শিক্ষনীয় গান-এক্কান দুগ থুম অলে আরো এক্কান দুগ শুরু অয়। লক্ষীদেবী চাকমা ছোঁয়া দেওয়ান।

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • প্রজ্ঞাসিদ্ধি ভান্তের শুভ জন্মদিন ২০২৪ইং
    অনুষ্ঠান উপলক্ষে সার্বজনীন ধর্মীয় শিক্ষনীয় গান।
    গানটি লিখেছেন প্রজ্ঞাসিদ্ধি ভান্তে
    সুর - অন্যন্যা চাকমা
    মিউজিক ও কিবোর্ড - মিল্টন চাকমা
    কন্ঠ শিল্পী - লক্ষীদেবী চাকমা, ছোঁয়া দেওয়ান।
    আর্থিক সহযোগিতায়- হেডম্যান জোনাকি চাকমা।
    সঞ্চালনায়- সুদত্ত তালুকদার ও সুধা চাকমা।
    সার্বিক সহযোগিতায়- বুড্ডিস্ট ধাম্মাপাদা ফাউন্ডেশন (Buddhist Dhammapada Foundation.
    ***গানের লিরিক্স**
    🎼পুণ্য ফলান ফুদি উদিলে পূর্ণিমা চা'ন দক
    পাবর ফলান ভরপুর অলে আঙোচ্চে রেদো দক
    আঙোচ্চে- পূর্ণিমা বেক পরান বলায় লাগত পান
    এই পিত্তিমিত জনম ললে দুগে সুগে দিন হাদান
    ক্ষয় উক থুম উক আমা পাবর ফলানি
    জন্মে জন্মে ফুদি উদোক পুণ্য'র ছদকানি।
    🎼পরান বলার জীংহানি-
    পাবর ফল দুরিলে থুম নয় দুক্কানি,
    এদক দুগ লাগত পেনেও ভালেত নয় জীংহানি।।
    এক্কান দুগ থুম অলে আরো এক্কান দুগ শুরু অয়।
    দুগত্তুন সরান পেবার বেক্কুনর মনে হয়।
    পরাণ বলায় পাবর ফলে দুগে দুগে মরন
    মনর সুক্কান পেবাত্তেই হদক কষ্ট গরন
    🎼মানেই লগর জীংহানি-
    পুণ্যের ফলান ভরিলে সুখ এজে মনানত,
    যিন্দি সিন্দি থেলেও সুখ তায় জীবনত।
    টেঙা পয়সা লোই হিনিলেও মনর সুক্কান ন পায়
    পাপ্পানি থুম গরিলে আমিজে মনর সুক্কান থায়।
    রিজারিজি ন গরিনেই নিজোরে দমন গ'র
    নিজোরে মানিনে চারি আর্য্যসত্য পত্থান দ'র।
    "সমাপ্ত"
    @buddha
    ‪@buddhistdhammapadafoundati4428‬
    Buddhist Dhammapada Foundation.
    বুড্ডিস্ট ধাম্মাপাদা ফাউন্ডেশন।
    জগতে সকল প্রাণী সুখী হোক।

КОМЕНТАРІ • 18