যথার্থ ভাবে একটি পূজা পর্যায়ের গান গাইতে গেলে কত জন্মের ব্রহ্মচর্য্য, নিষ্ঠা আর শুদ্ধাচার লাগে এই গানটা না শুনলে বুঝতেই পারতাম না। একজন সর্বত্যাগী সন্ন্যাসীর পক্ষেই বোধহয় এভাবে নিজের মনকে ঈশ্বরের জন্যে রিক্ত করে এই গানটি গাওয়া সম্ভব। রবীন্দ্রনাথ নিশ্চয়ই সূক্ষ শরীরে আজ তৃপ্তি বোধ করবেন। প্রণাম মহারাজ। প্রণাম রামকৃষ্ণ সংঘের সঙ্গীত পরম্পরা।
রামকৃষ্ণ সংঘের সঙ্গীত পরম্পরা শ্রী শ্রী ঠাকুর নিজেই তৈরি করে দিয়েছে, ঠাকুর নিজেই কত সুন্দর ও সুমধুর কণ্ঠে গান গাইতেন। এরকম সংঘ বিশ্বে আর একটা পাওয়া যাবে না, এই যুগের অবতার স্বয়ং নিজের হাতে গড়ে দিয়েছেন।
প্রণাম মহারাজ, আপনার অপূর্ব কন্ঠে গান শুনলে মনটা অসীম আনন্দে ভরে যায়। ভারাক্রান্ত মন চনমনে হয়ে ওঠে। রবীন্দ্র সংগীত এই প্রথম শুনলাম আপনার কন্ঠে, এক কথায় অপূর্ব
আজ অবধি আমি মহারাজের গানের উপর কোনো কমেন্টস করিনি। কেবল শুনি। কি যে লিখবো ওঁনার গাশকী নিয়ে.. সে বলার ভাষাই বা কোথায় পাই?? তাই মনে হয় নীরবে শুধু শুনে চলি... ঐ মহাসঙ্গীত.... মহাসিন্ধু র ওপার থেকে ভেসে আসা... ওঁনার ঈশ্বর দত্ত কন্ঠ ই সেই মহাসিুর মাধ্যম যার ভিতর দিয়ে তাঁর মহাসঙ্গীত জেগে ওঠে। বহু কন্ঠের গান শুনেছি বহু খ্যাতনামা শিল্পীর.. কিন্তু এমন দেবসুলভ কন্ঠ সুরের অধিকারী বোধহয় দুর্লভ.. আজও। এই গান টি শুনেও চুপ থাকতে চেয়েছিলাম নীরবে নিভৃতে যা রাখা যায় তাই থাকে নিজের কাছে। কিন্তু হঠাৎ মনে জেগে উঠল কিছু প্রশ্ন?? জানি হয়তো এর উত্তর হয় না... তবু ওই তানপুরা হাতে ধরা গভীর ধ্যান মগ্ন গীতরত ঋষি কল্প সাধু কে দেখে... মনে ভেসে উঠল যে ছবি.. সেছবি স্বামী বিবেকানন্দের। সে দিন তাঁর মত কন্ঠেড অধিকারী ঠাকুর আর কোথাও পান নি। নরেনের গান না শুনলে তাঁর মন ভরত না। আজ মনে হল তবে কি তিনিই আজ এই সুরের মাধ্যম নিয়ে মহারাজ জীর শরীরে অবতীর্ণ.. তাঁর প্রিয় বেলুড় মঠে, প্রভুকে এবার শুধু গান শুনিয়েই নয় সারা জগত কে গানের সুরে জয় করে নিতে আরও একবার আসা???... জানি না এ ধারণা... কেন উঠল হঠাৎ এত বছর পর?? কোনো দিন চাক্ষুষ দর্শন সে ভাবে হবর সৌভাগ্য হয়নি কলকাতার বুকে থেকেও। একবারই কালচারে শ্রোতার আসনে পিছনে বসে শোনা। বাকি সবই ভিডিও। মনে হয় ভিডিও তেই অনেক কাছ থেকে দেখা ও শোনা দুটোর কাজই বেশী ভাল হয়। ওঁনার মত গানই পূজা গানই সাধনা.. এমন সাধকের বিষয়ে আর কিছু লেখার মত আমার নেই। নীরব প্রাণের প্রণাম ছুঁয়ে যাক সাধক শিল্পীর চরণ যুগল। জয় মা🙏🙏🙏তপতী মুখোপাধ্যায়।
সত্যি সব দুঃখ পেরিয়ে এক নতুন অনুভূতি মনে হলো এত দিনে খেলার সাথীকে চিনছি প্রণাম মহারাজ সুস্থ থাকুন । আমাদের মনে ঠাকুরকে বসাবার উপযুক্ত করুন এভাবেই।আমরা খুব ভাগ্যবান
মহারাজ আপনার সুমিষ্ট মনোমুগ্ধকর কণ্ঠে বিশ্বকবির গান শুনলে মনে হয় কবি আপনার সুমধুর স্নিগ্ধ কণ্ঠের জন্যই লিখেছেন। সুরের মূর্ছনায় মুগ্ধ হয়ে যাই। বিনম্র প্রনাম মহারাজ🙏
এতো কঠিন গান টি এতো অবলীলায় এতো সুন্দর করে একমাত্র সর্ব্গানন্দ জী মহারাজ ই পরিবেশন করতে পারেন।এক অপূর্ব মাধুর্য ,ভরাট কণ্ঠস্বর । আপনা কে সশ্রদ্ধ প্রণাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব সময় ভালো থাকুন।🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌👌👌👌👌👌
এই গানটি অনেকের গলায় শুনছি,আপনি যেন অন্তরে মালা গেঁথে দিয়ে গেলেন, ঈশ্বর চেতনা খুব কাছের মনে হয়।রাতে শোয়ার আগে একবার শুনলে মনে হয় অনেক কিছু পেয়ে গেলাম। শতকোটি প্রণাম চরণে
এই গানটা কতবার শুনেছি, নিজেও গাই, কিন্ত মনের ভিতর এইরকম অনুভূতি কখনও অনুভব করিনি। স্বয়ং ঈশ্বরের কন্ঠে নতুন করে শুনলাম। ঈশ্বর তো নিজে পৃথিবীতে আসতে পারেননা, তাই আপনাদের মতো কয়েকজনকে দূত হিসেবে পাঠিয়ে দেন। সহস্রকোটি প্রণাম স্বামীজীর চরণে 🙏 🙏
মহারাজ আপনার গান রাতের অন্ধকারে একলা বসে শুনি সারাদিন এর পুজো আমার হয়ে যায়। মনে হয় সারা এই ভাবে পূজো করি।বয়স অনেক টা হয়ে গেছে।বাদ্ধ হয়ে বন্ধ করি। আমার শতকোটি প্রণাম আপনার চরণে।যা কিছু ভালো লাগে সেইটুকু ঈশ্বরের দান। তিনিই ঈশ্বর।
রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বর চেতনা বাস্তবায়ন করে গেছেন তার রুপ আপনি আপনার মনোমুগ্ধকর কন্ঠে প্রকাশ করে আমাদের মনে ভরিয়ে দিয়েছেন।মহারাজজী আমার প্রণাম ও শুভেচ্ছা রইলো।
গানের বাণীর যে অনুভব সেটা আত্মস্থ করে পরিবেশনের জন্য গানটি হৃদয়ে দাগ কাটলো ! রবীন্দ্রগানের গভীরতাকে পরিবেশন-গুণে আমাদের হৃদয়ে আরও বেশি পৌঁছে দিন , এই কামনা রইলো ।
আমার অন্তরের সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন মহারাজ ।রবীন্দ্রনাথের গানের গভীরে যে অসীম ঈশ্বরচেতনা তা আপনার অসাধারণ সুন্দর গায়কীতে প্রতিটি মুহূর্তে মূর্ত হয়ে উঠল ।কী যে অসাধারণ লাগল তা বোঝানোর ভাষা আমার নেই ।প্লাবিত হলাম এক অসীম গহনে ।
আজ আবার শুনলাম অপূর্ব সুন্দর মনে হয় এখনি আপনার শ্রী চরন স্পর্শ করি। আর ও রবীন্দ্রনাথের গানের অপেক্ষায় রইলাম। শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আপনি সুস্থ থাকুন
মহারাজ আপনার মনোমুগ্ধকর সুমিষ্ট স্নিগ্ধ কণ্ঠে কবিগুরুর গান শুনলে মুগ্ধ হয়ে যাই। অন্তর থেকে শ্রদ্ধায় মন ভরে ওঠে। বিনম্র প্রনাম মহারাজ🙏।
যথার্থ ভাবে একটি পূজা পর্যায়ের গান গাইতে গেলে কত জন্মের ব্রহ্মচর্য্য, নিষ্ঠা আর শুদ্ধাচার লাগে এই গানটা না শুনলে বুঝতেই পারতাম না। একজন সর্বত্যাগী সন্ন্যাসীর পক্ষেই বোধহয় এভাবে নিজের মনকে ঈশ্বরের জন্যে রিক্ত করে এই গানটি গাওয়া সম্ভব। রবীন্দ্রনাথ নিশ্চয়ই সূক্ষ শরীরে আজ তৃপ্তি বোধ করবেন। প্রণাম মহারাজ। প্রণাম রামকৃষ্ণ সংঘের সঙ্গীত পরম্পরা।
রামকৃষ্ণ সংঘের সঙ্গীত পরম্পরা শ্রী শ্রী ঠাকুর নিজেই তৈরি করে দিয়েছে, ঠাকুর নিজেই কত সুন্দর ও সুমধুর কণ্ঠে গান গাইতেন।
এরকম সংঘ বিশ্বে আর একটা পাওয়া যাবে না, এই যুগের অবতার স্বয়ং নিজের হাতে গড়ে দিয়েছেন।
কতবার যে শুনলাম!
মনে হল,গানের ভিতরে যেন ডুবে গিয়েছেন শিল্পী!
Khub valo montyobyo
Kintu erokom Bikrito nam rakhben na daya korey *
প্রণাম মহারাজ, কতো সহজ সরল ও সাবলীল কন্ঠে আপনি খেলঘরটা বেঁধে দিলেন।
Pronaam neben Maharaj .
Khoob bhalo laglo apnar konthey....
Proman maharaj.
🙏🙏🙏🙏🙏
প্রণাম মহারাজ, আপনার অপূর্ব কন্ঠে গান শুনলে মনটা অসীম আনন্দে ভরে যায়। ভারাক্রান্ত মন চনমনে হয়ে ওঠে। রবীন্দ্র সংগীত এই প্রথম শুনলাম আপনার কন্ঠে, এক কথায় অপূর্ব
মহারাজ এর গলায় রবিনদরসঙগিত শুনে মন ভালো হয়ে গেল
Àpurba pronàm neben maharaj
0:46
আজ অবধি আমি মহারাজের গানের উপর কোনো কমেন্টস করিনি। কেবল শুনি। কি যে লিখবো ওঁনার গাশকী নিয়ে.. সে বলার ভাষাই বা কোথায় পাই?? তাই মনে হয় নীরবে শুধু শুনে চলি... ঐ মহাসঙ্গীত.... মহাসিন্ধু র ওপার থেকে ভেসে আসা... ওঁনার ঈশ্বর দত্ত কন্ঠ ই সেই মহাসিুর মাধ্যম যার ভিতর দিয়ে তাঁর মহাসঙ্গীত জেগে ওঠে। বহু কন্ঠের গান শুনেছি বহু খ্যাতনামা শিল্পীর.. কিন্তু এমন দেবসুলভ কন্ঠ সুরের অধিকারী বোধহয় দুর্লভ.. আজও। এই গান টি শুনেও চুপ থাকতে চেয়েছিলাম নীরবে নিভৃতে যা রাখা যায় তাই থাকে নিজের কাছে। কিন্তু হঠাৎ মনে জেগে উঠল কিছু প্রশ্ন?? জানি হয়তো এর উত্তর হয় না... তবু ওই তানপুরা হাতে ধরা গভীর ধ্যান মগ্ন গীতরত ঋষি কল্প সাধু কে দেখে... মনে ভেসে উঠল যে ছবি.. সেছবি স্বামী বিবেকানন্দের। সে দিন তাঁর মত কন্ঠেড অধিকারী ঠাকুর আর কোথাও পান নি। নরেনের গান না শুনলে তাঁর মন ভরত না। আজ মনে হল তবে কি তিনিই আজ এই সুরের মাধ্যম নিয়ে মহারাজ জীর শরীরে অবতীর্ণ.. তাঁর প্রিয় বেলুড় মঠে, প্রভুকে এবার শুধু গান শুনিয়েই নয় সারা জগত কে গানের সুরে জয় করে নিতে আরও একবার আসা???... জানি না এ ধারণা... কেন উঠল হঠাৎ এত বছর পর?? কোনো দিন চাক্ষুষ দর্শন সে ভাবে হবর সৌভাগ্য হয়নি কলকাতার বুকে থেকেও। একবারই কালচারে শ্রোতার আসনে পিছনে বসে শোনা। বাকি সবই ভিডিও। মনে হয় ভিডিও তেই অনেক কাছ থেকে দেখা ও শোনা দুটোর কাজই বেশী ভাল হয়। ওঁনার মত গানই পূজা গানই সাধনা.. এমন সাধকের বিষয়ে আর কিছু লেখার মত আমার নেই। নীরব প্রাণের প্রণাম ছুঁয়ে যাক সাধক শিল্পীর চরণ যুগল। জয় মা🙏🙏🙏তপতী মুখোপাধ্যায়।
সত্যিই বড় সুন্দর!
সত্যি সব দুঃখ পেরিয়ে এক নতুন অনুভূতি মনে হলো এত দিনে খেলার সাথীকে চিনছি প্রণাম মহারাজ সুস্থ থাকুন । আমাদের মনে ঠাকুরকে বসাবার উপযুক্ত করুন এভাবেই।আমরা খুব ভাগ্যবান
আপনার গান শুনে মন ভরে গেল।
খুব সুন্দর গানের গলা।
প্রণাম মহারাজ ভালো থাকবেন।
Apurbo maharaj. Amar ontorer sob tuku shroddha nibedon kori. Valo thakun.
Namaskar Maharaj,ki apurbo gaan shonalen
Khub sundar. ❤ pranam Maharaj 🙏🏼.
সশ্রদ্ধ প্রণাম জানাই মহারাজ। 🙏🌺🙏
Asadharan..pronam maharaj.....sustho thakun bhalo thakun.....mon pran bhore gelo....🙏❤
সশ্রদ্ধ প্রণাম মহারাজ। 🙏🌺🙏🌺🙏
অপূর্ব লাগল, আপনার গান শুনতে এত ভাল লাগে বলে বোঝাতে পারব না।মন কোথায় হারিয়ে যায়।আমার আন্তরিক ভক্তি পূর্ণ প্রনাম গ্রহণ করবেন।
আপনার এত মধূর কণ্ঠে গান শুনে মন মুগ্ধ হয়ে যায়। বার বার শুনতে ইচ্ছে করে মহারাজ। প্রনাম নেবেন। ভালো থাকবেন। 🙏
🌺🌺🌺🙏🙏🙏
Thakur gaane gaane tomai paowa.
Pronam Maharaj .....apner gaan shune mon bhore gelo ,🙏🙏
আপনার গাওয়া আরো গান শুনতে চাই কিসুন্দর গলা।
@@subrataraha68🎉❤
অপূর্ব সুন্দর উপস্থাপনা, প্রনাম মহারাজ।❤
মহারাজ এরকম গান একমাত্র সর্বত্যাগী সন্ন্যাসীর পক্ষে ই সম্ভব। শ্রীশ্রী ঠাকুরের কৃপায় আপনি সুস্থ থাকুন
Darun Maharaj. Pranam Naben
মহারাজ জী আপনার গান খুব ভালো লাগলো।আহা।
এ শুধু গান নয়, মন ভাল করে দেওয়ার অব্যর্থ ওষুধ.....সশ্রদ্ধ প্রণাম,মহারাজ।
এই রকম প্রাণ ঢালা গান, কবিগুরুর লেখণী, মর্মস্পর্শী
@@goparoy bcdlvl lcvln
Anekdin por debabrata biswas er choya pelam, khub bhalo laglo pronam
প্রনাম ।অপূর্ব সঙ্গীতটি শুনতে শুনতে এক ঐশ্বরীক অনুভূতি অনুভব করলাম।খুব ভালো থাকুন।ধন্যবাদ।🙏🙏🙏
🙏🙏🙏
সাধনাতে শিক্ষা সংগিত স্বাথক হয়. 'গুরুজিলহ প্রণাম।
প্রনাম নেবেন মহারাজ । অসাধারন।
মহারাজ আপনার সুমিষ্ট মনোমুগ্ধকর কণ্ঠে বিশ্বকবির গান শুনলে মনে হয় কবি আপনার সুমধুর স্নিগ্ধ কণ্ঠের জন্যই লিখেছেন। সুরের মূর্ছনায় মুগ্ধ হয়ে যাই। বিনম্র প্রনাম মহারাজ🙏
খেলাঘর বাঁধতে লেগেছি
আমার মনের ভিতরে,
খেলাঘর বাঁধতে লেগেছি।
কত রাত তাই তো জেগেছি
বলবো কী তোরে,
খেলাঘর বাঁধতে লেগেছি।
প্রভাতে পথিক ডেকে যায়
অবসর পাই নে আমি হায়,
বাহিরের খেলায় ডাকে সে,
যাব কী করে,
খেলাঘর বাঁধতে লেগেছি
আমার মনের ভিতরে,
খেলাঘর বাঁধতে লেগেছি।
যা আমার সবার হেলাফেলা
যাচ্ছে ছড়াছড়ি,
পুরোনো ভাঙা দিনের ঢেলা,
তাই দিয়ে ঘর গড়ি।
যে আমার নতুন খেলার জন
তারি এই খেলার সিংহাসন,
ভাঙারে জোড়া দেবে সে
কিসের মন্তরে,
খেলাঘর বাঁধতে লেগেছি
আমার মনের ভিতরে,
খেলাঘর বাঁধতে লেগেছি।
প্রণাম মহারাজ 🙏🙏
জীবনদর্শন, ঈশ্বর চেতনার আকুতি সব মিলেমিশে এক প্রার্থিব জগতের দিশাহীন অনুভূতি। অনেক প্রণাম।
🙏🙏🙏🙏🙏
সশ্রদ্ধ প্রণাম মহারাজ। 🙏
Asadharon.Moharaj pronam neben
কি অনবদ্য উপস্থাপনা প্রণাম মহারাজ
প্রণাম নেবেন মহারাজজী।
আপনার সাম্প্রতিক কণ্ঠস্বর শুনে মুগ্ধ হলাম। পূর্বের মতো একই রকম আবেগ আপনার কণ্ঠে ফুটে উঠেছে।
প্রণাম মহারাজ।মনভরেগেল।
Sotokoti pronam Swamiji mon juriya galo
👃👃👃
অসাধারণ হয়েছে মহারাজ প্রণাম নেবেন
খুব সুন্দর লাগলো মহারাজ ...প্রণাম নেবেন ...
Darun gan. Pranam maharaj.
Apurba .Mon bhore gelo .
❤দিল ছুঁয়ে গ্যল এইখান পুরো ন দিন মনে করিয়ে দিলেন আমাকে মহারাজ জী আপনাকে শত কোটি পনাম্। এইসব গান আরও অনেক গান।
অপূর্ব সুন্দর। মহারাজ। প্রণাম।
মন দিয়ে শুনলাম। অসাধারণ।
ঠাকুরকে যেন আমার অন্তরনিবাসী বলে মনে হচ্ছে। আমার প্রণাম নেবেন মহারাজ।
Pronam Thakur ,Ma o Swamiji ❤️🙏🌹🙏🌹🙏❤️Gayok Moharajji r Shree Charane janai amar Sashroddha , Vokti Purno Praner Pronam ❤🙏🌹🙏🌹🙏❤️. Aponar Robindro Sangeet bhalo Shunlam. Aponake to kichhu Robindro Sangeet shonabar jonyo anurodh korlam ,. Aponar Somoy moto jadi shunte pai Aponake janai amar Sashroddha , Vokti Purno Praner Pronam ❤️🙏❤️🙏❤️🙏❤️❤️.
Pronam Maharaj.ki apurbo gailen.Asadharan.
অসাধারণ গেয়েছেন, মন ভালো হয়ে গেল ❤🙏🙏🙏
আহা কি অপূর্ব গাইলেন মহারাজ মনটা ভরে গেলো ।
Mon bhore galo🙏🙏
অপূর্ব স্বর্গীয় কন্ঠস্বর,,,প্রনাম মহারাজ 🙏
Osadharan apnar gan okondoswar. Pronam aponake
এতো কঠিন গান টি এতো অবলীলায় এতো সুন্দর করে একমাত্র সর্ব্গানন্দ জী মহারাজ ই পরিবেশন করতে পারেন।এক অপূর্ব মাধুর্য ,ভরাট কণ্ঠস্বর । আপনা কে সশ্রদ্ধ প্রণাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব সময় ভালো থাকুন।🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌👌👌👌👌👌
আপনাৱ গান এতো ভালোলাগে,মনটা যেন বহুদূর চলে যায় ।অতুলপ্রসাদের গানের জন্য অনুরোধ রাখলাম ।
অপূর্ব মন।প্রাণ ভরে গেল
প্রণাম মহারাজ। এতো সাবলীল ভাবে গাইলেন যে মন ছুঁয়ে গেল।🙏🙏🙏🙏🙏
❤❤ahaa ki apurbo ganta geyechen moharaj..pronam upna k ❤❤..ki apurbo santi
Apurbo sumodhur kontho monanonde bhore jachhe pronam neben ki proshanti pachhi🙏🙏🙏
প্রাণ জুড়িয়ে গেল।প্রনাম, মহারাজ।
এই গানটি অনেকের গলায় শুনছি,আপনি যেন অন্তরে মালা গেঁথে দিয়ে গেলেন, ঈশ্বর চেতনা খুব কাছের মনে হয়।রাতে শোয়ার আগে একবার শুনলে মনে হয় অনেক কিছু পেয়ে গেলাম। শতকোটি প্রণাম চরণে
Khub valo laglo gan sune ato sundor Rabindra Sangeet gan 🙏🙏🙏
আপনার গানের ভিতর দিয়ে দেখি ভূবন খানি
অপূর্ব গেয়েছেন স্বামীজী🙏
জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ 🙏🙏
কি অপূর্ব আত্ম নিবেদন,🙏 💐 প্রণাম নেবেন মহারাজ 🙏💐
🙏🙏Pronam Maharaj🙏🙏Kato sundar gaan ta gailen apni.
এই গানটা কতবার শুনেছি, নিজেও গাই, কিন্ত মনের ভিতর এইরকম অনুভূতি কখনও অনুভব করিনি। স্বয়ং ঈশ্বরের কন্ঠে নতুন করে শুনলাম। ঈশ্বর তো নিজে পৃথিবীতে আসতে পারেননা, তাই আপনাদের মতো কয়েকজনকে দূত হিসেবে পাঠিয়ে দেন। সহস্রকোটি প্রণাম স্বামীজীর চরণে 🙏 🙏
Akdom moner kotha
অপূর্ব কন্ঠ স্বর !! প্রণাম জানাই ।
হরে কৃষ্ণ প্রভু মহারাজ অনন্ত কোটি দন্ডবৎ বাদ প্রণাম নেবেন মহারাজ খুব ভালো থাকবেন মহারাজ খুব ভালো গান টা মহারাজ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মহারাজ হরে কৃষ্ণ 🙏🙏🙏🙏🙏🙏🙏
Pronam Maharajji .Apnar sulalita kanthe ai prathom Rabindra Sangeet shune mugddha hoye gelam . Khub bhalo thakum Maharaj .🙏🙏🌺☘️🌹🌷
অসাধারন। থামতে হয়। গানটি এত সুন্দর করে গান । দিনের শেষের প্রার্থনা। প্রণাম নেবেন মহারাজ।
Asadharan, Sasradh Pronam roilo. ...
আমার প্রাণের ঠাকুর মহারাজ ! লহ প্রণাম । বাকরুদ্ধ আমি । বিমোহিত বিমুগ্ধ । আপনার দ্রুত সুস্থতা কামনা করি । খুব ভালো থাকুন আমার ঠাকুর মহারাজ !
❤❤❤❤ প্রিয় দীপঙ্কর মহারাজের কন্ঠে গানটি শুনে মন ভরে গেল
Pronam Maharaj 🙏🙏🙏
🙏🙏 RABINDRA SANGEET AMER PARAM PRIYO SPMPAD..AMI ARO SAMRIDHI PRAPTO HOCHHE. 🙏🙏 ASADHARON LAGLO APNER GAN.. SWASWADHA PRONAM JANAYE 🙏🙏
Ato Madhur Kanthe gan sune mugdho Hoye Jai. Ato darad sure Mon kothay chole jay..pranam jana jatabar Suni
This myy very very favourite rabindra sangeet always evergreen and golden song always remember to me always top song always 😂😂Thanks 😂😂😂😂 3:45
মহারাজ আপনার গান রাতের অন্ধকারে একলা বসে শুনি সারাদিন এর পুজো আমার হয়ে যায়। মনে হয় সারা এই ভাবে পূজো করি।বয়স অনেক টা হয়ে গেছে।বাদ্ধ হয়ে বন্ধ করি। আমার শতকোটি প্রণাম আপনার চরণে।যা কিছু ভালো লাগে সেইটুকু ঈশ্বরের দান। তিনিই ঈশ্বর।
রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বর চেতনা বাস্তবায়ন করে গেছেন তার রুপ আপনি আপনার মনোমুগ্ধকর কন্ঠে প্রকাশ করে আমাদের মনে ভরিয়ে দিয়েছেন।মহারাজজী আমার প্রণাম ও শুভেচ্ছা রইলো।
Maharajji .apni
amar. srodhdha. o. pronam. 🌹 neben. 🔕🔕😶 🌹
KHUB sundor gan
এত সুন্দর লিখে বোঝাতে পারবো না। ঈশ্বর তুল্য মানুষের বয়স বিচার হয় না। আমি শেষ বেলার মানুষ। শতকোটি প্রণাম জানাই।
আমি প্রায়ই শুনি
@@mallikadas2857Maharaj ji.amipronam janai.apnar paribeshna apurba.
গানের বাণীর যে অনুভব সেটা আত্মস্থ করে পরিবেশনের জন্য গানটি হৃদয়ে দাগ কাটলো ! রবীন্দ্রগানের গভীরতাকে পরিবেশন-গুণে আমাদের হৃদয়ে আরও বেশি পৌঁছে দিন , এই কামনা রইলো ।
আমার অন্তরের সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন মহারাজ ।রবীন্দ্রনাথের গানের গভীরে যে অসীম ঈশ্বরচেতনা তা আপনার অসাধারণ সুন্দর গায়কীতে প্রতিটি মুহূর্তে মূর্ত হয়ে উঠল ।কী যে অসাধারণ লাগল তা বোঝানোর ভাষা আমার নেই ।প্লাবিত হলাম এক অসীম গহনে ।
অপূর্ব সুন্দর, মন ভরে গেছে, প্রনাম নেবেন মহারাজজী।
Ki apurbo nibedan. Swamiji apnar sricharane amar shatokoti pronam. 🙏🙏
গানটা নতুন করে ভালো লাগলো , আপনার গায়কীর জন্য . সর্বোপরি আপনার গানের স্টাইলটাও সুন্দর .
সার্থক নিবেদন। অন্যরকম খেলাঘরের সন্ধান পেলাম।
Mon vore gelo pranam neben maharaji
Ekdum onnorakom gayeki..sadhonar moto..apurbo..pronam Moharaj🙏
🙏🙏🙏🙏🙏asadharan gayachan Maharaj Ata akabara mon chua jai. Pranam Maharaj ji
অপূর্ব। প্রনাম মহারাজ।
আমার অনেক অনেক গান আছে দারুণ শুনতে ভাল লাগে। -- এই গানটা বার বার শুনেও আবার শুনতে ইচ্ছে করে। উনি দারুণ গেয়েছেন।
Khub sundar❤❤❤
Khub sundor lagche sunte. Khujchilam onno kaor voice ey ai gaan ta.
Finally pelam. Satisfied😊
Khub valo laglo.🙏🙏🙏🙏🙏
প্রণাম মহারাজ। আপনার গান শুনে আমি মুগ্ধ।
মনটা উতরোল হলো.. আহা.. প্রতিটি শব্দের উচ্চারণ মনকে নাড়া দিয়ে গেল...
Apurbo apurbo sunlem mon vore gelo❤❤❤❤
Opurbo. Mogdhho hoye suni Apnar Gan.Pronam janalam.
Apurbo geyesen Moharaj Vai
Darun hoyaçha sar pronam .
gaan ta praner vito re. dhuke gechhe.emon gaan shunle khaoar kotha bhule jabe🙏🙏🙏🙏🙏
আমি রবীন্দ্র সংগীতের ওপর এম এ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আপনার গান মন্ত্র মুগ্ধের মতো শান্ত হয়ে শুনছিলাম খুব ভালো লাগলো।
Apurba. Pronaam aapnake .
প্রনাম মহারাজ। এই গানগুলি রোজ শুনি। বিশ্বকবির আরও গান শোনার অপেক্ষায় রইলাম
আজ আবার শুনলাম অপূর্ব সুন্দর মনে হয় এখনি আপনার শ্রী চরন স্পর্শ করি। আর ও রবীন্দ্রনাথের গানের অপেক্ষায় রইলাম। শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আপনি সুস্থ থাকুন
Asadharn .kechu baler nei..
Ponam neben..maharaj..
আমার ভুমিলুন্টিত প্রনাৃম নেবেন গরুজী।
একরাশ মুগ্ধতা। মনে প্রশান্তি এ নে দিল।
স্বামীজী খুব ভালো গান শুনলাম। যেন বর্হিজগত থেকে কিছুক্ষণ হারিয়ে গিয়েছিলাম। আপনার কাছে আরো রবীন্দ্রনাথের গান শুনতে চাই। প্রণাম জানবেন।
প্রণাম মহারাজ। এ'গানের প্রাণপ্রতিষ্ঠা হল।
Apurbo kontho!!! Pranam neben Swamiji. Apnar konthe aro valo valo Rabindra sangeet sonar asha rakhlam
মহারাজ সর্বাগ্রে আমার প্রণতি জানাই।
আপনার কণ্ঠে বিশ্ব বরেণ্য কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন অপূর্ব ভাব মনোহরণ করা ।
অসাধারণ ۔۔এখানে পূজা পর্যায় ۔۔কোনো কোনো ক্ষেত্রে এটাই প্রেম পর্যায় এ ۔۔۔
ভীষণ ভীষণ ভালো লাগলো মহারাজের গলায় এই গানটি। আমার শ্রদ্ধা ও প্রণাম।
Pronam moharaj 🙏🙏🙏🙏🙏
Bhalo thakben.