থাইল্যান্ডের টুরিস্ট ভিসার জন্য কি কি কাগজপত্র দরকার | Thailand Tourist Visa এর জন্য যা যা লাগবে

Поділитися
Вставка
  • Опубліковано 15 тра 2024
  • Thailand Visa From Bangladesh - Thailand Tourist Visa এর জন্য যা যা লাগবে
    থাইল্যান্ড ভ্রমণ ভিসা
    থাইল্যান্ড টুরিস্ট ভিসা বা থাইল্যান্ড ভ্রমণ ভিসা সাধারনত সিঙ্গেল এন্ট্রি ৩ মাসের মেয়াদের হয়। এন্ট্রিতে থাইল্যান্ডে আপনি সর্বোচ্চ ৬০ দিন থাকতে পারবেন। থাইল্যান্ড ভিসা প্রসেসিং আপনি নিজে নিজে করতে পারেন অথবা চাইলে এজেন্সি দিয়েও করাতে পারেন।
    থাইল্যান্ড টুরিস্ট ভিসা বা থাইল্যান্ড ভ্রমণ ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি -
    - পাসপোর্ট
    - ছবি
    - ব্যাংক স্টেটমেন্ট
    - ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
    - পেশার প্রমাণপত্র (ট্রেড লাইসেন্স, NOC, স্টুডেন্ট আইডি ইত্যাদি)
    - ম্যারেজ সার্টিফিকেট (যদি স্বামী স্ত্রী আবেদন করেন)
    - ১৮ বছরের নিচে হলে অভিভাবকের সম্মতিপত্র
    উপরে উল্লিখিত সকল ডোকুমেন্টস ইংরেজিতে হতে হবে। কোনটা যদি বাংলা বা অন্য ভাষায় থাকে তাহলে ইংরেজিতে নোটারি করে নিতে হবে।
    সাধারণত ১ সপ্তাহেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন, কিন্তু অনেক ক্ষেত্রে সময় লাগতে পারে।
    আশা করি থাইল্যান্ড ভিসা প্রসেসিং সম্পর্কে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তারপরেও আর কোন প্রশ্ন থাকলে করুন। আমি উত্তর দিব।

КОМЕНТАРІ • 1