জীবন হল প্রবাহমান নদী

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা ভালভাবে হচ্ছে টিকে থাকা। জীবন একটা প্রবাহিত নদীর মত। নদী যেমন বয়ে চলে একটা নির্দিষ্ট গন্তব্যে, ঠিক তেমনি আমদের জীবনও কিন্তু বয়ে চলে যাচ্ছে। শেষ হয়ে যাচ্ছে একের পর এক অধ্যায়ের। Rheological Science এ একটা গুরুত্বপূর্ণ কথা আছে, Everything Flows অর্থাৎ সবকিছু হয়ে চলে। আমার যতদূর মনে পড়ে আমি একটা সেমিনারে শুনেছিলাম এই কথা। সবকিছু যেমন বয়ে চলে, তাহলে জীবন কেন নয়? জীবনও বয়ে চলে। আমি কিছু করলেও চলে যাবে, কিছু না করলেও চলে যাবে। এখানে জীবনকে সময়ের সাথে রুপকার্থে তুলনা করা যেতেই পারে।
    জীবনে কঠিন সময় আসে। আসবেই। এটাই নিয়ম। এখন যেমন আমরা সবাই এক কঠিন সময় অতিক্রম করছি। এখন এই আবদ্ধ অবস্থায় আমাদের অনেক রকম পরীক্ষার মধ্যে দিয়েই যেতে হচ্ছে। তার মধ্যে সর্বাধিক যে পরীক্ষা চলেছে, তা মনে হয় ধৈর্যের পরীক্ষা। গরম ঠান্ডা আবহাওয়া এগুলো তো সাময়িক। আসে যায়। কিন্তু ধৈর্যের পরীক্ষা যখন আসে, তখন তো আবহাওয়া দেখে আসবে না। যে কোন সময়, যে কোন পরিস্থিতে চলে আসতে পারে। সকালের ভাল পরিস্থিতি সন্ধ্যাতে আমূল পালটে যেতে পারে। আমরা আমাদের অদূর ভবিষ্যৎ পরিণতিই কিছু জানি না। তবুও মানুষ ভাবে। ভাবতে হয়। জীবনের প্রয়োজনে বেঁচে থাকার প্রয়োজনে আমাদের ভাবতে হয়। আর ভাবতে পারি বলেই মনে হয় আমরা মানুষ! নানা রকম প্রতিকূলতার মধ্যেই আমাদের বাঁচতে হবে, বাঁচতে শিখতে হবে। যদি এই লড়াইয়ে আমরা হেরে যাই, তাহলে জীবনের প্রয়োজনে যেসব স্বপ্ন আমরা বুনে রেখেছি, সেগুলো তো নিস্ফল হয়ে যাবে। সেগুলোকে ধৈর্য ধরে সাকার করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।

КОМЕНТАРІ • 1

  • @Md.AnisurRahman-np2hb
    @Md.AnisurRahman-np2hb 3 місяці тому

    অসাধারণ প্রকৃতি স্যার 👌👍