রঙ্গিন আমের নতুন বাণিজ্যিক জাত, সুপার লেট ভ্যারাইটি বিশ্বখ্যাত 'অস্টিন গোল্ড'।

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • আজকে আমি নতুন একটি আমের জাত নিয়ে কথা বলতে চাচ্ছি। গত বছর ইটালী প্রবাসী মো: বাহাদুরের বাগানে বিশ্বখ্যাত অস্টিন আমের সফল ফলন হয়। কিন্তু এরচেয়েও উন্নত ভ্যারাইটি অস্টিন গোল্ড। যা সারা বিশ্বে একটি উচ্চ চাহিদাসম্পন্ন দুর্লভ আম হিসেবে খ্যাত। বাংলাদেশের আবহাওয়ায় রেয়ার ভ্যারাইটির রংগিন আমটির সফল ফলন হয়েছে একমাত্র চাদপুরের ফ্রুটস ভ্যালি এগো প্রকল্পে। দেখুন প্রায় আড়াই বছরের একটি ছোট্ট গাছে কি অবিশ্বাস্য ফলন। আমরা কোন ধরনের কিটনাষক প্রয়োগ করি না। যার কারণে আমের গায়ে হালকা দাগ দেখা যাচ্ছে। এই আম পাকতে এখনও প্রায় সাড়ে ৩ মাস বাকি। গাছটির আমগুলোর সাইজ এখনও অনেক ছোট্ট কিন্তু রংগিন হতে শুরু করেছে।
    অস্টিন গোল্ড-এর বড় গুণ এটি সুপার লেট ভ্যারাইটি। সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত ফলন থাকে। ডিম্বাকৃতির মাঝারি আমের ওজন ৫০০ থেকে ৬০০ গ্রাম। নজরকাড়া গাঢ় বেগুনি রংয়ের আমটি খেতেও সুস্বাদু, সুঘ্রানযুক্ত এবং রসালু। আষহীন আমটির আটি খুবই ছোট। যদিও আমি এখনও পাকা অস্টিন গোল্ড খাইনি। কিন্তু অনলাইনে পাওয়া তথ্য বলছে এই আমের স্বাদ অসাধারণ। এ জন্যে সারা বিশ্বে নতুন জাতের এই আমের চাহিদা বাড়ছে।উচ্চ ফলনশীল অস্টিন গোল্ড আম ভবিষ্যতে এদেশে একটি অন্যতম বানিজ্যিকজাত হিসেবে পরিচিতি পাবে। আমি মনে করি অস্টিন গোল্ড সুপার লেট ভ্যারাইটির আম হিসেবে বাংলাদেশে বানিাজ্যিক চাষের জন্যে খুবই লাভজনক হবে।

КОМЕНТАРІ • 1

  • @amirhossainamir2580
    @amirhossainamir2580 4 місяці тому

    আপনি কি চারা বিক্রি করেন জানাবেন