SUDHIN DASGUPTA I BIOGRAPHICAL DOCUMENTARY I ENGLISH I TIMELESS TUNES I LYRICIST & MUSIC COMPOSER

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • Cinema for a Cause initiative of LEARNING SYSTEM pays its tribute to one of the most versatile lyricist-composers from the Golden Era of Bengali Films & Music SUDHIN DASGUPTA in the form of an exhaustive 58 mins long Biographical Documentary in English "TIMELESS TUNES" ......... with invaluable interviews of Family, Friends, Fans, Associates, Students and Colleagues. Filmed and Edited for over 4 years; this mammoth project of ours truly believes that Simple Music and Tunes are truly Timeless....as Sudhin's fascinating canvas of creations do portray.
    The film has been shot, narrated & directed by ABHISHEK GANGULI
    Created by the LEARNING SYSTEM Team
    2022

КОМЕНТАРІ • 146

  • @tistakanjilal8726
    @tistakanjilal8726 Місяць тому

    Thank you immensely for this excellent documentary.

  • @somnath702
    @somnath702 2 роки тому +6

    Congrats to the makers of this documentry for making this film on legend sudhin dasgupta....so many years passed after his untimely demise..nobody thought about making this apart from you. A nation, who isn't aware of her glorious past...cant progress in future.....thank you again...

  • @babuiroy70
    @babuiroy70 2 роки тому +2

    Thank you very much for this. It took 40 years since the demise of such a wonderful composer whose music will always remain timeless, to be recalled in such a beautiful way. I will share it as much as I can, as I know of many die hard Sudhin Dasgupta fans, who share my thoughts too.

  • @kaushikmukherjee671
    @kaushikmukherjee671 19 днів тому

    আমি ছোটবেলা থেকেই শ্রদ্ধেয় সুধীন দাসগুপ্তর ভক্ত।তখন মূলতঃ বাংলা সিনেমার গান শুনতাম।আধুনিক বাংলা গানে ওনার অবদানের কথা পরে জেনেছি।বিশেষত মান্না দে,আশা ভোঁসলে ও আরতি মুখার্জীর কন্ঠকে উনি যেভাবে ব্যবহার করেছেন সেটা অনন্য।ওনার সুর এই তিন শিল্পীকে বাংলা সিনেমার গানের ক্ষেত্রে প্রতিষ্ঠা দিয়েছে।তিন ভুবনের পারে,প্রথম কদম ফুল,শঙ্খবেলা,পিকনিক,এপার ওপার,হার মানা হার,ছদ্মবেশী,স্বয়ংসিদ্ধা,বসন্ত বিলাপ,অপরাজিতা,হংসরাজ ইত্যাদি ছবি তার উদাহরণ।আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তথ্যচিত্রটি নির্মাণ করার জন্য।সুধীন দাসগুপ্তকে সঠিকভাবে মূল্যায়ণ করার জন্য এমন উদ্যোগ প্রয়োজন ছিল।

    • @AbhishekGanguliLearningSystem
      @AbhishekGanguliLearningSystem  19 днів тому

      @@kaushikmukherjee671 Thanks 🙏🙏🙏 for your appreciation...kindly share the content and do subscribe to our UA-cam channel to support quality content

  • @nirmalyasengupta7714
    @nirmalyasengupta7714 2 роки тому

    আমি শ্রী সুধীন দাশগুপ্তর ভীষন বড় ফ্যান৷ শুধুমাত্র একজন গড়পড়তা শ্রোতা হিসেবেই৷ আমার কোনও technical তালিম নেই৷ তাই, নিজের কানের ওপরেই নির্ভর করেই শুনে চলি৷ ওনার সুরের গানের বিবিধতা আমাকে মুগ্ধ করে৷ ছোটবেলার স্মৃতি ভরা আছে ওনার বানানো গানে৷ এসব গান ওনার তৈরী, সেসসব তো জেনেছি অ-নে-ক পরে!
    আশাজীকে দিয়ে উনি যা গান গাইয়েছেন, প্রতিটি একটি মুক্তো৷
    ব্যক্তিগত ভাবে মনে করি বাংলা আধুনিক গানের জগতে প্রেমের গানের epitome is:
    _হয়তো তোমারই জন্য_ ...
    Every Bengali Male heart must have wanted to sing this, at least once . :-)
    Fantastic video. A collector's item. Many thanks for the effort.

  • @piyasiray8414
    @piyasiray8414 2 роки тому +1

    অসাধারণ একটি তথ্যচিত্র দেখলাম। মনটা খুশিতে ভরে উঠল,শ্রদ্ধায় অবনত হলাম। সুধীন দাশগুপ্তর মতো গুণী মানুষকে নিয়ে এভাবে শ্রদ্ধাজ্ঞাপন আগে বোধহয় হয়নি। আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা তথ্যচিত্রটি বানাবার জন্য এবং সবার সঙ্গে শেয়ার করার জন্য। 🙏🙏💐

  • @parthasome2031
    @parthasome2031 2 роки тому +1

    অনেক ধন্যবাদ। সুধীন দাশগুপ্ত এত বড় একজন মিউজিক ডিরেক্টর তাকে নিয়ে তেমন কিছুই নেই ইন্টারনেটে।অনেক ধন্যবাদ ভিডিওটার জন্য।

  • @ninasaha9589
    @ninasaha9589 2 роки тому +2

    অনবদ্য। বাংলা সংগীত যতদিন থাকবে সুধীন দাশগুপ্ত বাঙালীর হৃদয় জুড়ে ততদিন থাকবেন।

  • @aghosh4409
    @aghosh4409 Місяць тому

    Awesome 👌

  • @rimadey1
    @rimadey1 2 роки тому +1

    আপনাদের এই ডকুমেন্টারিমূলক কাজ অনেক অজানাকে জানতে সাহায্য করছে ।এই প্রজন্ম এবং ভবিষ্যত প্রজন্মের জন্য থেকে যাচ্ছে মূল্যবান নথি। আরো এমন কাজ নিয়ে এগিয়ে চলুক learning system.... সাধুবাদ ও শুভেচ্ছা রইল।

  • @tusharkbandyopadhyay9257
    @tusharkbandyopadhyay9257 Рік тому

    Khub bhalo laglo

  • @sonalisaharoy
    @sonalisaharoy 2 роки тому

    Thanks for making such an informative documentry!

  • @agamanigaraisarkar8247
    @agamanigaraisarkar8247 2 роки тому

    🙏🙏। খুব ভালো লাগলো। অনেক নতুন কিছু জানতে পারলাম।

  • @chinmoychakrabarti6890
    @chinmoychakrabarti6890 2 роки тому +1

    A great tribute to the great composer.

  • @ranjansen9279
    @ranjansen9279 2 роки тому +1

    Abhishek, my sincere apology for taking time to get back to you on this excellent documentary crafted by you, which was long long overdue to say the least. I wanted to see this film in one sitting, and that was possible only yesterday. For a day I was living with it before getting back to you. I wonder how many of us really knew about Sudhin Dasgupta's versatile intellect and talent, and him, still as a down-to-earth complete person! Such an unthinkable depth! I can write pages, but this is not the right place. My sincere thanks go to the seamless efforts of you and your entire team to make this documentary as complete as practicable. Please allow me to share this documentary profusely.

  • @user-tx8eq6ms6y
    @user-tx8eq6ms6y Рік тому

    খুব ভাল লাগল। উজ্জ্বল এক ঝাঁক পায়রা গান খানি বিমল ঘোষের লেখা এবং সলিল চৌধুরীর সুর দেওয়া এটাই জানতাম; এখানে অন্য রকম শুনে অবাক লাগছে।

  • @saswatahll
    @saswatahll Рік тому

    আমার প্রিয়তম শিল্পীর ওপরে তথ্যাচিত্র - কতবার যে দেখলাম.. সষ্টাকে প্রণাম 👍🏽

  • @rupabanerjee4109
    @rupabanerjee4109 2 роки тому

    Fantastic timeless tunes. People will never ever forget these lyrics and music compositions. These are beyond imagination. A true legend like Sudhin Dasgupta bewildered the music world with his distinctive brilliance.
    And I am totally at awe hearing the English (Shot) of Abhisek Ganguli has narrated & directed towards the release of full archival biographical documentary on the life & the great works of the genius lyricist and music composer who is none other than Sudhin Dasgupta towards CINEMA FOR A CAUSE INITIATIVE OF LEARNING SYSTEM
    Great effort & outstanding work by Abhisek Ganguli and his team. Much appreciated.

  • @PKDas-jv1kn
    @PKDas-jv1kn 4 місяці тому

    অনবদ্য

  • @mahuabhattacharya1040
    @mahuabhattacharya1040 2 роки тому

    Very engaging and informative biography of the brilliant Sudhin Dasgupta. Though couldn't understand who was the music composer of Ujjwal ek jhank payra.

  • @topicspandankumar
    @topicspandankumar 8 місяців тому

    What a composer ❤ !

  • @baijayantibiswas5459
    @baijayantibiswas5459 2 роки тому

    অসাধারণ!!!

  • @chayanikaghosh6036
    @chayanikaghosh6036 21 день тому

    একটি অসমীয়া ফ্লিম অরণ্য তে
    "দিনর পোহার রাঙচাঙ্গিয়া " মান্না দে গেয়েছেন ,অপূর্ব সুন্দর

  • @sarojhasija3601
    @sarojhasija3601 Рік тому

    Thanks for sharing the genius melody 🎼👏 my heartfelt gratitude to the highly Respected legend 👏💌🎼👏

  • @manasibanerjee7231
    @manasibanerjee7231 2 роки тому

    A very nice documentary.... Congratulations to the marvelous team for this excellent presentation.

  • @sarbarichakrabarty8014
    @sarbarichakrabarty8014 2 роки тому +4

    বাংলা সঙ্গীতের ইতিহাসের এক অনবদ্য অধ্যায় এই ডকুমেন্টারিতে ধরা হয়েছে। কিংবদন্তী স্রষ্টাকে বিনম্র শ্রদ্ধা🙏🙏

    • @AbhishekGanguliLearningSystem
      @AbhishekGanguliLearningSystem  2 роки тому +1

      Onek onek dhonnyobaad ....

    • @subratalahiri3068
      @subratalahiri3068 2 роки тому

      আমার ছোট বেলা কেটেছে সিথীতে, ওখানে থাকতাম। আমি ওনার পেছন পেছন যেতাম ডি গুপ্ত লেনে। খুব ভাবুক মনে হাঁটতেন। আমার কাছে উনি বিস্ময় ছিলেন। পাঞ্জাবি র হাতা গুটিয়ে পরতেন।ওটাই ওনার স্টাইল। খুব ভালো বাসি ওনাকে। ক্রিয়েটিভ মানুষ কে না ভালোবাসে। আমি কিন্তু স্কুলে পড়তাম। ওনার ভাবুক মন আমাকে ভাবাতো। সঙ্গে সুবীর হাজরা থাকতেন।পরে নাম জেনেছি।আসলে গান পাগল মানুষ আমি। জামাকাপড় কেনার টাকায় রেকর্ড কিনে আনতাম।বাবা বলতেন সোয়েটার না কিনে রেকর্ড কিনলে শীত করলে কি করবে।বাবা খুব বড় শিক্ষা বিদ ছিলেন। ওখানে আমার বাবার নামে রাস্তা আছে।বেশি কিছু বলতেন না। খুব নরম মনের মানুষ ছিলেন।সব মনে পড়ে।

    • @subratalahiri3068
      @subratalahiri3068 2 роки тому

      It's a beautiful creation

    • @AbhishekGanguliLearningSystem
      @AbhishekGanguliLearningSystem  2 роки тому

      @@subratalahiri3068 Thanks for your commets...Kindly Share & Subscribe

    • @Soma-wu2fk
      @Soma-wu2fk Рік тому

      ​@@subratalahiri3068 🙏🙏🙏🙏

  • @piyalbanerjee9557
    @piyalbanerjee9557 2 роки тому

    I am Piyal Banerjee son of lyricist Pulak Bandyopadhyay. Khub bhalo documentary hoyechhe. Baba ar Sudhin kakar combination e bohu superhit film ebong nonfilm gan achhe. Ekhane tar ullekh kora achhe.

    • @AbhishekGanguliLearningSystem
      @AbhishekGanguliLearningSystem  2 роки тому

      Absolutely....one of the GOLDEN COMBOs of Bengali Film & Non Film Songs by the greatest of Legendary Friends......Thanks for appreciating our archival work Sir

    • @piyalbanerjee9557
      @piyalbanerjee9557 2 роки тому

      @@AbhishekGanguliLearningSystem 🙏🙏🙏

  • @seshadrimukherjee7684
    @seshadrimukherjee7684 Рік тому

    This documentary should be inspirational to upcoming musicians and composers.

  • @supratikghosh5450
    @supratikghosh5450 2 роки тому

    Oshadharon Akta Kaaj .. Which took 4 Years to complete .. Salute to the Maestro and the indomitable Spirit of Abhishek Ganguly & Entire Team - Take a Bow

  • @dr.aditibandyopadhyay8407
    @dr.aditibandyopadhyay8407 2 роки тому

    This documentary is a masterpiece. This documentary is so well researched and so neatly organized with an artistic flavour that it must be an important and irreplaceable chapter in the history of Bengali Modern music. Sudhin Dasgupta's creations are sources of eternal joy for all ages. Thanks to Cinema for a Cause for this brilliant endeavour.....

  • @RKthruthelens
    @RKthruthelens 10 місяців тому

    Excellent documentation of a bygone era.....

  • @pianolessons3120
    @pianolessons3120 2 роки тому

    Such an amazing composer.It was such an honour to meet him

  • @commoncitizen03
    @commoncitizen03 2 роки тому

    অনবদ্য সৃষ্টি রা গাঁথা হয়ে রইল এই অপূর্ব তথ্য চিত্রে👌🙏 খুব সুন্দর।

  • @nirvanray
    @nirvanray 2 роки тому

    Some of my best Bengali numbers. Thanks for the documentary.

  • @oneandonlyjg
    @oneandonlyjg 2 роки тому

    Fantastic. Nobody ever thought of making a biography of genius Sudhin Dasgupta. Thank you LEARNING SYSTEM to make it possible. Will definitely recommend to watch it . Thank you Abhishek Ganguli and team . All the very best

  • @debasishdasgupta2481
    @debasishdasgupta2481 Рік тому

    A well made & very informative documentary on the Maestro.. came to know of so many unknown things about him.. one of the finest composers bengali music has ever had ..

  • @GAUTAMMANDAL-cs8rm
    @GAUTAMMANDAL-cs8rm 2 роки тому

    Nice presentation. Excellent documentary. 👏👏👏

  • @rupasarkar6803
    @rupasarkar6803 2 роки тому

    অপূর্ব অসাধারণ অনবদ্য, অনেক ধন্যবাদ আপনাকে এমন একটি ডকুমেন্টারি উপহার দেবার জন্যে।

  • @tarakpaul3994
    @tarakpaul3994 2 роки тому

    Sudhin Dasgupta, Nachiketa Ghosh and Bireshswar Sarkar were great musicians of Bengal.

  • @swagatapal932
    @swagatapal932 2 роки тому

    এই উপহারটা দেওয়ার জন্য ডিরেক্টর মশাই এবং তাঁর টীমকে অসংখ্য ধন্যবাদ। "চরৈবতি..." 🙏🙏💐💐💞💞

  • @santanuchatterjee881
    @santanuchatterjee881 2 роки тому

    One of the gold of the golden era..

  • @InsideMyWall
    @InsideMyWall Рік тому

    osadharon kaj...voice over ta puro banglaye thakle aro bhalo lagto...

  • @debjitmajumdar1975
    @debjitmajumdar1975 2 роки тому

    অনেক অজানা তথ্যে সমৃদ্ধ হলাম।

  • @udaybandyopadhyay
    @udaybandyopadhyay 2 роки тому

    অনবদ্য! অসামান্য এক তথ্যচিত্র! শ্রদ্ধায় মাথা নুইয়ে আসে আপনা থেকেই।

  • @ishitachuckarbutty2420
    @ishitachuckarbutty2420 2 роки тому

    I am blessed to have known Sudhinda very closely. Our family friend Gauri Prassana Ghosh ( Monua Ghosh) his friend who lived in London introduced me to Sudhinda . I started taking singing lessons from him twice a week separately solo classes at Banichakra. What a great human being he was. I still have so much lovely memories of him as my teacher and Guru. Pronam to Sudhinda and his wife 🙏🙏🙏🙏🙏

  • @jayantaaich366
    @jayantaaich366 2 роки тому

    Excellent 👌

  • @ashokesarker8584
    @ashokesarker8584 2 роки тому

    I think a documentary like this on the maestro was overdue and now we have this. Watched it. It covered the maestro’s life, musical career and all his timeless classics widely and with lot of details. Just loved it. Thanks for sharing. 🙏

  • @seshadrimukherjee7684
    @seshadrimukherjee7684 Рік тому

    Bringing alive another musical Maestro in their own smooth but deep penetrating manner.

  • @SAMITGHOSH-iw2bz
    @SAMITGHOSH-iw2bz 5 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ -ABSOLUTELY GENIOUS 👌👌 - 🎶🎶👌👌😍💙😍 🎶🎶🎶- *"SUDHIN DASGUPTA SAHEB - ONE OF MY MOST FAVOURITE 😍👌🎶VERSATILE 🎶MUSIC- COMPOSER 🎶 SPECIALLY 👍 -MODERN ROMANTIC👌❤️ 👌 - SONGS 🎶💙🎶 ALONGWTH - WESTERN -&-INDIAN MIX 👍- - CALTURES AS "HE" HIMSELF- BROUGHT UP IN MODERNISM CALTURED FAMILY 🎶😍👌😍 - UNDER 😍👍🎶MUSICAL 🎶🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤 🎶🎶🎶🎶🎶💙🎶🎶🎶🎶🎶 POSITIVE ATMOSPHERE AT --- DARJEELING MIX ENVIRONME NTS...👍😍👌😍. *EVEN "HE"- USED TO PLAY LOT OF MUSIC- AL...🎶💙🎶...INSTRUMENTS. HATSOFF ❤🤗❤ TO " HIM" -- WITH MMY GREAT REGARDS. BINORMO SRADDHANJALIS. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 * OLD IS REALLY GOLD 👌👌💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @bazlur-Vancouver
    @bazlur-Vancouver 2 роки тому

    A nice Biographical documentary. I know him very well from his songs, which are played here > As a composer I salute 4 great composers like Kamal Dasgupta, Sudhin Dasgupta, Hemanta Mukherjee, and Salil Chowdhury. There were many famous composers in Bengali in the golden era of Bengali music and films.

  • @sabaribasusengupta2720
    @sabaribasusengupta2720 2 роки тому

    অসাধারণ ডকুমেন্টারি। মনভালো হয়ে গেল। অকাল প্রয়াণ নাহলে আরো কত মণিমুক্ত গানের ক্ষেত্রে আমরা পেতাম।আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।

  • @mousumidassengupta3633
    @mousumidassengupta3633 2 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻অনবদ্য🙏🏻🙏🏻🙏🏻

  • @chayanikachakraborty9514
    @chayanikachakraborty9514 2 роки тому

    তথ্য চিত্রটি গুরুত্বপূর্ণ তথ্যে ভরা ও নির্মাণ সুন্দর।

  • @SoumyaDasGuptaProductions
    @SoumyaDasGuptaProductions 2 роки тому

    Many thanks to you, Abhishek and your team for your efforts. Also, big thanks to Samyadip for doing the research and coming up with the script. You spent a huge amount of time and energy capturing all these interviews. This is the first documentary on baba. Hopefully, this will pave for more to come in the future.....thanks from my sister, Saberi and I.

    • @AbhishekGanguliLearningSystem
      @AbhishekGanguliLearningSystem  2 роки тому

      You are Welcome....it has given me and our entire Team great satisfaction to be able to offer our humble tribute to the Maestro....and set the pace for his Archiving Process...hope this small creative step will inspire many others to research & document his life and works

  • @swapnamandal9651
    @swapnamandal9651 Рік тому

    Sudhin Dasgupta will live forever in your work Abhisek.

  • @bipasamitra788
    @bipasamitra788 2 роки тому

    অসাধারন লাগলো

  • @barnalikar6993
    @barnalikar6993 2 роки тому

    An immortal soul who will live for ever in his music

  • @biswassantanu023
    @biswassantanu023 2 роки тому

    Bowing Down To Pay Homage & Tribute To One Of The Musical Legends Of World Music...Sudhin Dasgupta Sir...
    সৌম্য দা তোমাদের প্রতি আজকের এই প্রজন্ম আজীবন ঋণী থাকবে,সুধীন স্যার এর এই অলৌকিক প্রতিভার কর্মকান্ড কে সমগ্র দুনিয়ার কাছে এইভাবে পৌঁছে দেওয়ার জন্য,ছড়িয়ে দেওয়ার জন্য...
    এই জিনিস বিশ্ব সঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হয়েই থাকবে...যতদিন এই বিশ্বব্রহ্মান্ড থাকবে ততোদিনই...
    🌹🌹🌹🌹♥️♥️♥️♥️🙏🙏🙏🙏

    • @AbhishekGanguliLearningSystem
      @AbhishekGanguliLearningSystem  2 роки тому

      Thanks for such an appreciation....please share the link with others and do subscribe to support our work of archiving

  • @chayanikachakraborty9514
    @chayanikachakraborty9514 2 роки тому

    এই সুর শুনে শিশু থেকে কৈশোর হয়ে যৌবনে আসা। সেই চলন অন্তহীন। আজ‌ও 'ছোটদের রামায়ণ'-এর সেই ক্যাসেটের সমতুল্য একটিকেও খুঁজে পেলাম না। তাই সেটাই তুলে দিই ছোটোদের হাতে।

  • @piyanabandyopadhyay2343
    @piyanabandyopadhyay2343 2 роки тому

    Wonderful

  • @drani1711
    @drani1711 Рік тому

    ঋদ্ধ হলাম

  • @SupratimBhowmick
    @SupratimBhowmick 2 роки тому

    একটা কাজের মতো কাজ হল​। অসংখ্য ধন্যবাদ।

  • @sandipanchatterjee5736
    @sandipanchatterjee5736 2 роки тому

    Superb

  • @swaralipighosh8257
    @swaralipighosh8257 2 роки тому

    Amazing ❤️

  • @meghbanerjeemusic
    @meghbanerjeemusic 2 роки тому

    Brilliant

  • @abantisinha137
    @abantisinha137 2 роки тому

    Sudhin Dasgupta ke notun kore abishkar korlam. Shilpi ke pronam.

  • @13Avik
    @13Avik 2 роки тому

    Darun 🙏

  • @chandimukherjee7095
    @chandimukherjee7095 2 роки тому

    Excellent journey with the memoir of Legendary musician Lt. Sudhin Dasgupta. Thanks a lot. I an a Sr. Citizen and you were kind enough to take me to the Akash Bani Kolkata's great Anurodher Asor! Composer Sudhin Dasgupta was very common name. Meantime is his creation "Chotoder Ramayan" in longplay record available at present?

  • @malanchachakraborty7909
    @malanchachakraborty7909 2 роки тому

    Finally the wait is over…. Thank you!!

    • @AbhishekGanguliLearningSystem
      @AbhishekGanguliLearningSystem  2 роки тому +1

      Thanks Malancha....do share with Friends with your comments and subsribe to support such Archival Work

    • @malanchachakraborty7909
      @malanchachakraborty7909 2 роки тому

      @@AbhishekGanguliLearningSystem absolutely! I am already subscribed and will definitely share with friends. Loved the documentary… just finished watching it.

  • @jhumadeb4643
    @jhumadeb4643 10 місяців тому

    🎉🎉😂😂❤❤

    • @AbhishekGanguliLearningSystem
      @AbhishekGanguliLearningSystem  10 місяців тому

      Thanks 👍 for your appreciation... kindly share our content and subscribe to our UA-cam channel

  • @sushantamukhopadhyay8887
    @sushantamukhopadhyay8887 11 місяців тому

    Nice documentary ! However, he composed music for every singer of golden era. This documentary is missing that.. moyur konthi rater neel e by manabendra mukherjee is missing .. 1962 রিলিজ আয়নাতে মুখ দেখবো না এবং টাপুর টুপুর সারা দুপুর .. তরুণ ব্যানার্জী র ওই কালো দুটি চোখে.. তালাত মাহমুদ এর এই রিমঝিম ঝিম বরষায় .. সন্ধ্যা মুখার্জী র আজ হোলি খেলবো ...আরতি মুখার্জী র এই আকাশ নতুন বাতাস নতুন বা দূরে দূরে কাছে কাছে...অরুন্ধতী হোম চৌধুরী র এত বড় আকাশ টা কে ...কোনো উল্লেখ ই নেই এসব গানের। স্বর্ণযুগের সব শিল্পী র জন্য উনি compose করেছেন। সেটা ঠিক ভাবে ধরা হয় নি এই ডকুমেন্টারি তে। কিছু গান বারবার বাজানো হয়েছে। ওনার ব্যাপ্তি ঠিক ভাবে ধরার চেষ্টা হয় নি। এটা কঠিন কাজ।

    • @AbhishekGanguliLearningSystem
      @AbhishekGanguliLearningSystem  11 місяців тому

      Thanks for your appreciation and feedback...we have tried to share some of the legend"s works in a limited duration....it is impossible to cover most of his popular songs in a fixed time....Do subscribe to our UA-cam channel and support...your conviction in our work will help us to grow

    • @sushantamukhopadhyay8887
      @sushantamukhopadhyay8887 11 місяців тому

      @@AbhishekGanguliLearningSystem আমি যেটা বলতে চাই..
      রবিন চ্যাটার্জি নচিকেতা ঘোষ সুধীন দাশগুপ্ত দের কাছে বাংলা সিনেমা র গান চিরঋনী। বেসিক গান এ এদের পাশাপাশি সলিল চৌধুরী অনল চ্যাটার্জি প্রবীর মজুমদার অভিজিৎ ব্যানার্জী আছেন। পাশাপাশি হেমন্ত বা শ্যামল মিত্র র মতো গায়ক সুরকার রা আছেন।
      এই সব বরেণ্য সুরকার দের কাজের প্রতি যোগ্য সুবিচার করেছেন গোল্ডেন যুগের গায়ক গায়িকা রা। এই সব সুরকারদের ওপর কিছু করবার আগে অনেক হোম work এর প্রয়োজন। আপনারা শুধুই আশা ভোঁসলে র গান বাজিয়ে গেলেন। সেই গান গুলো ও দারুন ই। আমি অন্ধকার এর যাত্রী র মতো গান আর দ্বিতীয় টি নেই। আশাজী র প্রতি শ্রদ্ধা রেখেই বলছি এটা ওনার সৌভাগ্য যে উনি সুধীন দাশগুপ্ত র গান করেছেন। আমাদের এই বাংলা তে ধনঞ্জয় সতীনাথ মানবেন্দ্র শ্যামল তরুণ সুবীর সেন পিন্টু ভট্টাচার্য দের গান এর কথা ও বলা উচিত। উৎপলা সেন সন্ধ্যা প্রতিমা আরতি মুখার্জী দের এমন অনেক গান আছে ওনার সুরে যা এক একটা মণিমুক্ত। বাংলা ছবি র পাশাপাশি অসমীয়া ছবি অরণ্য র গান ..সিলে সিলে ঠেকা গান টি শুনেছেন? সেই গানের শুরু টা শুনেছেন? বনশ্রী ছবি তে ..এ পাথর কথা বলে যায় গান টা শুনবেন... কি ভাবে উনি ওয়েস্টার্ন স্টাইল কে ক্লাসিকাল এর সাথে মিশিয়েছেন! জবান ছবি র গান ..দিল যদি হয় দিওয়ানা.. শুনবেন।
      ছোটদের রামাযান ও স্বার্থপর দৈত্য কে হাইলাইট করার দরকার। কারণ এগুলো ছোট দের জন্য। কেউ কি ছোট দের কথা ভাবে? ছোট রা এখন ছোট থেকেই বড়ো। ছোটদের রামাযান অসাধারন সৃষ্টি ওনার। হংসরাজ এর সেই গান..বড়ো কষ্টে আমি পেলাম খুঁজে যা...এসব গানের উল্লেখ ই নেই।
      সুধীন দাশগুপ্ত বলতেন ইকোনমি অফ নোটস এর কথা। যেন আকাশ কে বোলো না কখনো গান টা এখানে যিনি গাইলেন তিনি কি ব্যাপারটা মাথায় রেখে গেয়েছেন?
      পুরো স্পেকট্রাম তো ধরতে চেষ্টা করতে হবে..এটাই বলার। আমি ও যে সব জানি তা ও নয়। কত জনের কথা হয়তো আমি ও জানি না।
      তবুও ভালো লাগলো..চার দেওয়াল এর মধ্যে নানান দৃশ্য কে গান এর কথা বলা হয়েছে। এই গানের বাণী অতি উৎকৃষ্ট!! এটাই ওনার ক্লাস।

    • @AbhishekGanguliLearningSystem
      @AbhishekGanguliLearningSystem  11 місяців тому

      @@sushantamukhopadhyay8887 thanks for your feedback....we positively agree to your observations...may be we should plan a Timeless Tunes 2

  • @madhumitachatterjee2003
    @madhumitachatterjee2003 2 роки тому

    অনবদ্য