সত্যি খুব ভালো কথা বলেছেন সুমিত দা, যা সমর্থণযোগ্য। তবে পশ্চিম বাংলার বিভিন্ন ক্লাবের আন্ডার এ ছোটো ছোটো বাচ্ছাদের প্রশিক্ষন দেওয়া হয় প্রতিদিন। সেই সমস্ত এলাকায় প্রতিনিয়ত খোঁজ খবর নিয়ে কিছু কিছু বাচ্ছাদের তুলে এনে সেন্ট্রালি আরও ভালো করে প্রশিক্ষন দিলে, আগামীদিনে বাংলা থেকেও ভালো ভালো প্লেয়ার তৈরী হবে। সৌরভ পাল মহাশয়, ওঁনার প্রচেষ্টার তুলনা হয় না। উনি আপ্রাণ চেষ্টা করে চলেছেন বাংলার ফুটবলের উন্নতি করবার জন্য। আগামীদিনে আমরা নিশ্চই বাংলার ফুটবলের এক নতুন সকাল দেখবো, এই আশাই রাখলাম...... 🙏🏽
খুব ভালো কথা বলেছেন সুমিত বাবু। বিশেষ ধন্যবাদ সৌরভ বাবু কে তার এই বিশেষ উদ্যোগ এর জন্য।❤
সত্যি খুব ভালো কথা বলেছেন সুমিত দা, যা সমর্থণযোগ্য।
তবে পশ্চিম বাংলার বিভিন্ন ক্লাবের আন্ডার এ ছোটো ছোটো বাচ্ছাদের প্রশিক্ষন দেওয়া হয় প্রতিদিন। সেই সমস্ত এলাকায় প্রতিনিয়ত খোঁজ খবর নিয়ে কিছু কিছু বাচ্ছাদের তুলে এনে সেন্ট্রালি আরও ভালো করে প্রশিক্ষন দিলে, আগামীদিনে বাংলা থেকেও ভালো ভালো প্লেয়ার তৈরী হবে।
সৌরভ পাল মহাশয়, ওঁনার প্রচেষ্টার তুলনা হয় না। উনি আপ্রাণ চেষ্টা করে চলেছেন বাংলার ফুটবলের উন্নতি করবার জন্য।
আগামীদিনে আমরা নিশ্চই বাংলার ফুটবলের এক নতুন সকাল দেখবো, এই আশাই রাখলাম...... 🙏🏽