ব্ল্যাক কার্প মাছ পুকুরে প্রতি শতকে কত পিস চাষ করা যায় ও খাদ্য পুকুরে থাকা শামুক🐌 ব্ল্যাক কার্প মাছ

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • ব্ল্যাক কার্প মাছ পুকুরে প্রতি শতকে কত পিস চাষ করা যায় ও খাদ্য পুকুরে থাকা শামুক🐌 ব্ল্যাক কার্প মাছ
    ঠিকানা
    ধলা, ত্রিশাল, ময়মনসিংহ ✓
    নাম প্রোঃ মোঃ রহমত শেখ
    মোবাইল নাম্বার: 01710933563
    ব্ল্যাক কার্প মাছ চাষ,black carp fish,black karp fish farmong,মাছ চাষ পদ্ধতি,ব্ল্যাক কার্প মাছ,ব্ল্যাক কাপ মাছের পোনা,কার্প মাছ চাষ,ব্ল্যাক কার্প মাছের ধানী পোনা,ব্ল‍্যাক কার্প মাছের পোনা,ব্ল্যাক মাছ,মাছ চাষ,black karp fish,black carp fish seeds video,সাদা মাছ চাষ,সহজে মাছ চাষ,বাংলা মাছ চাষ,পুকুরে মাছ চাষ,ব্ল্যাক কার্প,মাছের চাষ গ্লাস,fish farm,ব্ল‍্যাক কার্প,ব্লাড কাপ মাছের পোনা,কার্প মাছের পোনা,fish seeds,ব্লাড কাপ মাছের দাম
    শামুক ও ঝিনুক নিধনে ব্ল্যাক র্কাপ মাছ চাষ,ব্ল্যাক র্কাপ মাছের খাবার,সহজ ব্ল্যাক র্কাপ মাছ চাষ,ব্ল্যাক র্কাপ মাছ কোথায় পাওয় যায়,ব্ল্যাক র্কাপ মাছর দাম,রঙিন মাছের প্রজনন পদ্ধতি,রঙিন মাছের চাষের পদ্ধতি,রঙিন মাছের দাম,রঙিন মাছ কোথায় পাওয়া যায়,রঙিন মাছের ছবি,রঙিন মাছ চাষের প্রশিক্ষণ,ব্ল্যাক র্কাপ মাছ চাষে ১ বছরে ২-৩ কেজি বানানোর নিয়ম,মা ও মাটি মৎস্য হ্যাচারী,
    #Blak_Cup_fish_farming #Blak_Cup_fish_seeds #ব্ল্যাক_র্কাপ_মাছ_চাষ_করার_সহজ_পদ্বতি #ব্ল্যাক_র্কাপ_মাছ_ও_খাবার কি
    ব্ল্যাক কার্প মাছটি ১৯৮৩ সালে চীন হতে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশে আনা হয়, এটি স্নেইল কার্প নামেও পরিচিত, বাংলাদেশে এই মাছটি মূলতঃ শামুক নিয়ন্ত্রণ এবং চাষের উদ্দেশ্যে আমদানী করা হয়েছিল, ব্ল্যাক কার্প মাছের আদি নিবাস চীন ।
    ব্ল্যাক কার্প মাছের পুকুর প্রস্তুতিঃ ব্ল্যাক কার্প মাছ চাষ করার জন্য পুকুরটি পুরাতন হলে ভালো হয় চারপাশে ডল পাল থাকলে কেটে দিতে হবে। এবং এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যেখানে শামুক বা ঝিনুক বেশি থাকে না থাকলে ওই পুকুরে প্রকৃতিকভাবে শামুক বা ঝিনুক তেরী করে নিতে পাড়েন।
    আর অবশ্য পোনা ছাড়ার আগে অক্সিজেন ব্যাগ গুলো পানির সাথে খাপ খায়িয়ে ১০-১৫ মিনিট পর পটাশিয়াম প্যারামেগনানেন্ট দিয়ে ৩০ সেকেন্ড গোসল করিয়ে দিরে দিরে ছাড়তে হবে।
    ব্ল্যাক কার্প মাছ কত পিছ দিতে পাড়েনঃ প্রতি শতাংশে একক ভাবে চাষ করতে ৫০-১০০ টি দিতে পাড়েন। আর মিশ্র চাষে ৩০-৫০ টি দিতে পারেন।
    ব্ল্যাক কার্প মাছের খাদ্য কি : ১৫ সেমি হতে ছোট ব্ল্যাক কার্প মূলতঃ প্ল্যাংটন খায় এবং যখন এদের আকার ২০-৩০ সেমি হয় তখন এরা শামুক, ঝিনুক ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহন করে। ব্ল্যাক কার্প মাংশাসী ধরনের মাছ। এরা প্রতিদিন দেহ ওজনেন ২০% হারে খাবার খেয়ে থাকে ।
    ব্ল্যাক কাপ মাছ ১ বছরে আড়াই থেকে ৩ কেজি হয় এরা সবর্চ্চ ২০-৩০ কেজি ওজন হয়। বাজারে এই মাছটি চরা দামে বিক্রি করা যায়। এই মাছটি খেতে যেমন সুস্বাদু তেমনি এই মাছ খেলে প্রতি ১০০ গ্রাম মাছে আছে আমিষ ১৮.৫ গ্রাম, চর্বি ১.১ গ্রাম, ফসফরাস ৩৮২ মিলিগ্রাম ও ক্যালসিয়াম ৩৩৫ মিলিগ্রাম তাই মাছটি কদর বেশি যদিও এটি সামুদ্রিক মাছ তারপরও এখন আমাদের ভিবিন্ন অঞ্চলে পাওয়া যায়।
    রোগবালাই: ব্ল্যাক কার্প খুবই শক্ত একটি মাছ এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অধিক। তবে মাঝে মাঝে এরা ক্ষতরোগে আক্রন্ত হয় । তখন পটাশ আর লবন এক সাথে মিশিয়ে পুরা পুকুরে ছিটিয়ে দিতে পাড়েন কিভাবে দিবেন জানতে উপরে আই বাটনে লিংক থাকবে চাইলে ক্লিক করে দেখে আসতে পাড়েন।
    প্রভাব: সঠিক মাত্রায় ব্ল্যাক কার্প মজুদের মাধ্যমে কোন জলাশয়ের অতিরিক্ত শামুক বা ঝিনুক নিয়ন্ত্রণ করা যেতে পারে।

КОМЕНТАРІ • 2

  • @shihabuddin3090
    @shihabuddin3090 Місяць тому +1

    ডেলিভারি কি কুরিয়ারে নাকি বাসের মাধ্যমে দেয়া হয়

    • @aliffishfarmingbd
      @aliffishfarmingbd  Місяць тому

      বাসের মাধ্যমে দেওয়া