Dag Theke Jay দাগ থেকে যায় Ayub Bachchu James Azam Khan Hasan Prince Mahmud Audio Jukebox

Поділитися
Вставка
  • Опубліковано 17 тра 2020

КОМЕНТАРІ • 188

  • @mdsaidurahmanbabu534
    @mdsaidurahmanbabu534 Рік тому +117

    ৩৫ টাকা তখন আমাদের মত স্কুল পরুয়াদের কাছে বিশাল ব্যাপার...বহু কষ্টে ৩৫ টাকা জমিয়ে এই আবেগ কিনতাম...আজ সবি অতীত

  • @abdulkayumabdulbaraj8560
    @abdulkayumabdulbaraj8560 Рік тому +20

    কতবার যে এই এ্যালবামের গান গুলো শুনিছি।তখন কলেজ জীবন ছিল।অনেক স্মৃতি জড়িয়ে আছে।১৯৯৬ সাল টা ছিল আমার জীবনে সবচেয়ে সেরা জীবন।

  • @bappypabna1610
    @bappypabna1610 Рік тому +55

    কি বলবো, তখন স্কুলে পড়ি অনেক সৃতি জড়িয়ে আছে এই গানটাতে। এখন ৩৮ । ভালো থাকুক সোনালী দিনের মানুষ গুলো

    • @foodography.bangla
      @foodography.bangla Рік тому

      এই গানগুলো শুনলে হৃদয় ছুঁয়ে যায় আর আমি প্রিন্স মাহমুদের প্রতিটা অ্যালবাম বের হওয়া অপেক্ষায় থাকতাম ❤❤❤

    • @nurhossain5812
      @nurhossain5812 Рік тому

      আমিও

    • @ronyrahaman6910
      @ronyrahaman6910 4 місяці тому

      😢😢😢

    • @sharifahmed953
      @sharifahmed953 3 місяці тому

      এখন এই গানগুলো শুনলে হাহাকার লাগে নিজের মধ্যে, মনে হয় সব হারিয়ে গেছে 😢😢😢

  • @tanupkumardas7034
    @tanupkumardas7034 7 місяців тому +11

    কিছু আবেগ ছড়িয়ে দেয়া উচিত , এটা একান্তই আমার ব্যাক্তিগত মতামত।
    কিছু কিছু ঘটনার "দাগ থেকে যায়" হৃদয়ে। সময়টা ২০০২ সাল হবে। "দাগ থেকে যায়" রিলিজ হয়েছিলো ১৯৯৮ এর কোন এক সময়ে। তখনকার দিনে মনে করা হতো ব্যান্ডের গান শোনে বখাটে ছেলেরা। আমাদের মফস্বল টাইপ গ্রামে এরকম বখাটের সংখ্যা একেবারে কম ছিলো না। আমাদের আইডল বলেন আর গুরু যাই বলি তা ছিলো প্রিয় জসীম ভাই। জসীম ভাই এক সড়ক দূর্ঘটনার স্বীকার হয়ে প্রায় মানসিক এবং শারীরিক ভারসাম্যহীন। রঙের কৌটা নিয়ে জসীম ভাইয়ের পিছনে পিছনে হাটা আর খালি দেয়ালের খোজ দিয়ে বিংগো চকলেট উপহার পাওয়ার মত আনন্দ জীবনে খুব কম পেয়েছি।উজিরপুরের কোন দেয়ালই বাকি থাকতো না চিকা মারতে। আমার প্রিয় ছিলো “ আমি তোমাদেরই লোক”।
    জসীম ভাইয়ের সুস্থতা কামনা করি সবসময়।
    ফিরে আসি দাগ থেকে যায় এর ঘটনায়। এই অ্যালবার যখন হাতে পাই বা শুনি তখন এর অনেকগুলো গান লিজেন্ডারি পর্যায়ে চলে গেছে। তবে আমি একটা কথা জোড় দিয়ে বলতে পারি এই অ্যালবামটা প্লে করে বেশীরভাগ মানুষই সরাসরি ৯ নম্বর গানে চলে গেছেন। কারন সেটিই ছিলো এই ক্যাসেটের সবচেয়ে বড় আকর্ষন “ দূরে আছি সেই ভালো- আজম খান”। এর কোন অলটারনেটিভ নেই আর থাকতেও পারে না। এর চেয়ে বিষাদ যেন আর কিছুতে নেই। “আমার আর্তনাদ আমারই থাক, নাইবা তোমার থাকি কাছাকাছি” এই লাইটা যখনই আসতে কি একটা অবস্থার সৃষ্টি হতো তা বোঝানো যাবে না। মনে হত এক সমুদ্র নোনা জল চোখের পরিবর্তে আজম খানের গলা দিয়ে নেমে আসছে।
    এই ঘোর থেকে বের হয়ে যখনি ক্যাসেট শুরু থেকে শুনতে শুরু করি তখন মুখোমুখি হই আরেক ইতিহাসের। “বেলা শেষে” আহ্ এত মায়া কিভাবে একটা সুরে থাকতে পারে। সেই থেকেই কৃষ্ণচূড়া আমার প্রিয় ফুল। “আজ জন্মদিন তোমার” গানটা দিয়ে জন্মদিনের উইশ না করলে সেই জন্মদিন অপূর্ন থাকতো। আমি নিজেও একটা ক্যাসেট উপহার পেয়েছিলাম যার পুরোটা জুড়েই এই একটা গানই ছিলো।
    ৩ নম্বরে ছিলো আরেক লিজেন্ডারি গান “ভূল- জেমস”। এই গান শোনার পর আর সামনে পিছনে কোনদিকে যাওয়া যেত না। এই ৪:১০ সেকেন্ডেই আটকে থাকতাম মহাকাল ধরে। আমাদের Md Imran Hasan একবার শুরু করলে তাকে আর সেদিন থামনো যেত না। তার নিজের গলা যথেষ্ট বেসুরো হলেও সে কখনই এই গানের সাথে গলা মেলাতে ভূল করতো না সেটা যেখানেই হোক। এছাড়া ৪ নম্বরের “ভালোবাসা ও অপরাধ- হাসান” এক কথায় অসাধারন। কিন্তু এই অ্যালবামের ১১ ও ১২ নম্বরে ছিলো আরও সমৃদ্ধ। বাংলা ব্যান্ড জগতের এক অবিচ্ছেদ্দ অংশ “ হয়নি যাবার বেলা- খালিদ” এই গানটি শোনার পর মনে হল একেই মনে হয় কষ্ট বলে। এখনও আমার হেডফোন বাজছে এই মাস্টারপিস। আপনি যতই ভালো মুড নিয়ে এই গানটা শোনা শুরু করেন না কেন শেষটা হবে বিষন্নতায় এটা আমি বাজি রেখে বলতে পারি। এসব গান আর তৈরী হবে না কারন এইসব সুর ধারন করার মত প্রজন্ম আর তৈরী হয়নি।
    ১২ নম্বরে মেহেদীর “ আমিতো মরে যাবো”। বাংলাদেশের এমন কোন দোকান, রেম্টুরেস্ট, হাট-বাজার নেই যেখানে তখন এই গান না বাজতো। মুরুব্বী থেকে শুরু করে বাচ্চারা, সব বয়সের মানুষের মুখে মুখে শোনা যেত এই গান। বাংলা ব্যান্ডে এরকম সর্বজনগৃহীত গান আর হবে কিনা জানি না। ব্যান্ডের ঘোর শত্রু এলাকার মুরুব্বীরাও এই গান চললে নিষেধ করতেন না। তখন এই গানটি জনপ্রিয়তা পাওয়ার আরেকটি কারন হল সবাই মনে করতো এটা “ এরশাদ শিকদারের গান”।
    অনেক ভালোবাসা সেই সব মানুষদের যাদের কারনে এখনও এইসব গান শুনতে পারি।
    “গানের ছন্দে মন আনন্দে মাথা ঝোলাও তালে
    বুঝলি না কি অন্ধ মানুষ গায়কে কি বলে"

    • @user-pg5ek5np4h
      @user-pg5ek5np4h 6 місяців тому +1

      লেখাপড়ে হার্ট বিট বেড়ে গেছে।

    • @kabbikpolash3767
      @kabbikpolash3767 4 місяці тому +2

      একদিকে গান শুনছিলাম, আরেকদিকে আপনার লেখা পড়ছিলাম।
      আপনি কে ভাই! শ্রদ্ধা ও ভালোবাসা নিয়েন❤

  • @TimePass-dv4mn
    @TimePass-dv4mn Рік тому +19

    জীবন থেকে মহামূল্যবান জিনিস হারিয়ে গেছে, এই গান গুলো এখনও আছে এবং থাকবে আর অতীতটাকে টেনেহিঁচড়ে তুলে আনবে।

  • @mdsaifusaifu7009
    @mdsaifusaifu7009 Рік тому +17

    ধন্যবাদ, প্রিন্স মাহমুদ ভাই চমৎকার সুরে একটি অ্যালবাম উপহার দেওয়ার জন্য. এবং সকল শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

    • @md.shohelrana7186
      @md.shohelrana7186 Рік тому +1

      তখনকার প্রতিটি এ্যালবামই ছিলো সুপার হিট।

  • @lizarozario4030
    @lizarozario4030 2 роки тому +32

    তখন ও প্রিয় ছিল
    এখন ও প্রিয়
    আর যত দিন বেঁচে থাকবো প্রিয় থাকবে
    এই সব গান গুলো ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kohelhasan8571
    @kohelhasan8571 2 роки тому +38

    সত্যই এই এ্যলবাম এর গান গুলো মনের গভীরে দাগ ❤️❤️❤️❤️ কেটে ছিল । ক্ষত এখনো আছে ১৯৯৬ হতে ২০২২ অবদি । প্রিন্স মাহমুদ মানেই তো গানের কথা ও সুর জাদু মাখা

    • @JAKIRHOSSAIN-xp6od
      @JAKIRHOSSAIN-xp6od Рік тому

      Coto cilam balo cilam.bute kilaice boru holam ekon busteci telar nambabagi.miss you my soiysov

  • @JAKIRHOSSAIN-xp6od
    @JAKIRHOSSAIN-xp6od Рік тому +10

    কি অপূর্ব মুহূর্ত ছিল সেই সোনালী দিন গুলো! নতুন জেনারেশন বুঝবে কি না আমার সন্দেহ। আজ ২০২৩ সালে এসে হারে হারে টের পাচ্ছি, কেন যে বড় হইলাম 😢😢 সেই দিন যদি আবার ফিরে পেতাম। মো জাকির হোসেন ( রুবেল) রাউজান চট্টগ্রাম, পাহাড়তলী চৌমুহনী চুয়েট!!! এলাকা।

  • @gani_giri
    @gani_giri Рік тому +14

    আমার মত একটা বড় প্রজন্ম এই শতাব্দীতে টিকে আছে শুধু ইউটিউবের এই কালেকশনগুলোর কারনে।অতীতের একটা নিজস্ব বাতাস থাকে।এই কালেকশন গুলো যখনই মনে পরে সারা শরীরে সেই বাতাস বয়ে যায়।চোখ বন্ধ করলেই এত শান্তি লাগে যা বলার মত না.....

  • @user-rr4hc2uh3r
    @user-rr4hc2uh3r Рік тому +6

    এগুলো গান নয় আবেগ। ফেলে আসা সোনালী অতীত।
    গান গুলো শুনলে স্কুল জীবনের কত সৃতী কত দুরন্ত পনা মনে পরে যায়❤

  • @ehsanulrayan8159
    @ehsanulrayan8159 Рік тому +8

    প্রতিটি গানের লিরিক্স অসাধারণ। 🔥
    সেই ছোটবেলা থেকেই ``দাগ থেকে যায়" ❤️

  • @merinajuthy-ok5zq
    @merinajuthy-ok5zq Рік тому +5

    ১৯৯৬ সাল থেকে এই গানগুলো আমারও প্রিয় যতদিন বেঁচে থাকবো ততদিন প্রিয় থাকবে আজীবন...ইনশাল্লাহ💕

  • @watanubiswas1347
    @watanubiswas1347 Рік тому +6

    প্রিন্স মাহমুদ ভাই এর গান গুলো সত্যিই অসাধারণ ছিলো, স্কুল জীবন থেকে শুনছি আর যতদিন বাচবো শুনে যাবো।

    • @sahidasanju
      @sahidasanju 5 місяців тому +1

      alhamdulillah..... Tune As A Prience Mahmooud

  • @SaifulIslam-kx6mx
    @SaifulIslam-kx6mx 2 роки тому +11

    আগে অনেক শুনতাম।অনেক সুন্দর গানগুলি।

  • @wahidulsagor8884
    @wahidulsagor8884 Рік тому +11

    স্কুলে যাওয়ার পথে দোকানে এই এ্যালবামের গানগুলো শুনতাম। খুব মিস করি সেই সময়ের স্কুল লাইফের গানগুলি। এই এ্যালবামের প্রতিটি গানই হিট ছিলো।

  • @mimmahofficial4874
    @mimmahofficial4874 Рік тому +7

    ১১.১১.২০২২ আজও দাগ থেকে যায়। ধন্যবাদ মাহমুদ ভাই। বেষ্ট সুরকার।

  • @MrKrypton007
    @MrKrypton007 2 роки тому +6

    বন্ধুর কথা মনে পরে যায়। যে ক্যাসেটটা দিয়ে ছিল। এই সুর আর কথা... আবেগ নিয়ে বুঝতে।

  • @lostday2616
    @lostday2616 Рік тому +7

    বেলা শেষে গানটি শুনলে প্রতি নিয়তো আমাকে পোড়ায়...হারায়ে বুজেছি কি ছিলে তুমি যে আমার ♥♠♥
    ২০২৩-এ তোমার জন্মদিনের শুভেচ্ছা রইল...♥♥♥
    মনেরই কাছে মনের অজান্তেই পুরনো তোমাকে আজ ও বড্ড বেশি মিস করি @
    দাগ থেকে যাওয়া এই একা বেঁচে আছি
    বলবো না কোন দুঃখ নেই,
    দুরে আছি এই ভালো এইতো বেশ ভালোই আছি.......
    এই কি জীবন ?

  • @MsHawa-du5ds
    @MsHawa-du5ds 7 місяців тому +3

    এই অ্যালবামের গানগুলি যখন শুনি আমি আমার অতীত সব মনে পড়ে যায় মন চায় আবার ফিরে পেতে সেই দিনগুলো

  • @mdsumonrana1503
    @mdsumonrana1503 Рік тому +5

    মিস করি সেদিনের সৃতি গুলো কখনো আর ফিরে পাওয়া সম্ভব না

  • @amdadmilon6066
    @amdadmilon6066 Рік тому +4

    প্রিন্স মাহমুদ একটা আবেগের নাম ❤

  • @SubrataKumar
    @SubrataKumar 10 місяців тому +3

    One of best band song mixed albums. Magic of legends like AB, James, Prince Mahmood. Ever green memory. 💚

  • @mdforid7817
    @mdforid7817 2 роки тому +13

    All master pieces altogether...
    This country has to proud of them..

  • @kibriaahmed8381
    @kibriaahmed8381 9 місяців тому +4

    সেই নব্বই দশকের ৩৫ টাকার অডিও তখন বিরাট বেপার চিল আজও ভালো লাগে ❤ লাভ ইউ ওল সিংগার

  • @habibrahman6447
    @habibrahman6447 Рік тому +4

    আহা কি গান বাচ্চু ভাই, শাফিন আহমেদ, নকীব খান,খালিদ

  • @mdrubelaslam5574
    @mdrubelaslam5574 2 роки тому +5

    কাছে গিয়ে দুঃখ পাওয়ার চেয়ে।দূরে আছি এই ভালো।এই তো বেশ ভালো আছি।অনেক টা পথ এক সাথে চলে ছি।বুঝেছি শুনতে হবে ভাঙনের গান।মানিয়ে নেয়ার শত চেষ্টা করেও।পাল্টে গেছে জীবনের অভিধান।

  • @onadrito
    @onadrito Рік тому +4

    জীবনের সব কিছুতেই দাগ থেকে যায়----এই এভারগ্রীন গানগুলোর মত-----

  • @md.shohelrana7186
    @md.shohelrana7186 Рік тому +4

    ঈদ উপলক্ষ্যে বের হয়েছিলো এ্যালবামটি সিরিজ এর মত ছিলো একটি এ্যালবাম আসবে আজ সব অতীব তবে মনে পড়লে কেমন হয়ে যায় সব কিছু। আজও আছে স্কুল পালানো বন্ধু রা কিন্তু নেই আড্ডা মজা সময় একত্রিত হওয়ার।

  • @sohagahmed4131
    @sohagahmed4131 Рік тому +8

    বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়---???????????????? ১৯৯৮ সালে আমার বন্ধু সুজন এই ক্যাসেটের এ্যালবাম টা গিফট করে,,, ২০২২ এখনো আছে,,,,,, দাগ

  • @MrHemu-wn1le
    @MrHemu-wn1le 11 місяців тому +1

    Ato sundor sur akmatro Prince Mahmud bhaier darai sombhob. Hats off dear brother. Onuvutigulo vishon bhabe nara dei. Sei childhood theke sune aschi akhono valolaga gulo aki rokom ache abong thakbe.

  • @dipgagra2888
    @dipgagra2888 2 роки тому +7

    ক্লাস ৩ তে পড়ি তখন থেকে এখন পর্যন্ত এল্যবাম টা "দাগ" দিয়েই যাচ্ছে❤️❤️

    • @foodography.bangla
      @foodography.bangla Рік тому +1

      প্রিন্স মাহমুদের প্রতিটি অ্যালবামই অসাধারণ তার প্রতিটি অ্যালবামে আমি কালেক্ট করতাম এবং তখনকার প্রতিটা শিল্পীর গানে মন ছুয়ে যেত

  • @ShaonSarothi
    @ShaonSarothi 3 місяці тому +1

    শুধু জেমস এর গানটার জন্যে ক্যাসেট কিনেছিলাম। আহা,,, সেই সব দিন,,, সবগুলা গান ই দারুন

  • @mdibneywalid7442
    @mdibneywalid7442 Рік тому +5

    প্রিন্স মাহমুদ মানে ব্যান্ডগানের জনক

  • @mdbokul1739
    @mdbokul1739 Рік тому +3

    ওই জীবনটাই ভালো ছিলো।গানগুলো এখনো খুব ভালো লাগে।প্রিন্স মাহমুদ মানে অসাধারন কিছু।

  • @ferdousahmed2620
    @ferdousahmed2620 Рік тому +5

    হারিয়ে যাবার নেই মানা

  • @mdriajul6533
    @mdriajul6533 Рік тому +5

    জীবনে আনন্দ মানে এই গানগুলা

  • @abidhasanbd130
    @abidhasanbd130 2 роки тому +10

    খুব মিস করি এই গান গুলো♥️♥️

  • @user-bb4fm3st8l
    @user-bb4fm3st8l 5 місяців тому +1

    আমার মত অনেকেই আছে যারা এখনো পুরনো দিনের কথা মনে করে এই সব গান শুনে। সত্যি অসাধারন।

  • @user-sb7zt6md8w
    @user-sb7zt6md8w 9 місяців тому +2

    এই সময়টা যদি এখন কার জেনারেশন কে একটু বুজাতে পারতাম কত সোনালি ছিল দিন গুলো।

  • @yousufkhan1439
    @yousufkhan1439 Рік тому +3

    পছন্দের একটি গানের জন্য,, অনেক কষ্ট করে ৩৫ টাকা দিয়ে ক্যাসেট কিনেছিলাম। 😒😒

  • @jahirahamed3417
    @jahirahamed3417 2 роки тому +7

    সারাজীবন মনে থাকার মত গান

  • @imranimme
    @imranimme 2 роки тому +5

    হাসান ভাই বেষ্ট

  • @tahertaher6688
    @tahertaher6688 11 місяців тому +2

    দাগ থেকে যায়, শুধু তারাই বুঝবে যারা ঐ প্রজন্মের আছেন। তখন ক্যাসেট প্লেয়ার খুব কম ছিল। ৩/৪ জনে মিলে ক্যাসেট ক্রয়টা ও ছিল বন্ধুত্বের দাগ।

  • @mdashraf4557
    @mdashraf4557 Рік тому +8

    the most popular album of my childhood. memorable song every time...❤💯

  • @jahirahmedahmed
    @jahirahmedahmed Рік тому +2

    প্রিন্স মাহমুদের সুর ই শেরা এখনো রয়েইগেলো

  • @yusufkhan7905
    @yusufkhan7905 Рік тому +4

    কত কথা যে মিশে এই গানে যানে আমার মন।যাকে খুঁজে আমার প্রান।

  • @muktadirarif3961
    @muktadirarif3961 Рік тому +3

    খুব পছন্দের ক্যাসেট। শেষ কেনা এ্যালভাম।সবচেয়ে বেশি কিনেছি এই এ্যালভাম।

  • @MdRubel-xf6sb
    @MdRubel-xf6sb Місяць тому

    গানগুলো শুনলে নিজেকে আর ধরে রাখতে পারি না সেই ১৯৯৬ সালে ফিরে যাই এখন আমার বয়স ৩৭ রানিং

  • @shahaalamabdulmanaf3446
    @shahaalamabdulmanaf3446 2 роки тому +7

    ১৯৯৬ থেকে শুনছি খুব ভালো লাগে,, এখন ও মাঝে মাঝে শনি

  • @MdRubel-xf6sb
    @MdRubel-xf6sb Місяць тому

    মূলত এই গানগুলো আমার মামা শুনত তাই থেকে ভালোলাগা ভালোবাসা আর প্রিন্স মাহমুদকে সারা জীবন শ্রদ্ধা জানাই এবং সকল শিল্পীদেরকেও শ্রদ্ধা জানাই

  • @anonymous2150
    @anonymous2150 5 місяців тому +1

    কি সব দিন ছিলো। সোনালী অতীত। সত্যি দাগ থেকে যায়। 🥹🥹🥹😭😭😭

  • @mirhossan1043
    @mirhossan1043 2 роки тому +5

    মোহে আবির❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @asthainternational9320
    @asthainternational9320 Рік тому +2

    আর একটা বার যদি সেই সময় গুলো ফিরে পাওয়া যেতো😭😭

  • @j.Hasan007
    @j.Hasan007 Рік тому +6

    Recall my childhood....,Nostalgic I am...

  • @user-wf7wn8jp5l
    @user-wf7wn8jp5l 7 місяців тому +1

    এখন যখন অনলাইনে গানগুলি শুনি তখন ছোট বেলার কথা মনে পরে

  • @MasumT-ts3it
    @MasumT-ts3it 8 місяців тому +2

    এখন অনেক অনেক মিস করি এগুলো

  • @himmutulislam3545
    @himmutulislam3545 11 місяців тому +1

    এই এলবামের প্রত্যেকটি গান অসংখ্য বার শুনেছি ।

  • @anoyparvez06
    @anoyparvez06 Рік тому +2

    সব লেজেন্ড এক সাথে

  • @jasimuddin1110
    @jasimuddin1110 Рік тому +2

    কিশোর বয়সে এসব গান শুনে দাম দিয়ে যন্ত্রনা কিনতাম।

  • @adnanbinwali6433
    @adnanbinwali6433 Рік тому +2

    Hoyni jabar bela - thanks for this song

  • @mdnazmul3273
    @mdnazmul3273 6 місяців тому +2

    ark hasan sir best. because his unice voice.

  • @JakiaAkter-yc9xg
    @JakiaAkter-yc9xg Рік тому +1

    sei 96 ssal theke sunsi
    Kokhono birokto asena
    Joto suni totoi sunte mon chay

  • @mdziauddinzahid7747
    @mdziauddinzahid7747 2 роки тому +8

    এই এলবাম টা আমার কাছে অনেক দিন ছিলো আজ মেহেদীর গান শোনার জন্য এসেছি কিন্তু খালিদের ও গান শুনলাম আল্লাহ্ রাব্বুল আলামীন আমাকে আরো এখানে যাহারা গান শুনছে সবাইকে ক্ষমা করে দিন গান শোনার জন্য

  • @nurjahanbegum7292
    @nurjahanbegum7292 2 роки тому +6

    I want many many album like this

  • @MdRubel-xf6sb
    @MdRubel-xf6sb Місяць тому

    গানগুলো শুনলেই চোখে পানি চলে আসে অনেক ভালো লাগে

  • @arkashikvai588
    @arkashikvai588 3 місяці тому +1

    Gan manei akta valobasha ❤❤❤❤

  • @smtanvirahmed3576
    @smtanvirahmed3576 2 місяці тому

    আর কখনো সেই সময়টি ফিরে আসবে না... তাই তো দাগ থেকে যায়...!!!

  • @akkaskaka1744
    @akkaskaka1744 2 роки тому +11

    দাগ""আমার প্রিয় একটি এল্যবাম!!

    • @JuneerAhmed
      @JuneerAhmed Рік тому

      Prince Mahmud'er Surokarer Band Mixed Album Daag Theke Jaai Band Mixed Album'er Released Pawa Geche 1999 Saal'er Winter'er Album

    • @JuneerAhmed
      @JuneerAhmed Рік тому

      Right Answer Right

  • @Dstars-ux5cu
    @Dstars-ux5cu Місяць тому

    Ahhhh say din gulo ❤❤

  • @jagodishdas6335
    @jagodishdas6335 7 місяців тому +1

    তখন ক্যাসেট কেনার মতো টাকা ছিলো না। একটা কেসেটকেই কপি করে শুনতাম। পুরোনো দিনের কথা মনে পরে যায়। ১৪/১১/২০২৩ কমেন্ট করে গেলাম

  • @kamrunnaher3626
    @kamrunnaher3626 2 місяці тому

    অবাক লাগে, এখনো এ এ্যালবামের প্রতিটা গানের প্রতিটা লাইন এখনো মনে আছে ❤❤
    ৩৫ টাকার আবেগ ভরা ভালোবাসা..

  • @kabbikpolash3767
    @kabbikpolash3767 4 місяці тому +1

    ছেলেবেলার খুবই পছন্দের গান❤

  • @mdalamgirkabirbabu2462
    @mdalamgirkabirbabu2462 4 місяці тому +1

    OLD is gold ❤

  • @AbdulOhab-vw5rv
    @AbdulOhab-vw5rv Місяць тому

    প্রথম পছন্দ ছিল এই এলবাম

  • @arkashikvai588
    @arkashikvai588 3 місяці тому +1

    ❤❤❤❤❤Ark AsHik

  • @abdullhaahmed145
    @abdullhaahmed145 5 місяців тому

    😢😢miss kori onk somoy gula k...

  • @Monicasanta521
    @Monicasanta521 7 місяців тому +1

    বেস্ট অফ বাংলা গান

  • @khalilkhalil1858
    @khalilkhalil1858 Рік тому +1

    এইদিন গুলা কি আজো পাবো।
    আর হবে না।আর সেই দিন আর আসবে না।
    আর এখন কি দিন আসলো।
    এই গান যদি শুনি সেই পুরোনো মানুষ গুলার কথা মনে হয়

  • @Captain_Nimo999
    @Captain_Nimo999 Рік тому +2

    বাবা শুনেছে আমি শুনছি ছেলে শুনবে 💚

  • @mojnumia7331
    @mojnumia7331 2 роки тому +7

    কি বলিবো আর কিবা আছে বলার সুনেই দেখুন এক বার সেই দিন যেন কোথায় হারিয়ে গেছে

  • @mdsarker4775
    @mdsarker4775 Місяць тому

    প্রিন্স মাহমুদ শ্রদ্ধেয় মামা এর বিকল্প হবে না মামার জন্য শুভকামনা রইল মামার প্রতিটি গানের সুর অসাধারণ

  • @sahidasanju
    @sahidasanju Рік тому +1

    Alhamdulillah.......

  • @sajupereira9747
    @sajupereira9747 Рік тому +5

    2022 still I love all songs on this album.❤❤❤

  • @MehediHasan-cx8vi
    @MehediHasan-cx8vi 2 роки тому +2

    Bela seshe uffffff💕💕💕💕

  • @nurjahanbegum7292
    @nurjahanbegum7292 2 роки тому +7

    This is the most successful album as far I remember.this one not only successful but also every song is very nice

  • @nazmussakibrahman9275
    @nazmussakibrahman9275 11 місяців тому +1

    কিছু ভুল ছিল তোমার, কিছু আমার
    তুমি করোনি স্বীকার বন্ধু; আমি করেছি।
    একসাথে চলতে, কথা বলতে-
    কত ভুল বোঝাবুঝি হয় স্বাভাবিক;
    তুমি বোঝনি।
    যদি স্বীকার করতে বন্ধু তুমি হতে জয়ী
    আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম
    -তুমি জয়ী।
    এই ছন্নছাড়া অগোছালো জীবনে
    কেন এসেছিলে সব সাজাতে-কে জানে?
    সব গড়েছ তুমি, আবার ভেঙেছ নিজেই
    রেখে গেছ আমাকে;
    বিস্মৃতির অবগাহনে।
    যদি স্বীকার করতে বন্ধু তুমি হতে জয়ী
    আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম
    -তুমি জয়ী।

  • @churiwala7022
    @churiwala7022 2 місяці тому

    2024 আমি অতীত খুঁজছি ❤

  • @mdparvin4695
    @mdparvin4695 Рік тому +1

    বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়

  • @bidyutshill4828
    @bidyutshill4828 2 місяці тому

    Thank you prince mamud bhi. Album dewar jonno. Tai to amar cheler naam rakchi prince

  • @Captain_Nimo999
    @Captain_Nimo999 Рік тому +1

    আজম খান 🥰🥰

  • @sonyislam4155
    @sonyislam4155 10 місяців тому

    Prince Mahmood gane ja anuvob kortam ta akhono kori sudhu boyosta berese kintu monta to na ❤❤❤❤❤❤❤❤

  • @minhajuddin8820
    @minhajuddin8820 Місяць тому

    সব স্মৃ‌তিগুল‌ি একক‌রে জ‌ড়ি‌য়ে ধ‌রে একসা‌থে রে‌খে দিয়ে‌ছি, মা‌ঝের ম‌ধ্যে আল‌তো ক‌রে মু‌ছি, যেন অসাবধা‌নোতায় ভে‌ঙ্গে না যায়। একটা একট‌া ক‌রে অবলকন ক‌রি, যা ছু‌ঁয়ে যায়, এটা বলার ম‌তো নয়।

  • @user-xv7do8wy3j
    @user-xv7do8wy3j 7 місяців тому

    পুরাতন গানগুলো এখনো ভালো লাগে।ধন্যবাদ।

  • @mdsaim5107
    @mdsaim5107 2 роки тому +2

    এই এলব্যামের সবগুলো গান ই খুব সুন্দর তবে আমার কাছে সবচেয়ে বেস্ট তুমি ও না আমিও না বিপ্লব আর হয়নি যাবার বেলা খালিদ 💘💘💘💘💘💘💘

  • @MdMizan-qc4dn
    @MdMizan-qc4dn Рік тому +2

    আজও মনে বাজে❣️❣️❣️

  • @sajaldey4760
    @sajaldey4760 Рік тому +2

    Childhood memories

  • @banglatexfashion3580
    @banglatexfashion3580 7 місяців тому

    এমন গান আর হবে না

  • @raselahammed5744
    @raselahammed5744 2 місяці тому

    ক্যাসেট কিনতে না পারলেও মামার গুলো চুরি করে এনে এসব গান শুনতাম 😢

  • @pppbd13
    @pppbd13 Рік тому

    Sai duronto koisor. Ahaa