আনন্দপথ-৮০১ "আমি ধার্মিক নই, সৎভাবে দিন কাটাই" ।

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • #anup_b_acharya
    #anandapath_801
    #spiritual_motivational_talks_bangla
    Call tlme:- 4-6 pm only, Mobile No. 7595852231
    আনন্দপথ সাধনাশ্রম- ঠিকানা
    গ্রাম- অমরার গড়, মানকর
    থানা আউশগ্রাম, জেলা- পূর্ব বর্ধমান
    পিন- ৭১৩১৪৪ ।
    হাওড়া ব্যান্ডেল বর্ধমান দুর্গাপুর বা আসানসোল থেকে ট্রেনে উঠে মানকর স্টেশনে নামুন। সড়ক পথে বুদবুদ হয়ে‌ মানকরে আসুন। বাস বা টোটোয় করে আশ্রমে আসুন। ট্রেনের সময়ের জন্য টাইম টেবল দেখুন।
    "আমি ধার্মিক নই, সৎভাবে দিন কাটাই।"
    *I am not religious, bur live honestly "
    অলৌকিক ভারতবর্ষ। সুপ্রাচীন কাল থেকে এদেশে আত্মতত্ব অনুসন্ধানের জন্য আন্তরিক ভাবে কাজ করে এসেছেন সাধু ঋষিগণ। সাধারণ মানুষও সমাজের মধ্যে ধর্মীয় পরিবেশে ধর্মীয় কাজ করে এসেছেন বহু প্রাচীন কাল থেকেই। ধর্মই এদেশের মানুষের সংস্কৃতির মূল কথা।
    ধর্মের ইতিহাস রক্তমাখা। সমাজে বারবার সংঘর্ষ হয়েছে ধর্মের কারণে। সমাজের মধ্যে মানুষে মানুষে বিভেদের কারণও এই ধর্ম। মুখে ধর্মকথা, সঙ্গে লোক দেখানো ধার্মিক আচরণ, - অথচ জীবন যাপনে ধার্মিকতা নেই। অধিকাংশ মানুষ তো এই রকমই। তাই আ্মি ধার্মিক নই।
    অদ্ভুত আলোচনা। সবটা শুনে দেখুন।

КОМЕНТАРІ • 79

  • @jaychakraborty3330
    @jaychakraborty3330 10 місяців тому

    Asadharan alochona, pronam neben 🙏🙏🙏

  • @tapatisikdar5388
    @tapatisikdar5388 10 місяців тому

    Khub valo lagloo. Onake amer pronam janai.aapni amer pronam niben

  • @debasishchatterjee7331
    @debasishchatterjee7331 10 місяців тому

    প্রণাম মহারাজ,
    সাধু সাধু।
    নমস্কার ধন্যবাদ

  • @sharmisthaghatak6501
    @sharmisthaghatak6501 10 місяців тому

    Joy guru khub bhalo laglo oner katha,uni satotar protik uni muktir dike egie jachhen unasked pronam,apnake pronam 🙏🙏

  • @simamisrty546
    @simamisrty546 10 місяців тому

    🙏🙏🙏

  • @aryaraj9405mgn
    @aryaraj9405mgn 10 місяців тому

    রাজর্ষি। প্রণাম বাবা।

  • @ritaganguly6040
    @ritaganguly6040 10 місяців тому

    Sotti prosongsa korbar moton e rokum manush ke 🙏

  • @dipshikhachakraborty553
    @dipshikhachakraborty553 10 місяців тому

    ajker vedio ti kub valo . jar kotha apni alochona korlen onar bola protiti points ekdom tik . onar poribar o onar pashe achen. uni tho darmik karon uni onar dormer pothe achen. ei sohoj sorol jobon nirlov jibon kub dorkar . vogoban sob dakhen.

  • @deepaksarkar1708
    @deepaksarkar1708 10 місяців тому +4

    ধন‍্য সেই মানুষ যিনি জীবনের সত‍্য উপলব্ধি করেছেন। এই রকম মানুষ আজকাল খুবই বিরল। ওনাকে আমার নমস্কার 🌹🙏🌹

  • @arghyamukherjee2630
    @arghyamukherjee2630 10 місяців тому +2

    উনি সততার প্রতীক। এমন মানুষ কে দূর থেকে প্রণাম জানাই।

  • @manikaroy608
    @manikaroy608 10 місяців тому +2

    একটি সুন্দর আদর্শ ও শান্তির সংসার।ওনার জীবন ভালো ভাবে সততার সাথে সুখে কাটুক।খুব ভালো লাগলো।🙏🙏🌹🙏🙏

  • @tapaskumarmitra7426
    @tapaskumarmitra7426 10 місяців тому +1

    এতখানি জীবনের প্রতি নিয়ম নিষ্ঠ ও সত হওয়াটাই তো ভক্তির পথকেই সুগম করে।খুব ভাল লাগল। আমার ভক্তি পূর্ণ প্রণাম জানাই আপনাকে।উত্তরা মিত্র

  • @haimantisamanta5791
    @haimantisamanta5791 10 місяців тому

    Ajker Alochanar Vishayta Bhaloi Laglo .Onar karma'r janya Dhanyavad.....Aponake Janai Pronam.

  • @dipalidey-vu6rx
    @dipalidey-vu6rx 10 місяців тому +1

    দাদা আমার প্রনাম নেবেন । আজকের আলোচনা ভীষণ ভালো লাগলো । জীবনের একটা দিক খুলে গেল । ভালো থাকবেন সুস্হ থাকবেন । নিজের প্রতি সবসময় খেয়াল রাখবেন । প্রনাম।

  • @nemaijash9817
    @nemaijash9817 10 місяців тому +1

    এই মানুষ আজ বেশি প্রয়োজন ওনার জন্য অপূর্ব এগিয়ে যান ধন্যবাদ

  • @bhajaharimondal2865
    @bhajaharimondal2865 10 місяців тому

    গুরুদেব আপনার আলোচনা টি খুবই ভালো লাগলো সব মানুষের এই পথ নেওয়া উচিত গুরুদেব আমার প্রনাম নেবেন নমস্কার 🙏🙏🙏🙏🙏

  • @rajarshichakraborty3033
    @rajarshichakraborty3033 10 місяців тому

    ভালো লাগলো আজকের আলোচনা.... প্রণাম নেবেন।🙏🙏🙏

  • @rabindranathsarkar7467
    @rabindranathsarkar7467 10 місяців тому

    জয় গুরু। গুরু কৃপাহি কেবলম। গুরুজী প্রনাম নেবেন।

  • @user-tu6vz3ue1x
    @user-tu6vz3ue1x 10 місяців тому

    Aami dharmik noi. Satvabe din katai .Eta kemon katha ? Satvabe je din katay takei dharmik bole . Er upor uni vagyaban karon oner onugami dujon Shanti prio oner kathamoto cholen .Purno Shanti biraj kore oi sansare . Iswar okhanei bas koren .Jibone onek kichhu i dekhlam .Tar pariprekhite ai dharona janalam .Sakoler mongol hok .pronam neben dadavai . Sustha thakun . Joy ma joy thakur .

  • @mitalichakraborty2922
    @mitalichakraborty2922 10 місяців тому

    Ajkr dine sat manush r dekha paoa durlov,apnr moto sat o dhamik manusher kache aste pere ami dhonyo,amr pronam neben, valo thakben

  • @nepalchandradas423
    @nepalchandradas423 10 місяців тому

    প্রণাম নেবেন ঠাকুর 🙏🙏🕉️🌺🙏🕉️🌺🙏🕉️🌺🙏🕉️🌺

  • @amritaOmNamahsivai
    @amritaOmNamahsivai 10 місяців тому

    খুব ভালো লাগল ভদ্রলোকের সংযমী জীবন যাপন,,,,,,ধর্ম,,,এই জীবন যাপনই তাঁর ধর্ম,,,খুব ভালো,,,খুব ভালো,,,🙏🙏

  • @ruparoy3814
    @ruparoy3814 10 місяців тому

    Aaj ak onyorokom akdom alada sundor alochona holo valo laglo sune ❤apnar kotha gulo aro valo laglo baba❤❤🙏

  • @minaroy1058
    @minaroy1058 10 місяців тому

    Sottike dhore oni cholchen onitho prokrito dharmik onake proman roilo, guruji upni amar proman neben, joy hok sotter joy hok sototar 🙏🙏🙏

  • @bibekanandabharati561
    @bibekanandabharati561 10 місяців тому

    নমস্কার দাদা। আজকের আলোচনা ভীষন ভালো লাগলো। আজকের দিনে ওই ভদ্রলোকের কাহিনী বা চারিত্রিক গুণাবলী বিরল। সংযম ,নির্লোভ ও অন্তর্মুখী এই গুণ ই তো মোক্ষ লাভের পথ সুগম করে। ঈশ্বর অবশ্যই কৃপা করবেন। জয় মা। ভদ্রলোক একজন প্রনম্য ব্যক্তি।

  • @csegggffgggf6627
    @csegggffgggf6627 10 місяців тому

    DANDABAT PRANAM BABA BHALO THAKBEN. JOYHIND JOYGURU HARE KRISHNA BANDEMATARAM.

  • @panchamsen9102
    @panchamsen9102 10 місяців тому

    বড়ো ভালো লাগলো আজকের ভিডিও টা। প্রণাম নেবেন মহারাজ 🙏।

  • @paramitachatterjee3055
    @paramitachatterjee3055 10 місяців тому

    খুব ভালো লাগলো।
    প্রণাম নেবেন।

  • @swastika721
    @swastika721 10 місяців тому

    Joy guru 🙏🏻🙏🏻🙏🏻 khub valo laglo

  • @kankanabiswas2790
    @kankanabiswas2790 10 місяців тому

    বড় সুন্দর !!! 🙏🌻🙏

  • @Kalpanapaul-kj8wi
    @Kalpanapaul-kj8wi 10 місяців тому

    খুব ভালো লাগলো ওনার আলোচনা সত ভাবে জীবন কাটানতো এক ধরণের পূজো

  • @AshisKundu-i7c
    @AshisKundu-i7c 10 місяців тому

    God loves the person who has integrity but dislikes dishonesty though that person continues worshipping and visits temples. First need holiness, truthfulness, unselfishness and purity .

  • @ashischatterjee4836
    @ashischatterjee4836 10 місяців тому

    🙏🙏প্রণাম নেবেন

  • @dibakarmajee8140
    @dibakarmajee8140 10 місяців тому

    খুব ভাল লাগল, সত্যের জয় 🙏🙏🙏🙏🙏

  • @amritaOmNamahsivai
    @amritaOmNamahsivai 10 місяців тому

    দাদা প্রণাম নেবেন দাদা কোটি কোটি প্রণাম নেবেন দাদা 🙏🙏🙏🙏🙏

  • @Spiritual21563
    @Spiritual21563 10 місяців тому

    According to me he is a fully disciplined and real man but only lacking in Spirituality... Onar ontore Shani Maharaj er vibe biddoman... Onake generally kom manush pochondo korbe and bondhu bandhob kom ei thakbe... Aste aste uni agocchen may be next life ye spiritual hoye uthben.... R kaku apnake 🙏

    • @arabindasarkar8611
      @arabindasarkar8611 9 місяців тому

      Hallo bro. Now I feel, I have got the purpose of your message in response to mine , ha, ha !

  • @mrityunjoysil8428
    @mrityunjoysil8428 10 місяців тому

    মহাশয় আপনার আশ্রমটি কোথায় ?

  • @alpanaroy4766
    @alpanaroy4766 10 місяців тому

    ভদ্রলোককে খুব ভালো লাগলো , আমিও এভাবেই চলি, বহু ভাগ্য মানুষের মধ্যে এরকম চিন্তা ধারা আসে

  • @swapanghosh8449
    @swapanghosh8449 10 місяців тому

    বাবা ওনার সততার জন্য ভালো লাগল নমস্কার বাবা🙏🏻🙏🏻🙏🏻

  • @sonalichakraborty8235
    @sonalichakraborty8235 6 місяців тому

    He is not religious but surely spiritual। আধ্যাত্মিকতা কোনো ধর্মকে নির্দেশ করে না।ধর্ম আর আধ্যাত্মিকতা এক নয়।

  • @malaadhikari7863
    @malaadhikari7863 10 місяців тому

    সততার জয় হোক।

  • @sankarroy8377
    @sankarroy8377 10 місяців тому

    Joy Guru 🙏🏻
    Dandabat pronam Maharaj
    Amon manush achhen bhaba.yay na

  • @jayantamaji3611
    @jayantamaji3611 10 місяців тому

    আমরা উনাকে একবার দেখতে দেখতে পেলে খুশি হতাম । ধন্যবাদ

  • @SinkaJayantaMukherjee94
    @SinkaJayantaMukherjee94 10 місяців тому

    Honesty is God.

  • @AmalKumarBhattacharyya-ix8ip
    @AmalKumarBhattacharyya-ix8ip 10 місяців тому

    সত্যং পরং ধীমহি।
    সত্যই ব্রহ্ম।
    সত্য ধর্মই পরম ধর্ম।

  • @chinmoybandyopadhyay6852
    @chinmoybandyopadhyay6852 10 місяців тому

    🙏🏼

  • @pradipmaity22
    @pradipmaity22 10 місяців тому

    স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। গীতার এই বাণী অনুযায়ী স্বধর্ম অর্থাৎ নিজের ধর্ম অর্থাৎ মানুষের ধর্ম আর পরধর্ম হলো পশুর ধর্ম। যে ভদ্রলোক ওই চিঠিটি লিখেছেন উনার জন্যই আমি এটা লিখলাম । আপনিতো প্রকৃতপক্ষে ধর্মের পথেই আছেন শুধু শুধুই ঈশ্বর জগত বা আধ্যাত্মিক জগত সম্পর্কে একটু প্রকৃত জ্ঞান হলেই আপনি 100% ধর্মের পথে হাঁটতে পারবেন। কারণ পশুদের সঙ্গে মানুষের ধর্মের এটাই সবচেয়ে বড় পার্থক্য পশুরা মানুষের মতই আহার নিদ্রা ভয় মৌথুন সবই করতে পারে কিন্তু তাদের মানুষের দেহ না থাকার জন্য তারা আধ্যাত্মিক সাধনা করতে পারে পারে না তাই চেষ্টা করবেন 100% যদি সম্ভব হয় তাহলে জীবনটা সম্পূর্ণ বা পরিপূর্ণ মনুষ্য জীবন হয়ে উঠবে। সবাই কে নমস্কার

  • @maitryeedutta2219
    @maitryeedutta2219 10 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @arabindasarkar8611
    @arabindasarkar8611 10 місяців тому

    Sir, প্রণাম। এই ভদ্রলোকের সৎ গুণাবলী অবশ্যই প্রশংসনীয়। কিন্তু উনি ধর্ম মানেন না , ধর্মকে পছন্দ করেন না কারন ধর্ম সমাজের কোন উপকারে আসে না, ইহা শুধুই ক্ষতির কারণ। উনি নিজে সত্যবাদী । কিন্তু ওনার মনে রাখা উচিত - সত্য কথাটি rigid নয়। এটা relative . আপনি কিছুদিন আগেই সত্ব, রজ ও তম গুণের অধিকারীদের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছিলেন। তাতেই বুঝেছিলাম - সত্য বিষয়টি সবার কাছে একই বস্তু নয়। উনি ওনার জীবনে যে অবস্থা গুলিকে সত্য বলে উপলব্ধি করেছেন তা সবার জন্য সত্য বলে আমার মনে হয়নি। উনি যে ভাবে ধর্মকে present করেছেন সে ব্যাপারেও আমার মত অনেকেরই ভিন্ন মত রয়েছে ! আমার মনে হয়েছে - উনি এ ব্যাপারে যথেষ্ঠ পড়াশুনা না করেই মন্তব্য করেছেন। তবুও ওনাকে আমার একজন সৎ সংসারী মানুষ হিসাবে মনে হয়েছে। তবে কিন্তু উনি যা জানেন না, সে ব্যাপারে মন্তব্য করাটা সততার পরিচায়ক বলে আমার মনে হয়নি।কিন্তু পরিবর্তনশীল মানব জীবন। আপনার সান্বিদ্ধে থাকলে ওনার সত্যপোলদ্ধিতে নিশ্চিত অনেক পরিবর্তন সাধিত হবে। আর সে জন্যই আপনি এ সব কথা এড়িয়ে গেলেন ।

    • @Spiritual21563
      @Spiritual21563 10 місяців тому

      Dada apnar jonno ei channel ta noi... Swami Vivekanand er bhashai apni oti shishu 😅😊

    • @arabindasarkar8611
      @arabindasarkar8611 9 місяців тому

      @@Spiritual21563 দাদা, বাংলা হরপে লিখুন না । তাতে পড়তে ও বুঝতে বিশেষ সুবিধে হয়।
      আর বিবেকানন্দের কোন বিষয়ের বক্তব্য অনুসারে আমাকে শিশু প্রতিপন্ন করলেন তা তো উল্লেখ করলেন না ! তাই বিচারটা ঠিঠাকমতো বুঝতেও পারলাম না।

  • @swatitalukdar8250
    @swatitalukdar8250 10 місяців тому

    সৎ, আসক্তিহীনতাই তো ঈশ্বর লাভের পথ।🙏🙏

  • @mahakalrudranil3830
    @mahakalrudranil3830 10 місяців тому

    জীবন নিয়ে খুব হতাশ। পারিবারিকভাবে অবহেলার শিকার। ঈশ্বরের কাছে কিভাবে বললে অতিদ্রুত শান্তির মৃত্যু দিবেন,এ নিয়ে কিছু বলুন।দয়া করে কটুকথা বলবেন না।দুনিয়াতে কেউ মরতে চায় না।কিন্তু বেঁচে থাকার চেয়ে মৃত্যু মাঝেমাঝে অনেক গুরুত্বপূর্ণ হয়।

  • @pamihom2012
    @pamihom2012 10 місяців тому

    সততাই প্রকৃত ধার্মিকতা | সততা ঠিক ঠাক থাকলে ধর্মের অন্য বিষয় গুলো আপনা অাপনি আসে |

  • @uttareramra
    @uttareramra 10 місяців тому

    ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @bidhanmondal5323
    @bidhanmondal5323 10 місяців тому

    গুরুজী আপনি আপনার গলার সমস্যার জন্য প্রতিদিন সকালে খালিপেটে লেমনগ্রাসের রস খেতে পারেন হয়তো আপনার সমস্যা ঠিক হয়ে যেতে পারে।এটা গলার যেকোনো সমস্যা দূর করে থাকে। ভালো থাকবেন। প্রণাম রইলো।

  • @barindranathsarkar6007
    @barindranathsarkar6007 10 місяців тому

    ঠাকুর বলেছিলেন আমি সব ছাড়তে পারি কিন্তু সত্যকে ছাড়তে পারবো না। সৎভাবে দিন কাটানো মানেই সত্যকে ধরে চলা, যেন বুড়ি ছুঁয়ে চলা।ছোট ছেলের বাপের হাত ধরে চলা; অবশ্য বাবা নিজে হাত ধরে নিয়ে চললে পড়ার ভয় থাকে না। মনে হয় পড়ে যাওয়া ব্যাপারটাই আর থাকে না, ঘটনা যাই ঘটে ঘটুক।

  • @gourinaskar3977
    @gourinaskar3977 10 місяців тому

    ঐ ভদ্র লোকের সঙ্গে আমার সব ই
    প্রায় মিলে গেছে । সত্যি কথা বলি ঘরের খাবার খাই সিরিয়াল প্রায় দেখি না বললেই চলে। খুব ঘুরতে বেড়াতে ও ভালো বাসি না। বাইরের লোভনীয় খাবারের দিকে ও মন যায় না। কিন্তু শাড়ী কেনা একটু বেশি হয়। দোকানে কোনও শাড়ী পছন্দ হলো তো সেটা কিনতেই হবে , ভাবি কিনবো না খুব বাজে স্বভাব হয়ে যাচ্ছে। কিন্তু তবুও কিনে ফেলি। ওনার মতো করে এবার ভাবতে চেষ্টা করবো।

  • @kakalibasu447
    @kakalibasu447 10 місяців тому

    Pranam neben apner ashram ta kothay

  • @SikhaBera-x7j
    @SikhaBera-x7j 10 місяців тому

    Jini sototar piyasi tinieee dharmik

  • @saikatsaha6737
    @saikatsaha6737 10 місяців тому +2

    সংসারে থেকে কোনো কিছুতে অাসক্ত না থাকা মোক্ষলাভের পথ৷

  • @moniranjandebnath9418
    @moniranjandebnath9418 10 місяців тому

    Ami nadia shantipur.theke bolchi amar choto bela theke shriramkrishna bibekanondo adarshe anupranita joubane jadio kichuta paribesh karane jibon dharay.bipathe chaliya.hoyechi kintu satya theke bichita haiye jaini bartaman samaye bhagaban.sadhana chara.kichu balo lagena kintu manusher bartaman charitra dekhe shibrupe seba korte parina eta ki amar aparadh amar bartaman bayas 73 akto alakpath korben

    • @anupbacharya5711
      @anupbacharya5711  10 місяців тому

      ব্যক্তিগত প্রয়োজনে ফোন করবেন বা WhatsAppএ লিখবেন।

  • @chandrasen9744
    @chandrasen9744 10 місяців тому

    ঐ ভদ্রলোকের কোন পালন না করলে ও সত্যনিষ্ঠ জীবন যাপন করছেন সেটা তো কম কিসের।

  • @arghyamukherjee2630
    @arghyamukherjee2630 10 місяців тому

    এই পরিবেশে ফিরে এসে আবার আগের মত সুস্থ হয়ে যাবেন বাবা। এই ঠান্ডা তে নিজের খেয়াল রাখবেন। আজকের ভিডিও টা খুব ভালো। প্রণাম নেবেন।

  • @ashischatterjee4836
    @ashischatterjee4836 10 місяців тому

    সৎ মানুষ ও আর্দশ পরিবারের কথা শুনে ভাল লাগল।

  • @mrinalinikundu6130
    @mrinalinikundu6130 10 місяців тому

    🙏🙏🙏

  • @alpanabasu5746
    @alpanabasu5746 10 місяців тому

    🙏🙏🙏🙏