আলোকদিয়া পীর বাড়ির প্রাচীন ইতিহাস মাগুরা ২০২১! |Historical place Alokdia| Magura

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • ১৪ শতক অর্থাৎ ১৩০০ সালের শুরুর দিকে সৈয়দ শাহ পীর কালান্দার ইসলাম প্রচারের মূল ব্রত নিয়ে অতিথি হিসেবে আলোকদিয়া গ্রামে আসলে তৎকালীন ব্রাহ্মন হরিপদ চক্রবর্তী আলোকদিয়া গ্রামের মধ্যবর্তী জায়গায় তাকে কিছু জায়গা প্রদান করেন। কথিত আছে, তিনি স্বয়ং আল্লাহর নির্দেশে বাঘের পিঠে এবং মাটির দেওয়ালে ভ্রমন করতে পারতেন। জীন সম্প্রদায় তার প্রতি খুব অনুগত ছিলেন।
    তারই আরেক বংশধরের নাম মোল্লা সৈয়দ শের-এ আলী। তিনি তৎকালীন সময়ে উচ্চশিক্ষার উদ্দেশ্যে জাহাজে করে মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তিনি মধ্যপ্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় “আল-আজহাব বিশ্ববিদ্যালয়” এ পড়ালেখা করেন। তিনি আরবী, ফারসী, উর্দু ভাষায় পান্ডিত্য অর্জন করেন। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলার গৃহ শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন, আনুমানিক ১৭৪৫ সালের দিকে।
    তাঁর অনেক প্রথিতযশা বংশধরদের অন্যতম ছিলেন। সৈয়দ মোয়াজ্জেম হোসেন। পারিবারিকভাবে প্রচুর জমি-জমা থাকায় তিনি ছিলেন “জোতদার”। তাই “নীল আন্দোলন” দমনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার জমিতে তিনি নীল চাষ করতে দিতেন না। এই জন্য তৎকালীন দুই জন ব্রিটিশ পুলিশ অফিসার মি. পিটার এবং মি. স্মিথ ঘোড়ায় চড়ে তাঁকে উৎকোচ প্রদান করতে তার কাচারি আলোকদিয়া আসেন। কিন্তু তিনি ঘুষ নিতে অস্বীকৃতি জানান। পরে তাকে গ্রেফতার করে মাগুরা নোমানী ময়দান পর্যন্ত নিয়ে যাওয়া হলে আশপাশের গ্রামবাসিরা ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ শুরু করে। পরে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।
    এই প্রথিতযশা ব্যক্তি সৈয়দ মোয়াজ্জেম হোসেনের সন্তান সৈয়দ জাফর সাদেক। তিনি “বড় পীর সাহেব” হিসেবে আশ-পাশের বেশ কয়েকটি জেলায় পরিচিত ছিলেন। কথিত আছে, তিনি গোসলে যাওয়ার আগে শসা গাছ লাগিয়ে গোসল করে এসে সেই গাছ থেকে শসা খেতেন।
    ১৯৫৭ সালে Landlords ant Tenants Act পাশ হওয়ার আগ পর্যন্ত তিনিও পারিবারিকভাবে প্রাপ্ত “জমিদারি” চালিয়ে যান।
    কিভাবে যাবেন : মাগুরা ঢাকারোড আলোকদিয়া অটো স্টান্ড আসতে হবে। তার পর অটো যোগে করে আপনাকে প্রথম আলোকদিয়া বাস স্টান্ড নামতে হবে। তার পর ঐখানে সে কোনো লোক কে বলতে হবে। আলোকদিয়া পীর বাড়ী যাবো।
    Facebook :- Ashikuz Zaman Ashik
    / bd.ashik.life
    Facebook Page :- Ashik The Traveler
    / ashikthetraveler
    Twitter :- Ashik The Traveler
    as...
    Instagram :- Ashik_Traveler
    / ashik_traveler

КОМЕНТАРІ • 61