পবিত্র কুরআনে আল্লাহপাক ইরশাদ করেন, ‘আকাশ সমূহে এবং পৃথিবীতে যা আছে সবই আল্লাহর। আর তোমাদের অন্তরে যা আছে তা তোমরা প্রকাশ কর বা তা গোপন কর আল্লাহ তোমাদের কাছ থেকে এর হিসাব নিবেন। অতএব, তিনি যাকে চাইবেন ক্ষমা করবেন এবং যাকে চাইবেন আজাব দিবেন। আর আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান’ (সুরা আল বাকারা, আয়াত: ২৮৪)। এই আয়াত থেকে এটা স্পষ্ট বুঝা যায় যে, মানুষের প্রত্যেক কাজেরই হিসাব দিতে হবে, তা যতই গোপন হোক কিংবা প্রকাশ্য আর এর জন্য পুরস্কার, শাস্তি বা ক্ষমা আল্লাহর ইচ্ছানুযায়ী পেতেই হবে। পবিত্র কুরআনে আল্লাহপাক আরও বলেন, ‘যে সৎকর্ম করে সে নিজের কল্যাণের জন্যই তা করে এবং কেউ মন্দকর্ম করলে তার প্রতিফল সে-ই ভোগ করবে। তোমার প্রতিপালক তার বান্দাদের প্রতি কোনো জুলুম করেন না।’ (সুরা হামিম সিজদা, আয়াত: ৪৬) #বাংলা_কোরআন
আমিন সুবহানাল্লাহ খিজির( আ:)🇸🇦🇧🇩🕌🍊🍅🥭🍎🫒🍏🍐🍓🍋
Allhamdulillah
খুবই যুক্তিযুক্ত আলোচনা এবং সুষ্পস্ট মতামত দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আপনাকে, জাযাকাল্লাহ খায়রান।
ইয়া আল্লাহ আমাদের শিরিক ও বিদআত এবং কুফরি মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন।
4:00
পবিত্র কুরআনে আল্লাহপাক ইরশাদ করেন,
‘আকাশ সমূহে এবং পৃথিবীতে যা আছে সবই আল্লাহর। আর তোমাদের অন্তরে যা আছে তা তোমরা প্রকাশ কর বা তা গোপন কর আল্লাহ তোমাদের কাছ থেকে এর হিসাব নিবেন। অতএব, তিনি যাকে চাইবেন ক্ষমা করবেন এবং যাকে চাইবেন আজাব দিবেন। আর আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান’
(সুরা আল বাকারা, আয়াত: ২৮৪)।
এই আয়াত থেকে এটা স্পষ্ট বুঝা যায় যে, মানুষের প্রত্যেক কাজেরই হিসাব দিতে হবে, তা যতই গোপন হোক কিংবা প্রকাশ্য আর এর জন্য পুরস্কার, শাস্তি বা ক্ষমা আল্লাহর ইচ্ছানুযায়ী পেতেই হবে।
পবিত্র কুরআনে আল্লাহপাক আরও বলেন,
‘যে সৎকর্ম করে সে নিজের কল্যাণের জন্যই তা করে এবং কেউ মন্দকর্ম করলে তার প্রতিফল সে-ই ভোগ করবে। তোমার প্রতিপালক তার বান্দাদের প্রতি কোনো জুলুম করেন না।’
(সুরা হামিম সিজদা, আয়াত: ৪৬)
#বাংলা_কোরআন