স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার ভিডিও প্রতি নিয়মিত দেখি এবং অনেক উপকৃত হই।মিটার এবং মেইন সুইচ এর আর্থিং কানেকশন দেখানোর জন্য ধন্যবাদ এখানে মেন সুইচ ছাড়া সার্কিট ব্রেজার লাগালে কেমন হয় এবং আমরা বাড়িতে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক অনেক কিছুই ব্যবহার করি তাই কত আরএম এর কেবল হাউজ ওয়ারিং করলে সব থেকে ভালো হবে।এর একটা ভিডিও দেন, অনেক উপকৃত হব আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আরো নতুন কিছু দেখানোর জন্য আপনার ভিডিওর অপেক্ষায় থাকলাম
স্যার আমি একটা মিটার দিয়ে গড় একটা মুরগীর খামার চালাই, সেকানে অনেক লোড ব্যবহার হয়। সেকানে আমি একটা মাটির নিচে রড দিয়ে নিউটেলের সাতে যোগ করচি বোল্টেজ ভালো পাওয়ার জন্য।অন্য খোতাউ আর্তিং ব্যবহার করিনি। এখনকি আমার কোন সম্যসা হবে? বা সটিক নিয়ম কি যদি বলতেন ভালো হতো
ভাই, আমরা আছে না , ব্যাডমিন্টন খেলতাম এখন নিউটেল মিটারের বাইরে থেকে নিছি৷ এখন কি কারেনট বিল কি বেসি উটবো নাকি, না কনো সমস্যা হবে, তবে পেজ তার মেইনচুছ থেকে আনছি
আসসালামুয়ালাইকুম ভাই আপনার ভিডিও দেখে বড় খুশি হলাম একটা প্রশ্ন আর্থিং এর জন্য বাড়ির কলের পানি জমে এমন জায়গায় ৫ফুট রড দিয়ে করলে কোনো ক্ষতি হবে কি?
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, স্যার, আলহামদুলিল্লাহ আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছি। আপনার উপস্থাপনা অনেক সুন্দর। মাশাআল্লাহ।স্যার,কথাটা কি অনাকাঙ্ক্ষিত কারেন্ট? নাকি, অনাকাঙ্ক্ষিত বিদ্যুত হবে। স্যার,নিউটাল দিয়েও তো কারেন্ট প্রবাহিত হয়, কিন্তু সর্ক লাগেনা।স্যার, দয়া করে বুঝিয়ে দিবেন।ধন্যবাদ
obda(bpdb) karent er shudu phase r palli biddut er neutral bebohar kori tahole ki kono somossa hobe? amr palli biddut er meter analog..r obda er meter digital..r palli er neutral bebohar korle palli bidduter lokera kono prblem korbe?
আপনার ভিডিও গুলো খুব সুন্দর এবং মনোযোগ দিয়ে দেখি আমি আপনার একটা ভিডিওর মধ্যে আমি দেখছিলাম আরসিসিবি সার্কিট ব্রেকার কিন্তু এটা তো কোথাও পাওয়া যাচ্ছে না একটু দয়া করে জানাবেন কোন কোম্পানিরটা ভাল হবেএবং কোথায় পাওয়া যাবে।
সার আমার একটি প্রশ্ন যার উত্তর কোথাও পেলাম না,,যদি কোন ডিভাইস এর বডিতে বিদ্যুৎ চলে আসে সেই বিদ্যুৎ যদি আর্থিং এর মাধ্যমে মাটিতে চলে যায় তাহলে সরাসরি যদি ফেজ আর্থিং স্পর্শ করে তাহলে ফায়ার করে কেন।সার যদি দয়া করে বিযয়টা বুঝিয়ে বলতেন অনেক উপকৃত হতাম।
মিটারের সোর্স সাইট নিউট্রাল, লোড সাইট নিউট্রাল এবং মাটির নিচে গ্রাউন্ডিং করা আলাদা তার যদি একসাথে মিটারের লোড সাইট নিউট্রালে যুক্ত করা হয় তবে কি বিদ্যুৎ বিল বেশি আসবে বা অন্য কোনো সমস্যা হবে? কাইন্ডলি জানাবেন
স্যার সুইচ বোর্ড কানেকশন করার সময় কেউ নিচে টার্মিনাল কন্টাক্ট গুলো কানেকশন দিই নেয় এবং সুইচ এর উপরে ফ্যানের বাতির তার দিয়ে নিউটল তার সকেটের যে প্রান্ত ফাঁকা উপরে সেখানে দেয় ঠিক একইভাবে আমি সুইচের উপরে কন্টাক্ট গুলো কানেকশন করে নিয়ে ফ্যানের বাতি লাইন গুলো নিচে দেই এবং সকেটের নিচের প্রান্তে নিউটল গুলো এড করে দেই এবং ইন্ডিকেটর ফেস নিউট্রাল সংযোগ করি এভাবে লাইন চালালে কি কোন সমস্যা হবে
আসসালামুয়ালিকুম স্যার আপনি প্রায় বলেন একটা তারে ৮০০ ওয়াটের বেশি দেওয়া যায় না আমার প্রশ্ন হল সেই তারটা কত গেজ হইলে ৮০০ এর বেশি দেওয়া যাবে না? তারের গেজ যদি বেশি হয় তাহলে লোড কি বেশি দেওয়া যাবে কিনা?
আসালামু আলাইকুম, আমার বাড়ির বিদ্যুৎ বিল বেশি আসছে। কিন্তু কোন সমাধান পাচ্ছিনা। মিটার পরিবর্তন করেও সমাধান হচ্ছে না। একটা ১২ সেপ্টি walton ফ্রিজ,একটা সিলিংফ্যান বলতে গেলে সারাদিন চলে।একটা পিসি আছে তবে মাঝে মধ্যে চলে।আমার কি করনীয় দয়াকরে বলবেন। ফ্রিজ কোম্পানি লোক বলছে ফ্রিজ ও ফ্যানের লোড ৯.১।
আসসালামু আলাইকুম স্যার, ips ব্যবহার করলে মিটারে কারেন্ট না থাকলেও মিটারের মধ্যে বিল কাউন্ট করে, এর সমাধান কিভাবে করবো একটু জানালে অনেক উপকৃত হবো ইনশাআল্লাহ ❤
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ একটি আর্থিং রড এর উপরের অংশ থেকে যদি মিটারের আর্থিং দেওয়া হয় আর আর্থিং রডের একেবারেই নিচের অংশ থেকে যদি একটি আর ই তার কিছু অংশ ছিলে ওই রডের নিচের অংশের মধ্যে পেঁচিয়ে আলাদাভাবে ডিবি বোর্ডের আর্থিং বাসবারে লাগানো হয় তাহলে কি কোন সমস্যা হবে কি
যদি লোড সাইড থেকে রিভার্স কারেন্ট মিটার দিয়ে প্রবাহিত হয় তাহলেও তো বিদ্যুৎ বিল বেশি আসতে পারে, সেক্ষেত্রে লোড সাইডে আর্থিং করা যাবে কিনা?? আবার বাইরের কারেন্ট মিটার দিয়ে নিউট্রাল তার দিয়ে নিজের লোডে না আসার জন্য সোর্স সাইডেও আর্থিং করা যাবে কিনা??জানালে খুশি হবো
আমার বাসার এনার্জি মিটারে সোর্স সাইডের নিউট্রালের সাথে লোড সাইডের নিউট্রাল ও গ্রাউন্ড থেকে রড টেনে এনে কমন করা হয়েছে। আমি কি এই গ্রাউন্ডিং রড থেকে তার টেনে ডিবি বক্সের আর্থিং বাসবারের সাথে কানেক্ট করতে পারব?
আসসালামু আলাইকুম, ভাই আমি নতুন একটি পন্চাশ। কিলো মিটার স্থাপন করেছি। কিন্তু কোন মেশিন এ লাইন স;যোগ না দিলে ও প্রতি মাসে ষাট সত্তর হাজার টাকা বিল হয়েছে।কেন এবং এ বিষয়ে বিদ্যুৎ বিতরণ কারি প্রতিষ্ঠান দায়ি কিনা। জানাবেন কি।
বাড়ীর যে সব বৈদ্যুতিক সরঞ্জাম আর্থিংকরা হয়েছে তা কি সরাসরি মাটিতে পাঠানো যাবে?ওয়ারিং আর্থিং কি সরাসরি মাটিতে পাঠানো যাবে তাতে লাভ না ক্ষতি এবং কতটা সুরক্ষিত হবো।
আসসালামু আলাইকুম প্রিয় স্যার কেমন আছেন থ্রি পিস এনার্জি মিটারে যে সমস্ত ডিজিট গুলা উঠে কোন ডিজিট বোল্ট কোন ডিজিট এম্পিয়ার এবং কোন ডিজিট গুলা কিলোওয়াট কোন ডিজিট গুলা পিক কোন ডিজিট গুলা অফ পিক এমন একটি কমপ্লিট ভিডিও চাই
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আপনার অনেক গুলো ভিডিও দেখেছি। আপনি খুব সুন্দর করে বুজাইতে সক্ষম ।
ধন্যবাদ স্যার।এত সুন্দর করে বুঝানোর জন্য।
ধন্যবাদ।
স্যার আপনার ভিডিও মধ্যে অনেক অজানা তথ্য জানতে পাড়লাম, ধন্যবাদ স্যার
ধন্যবাদ।
স্যার আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে অনেক কিছু শিখতে পারছি আপনার ভিডিও দেখে।ধন্যবাদ স্যার
আসসালামু আলাইকুম স্যার আপনার ভিডিও গুলো অনেক সুন্দর এবং আপনার বুঝানোর দক্ষতা অনেক বেশি আমি অনেক কিছু শিখতে পেরেছি আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক
খুব মূল্যবান একটি ভিডিও উপহার দিলেন
আপনার বিডিও এর মাধ্যমে অনেক অজানা তথ্য জানতে পারলাম ধন্যবাদ from India
খুব প্রয়োজনীয় আলোচনা
ধন্যবাদ।
খুব ভালো লাগছে।আপনি খুবই ভালো বোঝান।আমার মনেহয় এটাই বিশ্বের সব থেকে বড় সমাজ সেবা।শক্তিকে সঠিকভাবে সকলে ব্যাবহার করা।ধন্যবাদ।
ধন্যবাদ।
অসাধারণ একটি ভিডিও হয়েছে স্যার।
আপনার ভিডিও গুলো খুব সুন্দর ও আকর্ষণীয় হয় ।
ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ।
ঠিকই আছে, তবে সর্স সাইডে earthing( grounding ) কানেকশন দিলে মিটারে বেশী রিডিং আসে কিনা তা টং টেষ্টারে চেক করে নিতে হবে ৷
স্যার বাসা বাড়িতে সুইচ বোডের সাথে আর্থিং কি ভাবে কোথা থেকে করতে হয় একটি ভিডিও চাই ধন্যবাদ
ভাইজান আপনার বুঝানোর স্টাইলটা খুব সুন্দর
খুবই সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন।
আসসালামু আলাইকুম, স্যার পল্লী এবং পিডিবি দুটো মিটারই একসাথে এখন দুটো মিটারের আর্থিং কমন করে রাখা যাবে কি?
আপনি খুবই সুন্দর ভিডিও দেন ধন্যবাদ
ধন্যবাদ।
স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার ভিডিও প্রতি নিয়মিত দেখি এবং অনেক উপকৃত হই।মিটার এবং মেইন সুইচ এর আর্থিং কানেকশন দেখানোর জন্য ধন্যবাদ এখানে মেন সুইচ ছাড়া সার্কিট ব্রেজার লাগালে কেমন হয় এবং আমরা বাড়িতে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক অনেক কিছুই ব্যবহার করি তাই কত আরএম এর কেবল হাউজ ওয়ারিং করলে সব থেকে ভালো হবে।এর একটা ভিডিও দেন, অনেক উপকৃত হব আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আরো নতুন কিছু দেখানোর জন্য আপনার ভিডিওর অপেক্ষায় থাকলাম
ভিডিয়ো দেওয়া আছে।
স্যার আমি একটা মিটার দিয়ে গড় একটা মুরগীর খামার চালাই, সেকানে অনেক লোড ব্যবহার হয়। সেকানে আমি একটা মাটির নিচে রড দিয়ে নিউটেলের সাতে যোগ করচি বোল্টেজ ভালো পাওয়ার জন্য।অন্য খোতাউ আর্তিং ব্যবহার করিনি। এখনকি আমার কোন সম্যসা হবে? বা সটিক নিয়ম কি যদি বলতেন ভালো হতো
ভাই মনের মতো ভিডিও দীচেন ❤
ধন্যবাদ।
আপনি খুব সুন্দর বুঝাতে পেরেছেন
ধন্যবাদ।
আমি একটি কাঠের ৪ ফিট বাই ৩ ফিট ব্রকছের ভিতরে সার্কিট ব্রেকার
MCB RCCB লাগাতে কি কি লাগবে একটু জানাবেন
আসসালামুআলাইকুম,স্যার, ডিজিটাল এনার্জি মিটারে রিভার্স কারেন্ট যাওয়ার সময় ডিস্ক যদি উল্টোদিকে ঘুরে তাহলে কি এনার্জি কাউন্ট করবে,?দয়া করে জানাবের,
ভাই, আমরা আছে না , ব্যাডমিন্টন খেলতাম এখন নিউটেল মিটারের বাইরে
থেকে নিছি৷ এখন কি কারেনট বিল কি বেসি উটবো নাকি, না কনো সমস্যা হবে, তবে পেজ তার মেইনচুছ থেকে আনছি
আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে স্যার, আপনি খুব সুন্দর ভাবে বুঝিয়ে দেন.... 🥰😊
ধন্যবাদ।
স্যার ডিজিটাল মিটারের লোড সাইডে আর্থিক দেওয়া এবং এই আর্থিক আবার মেইন সুইচ এ দেওয়া এক্ষেত্রে কি কি সমস্যা হবে জানাবেন।
মেইন সুইচ তে কি আমরা mcb কানেকশন করতে পারবো
স্যার সুইজ বোডে আরথিং লাইন কোথা থেকে টানতে হয়
আসসালামুয়ালাইকুম ভাই আপনার ভিডিও দেখে বড় খুশি হলাম
একটা প্রশ্ন আর্থিং এর জন্য বাড়ির কলের পানি জমে এমন জায়গায় ৫ফুট রড দিয়ে করলে কোনো ক্ষতি হবে কি?
না ,তামার রড ব্যবহার করতে হবে।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, স্যার, আলহামদুলিল্লাহ আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছি। আপনার উপস্থাপনা অনেক সুন্দর। মাশাআল্লাহ।স্যার,কথাটা কি অনাকাঙ্ক্ষিত কারেন্ট? নাকি, অনাকাঙ্ক্ষিত বিদ্যুত হবে। স্যার,নিউটাল দিয়েও তো কারেন্ট প্রবাহিত হয়, কিন্তু সর্ক লাগেনা।স্যার, দয়া করে বুঝিয়ে দিবেন।ধন্যবাদ
আর্থে যেতে পারলে শক লাগে না । আর্থে যেতে না পারলে শক করে।
ধন্যবাদ স্যার❤❤
obda(bpdb) karent er shudu phase r palli biddut er neutral bebohar kori tahole ki kono somossa hobe? amr palli biddut er meter analog..r obda er meter digital..r palli er neutral bebohar korle palli bidduter lokera kono prblem korbe?
আপনার ভিডিও গুলো খুব সুন্দর এবং মনোযোগ দিয়ে দেখি আমি আপনার একটা ভিডিওর মধ্যে আমি দেখছিলাম আরসিসিবি সার্কিট ব্রেকার কিন্তু এটা তো কোথাও পাওয়া যাচ্ছে না একটু দয়া করে জানাবেন কোন কোম্পানিরটা ভাল হবেএবং কোথায় পাওয়া যাবে।
ইলেকট্রিক দোকানে।
Main switch arthing dile netrol sathe ki deya jabe
ছার
,আবেদন করচি,,কেরেন্টের চুলা কত ওয়ার্ড ও কিভাবে চালাব,,, যাতে বিদ্যুৎ বিল কম আসে এবং কত টাকা আসবে
আচ্ছা সার তাহলে এনালক মিটারে কোথায় আর্থিং দিবো নাকি দিবো না
❤❤❤নাইস স্যার
সার আমার একটি প্রশ্ন যার উত্তর কোথাও পেলাম না,,যদি কোন ডিভাইস এর বডিতে বিদ্যুৎ চলে আসে সেই বিদ্যুৎ যদি আর্থিং এর মাধ্যমে মাটিতে চলে যায় তাহলে সরাসরি যদি ফেজ আর্থিং স্পর্শ করে তাহলে ফায়ার করে কেন।সার যদি দয়া করে বিযয়টা বুঝিয়ে বলতেন অনেক উপকৃত হতাম।
খুব ভালো বোঝানো
ধন্যবাদ।
এনার্জি মিটারে আথিং না করলে কোনো সমস্যা হবে স্যার??
স্যার বাইরের দেশের কাজের উপর বিডিও চাই দয়াকরেন স্যার খুব উপগিত হবো ❤❤❤
চেষ্টা করবো।
আসসালামু আলাইকুম স্যার
এনার্জি মিটারে ENR আসার কারণ কী হতে পারে দয়া করে যদি বলতেন
অসাধারণ স্যার
এনালক মিটারে কানেকশন কেমন হবে?
মিটারের সোর্স সাইট নিউট্রাল, লোড সাইট নিউট্রাল এবং মাটির নিচে গ্রাউন্ডিং করা আলাদা তার যদি একসাথে মিটারের লোড সাইট নিউট্রালে যুক্ত করা হয় তবে কি বিদ্যুৎ বিল বেশি আসবে বা অন্য কোনো সমস্যা হবে?
কাইন্ডলি জানাবেন
অনেক ধন্যবাদ আপনাকে
স্যার গাছের নিওটল আর মিটারের আউট নিওটল আর আথিং এক এখন কোনো সমস্যা হবে
প্রশ্ন বুজতে পারিনি।
স্যার আরো নতুন নতুন ভিডিও দিবেন আপনার চ্যানেলের ভিডিও গুলো অনেক সুন্দর হয়
ধন্যবাদ।
স্যার সুইচ বোর্ড কানেকশন করার সময় কেউ নিচে টার্মিনাল কন্টাক্ট গুলো কানেকশন দিই নেয় এবং সুইচ এর উপরে ফ্যানের বাতির তার দিয়ে নিউটল তার সকেটের যে প্রান্ত ফাঁকা উপরে সেখানে দেয় ঠিক একইভাবে আমি সুইচের উপরে কন্টাক্ট গুলো কানেকশন করে নিয়ে ফ্যানের বাতি লাইন গুলো নিচে দেই এবং সকেটের নিচের প্রান্তে নিউটল গুলো এড করে দেই এবং ইন্ডিকেটর ফেস নিউট্রাল সংযোগ করি এভাবে লাইন চালালে কি কোন সমস্যা হবে
আচ্ছা স্যার মেন সুইজ একটা ফেজ তার দিয়ে এত গুলো লাইন কি দেওয়া যাবে ,ফ্রিজ , মটর ,3/4 রুম প্লিজ জানাবেন
না।
Thanks
Welcome
আসসালামুয়ালাইকুম স্যার পল্লী বিদ্যুৎ এনার্জি মিটার থেকে মেন সুইচ দূরে লাগালে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে
না।
ভাই মিটার থেকে মেন সুইচ এবং অটো বেকার সেটিং আকিয়ে দেখিয়ে দিবে এটা আমার অনুরধ
মেইন সুইচ এর পরিবর্তে ডাবল পোল MCB ব্যবহার করলে অসুবিধা আছে?
না।ভালো হবে।
আসসালামুয়ালিকুম স্যার আপনি প্রায় বলেন একটা তারে ৮০০ ওয়াটের বেশি দেওয়া যায় না আমার প্রশ্ন হল সেই তারটা কত গেজ হইলে ৮০০ এর বেশি দেওয়া যাবে না? তারের গেজ যদি বেশি হয় তাহলে লোড কি বেশি দেওয়া যাবে কিনা?
না।
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ, স্যার আমার মিটারের বিল বেশি আসে কেন
আসালামু আলাইকুম, আমার বাড়ির বিদ্যুৎ বিল বেশি আসছে।
কিন্তু কোন সমাধান পাচ্ছিনা।
মিটার পরিবর্তন করেও সমাধান হচ্ছে না।
একটা ১২ সেপ্টি walton ফ্রিজ,একটা সিলিংফ্যান বলতে গেলে সারাদিন চলে।একটা পিসি আছে তবে মাঝে মধ্যে চলে।আমার কি করনীয় দয়াকরে বলবেন।
ফ্রিজ কোম্পানি লোক বলছে ফ্রিজ ও ফ্যানের লোড ৯.১।
আসসালামু আলাইকুম স্যার, ips ব্যবহার করলে মিটারে কারেন্ট না থাকলেও মিটারের মধ্যে বিল কাউন্ট করে, এর সমাধান কিভাবে করবো একটু জানালে অনেক উপকৃত হবো ইনশাআল্লাহ ❤
তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে,পল্লি বিদ্যুৎএর আর্থিং কানেকশন ইনপুট নিউটালে দিতে হবে?
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ একটি আর্থিং রড এর উপরের অংশ থেকে যদি মিটারের আর্থিং দেওয়া হয় আর আর্থিং রডের একেবারেই নিচের অংশ থেকে যদি একটি আর ই তার কিছু অংশ ছিলে ওই রডের নিচের অংশের মধ্যে পেঁচিয়ে আলাদাভাবে ডিবি বোর্ডের আর্থিং বাসবারে লাগানো হয় তাহলে কি কোন সমস্যা হবে কি
Thanks,,, vai❤
প্রিপেইড মিটারে আরথিং কি বাধ্যতামূলক ?
বিদ্যুৎ কোম্পানির থেকে জানতে হবে।
স্যার আই পি এস নিয়ে একটি ভিডিও চাই, আই পি এস লাগানো পড়ে বিল বেশি কারণ কি?
আমার চ্যানেলে ভিডিয়ো দেওয়া আছে।
দুইটা মিটারের জন্য একটা আর্থিং রড থাকলে সমস্যা হবে ক?
না।
স্যার টেলিভিশন রিপায়ারের ভিডিও দিলে খুব ভাল হয় ।
দুঃখিত।
really very helpful video
ধন্যবাদ।
যদি লোড সাইড থেকে রিভার্স কারেন্ট মিটার দিয়ে প্রবাহিত হয় তাহলেও তো বিদ্যুৎ বিল বেশি আসতে পারে, সেক্ষেত্রে লোড সাইডে আর্থিং করা যাবে কিনা?? আবার বাইরের কারেন্ট মিটার দিয়ে নিউট্রাল তার দিয়ে নিজের লোডে না আসার জন্য সোর্স সাইডেও আর্থিং করা যাবে কিনা??জানালে খুশি হবো
আমার চ্যানেলে ভিডিয়ো দেওয়া আছে দেখলে বিস্তারিত জানতে পারবেন।
আমার বাসার এনার্জি মিটারে সোর্স সাইডের নিউট্রালের সাথে লোড সাইডের নিউট্রাল ও গ্রাউন্ড থেকে রড টেনে এনে কমন করা হয়েছে।
আমি কি এই গ্রাউন্ডিং রড থেকে তার টেনে ডিবি বক্সের আর্থিং বাসবারের সাথে কানেক্ট করতে পারব?
না।
আসসালামু আলাইকুম, ভাই আমি নতুন একটি পন্চাশ। কিলো মিটার স্থাপন করেছি। কিন্তু কোন মেশিন এ লাইন স;যোগ না দিলে ও প্রতি মাসে ষাট সত্তর হাজার টাকা বিল হয়েছে।কেন এবং এ বিষয়ে বিদ্যুৎ বিতরণ কারি প্রতিষ্ঠান দায়ি কিনা। জানাবেন কি।
সংযোগ না থাকলে বিল আসবে কেন। বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেন। আন্দাজে বিল করতে পারে।অথবা ক্যাপাসিটর সংযোগ থাকলে ক্যাপাসিটর নষ্ট হয়ে বিদ্যুৎ খরচ হতে পারে।
Video ta onak valolagca vi
ধন্যবাদ।
@@training24 Vi 12 volt 200 ah battery r jonno koto amp solar charge controller use korbo plz vi bolan.
স্যার গাজী 0.75 মাট পাম্প এ কোন ক্যাপাসিটর দিতে হবে
যত আছে তত ব্যবহার করতে হবে।
সোর্স সাইড ও লোড সাইড দু পাশেই আর্থিং দিলে কেমন হবে
তখনও, রিভার্স কারেন্টের কারণে বিদ্যুৎ বিল বেশী আসবে। তাই লোড সাইডে দেওয়া যাবে না।
আমার বাসা তে কোনো আরথিং তার ব্যাবহার করা হয় নি তাহলে কি কোনো সমস্যা হবে বা বিদ্যুৎ বেশি অপচয় হবে প্লিজ একটু জানাবেন দয়া করে
ভিডিয়ো শেষ পর্যন্ত দেখলে সব জানতে পারবে।
বাড়ীর যে সব বৈদ্যুতিক সরঞ্জাম আর্থিংকরা হয়েছে তা কি সরাসরি মাটিতে পাঠানো যাবে?ওয়ারিং আর্থিং কি সরাসরি মাটিতে পাঠানো যাবে তাতে লাভ না ক্ষতি এবং কতটা সুরক্ষিত হবো।
ভিডিয়ো দেওয়া আছে দেখলে জানতে পারবেন।
Very good bhai
ধন্যবাদ।
মেইন সুইচ থেকে পেইজ ও নিউটল তার দুই হোলের সার্কিট ব্রেকারে সংযোগ করবো কিভাবে?
আমার চ্যানেলে ভিডিয়ো আছে।
Assalamualikum
Apnar shathy kotha bolty chai PLEASE
Help ME 😇
Ph. No. PLEASE
Ph. No. PLEASE
স্যার টিনের ঘরে কেমনে ওয়ারিং করুম
Bill ki 2 tar ei hoy
Dhonnobad Sir
ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ।
অটো রিভার্স ফরোয়ার্ড কানেকশন দেখাবেন
ভিডিয়ো দেওয়া আছে।
স্যার ইনভেটর ups কি ভাবে কানেকশন করবো যেমন current চলে যাওয়ার পর ইনভেটর থেকে সব লোড চলে ....... এই নিয়ে একটা ভিডিও দেন তাহলে খুবই উপকৃত হতাম।
ভিডিয়ো দেওয়া আছে।
স্যার, নিউট্রাল লাইলে কাট আউট কেন ব্যবহার করবো ?
ভিডিয়ো দেখলে জানতে পারবে।
মিটারে রিডিং মুডে MD kw আর kwh উঠতেছে। এখন কথা হচ্ছে এই MD উঠা কি কোনো সমস্যা নাকি এটা কোনো সমস্যা না?
আমার জানা নাই।
স্যার আমার বাড়ির আরথিং তার। যেমন পানির মটোরের আরথিং তার মিটারের কোথায় লাগাবো।দয়া করে একটু বলুন।
ভিডিয়ো দেওয়া আছে দেখলে জানেতে পারবেন।
ধন্যবাদ স্যার
ভাইজান সোলার আই পি এস বানানো দেখাও
পাবে।
স্যার পিলিজ
এনার্জি মিটার ➤ডিবি➤ এসডিবি➤ সুইচবোর্ড পর্যন্ত ১টি কানেকশন ডায়াগ্রাম দেন। ধন্যবাদ
পাবেন।
গ্রিড অন থাক কালিন সোলার এর জন্য নিউট্রাল ইউজ হলে, সেই ইউনিট মিটারে যোগ হবে?
এনালক মিটার ( পুরাতন মিটার) কিভাবে মেইন সুইচ এর সঙ্গে কানেকশন করবে
ভিডিয়োতে কানেকশন করা আছে।
এই ভিডিওটা স্যারের সাথে আমি একমত হতে পারলাম না।
কেন?
কেন একমত হতে পারলেন না বিস্তারিত আলোচনা করেন
কেনো ভাই
আসসালামু আলাইকুম প্রিয় স্যার কেমন আছেন থ্রি পিস এনার্জি মিটারে যে সমস্ত ডিজিট গুলা উঠে কোন ডিজিট বোল্ট কোন ডিজিট এম্পিয়ার এবং কোন ডিজিট গুলা কিলোওয়াট কোন ডিজিট গুলা পিক কোন ডিজিট গুলা অফ পিক এমন একটি কমপ্লিট ভিডিও চাই
আপনি আর্থিং না করার পরামর্শ দিচ্ছেন কেন ? আর্থিং করতেই হয়।
Nice video
ধন্যবাদ।
আরতিং তাহলে এনারর্জি মিটার এর সাথে লাগাতে হবে যে খান দিয়ে কারেন্ট আসবে
ভিডিয়ো মনোযোগ দিয়ে দেখলে জানতে পারবে।
Thank you sir
ধন্যবাদ।
৩পিনে সকেট কি ভাবে করতে হয়
চেষ্টা করবো।
মেইন সুইচে কারেন্ট চলে আসলে কি করব?
সাধারনত আসে না। যদি আসার সম্ভাবনা থাকে মেইন সুইচ আর্থিং করতে হবে।
Amr IPS er line eh bill besi kano asee.Amk kindly janaite parben??
ধন্যবাদ
ধন্যবাদ।
Nice
Thanks
সার যদি একটি ভিডিও পুস বাটন এর তিন তিরের মাধ্যমে মটর ফরওয়াট রিভার্স করা জায়। একটি সুইচে দুটি পুষ বাটন থাকে ঐ সুইচের কানেক সন। ধন্যবাদ
ভিডিয়ো দেওয়া আছে।