কালা ও কালি তত্ত্ব তরজা পালা প্রশ্ন উত্তর হাড্ডা হাড্ডি লড়াই বিষাক্ত খ্যাপা সুজিত ও সনেকা দাসী

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 3

  • @rijuroy9836
    @rijuroy9836 2 роки тому +1

    জয় গুরু জয় গুরু।
    জয় লালন, জয় ভবা, রাধে রাধে, হরে কৃষ্ণ, নমস্কার আকাশ কাকু। তুমি আমার ভক্তিপুর্ণ প্রনাম নিও। মাননীয়া শিল্পী শ্রীমতী সনেকা দাসী বাউল মহাশয়া এবং মাননীয় শিল্পী শ্রী সুজিত ক্ষ্যাপা বাউল মহাশয় খুব সুন্দর ভাবে খুব সুন্দর একটি তরজা পালা বাউল গান পরিবেশন করেছেন। ওনাদের তরজা পালা আমি সম্পূর্ণ শুনলাম। সত্যি, খুব ভালো লাগলো, অসাধারণ অপূর্ব সুন্দর। ওনাদের তরজা পালা শুনে আমি অনেক আধ্যাত্মিক কিছু তত্ত্বকথা জানতে পারলাম ও শিখতে পারলাম। ওনাদের তরজা পালাটি সত্যি দুর্দান্ত হয়েছে, দারুন দারুন দারুন দারুন, অতুলনীয়, যার কখনও তুলনা হয় না। শ্রদ্ধেয়া ও শ্রদ্ধেয় শিল্পীদের চরণে আমার শত সহস্র কোটি দন্ডবৎ প্রনাম আর শ্রদ্ধা ও ভক্তি রইল। ভগবানের শ্রীচরণে ওনাদের জন্য মঙ্গল প্রার্থনা করি। কাকু, তোমারও চরণে রইল এই অধমের শত সহস্র কোটি দন্ডবৎ প্রনাম আর আমার শ্রদ্ধা ও ভক্তি। এই তরজা পালাটি শুনতে শুনতে আমার তিন দিন সময় লেগে গেল। এই ধরনের তরজা পালা বাউল গান আরও শুনতে চাই। খুব সুন্দর একটি পালাপ্রসঙ্গ তুলে ধরার জন্য শিল্পীদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কাকু, তোমার চ্যানেলে আমাদের গ্রামের (পূর্ব ভান্ডার, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর) শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ পূজা উপলক্ষে ৩ দিন ব্যাপী লোকসাংস্কৃতিক বাউল অনুষ্ঠানের (২০২২) একটি তরজা পালা বাউল গান শুনতে চাই। এই তরজা পালাটি হলো "শ্রীকৃষ্ণ ও নারদ" ভক্ত ভগবান তরজা পালা (মাননীয়া শিল্পী শ্রীমতী সনেকা দাসী বাউল মহাশয়া এবং মাননীয় শিল্পী শ্রী শিবানন্দ হালদার বাউল মহাশয়)। তুমি এই তরজা পালাটি একটু তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করো। তোমার কাছে এটা আমার বিনীত অনুরোধ রইল। তোমার উপর আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। আমি জানি, তুমি ঠিক আমার এই অনুরোধ নিশ্চয়ই স্বীকার করবে, আর কখনওই তুমি আমার অনুরোধ ফেলতে পারবে না। আমি জানি, তুমি সাধু গুরু বৈষ্ণব -এর কৃপায় আর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে অবশ্যই এই তরজা পালাটি আপলোড করতে পারবে। আমি তোমার ও তোমার ইউটিউব চ্যানেলের সাথে আছি। তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও। এই তরজা পালাটি তোমার চ্যানেলে শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম। খুব সুন্দর একটি তরজা পালা বাউল গান ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভগবানের শ্রীচরণে প্রার্থনা করি তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আধ্যাত্মিক পথে এগিয়ে চলো, সমাজ কল্যানের কাজ এইভাবেই চালিয়ে যাও আর গুরুর কৃপা ভগবানের কৃপা সর্বদাই লাভ করো। নমস্কার কাকু।
    জয় শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ,
    শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ।
    হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
    হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।
    শ্রী শ্রী রাধামাধব কি জয়, শ্রী শ্রী গুরুদেব কি জয়, সমবেত গৌরভক্ত কৃষ্ণভক্ত বৃন্দ কি জয়, শ্রী শ্রী হরিনাম সংকীর্তন কি জয়, শ্রী শ্রী বাউল সংকীর্তন কি জয়, শ্রী শ্রী বৃন্দাবন ধাম কি জয়, শ্রী শ্রী জয়দেব কেদুলী ধাম কি জয়, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরিবোল হরিবোল হরিবোল হরিবোল।।

    • @rijuroy9836
      @rijuroy9836 2 роки тому

      @@folkbinodon হরে কৃষ্ণ। হ্যা কাকু, তুমি ধীরে সুস্থে আপলোড করো, কোনো চাপ নিও না। তুমি নিশ্চিন্তে থাকো। হরিবোল।

  • @sabujsarkar-kx7jg
    @sabujsarkar-kx7jg 9 місяців тому

    Ata Raiganj, mirual, Dakshin Sushihar (Nabopollab Sangha) er baul gan