কম খরচে মাছের মিক্সিং খাবার তৈরী করবেন কিভাবে?

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • আসসালামু আলাইকুম
    দেশপ্রেম এগ্রো ফার্ম থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।
    আমাদের আরেকটি প্রতিষ্ঠার নাম হচ্ছে। গবাদি পশু সুষম খাদ্য ও পরামর্শ।
    আমরা প্রতিনিধিতে প্রান্তিক খামারি আমরা জীবনযুদ্ধে দিন দিন এগিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কিছু বড় বড় কোম্পানি আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাচ্ছে যে অবস্থায় হোক যেকোনো সেক্টরেই হোক। আমরা সারা জীবন কৃষক কৃষক হয়েই থাকি। এটা আমাদের বুদ্ধির অভাব বা জানার অজ্ঞতার অভাবের কারণে হয়। এটা আমাদের ইন্ডিয়া দেখলে আমাদের এই দোষ। কারন আমরা কোন কিছু জানার আগেই করে ফেলি।তাই গরু পালন করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে গুণগত মান তারপর সে বিষয়ের উপরে এগিয়ে যাও। আমরা যদি গো খাদ্য ব্যবহার করি। সর্বপ্রথম জানতে হবে। একটা গাভীর বা একটা ষাঁড় গরু। কি পরিমাণ প্রোটিন খাবারের মধ্যে দরকার। কার্বোহাইড্রেট দরকার। সাইবার দরকার ইত্যাদি। আমরা কৃষক মানুষ অত ভালো হয়তো বা বুঝতে পারব না। এতোটুকু বুঝতে পারব আমরা খাবার তো চিনি। তাই প্রতিটি খাবার জেনেশুনে গরুকে দিতে হবে। হলেই না গরু থেকে আমরা ব্যাক ফিট খুঁজে পাবো। তা না হলে প্রতিনিয়ত আমরা খামারিরা দিন দিন লুচে যাব। আমাদের বৌ খাদ্যে রায় ১৫ টি আইটেম নিয়ে আমাদের গরুর খাবার বা ষাঁড় গরুর খাবার তৈরি করে থাকি। যার মধ্যে আপনি প্রথম সুবিধাটা পাবেন। আপনার গরু রেগুলার হিটে আসবে। এবং দুধের সবসময় ঠিক থাকবে
    আপনার গরু কখনই শেষ হবে না। বন্ধাকরণ হবে না। ডাইজেস্টের কখনো সমস্যা হবে না। এবং প্রতি বছরের বাছুর নিশ্চিত হবে। তাই গবাদি পশুর সুষম খাদ্য ও পরামর্শ। আপনাদের কাছে নিয়ে আসলো এবার নতুন প্রোডাক্ট গাভীর খবর এবং ষাঁড় গরুর খাবার। যা ব্যবহার করলে আমরা কখনোই খামারিরা লচে যাব না।
    যোগাযোগে
    দেশপ্রেম এগ্রো ফার্ম
    ০১৮৪৫-৯৮০৫৯১
    www.facebook.c... #dorb #ddgs #soybean

КОМЕНТАРІ • 6

  • @mdsadik3014
    @mdsadik3014 10 днів тому

    ডি টি এস কি?

  • @MdAzad-ud8tx
    @MdAzad-ud8tx 4 дні тому

    আসসালামু আলাইকুম ভাই আপনাদের কাছে এল সি ভূসি আছে কিনা? থাকলে কোন দেশি এবং পাইকারি টন মূল্য কত পড়বে জানাবেন প্লিজ। আর পোর্ট কোন জায়গায়। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। ধন্যবাদ

    • @Deshpremagrofarm
      @Deshpremagrofarm  4 дні тому

      ধন্যবাদ ভাই চট্টগ্রাম

  • @user-gz7pp2cp9m
    @user-gz7pp2cp9m 11 днів тому

    কথার শব্দ ও ঠোঁটের নড়াচড়া একই সময়ে হচ্ছে না,বিষয়গুলো খেয়াল করা উচিত