হাদীস না থাকলে দু’রাকাত নামাজ কিভাবে পড়তাম? রাসূলের কথা বনাম আমল || Allama Mozammel Haque New Tafsir

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • সূরা যুখরুফ এর ধারাবাহিক তাফসীর, পর্ব-৬, আয়াত : ৫৫-৬১ || Sura Jukhruf tafsir : 55-61 || অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক || Mozammel Haque Barisal || Tahjib Center.
    #tahjibcentermozammelhaque
    আলোচ্য বক্তব্যে যে আয়াতগুলোর তাফসীর রয়েছে
    فَلَمَّا آسَفُونَا انتَقَمْنَا مِنْهُمْ فَأَغْرَقْنَاهُمْ أَجْمَعِينَ
    অতঃপর যখন আমাকে রাগাম্বিত করল তখন আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং নিমজ্জত করলাম। তাদের সবাইকে। [সুরা যূখরুফ - ৪৩:৫৫]
    فَجَعَلْنَاهُمْ سَلَفًا وَمَثَلًا لِلْآخِرِينَ
    অতঃপর আমি তাদেরকে করে দিলাম অতীত লোক ও দৃষ্টান্ত পরবর্তীদের জন্যে। [সুরা যূখরুফ - ৪৩:৫৬]
    وَلَمَّا ضُرِبَ ابْنُ مَرْيَمَ مَثَلًا إِذَا قَوْمُكَ مِنْهُ يَصِدُّونَ
    যখনই মরিয়ম তনয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হল, তখনই আপনার সম্প্রদায় হঞ্জগোল শুরু করে দিল [সুরা যূখরুফ - ৪৩:৫৭]
    وَقَالُوا أَآلِهَتُنَا خَيْرٌ أَمْ هُوَ مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلًا بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ
    এবং বলল, আমাদের উপাস্যরা শ্রেষ্ঠ, না সে? তারা আপনার সামনে যে উদাহরণ উপস্থাপন করে তা কেবল বিতর্কের জন্যেই করে। বস্তুতঃ তারা হল এক বিতর্ককারী সম্প্রদায়। [সুরা যূখরুফ - ৪৩:৫৮]
    إِنْ هُوَ إِلَّا عَبْدٌ أَنْعَمْنَا عَلَيْهِ وَجَعَلْنَاهُ مَثَلًا لِّبَنِي إِسْرَائِيلَ
    সে তো এক বান্দাই বটে আমি তার প্রতি অনুগ্রহ করেছি এবং তাকে করেছি বণী-ইসরাঈলে র জন্যে আদর্শ। [সুরা যূখরুফ - ৪৩:৫৯]
    وَلَوْ نَشَاء لَجَعَلْنَا مِنكُم مَّلَائِكَةً فِي الْأَرْضِ يَخْلُفُونَ
    আমি ইচ্ছা করলে তোমাদের থেকে ফেরেশতা সৃষ্টি করতাম, যারা পৃথিবীতে একের পর এক বসবাস করত। [সুরা যূখরুফ - ৪৩:৬০]
    وَإِنَّهُ لَعِلْمٌ لِّلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونِ هَذَا صِرَاطٌ مُّسْتَقِيمٌ
    সুতরাং তা হল কেয়ামতের নিদর্শন। কাজেই তোমরা কেয়ামতে সন্দেহ করো না এবং আমার কথা মান। এটা এক সরল পথ। [সুরা যূখরুফ - ৪৩:৬১]

КОМЕНТАРІ • 74

  • @md.kamruzzamansn6948
    @md.kamruzzamansn6948 Рік тому +2

    আলহামদুলিল্লাহ
    একজন বিজ্ঞ আলেম নিঃসন্দেহে। আল্লাহ আপনার প্রতি সহায় হোক।

  • @ibnerayhan2051
    @ibnerayhan2051 Рік тому +7

    কুরআন, হাদীসের এমন অকাট্য যুক্তি একমাত্র মাওলানা মোজাম্মেল হক সাহেবই দিতে পারেন। আল্লাহ্ তাঁকে হায়াতে তৈয়বা দান করুন।

  • @MimMariya-zf7vi
    @MimMariya-zf7vi Рік тому +2

    আলহামদুলিল্লাহ ❤❤❤

  • @omarfaruq3533
    @omarfaruq3533 Рік тому +1

    কোরআনের আলোকেই অতান্ত মূল্যবান আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আমাদেরকেও আমল করার তৌফিক দান করুন। তাহযীব সেন্টার এবং সম্মানিত মোহতারামকে আল্লাহ দ্বীনের খেদমত সুস্থতার সাথে নেক হায়াত দান করুন।

  • @mbrchyjontu4194
    @mbrchyjontu4194 10 місяців тому +1

    মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি,
    পবিত্র কোরআন মজিদ এর তাফসির শোনার তৌফিক দান করেছেন,,,,
    হে আল্লাহ মওলানা মোজাম্মেল হক সাহেব কে হায়াতে তৈয়াবা দান করুন,,,,,, এবং মানব জাতিকে হেদায়েত দান করুন আমিন,,,,,,

  • @mohammednazmulhasan6993
    @mohammednazmulhasan6993 Рік тому +2

    Thanks for your new lecture

  • @mainulhasan7208
    @mainulhasan7208 Рік тому +9

    আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খাইরান

  • @rafiqulislamahi444
    @rafiqulislamahi444 Рік тому +15

    আলহামদুলিল্লাহ হুজুরের তাফসীর যতোই শুনি ততই ভালো লাগে অনেক কিছু জানতে পারি। আল্লাহ হুজুরকে নেক ও সুস্থ জীবন দান করুন।

  • @MdMehedi-wv7fs
    @MdMehedi-wv7fs Рік тому +3

    হুজুর কে আল্লাহ বেহেশত দান করুন। আমিন।

  • @realinformation2268
    @realinformation2268 Рік тому +6

    আপনার কথা গুলো সত্যিই আমাদের খুব কাজে লাগতেছে । আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করুক ।

  • @RafiqulIslamRafiqulIslam-u6x

    আলহামদুলিল্লাহ হুজুরের তাফসীর শুনে ঈমান মজবুত হয়েছে আল্লাহ হুজুরের সুস্থ ও দীর্ঘ জীবন দান করুন আর আমি সহ সকল মুসলিম ভাইদের হেদায়েতের পথে রাখেন আমিন। মোজাম্মেল হক হুজুরকে যারা আহলে কোরআন বলে তারা মিথ্যা বাদী তাদের জ্ঞানের অভাব রয়েছে।।

  • @arvlog3079
    @arvlog3079 Рік тому +5

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
    জাযাকাল্লাহু খাইরান।

  • @MdAlamin-kv1vb
    @MdAlamin-kv1vb Рік тому +8

    আলহামদুলিল্লাহ কথা সঠিক

  • @babu850
    @babu850 Рік тому +7

    আসসালামু আলাইকুম। আরো তাফসির শুনার আল্লাহ নসিব দান করুণ।

  • @alamgirkazi1037
    @alamgirkazi1037 6 місяців тому

    মাশাল্লাহ হুজুরের চমৎকার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তাফসির গুলি শুনা প্রয়োজন মহান আল্লাহ এর বিনিময়ে উত্তম ফলাফল দান করবেন আমিন ।

  • @rafikulislam3880
    @rafikulislam3880 Рік тому +5

    আলহামদুলিল্লাহ্‌

  • @MdSahalam-f8h
    @MdSahalam-f8h 7 місяців тому

    আলহামদুলিল্লাহ

  • @MRFIslamicTV
    @MRFIslamicTV Рік тому +11

    আল হামদুলিল্লাহ্...প্রিয় ভিউয়ার্স আপনাদের ভালবাসায় ইসলামিক চ্যানেলটি এগিয়ে যাচ্ছে।আপনাদের একান্ত সাপোর্ট ও আল্লাহর রহমত নিয়ে অনেক দূর এগিয়ে যাবো ইনশা আল্লাহ্,,🌴🌴🌾🌾🌿🌿

    • @arvlog3079
      @arvlog3079 Рік тому

      ইনশাআল্লাহ

  • @bulbulahmed-hp3ub
    @bulbulahmed-hp3ub Рік тому +1

    হুজুর আসসালামু আলাইকুম, আমি আপনার ওয়াজ নিয়মিত শুনি এবং আপনার আলো আঁধার সিরিজের বই গুলো কিনেছি। আমার অসংখ্য জিজ্ঞাসার উত্তর আমি আপনার ওয়াজ এবং বইয়ের মাধ্যমে পেয়েছি। আমি আপনার কুরআনের তাফসীরও কিনব-ইনশাআল্লাহ।

  • @mmrahman6486
    @mmrahman6486 6 місяців тому +1

    হুজুর যদি কুরআনের খেলাফ ,কুরআনের বিপরীত হাদীস অবিশ্বাস বা অস্বীকার করে এবং আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত। ও

  • @hannanmd.hannan6667
    @hannanmd.hannan6667 Рік тому +1

    Alhamdulellah hugur er kajtheke onekdin porhaleo sattota jante parlam.

  • @মোঃআতিক-শ৪ভ

    চমৎকার

  • @MizanurRahman-lx3te
    @MizanurRahman-lx3te 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤ you

  • @mdsarbankhan447
    @mdsarbankhan447 Рік тому

    Assalamoalikum,unar tafsir ki kolkata book fair 2023 te powa jabe

  • @abdulmotaleb1639
    @abdulmotaleb1639 Рік тому +1

    ভাইয়া আমল আমরা ফেকায় পাব

  • @হাদীসকুরআনফিকহমুসলিমউম্মাহরঐ

    আমল গুলো একত্রে কালেকশন হল হাদিস যারা হাদিস অনুযায়ী আমল করে না তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল অসি্বকার করে
    তারা মুনকারুল হাদিস

    • @rafiqulIslam-dx3vx
      @rafiqulIslam-dx3vx 4 місяці тому

      যাঁরা জাল ও ভুয়া হাদিস আমল করে তাঁরা বিভ্রান্ত এবং হতভাগা।

  • @SaifulSoft
    @SaifulSoft Рік тому +1

    হুজুর, রাসুল সঃ যা করেছেন তা যেমন সুন্নত ঠিক তেমনি রাসুল সঃ যা করেননি তা না করাও সুন্নত. আমরা তো খুঁজি রাসুল সঃ কি করেছেন, কি করেননি তা তো কেউই মানতে চাইনা.

  • @najmulali1634
    @najmulali1634 Рік тому

    Hadish ki bukhari theke aslo
    Apni nijeke jannati bole vabso

  • @MainUddin-zn8yu
    @MainUddin-zn8yu Рік тому

    সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
    আল্লাহ রাসুল যখন লাস্ট খুতবা দিয়েছিলেন তখন বলছিলেন যে আমি দুইটা জিনিস রেখে গেলাম একটা কোরআন একটা হাদিস তখন রাসূলই তো বলে দিয়ে গেছেন তাহলে এটা আবার আপনি ১০০ বছর পরে লিখছি এটা তো আমি বুঝতে পারলাম না

    • @ImranHossain-tf3eu
      @ImranHossain-tf3eu Рік тому +3

      তা কোন হাদিস গ্রন্থে এই কথা উল্লেখ আছে জনাব,,একটু বলবেন কি?? আল্লাহর রাসুল সাঃ বিদায় হজ্জের ভাষনে একটা জিনিস রেখে যাওয়ার কথা বলেছেন সেটা হলেন আল্লাহর কিতাব,,সেটা একটু পড়ে নিয়েন দয়া করা,,2 টা জিনিস রেখে গেছে তার উল্লেখ নাই কোথাও,,

    • @anwarullah6862
      @anwarullah6862 Рік тому +1

      @@ImranHossain-tf3eu আসসালামু আলাইকুম, ভাই বিদায় হজের সময় রাসুল শেষ খুতবাতে বলেছিেলন যে আমি একটা জিনিস রেখে গেলাম আর সেইটা হলো কোরান। দুইটা জিনিস রেখে গেলাম এটা ভুল হাদিস। আপনি ইসলামিক ফাউণ্ডেশন প্রকাশিত মুসলিম শরিফ পড়ে দেখতে পারেন।

    • @ImranHossain-tf3eu
      @ImranHossain-tf3eu Рік тому +1

      @@anwarullah6862 ভাই আমিও তো তাই বললাম,,একটা জিনিস রেখে যাওয়ার কথাই হাদিসে উল্লেখ আছে,,সেটা হল আল্লাহর কিতাব,,

  • @mohsinbhuyan259
    @mohsinbhuyan259 Рік тому

    Jall mollagon jall kotha bolbeai,

  • @mdshafayethossain7962
    @mdshafayethossain7962 Рік тому +2

    এই লোকটার উদ্দেশ্য হচ্ছে হাদীস অসিকার করা

    • @shafiqurrahmanshafiq6650
      @shafiqurrahmanshafiq6650 Рік тому +1

      সম্মান দিয়ে কথা বলা উচিৎ ।

    • @mokramin8789
      @mokramin8789 6 місяців тому +1

      তোমার উদ্দেশ্য হলো হাদীসের নাম দিয়ে ধর্মব্যাবসা করা

    • @rafiqulIslam-dx3vx
      @rafiqulIslam-dx3vx 4 місяці тому

      আপনি কি বিভ্রান্ত গ্রুপের সদস্য?

    • @mokramin8789
      @mokramin8789 4 місяці тому

      @@rafiqulIslam-dx3vx আপনি তো বড় বিভ্রান্ত

    • @mokramin8789
      @mokramin8789 4 місяці тому

      @@rafiqulIslam-dx3vx ধর্মব্যাবসা খুব মজা লাগে

  • @ahsanhabib7615
    @ahsanhabib7615 Рік тому +5

    Assalamu alaikum,
    I live in the U.S.A. I want to collect the tafsir that is written by muhtaram moulana Mujammel Haque. One of my relatives will get it from Dhaka. Please give me a contact number.

  • @RahulRoy-ph3xe
    @RahulRoy-ph3xe Рік тому

    আলহামদুলিল্লাহ

  • @হাদীসকুরআনফিকহমুসলিমউম্মাহরঐ

    আমল গুলো একত্রে কালেকশন হল হাদিস যারা হাদিস অনুযায়ী আমল করে না তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল অসি্বকার করে
    তারা মুনকারুল হাদিস

    • @mokramin8789
      @mokramin8789 6 місяців тому

      এই বেটা হাদীস সংকলনের আগ পর্যন্ত মানুষরা কি ইবাদত করে নাই ? তারা কি নামাজ রোজা আদায় করে নাই ? রসুলের মৃত্যুর ২০০ বছর পরে হাদীস সংকলন করা হয়েছে,এই ২০০ বছর মানুষ কিভাবে ইসলাম বুঝছে ? তারা তো কুরআন আর রসুলের জীবন অনুসরণ করছে ।

    • @mokramin8789
      @mokramin8789 6 місяців тому +1

      কুরআনের খেলাফ কারো কথা গ্রহণযোগ্য হবে না

    • @rafiqulIslam-dx3vx
      @rafiqulIslam-dx3vx 4 місяці тому

      যারা কুরআনের খেলাপ আমল করে সে বরবাদ হয়ে যাবে।