Smriti Folok | স্মৃতিফলক | Music Video | Raihan Al Hasan | Shadat Hossain | Ishtiak

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024
  • Music Video of Smriti Folok (স্মৃতিফলক) is dedicated to the legend Ayub Bachuchu.
    ➤Credits:
    Song: Smriti Folok (স্মৃতিফলক)
    Singer: Raihan Al Hasan
    Lyrics: Ishtiak Islam Khan
    Tune & Vocal: Raihan Al Hasan
    Composition & Music: Shadat Hossain Shahed
    Studio: Studio Cockpit
    Director: MH Shagor
    Production: Cyberpunk Studio
    ➤Lyrics:
    “নীল বেদনায় জড়ানো সময়ে আমার
    তারা ভরা রাতে এক ভাড়াখাটা গিটার/
    সুর তুলেছিলো ‘চলো বদলে যাই’
    ফেরারি এই মনের আপন কেহ নাই/
    ঘুমন্ত শহরে জল জোছনায়
    যে পথে হারিয়েছি, সে পথে খুজবো তোমায়/
    ঘুমন্ত শহরে জল জোছনায়
    চাঁদ মামা আর রাতের তারার মাঝে খুঁজবো তোমায়।।।।
    এখন অনেক রাত তাই
    লোকজন কমে গেছে
    কার কাছে যাবো? মন চাইলে মন দেবে কে?/
    তখনো তো জানতে বাকি
    আসলে কেউ সুখী নয়
    শেষ কথা কেনো এমন কথা হয়?/
    ঘুমন্ত শহরে জল জোছনায়
    যে পথে হারিয়েছি, সে পথে খুজবো তোমায়/
    ঘুমন্ত শহরে জল জোছনায়
    চাঁদ মামা আর রাতের তারার মাঝে খুঁজবো তোমায়।
    সাড়ে তিন হাত মাটির নিচে
    অন্ধকারে কাফনের ভাঁজে
    অভিলাষী নিজেকে কি অভিমানে একা ভাবো?/
    শেষ রাতের ডাক্তার এসে
    অচেনা জীবনের গান ভালবেসে
    তোমার স্মৃতি নিয়ে আর কত কেঁদে যাবো?/
    ঘুমন্ত শহরে জল জোছনায়
    যে পথে হারিয়েছি, সে পথে খুজবো তোমায়/
    ঘুমন্ত শহরে জল জোছনায়
    চাঁদ মামা আর রাতের তারার মাঝে খুঁজবো তোমায়”।
    🌐Follow us!
    ▶️Facebook: / raihanalhasanbd
    ▶️Spotify: spti.fi/5PsWkdC
    ➤ANTI-PIRACY WARNING *
    All rights reserved by Music and Video Raihan Al Hasan. This Visual and Audio Element is
    Copyrighted Content of Central Music and Video [Raihan Al Hasan]. Any Unauthorized
    Publishing is Strictly Prohibited.
    Copyrights © 2024 | Raihan Al Hasan, All Rights Reserved.

КОМЕНТАРІ • 3