আমি আজকে 10 দিন হল পটল গাছে সার দিয়েছি সাতান্ন শতক জমিতে 60 কেজি ডিএপি 6 কেজি নিম খৈল দিয়েছি তারপর নিম্নচাপ হয়েছে সারের পরিমাণ কি আমার বেশি হয়ে গেছে অবশ্যই জানাবেন দাদা
দাদা দয়া করলে একটু জানাবেন মালছিং প্রধতি তে পটোল এর পরিচর্যা কি ভাবে করবো , আর চারা লাগানোর আগে জমিতে কি কি সার দেবো , আমি জানতে চাই কারণ আমি একজন নতুন চাষী pleace
Big fan dada
জমিতে জলসেচ কত দিন পর পর করব??
ধন্যবাদ
স্বাগত
ফ্লোরা ভিটামিন কি সপ্তাহে একবার দিতে পারবো।
হ্যাঁ
দাদা পটল গাছের প্রচুর জোর আছে কেরু ফসফেট পটাশ ইউরিয়া দেওয়া আছে ওই জমিতে দুই বছর আগের তুই পাওটলী গবর দেওয়া আছে। পটলের লতা মাচা করার মত হয়ে গেছে
ও বুঝতে পারছি
আমার নতুন পটলে কুড়ি কেজি ফসফেট আর পাঁচ কেজি ইউরিয়া দিয়ে সেচ দিয়েছিলাম তারপর তিনদিন পর মেঘে বৃষ্টি হয়েছে তাহলে কী পটলের ক্ষতি হবে
হালকা প্রভাব পড়বে
আমি আজকে 10 দিন হল পটল গাছে সার দিয়েছি সাতান্ন শতক জমিতে 60 কেজি ডিএপি 6 কেজি নিম খৈল দিয়েছি তারপর নিম্নচাপ হয়েছে সারের পরিমাণ কি আমার বেশি হয়ে গেছে অবশ্যই জানাবেন দাদা
সারের পরিমাণ একটু বেশি আছে তবে নিম্নচাপ হয়েছে গাছে হালকা ক্ষতি করতে পারে তবে এখনও রোদ দিচ্ছে কাছে বেশি পরিমাণে প্রভাব পড়বে না
আমি চার-পাঁচটা ডগা ওটায়ছি,কোন সমেস্যা হবে?
4টির বেশি ডোগ বানে ওঠাবেন না
আমার 10কাঠা উচু জমিতে এক্ষণ পটল লতা লাগানো যাবে , যদি লাগাই সঠিক ভাবে অঙ্কুর গাছ বের হবে কিনা Plz reply me আমি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে 🙏
হ্যাঁ উঁচু জমিতে অবশ্যই পটলের লতা লাগালে তার আবার হবে
ভাই। তোমার। পটলের। গাছের। পাতা।মরা। কেন। আমার। গাছের। এরকম। পাতা।
বৃষ্টির ফলে এরকম হয়েছে বুঝলা
দাদা দয়া করলে একটু জানাবেন মালছিং প্রধতি তে পটোল এর পরিচর্যা কি ভাবে করবো , আর চারা লাগানোর আগে জমিতে কি কি সার দেবো , আমি জানতে চাই কারণ আমি একজন নতুন চাষী pleace
মালচিং পেপার দিয়ে কিভাবে পটল চাষ করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে অবশ্য চ্যানেলে করে ক্লিক করে দেখে নাও