চাল থেকে ভাত কিন্তু সেই চাল পেতে কত কষ্ট করতে হয় | Village life with Shampa

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 550

  • @kazisumaiyasharmin4042
    @kazisumaiyasharmin4042 2 роки тому +11

    আহা!! কত সুন্দর জীবন। এমন ফ্রেশ খাবার,,,এমন ফ্রেশ বাতাস, পাখির ডাক,,,অক্সিজেনে পরিপূর্ণ একটি সুস্থ সুন্দর পরিবেশ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ।

    • @aoyalsekh5162
      @aoyalsekh5162 Рік тому

      ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉aoyaL

  • @mironsamzid3992
    @mironsamzid3992 2 роки тому +78

    শম্পা আপু, আপনাদের ন্যাচারাল গ্রামীণ ভিডিও গুলা দেখলে, মনটা ভালো আর প্রাণটা জুড়িয়ে যায়।💝

    • @1milionfast557
      @1milionfast557 2 роки тому +2

      Plz amar channel ta subscribe kore dan 🙏🙏

    • @aoyalsekh5162
      @aoyalsekh5162 Рік тому

      ❤❤❤❤❤❤❤❤❤ AoyAL 👍

  • @nihanlabib4916
    @nihanlabib4916 2 роки тому +199

    চাল থেকে ভাত, ধান থেকে চাল পেতে কৃষকের কত যে কষ্ট করতে হয়, একমাত্র সেই কৃষক ই জানে কষ্ট কি জিনিস। আর শম্পা আপুর কাজের তো কোন তুলনাই হয়না, সবদিক দিয়ে বেস্ট 👌👌👌👌👌👌👌👌

    • @rajbariofficial1455
      @rajbariofficial1455 2 роки тому +1

      যঙঙতঙঙঙঙঙঙ দূত দদ দদ দদ দদ দদ দদ দদ দদ,

    • @quickfun1178
      @quickfun1178 2 роки тому +1

      @country life vlog hello

    • @abualzain1527
      @abualzain1527 2 роки тому

      মেয়ে ভিডিও বানায়ছে সে জন্য হাওয়া চুদাও আর জমিতে কৃষক দেখলে সেটা অনুভব ও করো না🤣

    • @mdhasan3693
      @mdhasan3693 2 роки тому

      Right 👍

    • @snowflowerthebudgie9235
      @snowflowerthebudgie9235 2 роки тому

      @country life vlog jennkkejrnjrnn

  • @borhanuddin9769
    @borhanuddin9769 2 роки тому

    আমি আপনাদের প্রায় সবগুলো ভিডিও দেখছি। খুব ভালো লাগছে ।এ ধরনের ভিডিও বানানোর জন্য ধন্যবাদ।

  • @sohagiakter4500
    @sohagiakter4500 2 роки тому +1

    খুবই সুন্দর এই পরিবেশ,তার সাথে তারা সমপা আপু ও আয়াত সোনাকে খুব খুব খুব ভালো লাগে।

  • @luckyzaman6831
    @luckyzaman6831 2 роки тому +1

    সম্পা অনেক কাজের। খুব ভালো মেয়ে। দোয়া রইলো সবার জন্য।

  • @najimislam9241
    @najimislam9241 2 роки тому

    শম্মা আপাকে যতই দেখছি আর অবাক হচ্ছি সর্বগুন সম্পন্ন একজন মেয়ে। শুভকামনা রইল আপু

  • @focuspoint5644
    @focuspoint5644 2 роки тому +5

    আয়াত মামণির হাসি দেখে মন ভাল হয়ে গেল হয়ে। love you Mamuni.

  • @sheikhshajedabd9391
    @sheikhshajedabd9391 2 роки тому +28

    সত্যি আপু কাজ গুলো দেখে খুব মুগ্ধ হয়ে যায় আয়াত মা মনি চাউল যারা শিখছে মাশাল্লাহ

  • @sazibkhandcian6437
    @sazibkhandcian6437 2 роки тому +1

    ছোটবেলায় এভাবে ডিম সিদ্ধ করতে দেখেছি অনেক
    আর একটা কথা সিদ্ধ ধানের এক ধরনের ঘ্রাণ বের হয় যা আমরা কাছে অসাধারণ লাগে

  • @sabinasimplevlogs7097
    @sabinasimplevlogs7097 2 роки тому +1

    ভাইয়া আপনাদের ভিডিওগুলো অসাধারণ লাগে পুরো গ্রাম্য গ্রাম্য অনুভূতি খুব সুন্দর লাগে।

  • @ripazvlogcooking4533
    @ripazvlogcooking4533 2 роки тому +10

    এমন একদিন যায় না, যেদিন আপনাদের একটু ভাইয়ার ভিডিও দেখি না,বাংলার অনুরূপ দৃশ্য দেখতে পাই আপনাদের ভিডিও গুলো তে,❤️❤️

  • @shipajahan
    @shipajahan 2 роки тому +20

    জ্বি আপু।জমি থেকে ধান থেকে চাল করা পযন্ত অনেক কষ্ট।আমার আম্মু গত ৪০ বছর ধরে ধানের কাজ করে এসেছে পাশাপাশি আমরাও হেল্প করি।আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগে ধান গুলো মাড়াই করার পর উপর থেকে ছোট ছোট খড় গুলো বাচাই করা,ধান থেকে সিটা সরানো,সিদ্ধ করা, শুকানো তখন মনে হয় ভাতের কষ্ট বড় কষ্ট🌾

    • @1milionfast557
      @1milionfast557 2 роки тому

      Plz amar channel ta subscribe kore dan, 🙏🙏

  • @shamimaakter6751
    @shamimaakter6751 2 роки тому +3

    শম্পা আপু অনেক পরিশ্রমি ও গুনোবতি।
    মাশা আল্লাহ। 👌👌👌👍👍👍💖

  • @rojinaakter8861
    @rojinaakter8861 2 роки тому +1

    আসলে আমার তো চাল কিনে ভাত রান্না করে খাই,যারা ধান থেকে চাল গুলো বের করে এক মাএ তারাই বুঝে কষ্ট কি,শম্পা আপুর কোন তুলনা হয় না,রান্না বান্না সংসার দেখা শুনা ঘরে বাইরে একাই একশ সারা দিন কত কাজ করে,এত কাজ করার পরেও তোমার মুখে সবসময় গাল ভারা হাসি টা থাকে খুব ভালো লাগে এত কষ্টের পরেও এই হাসি টা দেখে, আসলে মেয়ে টাও একদম মায়ের মত হবে আয়াত মামনির কূলাটা খুব সুন্দর,সারা দিন অনেক ব্যস্ত থাকি কিন্তু একবার হলেও তোমার ভিডিও দেখি,আল্লার কাছে দোয়া করি তোমাকে যেন সবসময় সুস্থ রাখে ভালো রাখে।

  • @ayankstudio4791
    @ayankstudio4791 2 роки тому

    Mashallah apnara khub valo apnader sob video ami deki khub valo lage apnader mon ta khub khub valo sob video te ami comments korina just like kori r deki ami Indian apnader songe deka korte khub mon chai salam bhai er sate ayat mamonir sate allah pak chaile 1din asbo inshallah Bangladesh apnader songe deka korte valo thaken dowa roilo r amader jonno o dowa koren apnader dowa allah pak kobul korben amr bissash inshallah

  • @mimuismu1617
    @mimuismu1617 2 роки тому

    আমি ভাবছিলাম যে চালের উপর আয়াতকে বসায় রাখছে যদি মুতু করে দেয় তাইলেই হইছে।
    এখন দেখি শেষে ভাইয়া বলে ফেলছে কথাটা।
    আমরা কতো সহজে ভাত খেয়ে ফেলি আবার অনেকে ভাত খেতে না পারলে ফেলে দেয়, একবার কেউ ভাবে না কীভাবে এই ভাত আমাদের প্লেটে আসে।
    সব মিলে অসাধারণ একটা ভ্লগ উপহার দেয়ার জন্ন্যে আনেক ধন্যবাদ ভাবি, তারা, আয়াত আর ভাইয়াকে।

  • @mdjubairislamshawon5395
    @mdjubairislamshawon5395 2 роки тому +1

    কৃষক ফ্যামিলির সন্তান তো এই কারণে কৃষিকাজ সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে, আমার আম্মাকে দেখতাম যখন ধান সিদ্ধ করত তখন রাত দুইটা তিনটা বাজে উঠে তারপর ধান সিদ্ধ করতে, আবার সেই ধান দুইদিন তিনদিন ধরে রোদে শুকাতে, একটা ফ্যামিলি পরিচালনা করতে যে কত কষ্ট সেটা শুধুমাত্র মায়েরাই বুঝে,ধন্যবাদ শম্পা আপু এত সুন্দর একটা ভিডিও উপহার দেয়ার জন্য সত্যি বলতে অসাধারন লেগেছে সম্পূর্ণ ভিডিওটি

  • @nahidmukta5685
    @nahidmukta5685 2 роки тому +2

    শমপ আপু ওতারা আপনারা সব রকমের কাজেই পারদর্শী আলহামদুলিল্লাহ আপনাদের সুসহ জীবন কামনা করি আয়াত মনির জন্য অনেক ভালো বাসা

  • @munsvillagestyle400
    @munsvillagestyle400 2 роки тому

    এই কাজ গুলো ভিডিও তে দেখতে তো বেশ ভালো লাগে কিন্তু করা যে কি কষ্ট যারা এই কাজ গুলো করে তারাই যানে আর শম্পা ভাবি তো মাশাল্লাহ কতো কাজ করে তবুও মুখে হাসি লেগেই থাকে❤️❤️❤️❤️

  • @eatingandvlogwithsisters4874
    @eatingandvlogwithsisters4874 2 роки тому +3

    মেয়েটা যে কি আনন্দে আছে,মায়ের সাথে চাল ঝেড়ে দারুন মজা পাচ্ছে!!!

  • @Zislam-0455
    @Zislam-0455 2 роки тому +1

    আপনাদের ভিডিও দেখে গ্রামের প্রেমে পরেগেছি, মনে আশা আছে একদিন গ্রামিন জীবন যাপন শুরু করব তখন যেন সব কিছু আপনাদের মতোই সুখ আর শান্তিতে ভরে থাকে আমার চারিদিক সেই দোয়াই চাই সকলের কাছে

  • @shamimashamuvlogs
    @shamimashamuvlogs 2 роки тому +1

    ধানের ভিতরে ডিম সিদ্ধ কি চমৎকার বুদ্ধি মাশা আল্লাহ।

  • @srrabeyajsr
    @srrabeyajsr 2 роки тому +18

    শম্পা আপু যে, তারাকে দিয়ে বেশি কষ্টের কাজ করায় না,, সেটা আমি অনেক ভিডিও তেই খেয়াল করেছি 🥰 শম্পা আপু এবং তার স্বামী সত্যি একজন অমায়িক লোক 🥰🥰

    • @VillagelifewithShampa
      @VillagelifewithShampa  2 роки тому +2

      ধন্যবাদ

    • @mdsohal6655
      @mdsohal6655 2 роки тому

      আপু তারা আপনার কি হয়?

    • @arfinsultana8406
      @arfinsultana8406 2 роки тому

      @@mdsohal6655 আগের ভিডিও দেখেন বুজবেন কে

  • @alaminalsaba8695
    @alaminalsaba8695 2 роки тому +1

    ধান সিদ্ধ করা ছোটো বেলায় গ্রামে দাদার বাড়ীতে অনেক দেখছি কিন্তু ধানের মধ্যে এরকম ডিম সিদ্ধ করা এইপ্রথম দেখলাম ও শিখলাম।

  • @birstikhatun8374
    @birstikhatun8374 2 роки тому +28

    আপু?হাড়িপাতিলে ধান সেদ্ধ করলে অনেক সময় লাগে, আর খেজুরের গুড় বানায় যেই কাড়াইয়ে এটাতে করলে অনেক ধান একসাথে সেদ্ধ করা যায় আপু।।। আমি তাতেই সেদ্ধ করি,,

  • @mdmoinuddin9229
    @mdmoinuddin9229 2 роки тому

    সম্পা ভাবি, বাংলার আদি পরিশ্রমী গৃহিণী, ধন্যবাদ ভাবিকে,

  • @mobarakhossain6151
    @mobarakhossain6151 2 роки тому

    শম্পা আপু আপনানের গ্রামীন বিডিও গুলা দেখলে মনটা ভরে যায়

  • @sksumon1907
    @sksumon1907 2 роки тому

    ভিডিও গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে
    পুরো গ্রামীণ জীবন।

  • @adishajahanliza5306
    @adishajahanliza5306 2 роки тому

    সত্যিই আপু তোমাদের কাজ দেখে অনেক মুগ্ধ হয়ে গেলাম

  • @5faivstar.409
    @5faivstar.409 2 роки тому +29

    নতুন ভাঙা চাল কাচা খেতে খুবই ভালো লাগে🤤🤤

  • @chhayakhan6126
    @chhayakhan6126 2 роки тому +1

    কলকাতা থেকে বলছি শম্পা দিদিভাই এই ধান সিদ্ধর কাজ অনেক করেছি বিয়ের আগে আমাদের উনুন ছিল চারটে হাড়ি একসঙ্গে বস্তো চার পাখা উনুন বলে। ধন্যবা দিদিভাই অনেক ভালো থাকবেন।

  • @mdmamunsalesman110
    @mdmamunsalesman110 2 роки тому +1

    ভাই আমরা তো ছোট কালে দেখছি শীতকালে ধান সিদ্ধ দে দেখতো নাকতসুন্দর সুন্দর লাগতো

  • @saniyayoyo3305
    @saniyayoyo3305 2 роки тому +2

    অনেক সুন্দর হয়েছে আপনার ভিডিও গুলো আপু আর আয়াত মামণি কেতো মাশাআল্লাহ লাগছে

  • @akhiakter9945
    @akhiakter9945 2 роки тому +3

    সত্যি বলতে আপুর আর তারার কোনো তুলনা হয়না। অনেক গুণের, আর আয়াত আম্মু টা তো মাশাআল্লাহ অনেক ভালো লাগলো।😍😍😍😍

    • @lifehacks0to9minutes93
      @lifehacks0to9minutes93 2 роки тому

      তাইলে ভাবেন ত আমাদের আগের কার মায়েরা কি পরিমান কষ্ট করতো সংসারে,আগের কষ্ট দেখেননি বলেই এই টুকুতে আজ অনেক মুগ্ধ হয়ে যান।এখন কার মেয়েরা ত ৮ পাস করলেই সসরকারি চাকরি জিবি ছাড়া বিয়ে বসবেনা,অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার। ৯৮%

    • @akhiakter9945
      @akhiakter9945 2 роки тому

      @@lifehacks0to9minutes93 ভাইয়া কোনো কাজই ছোট না আমি তো আমার আম্মুকে অনেক কাজ করতে দেখেছি। বাট এখনকার তুলনায় ওনারা অনেক কাজ করেন। ঢাকা শহরে এতো টা কাজ করেনা মেয়েরা।আর আমি নিজেই ঢাকার মেয়ে আমি জানি তাই।

    • @lifehacks0to9minutes93
      @lifehacks0to9minutes93 2 роки тому

      @@akhiakter9945 এই জন্যই ত বললাম। আর আমি তাই বললাম।

  • @saniakabirrecipebd
    @saniakabirrecipebd 2 роки тому

    আপু ভাইয়া আপনাদের সবগুলো ভিডিও আমি দেখি আমার কাছে খুবই ভালো লাগে একদম গ্রামের যে দৃশ্য গুলো দেখানো হয় এক কথায় অসাধারণ মনে হয় পুরনো দিনে ফিরে যাচ্ছি।

  • @zakirdon9399
    @zakirdon9399 2 роки тому +2

    মাশাআল্লাহ আয়াত মা মনির খুব আনন্দ পাইছে 🌹🌹🌹

  • @shopnochuravlog651
    @shopnochuravlog651 2 роки тому +2

    খুবই ভালো লাগে যখন আপনাদের ব্লগ দেখি গ্রামের মানুষ বাড়ি ঘর একদম রিয়েল কোনো নাটক না অভিনয় না

  • @মনেরকথা-খ৮ঙ
    @মনেরকথা-খ৮ঙ 2 роки тому

    মাশাললাহ আপনার ভিডিও আমার ভাল লাগে আমি সোদিআরব থেকে দেখি।

  • @dalimridha8558
    @dalimridha8558 2 роки тому

    Sampa tomar maye tomak ranna kora daba na ,daba or baba k maye ra k like kora tomar maye khub sundor Amar tomathar sobai k valo lagha valobasha roilo tomathar sobar jonno onak valobasha roilo tomar mater jonno valo theko sabdhane theko tomra sobai bast of luck ami India west Bengal Nadia thak dakche

  • @zarasmomvlogcooking7342
    @zarasmomvlogcooking7342 2 роки тому

    তাঁরা আমরাও এমন করে ধানের মধ্যে ডিম সিদ্ধ করে খেয়েছি ছোট বেলায় আর শম্পা আপু তুমি বড় একটা তাপাল কিনে নাও তাই তোমাদের জন্য অনেক ভালো হয় এক সাথে ওনেক ধান সিদ্ধ করা যায়

  • @sultanaferdous1480
    @sultanaferdous1480 2 роки тому +4

    মহান আল্লাহ রাব্বুল আল-আমীন যেন তোমাদের সবাইকে নেক হায়াত ও দীর্ঘ আয়ু দান করেন ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন আমিন।

  • @AKMYeahiaFerdous
    @AKMYeahiaFerdous 2 роки тому +1

    দারুণ এক গন্ধ মিস করছি (ধান ভেজা সিন্ধো)

  • @habibaaktherliza7443
    @habibaaktherliza7443 2 роки тому +15

    আজ সকাল থেকেই তোমাদের ভিডিওর অপেক্ষায় ছিলাম, এতক্ষণে পেলাম ❤️❤️💚

  • @selinaakhterjim3673
    @selinaakhterjim3673 2 роки тому +3

    কত সুন্দর বাড়ি ঘর পরিবেশ আহ কি শান্তি দেখলেই মনটা জুড়িয়ে যায়

  • @KTkamrulhasan
    @KTkamrulhasan 2 роки тому +5

    মাশাআল্লাহ্' শম্পা আপুর মেয়ে শম্পা আপুর মত হবে সব কাজ করতে পারবে একদিন আয়াত মামনি রান্নার রেসেপি দেখবো আমরা!🥰

  • @badshafahad9269
    @badshafahad9269 2 роки тому +2

    বউ একখান জা আছে সবি পারে,,,❤️❤️

  • @moniramonira9209
    @moniramonira9209 2 роки тому

    Khichuri dekhe khub khete echa korse I think onek moja

  • @sultanah937
    @sultanah937 2 роки тому +6

    She deserves all the happiness, she is very hard working woman.please buy her gift every week.
    Even a small things will make her happy 😊

  • @asmafirozabristy1776
    @asmafirozabristy1776 2 роки тому

    মাশাআল্লাহ
    শম্পা আপনি অনেক গুনবতী।আল্লাহ আপনাদের সবাইকে নেক হায়াত দান করুন।

  • @sahidasahida3061
    @sahidasahida3061 2 роки тому

    অনেক শান্তির জীবন নিজের জমির ধান নিজ হাতেসেধু শুকনাচাউল ভাত রান্না করে খাওয়া অনেক তৃপ্তি র

  • @mdjewelrana8151
    @mdjewelrana8151 2 роки тому +1

    আসসালামু আলাইকুম অহ রহমতুল্লাহ সালাম ভাই আপনার মেয়েটা অনেক সুন্দর এখনই মায়ের কাজে সাহায্য করে। ভাই আপনার পরীবারের সবার জন্য অনেক অনেক ভালো বাসা রইল। দোয়া করি আল্লাহ্ আপনাদেরকে নেক হায়াত দান করুন। ভাই একটা অনুরোধ বাসার সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলবেন। এটা আমার অনুরোধ, আমাদের জন্য দোয়া করবেন।

  • @humyounkabir5239
    @humyounkabir5239 2 роки тому

    ডালের খিচুড়ি অসাধারণ,
    এই খিচুড়ি অনেক মিস করি।
    ভিডিওটি অনেক সুন্দর হয়েছে।

  • @mdahamodali8312
    @mdahamodali8312 2 роки тому

    Vai..& Sompa apur ... Apnader sob video dekhi.... Khub vlo lage.... 🥰🥰

  • @arafatsakib9742
    @arafatsakib9742 2 роки тому

    অনেক দিন কমেন্ট করি না
    আয়াত মণিকে&তারাকে দেখে খুব ভাল লাগে 😍😍😍❤️❤️❤️❤️❤️

  • @mirza.entertainment
    @mirza.entertainment 2 роки тому

    সম্পূর্ণ প্রক্রিয়া টি সম্পাদন করতে অনেক শ্রম এবং সময় লাগে, এটাও জিবনের একটা শিক্ষা যে কোন প্রাপ্তিই সহজ নয়। 🤩✌️

  • @nasrinaktar740
    @nasrinaktar740 2 роки тому +13

    আলহামদুলিলা আপু আপনী ভালো থাকেন দোয়া করি আয়াত কে আললাহ ভালো রাখেন আমিন।

  • @mdtitu3503
    @mdtitu3503 2 роки тому

    গ্রাম গঞ্জের ভিডিও দেখলে,মন টা ছুটে যেতে চায় গ্রামে।কিন্তুু কি করার চাইলে তো আর যাওয়া যায় না।যাইহোক ভাইয়া আপনি যে এত কষ্টো কর ভিডিও বানান, না দেখে উপায় কি।তবে আপনার সবগুলো ভিডিও ভালো লাগে,কেন যে এত ভালো লাগে তা শুধু মন নি যানে।ধন্যবাদ আপনাকে,আল্লাহ আপনার মঙ্গল কামনা,যেন করে। প্রবাস জীবন এথেন্স গ্রীস।

  • @nazmoonzamee
    @nazmoonzamee 2 роки тому

    Kii je sundor Ayaat baby’r chaal niye khela kora, chaal jhara ar Tara aunty’r sathe chaal er moddhe dhuke jawa like sand bath/chaal bath..!! Shampa apu is hardworking ma sha allah.. 💚Bhaiya’s video quality is awesome..😎

  • @nodiakteh3231
    @nodiakteh3231 2 роки тому +1

    মাশা-আল্লাহ আম্মু তো অনেক কাজের হয়ে গেছে আল্লাহ সবাইকে ভালো রাখুক আমীন

  • @simplelifemalaysia7379
    @simplelifemalaysia7379 2 роки тому

    Hi sampa, আমি ও Sampa মালয়েশিয়া থেকে, তোমার ভিডিও আমার ভালো লাগে, আমার চ্যানেল "Simple Life মালয়েশিয়া" তে স্বাগতম 🙏

  • @vibeswithanamika
    @vibeswithanamika 2 роки тому

    Ami india theke tomader vedio dekhi. Khub bhalo lage. Chotto ma to anek kaj korte pare😊😊👍👍

  • @768msdsunni5
    @768msdsunni5 2 роки тому

    কতদিন পর ধান সিদ্ধ করা দেখলাম
    এযুগে ধান সিদ্ধ দেখাই যায় না।।
    আবার দেখতে পাবো যে চালের দাম বেড়েছে মনে হয় আবার দেখতে পাবো। W B মুর্শিদাবাদ থেকে আমি দেখছি 👌

  • @smilewithsuravi
    @smilewithsuravi 2 роки тому

    ভাবীর মেহেদী রাঙা হাত দেখতে ভীষণ ভালো লাগে।

  • @ibrahimboniyamin2428
    @ibrahimboniyamin2428 2 роки тому

    মাশাল্লাহ আয়াত আম্মুজানও তার আম্মুর মতো বড় সুপার উইমেন্স হবে। ইনশাআল্লাহ।

  • @mdjosem5239
    @mdjosem5239 2 роки тому +1

    মাশাআল্লাহ দেখতে দেখতে আয়াত মামুনি বড় হয়ে জাচ্ছে দোয়া করি আল্লাহ তায়ালা যেন মামুনি কে দিরঘ হায়াত দান করেন আমিন

  • @ahsanhabib7633
    @ahsanhabib7633 2 роки тому +1

    আয়াত মা মনির হাসি টা মাসাআল্লাহ অনেক সুন্দর

  • @afrujabegum220
    @afrujabegum220 2 роки тому

    Gramin sondorjo.. khub valo lage afnar video uniq ranna

  • @abdurrohoman7275
    @abdurrohoman7275 2 роки тому

    Amr onk vlo lage tumader video shompa apu..ami tumader sob video dekhe

  • @arifhossain9330
    @arifhossain9330 2 роки тому

    ভাই আমার শরীর অনেক খারাপ কিন্তু আয়াতের মুখের হাসি দেখে মনটা জুরায় গেছে। মাসা আল্লাহ অনেক সুন্দর।

  • @milichowdhury5868
    @milichowdhury5868 2 роки тому

    আপনাদের ভিডিও গুলো আমার খুব ভালো লাগে আমি ইন্ডিয়া থাকে আপনাদের ভিডিও গুলো দেখি। আপনাদের জন্য অনেক অনেক দুয়া করি আল্লাহ আপনাদের ভালো রাখুক।.......🥰

  • @shobornaaktaer2330
    @shobornaaktaer2330 2 роки тому

    আয়াত মা মনির জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। ভিডিও খুব সুন্দর ছিল। 🌹🌹🥰🥰❤❤

  • @shabnurjannat239
    @shabnurjannat239 2 роки тому

    Tomer dan er Kaj dekhe amer ma r kotha mone porlo. Kob kosto lagce l miss u ma

  • @madinamotors2100
    @madinamotors2100 2 роки тому

    শমপা আপূ আপনারা স পরিবার
    কেমন আছে আপনারদের ভিড়িও
    সবসময় দেখি আমার অনেক ভাল লাগে আমি ভারত এিপূরা থেকে

  • @indianbloggersahinarahman479
    @indianbloggersahinarahman479 2 роки тому

    অসাধারণ ভিডিও সিয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম তাই তোমাদেরকে খুব ভালো লাগে 👍👍👍❤️❤️❤️🤝🤝🤝🌹🌹🌹🙏

  • @lamiyamahir1970
    @lamiyamahir1970 2 роки тому

    Vaiya apu k akta dan sedho korar korai baniya deban...
    Ata apur onk aram hoba
    r somoi onk kom lagba
    10 mon dan shedhu korta_ 1 gonta lagba

  • @mohammadabdullah5667
    @mohammadabdullah5667 2 роки тому

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অন্তর থেকে দোয়া রইলো আয়াত মামুনির জন্য ❤️

  • @mozibulhoque1335
    @mozibulhoque1335 2 роки тому

    শম্পার মেয়ে অনেক কাজের মেয়ে হবে মায়ের মত হবে ধন্যবাদ সবাইকে বিদেশে বসে গ্রামের ভিডিও গুলো দেখে

  • @mdjonyed3632
    @mdjonyed3632 2 роки тому +1

    শম্পা আপু ভালো গুনের একজন মানুষ আচ্ছা ওনার বাপ মা কি আসে আয়াত আর শম্পা আপু দেখতে

  • @jassapon2543
    @jassapon2543 2 роки тому

    Shampa aunty apnader video amr onk vlo laga apnader videor opakhay Ami thaki apnara video na dila puraton video gila dhako maja maja Mona chai godi jaita partam ar ayat mamoni k Amar onk vlo laga doya Kori ayat mamoni r Jonno ar Tara Apu k Amar onk vlo laga aamr family sobai Tara ka onk pasondo kora ar Salam uncle khubi vlo monar manus shampa aunty doya korban Amar Jonno

  • @mdjabad4701
    @mdjabad4701 2 роки тому

    মাশাআল্লাহ আয়াত অনেক খুশি দোয়া রইল সবার জন্য 🥰🥰🥰

  • @TanzinasMoments
    @TanzinasMoments 2 роки тому +2

    সবসময় মনোমুগ্ধকর ভিডিও ❤️❤️❤️❤️❤️

  • @DrTahan
    @DrTahan 2 роки тому

    মিস্টি মেয়ে তারার বিয়ে হবে..... আয়াত মামনী স্কুলে যাবে, জানিনা আপনার কন্টেন্ট এ তখন কি থাকবে!! দিন পেরিয়ে যায়। ইট পাথরের শহুরে তপ্ত জীবনে আপনাদের ভিডিও গুলো এক পশলা বৃষ্টি। অনেক অনেক শুভকামনা

  • @shamimasultana986
    @shamimasultana986 2 роки тому +1

    দেখে যতটা ভালো লেগেছে। তার চেয়েও বেশি কষ্ট লেগেছে এই খাটাখাটুনি দেখে।

  • @mohammadrana957
    @mohammadrana957 2 роки тому +2

    শম্পা আপা অনেক গুনের আছে মাশাল্লাহ ❤️❤️

    • @1milionfast557
      @1milionfast557 2 роки тому

      Plz amar channel ta subscribe kore dan 🙏🙏

  • @hillncer1
    @hillncer1 2 роки тому

    কত সুন্দর গ্রামীণ জীবন, সুস্থ এবং পরিশুদ্ধ।
    আজ সকলে তো আমিও খিঁচুড়ি খেলাম নাস্তায়!

  • @msmitu9515
    @msmitu9515 2 роки тому

    শম্পা আপুর ভিডিও দেখার জন‍্য অপেক্ষা করছিলাম আপু তোমার কাজের তুলনায় হয়না তোমার মনটা অনেক ভালো আমার তো কোনো বোন নেই আমি দুর থেকে তোমাকে আমার বড় বোন মনে করি তোমার জন‍্য অনেক দোয়া রইল

  • @মনেরকথা-খ৮ঙ
    @মনেরকথা-খ৮ঙ 2 роки тому

    খিচুরি সাথে হজের পাতা দিলে ভাল মজা হবে।

  • @nusaibaafrin6091
    @nusaibaafrin6091 2 роки тому +2

    চালের সাথে বাচ্চাটাকে খেলা করতে দেখে মন টা ভালো হয়ে গেলো।অনেক কিউট বাচ্চাটা মাশাল্লাহ। আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতের নিয়ামত দান করুক

  • @MdMaruf-ig2uj
    @MdMaruf-ig2uj 2 роки тому

    মাশাআল্লাহ মেয়ের চাউল ধারাটা বেষ্ট ছিল আজকে

  • @smritisdiary
    @smritisdiary 2 роки тому

    kube sundo ,video sub daki ,onk posondo shompa vai ,ayat,tara ,basar sobai kube posondo kory apnader sobai k kono video bad jai na dakar ,

  • @sowpnilsurjo675
    @sowpnilsurjo675 2 роки тому

    Sompa Apu sob kaj koto sundor kora kora.aka sob dik samlai

  • @mdshajolmdkhokon5058
    @mdshajolmdkhokon5058 2 роки тому

    আয়াতের চাউল ঝাড়া আমার খুব ভালো লাগছে ভাই।।মেয়ে বিয়ে নিলে বলবেন আমার ছেলে আছে বয়স 7 ।।।আয়াতের জন দোয়া 😅😅😅😅😅😅😅

  • @jannatulazba8430
    @jannatulazba8430 2 роки тому

    Ayat k dakle mon vore jay massallah

  • @raishaislam1401
    @raishaislam1401 2 роки тому +1

    ভাইয়া ভাবিকে ১টা ধান সেদ্ব করার করাই কিনে দিয়েন,,,তাহলে কষ্টটা একটু হলেও কম হবে।এক করাইতে এক মন ধান একবারে সেদ্ব করা যায়।এর চেয়েও বড় করাই পাওয়া যায়।

  • @marannaghor4668
    @marannaghor4668 2 роки тому

    সাম্পাসংসারের সুখের জন্য অনেক কিছু করে।আপনাকে ধন্যবাদ শম্পা আপু। আমার ছোট্ট রান্নাঘরের পাশে থাকবেন। আমরা কিন্তু বহুদিন ধরে আপনাদের ভিডিও দেখি। লাইক করলাম সাবস্ক্রাইব করলাম। তুমিও করি অপু।

  • @shantasfamilyvlog3094
    @shantasfamilyvlog3094 2 роки тому

    Apnar video golo dekhar por babe koto sondur Korey onara korey.ame parena kobey parbo Janena .Amar jonno sobae doa korben 😔

  • @amirumi7665
    @amirumi7665 2 роки тому

    মাশাল্লাহ।আয়াত মায়ের মতই গুণী হবে ইনশাল্লাহ।

  • @AbdullahAlmamun-my2lx
    @AbdullahAlmamun-my2lx 2 роки тому

    আপনার সকল কাজি অনেক সুন্দর

  • @mdbabull9880
    @mdbabull9880 2 роки тому

    সারা দিন শম্পা আপুর ভিডিও এর অপেক্ষা ছিলাম