PDS কেন করবেন কীভাবে করবেন । Why PDS & How Update Your PDS

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • শিক্ষকদের PDS কি, কেন লাগবে ও কিভাবে আপডেট করতে হয়?
    প্রশ্ন-১ : PDS কি?
    উত্তরঃ PDS এর পুর্ণরূপ হল Personal Data Sheet বা ব্যক্তিগত তথ্য বিবরণ।
    প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক-কর্মচারীদের বিস্তারিত বিবরণ থাকে এই মডিউলে। আগে সরকারি বিদ্যালয় ও সরকারি কলেজ এবং সরকারি প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য PDS অপশনটি চালু ছিল। বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্যেও এই মডিউলটি চালু করা হয়েছে।
    প্রশ্ন-২: PDS কেন লাগবে?
    উত্তরঃ প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অনলাইন বিভিন্ন কার্যক্রমে PDS থেকে তথ্য সংগ্রহ করা হয় ও হবে। নতুন এমপিও, এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি বা অন্য প্রতিষ্ঠানে এমপিও ভুক্তির জন্যেও পিডিএস আপডেট থাকতে হবে। নাহলে কোন কার্যক্রম করা সম্ভব হবেনা।
    প্রশ্ন-৩: PDS আপডেট কে করবে? প্রতিষ্ঠান প্রধান নাকি শিক্ষক-কর্মচারী নিজেই?
    উত্তর: PDS মূলত শিক্ষক-কর্মচারীর ব্যক্তিগত তথ্য পোর্টাল। এখানকার সকল তথ্য শিক্ষক-কর্মচারী নিজেই করবে। নির্ধারিত নিয়মে পিডিএস আপডেট করার পর প্রতিষ্ঠান প্রধান Approval দিবেন। সুতরাং কারো দিকে তাকিয়ে না থেকে নিজ দায়িত্বে পিডিএস আপডেট করে নেওয়া উচিত।
    প্রশ্ন-৪: PDS আপডেট করতে কি কি লাগবে?
    উত্তর: আপনার PDS আপডেট করতে যেসকল কাগজপত্র লাগবে তার একটি তালিকা-
    ১. নিজের জাতীয় পরিচয়পত্র,
    ২. স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র,
    ৩. যোগদান পত্র,
    ৪. নিয়োগপত্র,
    ৫. পাসপোর্ট সাইজের ছবি,
    ৬. সনদ সমূহের ফটোকপি,
    ৭. সন্তানদের তথ্য,
    ৮. সন্তানদের জন্ম নিবন্ধন সনদ,
    ৯. প্রশিক্ষণ গ্রহনের সনদ ও তথ্য সমূহ,
    ১০. PDS আইডি,
    ১১. ইনডেক্স নম্বর,
    ১২. ভাষাগত দক্ষতার তথ্য,
    ১৩. অন্যান্য
    (সবগুলো তথ্য স্ক্যান করে PDS পোর্টালে আপলোড করতে হবে)
    প্রশ্ন-৫ঃ PDS আইডি কোথায় পাব?
    উত্তর: PDS আইডি EMIS Portal থেকে সংগ্রহ করতে হবে। এর জন্য প্রথমেই এই লিংকে অথবা এখানে ক্লিক করে প্রবেশ করে ড্রপ ডাউন মেনু থেকে PDS আইডি সংগ্রহ করতে হবে।
    প্রশ্ন-৬ঃ কিভাবে HRM রেজিষ্ট্রেশন করব?
    উত্তর: HRM রেজিষ্ট্রেশন করার জন্য EMIS এর ওয়েব সাইটে প্রবেশ করে HRM রেজিষ্ট্রেশন লিংকে গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।
    প্রশ্ন-৭ঃ কিভাবে PDS আপডেট করবো?
    উত্তর: আপনার HRM রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে ইমেইল থেকে প্রাপ্ত ইউজার পাসওয়াড ব্যবহার করে PDS আপডেট করতে হবে।
    প্রশ্ন-৮ঃ HRM ও PDS রেজিষ্ট্রেশন করার কোন ফরম আছে কি?
    উত্তর: প্রকৃতপক্ষে অনলাইন ফরম ছাড়া কোন ফরম নাই।
    তথ্যসূত্রঃ bangla notice
    #RashelSir #PDS

КОМЕНТАРІ • 49

  • @NurAlam-dn6kl
    @NurAlam-dn6kl 6 місяців тому

    আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল

  • @srstudystudio4944.
    @srstudystudio4944. 2 роки тому

    আমি নিয়মিত আপনার ভিডিও দেখি আনেক উপকৃত হয়।

    • @RashelSir
      @RashelSir  Рік тому

      অনেক ধন্যবাদ আপনাকে

  • @s.a.bashar5197
    @s.a.bashar5197 10 місяців тому +1

    নন এমপিও প্রতিষ্ঠানে পিডিএস ছিল। নতুন এমপিও এর জন্য এটা কি সমস্যা করবে?

  • @kamalpurhazizahiruddinhigh2897
    @kamalpurhazizahiruddinhigh2897 4 роки тому

    Nice and thanks.

  • @HSCICTSCHOOL
    @HSCICTSCHOOL 8 місяців тому

    User id ta ki pds id tai hobe?

  • @kabirhosen7004
    @kabirhosen7004 9 місяців тому

    আসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ স্যার আমার আগের একটা পিডি ছিল কিন্তু পরে আপডেট করতে গিয়ে ভুলবশত আর একটা পিডিএফ খুলে ফেলেছি এখন আমার পরের পিডিএফ টা আপডেট আছে আগের পিডিএসটা আমি আপডেট করবো কিভাবে অথবা পরের টা আমি ডিলিট করব কিভাবে একটু জানালে উপকৃত হব

  • @user-nl3ob1fw5u
    @user-nl3ob1fw5u 4 роки тому

    ধন্যবাদ, স্যার

  • @atiarrahman6363
    @atiarrahman6363 4 роки тому +1

    আপনার ভিডিওটি দেখলাম স্যার। ধন্যবাদ। বর্তমান কর্মরত শিক্ষক/কর্মচারীরা কি নিবন্ধন করবে ? জানালে খুশি হবো।

    • @RashelSir
      @RashelSir  4 роки тому

      তেমন বাধ্যবাধকতা নেই

  • @joydebkundu5276
    @joydebkundu5276 Рік тому

    কিভাবে pds আইডিতে নাম সংশোধন করা যায় ??
    প্লিজ বলেন

  • @dinarssharingpoint604
    @dinarssharingpoint604 4 роки тому +1

    register এ olready in process! দেখায়।কিন্তু hrm এ সাবমিটেড দেখায়না।কি কব প্লিজ

  • @MustafizurJamalpur
    @MustafizurJamalpur Рік тому

    নতুন এমপিও প্রাপ্ত বা ইনডেক্সধারীরা কিভাবে পিডিএস পেতে পারে? আমার প্রতিষ্ঠানে সকল শিক্ষকের পিডিএস আছে কিন্তু মার্চ/২০২২ এ যে তিনজন শিক্ষকের এমপিও হয়েছে তাদের পিডিএস নম্বর নাই!কিভাবে এটা পাওয়া যেতে পারে জানাবেন প্লিজ।

  • @Dr.S67
    @Dr.S67 4 роки тому +1

    ভুলক্রমে সাবমিট দেওয়া হয়ে গেছিল জিনিসটা কি তা বোঝার জন্য। এখন এটা সংশোধনের উপায় কি?

    • @RashelSir
      @RashelSir  4 роки тому

      প্রতিষ্ঠান প্রধান এপ্রোভ করবেন। এরপর আপনি পুনরায় সংশোধন করতে পারবেন।

  • @ABCblog77
    @ABCblog77 Рік тому

    স্যার, আমাকে পাসওয়ার্ড পরিবর্তনের জন্য লিংক দেওয়া হয়েছে। কিন্তু Temporary password দেওয়া হয়নি। সেজন্য পাসওয়ার্ড পরিবর্তন করা গেলেও current password না থাকায় login করা সম্ভব হয়নি। আমি এখন কী করব স্যার।

  • @biswastutorial7992
    @biswastutorial7992 3 роки тому

    পি ডি এস এ স্মার্ট কার্ড এর আইডির নং দিতে হবে? আগের আইডি নং দেওয়া আছে।

  • @gulamjahadulhoquechisti8803
    @gulamjahadulhoquechisti8803 4 роки тому

    অনুমোদন করবো কিভাবে

  • @habilashdwiphighschool4223
    @habilashdwiphighschool4223 Рік тому

    সঠিক PDS নম্বর এবং পরিবর্তনকৃত সঠিক Password দেওয়ার পরও কেন Open হচ্ছেনা।

  • @user-pr5hi8mg9o
    @user-pr5hi8mg9o 3 роки тому

    Sir আমার ইমেইল দেয়া ভুল হয়েছে কিন্তু প্রধান শিক্ষক approve করছে। এখন ইমেইল সংশোধন উপাই আছে কি

  • @najmulsir509
    @najmulsir509 4 місяці тому

    ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই কিছু কথা আছে

  • @md.mizanurrahman6516
    @md.mizanurrahman6516 Рік тому

    আমার পিডিএসে জিমেইল নেই পাসওয়ার্ড জানা নেই কি করবো

  • @arifhossain5551
    @arifhossain5551 4 роки тому

    স্যার আমি একজন ইনডেক্স ধারি শিক্ষক ।আমি কিভাবে পিডিএস আপডেট করব। রেজিস্ট্রেশন করতে গেলে রেজিস্ট্রেশন হয়না।লেখা আসে an error occured while processing your request

  • @maminulislam-bk6jy
    @maminulislam-bk6jy Рік тому

    রাসেল স্যার emis সেলে ৩য় ধাপে PDS অনু্যায়ী যে যোগদানের তারিখ আছে তা ভুল। যার কারনে আমার B ED আবেদন রিজেক্ট হয়েছে। আমি কিভাবে যোগদানের তারিখ পরিবর্তন করব। ভাই দয়া করে জানাবেন এবং মোবাইল নম্বরটা দিন।

  • @bns_bholanathswar9318
    @bns_bholanathswar9318 4 роки тому

    আমার HRM ড্যাসবোর্ডে কোন কিছু দেখাচ্ছে না। এখন কি করব?

    • @RashelSir
      @RashelSir  4 роки тому

      ki rokom dekhai?

    • @bns_bholanathswar9318
      @bns_bholanathswar9318 4 роки тому

      @@RashelSir HRM ar Dashboard ar ja control panel asa shakana kono kisu nai. Faka

    • @rokhsanarupa4374
      @rokhsanarupa4374 4 роки тому

      Amar o hrm kisu dakhai na, akhon ki koronio

  • @badshaalam8431
    @badshaalam8431 Рік тому

    pds এ কি নাম সংশোধন করা যাবে?

  • @bishnupoddev5062
    @bishnupoddev5062 3 роки тому

    সাবমিট করার পর কিভাবে তথ্য পরিবর্তন করা যাবে?

  • @varietiesshowfast3609
    @varietiesshowfast3609 Рік тому

    PDS Submit করার পর কে কিভাবে অনুমোদন করবে?

    • @RashelSir
      @RashelSir  Рік тому

      প্রধান শিক্ষক উনার আইডি পাসওয়ার্ড দিয়ে অনুমোদন করবেন

  • @shortmath4255
    @shortmath4255 4 роки тому

    HRM a click korar por je page open hoy seta kono option ase na keno

    • @RashelSir
      @RashelSir  4 роки тому

      ব্রাউজার প্রব্লেম হতে পারে

    • @shortmath4255
      @shortmath4255 4 роки тому

      @@RashelSir অ্যাপ্লিকেশন অনুমোদন হওয়ার পর যে আইডি পাসওয়ার্ড আসে ওটা দিয়ে লগইন করে HRM এ ক্লিক করলে কোন তথ্য আসেনা। গুগল ক্রোম ব্রাউজার দুইদিন আগে আপডেট করা

  • @halimacademy722
    @halimacademy722 4 роки тому

    Email আসে না।

  • @shamimmamun4799
    @shamimmamun4799 4 роки тому

    আসসালামু আলাইকুম স্যার, প্রধান শিক্ষক আমাকে pds এর usar id ও Password কিভাবে করে সেটার উপর ভিডিও দেন

    • @RashelSir
      @RashelSir  4 роки тому

      কি সমস্যা বুঝি নাই

  • @afifaarif1383
    @afifaarif1383 4 роки тому

    লগিন করার পর কোন কিছু দেখায় না? কিসের সমস্যা বুঝতে পারছি না। জানালে কৃতজ্ঞ থাকিব।

  • @fatehabadhighschool3296
    @fatehabadhighschool3296 4 роки тому

    Email এ SMS তো আসেনা

    • @RashelSir
      @RashelSir  4 роки тому

      সবগুলো ফোল্ডার চেক করেন, মেইল আইডি ঠিক দিয়েছিলেন কি না সেটাও দেখেন

    • @borodoluhighschool6156
      @borodoluhighschool6156 4 роки тому

      @@RashelSir স্যার কোন ফোল্ডারেই তো পাইনা, কি করা যায়?

  • @fatehabadhighschool3296
    @fatehabadhighschool3296 4 роки тому

    প্রধান এর ইমেইল কোনটা? স্কুলের না উনারটা

    • @RashelSir
      @RashelSir  4 роки тому

      প্রধান এর মেইল কেন?

  • @md.mizanurrahman6516
    @md.mizanurrahman6516 Рік тому

    স্যার মোবাইল নম্বর দেন

  • @md.mostafizurrahman9839
    @md.mostafizurrahman9839 3 роки тому

    স্যার,আপনার ফোন নাম্বার দেবেন? আমার পিডিএস এ সমস্যা আছে। তাই আপনার সাথে একটু কথা বলতাম।

  • @bijansona9163
    @bijansona9163 Рік тому

    আমার একাধিক পিডিএস হয়ে গেছে, এখন উপায় কি স্যার।