কুরআনের ছায়াতলে || শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ) || ilmweb Publishing
Вставка
- Опубліковано 7 січ 2025
- আবু মুহাম্মাদ আসিম বিন মুহাম্মাদ বিন তাহির আল-বারকাওয়ি। সবার কাছে আবু মুহাম্মাদ আল-মাকদিসি হিসেবেই পরিচিত। মূলত তিনি আরবের উতাইবা গোত্রের লোক। ১৩৭৮ হিজরিতে (১৯৫৯ খ্রিষ্টাব্দ) ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসে তাঁর জন্ম। সে সময়ে পশ্চিম তীর জর্দানের অংশ ছিল। তিন বা চার বছর বয়সেই পরিবারের সাথে কুয়েতে চলে আসেন তিনি।
সমকালীন বহু নির্ভরযোগ্য উলামা কিরাম শাইখ আসিম আল-বারকাওয়ির ইলমের সাক্ষ্য দেন। তাঁর রচনাবলির প্রশংসা করেন। তাঁদের মাঝে শাইখুল মাশায়িখ আল্লামা হামুদ বিন উকলা আশ-শুয়াইবি (রাহিমাহুল্লাহ) অন্যতম। তিনি শাইখ আল-বারকাওয়ির রচনাবলি পড়তে, তাঁর অধীনে শিক্ষাগ্রহণে জোর দেন। তিনি তাঁর প্রশংসা করতেন, তাঁর প্রতিরক্ষা করতেন, তাঁর জন্য দুআও করতেন।
আরো বিস্তারিত পড়তে ভিজিট করুন : ilmweb.net/শাই...
আমাদের আকিদাহ বইটি অর্ডার করতে ভিজিট করুন : tinyurl.com/bd...
_____
►আমাদের ওয়েবসাইট: ilmweb.net/
►ফেসবুক- / ilmweb
►ইনস্টাগ্রাম- / ilmweb
►টুইটার- / ilmweb
►টেলিগ্রাম- t.me/ilmweb_net