কে এই শায়খ আহমাদুল্লাহ | Who is Sheikh Ahmadullah | Biography | Information |

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • কে এই শায়খ আহমাদুল্লাহ | Who is Sheikh Ahmadullah | Biography | Information |
    শায়খ আহমাদুল্লাহ
    শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশের স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব। বিদগ্ধ আলোচক, লেখক ও খতীব। ইসলামের খেদমতে তিনি নানামুখী কাজ করেন। লেখালেখি, গবেষণা ও সভা-সেমিনারে লেকচারসহ নানামুখী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। উন্মুক্ত ইসলামিক প্রোগ্রাম ও প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং টিভি অনুষ্ঠানে সময় দেওয়াসহ বহুমুখী সেবামূলক কাজে সপ্রতিভ গুণী ও স্বনামধন্য এই আলেমে দীন। দেশে-বিদেশে শিক্ষা, সেবা ও দাওয়াহ- ছড়িয়ে দিতে শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠা করেছেন ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’।
    শায়খ আহমাদুল্লাহর জন্ম ১৫ ডিসেম্বর ১৯৮১ সালে লক্ষ্মীপুর জেলার বশিকপুরে। বাবার নাম মোহাম্মাদ দেলোয়ার হোসেন, মায়ের নাম মোসাম্মাত দেলোয়ারা বেগম। বাবা ব্যবসায়ী ছিলেন ও মা গৃহিণী। ছয় ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। শায়খ আহমাদুল্লাহ তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
    তাঁর পড়ালেখার হাতেখড়ি মমতাময়ী মায়ের হাতে। প্রাথমিক পড়াশোনা বশিকপুর প্রাথমিক বিদ্যালয়ে এখানে ক্লাস থ্রি পর্যন্ত পড়েছিলেন। এরপর ভর্তি হন কওমী মাদরাসায়। বাবা নোয়াখালী জেলার প্রধান শহর মাইজদির অদূরে হরিনারায়ণপুরে অবস্থিত দানাপুর মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। সেখানে নূরানির প্রাথমিক তিন জামাতে পড়াশোনা করেন। নোয়াখালীর একাধিক মাদরাসায় কয়েক বছর পড়ার পর তিনি ভর্তি হন হাতিয়ার ফয়জুল উলূম মাদরাসায়। সেখানে প্রথিতযশা আলেমে দীন মুফতী সাইফুল ইসলাম (রহ.)-এর সান্নিধ্য ও ছাত্রত্ব লাভের সুযোগ তৈরি হয়। হাতিয়ার হুজুর (রহ.)-এর কাছে নিয়ে যাবার পর তিনি তার নাম রাখেন আহমাদুল্লাহ। শায়খ আহমাদুল্লাহ হুজুরের আসল নাম ছিল আহমাদ হুসাইন। সেখানে ফয়জুল উলুম মাদরাসায় হাতিয়ার হুজুর (রহ.)-এর কাছে সরাসরি মিজান নাহবেমির পড়েন।
    ১৯৮৮ সালের প্রলয়ঙ্করী বন্যায় হাতিয়ায় ভয়াবহ আকারে মানুষের প্রাণহানি হয়। সেখান থেকে ফেনী হয়ে চলে যান- দেশের সর্ববৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারী মাদারায় । তিনি সেখানে হাফেজ মুফতি শহিদুল্লাহ সাহেব (রহ.)-এর পাশের রুমে সিট পান। যতদিন হাটহাজারীতে ছিলাম, হাফেজ শহিদুল্লাহ সাহেবের খাদেম হিসেবে ছিলেন ।
    কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) থেকে (সানুবিয়্যা) বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে মিশকাতে ৩য় স্ট্যান্ড করেন । (ফযীলত) স্নাতকে তৃতীয় স্থান ও ২০০১ সালে দাওরায়ে হাদীস (মাস্টার্স)-এ সম্মিলিত মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেন। দাওরায়ে হাদীস শেষ করে খুলনা দারুল উলূম থেকে ইফতা সম্পন্ন করেন।
    অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত কওমি মাদরাসায় পড়াশোনা করেন।
    লেখাপড়া শেষ করে মিরপুরের দারুর রাশাদে শিক্ষকতায় যোগ দেন। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত সেখানেই কর্মরত ছিলেন। মাঝে এক বছর মিরপুরের আরজাবাদ মাদরাসায়ও হাদীসের শিক্ষকতা করেছেন। পাশাপাশি ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন মিরপুরের বায়তুল ফালাহ জামে মসজিদে। ২০০৯ সালে সুযোগ আসে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার। আরবী ভাষায় বিশেষ দক্ষতার কারণে ডাক পান মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামিক দাওয়াহ সেন্টারে যোগ দেন। একজন প্রীচার ও ট্রান্সলেটর হিসেবে সেখানে দীর্ঘ প্রায় দশ বছর কাজ করেন।
    আরবদের পাশাপাশি বাংলাদেশিদের আস্থা ও ভালোবাসা অর্জন করেন তিনি।
    শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠা করেছেন ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’। শিক্ষা, সেবা ও দাওয়াহ-তিন বিভাগে কাজ করছে প্রতিষ্ঠানটি।
    শুদ্ধ চিন্তা ও বিশুদ্ধ জ্ঞান চর্চার অংশ হিসেবে মূল ধারার বেশিরভাগ টেলিভিশন চ্যানেল এবং ওয়াজ মাহফিলসহ বিভিন্ন উন্মুক্ত প্ল্যাটফরমে লেকচার দেন তিনি।
    ইসলাম নিয়ে আলোচনার পাশাপাশি লেখালিখিও করেন শায়খ আহমাদুল্লাহ। তাঁর লেখা ‘রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সকাল সন্ধ্যার দু’আ ও যিকর’ পুস্তিকা এবং ‘পাঁচ ওয়াক্ত ফরজ সালাত পরবর্তী দু’আ ও যিকর’-এর কার্ড তিন লক্ষাধিক কপি এ যাবত (২/২০২২) বিতরণ করা হয়েছে। এই পর্যন্ত দাওয়াহ ও গবেষণা বিষয়ে প্রায় শ’খানেক প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে তাঁর লেখা প্রকাশিত হয়। আরবী ভাষাতেও প্রকাশিত হয়েছে তাঁর অনেক প্রবন্ধ।
    শায়খ আহমাদুল্লাহ বর্তমানে নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতীবের দায়িত্ব পালন করছেন। দেশের গণ্ডি পেরিয়ে ইতোমধ্যেই তিনি জাপান, ভারত, আরব আমিরাত ও সৌদি আরবের একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
    শায়খ আহমাদুল্লাহ Website:
    ahmadullah.info/
    Sheikh Ahmadullah is a well-known Islamic speaker who hails from Bangladesh. He was born on December 15, 1981, in Bashikpur, Laxmipur and spent his upbringing there. He is an Islamic scholar with a passion for researching the Qur’an and Hadith.
    Sheikh Ahmadullah was born on 15 December 1981 in Bashikpur of Lakshmipur district. Father’s name is Mohammad Delwar Hossain, mother’s name is Mosammat Delwara Begum. Father was a businessman and mother was a housewife. He is the second of six siblings. Sheikh Ahmadullah is the father of three sons and one daughter.
    #sheikh_ahmadullah #opentschool #biography #banglawaz

КОМЕНТАРІ • 25

  • @eng.abusayed2373
    @eng.abusayed2373 Рік тому +6

    আল্লাহতালা শায়খ আহমাদুল্লাহকে নেক হায়াত দান করুক, এবং আরো বেশি বেশি মানুষের উপকার করার তউফিক দান করুক, আমিন।

  • @islamicvideoloversayed2132
    @islamicvideoloversayed2132 Рік тому +6

    ভালোবাসা হোক আল্লাহর জন্য। প্রিয় হুজুর

  • @mohammadshahinurmollah1969
    @mohammadshahinurmollah1969 Рік тому +6

    প্রিয় হুজুর ❤

  • @mizanurrahmanrasel4140
    @mizanurrahmanrasel4140 Рік тому +4

    শায়খের জন্য দোয়া ও ভালোবাসা রইলো

  • @mdlimonhasan6324
    @mdlimonhasan6324 Місяць тому

    মাশা-আল্লাহ ভাই এক ভিডিওতে অনেক তথ্যবহুল নির্ভুল বায়োগ্রাফি দিলেন,,জাজাকুমুল্লাহ খাইর

  • @AshikHossen-kh7cb
    @AshikHossen-kh7cb Рік тому +1

    আলহামদুলিল্লাহ

  • @ArshadArshad-nk8fn
    @ArshadArshad-nk8fn Рік тому +2

    আমাদের সবার পিয়ো আমরা সবাই ভালোবাসি ❤❤❤

  • @mehedimac
    @mehedimac Рік тому +1

    আমার প্রিয় একজন ব্যাক্তি।

  • @AlMamun-jd3il
    @AlMamun-jd3il 5 місяців тому

    প্রিয় একজন মানুষ

  • @mdbelalhossain962
    @mdbelalhossain962 Рік тому +1

    Ma sha Allah

  • @ahsanhabib3140
    @ahsanhabib3140 Рік тому +1

    প্রফেসর ডক্টর মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব স্যার। ওনার জীবনী নিয়ে একটা ভিডিও চাই।

  • @SkMuhibBay100
    @SkMuhibBay100 Рік тому +2

    আমাদের নোয়াখালীর গর্ব ❤❤

  • @MdAbirIslam-o1g
    @MdAbirIslam-o1g 7 місяців тому

    ❤❤❤❤

  • @AYOC167
    @AYOC167 5 місяців тому

    amader desher gorbo hojor selot janay

  • @MoinUddin-lu8vo
    @MoinUddin-lu8vo Рік тому

  • @syedmehdi6119
    @syedmehdi6119 Рік тому

    Amr prio akjon bekti

  • @MdAbirIslam-o1g
    @MdAbirIslam-o1g 7 місяців тому

    😊😊😊

  • @ShaikaAhmed0
    @ShaikaAhmed0 7 місяців тому +1

    Music Haram

  • @mdrana6859
    @mdrana6859 Рік тому +1

    শাইখ আহমুদুল্লাহ হুজুরের সাথে যোগাযোগ করতে চাই,, তার ঠিকানা কেও দিতে পারবেন প্লিজ

    • @Asha-k6r
      @Asha-k6r 5 днів тому

      Amio cai ...apni toh 1 bochor agr ai comment koresn apni ki tar sathe jogajog Koresen korle amake details ta den plz

  • @bilkisbanu8465
    @bilkisbanu8465 6 місяців тому

    তিনি কি আহলে হাদিস?

  • @MomotazParvinParvin
    @MomotazParvinParvin 24 дні тому

    প্রচারে ব্যস্ত

  • @kmgsultan8955
    @kmgsultan8955 Рік тому +2

    পছন্দের একজন হুজুর।

  • @khandakerhabib6371
    @khandakerhabib6371 5 місяців тому

    ❤❤❤❤