বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়
  • 6
  • 17 565
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচিতি এবং বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমসমূহঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল কর্মকর্তা ও কর্মচারিদের আর্থ সামাজিক নিরাপত্তা বিধানসহ তৃণমূল পর্যায়ে অধিকতর কল্যাণ সাধনের লক্ষ্যে সাবেক সরকারি কর্মচারী কল্যাণ অধিদপ্তর ও সাবেক বোর্ড অব ট্রাষ্টিজ (কল্যাণ তহবিল ও যৌথবীমা তহবিল) - কে একীভূত করে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নামে একটি বোর্ড গঠন করা হয়েছে।
(ক) বোর্ড তহবিল:
(০১) ষ্টাফবাস সুবিধা: সরকারি কর্মকর্তা কর্মচারীদের সময়মত অফিসে যাতায়াতের জন্য ঢাকা মহানগরী ও বিভাগীয় পর্যায়ে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও জেলা পর্যায়ে রাঙামাটিতে স্টাফবাস কর্মসূচী পরিচালনা করা হচ্ছে। স্টাফবাসে যাতায়াতের জন্য বড়বাসে প্রতি কিলোমিটারে ৫০ পয়সা ও মিনিবাসে ১০০ পয়সা হারে ভাড়া আদায় করা হয়।
(০২) দেশে ও বিদেশে জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান: কর্মরত সরকারি কর্মকর্তা, কর্মচারির নিজের দেশে/বিদেশে জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসায় চাকরি জীবনে এক বা একাধিকবারে সর্বোচ্চ ২ (দুই) লাখ টাকা অনুদান প্রদান করা হয়। হার্ট ষ্ট্রোক, ব্রেইন ষ্ট্রোক, বাইপাস সার্জারী, হার্টে রিং পড়ানো, ক্যান্সার, কিডনী ডায়ালাইসিস, কিডনী ট্রান্সফার, মারাত্মক দূর্ঘটনাজনিত কারনে অঙ্গহানি ইত্যাদি রোগ এ সাহায্যের আওতায় পড়ে।
(০৩) মহিলাদের জন্য কারিগরি প্রশিক্ষণ: ১৯৬৯ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকার মতিঝিল সরকারি আবাসিক এলাকায় সর্বপ্রথম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কাম কমিউনিটি সেন্টারটি চালু করা হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্ত্রী ও কন্যাদেরকে আত্মনির্ভরশীল ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই ছিল এর প্রধান উদ্দেশ্য। পরবর্তীতে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশালে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে।
(০৪) শিক্ষা বৃত্তি/সহায়তা: প্রজাতন্ত্রের ১১-২০ গ্রেডের কর্মরত সরকারি কর্মচারিদের সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য সরকার কর্তৃক প্রদত্ত অনুদান থেকে বছরে একবার নির্দিষ্ট হারে অনধিক দু’সন্তানকে ৬ষ্ঠ শ্রেণি থেকে সর্বোচ্চ পর্যায়ে (মাষ্টার্স/ইঞ্জিনিয়ারিং/মেডিকেলে) অধ্যয়নের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। যে সকল ছাত্রছাত্রী প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হয়ে গড়ে ৮০% ও এর অধিক নম্বর পেয়েছে তাদেরকে বর্ধিত হারে শিক্ষাবৃত্তি এবং প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হয়ে গড়ে ৫০% হতে ৭৯% নম্বর পেয়েছে তাদেরকে শিক্ষা সহায়তা প্রদান করা হচ্ছে।
(০৫) দাফন/অন্ত্যে্ষ্টিক্রিয়া অনুদান: প্রজাতন্ত্রের সরকারি কর্মকর্তা কর্মচারী কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করলে ০১/০৭/২০১৬ খ্রি. তারিখ হতে টাঃ৩০,০০০/- এবং পরিবারের সদস্যদের মৃত্যুর ক্ষেত্রে টা: ১০,০০০/- দাফন/অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান বাবদ প্রদান করা হয়।
(০৬) ক্লাব/কমিউনিটি সেন্টার: সরকারি কর্মকর্তা কর্মচারিদের বিনোদন ও তাঁদের সন্তানদের খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আবাসিক এলাকায় নতুন ক্লাব/কমিউনিটি সেন্টার স্থাপন এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের দ্বারা পরিচালিত ক্লাব/কমিউনিটি সেন্টারের সংস্কার/মেরামতের জন্য প্রতি বছর আর্থিক অনুদান প্রদান করা হয়।
(০৭) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা: সরকারি কর্মকর্তা কর্মচারি ও তাদেঁর সন্তানদের খেলাধুলার উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।
(খ) কল্যাণ তহবিল:
০১। মাসিক কল্যাণ ভাতা: সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থার অক্ষম/মৃত কর্মকর্তা, কর্মচারির নিজ বা পরিবারকে অনধিক ১৫ (পনের) বছর বা কর্মকর্তা কর্মচারীর অবসর গ্রহণের পর ১০ বছর যা আগে আসে পর্যন্ত সর্বোচ্চ টাঃ২,০০০/- (দুই হাজার) হারে ধারাবাহিকভাবে মাসিক কল্যাণ ভাতা প্রদান করা হয়। এ অনুদানের টাকা আবেদনকারীগণ দেশের সোনালী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে উত্তোলন করতে পারে।
০২। চিকিৎসা অনুদান: সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থায় কর্মরত, অক্ষম, অবসরপ্রাপ্ত, মৃত কর্মকর্তা কর্মচারির নিজ ও পরিবারের সদস্যদের জন্য প্রতি বছরে একবার চিকিৎসা সাহায্য হিসেবে ৪ মাসের মূল বেতনের সমপরিমাণ সর্বোচ্চ টাঃ ৪০,০০০/- প্রদানের বিধান আছে। কর্মকর্তা কর্মচারী নিজে আমৃত্যু এবং পরিবারের সদস্যগণ কর্মকর্তা কর্মচারীর বয়স ৭৫ বছর পর্যন্ত এ অনুদান প্রাপ্য হবেন।
০৩। শিক্ষাবৃত্তি: সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থার মৃত, অক্ষম ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারির সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য বোর্ডের কল্যাণ তহবিল থেকে অনধিক দু’সন্তানকে নবম শ্রেণি থেকে সর্বোচ্চ পর্যায়ে বছরে একবার নির্দিষ্ট হারে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
০৪। দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান: সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থার মৃত, অক্ষম ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারির নিজ ও তাদের পরিবারের নির্ভরশীল কোন সদস্যের মৃত্যুর ক্ষেত্রে টা: ১০,০০০/- দাফন/অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান বাবদ প্রদান করা হয়।
(গ) যৌথবীমার এককালীন অনুদান:
সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থায় চাকরিরত অবস্থায় কোন কর্মকর্তা কর্মচারির মৃত্যু হলে তাঁর পরিবারকে উক্ত কর্মচারির সর্বশেষ ২৪ (চবিবশ) মাসের মূলবেতনের সমপরিমাণ অর্থ সবোর্চ্চ ২ (দুই) লাখ টাকা যৌথবীমার এককালীন অনুদান হিসেবে প্রদান করা হয়।
Переглядів: 6 381

Відео

অনলাইনে আবেদন দাখিল প্রক্রিয়া
Переглядів 3,4 тис.2 роки тому
প্রজাতন্ত্রের সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থার  কর্মরত/পিআরএল অবস্থায় কোন কর্মকর্তা কর্মচারী মৃত্যুবরণ করলে তাঁর পরিবারের সদস্যগণ কল্যাণ, যৌথবীমা এবং দাফন অনুদান প্রাপ্য হবেন;  অবসরপ্রাপ্ত কোন কর্মকর্তা কর্মচারী মৃত্যুবরণ করলে তাঁর পরিবারের সদস্যগণ কল্যাণ এবং দাফন অনুদান প্রাপ্য হবেন;  অক্ষমতাজনিত কারনে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ অনুদান প্রাপ্য হবেন;  কর্মরত/অক্...
রেজিস্ট্রেশন প্রক্রিয়া
Переглядів 7 тис.2 роки тому
প্রজাতন্ত্রের সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থার  কর্মরত/পিআরএল অবস্থায় কোন কর্মকর্তা কর্মচারী মৃত্যুবরণ করলে তাঁর পরিবারের সদস্যগণ কল্যাণ, যৌথবীমা এবং দাফন অনুদান প্রাপ্য হবেন;  অবসরপ্রাপ্ত কোন কর্মকর্তা কর্মচারী মৃত্যুবরণ করলে তাঁর পরিবারের সদস্যগণ কল্যাণ এবং দাফন অনুদান প্রাপ্য হবেন;  অক্ষমতাজনিত কারনে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ অনুদান প্রাপ্য হবেন;  কর্মরত/অক্...
DW 2020 Video-2
Переглядів 663 роки тому
Digital World, 2020
DW 2020 Video-1
Переглядів 453 роки тому
Digital World, 2020
শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রক্রিয়া
Переглядів 3313 роки тому
bkkb Online Application Process, শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রক্রিয়া, Edu Online Application Process

КОМЕНТАРІ

  • @alakdhali3911
    @alakdhali3911 Рік тому

    গত সাত মাস অক্টোবর২০ ২২ থেকে এপ্রিল ২০২৩ কোন রকম কল্যান ভাতা পাইনি কল্যান ভাতা গ্রহিতাদের ভাতা গ্রহণের সুবিধার জন্য অনলাইন পদ্ধতি চালু করা হলেও এখন পর্যন্ত পদ্ধতির কোন সুবিধ পাওয়া যায় নাই। প্রতি মাসে ১০০০/- টাকা কোন পেনশন গ্রহীতার একাউন্টে জমা হলে তার অনেক উপকার হয়। কিন্তু যিনি এটা দিবেন তিনি বোধহয় কম্পিউটারের সামনে ঘুমান। কাজে তাকে ঘুম থেকে উঠিয়ে আমার বিগত ৭ মাসের পাওনা টাকাটা দিতে বলেন সাত মাসেন ৭০০০/- টকা পাওনা আছে।

  • @templevlog24
    @templevlog24 Рік тому

    আবেদন প্রক্রিয়া সম্পুর্ন হচ্ছে না করনীয়??

  • @nabilaislam8956
    @nabilaislam8956 Рік тому

    Abedoner kagoj gulu ki office theke pathano hobe?

  • @nabilaislam8956
    @nabilaislam8956 Рік тому

    Rajshahi bivagio office a kivabe jogajog korbo ???

  • @nabilaislam8956
    @nabilaislam8956 Рік тому

    6 mas hosse kollal tohobil ar dafon kafon ar takar jonno Rajshahi bivagio office a proyojonio kagoj pathaisi kintu akhono kono taka ase ni …march a abar baba mara jaoyar 3 bosor hobe ..akhon ki korbo .bivagio office theke amr bari onk dure .amr janamote 6 mas somoy lage kintu akhono kono taka ase ni

  • @md.riponali7613
    @md.riponali7613 2 роки тому

    ধন্যবাদ,,বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড,,

  • @techlearn5993
    @techlearn5993 2 роки тому

    মৃত কর্মচারীর আবেদনকারীর এনআইডি না থাকলে জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে কি??

  • @mdmasud-ex9sn
    @mdmasud-ex9sn 2 роки тому

    এই ভাবে না তো কাজ আরো বাকি

  • @mddulalmiah6491
    @mddulalmiah6491 2 роки тому

    কর্মচারীদের সন্তানের শিক্ষাবৃত্তির টাকা কবে নাগাদ পাওয়া যেতে পারে।

  • @FewQuestionFewAnswer
    @FewQuestionFewAnswer 2 роки тому

    বর্তমানে প্রচলিত সকল সেবা/কল্যাণ কার্যক্রমসমুহ নিয়ে আপনারা এই রকম ভিডিও তৈরী করলে সাধারণ মানুষ (সেবা গ্রহীতা) উপকৃত হতে বলে আমি মনে করি। আপনাদেরকে অান্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই রকম ভিডিও তৈরী করার জন্য।