কক্সবাজার, রামু, রাখাইন এবং বাঙালী একই সূত্রে গাঁথা ? ইতিহাস কি বলে ?
Вставка
- Опубліковано 1 гру 2024
- সমুদ্রতীরবর্তী শহর হিসেবে কক্সবাজার রামু উপজেলার সংস্কৃতি মিশ্র প্রকৃতির। পূর্ব হতেই মায়ানমারের সাথে এ অঞ্চলের মানুষের সম্পর্ক থাকায় এবং রাখাইন নামক নৃতাত্বিক জনগোষ্ঠী বসবাস করায় কক্সবাজারে বাঙালী এবং বার্মিজ সংস্কৃতির এক অভূতপুর্ব সমন্বয় লক্ষ্য করা যায়। বিশেষ করে রাখাইন সংগীত এবং নৃত্যকলা এ অঞ্চলতো বটেই বৃহত্তর চট্টগ্রামের মানুষের কাছে ব্যাপকভাবে সমাদৃত। সমুদ্রতীরবর্তী হওয়ায় এ অঞ্চলের মানুষ প্রাচীনকাল হতেই দুর্যোগি এবং উত্তল সাগরের সাথে সংগ্রাম করে টিকে রয়েছে বিধায় স্থানীয সংস্কৃতি চর্চার মাধ্যম ও উপস্থাপনায় সংগ্রামের সেই চিত্র ফুটে ওঠে, বিশেষ করে জেলে সম্প্রদায়ের প্রাত্যহিক জীবন।
তথ্যসূত্র : উইকিপিডিয়া ও ইন্টারনেট
অনুগ্রাহ করে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার মতামত জানান। পরবর্তী ভিডিও’র জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
Please Subscribe my UA-cam Channel
All Copy Right @ Lucky Third Eye
Beautiful Video
😊