheyecho ওই হোটেল এ?

    • @sajalbiswas4517
      @sajalbiswas4517 3 роки тому

      @@bankanasuvo5927 obossoi

    • @sajalbiswas4517
      @sajalbiswas4517 3 роки тому

      @@bankanasuvo5927 tumi eso amader Ranaghat a ...tomake o khaowabo

    • @akashparui3504
      @akashparui3504 8 місяців тому

      Eta ki sotti sotti ei rokom hotel chilo?

  • @debashisbasu8626
    @debashisbasu8626 3 роки тому

    Pray ek bachhar pore aabar sunchhi... Dada apnar paath sotti osadharon.... Kono rakam ati-abhinoy nei ... Osadharon🙏🙏🙏

  • @criczone4979
    @criczone4979 3 роки тому +2

    আপনার পড়ার ভঙ্গিমাটা অসম্ভব রকমের সুন্দর, শুধু শুনতেই মনে চায়। এই নিয়ে দ্বিতীয় বার শুনছি।

  • @trailokyamukherjee5799
    @trailokyamukherjee5799 4 роки тому +10

    Kudos Kollol... beautiful classic selection and one of the book which is very close to my heart. Thanks for bringing it out

  • @HJ-st4ey
    @HJ-st4ey 4 роки тому +3

    আমাদের বাঙালির জীবনের এক বিরাট পাওয়া ও পরম গর্বের বিষয় হলো কালজয়ী সাহিত্যিক বিভূতিভূষণের অমর সাহিত্য সৃষ্টি, যা আমাদের জীবনে অন্য মাত্রা যোগ করেছে।

  • @muniamunia248
    @muniamunia248 4 роки тому +1

    অসংখ্য ধন্যবাদ।পুতুল নাচের ইতিকথা, সাতকাহন, উত্তরাধিকার, চিলেকোঠার সেপাই এর জন্য অনুরোধ রইল 💖

  • @utsavkumarhalder4973
    @utsavkumarhalder4973 3 роки тому +1

    রানাঘাট আদর্শ হিন্দু হোটেল,আমি খেয়েছি,খুব ভালো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এসব অমর সৃষ্টি। অসাধারণ কন্ঠ স্বর।

    • @kapilsingha2023
      @kapilsingha2023 Рік тому

      কতো বার খেয়েছি। এখনো সুযোগ পেলে খেতে যাই। অমর আদর্শ হিন্দু হোটেল।

  • @rumanafariha6917
    @rumanafariha6917 4 роки тому +27

    এই নিয়ে দ্বিতীয় বার শুনছি। খুবই ভালো হয়েছে। আপনি বিভূতিভূষণের আরও গল্প পরবেন, আশা করি ।

    • @sumandas3669
      @sumandas3669 3 роки тому

      Amio 2nd time sunchi

    • @ffgamermamagi7190
      @ffgamermamagi7190 3 роки тому

      🙏
      U R Right

    • @ffgamermamagi7190
      @ffgamermamagi7190 3 роки тому

      @Md Hakim
      🙏
      গল্পটা বহুবার পড়েছি, তাও আরো পোড়তে ইচ্ছা করে।
      প্রাই প্রতিদিন ই, এই হোটেলের সামনে দিয়ে যাতায়াত করি but
      😔😭😭 বর্তমানে (2021) এই হোটেলে আর, আগের মতো মায়া-মমতা মাখা নেই, আগের মতন আহ্বান ও R নেই। সময়ের সঙ্গে সঙ্গে সব-ই change হয়ে গিয়েছে।
      খাবারেও ভেজাল।
      গাছ-পালা, মাঠ-ঘাট, কিছুই আর নেই।
      সব জায়গায় ই, building উঠেছে।😔😔🥺🥺
      From, 🇮🇳, Ranaghat, Nadia

  • @senbiswanath71
    @senbiswanath71 4 роки тому +2

    শোনার খুব ইচ্ছা ছিল। খুব ভালো লাগছে। অপেক্ষায় থাকলাম।

  • @mantakanaziarahman9773
    @mantakanaziarahman9773 11 місяців тому

    UK থেকে শুনছি, খুব ভালো লাগছে। ❤️

  • @bornalighosh7598
    @bornalighosh7598 4 роки тому +3

    ভীষণ ভালো খবর ।এখনও শুনিনি ।তবু ও মনটায় আনন্দ লাগছে ।

  • @rangan74
    @rangan74 4 роки тому

    খুব ভালো একটা প্রচেষ্টা,, কল্লোল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ,, এই উপন্যাস টা বিভূতিভূষণ এর সেরা সৃষ্টির একটা,,
    আপনি কি স্বপ্নময় চক্রবর্তী র কোনো ছোটো গল্প পড়তে পারেন? উনি অনেক ভালো ছোটো গল্প লিখেছেন, বুদ্ধদেব গুহ এবং সমসাময়িক কিছু লেখক আছেন যাদের লেখা শুনতে পেলে ভালো লাগবে,, আপনার গল্প নির্বাচন সত্যিই প্রশংসনীয়,,,

    • @kollol
      @kollol  4 роки тому

      আপনাকে ধন্যবাদ। খুব শিগগিরই আশা করছি স্বপ্নময় চক্রবর্তীর ছোটগল্প পাবেন চ্যাপ্টার টু তে।

  • @dipadas3734
    @dipadas3734 4 роки тому +1

    Ey golpota Ami apnake kichu mash age path korte anurodh korechilam ...dhonnobad 😊😊

  • @মোঃশাহিনুরআলম-ব১শ

    উপন্যাস টা কতোবার পড়েছি মনে নেই । আমার পড়া সেরা উপন্যাসগুলোর একটা ।
    ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @pulokeshbanerjee3035
    @pulokeshbanerjee3035 3 роки тому

    আপনার গলাটা বেশ সুন্দর, শুনে খুব ভালো লাগলো :)
    আর মজার ব্যাপার যেটা, এরকমই আমার এক বন্ধুর গলা তো মনে হচ্ছিল সেই যেনো গল্প টা শোনাচ্ছে।

  • @diptadas7494
    @diptadas7494 3 роки тому

    অসম্ভব সুন্দর একটা উপন্যাস।যতবার পড়ি ততই ভালো লাগে

  • @chinmoychakraborty1554
    @chinmoychakraborty1554 4 роки тому +3

    কিছুদিন আগে শেষ করছি। অসাধারণ একটি উপন্যাস। ❤

  • @dracarys2652
    @dracarys2652 4 роки тому +10

    Simplicity at it's best . No use of background music is blessings in disguise, really loved it .

  • @nishatyasmin2942
    @nishatyasmin2942 4 роки тому +1

    অসংখ্য ধন্যবাদ আমার খুবই প্রিয় গল্পটার জন্য

  • @mdsamiulhaidar
    @mdsamiulhaidar 3 роки тому

    বাহ! চমৎকার। খুব সুন্দর করে পড়ে শোনানোর জন্যে ধন্যবাদ। চ্যানেলের জন্যে অনেক শুভকামনা রইলো।

  • @mimislam8042
    @mimislam8042 Рік тому +1

    কভারের ছবিটা কেন যেন অসম্ভব ভালো লাগে...মনেহয় সত্যি যদি ওমন একটা যায়গা থাকতো আর আমি সেখানে যেতে পারতাম

  • @DrFinasteride
    @DrFinasteride 4 роки тому

    ভালো একটা প্রচেষ্টা।এরকম একটা চ্যানেল খুঁজছিলাম ।

  • @bapansarkar8215
    @bapansarkar8215 Рік тому

    কত বার পড়েছি গল্পটা তবুও আবার শুনছি এত ভালো লাগে প্রতি বার ৷

  • @kaustavdutta2868
    @kaustavdutta2868 4 роки тому +3

    Very nice selection.....love and respect from India....keep it up.....

  • @tanver7766
    @tanver7766 Рік тому +1

    সব থেকে প্রিয় উপন্যাস।❤

  • @M.ara6663
    @M.ara6663 4 роки тому +1

    খুব সুন্দর পাঠ! উপন‍্যাসটির মান যথার্থ ভাবে রেখেছেন। কালী ব‍্যানার্জী ও সাবিত্রীকে নিয়ে এক জনপ্রিয় ছবিও হয়েছিল। পাঠ করার জন্যে ধন‍্যবাদ।

  • @parthachakraborty5437
    @parthachakraborty5437 4 роки тому

    Asadharon, khub priyo ekti uponyas, path korar jonyo asankhya dhanyobad.

  • @debajyotimandal6948
    @debajyotimandal6948 3 роки тому

    First time ei channel e golpo sunlam khub valo laglo subscribe ar like dutoi korlam ......dhonobad eto sundor ekti audio novel pore sunanor jonno . 👍🙏

  • @sawam986
    @sawam986 4 роки тому +5

    খুব ভালো পাঠ করলেন।সাবলীল অভিনয়।

  • @ffgamermamagi7190
    @ffgamermamagi7190 3 роки тому

    🙏 নমস্কার, কল্লোল দাদাভাই
    অসাধারণ, খুবই ভালো লাগছে,
    আপনার গলার স্বর খুবই ভালো। গল্পটা বহুবার পড়েছি, তাও আরো পোড়তে ইচ্ছা করে।
    প্রাই প্রতিদিন ই, এই হোটেলের সামনে দিয়ে যাতায়াত করি but
    😔😭😭 বর্তমানে (2021) এই হোটেলে আর, আগের মতো মায়া-মমতা মাখা নেই, আগের মতন আহ্বান ও R নেই। সময়ের সঙ্গে সঙ্গে সব-ই change হয়ে গিয়েছে।
    খাবারেও ভেজাল।
    গাছ-পালা, মাঠ-ঘাট, কিছুই আর নেই।
    সব জায়গায় ই, building উঠেছে।😔😔🥺🥺
    From, 🇮🇳, Ranaghat, Nadia

  • @asp10
    @asp10 4 роки тому

    লাভ রিয়েক্ট দেওয়ার সিস্টেম নাই শুধু লাইক 😥 দারুণ একটা বই, এত ভালো লেগেছিল পড়ে। আপনাকে এই বইটাই পড়তে বলেছিলাম ভাইয়া। 😍😍😍❤❤❤❤❤

  • @somnathsaha1886
    @somnathsaha1886 3 роки тому

    Asadharon laglo sunte..golpo ta jeno chokher samne play hocchilo..

  • @arkapravapaul6441
    @arkapravapaul6441 4 роки тому

    Durdanto kollo da sottie tomar jobab nei.... Dhnnobad amader eto valo ekta upohar dewar jonno

  • @uhnayeem4480
    @uhnayeem4480 4 роки тому +4

    One of the best books of all time.

  • @krishnabhattacharya1653
    @krishnabhattacharya1653 4 роки тому +6

    তুলনা নেই, বিভূতিভূষণ আর ভগবান আমার চোখে এক, কল্লোলের পড়া, সোনায় সোহাগা

  • @Sharmistha_Das94
    @Sharmistha_Das94 3 роки тому

    Thank u thank u thank u so much dada vai...life a jokhon kono kichu nia upset hoy jai r vabi Ami hoyto parbo na ar tokhon ei Hazari thakurer boro hoy othar golpo notun Kory utsaho day.

  • @parthasarathimukherjee9227
    @parthasarathimukherjee9227 4 роки тому +3

    খদ্দের শব্দটার উচ্চারণ বড় কানে লাগছে । আসলে উচ্চারণের সময়তো আমরা খোদ্দের বলি সেজন্য । হয়তো গল্পের পাঠক যে অঞ্চলের মানুষ সেখানে খদ্দের শব্দটা ওই ভাবেই উচ্চারণ করে তাই এই রকম উচ্চারণ করেছেন । তবে খুব ভালো প্রচেষ্টা কারণ এখন তো বাংলা ভাষার চর্চা উঠে গেছে ।

  • @snehaganguly7514
    @snehaganguly7514 3 роки тому

    অসাধারণ উপন্যাস 👌👌পাঠ ও সুন্দর!

  • @holyravioli3823
    @holyravioli3823 4 роки тому +1

    এই চ্যানেলেই মনে হয় এই গল্পটা শুনেছি। খুব ভাল লেগেছে এখন আবার শুনছি।

    • @kollol
      @kollol  4 роки тому

      এই চ্যানেলে শোনেন নি, এবারই প্রথম।

    • @holyravioli3823
      @holyravioli3823 4 роки тому

      @@kollol oh, tahole onno jagay, onek age shunechi, bhule gechi, but apnar porata অনন্য।

  • @SaifulIslam-ys3jg
    @SaifulIslam-ys3jg 4 роки тому +2

    Boss, onek valobasha niben,
    Ja vevechilam tar theke onek besi chilo surprise ta

  • @joyeetadas958
    @joyeetadas958 3 роки тому

    Jemon valo uponyas temon sundor apnar porar style.. ei niye dubar sunchi 👍👍

  • @sanjibhazra7957
    @sanjibhazra7957 9 місяців тому

    Nice story...your talking style so nice.........

  • @khshakhawathossensoikat7819
    @khshakhawathossensoikat7819 3 роки тому

    এই চ্যানেল টা আমার খুব উপকার করেছে।

  • @n.s1992
    @n.s1992 4 роки тому +2

    Amar khub bhaalolegechhe, natural.. Kichhu lagena background e.. Thank you!

  • @abdullahalmaruf3675
    @abdullahalmaruf3675 4 роки тому

    এতো সুন্দর উপন্যাস পড়ে শুনানোর জন্যে ধন্যবাদ♥♥

  • @swagatokarmakar9261
    @swagatokarmakar9261 3 роки тому

    অসাধারণ গল্প অনেক দিন পর শুনলাম খুব ভালো লাগল ।

  • @partha8949
    @partha8949 4 роки тому

    কল্লোলবাবু অসাধারণ, এই রকম ভালো সাহিত্যগুলিকে আপনার audio story এর মধ্যদিয়ে তরুণ প্রজন্মের কাছে নিয়ে যাবার জন্যে। আরও বিভূতিভূষণ নিয়ে আসুন, "শ্রীকান্ত" ও "পাগলা দাশুকেও" ভুলবেন না। আর একটু জানিয়ে রাখি বঙ্কিম পড়ার সাহস বা বোঝার ক্ষমতা দুটোই আমার নেই তবে সাহিত্য সম্রাটকে যদি আপনার audio story তে পাওয়া যায় তো আনন্দিত হব।

  • @successcoachbd2416
    @successcoachbd2416 Місяць тому

    Excellent Work Kollol.
    Please Read the classic Novel of Bibhutibhusan Bandapadhay.
    " Aparajito"

  • @thehappysky9958
    @thehappysky9958 3 роки тому

    Apnar prothom srota. Darun lag6e sunte...

  • @AbirKhan-fz2yv
    @AbirKhan-fz2yv 3 роки тому

    কল্লোল ভাইয়া এই বইটা আমার কাছে অসাধারণ লাগে আমি কয়েকবার বইটা পড়েছি

  • @rpccsltd4848
    @rpccsltd4848 4 роки тому +5

    Keep doing ...it's very nice ...🌼❤️

  • @aminagazi4128
    @aminagazi4128 3 роки тому +1

    খুব সুন্দর উপন্যাস সবার প্রিয়

  • @anirbanbasu9868
    @anirbanbasu9868 4 роки тому

    Khub sundar laglo.kotodin por abar shunlam

  • @farzanasnigdha7048
    @farzanasnigdha7048 3 роки тому

    Thanks a lot dear.Finally got it🙏

  • @diyaacharjee1214
    @diyaacharjee1214 4 роки тому

    Khub bhalo path korlen....bhalo laglo...👍🌸☺️

  • @minhajmondal1
    @minhajmondal1 4 роки тому

    খুব ভাল... বাংলা সাহিত্যের আরো উপন্যাস, গল্প চাই

  • @pintupoddar3441
    @pintupoddar3441 4 роки тому

    Ranaghaer pase bagula te amar bari, bibhutibhushan Bandopadhyay golpo porle alada sihoron jage, kinetu apnar awawz natun kore sunte alada maza lage, thanks

  • @ummehsobydajim6659
    @ummehsobydajim6659 4 роки тому

    Etto voyanok shundor kore apni kmne porte paren!!!!apnr voice e approx 100+ boi shune felsi💕💞

  • @anuradhadutta2127
    @anuradhadutta2127 4 роки тому

    Khub shundor hoyche! Dhonnobad

  • @explorelifeblend
    @explorelifeblend 4 роки тому +14

    সুনীল গঙ্গোপাধ্যায় এর "সেই সময়" শুনতে চাই, ভালো থাকবেন🙏🙏🙏

  • @subhorahman5974
    @subhorahman5974 3 роки тому

    চমৎকার উপন্যাস।

  • @within3065
    @within3065 2 роки тому +1

    খুব সুন্দর, আন্তরিক ধন্যবাদ আপনাকে।। আপনার প্রচেষ্টা অব্যাহত থাকুক, তাহলে আমরা খুব উপকৃত হব।। 🙏❤️

  • @সুরমাসুরমা-ঙ৫ষ

    ভাই প্লিজ শরৎচন্দ্রের সব উপন্যাস আপনার ভয়েসে শুনতে চাই

  • @niteshsen8313
    @niteshsen8313 3 роки тому

    অনেক ভালো একটি উপন্যাস ।

  • @alimuddinsaeak1405
    @alimuddinsaeak1405 2 роки тому +3

    আহমদ ছফা'র বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস শুনালে খুব খুশি হতাম।

  • @dibyajyotibanerjee2943
    @dibyajyotibanerjee2943 4 роки тому

    Khub khub Sundar.Amar Boro I priyo upnaash.karur Kache tv serial er link ta ki ache please doya kore Janaben.

  • @susmitamitra8274
    @susmitamitra8274 4 роки тому

    এত মায়াময়! চোখে জল এসে গেল!

  • @tarokroy4956
    @tarokroy4956 3 роки тому +1

    Ata t.v te areak bar dakhano jabe ki?Amar khub valo lagto.

  • @somswetadas1314
    @somswetadas1314 4 роки тому

    Khub bhalo paath.. Great

  • @swapanchatterjee2989
    @swapanchatterjee2989 4 роки тому +2

    Superb reading, long live.I admire.

  • @tanmaybhakta6545
    @tanmaybhakta6545 3 роки тому

    Khub sundor bolen apni, khub valo

  • @debalinahazra2557
    @debalinahazra2557 3 роки тому

    Ei uponnas ti amar pora. Kintu apnar konthe shunte peye abar shunchi. Khub bhalo lagche. Kono back ground sound chara kebol matro apnar voice e eto shundor hoye othe je bole bojhate parbo na.

  • @tamannaani2112
    @tamannaani2112 4 роки тому

    পছন্দের একটা উপন্যাস। ☺
    অনেক ধন্যবাদ ভাই

  • @miltondas2736
    @miltondas2736 3 роки тому

    Animated Cartoon characters thakle uff jome khir

  • @Rajesh-tf2jp
    @Rajesh-tf2jp 4 роки тому

    খুব খুব খুব ভালো লাগল দাদাভাই।।।

  • @sambit_ghosh
    @sambit_ghosh 4 роки тому

    খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ ❤️❤️

  • @DrFazlerabbi
    @DrFazlerabbi 2 роки тому +1

    How is your Finland life?

  • @Ghorkuno
    @Ghorkuno 3 роки тому +1

    অসাধারণ 👌

  • @johir001
    @johir001 4 роки тому

    গল্পে পাঠক এর কন্ঠ অনেক সুন্দর। ধন্যবাদ।

  • @masti8075
    @masti8075 4 роки тому +1

    আপনের কন্ঠে শুনে খুব ভাল লাগল

  • @vxvxvxvdv
    @vxvxvxvdv 4 роки тому

    Osadharon golpo eita

  • @afiahafizshithi974
    @afiahafizshithi974 3 роки тому

    অসম্ভব সুন্দর ❤️❤️❤️

  • @mallikasarkar3169
    @mallikasarkar3169 4 роки тому +8

    অনবদ্য বিভূতিভূষন...দেখুন না দৃষ্টিপ্রদীপ বা দেবযান পডা যায় কিনা!!

  • @rishibabu8844
    @rishibabu8844 4 роки тому

    Thank you.. khub Sundar path kore6en

  • @sksaheb8125
    @sksaheb8125 4 роки тому

    Khub valo laglo golpota.Keep going

  • @arpnx6052
    @arpnx6052 4 роки тому +3

    Dada kaliproshonno singhar "hutum pachar noksha" galpo ta sunte chai🙏🙏🙏🙏🙏🙂🙂