দান | রবীন্দ্রনাথ ঠাকুর |

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • দান | রবীন্দ্রনাথ ঠাকুর | Daan | Rabindranath Tagore | Bengali Recitation | Poem Rhymes |
    🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
    ► কবিতা- দান
    ► কবি- রবীন্দ্রনাথ ঠাকুর
    ► আবৃত্তি - নন্দিনী দাস
    ► Poetry:- Daan
    ► Poet:- Rabindranath Tagore
    ► Recitation:- Nandini das
    🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
    Like || Share || Subscribe || Love
    Subscribe to Nandini Das 👉 / @nandinidas11-12
    ________________________________
    #daan #rabindranathtagore #bengali_poetry
    #nandini_das_kobita
    দান কবিতা
    রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা
    দান- রবীন্দ্রনাথ ঠাকুর
    দান || DAAN ||" #ভেবেছিলাম_চেয়েই_নেব " || রবীন্দ্রনাথ ঠাকুর || NANDINI DAS ll
    দান | রবীন্দ্রনাথ ঠাকুর | DAAN | Rabindranath Tagore kobita
    ...........................................................................................................
    কবিতা: ''দান"
    কবি: রবীন্দ্রনাথ ঠাকুর
    কণ্ঠে : নন্দিনী দাস ( Nandini Das )
    ______________________________________________________________________________________________
    দান
    রবীন্দ্রনাথ ঠাকুর
    ভেবেছিলাম চেয়ে নেব,
    চাই নি সাহস করে--
    সন্ধেবেলায় যে মালাটি
    গলায় ছিলে পরে--
    আমি চাই নি সাহস করে।
    ভেবেছিলাম সকাল হলে
    যখন পারে যাবে চলে
    ছিন্ন মালা শয্যাতলে
    রইবে বুঝি পড়ে।
    তাই আমি কাঙালের মতো
    এসেছিলেম ভোরে--
    তবু চাই নি সাহস করে।
    এ তো মালা নয় গো, এ যে
    তোমার তরবারি।
    জ্বলে ওঠে আগুন যেন,
    বজ্র-হেন ভারী--
    এ যে তোমার তরবারি।
    তরুণ আলো জানলা বেয়ে
    পড়ল তোমার শয়ন ছেয়ে,
    ভোরের পাখি শুধায় গেয়ে
    "কী পেলি তুই নারী'।
    নয় এ মালা, নয় এ থালা,
    গন্ধজলের ঝারি,
    এ যে ভীষণ তরবারি।
    তাই তো আমি ভাবি বসে
    এ কী তোমার দান।
    কোথায় এরে লুকিয়ে রাখি
    নাই যে হেন স্থান।
    ওগো, এ কী তোমার দান।
    শক্তিহীনা মরি লাজে,
    এ ভূষণ কি আমায় সাজে।
    রাখতে গেলে বুকের মাঝে
    ব্যথা যে পায় প্রাণ।
    তবু আমি বইব বুকে
    এই বেদনার মান--
    নিয়ে তোমারি এই দান।
    আজকে হতে জগৎমাঝে
    ছাড়ব আমি ভয়,
    আজ হতে মোর সকল কাজে
    তোমার হবে জয়--
    আমি ছাড়ব সকল ভয়।
    মরণকে মোর দোসর করে
    রেখে গেছ আমার ঘরে,
    আমি তারে বরণ ক'রে
    রাখব পরান-ময়।
    তোমার তরবারি আমার
    করবে বাঁধন ক্ষয়।
    আমি ছাড়ব সকল ভয়।
    তোমার লাগি অঙ্গ ভরি
    করব না আর সাজ।
    নাই-বা তুমি ফিরে এলে
    ওগো হৃদয়রাজ।
    আমি করব না আর সাজ।
    ধুলায় বসে তোমার তরে
    কাঁদব না আর একলা ঘরে,
    তোমার লাগি ঘরে-পরে
    মানব না আর লাজ।
    তোমার তরবারি আমায়
    সাজিয়ে দিল আজ,
    আমি করব না আর সাজ।

КОМЕНТАРІ • 6

  • @amaldatta174
    @amaldatta174 2 місяці тому +1

    সব কিছু মিলিয়ে এক অপূর্ব সুন্দর আবৃত্তি ।

  • @AmalDasKobita
    @AmalDasKobita 8 місяців тому +1

    অসাধারণ আবৃত্তি, শুনে মুগ্ধ হলাম। শুভকামনা নিরন্তর।👍

    • @nandiniDas11-12
      @nandiniDas11-12  8 місяців тому

      অনেক ধন্যবাদ, ভালো থাকবেন

  • @TriptiChatterjee-oz2qs
    @TriptiChatterjee-oz2qs 8 місяців тому +1

    ❤ দারুন দারুন লাগলো দিদি ❤ 264 নম্বর বন্ধু হয়ে তোমার পাশে থেকে গেলাম❤❤ আমন্ত্রণ জানালাম আমার পরিবারের সদস্য হওয়ার জন্য❤❤❤❤❤